@@Sunny_Subhanএটা এই উপমহাদেশের কোনো দার্শনিক বললে সেই ভাব আসতো না যেটা এখন উনি পাচ্ছেন। এটাই বুদ্ধিবৃত্তিক গোলামী, শোষকদের প্রতি মুগ্ধতা কাজ করে এই ধরনের গোলামদের
I'm really happy that at last someone talked about my favourite philosopher. Ami Onek try korsi bhalo Bangla video khojar but there's none but then there's voice of Dhaka. Thanks. And as far as ik Nietzsche never claimed himself a atheist he just said our society has killed the god the concept of god. And bolse J don't follow god blindly know the logic behind it. His father was a Catholic priest as far as I remember. Thanks to the voice of Dhaka again.
I believe Nietzsche also said that there is no fact, everything is rather interpretation. From this perspective, there is probably no objective truth to be known. Faith is just another ready-made interpretation of the reality.
etaa krte giye oneke dube morece... example ghotaa western world faith er dik teke...obossho seisob oneker achievement.. religion n god fantasy world.. bt alien true.. faith onk typer hote paare...atheism one of them same fr nhilism.
ভয়েস অফ ঢাকা কে ধন্যবাদ এমন একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শনের জগতে নীটশে সে এক বিষ্ময়ের নাম। নিটসের এই ধারণা ঈশ্বর সম্পর্কে এক রকম নেগেটিভ ধারণার প্রকাশ করে। তার এই এই গবেষণার সাথে প্রাচীন ভারতের চার্বাক দর্শনের অনেক মিল রয়েছে। অনেকের ধারণা দর্শন এক অবাস্তব বিষয়, কিন্তু দর্শনই মূলত বাস্তব
Every time you taking about another person life story but you not taking about saiful azam. This man is a Bangladeshi fighters pilot.he damage lot of israel fighters plain.we want next video this man life story.
If there is no god, there are no meaning bad and good. He never thought that. His philosophy, just his feeling, experience and thought. But it possible to wrong someone's feeling, experience and thought.
No, nietzche did think of that. That is why he says in his book "twilight of the idols"; " There are no objective morals". Nietzche believed there is nothing ultimately good or bad. He was a nihilist.
No, nietzche did think of that. That is why he says in his book "twilight of the idols"; " There are no objective morals". Nietzche believed there is nothing ultimately good or bad. He was a nihilist.
ভালো এবং মন্দের পার্থক্য বোঝা খুবই সহজ। যে জিনিস আপনাকে ক্ষতি না করে আনন্দ দেয় তা ভালো। আবার যে জিনিস আপনাকে ক্ষতি করে এবং দুঃখ দেয় তা খারাপ। আবার যেই কাজ আপনার জীবন সহ সমাজকে শান্তি শৃঙ্খলায় নিয়ে আসে তা ভালো কাজ।আর যে কাজ আপনার জীবন সহ সমাজকে অস্থিতিশীল করে তোলে তা খারাপ কাজ। এমন যদি কোন কাজ হয় যা আপনার নিজের অথবা প্রিয়জনদের প্রতি হতে দিতে চাননা তা অন্যের প্রতি করা অপরাধ।
amdr muslim der obostha.. then olta palta kaaj kori without historical context then blame kori amra allah ke...pura middle east er obostha erokom. tosh noch... jodio greater israel project taao onk boro factor.
i am a philosophy student. i have been following Friedrich nietzsche since 2020. and i have read his almost all books.and i have realise, What a great philosopher he is❤❤❤.
And he himslef didn’t accept his value as 100% right. As you study, research, why don't you study Prophet Muhammad (S) as a human. I am not saying that follow him, just try to study on him.
@@AkashAmin-j8c আপনার যদি মনে হয় আমি জানিনা, আপনি শিখিয়ে দিন। আর ইংরেজি শুধু ভাষা, আপনি আামার ভাষা বুঝতে পেরেছেন সেটা বুঝতে পেরেছি। আপনি মনে করতেই পারেন আপনি স্বয়ং সম্পূর্ণ। আমি এমনটা মনে করিনা। আমি শিখছি, শেখার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর মোহাম্মদ (সা) সম্পর্কে পড়লে না আপনি জানবেন, কি জানার আছে।
@@AkashAmin-j8c সবকিছুই ত শেখার আছে। ব্যাক্তিগত জীবন থেকে রাষ্ট্রব্যাবস্থা পর্যন্ত। নাস্তিক বলতে কিছুই নেই, সর্বোচ্চ একজন মানুষ সংশয়বাদী হতে পারে। কারণ স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নাস্তিকদের কাছেও নাই।
এই ভিডিও টি দেখে কুরআন এর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেলো আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ হলো।কারন কুরআন এ আল্লাহ অনেক আগেই এই সব কিছুই উল্লেখ করেছেন।আপনাকেও কুরআন পড়ার এবং বুঝার চেষ্টা করার জন্য আহবান করলাম
@@niloymiazi3887 আপনারও কমতি আছে ভাই। নাহলে আপনি ভিডিও মেকারকে কুরআন পড়ার এবং বুঝার চেষ্টা করার জন্য আহবান করতেন না। আপনি আহবান করতেন যারা ভিডিওটা দেখছে তাদের সবাইকে। ভিডিও মেকার এখানে একজন দার্শনিক এর মতাদর্শ ব্যাখ্যা করেছেন মাত্র এবং ভিডিওর প্রথমে উনি সেটা বলে নিয়েছেন 2:19 আপনাদের মত কিছু লোক যারা কোরআনকে নিজের ব্যাক্তিগত সম্পদ মনে করে তাদের উল্টাপাল্টা কমেন্টের কারনে আমাদের মত কিছু বান্দাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কমে যায়। আমি আমার কমেন্ট সংশোধন করলাম। আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন এবং ভিডিও মেকার এর 2:19 এর কথাটাকে সত্য বলে মেনে নিয়ে থাকেন তাহলে আশা করি আপনিও আপনার কমেন্টটা সংশোধন করবেন।
আপনাদের টপিক সিলেকশন পুরাই জোস। আমি আপনাদের রুচির মহিমায় একদম বিমোহিত। অনেক দিন যাবত এই চ্যানেলের ভিডিওর অপেক্ষায় ছিলাম। আরো অনেক অনেক ভিডিও আশাকরি।🖤💥
Bangla : যদি আপনি অনেক চিন্তা-ভাবনার পর একজন নাস্তিক হয়ে থাকেন, তবে আপনার নতুন ধর্মের জন্য শুভকামনা। নাস্তিকতা একটি নতুন ধর্ম। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনি বিশ্বাস করেন যে অন্যান্য ধর্মে এমন কিছু ব্যক্তি আছেন যারা অন্যদের প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করেন, ঠিক যেমনভাবে আপনাকেও একটি নির্দিষ্ট ধর্ম গ্রহণ করতে প্রভাবিত করা হয়েছে। আপনার কাছে, এই ধর্মটি সঠিক এবং যুক্তিসঙ্গত মনে হয়। আপনি হয়তো জানেন যে মানুষ কতটা সহিংস হতে পারে, যার কারণেই ধর্মের উদ্ভব হয়েছে এবং বিশ্ব ধ্বংস হওয়ার থেকে রক্ষা পেয়েছে। নাস্তিকতা একটি আলাদা গোষ্ঠী, যেমন অন্যান্য ধর্ম, এবং সব নাস্তিক এক গোষ্ঠী। এই গোষ্ঠীর শক্তি রয়েছে। এবং কিছু মানুষ এই শক্তিকে ব্যবহারের লক্ষ্যে কাজ করছে, আর তাই নাস্তিকতার দর্শন আবিষ্কৃত হয়েছে। তারা আপনাকে বুঝতে না দিয়ে এটি আপনার মাধ্যমে বাস্তবায়ন করছে, যা একজন সাধারণ মানুষ বুঝতে পারবে না। এবং নাস্তিক হওয়া এবং সেটিকে "কুল" মনে করা, আসলে আরেকটি স্তরের মগজধোলাই। তাই নিজেকে বোঝার চেষ্টা করুন এবং যা আপনার জন্য সঠিক এবং উপকারী মনে হয় তা গ্রহণ করুন। আপনাকে সেই ধর্মীয় নিয়মগুলো মেনে চলা উচিত যা আপনার, আপনার পরিবার এবং আপনার ভবিষ্যত পরিবার জন্য সবচেয়ে ভাল। আপনার সম্পর্ক স্থায়ী হোক, কারণ এটিই জীবনের প্রকৃত সুখ যা সবাই চায়। আপনি মনে রাখবেন, তথাকথিত ধর্মগুলোই একমাত্র ধর্ম নয়, অনেক নতুন ধর্ম আসছে, এবং আপনি না বুঝে সেগুলো গ্রহণ করছেন, যা অন্যরা আপনার মাধ্যমে সুবিধা নিচ্ছে।
সারা বিশ্বের নাস্তিকরা হলো সকল ধর্মের বিরুধী আর আমাদের ভারত বাংলাদেশের নাস্তিকরা হলো শুধুমাত্র ইসলাম বিরোধী তাও আবার তারা পূর্বে মুসলিম অথবা হিন্দু ছিল তাই আমাদের আর বুঝতে বাকি থাকেনা তারা কাদের ইশারায় কাজ করে এবং কোথায় থেকে অর্থ সহযোগিতা পায় আবার ভাড়াটে নাস্তিকদেরকে আমরা শুধু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেখতে পাই তারা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেনা বেশিরভাগ দেখা যায় হিন্দুরা নাস্তিকদের সাপোর্ট করে অথচ হওয়া উচিত ছিল কোনো ধর্মের লোকই নাস্তিকদের সাপোর্ট করবে না কিন্তু হিন্দুরা ইসলাম বিরোধী আবার নাস্তিকরাও ইসলাম বিরোধী তাই (শত্রুর শত্রু আমাদের মিত্র) এই স্লোগানকে সামনে রেখে নির্বোধ হিন্দুরা এই ভাড়াটে নাস্তিকদের সাপোর্ট করেসারা বিশ্বের নাস্তিকরা হলো সকল ধর্মের বিরুধী আর আমাদের ভারত বাংলাদেশের নাস্তিকরা হলো শুধুমাত্র ইসলাম বিরোধী তাও আবার তারা পূর্বে মুসলিম অথবা হিন্দু ছিল তাই আমাদের আর বুঝতে বাকি থাকেনা তারা কাদের ইশারায় কাজ করে এবং কোথায় থেকে অর্থ সহযোগিতা পায় আবার ভাড়াটে নাস্তিকদেরকে আমরা শুধু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেখতে পাই তারা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেনা বেশিরভাগ দেখা যায় হিন্দুরা নাস্তিকদের সাপোর্ট করে অথচ হওয়া উচিত ছিল কোনো ধর্মের লোকই নাস্তিকদের সাপোর্ট করবে না কিন্তু হিন্দুরা ইসলাম বিরোধী আবার নাস্তিকরাও ইসলাম বিরোধী তাই (শত্রুর শত্রু আমাদের মিত্র) এই স্লোগানকে সামনে রেখে নির্বোধ হিন্দুরা এই ভাড়াটে নাস্তিকদের সাপোর্ট করে
@@QualityLand-s5xইসলাম ই একমাত্র সত্য ধর্ম কোরআনের একটা হরফও আজ পর্যন্ত পরিবর্তন হয়নি আর হবেও না অন্য সকল ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে বিজ্ঞান অনুযায়ী কোনো কিছু বা বস্তু নিজে নিজে সৃষ্টি হয়না তাকে কেউ সৃষ্টি করেছে অথবা কোনো এক শক্তির সাহায্যে সৃষ্টি হয়েছে যে বিজ্ঞান বিশ্বাস করে সে কখনো নাস্তিক হতে পারে না আপনাদের যদি আলেম ওলামাদের বক্তব্য শুনতে ভালো না লাগে তাহলে জাকির নায়েকের লেকচার শুনেও আপনারা সকল ধর্ম নিয়ে গবেষণা করতে পারেন আপনি যদি নিরপেক্ষ ভাবে সত্য ধর্মের সন্ধান করেন আল্লাহ তায়ালা আপনাকে অবশ্যই হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ
@@kufr_antagonistHe is a bigot like mulla and hujors .He claims confidently that god is delusion even though he can't prove it. Like mullas who claim that god certainly exists.
if you are being a ethical and moral person because of fear or greed of something , are you even a moral person or just pretending to be one ? Genuine morality must come out from your own conscience not from any written rules.....
I know,but you are being unrealistic here,that's what makes me wonder why atheists talk like they are the most logical and reality checker and they call the believers unrealistic for believing a god.We, the, believers,think that everything we do is a choice we make,maybe we are influenced by some things,But still we did the thing because we want to,You guys make life complicated and the thinking too.No hate to atheists,I am down to communication and I have no intention to give hate,If you disagress you can give your statement without hurting anyone.I am just telling you what I observed with the atheists,So,I hope you don’t misunderstand my comment.😅😊🙏
আসসালামু আলাইকুম ভাইজান আপনি একটু কোরআন পড়বেন এবং কোরআনের উপর একটা ভিডিও বানাবেন হযরত মুহাম্মদ সাঃ এর উপর একটা ভিডিও বানাবেন ওমর রাঃ আবু বক্কর সিদ্দিক রাদিয়ালাহু ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহুর উপর একটা ভিডিও বানাবেন কোরআনের মধ্যে যে পরিমাণ দর্শন আর ফিলোসপে আছে একটু
@@iloveanimebetterthenrality1313 Delusion sparks a person's idea following indifferent mind Wherever not find anything in difficult time.That's rumours.
😂😂😂😂😂tumar Fredrick persian philosophers der dare kase o nei apni ibn khaldun ibn sina al gazzali eder philosophy poren apnar ei sov nastikko bad kaje debe na
You're doing god's work by spreading works of such great thinkers like Nietzsche, Who's unknown to majority of the people of BD...so best of luck and keep on putting those efforts on your vids. Also I'd really appreciate it if you make a video on the philosophy of Franz Kafka, he's one of my favorites.
বাংলায় এমন ভিডিও পাবো, এটা ভাবিনি। Nietzsche's ideas deserve a series; they cant be covered in a short video like this. It can be misinterpreted easily. You did nice, man❤ Take love
ভালো এবং মন্দের পার্থক্য বোঝা খুবই সহজ। যে জিনিস আপনাকে ক্ষতি না করে আনন্দ দেয় তা ভালো। আবার যে জিনিস আপনাকে ক্ষতি করে এবং দুঃখ দেয় তা খারাপ। আবার যেই কাজ আপনার জীবন সহ সমাজকে শান্তি শৃঙ্খলায় নিয়ে আসে তা ভালো কাজ।আর যে কাজ আপনার জীবন সহ সমাজকে অস্থিতিশীল করে তোলে তা খারাপ কাজ। এমন যদি কোন কাজ হয় যা আপনার নিজের অথবা প্রিয়জনদের প্রতি হতে দিতে চাননা তা অন্যের প্রতি করা অপরাধ।
Just completed the exam of 401, and one of the hilarious topic was fighting Between schopenhauer and nietzsche about "philosophy of will", where schopenhauer said " will to live" and nietzsche said "will to power" then comes the best "theory of superman" of nietzsche, but sadly a lot of people after nietzsche's "superhuman theory" become fascist and power hungry!
ফাহাম ভাইয়ের জীবনের মানে কি ভিডিও সিরিজে নিৎসেকে নিয়ে কিছু আলোচনা শুনছিলাম । ২/৩ বছর আগে ফাহাম ভাই থেকেই নিৎসে , ইমাম গাজ্জালী , জরাস্থ্রুনিজম এর আইডিয়া পাইছিলাম ।
They were not Islamic they had no relegion they left islam just live in muslim societies and they didn't invent any advance technology or medicine most of them translate knowledge from India Greece and china and transfer it
Whenever you discuss another person's life story, you overlook Saiful Azam. This man is a Bangladeshi fighter pilot who successfully damaged many Israeli fighters. We would like the next video to focus on his life story.
I am ex Muslim i don’t believe any religion but this legendary philosopher he is my God.Friedrich Nietzsche You are never die You are still alive among us. good job voice of Dhaka what content Given us.
Was making a pdf of his life and his contribution to philosophy just a few hours ago for academic purposes! Don't know how, I faced 2/3 philosophy-based videos including this video of philosophers of my syllabus so far just within the expand of 5/6 hours despite having no search histories of philosophical contents on UA-cam. It's kinda creepy though!
Excellent presentation. Try to do it in English also because your voice, background music, and concepts are straightforward. I hope you will get more responses from viewers if you do it in English.
I believe there’s some explanation for this universe,which you might call God.......................... ...Elon musk🎉🎉 Now i think Friedrich Nietzsche had lack knowledge about science, 🤌🤌
"If you think someone has ruined your life,
That's "You"
"
Nietzsche
Harsh true vai
বাহ্, আপনি তো আস্ত এক দর্শন -ধারী হয়ে উঠছেন..!
তবে, আমি মনে করি, ঐ পার্টেক্সর (ভাব) চেয়ে জ্ঞান আহরণ অনেক ভালো।
@@Sunny_Subhanএটা এই উপমহাদেশের কোনো দার্শনিক বললে সেই ভাব আসতো না যেটা এখন উনি পাচ্ছেন। এটাই বুদ্ধিবৃত্তিক গোলামী, শোষকদের প্রতি মুগ্ধতা কাজ করে এই ধরনের গোলামদের
*আপনাদের টপিক সিলেকশন এবং প্রেজেন্টেশন জোস Be consistent*
I'm really happy that at last someone talked about my favourite philosopher. Ami Onek try korsi bhalo Bangla video khojar but there's none but then there's voice of Dhaka. Thanks. And as far as ik Nietzsche never claimed himself a atheist he just said our society has killed the god the concept of god. And bolse J don't follow god blindly know the logic behind it. His father was a Catholic priest as far as I remember. Thanks to the voice of Dhaka again.
আমি বিস্মৃত যে এখানে দর্শন চর্চা করা হচ্ছে! অশেষ ভালোবাসা ❤
বিস্মিত*
"Faith means not wanting to know what is truth" -Fredrich Nietzsche
Faith means believing the absence
@DnKZone Faith is a excuse when there's no evidence
I believe Nietzsche also said that there is no fact, everything is rather interpretation. From this perspective, there is probably no objective truth to be known. Faith is just another ready-made interpretation of the reality.
@@mitul.jilany excactly
etaa krte giye oneke dube morece... example ghotaa western world faith er dik teke...obossho seisob oneker achievement.. religion n god fantasy world.. bt alien true.. faith onk typer hote paare...atheism one of them same fr nhilism.
ভয়েস অফ ঢাকা কে ধন্যবাদ এমন একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শনের জগতে নীটশে সে এক বিষ্ময়ের নাম।
নিটসের এই ধারণা ঈশ্বর সম্পর্কে এক রকম নেগেটিভ ধারণার প্রকাশ করে। তার এই এই গবেষণার সাথে প্রাচীন ভারতের চার্বাক দর্শনের অনেক মিল রয়েছে।
অনেকের ধারণা দর্শন এক অবাস্তব বিষয়, কিন্তু দর্শনই মূলত বাস্তব
Thanks to Voice of Dhaka for covering my favorite philosopher.
Every time you taking about another person life story but you not taking about saiful azam. This man is a Bangladeshi fighters pilot.he damage lot of israel fighters plain.we want next video this man life story.
আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি কিন্তু ব্র্যান্ড করতে পারিনা |that's the point
😂😂
@JobcircularlBangladeshইংরেজি দেখে হাসতে হাসতে কাইন্দা দিচ্ছি
@@madmedic7174 It's not his first language, so no need to cry buddy. 😅
😂😂😂
কী এক জটিল বিষয়!
সহজ সুন্দরভাবে উপস্থাপনার জন্য ভয়েস অব ঢাকাকে ধন্যবাদ ❤❤
If there is no god, there are no meaning bad and good. He never thought that.
His philosophy, just his feeling, experience and thought. But it possible to wrong someone's feeling, experience and thought.
হ্যা এইসব ব্যাক্তিরা সৃষ্টিকর্তার সৃষ্টিকেই ব্যাখ্যা করতে পারেনা ওরা কিভাবে স্রষ্টা কে ব্যাখ্যা করবে
No, nietzche did think of that. That is why he says in his book "twilight of the idols"; " There are no objective morals". Nietzche believed there is nothing ultimately good or bad. He was a nihilist.
No, nietzche did think of that. That is why he says in his book "twilight of the idols"; " There are no objective morals". Nietzche believed there is nothing ultimately good or bad. He was a nihilist.
@@TanzimOptional if you can explain what is god, now give the definition
ভালো এবং মন্দের পার্থক্য বোঝা খুবই সহজ। যে জিনিস আপনাকে ক্ষতি না করে আনন্দ দেয় তা ভালো। আবার যে জিনিস আপনাকে ক্ষতি করে এবং দুঃখ দেয় তা খারাপ। আবার যেই কাজ আপনার জীবন সহ সমাজকে শান্তি শৃঙ্খলায় নিয়ে আসে তা ভালো কাজ।আর যে কাজ আপনার জীবন সহ সমাজকে অস্থিতিশীল করে তোলে তা খারাপ কাজ। এমন যদি কোন কাজ হয় যা আপনার নিজের অথবা প্রিয়জনদের প্রতি হতে দিতে চাননা তা অন্যের প্রতি করা অপরাধ।
বর্তমান অস্থির এ সময়ে আপনাদের দার্শনিক আলোচনা অনেক মুল্যবান। আসলেই সঠিক দর্শনের কোন মৃত্যু নেই।অনেক অনেক ধন্যবাদ। ❤️❤️❤️❤️❤️
সে ব্যক্তিকে ভয় পাওয়ার দরকার নেই যার কাছে অনেক বই আছে বরং সেই ব্যক্তিকে ভয় করো যে একটি বইকে পবিত্র মনে করে কিন্তু তা পড়ে না
বাণীতে মহান বিজ্ঞানী গোবর খান
amdr muslim der obostha.. then olta palta kaaj kori without historical context then blame kori amra allah ke...pura middle east er obostha erokom. tosh noch... jodio greater israel project taao onk boro factor.
ভাই ইবনে তাইমিয়া পড়েন 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@@shafayetalfarij9856ঠিক বলেছেন
@@JahidulIslam-bg8tm আপনি এই কথা বুঝতে পারেন নাই।! কোরআন পড়েন হাদিস পড়েন। শুধু কোরআন পবিত্র মনে করে ঘরের এক কোনায় ফেলে রাখবেন না।
7:58 a sound problem ace
i am a philosophy student. i have been following Friedrich nietzsche since 2020. and i have read his almost all books.and i have realise, What a great philosopher he is❤❤❤.
And he himslef didn’t accept his value as 100% right.
As you study, research, why don't you study Prophet Muhammad (S) as a human. I am not saying that follow him, just try to study on him.
@@safaatmaple3912 ইংরেজী না জানলে বলার কি দরকার ? মোহাম্মদ থেকে শিখার কি আছে ?
@@AkashAmin-j8c আপনার যদি মনে হয় আমি জানিনা, আপনি শিখিয়ে দিন। আর ইংরেজি শুধু ভাষা, আপনি আামার ভাষা বুঝতে পেরেছেন সেটা বুঝতে পেরেছি।
আপনি মনে করতেই পারেন আপনি স্বয়ং সম্পূর্ণ।
আমি এমনটা মনে করিনা। আমি শিখছি, শেখার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
আর মোহাম্মদ (সা) সম্পর্কে পড়লে না আপনি জানবেন, কি জানার আছে।
@@safaatmaple3912 সে একজন সাধারণ মানুষ তার জীবরে শেখার মতো কিছুনা / ইসলাম সামান্য ধর্ম মাএ
@@AkashAmin-j8c
সবকিছুই ত শেখার আছে।
ব্যাক্তিগত জীবন থেকে রাষ্ট্রব্যাবস্থা পর্যন্ত।
নাস্তিক বলতে কিছুই নেই, সর্বোচ্চ একজন মানুষ সংশয়বাদী হতে পারে। কারণ স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নাস্তিকদের কাছেও নাই।
অসুস্থ হওয়ার পর থেকে বলা শুরু গড নেইইই
হুমমমমম দারুণ
অনেক অপেক্ষায় ছিলাম আপনাদের ভিডিও। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ সমস্ত দুঃখ কষ্ট সুখ আনন্দের মধ্যে এই কথাটি আমাদের জন্য যথেষ্ট
এই ভিডিও টি দেখে কুরআন এর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেলো আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ হলো।কারন কুরআন এ আল্লাহ অনেক আগেই এই সব কিছুই উল্লেখ করেছেন।আপনাকেও কুরআন পড়ার এবং বুঝার চেষ্টা করার জন্য আহবান করলাম
আমার শ্রদ্ধা আরো কমে গেছে এই ভিডিও দেখার পর, আপনার প্রতি।
@@asb2024Why,bro?
@@asb2024 ব্যাপার না। এটা আপনারই কমতি।
আপনারা খুব অদ্ভুত আপনারা কোনো কিছু কে সহজে ভাবতেচান না। ওনি ওনার ভিডিওর প্রথমেই বলে নিছেন।
@@niloymiazi3887 আপনারও কমতি আছে ভাই। নাহলে আপনি ভিডিও মেকারকে কুরআন পড়ার এবং বুঝার চেষ্টা করার জন্য আহবান করতেন না। আপনি আহবান করতেন যারা ভিডিওটা দেখছে তাদের সবাইকে। ভিডিও মেকার এখানে একজন দার্শনিক এর মতাদর্শ ব্যাখ্যা করেছেন মাত্র এবং ভিডিওর প্রথমে উনি সেটা বলে নিয়েছেন 2:19 আপনাদের মত কিছু লোক যারা কোরআনকে নিজের ব্যাক্তিগত সম্পদ মনে করে তাদের উল্টাপাল্টা কমেন্টের কারনে আমাদের মত কিছু বান্দাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কমে যায়। আমি আমার কমেন্ট সংশোধন করলাম। আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন এবং ভিডিও মেকার এর 2:19 এর কথাটাকে সত্য বলে মেনে নিয়ে থাকেন তাহলে আশা করি আপনিও আপনার কমেন্টটা সংশোধন করবেন।
ভবিষ্যতে দর্শনের এমন আলোচনা আরও চাই।❤
Yes ❤
What a coincidence, I was reading Thus Spoke Zarathustra and you upload it!
আপনাদের টপিক সিলেকশন পুরাই জোস। আমি আপনাদের রুচির মহিমায় একদম বিমোহিত। অনেক দিন যাবত এই চ্যানেলের ভিডিওর অপেক্ষায় ছিলাম। আরো অনেক অনেক ভিডিও আশাকরি।🖤💥
Bangla :
যদি আপনি অনেক চিন্তা-ভাবনার পর একজন নাস্তিক হয়ে থাকেন, তবে আপনার নতুন ধর্মের জন্য শুভকামনা। নাস্তিকতা একটি নতুন ধর্ম। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনি বিশ্বাস করেন যে অন্যান্য ধর্মে এমন কিছু ব্যক্তি আছেন যারা অন্যদের প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করেন, ঠিক যেমনভাবে আপনাকেও একটি নির্দিষ্ট ধর্ম গ্রহণ করতে প্রভাবিত করা হয়েছে। আপনার কাছে, এই ধর্মটি সঠিক এবং যুক্তিসঙ্গত মনে হয়। আপনি হয়তো জানেন যে মানুষ কতটা সহিংস হতে পারে, যার কারণেই ধর্মের উদ্ভব হয়েছে এবং বিশ্ব ধ্বংস হওয়ার থেকে রক্ষা পেয়েছে। নাস্তিকতা একটি আলাদা গোষ্ঠী, যেমন অন্যান্য ধর্ম, এবং সব নাস্তিক এক গোষ্ঠী। এই গোষ্ঠীর শক্তি রয়েছে। এবং কিছু মানুষ এই শক্তিকে ব্যবহারের লক্ষ্যে কাজ করছে, আর তাই নাস্তিকতার দর্শন আবিষ্কৃত হয়েছে। তারা আপনাকে বুঝতে না দিয়ে এটি আপনার মাধ্যমে বাস্তবায়ন করছে, যা একজন সাধারণ মানুষ বুঝতে পারবে না। এবং নাস্তিক হওয়া এবং সেটিকে "কুল" মনে করা, আসলে আরেকটি স্তরের মগজধোলাই। তাই নিজেকে বোঝার চেষ্টা করুন এবং যা আপনার জন্য সঠিক এবং উপকারী মনে হয় তা গ্রহণ করুন। আপনাকে সেই ধর্মীয় নিয়মগুলো মেনে চলা উচিত যা আপনার, আপনার পরিবার এবং আপনার ভবিষ্যত পরিবার জন্য সবচেয়ে ভাল। আপনার সম্পর্ক স্থায়ী হোক, কারণ এটিই জীবনের প্রকৃত সুখ যা সবাই চায়। আপনি মনে রাখবেন, তথাকথিত ধর্মগুলোই একমাত্র ধর্ম নয়, অনেক নতুন ধর্ম আসছে, এবং আপনি না বুঝে সেগুলো গ্রহণ করছেন, যা অন্যরা আপনার মাধ্যমে সুবিধা নিচ্ছে।
Best 😮👏
🫡
That is True Brother
সারা বিশ্বের নাস্তিকরা হলো সকল ধর্মের বিরুধী আর আমাদের ভারত বাংলাদেশের নাস্তিকরা হলো শুধুমাত্র ইসলাম বিরোধী তাও আবার তারা পূর্বে মুসলিম অথবা হিন্দু ছিল তাই আমাদের আর বুঝতে বাকি থাকেনা তারা কাদের ইশারায় কাজ করে এবং কোথায় থেকে অর্থ সহযোগিতা পায় আবার ভাড়াটে নাস্তিকদেরকে আমরা শুধু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেখতে পাই তারা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেনা বেশিরভাগ দেখা যায় হিন্দুরা নাস্তিকদের সাপোর্ট করে অথচ হওয়া উচিত ছিল কোনো ধর্মের লোকই নাস্তিকদের সাপোর্ট করবে না কিন্তু হিন্দুরা ইসলাম বিরোধী আবার নাস্তিকরাও ইসলাম বিরোধী তাই (শত্রুর শত্রু আমাদের মিত্র) এই স্লোগানকে সামনে রেখে নির্বোধ হিন্দুরা এই ভাড়াটে নাস্তিকদের সাপোর্ট করেসারা বিশ্বের নাস্তিকরা হলো সকল ধর্মের বিরুধী আর আমাদের ভারত বাংলাদেশের নাস্তিকরা হলো শুধুমাত্র ইসলাম বিরোধী তাও আবার তারা পূর্বে মুসলিম অথবা হিন্দু ছিল তাই আমাদের আর বুঝতে বাকি থাকেনা তারা কাদের ইশারায় কাজ করে এবং কোথায় থেকে অর্থ সহযোগিতা পায় আবার ভাড়াটে নাস্তিকদেরকে আমরা শুধু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেখতে পাই তারা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেনা বেশিরভাগ দেখা যায় হিন্দুরা নাস্তিকদের সাপোর্ট করে অথচ হওয়া উচিত ছিল কোনো ধর্মের লোকই নাস্তিকদের সাপোর্ট করবে না কিন্তু হিন্দুরা ইসলাম বিরোধী আবার নাস্তিকরাও ইসলাম বিরোধী তাই (শত্রুর শত্রু আমাদের মিত্র) এই স্লোগানকে সামনে রেখে নির্বোধ হিন্দুরা এই ভাড়াটে নাস্তিকদের সাপোর্ট করে
@@QualityLand-s5xইসলাম ই একমাত্র সত্য ধর্ম কোরআনের একটা হরফও আজ পর্যন্ত পরিবর্তন হয়নি আর হবেও না অন্য সকল ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে বিজ্ঞান অনুযায়ী কোনো কিছু বা বস্তু নিজে নিজে সৃষ্টি হয়না তাকে কেউ সৃষ্টি করেছে অথবা কোনো এক শক্তির সাহায্যে সৃষ্টি হয়েছে যে বিজ্ঞান বিশ্বাস করে সে কখনো নাস্তিক হতে পারে না আপনাদের যদি আলেম ওলামাদের বক্তব্য শুনতে ভালো না লাগে তাহলে জাকির নায়েকের লেকচার শুনেও আপনারা সকল ধর্ম নিয়ে গবেষণা করতে পারেন আপনি যদি নিরপেক্ষ ভাবে সত্য ধর্মের সন্ধান করেন আল্লাহ তায়ালা আপনাকে অবশ্যই হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ
"The God Delusion" এর উপর একটা video দিবেন দয়া করে।
Richard Dawkins is not a philosopher. His attempt in being one was a bad idea.
@@kufr_antagonistHe is a bigot like mulla and hujors .He claims confidently that god is delusion even though he can't prove it. Like mullas who claim that god certainly exists.
What a intro 👏🏻👏🏻👏🏻 this is called "Voice of Dhaka" ❤❤❤
"That which does not kill us, makes us stronger". - Friedrich Wilhelm Nietzsche
Next level editing ❤
Voice of dhakaa always best❤
the return of the god hypothesis বইটা পড়ে দেখেন আশা করি সৃষ্টিকর্তার অস্তিত্ব খুজে পাবেন ❤❤❤
Thank you ❤
ফালতু কিসিম😂😂😂😂😂
eisob surface level er boi jafor iqbal fander suggest korben Nietzsche readers are something else
@@Withut567Nietzsche এর আর্গুমেন্ট শুধুমাত্র একটা ক্লেইম।
তার নিজের আর্গুমেন্ট এর পক্ষেও কোনো এভিডেন্স নাই।
এগুলা পড়ে মানুষ নাস্তিক হয় কেমনে?
@@Withut567 heda vai apnera..just delusion superior complex wala heda
এমন আলোচনা কন্টিনিউ করার জন্য অনুরোধ রাখলাম।
অসংখ্য ধন্যবাদ।
দর্শন আর ফিলোসফির একমাত্র বিশাল ভান্ডার আল্লাহ প্রদত্ত আল-কোরআন।
Only for Muslims
Other doesn't give a fucx
Right
🤣🤣🤣 eijonni omar muhammad er bibider haga dekhar por quran a pordar ayaat najil hoy
Jokes of all time
@@pandorabox20 then you are joker..😂😂😂
if you are being a ethical and moral person because of fear or greed of something , are you even a moral person or just pretending to be one ? Genuine morality must come out from your own conscience not from any written rules.....
I know,but you are being unrealistic here,that's what makes me wonder why atheists talk like they are the most logical and reality checker and they call the believers unrealistic for believing a god.We, the, believers,think that everything we do is a choice we make,maybe we are influenced by some things,But still we did the thing because we want to,You guys make life complicated and the thinking too.No hate to atheists,I am down to communication and I have no intention to give hate,If you disagress you can give your statement without hurting anyone.I am just telling you what I observed with the atheists,So,I hope you don’t misunderstand my comment.😅😊🙏
damn! Nietzsche on VOD ! amazing man carry on
7:59 দুটো সাউন্ড একত্রে শোনা যাচ্ছে। আশা করি ঠিক করে নেবেন।
Thanks for this amezing video
"There's an old illusion
It called good and evil.."
Frederick Nietzsche
Ami kono nastik na, but nietzsche ar onek motobad e amr shathe mile jacche.
Bhai dhormo tanen ken? Dhormer eikhane ki kaj?
আসসালামু আলাইকুম ভাইজান আপনি একটু কোরআন পড়বেন এবং কোরআনের উপর একটা ভিডিও বানাবেন হযরত মুহাম্মদ সাঃ এর উপর একটা ভিডিও বানাবেন ওমর রাঃ আবু বক্কর সিদ্দিক রাদিয়ালাহু ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহুর উপর একটা ভিডিও বানাবেন কোরআনের মধ্যে যে পরিমাণ দর্শন আর ফিলোসপে আছে একটু
😂😂😂😂 হাস্যকর
Tor naam Mohammad mohiuddin tor kotha batra jaurauddin er moto tui konta asole?😂@@mdmohiuddin3873
@@mdmohiuddin3873 ছাত্র ইউনিয়ন?
মানুষ হয়ে সৃষ্টিকর্তাকে তালাশ করতে গেলে কিছুই পাবে না,বরং স্রষ্টার সৃষ্টি নিয়ে আলোচনা করলেই তাকে পাওয়া যাবে।❤
❝God is delusional❞
@@iloveanimebetterthenrality1313 Delusion sparks a person's idea following indifferent mind Wherever not find anything in difficult time.That's rumours.
স্রষ্টাকে কে সৃষ্টি করেছে, সেটার উত্তর খুঁজতে গেলে কি পাওয়া যায়?
@@ashrafulhaque1012 বলুন, কি পাওয়া যায়?
@@ashrafulhaque1012😂😂😂jar srosta take takte hoy tahole se srosta hoy ki kore
personally Friedrich Nietzsche is my most favorite philosopher
😂😂😂😂😂tumar Fredrick persian philosophers der dare kase o nei apni ibn khaldun ibn sina al gazzali eder philosophy poren apnar ei sov nastikko bad kaje debe na
@mahfuzAhmed-zd4un গাদার বাচ্চা
@mahfuzAhmed-zd4un কোন কাজের কথা বলছেন?
Irregular video dile 1M subscription onek derite paben😢
Brother please Make a Video based on "nihilism" or "nothingness"
আর আমার অনেক কিচ্ছা ভয়েস অফ ঢাকার মতো ভিডিও এডিটিং শিখে ভিডিও করার জন্য কিন্তু কপালে দেয় না 😃
All religions lead to one God..
But we don't understand the simple thing.
The ultimate reality of religion is one.
All religion is wrong.
You're doing god's work by spreading works of such great thinkers like Nietzsche, Who's unknown to majority of the people of BD...so best of luck and keep on putting those efforts on your vids.
Also I'd really appreciate it if you make a video on the philosophy of Franz Kafka, he's one of my favorites.
Thanks! Franz Kafka is definitely on the list.
want thus kind of videeos on dostoevsky and kafka and camus
বাংলায় এমন ভিডিও পাবো, এটা ভাবিনি।
Nietzsche's ideas deserve a series; they cant be covered in a short video like this. It can be misinterpreted easily. You did nice, man❤
Take love
Oh Nietzsche, my love!!
Nice presentation. Please avoid heavy editing.
ভালো এবং মন্দের পার্থক্য বোঝা খুবই সহজ। যে জিনিস আপনাকে ক্ষতি না করে আনন্দ দেয় তা ভালো। আবার যে জিনিস আপনাকে ক্ষতি করে এবং দুঃখ দেয় তা খারাপ। আবার যেই কাজ আপনার জীবন সহ সমাজকে শান্তি শৃঙ্খলায় নিয়ে আসে তা ভালো কাজ।আর যে কাজ আপনার জীবন সহ সমাজকে অস্থিতিশীল করে তোলে তা খারাপ কাজ। এমন যদি কোন কাজ হয় যা আপনার নিজের অথবা প্রিয়জনদের প্রতি হতে দিতে চাননা তা অন্যের প্রতি করা অপরাধ।
আপনার মা কিংবা বোনের সাথে কনডম ব্যবহার করে সহবাস করা কি তাহলে ভুল হবে আপনার মতাদর্শ অনুযায়ী?
We absolutely deserve this sorts of vedio❤
Just completed the exam of 401, and one of the hilarious topic was fighting Between schopenhauer and nietzsche about "philosophy of will", where schopenhauer said " will to live" and nietzsche said "will to power" then comes the best "theory of superman" of nietzsche, but sadly a lot of people after nietzsche's "superhuman theory" become fascist and power hungry!
ফাহাম ভাইয়ের জীবনের মানে কি ভিডিও সিরিজে নিৎসেকে নিয়ে কিছু আলোচনা শুনছিলাম । ২/৩ বছর আগে ফাহাম ভাই থেকেই নিৎসে , ইমাম গাজ্জালী , জরাস্থ্রুনিজম এর আইডিয়া পাইছিলাম ।
7:55 background e onno ekta video er sound chole asche. editor er beton katen bhai.
এক কথায় অসাধারণ ভাই! আপনি অসাধারণ এক জন প্রেজেন্টার
I can't believe this is a Bangladeshi channel. We have zero creators picking such a topic.
Thank You Voice of Dhaka!
Editing 🔥
প্রেজেন্টেশন, এডিটিং, ভয়েস কভার, স্ক্রিপ্ট এই সবকিছুকে ছাড়িয়ে যায় আপনাদের টপিক selection
A good time spent on UA-cam thanks Voice of Dhaka and Nietzsche
বুদ্ধের দর্শন নিয়ে ভিডিও চাই
আশা করছি আরো অনেক কিছু জানতে পারবো।
Nihilism এর উপর ভিডিও দিবেন দয়া করে❤
মার্কিন ডিপ স্টেট সম্পর্কে ভিডিও চাই !!!!!!
nailed it bhai
Voice of dhaka
Dazai osamu, franz kafka eder niye video banan
Mistereay er arekk nam voice of dhaka
*As always your content is educational ✅ can you plss make series on every singlr Islamic scientist and philosophers ⁉️ waiting.......*
They were not Islamic they had no relegion they left islam just live in muslim societies and they didn't invent any advance technology or medicine most of them translate knowledge from India Greece and china and transfer it
এমন অসাধারণ ভিডিও আমরা আরো দেখতে চাই। আমরা সব সময় এমন ধরনের ভিডিওর জন্য অপেক্ষা করি
Whenever you discuss another person's life story, you overlook Saiful Azam. This man is a Bangladeshi fighter pilot who successfully damaged many Israeli fighters. We would like the next video to focus on his life story.
"Choose between truth or comfort "
Nietzsche
I am ex Muslim i don’t believe any religion but this legendary philosopher he is my God.Friedrich Nietzsche You are never die You are still alive among us. good job voice of Dhaka what content Given us.
গড মানার প্রয়োজন নাই৷ বার্ট্রান্ড রাসেল পড়েন। উল্টা আদর্শ কিন্তু দুটাই শক্তিশালী এবং দুজনই নাস্তিক।
I am ex Muslim too
Wrong, you accept new religion that’s called “ atheism “ 😂 . Atheism philosophy is another religion 😂
@@showermove Atheism is the absence of religion. It's not a new religion.
@@showermovebrother can you tell me what is the definition of religion
Cause I am searching I am following a religion or not
Kafka আর robert greene কিছুটা রকমই লিখেছেন।উচ্চ আশার সাথে দু:খ দুরদশা র চিরসত্য ফিলোসোফি অবশ্যই ভাবনা রাখা উচিৎ।
Hope for best, perpare for The worst
Awesome...bro....
Thanks 😊
this channel is fully my type
অসাধারণ ভিডিও ❤
Was making a pdf of his life and his contribution to philosophy just a few hours ago for academic purposes! Don't know how, I faced 2/3 philosophy-based videos including this video of philosophers of my syllabus so far just within the expand of 5/6 hours despite having no search histories of philosophical contents on UA-cam. It's kinda creepy though!
Hello, Voice of Dhaka, i am always waiting for your videos, And you are my favourite one. ❤❤
NOW THAT YOU HAVE MADE A VIDEO ON NIETZSCHE, IT DEMANDS A VIDEO FOR IMAM GAZHALLI 🤝
এই ভিডিও বাছাই করা কিছু লোকের দেখা উচিত।
এটা এভাবে দেয়া অনুচিত
আগের মত ভিডিও না দেয়ায় আগ্রহ হারিয়ে ফেলছি আপনাদের চ্যানেল থেকে
Carry On Bro - Good making 🎉🎉 2:46
নেক্সট ভিডিও মার্কাস অরেলিয়াস কে নিয়ে চাই।
You have to upload similar many videos. I like philosophical videos.
নতুন পিসি নেয়ার পর থেকে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট লক্ষনীয়। গুড লাক।
Finally a good video about him in Bangla.
vai evabe irregular video dile kivabe ki?
Great🎉
Amazing
7:58 what happened here? and can u please decrease epilepsy and keep uniform font and transition. Thanks for his amazing content Ur an inspiration.
তাদের মতো মানুষ কে নিয়ে প্রচার না করাই ভালো। নাস্তিকতা নিয়ে মানুষের আগ্রহ জন্মায়, মানুষের ঈমান হালকা হয়ে যায়।
দেশের সবচেয়ে কোয়ালিটি ফুল কনটেন্ট ভয়েস অব ঢাকাই দেয়❤️
অসাধারণ উপস্থাপনা সনেট ভাই 🎬🔥
আপনাদের দেখেই কনটেন্ট বানানোর অনুপ্রেরণা পাই🙌❤️
Karl marx ke nie ekta video chai❤❤❤
Excellent presentation. Try to do it in English also because your voice, background music, and concepts are straightforward. I hope you will get more responses from viewers if you do it in English.
thanks for maintaining the class, except the music.
I believe there’s some explanation for this universe,which you might call God.......................... ...Elon musk🎉🎉
Now i think Friedrich Nietzsche had lack knowledge about science, 🤌🤌
Believing god is just personal choice
If you feel better believing that believe it
Stephen hawking was atheist while Newton wasn't
It's just personal
@@amirmuktar6509Yes,, but Stephen Hawking big bang theory help to prove exist of god, i am explain it simply
in science cause = effect,,
But it has not related to religion like islam god can be universe that exist nothing else @@tanzimtanvir3693
As always SHERA! keep it up
Nice picking❤
Thanks 🙌
আমি জাস্ট অপেক্ষায় থাকি কখন ভয়েস অফ ঢাকার নতুন কোন ভিডিও পাবো।
আসলে আমার লাইফে কখনো এমন কোন চ্যানেলের এত ভক্ত হয়নি❤
৩০ বছর বয়সে জরথুস্ত্র বেড়িয়ে পরলেন পর্বত পাহাড়ের উদ্দেশ্যে। বুক ( জরথুস্ত্র বললেন)
Make a video on the topic existentialism, nihilism and absurdism next.
"I am not a man, I am dynamite"
~Friedrich Nietzsche.