পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার ২০২৪ | Chawkbazar iftar 2024

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার ২০২৪ | Chawkbazar iftar 2024
    পবিত্র রমজান উপলক্ষে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারের বাজার।
    প্রতি বছরের মতো এবারও চকবাজারের ইফতারের প্রধান আকর্ষণ ছিল ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়’ নামের বিশেষ ইফতারি। এটি কিনতে ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এই ইফতার আইটেমটি তৈরিতে মাংস, সুতি কাবাব, মাংসের কিমা, ডাবলি, বুটের ডাল, ডিম, মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনো মরিচসহ নানা পদ এবং মসলার ব্যবহার করা হয়। প্রতি কেজি ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়’ এর দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা। এছাড়া নানা ধরনের বাহারি খাবারের পসরা ছিল এখানে। দূরদূরান্ত থেকে প্রতিবছরই মানুষ এখানে ভিড় করে এই বাহারি ইফতারের স্বাদ নিতে।
    For Business Inquiries Contact me
    dhakarjajabor@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Join our Facebook group: / groups
    Follow us on Facebook- / dhakarjajaborbd
    Instagram- / dhakarjajabor
    Subscribe our channel - / @dhakarjajabor

КОМЕНТАРІ • 11