নাটক : আন্তরিক (১৯৮৫) । খালেদ খান, ডলি জহুর । Antorik | Khaled Khan, Dolly Johur | Bangla natok

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • বাংলা পুরাতন বিটিভি নাটক : আন্তরিক
    অভিনয়ে : খালেদ খান, ডলি জহুর, আবুল খায়ের, রওশন জামিল, বেবী জামান, খায়রুল আলম সবুজ
    পরিচালনা: মোস্তফা কামাল সৈয়দ
    Bangla Old Btv Natok: Antorik
    Cast : Khaled Khan, Dolly Johur, Abul Khayer, Rowshon Jamil, Baby Zaman, Khayrul Alam Shobuj
    Direction: Mostofa Kamal Syed

КОМЕНТАРІ • 147

  • @baekbunny2074
    @baekbunny2074 2 роки тому +118

    পুরাতন নাটক দেখি কেন জানেন অতীত খুঁজি ?যখন আগের নাটক গুলি দেখি তখন যেন ফিরে যাই সেই ফেলা আসা দিনগুলির মাঝে ।খুব ভাল লাগে অতীত কেন এত মধুর লাগে জানিনা ।

    • @shammitalukdar2105
      @shammitalukdar2105 2 роки тому +13

      আমি ও অতীত খুজি ।সেই সাদাকালো টিভি ১৪",প্রাইমারী স্কুল ।ভাড়া বাসা ।বড় শহর গুলিতেও তখন বিকেলে বাচ্চারা গ্রামের মত দল বেধে খেলত । ১০ বছর হল প্রবাসী জীবন । এত বিলাসিতার পর ও শৈশবেই সুখে ছিলাম

    • @soponsopon7340
      @soponsopon7340 2 роки тому +4

      ১০০% সহ মত

    • @HazratAli-mz7qx
      @HazratAli-mz7qx Рік тому

      সত্যি অনেক সুন্দর লাগছে

    • @Razibulislamrazib777
      @Razibulislamrazib777 Рік тому +5

      একই অবস্থা আমার। খুব ভালো লাগে, মনে খুব টানে অতীতের দিকে।

    • @MazedaAkter-j4x
      @MazedaAkter-j4x 11 місяців тому

      👍

  • @romanha9071
    @romanha9071 Рік тому +30

    কতো সহজ সাবলীল সংলাপ অথচ খুব সহজেই মনকে অভিভূত করে ফেলে। ভাবতেই অবাক লাগে কতো সমৃদ্ধশালী ছিলো আমাদের বিনোদন গুলো কতো গুনি ছিলো ক্যামেরার সামনের ও পেছনের সৈনিকেরা। সত্যিকারের ভালোবাসা ❤

    • @MDHasan-sx9zl
      @MDHasan-sx9zl 9 місяців тому +1

      কত সুন্দর নাটক সোনালী দিনের,,, আর এখান কার নাটক যত সব অসব্যপনা

  • @tahmidtabaq2158
    @tahmidtabaq2158 2 роки тому +32

    ১৯৮৫ সালের নাটক? সময়ের চেয়ে অনেক আধুনিক। এমনকি ৯০ দশকের শেষভাগেও এই আবহের নাটক দেখা যেত।

  • @astersonfox8020
    @astersonfox8020 2 роки тому +48

    চমৎকার, এত আগের নাটক! অনেক অনেক ধন্যবাদ।কোনও দিন ও ভাবিনি এসব নাটক আবারও দেখতে পাব। আরও বেশি বেশি ৮০ -৯০ দশকের নাটক দিন প্লিজ।

  • @nicemelody3314
    @nicemelody3314 2 роки тому +25

    খালেদ খানের নাটক মানে অসাধারণ অনুভূতি। আচ্ছা আজকাল নাটকের চরিত্রগুলি কি বাচালের মতো অনেক বেশি কথা বলে? সেগুলি আমি দেখি না কেন? মাঝে মাঝে অবশ্য দেখি আর মনেমনে বলি এগুলি জীবনের নাটক নয়, এগুলি কথা নাটক।

  • @nisatsowkat2962
    @nisatsowkat2962 2 роки тому +9

    এক অন্যরকম ভালো লাগা।।আগের নাটক মানেই রুচিসম্মত 🌸❤️❤️

  • @zahirulhoque422
    @zahirulhoque422 8 місяців тому +10

    বর্তমান নাটক গুলোর মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আর কিছু নাই পুরনো নাটক অনেক শিক্ষনীয় এবং পরিবার নিয়ে দেখার মত

  • @mohtasimfuadkuka4429
    @mohtasimfuadkuka4429 2 роки тому +16

    আমার জন্মের আগের নাটক। এগুলো দেখতে পাব ভাবিনি কখনও।

  • @delowaribnkamal2022
    @delowaribnkamal2022 2 роки тому +19

    আহা!!! কতো সাবলীল এবং মার্জিত অভিনয়। কৃত্রিমতার লেশমাত্র নেই।

  • @AR.Rahman123
    @AR.Rahman123 17 днів тому +1

    ২০২৫ এর জানুয়ারিতে দেখতেছি ,আমার জন্মের ও আগের নাটক আহা কি সুন্দর অভিনয়

  • @golamrahaman1528
    @golamrahaman1528 9 місяців тому +43

    আজকের দিনে বিশুদ্ধ বাংলা শেখার একমাত্র মাধ্যম ৮০-৯০সালের নাটক।।।

    • @nasimaaktar3330
      @nasimaaktar3330 8 місяців тому +1

      আমিও নাটক দেখতে দেখতে সেই কথাটাই ভাবতেছিলাম।

    • @kanaakther478
      @kanaakther478 8 місяців тому +1

      Ekmot Aamio.....

  • @niazhossen1666
    @niazhossen1666 6 місяців тому +1

    আহা!! কতো সাবলীল এবং মার্জিত অভিনয়।এক অন্যরকম ভালো লাগা।। আগের নাটক মানেই রুচি সম্মত!

  • @farzadamit4974
    @farzadamit4974 2 роки тому +37

    জন্মের আগের নাটক যতটা রুচিসম্মত,
    বর্তমানের নাটক এর ৫০ গুণ রুচিহীন!

  • @ahmedsamialhasan505
    @ahmedsamialhasan505 2 роки тому +7

    অসাধারণ। কী শিল্পিত পরিচ্ছন্ন রুচিবোধসম্পন্ন পরিবেশনা।

  • @ferdousiabedin4707
    @ferdousiabedin4707 2 роки тому +9

    নাটকটি যেন সেই সময়ের কথা বলে।আর সবার অভিনয় কত সাবলীল।

  • @rubaiyathassan506
    @rubaiyathassan506 Рік тому +9

    ৮০ আর ৯০ দশকের নাটকের মিউজিক গুলোই ছিল অসাধারণ। কেমন যেন একটা অপার্থিব অনুভুতি মিশে থাকত। এখন কোন নাটক দেখিনা।তবে ইন্টারনেট ঘেটে পুরোনো নাটক পেলে দেখি। আর ভাবি সেই সময় কি ভাবতাম।সেই সব ভাবনা গুলোর মাঝে কি এখন কোন মিল আছ😢😢😢 তবে খুব ভালো লাগে সেই ছেলেবেলায় ফিরে যেতে। আরও কিছু মাস্টার পিস নাটক আছে। যদি আপলোড করা যেত! যেমন রায়হান গফুর অভিনীত কুহেলিকা, পূর্ণ দৈঘ্য মন্চ নাটক ম্যাকবেথ আর ওথেলো। সোজন বাদিয়ার ঘাট।ৃড:আলাউদ্দিন আল আজাদের উপস্থাপনায় মণিহার বলে একটা অনুষ্ঠান হতো তাতে বাংলা সাহিত্যের অনেক নাট্যরুপ ছিল। এ রকম অনুষ্ঠান দেখতে পেলে ভালো লাগত।

    • @RabindraTalapatra-yz3kr
      @RabindraTalapatra-yz3kr 8 місяців тому +1

      এখন যখন খুশি যেমন খুশি নিজের পছন্দ মতো ছবি, নাটক বা অন্য কিছু দেখা যায়। কিন্তু তখন শহরের প্রতি ঘরে এসব বিনোদন দেখার মাধ্যম টিভি ছিল না, একটি ঘরে থাকলে তার আশেপাশের কয়েকটি ঘরের লোকজন নিদিষ্ট সময়ে সপ্তাহের ১/২ দিন নাটক দেখা যেত । তার মধ্যে যে আনন্দ ছিল আজ মনে হয় কোন আনন্দ নয় শুধু কি যেন দেখছি নিজেরাও জানি না শুধু সময় পাড় কচ্ছি। এক‌ই ঘরে সকলের হাতে বিনোদনের মাধ্যম মোবাইলে যার যা পছন্দের বিনোদন, একসাথে বিনোদন অনেটা ইতিহাস হয়ে যাওয়ার পথে। ধন্যবাদ।

  • @nibirchowdhury3837
    @nibirchowdhury3837 Рік тому +5

    Ami khuje khuje sudhu puran natok e dekhi 🥰
    E ek onnorokom tripti 😇

  • @OmarFaruk-kf5ee
    @OmarFaruk-kf5ee 2 роки тому +9

    যদিও আমার একবিংশ শতাব্দীর গোড়ার দিকে জন্ম তবুও আমি আর সবার মত আধুনিকতার মোহে আকৃষ্ট হয়ে উচ্ছ্বলে যাই নি এখনো ৮০ / ৯০ দশকের সব বিনোদনের জন্য মুখিয়ে থাকি। খুব কৃতজ্ঞ থাকব হুমায়ূন স্যারের খাদক নাটকটি আপলোড দিলে।

    • @tasnimnishat4892
      @tasnimnishat4892 Рік тому

      আমিও খাদক নাটকটি অনেক খুজেছি। কিন্ত পাই নি😢

  • @souravstravelvlog3610
    @souravstravelvlog3610 Рік тому +3

    অাগের নাটকের অভিনয় দেখলে মনে হয় ন্যাচারাল। অভিনয় বলে মনে হয় না। এবং ভাষাশৈলী অসাধারণ যা বর্তমানের নাটকে বিরল।।
    সত্যি অসাধারণ!!

  • @badrulwahidashik9677
    @badrulwahidashik9677 2 роки тому +1

    অসাধারণ শোয়েব ভাই। এই নাটকটা আগেও দেখেছিলাম আপনার পুরান চ্যানেলে। আরও দেখেছিলাম মহুয়ার মন। ভাই, এইরকম নাটক আরও দিবেন। বিশেষ করে সাগর সেঁচা সাধ নাটকটা আমার দেখার ইচ্ছে অনেকদিনের।

  • @dailylifearoundus
    @dailylifearoundus 2 роки тому +6

    মনের অজান্তে হারিয়ে গেলাম সেই সময়গুলোতে |

  • @maksudurrahman3656
    @maksudurrahman3656 2 роки тому +6

    ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সোয়েব মাহবুব ভাই।

  • @millonmia6428
    @millonmia6428 Місяць тому +1

    ২০২৫ সালে কে কে দেখছেন।

  • @mdkhaledul2698
    @mdkhaledul2698 Рік тому +2

    অসাধারণ গল্প অনেক ভালো লাগল old is gold. ধন্যবাদ ।

  • @subirnath7570
    @subirnath7570 5 місяців тому

    এ নাটক যখন বিটিভিতে দেখি তখন চবিতে প্রথম বর্ষে পড়ি।শাহজালাল হলের টিভি রুমে বৃহস্পতিবার রাত৮ টার সংবাদের পর এ সপ্তাহের নাটক। কত জনপ্রিয় ছিল। প্রতিটা শিক্ষার্থী নাটক না দেখে থাকতে পারত না।
    আবহ সংগীত কত সুন্দর ছিল।
    একটা নাটক মানেই একটা বার্তা।

  • @uttamghosh9120
    @uttamghosh9120 2 роки тому +7

    কতো পরিস্কার পরিচ্ছন্ন নাটক বার বার দেখতে ইচ্ছা করে।

  • @anamikaislam2289
    @anamikaislam2289 9 місяців тому +5

    রওশন জামিল-- ছোটবেলাকার খুব পরিচিত অভিনেত্রী ❤

  • @নবযুগেরপথিক
    @নবযুগেরপথিক 2 роки тому +7

    পুরনো দিনের যত নাটক আজও অম্লান
    এখন শুধু ভাড়ামো আর যৌন সুড়সুড়ির সমারোহ।

  • @maksudurrahman3656
    @maksudurrahman3656 Рік тому +3

    শোয়েব মাহবুব ভাই, আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম।

  • @zakir910
    @zakir910 9 місяців тому +3

    অসাধারণ,, ❤❤❤ কত স্মার্ট জীবন্ত অভিনয়

  • @MAHMUDURRAHMAN-pt8gm
    @MAHMUDURRAHMAN-pt8gm 24 дні тому

    আজকে খুঁজে খুঁজে বের করলাম পুরাতন নাটক, নাটকটি ভালো লাগলো।

  • @imtisharimran349
    @imtisharimran349 2 роки тому +3

    রওসন জামিল আরিফুল হক খালেদ খান আজ কেউ বেঁচে নেই কিন্তু ওনারা বেছে আছে ওনাদের কাজের মাঝে।কত সুন্দর রুচি শীল সাবলীল অভিনয়। খুব মনে পড়ে সেই সব দিনের

    • @tahmidtabaq2158
      @tahmidtabaq2158 2 роки тому +1

      Ariful Haq kobe mara gesen vai?

    • @anamikaislam2289
      @anamikaislam2289 9 місяців тому

      রওশন জামিল-- ছোটবেলার খুব পরিচিত অভিনেত্রী 💕

    • @Habeeb-cz7hz
      @Habeeb-cz7hz 8 місяців тому

      আরিফুল হক,এখনো বেচে আছে,,উনি এখন যুক্তরাষ্ট্রে থাকে,,

  • @bellalbhulu5731
    @bellalbhulu5731 8 місяців тому +2

    আমরা অপেক্ষা করেছি তাই তো এরকম নাটক দেখতে পেরেছি। কিন্তু আর কি অপেক্ষা করবো এরকম কিছু দেখার জন্য। মনে হয় না। কারণ সোনালী দিনগুলো বারবার ফিরে আসে না।

  • @cokie890
    @cokie890 2 роки тому +7

    আমার জন্ম ১৯৮৫ সালে । তখনকার নাটক 😲😲😲

  • @shahoriarkobir762
    @shahoriarkobir762 7 місяців тому +2

    13/07/2024 ey somoy eseo amr purano natok dekhte khb vlo lage...

  • @emmonsur1212
    @emmonsur1212 9 місяців тому +2

    আহা কত মার্জিত ভাষা, নির্মানশৈলী ❤

  • @zulfi1969
    @zulfi1969 2 роки тому +3

    Beautiful story, clean dialogue and realistic theme. Wish BTV could bring back the same now :(

  • @dippeeppeep5717
    @dippeeppeep5717 8 місяців тому

    কত সুন্দর বাংলা ভাষা। আর এখনকার বাংলা ভাষা শুনতে মাঝেই মাঝেই অদ্ভুত লাগে। এই নাটকের প্রায় সবাই লিজেন্ড।

  • @anikdas5395
    @anikdas5395 2 роки тому +1

    খালিদ খান - চমৎকার অভিনেতা

  • @whitehouse2024
    @whitehouse2024 6 місяців тому

    আহ্! কি সুন্দর নাটক!❤

  • @maimuna3990
    @maimuna3990 Місяць тому

    আমার জন্মের ১যুগ আগের পৃথিবী! ❤❤❤

  • @maksudurrahman3656
    @maksudurrahman3656 Рік тому

    অসাধারণ আবহ সঙ্গীত। অপূর্ব, অপূর্ব।

  • @mahmudurrahman6210
    @mahmudurrahman6210 8 місяців тому +3

    বর্তমান নাটক হচ্ছে রুচিহীন আর আগের নাটকগুলো হচ্ছে রুচি সম্মত।

  • @shahadatbhuiyan2263
    @shahadatbhuiyan2263 Рік тому +1

    এখানে যারা কমেন্ট করেন তারা অধিকাংশই ৯০ দশকের মানুষ কিন্তু আমার জন্ম 2000 সালে তাও আমার এই নাটক গুলো খুব ভালো লাগে মনে হয় এখনকার থেকে অনেক ভালো

  • @rehanaakter6669
    @rehanaakter6669 8 місяців тому +1

    জীবন এইরকমিই কিন্তু কেউ এই বাস্তবতা বুঝতে চেষ্টা করেনা ।

  • @shahadathossainchowdhury6922
    @shahadathossainchowdhury6922 2 роки тому

    কারো সাথেই তুলনা করার ভাষা নেই.... একটি পরিপূর্ণ সুখ এবং প্রশান্তির আস্বাদ পেলাম যেন.....❤️

  • @abduljabbartuhin1901
    @abduljabbartuhin1901 3 місяці тому

    ২৮/১০/২৪ এ দেখছি,১৯৮৫ সালে বিটিভি ছিল আমাদের সাদাকালো ১৪ ইন্চি।তখন ৪/৫ বছর বয়স ছিল,মনে নেই এই নাটকের কথা

  • @MdJibon-ve7zi
    @MdJibon-ve7zi 9 місяців тому +1

    ছোট বেলার নাটক দেখতে পাবো ভাবিনি কখনো।

  • @shahadathossain694
    @shahadathossain694 2 роки тому +1

    গেন্ডারিয়া হাই স্কুলের ক্লাস নাইন এ পড়ি ۔তখন এই নাটকটি দেখেছিলাম ۔কি সুন্দর ও পরিচছন্ন অভিনয় doly jahur .Ariful haque o khaled khaner .এখনতো কোনো নাটক হয়না ۔সব যৌন কর্মীদের সুড়সুড়ি আর আগের নাটকে সব সময় কৌতুহল কাজ করতো মিনিটে মিনিট কি হয় ও শিক্ষার অনেক কিছু ছিল

    • @dailylifearoundus
      @dailylifearoundus 2 роки тому +1

      তখন আমি গেন্ডারিয়া ডিআইটি প্লটে 'সিরাজুল ইসলাম একাডেমি' প্রাইমারি স্কুলে পড়ি۔ শৈশব এর সেই স্মৃতিগুলো খুব মনে পরে 😭 | 40/K সতীশ সরকার রোডের বাড়িতে তখন থাকতাম

  • @akshahid7178
    @akshahid7178 9 місяців тому +1

    আগেরকার মানুষ ছিল অভিনেতা, এখনকার মানুষ, 😢😢😢😢
    .........

  • @helenbegumchowdhury1565
    @helenbegumchowdhury1565 2 роки тому +2

    Old is gold .thanks Mr.mabub.

  • @SamuslAlomBadol-jl6tz
    @SamuslAlomBadol-jl6tz 8 місяців тому

    এখনের নাটক আর নাটক নাই খুবই দুঃখজনক এখনের নাটক গুলাও পরিবার নিয়ে দেখার উপায় নাই 😢😢😢

  • @dorbeshbabab9812
    @dorbeshbabab9812 8 місяців тому

    পুরনো দিনের স্মৃতি কেন এত কষ্ট দেয়। ভিতরটা নাড়া দিয়ে যায়। ও আজ আবার যদি পাইতাম সে দিনগুলি। কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট

  • @karimaahmed812
    @karimaahmed812 2 роки тому +1

    পুরাতন নাটক অসাধারণ

  • @RanaAhmed-oo2pe
    @RanaAhmed-oo2pe 2 місяці тому

    অতিব আন্তরিক! 🎉

  • @xtasktaste0
    @xtasktaste0 2 роки тому +1

    Many many thanks vhai.

  • @mahmudurrahman6210
    @mahmudurrahman6210 8 місяців тому

    মাশা আল্লাহ কত সুন্দর ভাষা চমৎকার অভিনয়

  • @anandakhan4160
    @anandakhan4160 10 місяців тому +1

    bangla handwriting is so good , i had dreamt a dream to copy such since 2005.

  • @taniaara3492
    @taniaara3492 8 місяців тому +1

    নাটকের স্কুলের অংশটুকু আমাদের স্কুলে শ্যুট হয়েছিলো।

  • @rokanzzamanofficials9415
    @rokanzzamanofficials9415 8 місяців тому +1

    নাটকটি দেখে সেই ৯০ দশকে হারিয়ে গেছিলাম 😢😢😢 কি দিন হারিয়ে কি দিন পাইলাম😢😢

  • @rianahabiba9007
    @rianahabiba9007 2 роки тому +2

    এতো আগের নাটক সত্যি অসাধারণ।

  • @zillionzaman3467
    @zillionzaman3467 8 місяців тому

    আগের নাটকগুলো কত সুন্দর। আর এখনকার নাটক হলো সেই রকম চা খোর, সেই রকম ঝাল খোর, সেই রকম বিড়ি খোর ইত্যাদি ইত্যাদি।

  • @mironmunshi5759
    @mironmunshi5759 8 місяців тому

    শোয়েব ভাই এই পুর নতুন প্লেয়ারদের একটু সাক্ষাৎকার শোনাতে পারলে খুব খুশি হতাম আমার প্রিয় অভিনেতা ছিলেন রফিকুল আলম

  • @basicinfoforall7306
    @basicinfoforall7306 2 роки тому +1

    great! We should follow it.

  • @mohdrab9784
    @mohdrab9784 8 місяців тому

    Ashadaron natok .

  • @runumozumder696
    @runumozumder696 8 місяців тому

    সোনালী দিনের স্মৃতি।

  • @jaforchoudhury2555
    @jaforchoudhury2555 2 роки тому +1

    Wish i were in 80's.

  • @mazharulhuq5077
    @mazharulhuq5077 11 днів тому

    Khaled khan is a great actess

  • @FatemaAhamed-g7i
    @FatemaAhamed-g7i 8 місяців тому

    সভ্যতার এ-ই ধোয়াসার মাঝে তোমরা আলোক বাতি,
    এখনো আঁধারে পথ খুঁজে পাই --আদর্শে জাগালে সাথী!

  • @sharifhossain3474
    @sharifhossain3474 8 місяців тому +1

    শেষ না করে তখন কেউ উঠতো না।

  • @mahadihasan3047
    @mahadihasan3047 8 місяців тому

    Felt like I am in meditation. Slow and simple, yet full of elegance.

  • @mofizuddin-magura7835
    @mofizuddin-magura7835 8 місяців тому

    সত্যিই অসাধারণ

  • @asas14gram68
    @asas14gram68 Рік тому

    Jonmer ager natok, bar bar dekhi
    Keno jani valo lage

  • @Tip-Top23
    @Tip-Top23 2 роки тому

    চমৎকার নাটক

  • @hanifmiahhanifmiah8418
    @hanifmiahhanifmiah8418 2 роки тому

    চমৎকার নাটক। অনেক অনেক ধন্যবাদ নাটকের নির্মাতাকে।

  • @RAli-hf9th
    @RAli-hf9th 2 роки тому +1

    Thanks a lot.

  • @ZahidHasan-ng5tr
    @ZahidHasan-ng5tr 8 місяців тому

    একেই বোধহয় বলে মার্জিত, সাবলীল, সুন্দর

  • @mdfahad0169
    @mdfahad0169 Рік тому

    আমার জন্মের ১১ বছর আগের নাটক এটা।

  • @piuspalmer6268
    @piuspalmer6268 8 місяців тому

    অনেকদিন হলো অভিনেতা খালেদ খানের অভিনয় দেখি না। উনি কি আছেন? নাকি বিদেশে। একবার কি যেন শুনছিলাম।

    • @jolynur3025
      @jolynur3025 6 місяців тому +1

      উনি ২০১২/২০১৩ তে মারা গিয়েছেন

  • @hkabir2167
    @hkabir2167 2 роки тому +2

    Thanks but sound is very low.Pls increase sound all your videos.

  • @LisaLisa-gt7xu
    @LisaLisa-gt7xu Рік тому

    Speechless

  • @sonchitasultana8663
    @sonchitasultana8663 2 роки тому +2

    Thanks. 1986 year

  • @miht747
    @miht747 2 роки тому +2

    ভাই, মামুনুর রশীদের (বিটিভিতে প্রচারিত) ধারাবাহিক "সময় অসময়" নাটকটি কি আপনার সংগ্রহে আছে? থাকলে আপলোড দিবেন ভাই, খুব দেখতে ইচ্ছে করছে। আমার যতদূর মনে পড়ে কয়েক বছর আগে নাটকটি আপনিই আপলোড দিয়েছিলেন, তখন দেখেছিলাম।

    • @nurulislam-ux6lz
      @nurulislam-ux6lz Рік тому +2

      আমিও দেখতে চাই সময় অসময়।

  • @MDAkram-o9l
    @MDAkram-o9l Місяць тому

    ০৭/০১/২০২৫ সালে দেখলাম।🥰

  • @farjanaaktermili2667
    @farjanaaktermili2667 Рік тому

    তুমি এসো, অন্তত কিছুক্ষণের জন্যে হলেও এসো!

  • @IsmailHossain250-mim
    @IsmailHossain250-mim 3 місяці тому

    ❤❤❤

  • @jannat5483
    @jannat5483 2 роки тому +1

    ভলিউম অনেক অনেক কম, শুনতে সমস্যা হচ্ছে। পিলিজ ভলিউম ঠিক করবেন। ধন্যবাদ পুরোন নাটক গুলো দেয়ার জন্য। 💖💖

    • @Get-Agar
      @Get-Agar 8 місяців тому

      আস সালামু আলাইকুম। অনেক মোবাইলে সাউন্ড সিস্টেম খুব একটা ভালো না। আপনি প্লে স্টোর থেকে Precise Volume এপটা ব্যবহার করে দেখতে পারেন সাউণ্ড বাড়ে কিনা। এপটার সেটিংস বুঝতে হয়তো একটু সময় লাগতে পারে।

  • @shamimrahman6005
    @shamimrahman6005 2 роки тому

    Ki chomotkar shob purano diner natok gulo. Ajkal erokom nakot keno hoi na bujhi na

  • @shezanshakil8772
    @shezanshakil8772 2 роки тому +1

    শোয়েব ভাই
    নকল গহনা হারিয়ে ফেলে আসল মনে করে অনেক কষ্টে ফিরিয়ে দিতে গিয়ে শুনে .......নাটক টার নাম জানা থাকলে জানাবেন ।

    • @imranbabul6829
      @imranbabul6829 8 місяців тому

      সম্ভবত নাটকের নাম, নকল হার

  • @norulafsar8912
    @norulafsar8912 9 місяців тому

    আদব-কায়দা,ভদ্রতা সামাজিক রিতী নিতি পুরাতন এসব নাটক থেকে শেখা যায়

  • @Rebeka-v8d
    @Rebeka-v8d 2 роки тому +1

    ❤️

  • @raisasultana2622
    @raisasultana2622 8 місяців тому

    একদিন যখন আছে কি?

  • @mdmostafa2161
    @mdmostafa2161 2 роки тому

    Amar jonmo 1985 the😃😃

  • @gjajdn2714
    @gjajdn2714 10 місяців тому

    বানফ্লাদেশের খালেদ খান৷ জাহিদ হাসান আ

  • @fatemaferdous6292
    @fatemaferdous6292 8 місяців тому

    আমি তখন ক্লাস ফাইভে পড়ি।

  • @10.parthasarathichakrabort70
    @10.parthasarathichakrabort70 8 місяців тому

    আমার তখন জন্ম হয় নাই

  • @rubelhossin6942
    @rubelhossin6942 8 місяців тому

    2025 e dekhcilam

  • @mdrezaul8705
    @mdrezaul8705 2 роки тому

    Ok

  • @skittlesupporter
    @skittlesupporter 9 місяців тому

    Kalded khan, Tony Dias Somu choudhury ovinto ata thriller darabahik natok selo crime er upor ku nam bolte parben? Kub soto belai deksi.

  • @physicsacademy8846
    @physicsacademy8846 2 місяці тому

    বিশুদ্ধ বাংলা চৰ্চা ছিল