Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
잘 듣고 가요~^^
시청해 주셔서 감사합니다~^^
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতেদিসনে আজি দোল ।আজো তার ফুলকলিদের ঘুম টুটেনিতন্দ্রাতে বিলোল ।।আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায়ঝুরছে নিশিদিনআসেনি দখনে হাওয়া গজল গাওয়ামৌমাছি বিভোল ।।কবে সে ফুল-কুমারী ঘোমটা চিরিআসবে বাহিরে ,শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুমরাঙবে রে কপোল ।।ফাগুনের মুকুল - জাগা দুকুল ভাঙ্গাআসবে ফুলের বান ,কুড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি ,ফুটবে গালে টোল ।।কবি তুই গন্ধে ভুলে ডুবলি জ্বলেকুল পেলিনে আরফুলে তোর বুক ভরেছিস আজকে জলেভরবে আখির কোল ।।
잘 듣고 가요~^^
시청해 주셔서 감사합니다~^^
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে
দিসনে আজি দোল ।
আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলোল ।।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায়
ঝুরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া
মৌমাছি বিভোল ।।
কবে সে ফুল-কুমারী ঘোমটা চিরি
আসবে বাহিরে ,
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম
রাঙবে রে কপোল ।।
ফাগুনের মুকুল - জাগা দুকুল ভাঙ্গা
আসবে ফুলের বান ,
কুড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি ,
ফুটবে গালে টোল ।।
কবি তুই গন্ধে ভুলে ডুবলি জ্বলে
কুল পেলিনে আর
ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
ভরবে আখির কোল ।।