ধন্যবাদ স্যার, আপনার দ্বীনি জীবনের কথা আগেও অনেক শুনেছি প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের কাছে, কিন্তু আজ এই কঠিন সময়েও যে আপনি অকপটে সত্যিটা বললেন, এতে একেবারে নিশ্চিত হলাম যে দুনিয়াবী জীবন আপনার কাছে তুচ্ছ, দুনিয়াতে আপনি কাউকে পরোয়া করেন না!!❤❤
সত্য কথা বলার জন্য পুলিশ অফিসার স্যার কে ধন্যবাদ। এভাবে বাংলাদেশ চলতে পারে না, সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হতে হবে, নিজে পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
এই যে ২৫২ জন এসআইকে এক বছরের কঠোর প্রশিক্ষণ শেষে যোগদানের মাত্র কয়েকদিন আগে অত্যন্ত সিলি কারণ দেখিয়ে (নাস্তা না খেয়ে হৈচৈ করেছে🤣) বাড়ি পাঠিয়ে দিলো, এটা একটা বাজে উদাহরণ তৈরি হয়েছে। এতো তাড়াহুড়ো না করে যদি এদের মধ্যে যাদের দলীয় সুপারিশে এবং টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হতো তাহলেও অধিকাংশ বাদ যেত এবং গ্রহনযোগ্যতা পেত। একইসাথে যারা যোগ্যতাবলে নিয়োগ পেয়েছে তাদের উপর অবিচার করা হতো না।
প্রিন্সিপালের ফেয়ার আনবায়াসড জাস্টিসের সাথে সাথে ফেয়ার আনবায়াসড সিলেকশনও চাওয়া উচিত ছিল। কিভাবে একটি আলোচিত জেলা থেকে এত সং্খক ক্যাডেট সিলেকশন হল তার তদন্ত হওয়া উচিত।
কোন বিশৃঙ্খলার অভিযোগ না থাকলেও শুধু ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকাটাই বহিস্কারের জন্য যথেষ্ট! মেরিটক্রাটিক প্রশাসন গড়ে তোলার জন্য বিগত ফ্যাসিস্ট আমলের দলীয়করণ নিয়োগ কে এভাবেই মোকাবেলা করতে হবে। এই পদক্ষেপ সাধুবাদ পাওয়ার দাবিদার!
কিন্তু ভাই এই রেওয়াজ দেশকে কোথায় নিয়ে যাবে সেটা কি ভেবে দেখেছেন,,, এক দিন দেখবেন দল লিগ আমলের চাকরি বাতিল করছে। লিগ দল আমলের চাকরি বাতিল করছে,।। সাধারণ পাবলিক মারাখাওয়া ছাড়া উপায় নেই।।।
@@HAKUNAMATATA-n9vহয়তো না জেনেই বলছেন! এমন অনেককে অব্যাহতি দেয়া হয়েছে যাদের কেউ কোনো দিনই কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত ছিলো না। যদি দূর্নীতির অভিযোগে প্রমাণ থাকে কারো বিরুদ্ধে তাকে সেই অভিযোগ দেখিয়ে বরখাস্ত করবে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের নামে নাটক সাজিয়ে বাদ দিতে হবে কেন!?
এস আই ট্রানিং চলা কালে এক জন এস আই এর পিছনে রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা ব্যয় হয়।প্রতিহিংসার মাধ্যমে এদের চাকরি থেকে অব্যবহিত দেয়াটা সমন্বয়কদের অর্জন হলেও,রাষ্ট্রের অনেক বড় ক্ষতি।
দেশের প্রতিটি জনগন সরকারি চাকরি পাবে,,,,তবে যদি কোন ব্যক্তি চাকরিতে আসার আগে কোন সন্ত্রাসি কার্যক্রম করে থাকে তাহলে সেই ক্ষেত্রে চাকরি না পাওয়াটা ঠিক আছে
দেশে বর্তমানে কয়েকজন সৎ ব্যক্তির মধ্যে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান স্যার একজন তাকে দেশের বড় কোন দায়িত্ব নিয়োজিত করলে দেশের কল্যাণে কাজে আসবে ইনশাআল্লা
এটার দায়ভার তো শুধু প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নয়, এটা যারা দায়িত্বে ছিল তাদের ব্যর্থতা,ধন্যবাদ নাজিবুর রহমান স্যার কে সত্য কথা বলার জন্য, এত বৈষম্য কেন
মেধা, সততা ও মানবিকতায় তার লেভেলে বর্তমানে মানুষ পাওয়া কঠিন। পুলিশ অফিসার হিসেবে গত একশো বছরে সে একটা উদাহরণ, স্যার কে কাছ থেকে দেখেছি, জেনেছি তাই বলছি।
ধন্যবাদ স্যার, আপনার দ্বীনি জীবনের কথা আগেও অনেক শুনেছি প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের কাছে, কিন্তু আজ এই কঠিন সময়েও যে আপনি অকপটে সত্যিটা বললেন, এতে একেবারে নিশ্চিত হলাম যে দুনিয়াবী জীবন আপনার কাছে তুচ্ছ, দুনিয়াতে আপনি কাউকে পরোয়া করেন না!!❤❤
Respect sir❤
পাগলের সুখ মনে মনে
আহারে কেমন দ্বীনের মানুষ 😂 জাজরলীগ, চাকরি জীবনে দ্বীনের প্রতিপলন হয় যে, দেখিতো। 😂😂
আওয়ামীলীগের আমলে সত্য কথা বলেননি কেন? এগুলো দলীয় নিয়োগ
ভাই আমার 😢ভাই মেধাবী তার চাক টা ২৫২ জনের মধ্যে পরছে তাদের লাগে দোয়া করবেন যেনো তাদের চাকরি ফেরত পায়
সত্য কথা বলার জন্য পুলিশ অফিসার স্যার কে ধন্যবাদ। এভাবে বাংলাদেশ চলতে পারে না, সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হতে হবে, নিজে পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
এতো দিন কই ছিলা মুনু
স্যার একজন সৎ ও ভালো মানুষ
স্যারকে,এই সময়ে এরকম কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মোঃ নাজিবুর রহমান অত্যন্ত ভালো এবং সৎ একজন মানুষ, আল্লাহ পাক উনার উপর রহমত বর্ষণ করুন
আগে শিবির করলে চাকরি দিত না। এখন ছাএলীগ করলে চাকরি থাকে না😅
Same to Same, both are Same, we are neutral people are the sufferer
নিষিদ্ধ সংগঠনের সদস্যদের আবার কিসের চাকরি
এরা চাকরি করে কি সমাজে বিশৃঙ্খলা করতে চাই এটা কি আপনি চান নাকি
গোপন তাদের এজেন্ডা পরিচালনা করতে চাই এটা কি আপনি চান
তা হলে বড় বড় ডায়লগ দিয়ে আন্দোলন কেন করলেন?
২৩/২৫ লাখ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। যোগ্য রা নিয়োগ পায় নি। যারা টাকা দিসে তাদের নিয়োগ হয়েছে।
সত্যি কথা বলার জন্য পুলিশ অফিসার কে ধন্যবাদ
ধন্যবাদ স্যার সত্যি তুলে ধরার জন্য
সত্য প্রকাশের জন্য ধন্যবাদ। তবে সবারই এটাই দায়িত্ব, কিন্তু অনেকে নিজ দায়িত্বে অবহেলা করে প্রতারণার করে।
স্যার কে নিয়ে এখন চিন্তা হচ্ছে এতক্ষণে স্যারের চাকরিটা আছে না গেছে।
ধন্যবাদ স্যার 🫡🫡🫡
স্যার অবসরে আছেন অত্যন্ত সৎ এবং ধার্মিক একজন মানুষ
আহারে কি চিন্তা,,
১৫ বছর মানুষের বারোটা বাজিয়েছে,,,
@@MuhammadFarhad-n1z r o akta sagol pawa gese
অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহৎ নাজিবুর রহমান স্যার এর কি ভূমিকা ছিলো, জানতে চাই।
তার ভূমিকা খতিয়ে দেখা হোক ।
বেছে বেছে আওয়ামী ক্যাডারদের রিক্রুট ও প্রশিক্ষণের জন্য নির্বাচিত করার পিছনে উনার কতখানি কালো হাত ছিল নিবিড় তদন্ত করে দেখতে হবে।
কেন সত্য বললেই দোষ নাকি
@@nahidhasan2505 সত্য মিথ্যা যাচাই না করেই বলার সুযোগ নাই।
উনি বাংলাদেশ পুলিশের আইডল।
চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু স্যারের সমগ্ৰ চাকরি জীবনে এক পয়সার দুর্নীতি খুঁজে পাবেন না।
ঠিক আছে চাঁদের কলঙ্ক আছে বুঝলাম স্যারের কলঙ্ক নাই তো তদন্ত করে দেখুক না সমস্যা কোথায় উনি যদি ফ্রেশ থাকে সত্যবাদী হয়ে থাকে তো কোন সমস্যা নেই
kire suwor
সত্য প্রকাশ করার জন্য ধন্যবাদ
নাজিবুর রহমান স্যার খুবই আন্তরিক মানুষ।
সে ভালো, কিন্তু অন্যায়কে ত সমর্থন করে গেছে। অন্যায় কারি এবং অন্যায়কে সমর্থন কারি সমান অপরাধী।
@@MdshamimMdshamim-hf8wtকি অন্যায় করেছে। এখন তাহলে কি হচ্ছে।
আসলেই এরা হচ্ছে হুকুমে গোলাম
এই প্রশিক্ষককে দ্রুত প্রত্যাহার করতে হবে, কারণ ওনি সত্য কথা বলেছেন।
ঠিকই বলেছেন।
এই মঘের মুল্লুকে সবই সম্ভব
কথা সত্য 😅😅
সরকারের বিরুদ্ধে বললেই ট্যাগ
এই যে ২৫২ জন এসআইকে এক বছরের কঠোর প্রশিক্ষণ শেষে যোগদানের মাত্র কয়েকদিন আগে অত্যন্ত সিলি কারণ দেখিয়ে (নাস্তা না খেয়ে হৈচৈ করেছে🤣) বাড়ি পাঠিয়ে দিলো, এটা একটা বাজে উদাহরণ তৈরি হয়েছে। এতো তাড়াহুড়ো না করে যদি এদের মধ্যে যাদের দলীয় সুপারিশে এবং টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হতো তাহলেও অধিকাংশ বাদ যেত এবং গ্রহনযোগ্যতা পেত। একইসাথে যারা যোগ্যতাবলে নিয়োগ পেয়েছে তাদের উপর অবিচার করা হতো না।
Afsos lig naki
যেভাবে নিয়োগ হয়েছে সেভাবেই বি-নিয়োগ হবে।
এটাকে বলে ডি-নাজিফিকেশন। বাংলায় বলতে পারেন ডি-গোপালাইজেশন।
কিন্তু সার্ভিসে তো এখনো ৮০% চেতনাধারি।
এদের চাকুরি থেকে বের করে দেওয়া উচিত এদের জন্য সত্যিক্রা যারা চাকুরি পাওয়ার যোগ্য তারা চাকুরি পায় না
প্রিন্সিপাল সত্যতা সামনে আনার জন্য ধন্যবাদ।
প্রিন্সিপালের ফেয়ার আনবায়াসড জাস্টিসের সাথে সাথে ফেয়ার আনবায়াসড সিলেকশনও চাওয়া উচিত ছিল। কিভাবে একটি আলোচিত জেলা থেকে এত সং্খক ক্যাডেট সিলেকশন হল তার তদন্ত হওয়া উচিত।
perfect said ❤যাদের রিজিক মেরে এরা আসছে এরা খুব সাধু নাকি
একমত
সঠিক
যে জেলার কথা বলতেছেন, এই নিউজটা সম্পূর্ন ভুয়া। আপনাদের কাছেও কোন রেফারেন্স নাই যে কারা কারা ঐ জেলার, কতজন আছে
প্রশিক্ষক হিসেবে উনার দায়িত্ব সঠিক প্রশিক্ষন দেয়া,রিক্রুট করা নয়! ইমম্যাচুয়রড কমেন্ট, সাথে ইমম্যাচুয়রড সরকার।
নজিবুর রহমান বাংলাদেশের একজন নিষ্ঠাবান ব্যক্তিত্ব
আমাদের এলাকায় ৪ জন নিয়োগ পেয়েছিল চারজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
৪ জন কে বাদ দিয়েছে না??
কঠিন গোয়েন্দা আপনি
@@maznumia4701 yes
সত্য কথা বলার জন্য ধন্যবাদ
কবে নিয়োগ দিছে?
ফালতু,
সবে শেষ হলো প্রশিক্ষন
কোন বিশৃঙ্খলার অভিযোগ না থাকলেও শুধু ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকাটাই বহিস্কারের জন্য যথেষ্ট! মেরিটক্রাটিক প্রশাসন গড়ে তোলার জন্য বিগত ফ্যাসিস্ট আমলের দলীয়করণ নিয়োগ কে এভাবেই মোকাবেলা করতে হবে। এই পদক্ষেপ সাধুবাদ পাওয়ার দাবিদার!
কিন্তু ভাই এই রেওয়াজ দেশকে কোথায় নিয়ে যাবে সেটা কি ভেবে দেখেছেন,,,
এক দিন দেখবেন দল লিগ আমলের চাকরি বাতিল করছে। লিগ দল আমলের চাকরি বাতিল করছে,।।
সাধারণ পাবলিক মারাখাওয়া ছাড়া উপায় নেই।।।
স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে
নাজিবুর স্যারকে ধন্যবাদ সত্যি বলার জন্য🥰 অবিলম্বে এসব প্রতিহিংসামূলক আচরণ বন্ধ করে এই ক্যাডেটদের নিয়োগ দেওয়া হোক।
দলীয় নিয়োগ দেওয়া বন্ধ করতে৷ হবে
সবগুলো ছাত্রলীগের। তাদের প্রতি দয়া দেখানো হবে শহিদ শিক্ষার্থীদের প্রতি অসম্মান।
উনি জিপিএফ এর সুদের লাভ নিতেন না। গোপালগঞ্জ বাড়ি হলেও কোন ভালো পদে চাকুরি করেননি গত আওয়ামী লীগের আমলে। উনার বক্তব্য সঠিক বলে মনে হচ্ছে।
Good, honest, skilled police is needed..
কোন লিগারের রুটি রুজির ব্যাবসথা করার দায়িত্ব আমাদের নয়।
শিবির এর ব্যাবস্থা করা দায়িত্ব?
খনিকের ছেলে,তুই কে রুজি রোজগার দেয়ার
@@Thinktank-d4teta goto sarkar k ask koren?
😆😆😆😆
তাহলে কি সব আগের মতোই থাকবে। এতো প্রতিহিংসা কেন? মুসলমান আমরা। আমাদের আরো নিরপেক্ষ হতে হবে।
ধন্যবাদ স্যার সত্যি কথা বলার জন্য ❤❤❤❤❤
আওয়ামী লীগের মুক্ত পুলিশ চাই
এক বছর কষ্টের পর কারো প্রতি অন্যায় না করা হোক 😢
সিস্টেম পরিবর্তন করুন!!! দলীয় ট্যাগ দিয়ে সাধারণ মানুষদের হয়রানি করবেন না প্লিজ 🙏
এরা কেউ সাধারণ মানুষ না।
দলীয় Tag এ ছাএলীগ এবং হিন্দুদের চাকুরী দেয়া হতো, এটা আওয়ামী আমলে পুলিশের চাকুরীতে রিতীতে পরিনত হয়েছিল। সুতরাং এসব নিতীকথা না বলাই ভালো।
@@HAKUNAMATATA-n9vহয়তো না জেনেই বলছেন!
এমন অনেককে অব্যাহতি দেয়া হয়েছে যাদের কেউ কোনো দিনই কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত ছিলো না।
যদি দূর্নীতির অভিযোগে প্রমাণ থাকে কারো বিরুদ্ধে তাকে সেই অভিযোগ দেখিয়ে বরখাস্ত করবে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের নামে নাটক সাজিয়ে বাদ দিতে হবে কেন!?
আহারে কত সাধারণ মানুষ
ওরা সবাই ছাএলীগ এর একনিষ্ঠ কর্মী
নাটক এবং চামচামি একটু কম করো প্রিয়
যে স্যারকে আপনার সেলুন জানাইতেছেন সেই স্যারকে জিজ্ঞেস করুন এগুলো নিয়োগ হয়েছে কিভাবে তখন তার ফেয়ার্নেস নিয়ে প্রশ্ন করুন?
তখন তার জাস্টিস কই ছিল
জারা প্রাথমিক বাছাইতে বাদ পরে তারা আপনার মতো কথা বলে। 😂😂😂 চাকরী না পাওয়ার আফসোস
@@ArfanHossain-u8s😂😂😂
নাজিবুর রহমান স্যার ১০০% সৎ মানুষ ।
এই নিয়োগ সম্পূর্ণ বাদ দেওয়া উচিত কারণ এগুলা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে
রাজনৈতিক বিবেচনায় কোন নিরীহ প্রার্থী যেন বঞ্চনার শিকার না হন।মেধাবী সে তো যে কোনো দলেরই হতে পারে।
সাংবাদিক সাহেব মনে হয় ভালো করে পড়েননি,ওখানে লেখা ক্লাস শুরুর পূৃর্বে অন্যান্য সহযোগী প্রশিক্ষকদের উপস্হিতিতে বিশৃঙ্খলা করার অপরাধ।
এরা ভারতীয় রাষ্ট দর্শন বিশ্বাসী।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤❤❤
যদি কেউ দলীয় পরিচয়ে চাকরি পায় তাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সত্য তুলার জন্য ধন্যবাদ
Huge respect to such an outspoken instructor.❤❤❤
শুধু এদেরকে নয় বিগত ১৬ বছরে যারা দলীয় বিবেচনের চাকরি পেয়েছে তাদের প্রত্যেককেই চাকরি থেকে অব্যাহতি দিতে হবে
এদের নিয়োগ কিভাবে হয়েছিল? নিশ্চয়ই রাজনৈতিক বিবেচনায়।
ক্যাডেট মানে বোঝেন...?
এই অফিসার সহ সবাই কে বাতিল করা হোক
এস আই ট্রানিং চলা কালে এক জন এস আই এর পিছনে রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা ব্যয় হয়।প্রতিহিংসার মাধ্যমে এদের চাকরি থেকে অব্যবহিত দেয়াটা সমন্বয়কদের অর্জন হলেও,রাষ্ট্রের অনেক বড় ক্ষতি।
সাবেক প্রিন্সিপাল ও আওয়ামী
দেশের প্রতিটি জনগন সরকারি চাকরি পাবে,,,,তবে যদি কোন ব্যক্তি চাকরিতে আসার আগে কোন সন্ত্রাসি কার্যক্রম করে থাকে তাহলে সেই ক্ষেত্রে চাকরি না পাওয়াটা ঠিক আছে
নিষিদ্ধ সংগঠনের কোন সদস্য কোন সরকারী চাকুরীতে নিয়োগ দেয়া হবে না। আসিফ মাহমুদকে ধন্যবাদ
ওরা নিজেরাইতো নিষিদ্ধ সংগঠনের সদস্য,
অবৈধ সরকারের দালাল
উনাকে আমরা সবসময় সৎ মানুষ হিসাবে জানি।উনার বক্তব্যকে আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত।
এস আই এ দুইবার ভেরিফিকেশন হতো এটা শুনেছি।২ বার কেন ফেরিফিকেশন হতো,সেটার তদন্ত হওয়া দরকার!!
আসিফ ১০০% সঠিক সিদ্ধান্ত নিয়েছে
দেশে বর্তমানে কয়েকজন সৎ ব্যক্তির মধ্যে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান স্যার একজন তাকে দেশের বড় কোন দায়িত্ব নিয়োজিত করলে দেশের কল্যাণে কাজে আসবে ইনশাআল্লা
ঠিক বলেছেন❤
এই সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক হবে।
Kivabe?
এই পেইজটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য
জ্বলেনি ভিতরে
😂😂😂
সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন
তখন তোমাদের চোখে পড়েনি যখন ২৮ তম BCS ক্যাডার নিয়োগ পায় 2024 অগাস্টে। তার নিয়োগ এতদিন আটকে ছিল কেন।
এটার দায়ভার তো শুধু প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নয়, এটা যারা দায়িত্বে ছিল তাদের ব্যর্থতা,ধন্যবাদ নাজিবুর রহমান স্যার কে সত্য কথা বলার জন্য, এত বৈষম্য কেন
তাদের চাকরি ফিরিয়ে দেয়া হক
tara sob chatro lig cadre ejonno tader baad deya hoise. tader niyom niyom mene hoyni.tara rajnoitik karone niyog peyeche.jmn harun ,biplob, monirul.
পুলিশের সবচেয়ে শত ন্যায়বান বিচক্ষণ অফিসার ছিলেন নাজিবুর রহমান স্যার
উনি সততার সহিত চাকরি শেষ করেছেন..!
তাই আজও সত্যিটাই বললেন...!!!
স্যালুট জানাই স্যার
আওয়ামী চোরাদের সেলুট কি জন্য?
আমি তিনটি সরকারিচাকরি পায়নি শুধু রাজনৈতিক করণে।
পুনরায় পুলিশ ভেরিফিকেশন ও তাদের নিয়োগের প্রক্রিয়া দেখলে সব ক্লিয়ার হবে।
স্যারের মতো মানুষ হয় না আমি স্যারের ক্লাস করেছি অনেক ভালো মনের মানুষ।
এইভাবে কিছু মানুষের চাকরি খেয়ে দেওয়ার পর কি রাষ্ট্র বৈষম্যহীন হয়ে যাবে ??? 😠😠😠
গত ১৬ বছরে আওয়ামী লীগ চাড়া আর কারো চাকরি হয়নি।
মেধা, সততা ও মানবিকতায় তার লেভেলে বর্তমানে মানুষ পাওয়া কঠিন। পুলিশ অফিসার হিসেবে গত একশো বছরে সে একটা উদাহরণ, স্যার কে কাছ থেকে দেখেছি, জেনেছি তাই বলছি।
নাজিব স্যার সৎ লোক।
একজন মানবিক মানুষ।
যিনি প্রশিক্ষণার্থী তাকে গ্রেফতার করা হোক এবং সাসপেন্ড করা হোক
প্রশিক্ষনার্থী আর প্রশিক্ষক এর মাঝে পার্থক্য টা আপনার জানা দরকার
স্যার এর Background সম্পর্কে জানালে ভাল হইত।
Go to google
গোপালগঞ্জের জিনিস কিন্তু এই ব্যক্তি.....?
Thanks for clear clarification.
Boycott awami league party. Boycott sheikh hasina
এটা রুটি রুজি না।বিশাল বিশাল ব্যাপার।এস আই,ওশি হয়ে নানা কাজে জরানোর আগে এটা ভালো দেশের জন্য।
যাদের সুকোজ করা হয়েছে তারা ভালো করেই জানে, এর পিছনে কী কারণ
এদের কে নিয়ে, দেশের জন্য কোন প্রকার risk কেউ নিবেনা, এটাই স্বাভাবিক।
নাজিবুর রহমান সাহেবকে সাহস নিয়ে সত্যি বলার জন্য অভিনন্দন। এই দ্বিচারিতার পর কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকেন বোধগম্য নয়?
প্রশিক্ষণ সঠিক কথা বলেছে
একজন সৎ অনুকরণীয় ব্যক্তি স্যার।
খুব ভালো হয়ছে সবাইকে বাহির করে দিয়ে।
Sir your are very and very good and honest Men
সত্যি কথা চাপা থাকে না।
প্রকাশিত হবেই।
এই প্রিন্সিপাল কে আইনের আওতায় আনা হোক।
Good job and good initiative.
সত্যি বলার জন্য ধন্যবাদ
নজিবুল্লাহ স্যারের বাড়ি গোপালগঞ্জ
এটা সম্পূর্ণভাবেই অমানবিক,, উনাদের সবাইকে চাকরিতে বহাল করা হোক পুলিশের উদ্বোধন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি
গত ১৭ বতসর এই সত্য কোথায় ছিল। গত ১৭ বতসর যে পুলিশ আকাম কুকাম করছে তখন ওনার সত্য কোথায় ছিল।
পুলিশে এত হেন্দু কেন?
সোজা হিসাব, ছাএলিগ এর আগে এবং রানিং কেউ চাকুরী পাবে না,,,হিসাব ক্লিয়ার
যাদের নিয়োগ অবৈধ তাদের বিরুদ্ধে শুধু বহিষ্কার নয় একশন নিতে হবে
সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ
সত্য কথা বলার জন্য স্যারকে
অসংখ্য ধন্যবাদ
নাজিবুর নিজেই ছাত্রলীগ কর্মী ছিল।
এরা সবাই রাজনৈতিক বিবেচনায় চাকরি পেয়েছে। আমার নিজের পরিচিত অনেকেই আছে যারা রাজনৈতিক বিবেচনায় জব পেয়েছে।
ধন্যবাদ সত্য প্রকাশে
সত্য বলার জন্য ধন্যবাদ
ধন্যবাদ স্যার
গণহত্যায় অংশনেয়া দলের সদস্যদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া উচিত।
এরা আমলীগ এর লোক
সাবাস স্যার, সত্য কথা তুলে ধরার জন্য