Gan Jiggasha | জ্ঞান জিজ্ঞাসা পর্ব ১১৬ | ইসলামী প্রশ্ন ও উত্তর | জাবের | ড. আবুল কালাম আজাদ বাশার

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 11

  • @iiumlegends4185
    @iiumlegends4185 5 років тому +2

    আলহামদুলিল্লাহ

  • @rupayonshaek836
    @rupayonshaek836 4 роки тому

    আমি আপনাকে অনেক ভালবাসি আল্লাহর জন্য

  • @Jaber-r3y
    @Jaber-r3y 5 років тому +2

    প্রশ্নের উত্তর গুলো আলাদা করে খন্ড খন্ড করে আপলোড করলে ভাল হয়।

    • @panvisiontv
      @panvisiontv  5 років тому

      দেয়া হয় ।
      অনেক ধন্যবাদ Panvision TV'র সাথে থাকার জন্য । ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।

    • @sazidalrazi5780
      @sazidalrazi5780 4 роки тому

      @@panvisiontv আমার ৩টা প্রশ্ন ছিলো
      ১ ) সারাজীবন শিরিক করে গেলে আল্লাহ্ পাক কি তাকে মাফ করবেন!!!!
      যদি মৃত্যুর ৫ মিনিট আগেও তার কপালে তাওবাহ নসীব হয়????
      ২ ) একটা খাবার হালাল এটা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি ; কিন্তু এই হালাল খাবারটার পেছনে কোনো খারাপ ইতিহাস থাকতে পারে যা হয়তো ঐ হালাল খাবারটাকেও হারাম করে দিয়েছে!!!
      এখন আমি যদি এতোকিছু না ভেবেই ঐ খাবারটা খেয়ে নি তাহলে কি আমার গুনাহ হবে????
      ৩ ) নিস্পাপ হয়ে মৃত্যুবরণ করতে চাইলে আমার কি করা উচিত????

  • @mdshahajahan5681
    @mdshahajahan5681 4 роки тому

    টিউশন মিডিয়া কি জায়েজ হবে?

  • @jahidhasan_Official2023
    @jahidhasan_Official2023 5 років тому

    আমার একটা প্রশ্ন ছিল দয়া করে ইসলামের আলোকে উওর দিবেন।
    প্রশ্ন হলো এই যে আমার বয়স এখন ২৯+
    আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে কিন্তু জব এর আগে কোন ভাবেই আমার বাবা মা বিয়ে দিতে রাজি না। আমার বাবা-মা গত মার্চ মাস ২০১৯ এ তাদের বাড়িতে গিয়ে ওকে দেখে আসে। এখন সমস্যা হল এই যে সে দেখতে কালো। কিন্তু ইসলামে তো কালো সাদার কোন বিবেধ নাই , এটা আমার মা-বাবাকে কোনভাবেই বুঝাতে পারি নাই । আমার গুনাহ এর হাত থেকে বেঁচে থাকার জন্য আমি বাবা মার শুধুমাত্র পা পর্যন্ত ধরি নাই। বাকি সব ইসলামের রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ইসলামী কোনভাবেই কেরিয়ারের দোহাই দিয়ে বিয়ের আগে জেনা করার সুযোগ নাই ‌। এটাও বলেছি যে যেখানে সূরা নূরের ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, চরিত্র রক্ষা করার জন্য কেউ যদি বিবাহ করে তাহলে আল্লাহর অনুগ্রহে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন । আমার যে মেয়েকে কে পছন্দ করি, সে যথেষ্ঠ ইসলামি মাইন্ডেড। এবং আমার কথা মতো সে পবিত্র কোরআন পড়া শিখেছে। এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সাথে মাহরাম , নন-মাহরাম মেনে চলার চেষ্টা করে। এবং কোনভাবেই আমার অবাধ্য না।
    এমন অবস্থায় গুনাহের হাত থেকে বেঁচে থাকার জন্য যদি গোপনে বিয়ে করি বাবা আমার অনুমতি ছাড়া, যেখানে মেয়ের পরিবার রাজি। তাহলে কি আমার গুনাহ হবে। অলরেডি আমার বাবা-মার দেখে আসা নয় মাস হতে চলেছে। তাদেরকে বিয়ের কথা বললে যথেষ্ট কথা শুনাই, বলে আগে চাকরি করো পরে বিয়ে। এই অবস্থায় মানসিকভাবে কিছুতেই শান্তি পাচ্ছিনা। যেখানে যেনা করা এত সহজ , এবং বিবাহ করা এত কঠিন এমন অবস্থায় কিভাবে গুনাহের হাত থেকে বাঁচাতে পারি। যেখানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিয়ের ব্যাপারে সহজ ছিলেন। হয়রত আলি ( আ:) কিছুই ছিল না অথচ ফাতেমা কে বিয়ে দিয়ে ছিলেন। এরকম নবী সাহাবীদের অসংখ্য ঘটনা আছে।
    দয়া করে জানাবেন এখন কি করতে পারি
    যেখানে যুবক বয়সে ইবাদত আল্লাহ তাআলা কাছে সবচাইতে বেশি দামি, আমি কোন ভাবেই এইটা হাত ছাড়া করতে চাইনা।

    • @panvisiontv
      @panvisiontv  5 років тому

      আপনাকে ধন্যবাদ, বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে আমাদের চ্যানেল ও
      আমাদের ইউটিউব
      ও ফেসবুকে জ্ঞানজিজ্ঞাসা ‘ নামে একটা লাইভ অনুষ্ঠান হয় । আপনি ওখানে
      প্রশ্নগুলো করুন। আশা করি উত্তর পাবেন। কল করতে - +8819617000333

  • @Islam.Amar.Sakti.
    @Islam.Amar.Sakti. 8 місяців тому

    আলহামদুলিল্লাহ