টব ও মাটি ছাড়া শীতকালীন অর্গানিক সবজি | Grow Winter Vegetables Without Pot and Soil | RAJ Gardens

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • টব ও মাটি ছাড়া অর্গানিক সবজি ফলানো সম্ভব? সম্ভব। কীভাবে সম্ভব? বাজার থেকে বেগুন, লংকা, টমেটো বা কপির চারা কিনে আনার পর বড়সড় একটা টবে বসিয়ে দিতেই পারেন। তাতে কিন্তু ভাল ফল পাবেন না। মাটি ছাড়া, টব ছাড়া সম্পূর্ণ অর্গানিক সবজি পেতে গেলে শুরুতে কয়েকটা কাজ করতে হবে। টব ও মাটি ছাড়া শীতকালীন অর্গানিক সবজি চাষ, টব ছাড়া সবজি চাষ, মাটি ছাড়া সবজি চাষ, শীতকালীন সবজি, শীতকালীন অর্গানিক সবজি, শীতকালীন সবজি কী কী করবেন, শীতকালীন সবজি কীভাবে করবেন, সহজে শীতের সবজি চাষ।
    Description - Is it possible to grow organic vegetables without tub and soil? Possible. How is that possible? After buying eggplant, chili, tomato, or cauliflower seedlings from the market, you can put them in a big tub. But you will not get good results. If you want to get completely organic vegetables without soil, without a tub, you have to do a few things in the beginning. Winter vegetables, Grow Winter Vegetables Without Pot or Soil, vegetables without soil, vegetables without pot, cultivation vegetables in winter, organic vegetables, easy vegetables must grow in winter, winter vegetables grow in a pot, December January vegetables, easy vegetables.
    লংকার বীজ - amzn.to/3uwu7SA
    চেরি টমেটোর বীজ - amzn.to/3ufsHMd
    টমোটো বীজ - amzn.to/3sI5JwS
    শাক-সবজির বীজ - amzn.to/3rT5oHl
    পুদিনা বীজ - amzn.to/399ZDxA
    মেথি শাকের বীজ - amzn.to/3s6fnci
    পালং শাকের বীজ - amzn.to/2MIa6Yu
    ধনে বীজ - amzn.to/39cgdMg
    বেগুন বীজ - amzn.to/38lHKvh
    ট্রাইকোডারমা ভিরিডি - amzn.to/3nYN2Dm
    সয়েল পিএইচ মিটার - amzn.to/32yROgN
    হাইড্রোজেন পারঅক্সাইড - amzn.to/3m7k7fe
    গ্রো ব্যাগ - amzn.to/3e9DpPp
    amzn.to/34q16Ny
    সুপার সোনাটা - amzn.to/3b9qlqg
    কোকোপিট ব্লক - amzn.to/2WwO4tm
    amzn.to/34trDtA
    ভার্মি কমপোস্ট - amzn.to/34tP8Tj
    সরষে খোল - amzn.to/3my7F6X
    অণুখাদ্য - amzn.to/2KDPPCf
    amzn.to/2KKHCwk
    কীটনাশক - amzn.to/2J3RP6k
    amzn.to/3myWtXP
    এনপিকে ২০-২০-২০ - amzn.to/2KouKfc
    এনপিকে ১০-২৬-২৬ - amzn.to/3nzovUt
    Related Videos - টবে ভাল স্ট্রবেরি পেতে এই কাজগুলো এখনই করুন • টবে ভাল স্ট্রবেরি ফলাত...
    শীতে বেশি ফুল পাওয়ার গোপন কথাটি কী • শীতে বেশি ফুল পাওয়ার গ...
    কী দিলে টবের গাছে ফল বড় ও মিষ্টি হবে - • কী দিলে টবের গাছে ফল ব...
    শীতঘুমের সময় গাছের পরিচর্যা কী রকম হবে - • শীতঘুমের সময় গাছের পরি...
    ঝরবে না ফুল, থাকবে না পোকামাকড় | টবে প্রচুর বেগুন পেতে দিতে হবে সিক্রেট খাবার - • ঝরবে না ফুল, থাকবে না ...
    অকালে ঝরবে না গুটি, টবেই ফলবে প্রচুর কুল - • অকালে ঝরবে না গুটি, টব...
    একটাও মরবে না চারা | সহজ পরিচর্যায় ফুটবে শীতের ফুল - • একটাও মরবে না চারা | স...
    FREE to SUBSCRIBE - / rajgardens
    It is a GARDENING CHANNEL.
    I, RAJATkanti BERA provide you with amazing Gardening news, photos, videos, and will present a unique perspective on the Garden experience for FREE. You can share your experience and ask any questions about your problems.
    If you love to travel then you can visit my other UA-cam channel / rajatkantibera
    My blog is rajatkb.blogspo... to reading travelogues.
    My other Links -
    • / bipskitchentips
    • / rajatkantibera
    • / rajgardens
    • rajatkantispho...
    • rajatkb.blogsp...
    • Twitter - / berarajatkanti
    • Facebook - / rajatkanti.bera
    • Instagram - / berarajatkanti
    For more details please visit -
    / rajgardens
    NEW to my CHANNEL? - Read my About Section
    / @rajgardens
    Thank you All.
    #rajgardens #wintervegetables #organicvegetables vegetableswithoutpotandsoil #vegetableswithoutsoil #vegetableswithoutpot

КОМЕНТАРІ • 126

  • @amarchadbagan8667
    @amarchadbagan8667 2 роки тому +1

    খুব সুন্দর সবজি গুলো ফুল গুলো অনেক সুন্দর

  • @syedanasrinmony1251
    @syedanasrinmony1251 Рік тому +1

    প্রিয় একটা চেনেল।খুবই ভালো ভাবে বুঝিয়ে বলেন আপনি।👍অনেক উপকার হয়।🥰

  • @chandralekhapaulchoudhury5843
    @chandralekhapaulchoudhury5843 2 роки тому

    Khub bhalo lage aponar vdo dekte thank you dada🙏🙏

  • @annikajain162
    @annikajain162 2 роки тому +1

    Khub Bhalo laglo dada

  • @mdanwarulislam4291
    @mdanwarulislam4291 2 роки тому +1

    দারুণ লাগলো ভিডিও টি।

  • @krishnendubanerjee2778
    @krishnendubanerjee2778 2 роки тому +1

    আপনার ভিডিও খুবই তথ্যসম্পূর্ণ হয়। ধন্যবাদ।

  • @fatemascookingschoolvlog4909
    @fatemascookingschoolvlog4909 2 роки тому

    Assalamu alaikom mashllah sondor bagan balo thakba

  • @s.dhealthtips1792
    @s.dhealthtips1792 2 роки тому +1

    দারুণ ।

  • @swapandhar2627
    @swapandhar2627 2 роки тому +1

    ব্যাপক লাগলো👌👌

  • @bjana5474
    @bjana5474 Рік тому

    রাজ গার্ডেন কে ধন্যবাদ জানাই।

  • @shohanulislamshohan9715
    @shohanulislamshohan9715 2 роки тому

    Apnake amar onek balo lage dada 😊😊😊

  • @supriyodeyy
    @supriyodeyy 2 роки тому +1

    দারুন 👌 👌 😊

  • @BabulHussain-tz1wl
    @BabulHussain-tz1wl 2 роки тому

    Apnar video valo

  • @ChadBaganSongbad
    @ChadBaganSongbad 2 роки тому +1

    সুন্দর ❤️❤️❤️❤️

  • @masudreza7470
    @masudreza7470 2 роки тому +1

    Darun
    I am allwayes waiting for your video. Thanks brother. Masud Reza from Bangladesh

  • @namitabiswas6237
    @namitabiswas6237 2 роки тому +1

    অসাধারণ দাদা।
    আমি ক্যাপসিকাম করতেই পারছি না।আপনি কত সুন্দর করেছেন।

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      ক্যাপসিকাম নিয়ে একটি ভিডিও করার ইচ্ছে আছে।

  • @ajitjit3600
    @ajitjit3600 2 роки тому

    Apnar vedio ta dekhe amio sahos pelam ebar amio korbo
    Thanks

  • @llipikadvm6912
    @llipikadvm6912 2 роки тому +1

    Happy New year.
    Bless you and your family with all friends grups.

  • @momotajbegomhousewife4496
    @momotajbegomhousewife4496 2 роки тому +1

    ফুল কপির বীজ থেকে চারা কি ভাবে করতে হবে, জানাবেন প্লিজ প্লিজ প্লিজ

  • @shahinakther5955
    @shahinakther5955 2 роки тому

    খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।

    • @shahinakther5955
      @shahinakther5955 2 роки тому

      আরে বইটা দিতে বলুন। কিছুক্ষণ আগে বলল আপনাদের সাথে কথা বলতে হবে। বলে দিন আমাকে বিকাশ নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিতে।

    • @shahinakther5955
      @shahinakther5955 2 роки тому

      বলে দিন যেখানে যা যা টাকা খরচ হবে,এক সাথে অ্যামাউন্ট টা বলে দিতে বলুন। আমি পাঠিয়ে দিচ্ছি।

  • @subhasisdeshmukh
    @subhasisdeshmukh 2 роки тому

    Khub sundor dada,amader ekhane hanumaner jonnyo esob laganoi jaina..

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      বাগানের চারিদিকে নেট লাগিয়ে দিন।

    • @subhasisdeshmukh
      @subhasisdeshmukh 2 роки тому

      @@rajgardens Sei chesta tei achhi dada kintu budget er jonno para muskil..

  • @KABERYFILMSPRODUCTION
    @KABERYFILMSPRODUCTION 2 роки тому

    Dada apnar lonka r tometo gach gulo ki sundor fol hoyeche..Dekhe khub valo lage amar...

  • @Heartbeat-xf2id
    @Heartbeat-xf2id Рік тому

    I have no words to say how thankful I am for this video. Sir Salute to you. Love you ....

  • @aliksamanta6393
    @aliksamanta6393 2 роки тому +1

    Miniature rose er jonno amni roser potting mixture use kora jabe ki?Ar miniature rose plant e satpata teo ki kunri ase?

  • @sreesujon9054
    @sreesujon9054 2 роки тому +1

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি। আমি একজন নতুন ছাদ বাগানি। গাছের পরিচর্যার ব্যাপারে অনেক, কিছু ঠিকমতো জানিনা। আপনার কাছে একটা অনুরোধ আছে।
    ছাদ বাগানের বিভিন্ন ফল গাছ, যেমন (আম,ডালিম, কমলা, মাল্টা,পেয়ারা, জামরুল)
    এই গাছ গুলোর মুকুল আসার আগে থেকে শুরু করে, গাছে ফুল হওয়া, ফলের মার্বেল সাইজ হওয়া, গাছ থেকে ফল সংগ্রহের আগে পর্যন্ত, গাছের সব রকম পরিচর্যার ভিডিও দিলে উপকৃত হতাম। যেমন :কখন গাছের সার দিতে হবে, কখন গাছের ডাল ছাঁটাই করতে হবে, কখন গাছের ছত্রাক নাশক বা কীটনাশক দিতে হবে । সবকিছু ঠিকমত বুঝতে পারতাম ।
    তাহলে আপনার গাছের পরিচর্যা দেখে, আমি আমার গাছের পরিচর্যা ঠিকমতো করতে পারতাম।

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      আমাদের চ্যানেলে এই সংক্রান্ত বেশকিছু ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখুন তাহলে একটা নিশ্চয় আইডিয়া হয়ে যাবে।

  • @dipasarkareasybalconygarde2269
    @dipasarkareasybalconygarde2269 2 роки тому

    Dada moni,,, amr gaser tob a besh kichu poka hoyese,,, to kitnatok mesano jol dele ki lav hobe??? Ogulo sekor er khoti kore

  • @golammosthafashah2235
    @golammosthafashah2235 2 роки тому

    Dalim gacha ki korla fol acba akta video banan

  • @anotherone53
    @anotherone53 2 роки тому +1

    Happy New year 🌹

  • @Farid_React
    @Farid_React 2 роки тому

    Valo lage

  • @tapanbhattacharje7182
    @tapanbhattacharje7182 2 роки тому +2

    Aacha soilless media te fruit plant kora jabe? Cocopeat er bodole or mishiea kath guro ,dhaner tush (afterdecomposition) use kora jai?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      নেওয়া যাবে । কাঠের গুঁড়ো খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে।

  • @atanughoshal7701
    @atanughoshal7701 2 роки тому +1

    অণু খাদ্য মাটিতে MESHALE না পাতায় স্প্রে করলে ভাল কাজ করে?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      দানা হিসেবে যেটা পাওয়া যায় সেটা মাটিতে মেশাতে হবে। তরল হিসেবে যেটা পাওয়া যায় সেটা গাছে স্প্রে করতে হবে। অনুখাদ্য দুইভাবেই ব্যবহার করতে হবে।

  • @joyeetabiswas241
    @joyeetabiswas241 2 роки тому +2

    দাদা,দানা জৈব অনুখাদ্যের link টা দিলে খুব উপকার হয় ।

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।

  • @bapibhattacharjee2337
    @bapibhattacharjee2337 2 роки тому +1

    দাদা,ভালো সবজী বিজ পাচছী না,নামী কম্পানীর বীজ যেমন বারী ১ ৩ ৫ কোথায় পাবো? যদি জানান খুব উপকৃত হবো 🙏🙏🙏

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      বাড়ির কাছাকাছি কোন নার্সারিতে খোঁজ করতে পারেন।

  • @samarpitasengupta652
    @samarpitasengupta652 2 роки тому +2

    Excellent , encouraging ❤

  • @md.mizannurrahman3177
    @md.mizannurrahman3177 2 роки тому

    আপনি কিভাবে মিডিয়াটা তৈরি করেছেন লিংটা দেন প্লিজ,,

  • @ashimaroy880
    @ashimaroy880 2 роки тому +1

    Gondhoraj lebur gach a jol akhon kom kore dicchi kokhon abar joler poriman barabo ?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      গাছে ফুল এলো।

  • @mduzzol6159
    @mduzzol6159 2 роки тому +1

    দাদা কোকোপিটের সাতে কিচু মাটি মিসানু যাবে কিনা প্লিজ

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      হ্যাঁ, অবশ্যই।

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e Рік тому

    Excellent. Apnar dekhano soilless mediar sathe ki proportion e cocopi , vermi compo o jaiba sar debo, seta please bolben.

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/nBPZc5gODkM/v-deo.html

    • @user-xc7jp6lt7e
      @user-xc7jp6lt7e Рік тому

      @@rajgardens kintu apni to ei videote bolechen ager dekhano potting mix er sathe aro kichu vermi etc mesate, setar proportion i jante chaichilam.

  • @EduTrekker
    @EduTrekker 9 місяців тому

    Dada grow bag gulo kemon dam ?

  • @ritaparvez9116
    @ritaparvez9116 2 роки тому

    সুপার সোনাটার বিকল্প ওষুধ বাংলাদেশে কি নামে পাওয়া যাবে দয়া করে একটু বলবেন

  • @thesciencepointwithrajibsir1m
    @thesciencepointwithrajibsir1m 2 роки тому +1

    Amar lebu gache ful eseche. Super sonata ki deoya jabe sir.

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      সুপার সোনাটা না দিয়ে ভালো কোন পিজিআর, কীটনাশক ও ছত্রাকনাশক একবার একবার কর স্প্রে করে দিন।

    • @thesciencepointwithrajibsir1m
      @thesciencepointwithrajibsir1m 2 роки тому

      @@rajgardens thank you sir. Onek valo thakben. Happy new year.

  • @Bapihalder1
    @Bapihalder1 2 роки тому +1

    Happy New year dada 👍

  • @vidbanentertainment4629
    @vidbanentertainment4629 2 роки тому +2

    কিভাবে Alkaline soil এবং Acidic soil এর ph level maintain করব?

    • @sakibulalamalvi6194
      @sakibulalamalvi6194 2 роки тому +1

      ইউটিউবে সার্চ করেন

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      'মাটির পিএইচ ও পিএইচ মিটার' এই নিয়ে আমার চ্যানেলটি ভিডিও রয়েছে তাতে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। ভিডিওটি একবার দেখে নিন।

  • @allahisalmighty770
    @allahisalmighty770 2 роки тому

    First comment

  • @ismailadnan2459
    @ismailadnan2459 2 роки тому

    ট্টাইকোডার্মা তরল টা আছে আমার কাছে ,এই টা কি ভাবে ব্যবহার করবো যদি জানাতেন ? ধন্যবাদ

  • @rumsyummybowl2782
    @rumsyummybowl2782 2 роки тому

    Dada, dhone pata kibhabe bunbo ektu details din pls

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      চাষের জন্য যে ধনে বীজ পাওয়া যায় তা সংগ্রহ করে কোন কিছুর সাহায্যে দু'টুকরো করে নেবেন। তারপর সারারাত ভিজিয়ে রেখে মাটির উপর ছড়িয়ে দিলেই হবে । তিন ভাগ মাটির ওপর বীজগুলো ফেলে দিয়ে তার ওপর এক ভাগ মাটি ছড়িয়ে দেবেন এবং জল দিয়ে বেডটি ভেজিয়ে দেবেন।

  • @rajsarkar9373
    @rajsarkar9373 2 роки тому

    Akta fruit carrate kota fulkopi gach lagano jabe

  • @muhiminreza5625
    @muhiminreza5625 2 роки тому

    Amar lebu gache 2 ta ful ashche,plafix diya chilam,akhon ki miraculan dibo.

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      যেকোন একটা দিলেই হবে। দশ বারো দিন পর আবার একবার স্প্রে করে দেবেন।

  • @sandhyadas4035
    @sandhyadas4035 2 роки тому +1

    Dada amar law ghaser pata holud vab cuskano pore peke jai .2to law hoyece ami akhan ki korbo.

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      লাউ গাছের পরিচর্যা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে একবার দেখে নিন এবং সেই মতন পরিচর্যা করুন।

  • @shahrukhali8281
    @shahrukhali8281 2 роки тому +2

    দাদা Kaka micronutrients টি কোথায় পাবো? Online link দিলে ভালো হতো।

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      এটা অনলাইনে পাওয়া যায় না। কাছাকাছি কোন নার্সারি কিংবা গাছের দোকানে খোঁজ করতে পারেন।

    • @shahrukhali8281
      @shahrukhali8281 2 роки тому

      @@rajgardens Thank you dada

  • @farzanaakter2523
    @farzanaakter2523 Рік тому

    Dada amr acta prosno chilo. Apni bollen na j gach er pata kukrey jay. Amr chara kortey gelei eta hoy...moric er chara r pata kukrey jay r tomato r hoy leaf minering....er jonno joibo kitnasok er composition ta boltey parben. Ami Bangladesh thekey.....othoba amader ekhaney paoa jay emn kono ta apnar jana acey... Thakley bolben....

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে মাটিতে জল জমলে, পোকামাকড়ের আক্রমণ হলে, আর leaf curled ভাইরাসে আক্রান্ত হলে। তাই শুরু থেকেই মাটি শোধন এবং বীজ শোধন করে রোপন করতে হবে। গাছের প্রথম দু চারটে পাতা বেরোনোর পর থেকেই নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে যাতে পাতায় লিখ মাইনারের আক্রান্ত না হয়। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। বাড়িতে তৈরি নিম কীটনাশকের ভিডিও চ্যানেলে রয়েছে সেটি দেখে নিন। আর জৈব ফাংগিসাইড ট্রাইকোডার্মা অথবা বায়োডার্মা নামে পেয়ে যাবেন।

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 2 роки тому

    Sir ekhn winter e Adenium e Super sonata or onno kno pgr daoya jbe na to??? R amr lebu gaach e ful asche ei somoy kon pgr debo??? kon pgr sb theke valo hba labu gaach er jnno??? Thanks a lot

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      মিরাকুলান অথবা প্লানোফিক্স লেবু গাছে ব্যবহার করতে পারেন। অ্যাডেনিয়ামে এখন কোন ওষুধ স্প্রে করা দরকার ।

  • @priyaghosh4915
    @priyaghosh4915 2 роки тому

    Star frut plant proning bast time ki?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      বারোমাসি গাছ হলে সারা বছরই গাছে ফুল ফল থাকে। তাই প্রুনিং এর সময়টা নির্দিষ্ট থাকে না। তাই যখন গাছ থেকে ফল তুলবেন ফলসহ বেশ কিছুটা ডাল কেটে ফেলবেন। সেটাই প্রুনিং এর কাজ হয়ে যাবে। যদি বারোমাসি না হয়ে থাকে তাহলে শীতের শেষের দিকে একবার ডাল ছেঁটে দিতে পারেন।

  • @namratamehta4366
    @namratamehta4366 2 роки тому

    Dada,tomato gaacher pata gulo kukre jachche ki debo?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      যে ভিডিও দেখে প্রশ্ন করেছেন তাতেই আলোচনা করেছি।

    • @namratamehta4366
      @namratamehta4366 2 роки тому

      @@rajgardens link please

  • @abdulhalim-dr3ko
    @abdulhalim-dr3ko 10 місяців тому

    দাদা এই কোকোপিট কত বছর পর্যন্ত ব্যবহার করা যায়?

    • @rajgardens
      @rajgardens  10 місяців тому +1

      যতদিন বাগান করবেন ততদিনই ব্যবহার করা যাবে।

  • @Fahmidahemi29625
    @Fahmidahemi29625 2 роки тому

    কিভাবে বারো মাসে শাক সবজি চাষ করা যায় এবং ছোট টবে করা যায় প্লিজ বলেন

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      এই ভিডিওটি ভালো করে দেখুন এবং আমার চ্যানেলে শাকসবজি নিয়ে আরো কিছু ভিডিও রয়েছে সেগুলোও দেখতে পারেন।

  • @sharminakhter1470
    @sharminakhter1470 2 роки тому

    Fungicide r name bole den dada

  • @soumyabanerjee3039
    @soumyabanerjee3039 2 роки тому

    Tana brishti te ei media te ki kono problem hote pare?

  • @sutapadey2284
    @sutapadey2284 2 роки тому

    Kaka ar joibo micronutrients er link ta din pl

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      কাকা ওষুধটি অনলাইনে পাবেন না। কোন নার্সারিতে কিংবা দোকানে খোঁজ করুন। মাইক্রোনিউট্রিয়েন্ট অনলাইনে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।

  • @asitdas8246
    @asitdas8246 2 роки тому

    দাদা আপনি যে বীজের online link গুলি দিয়েছেন ঐ বীজ গুলো ভালো হবে তো? আপনি ভরসা দিলে তবেই নোবো

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      তবে 100%কথা দিতে পারছি না। বাড়ির কাছাকাছি দোকান অথবা নার্সারি থেকে কালেক্ট করারসম্ভব না হলে তখন অনলাইনে নিতে পারেন।

  • @somaroy302
    @somaroy302 2 роки тому

    10 26 26 ki bhabe debo jodi janan valo hoi

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      10 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ গাছের গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দিতে পারেন।

  • @ajitjit3600
    @ajitjit3600 2 роки тому

    Dada amar amm gache patar doga pure jache ki korbo

    • @rajgardens
      @rajgardens  2 роки тому +1

      গোড়ায় বেশি জল জমে গিয়ে শিকড় খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে এরকম সমস্যা দেখা যাচ্ছে। গোড়ার মাটি শুকনো না হলে একেবারেই জল দেবেন না। খারাপ হয়ে যাওয়া পাতা গুলো কেটে ফেলে দিয়ে একবার ফাংগিসাইড গাছে স্প্রে করে দিন। এবং গোড়ায়ও কিছুটা ফাংগিসাইড ছড়িয়ে দিন।

    • @ajitjit3600
      @ajitjit3600 2 роки тому

      Thanks

  • @sohammukherjee3349
    @sohammukherjee3349 2 роки тому

    Cherry tomato seeds kothai pawa jai

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      নার্সারি কিংবা কোন গাছের দোকান থেকে সংগ্রহ করতে পারেন না হলে অনলাইনে অর্ডার দিতে পারেন।

    • @sohammukherjee3349
      @sohammukherjee3349 2 роки тому

      @@rajgardens Kon Nursery te dada setai nam ta janar jonne bolechi.Seeds to 350 per 50 piece amader akhne e Hooghly te pawa jai.But oto nia ki korbo.

  • @HridoyKhan-vi2ch
    @HridoyKhan-vi2ch 2 роки тому

    দাদা আমার একটি ডালিম গাছ আছে ফুল হয় কিন্ত ফল হয় না সবরকম সার দেওয়া হয়েছে কিন্তু গাছে ফল দরে না কি করব।

    • @debasishpal1242
      @debasishpal1242 2 роки тому

      Reason: 1. Not mature enough.
      2. Soil pH( Ideal soil pH 6.5 to 7.0)
      3.Moisture ( Reason for flowers drop)
      4.For fruit settings apply 00:52:34 with boron and 00:00:50.
      5.Apply miraculan or Planofix.
      6.Micronutrients.
      7.Fungicide ( M-45 Or Bavistin or mixed Both and apply )
      8. Insecticide ( Neem oil or Tata tafgor)
      Also follow videos of this channel.
      Still not working. Plz Google.

  • @tasnimmoonmoon3194
    @tasnimmoonmoon3194 Рік тому

    এই মিডিয়াতে কি নিমাটোড হয়?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      যে কোনও মিডিয়াতেই হতে পারে

  • @sampadey7951
    @sampadey7951 2 роки тому

    লেবু গাছে ফুল আনতে কি এখন booster 2 spray করা যাবে করা গেলে 1 লিটার জলে কতো মাপ দিতে হবে যদি একটু বলেন

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      জানুয়ারির মাঝামাঝি সময়ে স্প্রে করুন। 2ml 1 লিটার জলে মিশিয়ে সকালের হালকা রোদে।

    • @sampadey7951
      @sampadey7951 2 роки тому

      কিছু বললেন না

    • @sampadey7951
      @sampadey7951 2 роки тому

      প্লিজ বলুন

    • @sampadey7951
      @sampadey7951 2 роки тому

      তাতে কি ফুল চলে আসবে

  • @surjokantosaha6415
    @surjokantosaha6415 2 роки тому

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩 হঠাৎ আমার মাধবীলতা গাছে রুড রড হয়ে গাছের পাতা সব ঝরে গেছে এবং শিকার প্রায় অর্ধেক পচে গেছে এখন কি করব? একটু বললে ভালো হতো 😌😌😌

    • @surjokantosaha6415
      @surjokantosaha6415 2 роки тому

      আমি কি এই গাছটি বালুর বেডে বসাতে পারি?

    • @rajgardens
      @rajgardens  2 роки тому

      পচে যাওয়া শিকড় গুলো ভালো করে কেটে বাদ দিয়ে ফাংগিসাইড এর জলে শোধন করে নিয়ে বালিতে বসাতে পারেন।

    • @surjokantosaha6415
      @surjokantosaha6415 2 роки тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ❤️🙏❤️🙏❤️

  • @sampadey7951
    @sampadey7951 2 роки тому

    ক্যাপসিকাম গাছ নিয়ে একটা আলাদা ভিডিও করুন না প্লিস

  • @shohanulislamshohan9715
    @shohanulislamshohan9715 2 роки тому

    Apnar number ta powa jabe

  • @dharsgreen650
    @dharsgreen650 Рік тому

    আপনার হাতে যাদুমন্ত্র আছে
    আমাদের কেনো হয়না ?