জরুরী ঘোষণা ! Emergency announcement - Jotangko

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 52

  • @mahfuzurrahman974
    @mahfuzurrahman974 3 місяці тому +15

    আমার মা'কে নিয়ে মারাত্মক ঘটনা তখন আমি বিদেশে।
    দেশে মা হাসপাতালে।আমি কিছুই জানতাম না।
    হঠাৎই রাতে আমি চরম অস্থিরতা অনুভব করে ঢাকায় ফোন দিয়ে আম্মাকে চাই।কোথাও পাচ্ছিলাম না।তখন ফোনে কান্নাকাটি শুরু করি মনে আশংকা আরও বাড়ে।
    তখন ঢাকার রাত ১২টায় ঢাকার শমরিতা হাসপাতালে নাম্বার দেয়া হলে সেখানেও অন্যকেউ বলেন,আম্মা ঘুমে।
    আমি ঘুৃম থেকে জাগিয়ে কথা বলে তারপর শান্ত হই।
    মা আজ বেঁচে নেই।
    সবাই মা'র জন্য দু'য়া করো।

  • @MdTauhidulHasan
    @MdTauhidulHasan 3 місяці тому +1

    Rakib bhai we love 💕 you ..apner analysis darun

  • @sohanshikdersohan3216
    @sohanshikdersohan3216 3 місяці тому

    আমার হয় এবং প্রমান পেয়েছি এরকম প্রতিনিয়ত হয় এটা হয় যারা আমার প্রিয় মানুষদের সাথে যাদের আমি নিজের থেকেও অনেক ভালোবাসি❤❤

  • @wittumbar1060
    @wittumbar1060 3 місяці тому +6

    এখন থেকে দুই বছর আগে আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, দুই সন্তানের জননী রোড এক্সিডেন্ট এ মারা যায়, যেই দিন এবং যে সময় মারা যায় তখন আমি মনে অস্থিরতা অনুভব করছিলাম এবং পরবর্তীতে নিউজ পেয়েছিলাম।
    তার আত্মার মাগফিরাতের জন্য সব সময় দোয়া করি।
    🇧🇩🇮🇩

  • @letsfindthecreator2427
    @letsfindthecreator2427 3 місяці тому +5

    আমি বিশ্বাস করি, এমনটা হয় আকর্ষণ শক্তির কারণে! প্রতিটি মানুষের ভিতরে আবেগের চৌম্বকত্ব শক্তি আছে, এই উপাদানগুলো শক্তি এতটাই বেশি যে দূর থেকেও উপাদান গুলির একত্রিত হওয়া সম্ভব,যখন দুজন মানুষের আবেগের উপাদান একত্রিত হয়, তখন একজনের আবেগ অন্যজন অনুভব করতে পারেন!

    • @arianarifyoutube7592
      @arianarifyoutube7592 3 місяці тому

      ভুল তাইলে সবসময়ই হতো। কিন্তু বিষয়টা সবসময় হয় না।

  • @jalalahmed1070
    @jalalahmed1070 3 місяці тому

    একদম আমার সাথে মিলে গেল আপনার কথা, আমার আব্বা মারা জাওয়ার দিন কোন এক অজানা কারণে আমার ভিতরে সকাল থেকেই অস্তিরতা বোধ করছিলাম, আমার আব্বা দুপুরের দিকে দুনিয়া ছেড়ে চলে যান।আপনার ভিডিও দেখে ব্যাপারটা মনে পড়ে গেল।

  • @Navigate-ep1uw
    @Navigate-ep1uw 3 місяці тому

    Yes I felt it.

  • @juthisarker3789
    @juthisarker3789 3 місяці тому +1

    প্রচন্ড শীতের দিন।আমি স্কুলে ছিলাম।স্যার পড়াচ্ছিলেন বাংলা।আমি প্রথম সারির ছাত্রী অথচ একদম শান্ত হতে পারছিলাম না। বেঞ্চে বসেও মনে হচ্ছিল পায়ের নীচের মাটি সরে যাচ্ছে,আমি পড়ে যাবো, ভূমিকম্প চলছে উথালপাথাল। মনের ভিতরেও সেই ভূমিকম্প চলছে প্রচন্ড বেগে। তখন শ্বাসকষ্ট ছিল না অথচ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ মাথা বেঞ্চে রেখে চুপচাপ থাকলাম।সব শান্ত হলে বাড়ি থেকে স্যারের ফোনে কল আসলো দিদিমা নাই।
    তখন ক্লাস সেভেনে পড়তাম।এখনো সেই মুহূর্তের কথা মনে পড়ে। কখনো মুখ ফুটে বলি নি,দিদিমা কে ভালোবাসি। অনেক সুন্দর একজন নারী। আমার বাবাকে জন্ম দেওয়া এবং মানুষ করার জন্য ওনাকে অনেক ধন্যবাদ দেওয়ার ছিল। পরপারে ভালো থাকুক

  • @guruvai2406
    @guruvai2406 3 місяці тому +1

    এই রকম একটা স্বপ্ন ছিলো আমার ২০১৪ সালে একজনকে নিয়ে।
    এছাড়াও আমি আমার সকল স্বপ্নকে এভাবে মিলে যেতে দেখি।

  • @msbithivlogs7131
    @msbithivlogs7131 3 місяці тому

    আমি একদিন ভার্সিটি থেকে ক্লাস শেষে বাড়ি ফিরছিলাম।বাড়ির কাছের মেইন রোডে ঠিক দুপুর বেলা আমি অটো এক্সিডেন্ট করি।অটো উলটে যায়।এমন সময় আজান দিচ্ছিল চারদিকে।আমি বাড়ি আসি।আমার মা তখন অফিসে ছিল।আমি তাকে কিছুই জানাইনি।তিনি বাড়ি এসে যখন দেখলেন আমার অবস্থা তখন তিনি যা বললেন তা ছিল অবাক করার মতো।বললেন,তিনি সেই সময়টায় ওয়াশ রুমে ছিলেন,তিনি ফিল করতে পারছিলেন আমার সাথে খারাপ কিছু হবে,আর আল্লাহর কাছে দুয়া করছিলেন যেন আমি সহীহ সালামতে যেন বাড়ি ফিরতে পারি।আমি রীতিমতো অবাক হয়েছিলাম আমার মায়ের মুখে এসব কথা শুনে।😊

  • @ZT1626
    @ZT1626 3 місяці тому +10

    একদিন কোচিং থেকে ফিরছিলাম,আম্মুর আমাকে নিতে আসার কথা না, কিন্তু কোচিং থেকে বের হয়েই আম্মুকে ফোন করতে যেয়ে কেন যেন হঠাৎ কিছু একটা মনে করে পিছনে তাকিয়ে দেখি আম্মু আমার পিছনে। আমাকে না বলে চলে এসেছে। আমার ভিতর থেকে আমি কিছু একটা অনুভব করছিলাম। সেদিন আমরা অনেক অবাক হয়েছিলাম। আমার কাছে মনে হয় এর সবই ফ্রিকোয়েন্সি । অর্থাৎ আমাদের একেকজনের শরীরে একেকরকম ফ্রিকোয়েন্সি থাকে। আমাদের শরীর আমাদের আশেপাশের মানুষের ফ্রিকোয়েন্সি বুঝতে পারে, আর যদি সম্পর্ক হয় মা বাবা,ভাই বোনের মতো ,তাহলে তো আরো বেশি! ভালোবাসার মাধ্যমে হয়তো ফ্রিকোয়েন্সিগুলো আরো গভীরে অনুভব করা যায়। তো আমার ধারণা আমার শরীর, সাব কনশাস মাইন্ড ,সব কিছু আমাকে সিগন্যাল দিচ্ছিলো, পিছনে কিছু একটা আছে যেটা থাকার কথা না, আমিও তাই অজান্তেই পিছনে ঘুরে তাকিয়েছিলাম। ধন্যবাদ।

  • @taipunesakhanam1218
    @taipunesakhanam1218 3 місяці тому

    আমি এইসব বিশ্বাস করতে চাইলেও কখনো পারিনি পারিনা। একবার সিনেমা র মতো দেয়াল থেকে আপনাআপনি একটা ওয়াল- ম্যট পড়ে ভেঙে গিয়েছিল, যে-টা দিয়েছিল আমার সবচেয়ে কাছের বান্ধবী, যার সাথে তখন সমপর্কটা নষ্ট হয়ে যাচ্ছিল এবং পরে আর ঠিক হয়নি। আবার অবাক হলাম ২/১ দিন আগে, যাকে আমি খুব মনে রেখেছি ভালো লাগে কিন্তু কখনো যোগাযোগ এর চেষ্টা করিনা কোন বন্ধুততোও হয়নি ; তিনি ফোন করে খবরাখবর নিলেন!

  • @SahinRafi2k21
    @SahinRafi2k21 3 місяці тому

    সঠিক ❤

  • @JhStranger-b4y
    @JhStranger-b4y 3 місяці тому +3

    Hoyeche vai 😢

    • @JotangkoBrand-1.618
      @JotangkoBrand-1.618  3 місяці тому +3

      খুব ভালো হয় আপনি যদি জটাংকের ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ভিডিও বার্তা দিতে পারেন অথবা roman4hasan@gmail.com এই মেইলে পাঠাতে পারেন। ধন্যবাদ।

    • @BHOLANATHMAJI-p7n
      @BHOLANATHMAJI-p7n 3 місяці тому

      ​@@JotangkoBrand-1.618 Ek RAM Nam hi Satya hai baki sab jhoot 🎉

    • @BHOLANATHMAJI-p7n
      @BHOLANATHMAJI-p7n 3 місяці тому

      ​@@JotangkoBrand-1.618Jai shree Ram 🎉

  • @IgeryMonew
    @IgeryMonew 2 місяці тому

    একদিন সন্ধ্যার পর আমার মা খুব অস্বাভাবিক আচারণ শুরু করে , আমি বাবা ছোটো ভাই সবাই বলাবলি করছিলাম যে আম্মু তো এত অস্বাভাবিক আর অস্থির কখোনো হয় না, কিছুক্ষন পর কল আসে আমার নানি দুনিয়াতে নেই।

  • @Rahmatullah077
    @Rahmatullah077 3 місяці тому +5

    Telepathy বলে এটাকে ।
    আমার প্রতিদিনই হয় যেমন:-
    হঠাৎ করে কারো কথা মনে পড়ল একটু পরে দেখি সে আমার সামনে হাজির অথবা আমাকে ফোন দিলো । এরকম হয় আমার

    • @jiaularfin3895
      @jiaularfin3895 3 місяці тому

      টেলিপ্যাথিক নিয়ে অনেক কথা শুনে ছি এটা কি সম্ভব তাহলে আপনা কে আমার একটা প্রশ্ন করার ছিল

    • @Rahmatullah077
      @Rahmatullah077 3 місяці тому

      ​@@jiaularfin3895ji bolen

  • @TeamPositive-y6v
    @TeamPositive-y6v 3 місяці тому

    আমার স্বপ্ন নিয়ে কিছু আশ্চর্য কিছু অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কোথাও এর বিশ্লেষণ বা সন্তোষজনক ব্যখ্যা পাইনি।

  • @fazlulsobuz4317
    @fazlulsobuz4317 3 місяці тому

    এটা আমার সাথে হয়েছিল।
    ছাত্রাবস্থায় আমি মেসে থাকতাম। আর বাবা মা থাকত বাড়ি। বাবা মারা যাবার দুই দিন আগে আমি হঠাৎ স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন এবং আমি কাদছি। পরদিন আমার কাছে খবর আশে বাবা অসুস্থ। আমি বাড়ি গিয়ে আমার দাদিকে ঘটনাটা শেয়ার করেছিলাম। কিন্তু কে জানত দুদিন পরেই বাবা আর থাকবেননা।

  • @mahirmahtab2190
    @mahirmahtab2190 3 місяці тому

    আমারটা ভিন্ন আমি স্বপ্নে দেখছি রোড এক্সিডেন্ট আমার একটা পা হারাইছি। পরের দিন আমার ছোট ভাই রোড এক্সিডেন্টে করে তার একটা পা কেটে ফেলতে হয়। দুইটাই বাইক এক্সিডেন্ট ছিল। এর ব্যাখ্যা কি হবে। কেন জানি এর জন্য নিজেকে দায়ী মনে হয়। মনে হলে কষ্ট পাই।

  • @nasrensultana9286
    @nasrensultana9286 3 місяці тому

    আমার জীবনেও হয়েছে।

  • @funlearnimran2772
    @funlearnimran2772 3 місяці тому

    এমন অনেক ঘটনা ঘটেছে, যেটা আমি সপ্নে দেখেছি, তার কিছুদিন পরেই ঐ ঘটনার সম্মুখীন হয়েছি৷ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ যত খারাপ সপ্নে দেখি তাই বাস্তবে ঘটে৷ ভালো কিছু সপ্নে দেখলে সেগুলো হয়না৷ 😢😢😢😢😢
    মাঝে মাঝে মনে হয় আমি সপ্নে টাইম ট্রাভেল করেছিলাম৷

  • @syedaaankhialam6117
    @syedaaankhialam6117 3 місяці тому

    আমার এমন অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে। আমি তখন ইন্ডিয়াতে পড়াশোনার জন্য থাকতাম।ছুটি পেলে বাসায় আসতাম।একবার ভার্সিটি ছুটির ৭ দিন আগেই বাসায় চলে গেলাম। যেটা বাসার কেউ ই আগে জানত না।কিন্তু হঠাৎ করে যাওয়ার পর মা ও বাবা দুজনেই বলে উঠলো তাদের তাদের নাকি কেনো যেনো মনে হয়েছিল যে আজই আমি আসবো।তাই বাবা আমার জন্য বাজার থেকে নানা রকম খাবার ও ফুলএনেছিলো (যা যা আমি পছন্দ করি)। আর মা আমার পছন্দের সব খাবার রান্না করে রেখেছিলেন। এরপর আমার মনে হয়েছিল যে বাবার সাথে আমার সব চেয়ে ভালো টেলিপ্যাথি কাজ করে। তাই বাবার কথা মনে হল কখনো ফোন করতাম না।একমনে বাবাকে স্মরণ করলেই বাবা সেই সময় কল দিতেন। ৩ বছর হয়েছে বাবা নেই। চলে যাবার ১৫/১৬ দিন আগে প্রচন্ড অস্থির লাগতো বাবার জন্য।৭ দিন আগে স্বপ্ন দেখলাম বাবা নেই। স্বপ্ন দেখার ৭ দিন পর বাবার সাথে অনেক গল্প করছি এর মধ্যে হাসতে হাসতে বাবা নাই হয়ে গেলেন। বহুবার দেকেছি।এতো দূরে আছে যেখানে টেলিপ্যাথি কাজ করেনা।

  • @biplobbarua1245
    @biplobbarua1245 3 місяці тому

    হয়েছে বেশ কয়েকবার।

  • @amenaaktar622
    @amenaaktar622 3 місяці тому

    আসসালামুয়ালাইকুম, আমার সাথে এইরকম ছোট ছোট ঘটনা হয়। গতবছরের ঘটনা, আমার ছোট বোন সিডনিতে থাকে ও হঠাৎ করেই উঁচু জায়গা থেকে পড়ে যেয়ে মাথায় ব্যাথা পায় ও নাক দিয়ে অনেক রক্ত খরন হয়। ঠিক ঐ সময় আমি ঢাকায় সকাল দশটার দিকে আমি কিন্তু কাজ করছিলাম ।পরে আমার একটু খারাপ লাগায় বিছানায় যেয়ে শোয়ার পর একটু তন্দ্রা মতো হয় , স্বপ্নে দেখি আমার বোনটা পড়ে যেয়ে ভীষণ ব্যথা পেয়েছে আমার ঘুম ভেঙ্গে যায় । তারপর ঘন্টা তিনেক পর হাসপাতাল থেকে ফোন করে জানায় ও একটা এক্সিডেন্ট করে ছে। আমার স্বপ্ন দেখার সময় ও ঘটনা টা ঘটার সময় কাছাকাছি ছিল।

  • @shimulbardhan336
    @shimulbardhan336 3 місяці тому

    হয়েছে একবার এবং পরবর্তী সময়ে ঘটনা হুবুহু মিলেছে।

  • @RothyShakdar-be2qx
    @RothyShakdar-be2qx 3 місяці тому

    ভাইয়া, আমি আপনার চিন্তাভাবনা আর topics এর সাথে এতটাই একাত্ম হয়ে গেছি যে.... আমি আজকে স্বপ্ন দেখেছি.... আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে...!🎉

  • @TieDepu
    @TieDepu 3 місяці тому

    দেজো,ভো

  • @shahnazbithi2484
    @shahnazbithi2484 3 місяці тому

    আছে তো!
    গত বছরের কোন এক সময়ে একদিন হঠাৎ খুব মনে পড়ছিল কাছের একজনের কথা। খবর নিয়ে জানলাম যে সে নিখোঁজ।
    খুবই অস্থির বোধ থেকেই তার খোঁজ করেছিলাম। যাইহোক জানার পর পরই বের হয়ে পড়ি তাকে খোঁজে বের করার জন্য। সম্ভাব্য স্থান গুলোতে খোঁজ করতে থাকি ছেলেকে নিয়ে সন্ধ্যারাত থেকে।
    পেয়েও যাই। যার খোঁজ করছিলাম, সে আমার ছোট ভাই। তাকে যে অবস্থায় উদ্ধার করি, তা কোনদিন কল্পনা করি নি।
    সেও ওই অবস্থায় নাকি আমাকেই ভাবছিল। আসলে ডাকছিল। আমি আসলে মনের ভিতর ডাক অনুভব করেছিলাম, তাই ছুটে গিয়েছিলাম।
    আমি অবশ্য টেলিপ্যাথি বিশ্বাস করি।

  • @sadiajumu-rw1om
    @sadiajumu-rw1om 3 місяці тому

    Onek ber hoyece...

  • @accessordenied6844
    @accessordenied6844 Місяць тому

    চাকরির জন্য বাড়ি থেকে দূরে অন্য জেলায় চাকুরী করতাম।বাসায় বাবা মার সাথে তেমন কথা হতো না সপ্তাহে ১/২ দিন তাও মা বাবা কল দিয়ে খবর নিতো আর অনেক চিন্তাও করতো।
    **ঘটনা একদিন রাত ২ টার দিকে ২ বন্ধু মদ খেয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম ৭০কিলো দূরে নিজ বাড়ির উদ্দ্যেশ্যে ৩৫/৪০ কিলো যাওয়ার পর আকাবাকা ফাকা রাস্তা তো একটা সুন্দর ছন্দে গাড়ি চালাতে চালাতে মোড় ভেবে একটা বাক নিয়েছি অমনি রাস্টার পাশে নিচে উলটে পালটে পরে ২জনকেই জংগলে আবিষ্কার করলাম,হেলমেট থাকায় জংগলে পড়ে গিয়ে সত্যিই খুব আড়াম অনুভব করলাম,দুজন ই শুয়ে আমার পায়ের উপর গাড়ি ২জন ই খুব হাসতেছি শুয়ে থেকেই,এখন উপরে তাকিয়ে দেখি রাস্তা অনেক উচুতে,দুজন অমনি কোন রকমে রাস্তায় উঠে আশে পাশে কেউ আছে নাকি তাকাতে লাগলাম, সাথে সাথে দেখি আমার ফোনে মা কল একদম অবিশ্বাস্য ঘটনার মত,তার আগে চাকুরীরত অবস্থাই কখনো মা এত রাতে কল দেয় নাই।কল দিয়ে বলতেছে বাবা তুমি কি করো আমার কেমন যানি লাগতেছে,,আমি শুনে ভাই অনেক্ষন চুপ হয়ে হাসতেছিলাম যে এটা মিলে গেল কিভাবে💗
    এরকম হয় ভালোবাসার মানুষের সাথে বা যাকে নিয়ে আপনি ভাববেন বেশি সার সাথে হবে,, অনেক হইছে এমন,ইভেন আজকেও

  • @md.hadisurrahman7668
    @md.hadisurrahman7668 3 місяці тому

    হা হইছে

  • @akashislam1570
    @akashislam1570 3 місяці тому

    হইছে এই অভিজ্ঞতা

  • @Gloriyaspacs
    @Gloriyaspacs 3 місяці тому

    হয়েছে এবং হয় , এরকম হবার পর কোনো না কোন বড় দুসংবাদ পাই । আমরা যারা দেশ থেকে আপন জন থেকে বহু দুরে থাকি তাদের ক্ষেতরে আরো বেশি হয় ।

  • @abdullahalmilon3981
    @abdullahalmilon3981 3 місяці тому

    রাতে আমার বাবা স্বপ্ন দেখলো আমি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছি পরের দিন সকালে দেখে আমার ফুফু বজ্রপাতের মারা গিয়েছে

  • @গুরুজ্ঞান
    @গুরুজ্ঞান 2 місяці тому

    আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আমার অনেক কিছু আপনাকে বলার আছে আমি জা দেখি আমার সাথে জা হয় তা সাধারণ কারু কাছে প্রকাশ করা ভয়ানক অবস্থা হবে আমি নিজেও অসুস্থ হয়ে জাচ্ছি আমি জানতে চাই কেনো এমন হচ্ছে

  • @TheUttamkumarbagchi
    @TheUttamkumarbagchi 3 місяці тому

    আমার ক্ষেত্রে হয়েছিল যেদিন আমার কাজিন মারা যায়। রাতে ঘুমের মধ্যে ছটফট করেছিলাম।পরের দিন সকাল ৮ টাতে কাক ডাকের শব্দে ঘুম ভেঙ্গে যায় । সকাল ১০ টায় ফোন আসলো উনি কিছুক্ষণ অগে গত হয়েছেন! যদিও উনি একজন ক্যানসার পেসেন্ট ছিলেন!

  • @justzayan8682
    @justzayan8682 3 місяці тому

    Amar babar ekta ghotona share korte chai. Uni mara gechen 2019 e 80 yrs e. Ghotonata Amar dadi k niye. 1979 er kotha. Amar dadi tokhon khub oshustho. Mrittyu shojjay r ki... Chele meyera shobai chole esheche. Ak fufu tokhono asheni. Amar baba chilo 6 chele meyer moddhe dadir boro shontan. Babar mone holo tar bon k niye ashbe ma k shesh barer moto dekhanor jonno. Ei bhebe se tar bike niye rawana holo Dhaka theke Narayangang er uddesshe. Narayanganj e pouchanor por fufu'r bari jawar agei rastay kono ek jaygay tar bike ta hothat oprottashito bhabe theme hoye jay. Babar kache shunechilam, shei muhurte naki tar mone hoyechilo tar ma r beche nei. Abong fufu k niye bari ferar por baba dadike r jibito payni.

  • @mdabubakar4193
    @mdabubakar4193 3 місяці тому

    তাহলে আমার একটা প্রশ্ন ভালো মানুষদের জিবনে এত দুঃখ কেন।যে মানুষ অন্যের ভালো চায় ভালো কিছু করে তার পরেও তার জিবনে কেনো এত দুঃখ আসে।ভবিষ্যতে কি তার জন্য ভালো কিছু আছে।

  • @parvej.69
    @parvej.69 3 місяці тому +2

    আমার বাবার মৃত্যুর আগে অনেক খারাপ লাগতো একদিন হঠাৎ ২০১৫ সালের ২১শে জুলাই মারা যায়। আর আমার ২০১৫ তে হাত ভেঙ্গেছিল, আমার বড় মামার মামাতো ভাই তিনজন, সবার বড় যে সে স্বপ্ন দেখছে তার ছোট ভাই হাত ভেঙ্গেছে, পড়ের দিন আমার হাত ভাঙ্গছিলো ফুটবল খেলতে গিয়ে।

  • @পাগললাবলু
    @পাগললাবলু 3 місяці тому

    আমার হ‌য়ে‌ছে এরকম,আ‌মি দু‌রে ছিলাম ,কোন লোক আমা‌কে জানায় নি কিন্তু যে‌দিন আমার বাবা মারা যায় সে‌দিন রা‌তে আ‌মি মান‌ষিক ভা‌বে অ‌স্থির ছিলাম,জি‌নিসটা অ‌নেকটা প্রাকৃ‌তিক ভা‌বে ঘ‌টে‌ছি‌লো,