প্রিয় অনুপম, আমার ৪ বছরের প্রেম যখন আজ থেকে ২ বছর আগে আমার হাত ছেড়ে তার প্রাক্তনের কাছে চলে গেলো। আমি তখন কেমন যেন অনুভুতিহীন হয়ে পড়লাম। প্যারালাইজড রোগীর মতো ঘরের এককোনায় পরে থাকতাম। চোখের সামনেই সূর্য উদয় হতো আর অস্ত যেতো। ঐ দুটো বছর আমি তোমার সব গান শুনেছি। আর এরপর আস্তে আস্তে দিনে দিনে সেড়ে উঠেছি। তোমার গানের মতোই " পারছি তো খুব লুকোতে ব্যথা "। এখন আর তাকে ভালোবাসি না তা নয়। " ইতিহাস সব মনে রাখে /চুম্বন দংশন ক্ষত " তুমিই শুনিয়েছো। তাই " আমি আজকাল ভালো আছি "। আমার প্রাক্তন প্রেমের জন্য বলবো " তবুও তুমি আজ ঘুমিও/দেখা না দিও পিছুর টানে "। তুমিও ভালো থেকো অনুপম। আমি হয়তো " একটাই পরিচয় " এর মতো সারা সকাল প্যারালাইজড হয়ে থাকবো না। তোমার গানের সাথে আমার দু:খদের যে মিল হলো তাতেই দু:খরা শায়িত থাকুক। ইতি আভা ❣️
এই গানটা যখন প্রথম রিলিজ হয় তখন তুমি ঢাকা থেকে সিলেট এসেছিলে আমার সাথে দেখা করতে। এই গানটা শুনলে, না চাইতেও আমার প্রতিবার ওইদিনটার কথা খুব মনে পড়ে যায়! ২১ ফেব্রুয়ারী, ২০১৯! আমরা যখন রেস্টুরেন্টে বসে গল্প করছিলাম তখন তুমি এই গানের ভিডিওতে সায়ন্তীকার যীশুর কাঁধে মাথা রেখে দাঁড়ানোর দৃশ্যটা আমাকে দেখিয়ে বলেছিলে, " কি সুন্দর না বলো? আমরাও এমন করবো কোনোদিন! " আফসোস এরকম দিন আর কখনোই আসবেনা। এই গানটা ২০২০ এর কোনো এক মাঝ রাতে তুমি নিজে গেয়ে রেকর্ড করেও পাঠিয়েছিলে আমাকে। তোমার কথা মনে হলে আমি এখনো তোমার গলায় গাওয়া এই গানের রেকর্ডটা ছেড়ে বসে থাকি আর হারিয়ে যাওয়া দিন গুলোর কথা ভাবি! শুরুতে বোধহয় সবই এমন সুন্দর থাকে তাইনা? শেষদিকে হারিয়ে যাওয়ার গান শুনিয়েই যার হারানোর সে কখন যে চিরতরে হারিয়ে যায় আমরা ঠিক বুঝতেও পারিনা ! " আজ তবে থাক থাক, অনুভূতি পিষে যাক! "
ওহ অনুপম দা!! তোমার এমন কোন গান নাই যা এখনো ভালো লাগে নাই। আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের সময়ে আমরা তোমাকে পেয়েছি, তোমার গান শুনছি!! অনেক অনেক ভালোবাসা!! এভাবেই মুগ্ধ হতে চাই প্রতিদিন 💜💜💜💜
পরিস্থিতি বিভিন্ন গানকে বিভিন্নভাবে অনুভব করায়। মন খারাপ থাকলে সেটা যেমন কাঁদিয়ে দিতে পারে, মন ভালো থাকলে সেটা আবার ঠোঁট মাখানো হাঁসিতেও রূপ নিতে পারে।❤️😌 দিতে পারে একেবারে অন্যরকম feel🦋।
Anupam you may not be a high profile classically trained classical singer but you have beaten many of them. Your voice is like velvet, your tonal imagination like a good and soothing dream, and your writing just like a real life story
গানটা শুনে একএক বার এক এক রকম অনুভুতি হচ্ছে।আপনি সত্যিই খুব ভালো থাকুন অনুপম রায়।গানের কথা শুনে বলছি না,ন থেকে বলছি।এই কথাটা আগেও অনেক বার বলেছি আপনাকে আবার বলছি আপনি খুব ভালো থাকুন,সুস্হ্য থাকুন সৎ থাকুন।আজকাল সততার খুব অভাব।কিন্তু আপনার গান শুনলে মনেহয় আপনি খুব সৎ,কারন গানগুলো মনের কষ্টকে ধুয়ে দেয়,আর যা কিছু খারাপ কে ধুয়ে দেয় তাই নিশ্চই পবিএ হয়,আর তার উৎসও। যেমন- জল ।সেটা চোখেরই হোক বা জলাশয়ের; আর তার উৎস নিশ্চই পবিএই হয়।আর অনেক ধন্যবাদ সৃজিত মুখার্জী কেও।আপনিও খুব ভালো থাকুন।আর এভাবেই আপনারা আমাদের সুন্দর সুন্দর ভালো ভালো গান উপহার দিন।আর আমরা কাঁচা আলোয় ভিজে পরিনত হয়ে উঠি।
জীবনে সকল কাজের বিপরীতে হেরে যাওয়া ব্যাপারটা হামেশাই ঘটে। তবুও, জীবনে কিছু হেরে যাওয়া শব্দের উষ্ণতা থাকে, যেটা সুরের কৌলীন্যের সাথে মিশে গিয়ে অনুভূতির সৃষ্টি করে। জীবনের এই পরিচিত কিন্তু অদ্ভুত অনুভূতিগুলোই গান হয়ে নতুন মোড়কে আবার আমাদের কাছে ফিরে আসে!
The film songs cinematic angles castings everything was perfect in this film a new thought was nurtured by srijit and wonderfully showcased by Jishu and Sara as well as anjan dutta srabanti....... Especially the essence of puja and requirement of such great festivity in a society was wonderfully potrayed
অনুপম দা'র সব গানেই এক অদ্ভূত রকমের মুগ্ধতা থাকে । এই গানটিও তার ব্যতিক্রম না । সিনেমা টা নিয়ে এখন কোনো মন্তব্য করবো না । তবে আমি আশাবাদী যে এই সিনেমাটিও আবাল-বৃদ্ধ-বনিতার মন ছুঁয়ে যাবে ।
So many memories with this film.. We went to watch the film together in PVR, we enjoyed a lot and were talking about the film next few days. Now someone is partly away from me and I am hoping that I will get back to my someone soon....... I have lost my special one but still waiting. This song makes me cry as we have so many memories together regarding this movie. Moreover, I can relate with this song.
একটা জিনিস প্রমাণিত হলো, ভালো কোচের হাতে পড়লে যেমন একজন Player তার আসল খেলা খুঁজে পায় সেরকম একজন Director ই পারেন একজন অভিনেতা/অভিনেত্রীর থেকে তার সেরাটা বার করে নিতে। উদাহরণ: সৃজিত, শ্রাবন্তী, সায়ন্তিকা।
byaapok hobe movie ta... jebhabe baba meyer somporko dekhano hoyeche ta sotti prosongsonio.... bengali cinema aste aste onek develop korche... best of luck team UMA🖒
A classic bengali cinema in those times when everybody made commercial films then srijit made a masterpiece it was not box office buster but did evoke sentiments in minds of billions of bengalis and anupam jishu anjan srabanti Sara did fantastic jobs
"তুই হাত বাড়ালেই
কবিতা আসবে প্রাণে"
এতো সুন্দর করেও লিখা যায় !!
প্রিয় অনুপম,
আমার ৪ বছরের প্রেম যখন আজ থেকে ২ বছর আগে আমার হাত ছেড়ে তার প্রাক্তনের কাছে চলে গেলো। আমি তখন কেমন যেন অনুভুতিহীন হয়ে পড়লাম। প্যারালাইজড রোগীর মতো ঘরের এককোনায় পরে থাকতাম। চোখের সামনেই সূর্য উদয় হতো আর অস্ত যেতো। ঐ দুটো বছর আমি তোমার সব গান শুনেছি। আর এরপর আস্তে আস্তে দিনে দিনে সেড়ে উঠেছি। তোমার গানের মতোই " পারছি তো খুব লুকোতে ব্যথা "। এখন আর তাকে ভালোবাসি না তা নয়। " ইতিহাস সব মনে রাখে /চুম্বন দংশন ক্ষত " তুমিই শুনিয়েছো। তাই " আমি আজকাল ভালো আছি "। আমার প্রাক্তন প্রেমের জন্য বলবো " তবুও তুমি আজ ঘুমিও/দেখা না দিও পিছুর টানে "। তুমিও ভালো থেকো অনুপম। আমি হয়তো " একটাই পরিচয় " এর মতো সারা সকাল প্যারালাইজড হয়ে থাকবো না। তোমার গানের সাথে আমার দু:খদের যে মিল হলো তাতেই দু:খরা শায়িত থাকুক।
ইতি আভা ❣️
It's a shame a masterpiece like Uma wasn't a blockbuster
প্লিজ আর এরকম গান লিখবেন না...চোখের জল ধরে রাখার বিফল চেষ্টা তৈরি করে প্রতিবার শোনার সময়...
Sttti kothaa
Ai rokom gan na likhle.. Ami ki sunbo
❤️❤️❤️❤️❤️🤍🤍❤️🤍
khub sundor comment… lyrics er motoi 😊
@@globaltraveller1 m
Kp
এই গানটা যখন প্রথম রিলিজ হয় তখন তুমি ঢাকা থেকে সিলেট এসেছিলে আমার সাথে দেখা করতে। এই গানটা শুনলে, না চাইতেও আমার প্রতিবার ওইদিনটার কথা খুব মনে পড়ে যায়! ২১ ফেব্রুয়ারী, ২০১৯! আমরা যখন রেস্টুরেন্টে বসে গল্প করছিলাম তখন তুমি এই গানের ভিডিওতে সায়ন্তীকার যীশুর কাঁধে মাথা রেখে দাঁড়ানোর দৃশ্যটা আমাকে দেখিয়ে বলেছিলে, " কি সুন্দর না বলো? আমরাও এমন করবো কোনোদিন! " আফসোস এরকম দিন আর কখনোই আসবেনা। এই গানটা ২০২০ এর কোনো এক মাঝ রাতে তুমি নিজে গেয়ে রেকর্ড করেও পাঠিয়েছিলে আমাকে। তোমার কথা মনে হলে আমি এখনো তোমার গলায় গাওয়া এই গানের রেকর্ডটা ছেড়ে বসে থাকি আর হারিয়ে যাওয়া দিন গুলোর কথা ভাবি! শুরুতে বোধহয় সবই এমন সুন্দর থাকে তাইনা? শেষদিকে হারিয়ে যাওয়ার গান শুনিয়েই যার হারানোর সে কখন যে চিরতরে হারিয়ে যায় আমরা ঠিক বুঝতেও পারিনা !
" আজ তবে থাক থাক, অনুভূতি পিষে যাক! "
Hoito🙂
ওহ অনুপম দা!! তোমার এমন কোন গান নাই যা এখনো ভালো লাগে নাই। আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের সময়ে আমরা তোমাকে পেয়েছি, তোমার গান শুনছি!!
অনেক অনেক ভালোবাসা!! এভাবেই মুগ্ধ হতে চাই প্রতিদিন 💜💜💜💜
agree with soul
Vaggis banglaye jonmo hoye chilo ❤❤❤
Nahole eai sob bujhtam na.
Besh composition.
the most talented singer in West Bengal of 21st century.
ekdom❤️... sotti bolte onar gane lyrics dorkar nei golatai jothesto r jodi meaningful lyrics hoye jai tahle to r kono kothai nei example ei gantai
পরিস্থিতি বিভিন্ন গানকে বিভিন্নভাবে অনুভব করায়। মন খারাপ থাকলে সেটা যেমন কাঁদিয়ে দিতে পারে, মন ভালো থাকলে সেটা আবার ঠোঁট মাখানো হাঁসিতেও রূপ নিতে পারে।❤️😌
দিতে পারে একেবারে অন্যরকম feel🦋।
বাঙালি হয়ে না জন্মালে এই গান গুলো শোনা হতো না💗✨
Bangali nhi hn fir bhi ye song🩷🩷 hai
গানের কথাগুলো মন ছোঁয়া। আর অনুপম দা এর কারিগর। কমার্শিয়াল ছবি ছাড়া এখনও যে এধরনের বাংলা ছবি মনে দাগ কাটতে পারে এই ছবিটা তারই একটা উদাহরণ।
Anupam you may not be a high profile classically trained classical singer but you have beaten many of them. Your voice is like velvet, your tonal imagination like a good and soothing dream, and your writing just like a real life story
কিছু গান এতটাই হ্দয় বিদারক হয় যে চোখ কখন ভিজে যায় বোঝাই যায় না.............
''কেন এ জীবন দিলি উপহারে ঋন? ''
গানটা শুনে একএক বার এক এক রকম অনুভুতি হচ্ছে।আপনি সত্যিই খুব ভালো থাকুন অনুপম রায়।গানের কথা শুনে বলছি না,ন থেকে বলছি।এই কথাটা আগেও অনেক বার বলেছি আপনাকে আবার বলছি আপনি খুব ভালো থাকুন,সুস্হ্য থাকুন সৎ থাকুন।আজকাল সততার খুব অভাব।কিন্তু আপনার গান শুনলে মনেহয় আপনি খুব সৎ,কারন গানগুলো
মনের কষ্টকে ধুয়ে দেয়,আর যা কিছু খারাপ কে ধুয়ে দেয় তাই নিশ্চই পবিএ হয়,আর তার উৎসও। যেমন- জল ।সেটা চোখেরই হোক বা জলাশয়ের; আর তার উৎস নিশ্চই পবিএই হয়।আর
অনেক ধন্যবাদ সৃজিত মুখার্জী কেও।আপনিও খুব ভালো থাকুন।আর এভাবেই আপনারা আমাদের সুন্দর সুন্দর ভালো ভালো গান উপহার দিন।আর আমরা কাঁচা আলোয় ভিজে পরিনত হয়ে উঠি।
মন থেকে বলছি
SHARMISTHA DUTTA 7
nyaka chondi ..LOL
দারুণ
❤️❤️❤️
I just can't decode Anupam. Truly immortal even when the mortal planet has got so much death in it. ❤
Best line
আমি ও হেরেগিয়েছিলাম❤️
Anupam dada, tumi ekta valobasha
...Bangladesh theke valobasha 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
বাবা, যেদিন তুমি থাকবেনা, ঝগড়া কার সাথে করব!!! খুব ভয় পাই
আহা অনুপম তুমিই সেরা তা বারেবারেই
প্রমাণিত
জীবনে সকল কাজের বিপরীতে হেরে যাওয়া ব্যাপারটা হামেশাই ঘটে। তবুও, জীবনে কিছু হেরে যাওয়া শব্দের উষ্ণতা থাকে, যেটা সুরের কৌলীন্যের সাথে মিশে গিয়ে অনুভূতির সৃষ্টি করে। জীবনের এই পরিচিত কিন্তু অদ্ভুত অনুভূতিগুলোই গান হয়ে নতুন মোড়কে আবার আমাদের কাছে ফিরে আসে!
The film songs cinematic angles castings everything was perfect in this film a new thought was nurtured by srijit and wonderfully showcased by Jishu and Sara as well as anjan dutta srabanti.......
Especially the essence of puja and requirement of such great festivity in a society was wonderfully potrayed
Gaan ta sotti mon chuye jaye.... cinema ta khub khub shunder hoyeche.... mon chuye geche.... ❤❤👌
Bpk song anupam da jst fatiye dyeche❤❤Barbar sunchi sunei jcchi onyorkm feeling hcche jtobar sunchi!!😍😍
ট্রেলার দেখে সিনেমা দেখার আগ্রহটা বেড়ে ছিল গানটা শুনে আগ্রহ টা যেন আরো একশো গুন বেড়ে গেল। আগ্রহ একশো গুন বেড়ে যাওয়ার নামই বোধহয় সৃজিত মুখার্জী
Ata sotti kotha... Ere name... Sirijit... ❤❤
১. বেলাশেষে
২. উমা
৩. কন্ঠ
৪. শাহজাহান রি-এজেন্সি
৫. হেমলক সোসাইটি
৬. প্রাক্তন
৭. দৃষ্টিকোণ
৮. বাইশে শ্রাবণ
৯. চতুষ্কোণ
১০. দ্বিতীয় পুরুষ
১১. অটোগ্রাফ
১২. চলো পাল্টাই
১৩. জুলফিকার
১৪. জাতিশ্বর
১৫. ক্ষত
১৬. দশম অবতার
১৭. রাজকাহিনী
১৮. পরিণীতা
১৯. ভিঞ্চি দা
২০. সোয়েটার
এই মুভিগুলো আমার দেখা সেরা ইন্ডিয়ান বাংলা মুভি এমন টাইপ মুভি গুলো আর দেখতে পাইনা এখনো অপেক্ষা করি এই টাইপ মুভিগুলোর জন্য।
@@ahmedalmomin5474 জেনারেশন তুমি,চোখের বালি, ইতি মৃনালিণী,নৌকা ডুবি,সসমান্তরাল।
Akdom
আজ তবে থাক থাক,
অনুভূতি পিষে যাক,
চোখ বুজে মাথা রাখ,
তোকে দিই হারিয়ে যাওয়ার গান।
Oi To oo it is on too I too if ooooo o
I'm III ooooo ok I'll ooooo ok Kooo III it I o
অনুপম দাদা,মরার আগে তোমার একটিবার সাক্ষাৎ পেলে আমি ধন্য।
Masterpiece 💝
2:40 this line's 💔
Kichu Kichu gaan mon takae chur jai.
Aita orom ekta gaan.
Long live Anupam Roy.
Asadharon Anupam da
@1:18 that expression of Saintika😍
অনুপম দা তুমি একটা ভালোবাসা 💜
তোকেই খুঁজব গানে,
আমি চাই তুই ভালো থাক। ❤
আজ তবে থাক থাক .
অনুভূতি পিষে যাক
চোখ বুঝে রেখে মাথা,
এ গানে আবারও হারিয়ে গেলাম...
Proti bochhor Durga pujoe, train e raate jete jete suye ei gaanta suni
আজ দুর্গাপুজোর চতুর্থী, ভোর হয়ে গেছে!
চোখের ঘুম নেই আর আমি এই মাস্টারপিস শুনছি!
আসলেই অনুভূতিটা অন্যরকম লাগছে! 😌❤️
মা দুর্গা তুমি সকলের ভালোবাসা পূর্ণতা পাইয়ে দিও! 🙏🌻
Hariye jawar gaan noi hariye dewar motoi ekta gaan
Tollywooder best ANUPAM ROY
wow দারুন ...ভালো লাগলো ....আর দুর্গাপুজো নিয়ে ছবি ভালো তোহ লাগবেই 😍😍😍😍😍
সতিই এক অসাধারণ অনুভূতি আছে গানটার
The song hits differently after watching the film....I wonder how I missed this masterpiece ....but I'm glad I saw it
"কেনো দিলি উপহারে ঋন"
খুব ভালো লেখো অনুপমদা।।
অনুপম দা'র সব গানেই এক অদ্ভূত রকমের মুগ্ধতা থাকে । এই গানটিও তার ব্যতিক্রম না । সিনেমা টা নিয়ে এখন কোনো মন্তব্য করবো না । তবে আমি আশাবাদী যে এই সিনেমাটিও আবাল-বৃদ্ধ-বনিতার মন ছুঁয়ে যাবে ।
trailer er gaan gulor jne wait krchi... etao soft.. Anupam.. good work..
Waiting e chilam khub valo gaan hit likes for Anupam da 😍😘
So many memories with this film.. We went to watch the film together in PVR, we enjoyed a lot and were talking about the film next few days. Now someone is partly away from me and I am hoping that I will get back to my someone soon.......
I have lost my special one but still waiting. This song makes me cry as we have so many memories together regarding this movie. Moreover, I can relate with this song.
আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক this line ❤
Anupam da is himself an emotion🥺❤
Guru Hurt Touching💔👍
Love You Anupam Roy❤
এই গানটা এত সুন্দর কেন 🖤
এমন সুন্দর মুভি গুলা আর দেখতে পাইনা, যে মুভিগুলো দেখলে শুধু দেখতে ই ইচ্ছে করে।
Ki Sundar Sur korche Anupam Da.
Asadharon.🙏🙏🙏Tum Jio Hazar o sal Anupam Da.
Anupam Roy is pure gem of our generation 💎
Again..again..again..!! Anupam Roy nailed it..!!👌👌👌
Sara & Zara both great actress like dere dad Jisshu U SenGupta Really overwhelmed...😯😯👌👌
একটা জিনিস প্রমাণিত হলো, ভালো কোচের হাতে পড়লে যেমন একজন Player তার আসল খেলা খুঁজে পায় সেরকম একজন Director ই পারেন একজন অভিনেতা/অভিনেত্রীর থেকে তার সেরাটা বার করে নিতে। উদাহরণ: সৃজিত, শ্রাবন্তী, সায়ন্তিকা।
*Keu er mane bujbe na after 💔*
বাবা-মেয়ের এক মধুর সম্পর্কের জন্য এবং তার সঙ্গে এক নতুন " দুর্গাপূজা " এর জন্য অপেক্ষা ।
1¹¹1¹¹11
1¹1¹1111¹¹
.
গানটা শুনলে মনটা খুব ভালো হয়ে যায়। দারুন অনুপম দা।
এই গানের ভিডিও তে শ্রাবন্তী র অভিনয় দেখবার মতো ❤😍😍
Anupam roy is always best ❤for film music
যতবার গান টা শুনি চোখে জল এসে যায় 🙂❤️
This song's every lines are so truthful...❤❤❤
আজ তবে থাক থাক, অনুভূতি পিষে যাক তোকে হারিয়ে যাওয়ার গান......
বারবার ভালো লাগে। কারন টা সবাই জানে।
সৃজিত মুখার্জী।
Eagerly waiting for the movie..I hope it will be the biggest blockbuster of all times..
sotti bengali film er revolution.ato rokom cinema hoche akhn bibhinyo dharar khub e sundor
Indian lyrics king is Anupam roy sir❤,And Minar rahaman is the lyrics king of Bangladesh,but dujone je karor fellings nariye deowar jonno enough ❤️❤️
Uffff ... daruuunnn... anupam da 👌👌👌👌
byaapok hobe movie ta... jebhabe baba meyer somporko dekhano hoyeche ta sotti prosongsonio.... bengali cinema aste aste onek develop korche... best of luck team UMA🖒
আজ তবে থাক থাক
অনুভূতি পিষে যাক ....
This generation is determined to crush the inner feelings...
Wonderful track. Lovely music & lyrics. Eagerly waiting for this movie. 👌👌👌👌👌👍👍👍👍👍
ধুলো পড়ে যাওয়া অব্দি loopএ শুনতে পারার মত একটা গান again❤️
:-)
June 10,2021
Now the time is 6;14 am,just trying to remember the details of childhood with a cup of tea and biri❤️
খুবই সুন্দর একটা গান শুনতে পারলাম
দারুন লাগলো দেখে
বাংলাদেশ থেকে আছি সব সময়....
kotodin bangla gan sunchi on loop❤️❤️
Anupam Roy srijit mukharjee combo.again a masterpiece cming
number 6 comment 😍😍😍
হারিয়ে যাওয়ার গান😍😍😍
উমা😱😱😱
you are a brilliant singer anupom da😍😍
Hope we will able to watch this movie on television very very soon.........
Awesome picturization with an intense flow of emotions throughout the whole song.
Again a masterpiece 💙💙 from Bangladesh
thousand times and still not enough... Anupam is the best
অনুভূতি মিশে যাক.....
১০ সেপ্টেম্বর , ২০২১
আমার আর অনুর বেশ ভালোই ভুল বোঝাবুঝি হয়েছে। বলা যায় সম্পর্কের ইতি টানতে যাচ্ছিলাম। গানটা শোনার পর জল আপনিতেই গড়িয়ে পড়লো💕💕💕
Movie ta dekhar jonno wait korsi ....💙💓
Cinematar vabna tai osadharon r gan ta just wow 😘😘
Khub valo laglo ...poribarer sobaike niye dekhar moto mon chuye jaoa ekti movie...
onek din por srabanti di notun kono song songit banglai dekhla..... kub valo laglo.....
তোর কথা সোনা হয়ে যাক
তুই হাত বাড়ালেই কবিতা আসবে প্রাণে
পথ হারাবো তুফানে
তোকেই খুঁজব গানে
আমি চাই তুই ভালো থাক।
A classic bengali cinema in those times when everybody made commercial films then srijit made a masterpiece it was not box office buster but did evoke sentiments in minds of billions of bengalis and anupam jishu anjan srabanti Sara did fantastic jobs
ভালোবাসার মানুষটার ভালোথাকার Anthem ❤
Anupam Roy..... A god gifted Talent 💝
osomvob valo laglo ganer line gulo..anupam da ♥
mind blowing song and performance.
Jishu da always best.
Magical product it is due to the combination of best singer & best director...
Ei gaan khoob bhalo laglo
Apurbo gaan... Anupam Da mon ta chuye gelo gaan ta..😍😍
hollywood r moto oto taka nei tobe bangla industry jano akta boro family r moto 😊 wishful thinking?
it's playing to my heart closely.
after release listening more then 100 times play in my playlilist,
it's not a more then 24 hours still now.