কেন ওখানে আপনাকে ফ্রি চিকিৎসা দেয়? যাওয়া আসার টাকা, থাকার টাকা, খাওয়ার টাকা এগুলি কি মোদি চাওয়ালা আপনার ব্যাংকে দিয়ে দেয়? টাকা বেশি হইলে এভারকেয়ার, স্কয়ার, ল্যাব এইড এসব জায়গায় ট্রিটমেন্ট করেন! আরও বেশি থাকলে থাইল্যান্ড, মালয়েশিয়া যান। আসল কথা বলেন ভারতের দালালী না করলে ভালোলাগেনা তা তারা যতই উষ্ঠা লাত্থি মারুক।
খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে -এই ঘটনা দেখে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের চিত্র বুঝা যায়,অতি বিলম্বে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হোক।😭😡🔥
এভাবে আর কত চলবে 😢😢😢? আর মানা যায় না। ধ্বিক্কার জানাই এ রকম চিকিৎসা ব্যবস্থাকে। এ হাসপাতালের কতৃপক্ষ এবং ডিউটি রত সকল সদস্যকে আইনের আওতায় আনেন। ছিঃ ছিঃ
এই জয়নাল তো...ফেসবুক সেলিব্রিটি ডাক্তার , ফেসবুকে তো অনেক ভালো কথা বলেন...ওনার এই ব্যবহার মেনে নিতে পারলাম না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে এরকম দৃশ্য আমরা সব সময় দেখতে পাই। এ অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারি ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্তৃপক্ষের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি।
বাংলাদেশে সরকারি হাসপাতালের ডাক্তারগণ সরকারি হাসপাতাল ছারা বাহিরে কোন চেম্বারে রুগী দেখতে পারবে না এমন একটা আইন ও আইনের প্রয়োগ হলে চিকিৎসা খাত আরো ভাল হইতো।
সব জাইগায় একই সোমেসা আমি চট্টগ্রাম গেয়েছিলাম আমার থেকে ৩হাজার টাকা হাতিয়ে নিয়েছে পর একটা সিলিপ দিয়ে বলে বাইরের থেকে ওষুধ নিয়ে যান ভাবেন একটা সিলিপের দাম ৩০০০টাকা
সরকারি হাসপাতালে জরুরি রোগী ভর্তি করা থেকে চিকিৎসা নেওয়া পর্যন্ত কমপক্ষে ৬ ঘন্টা সময় লাগে। এই সময়ে রোগী দুনিয়া থেকে চলে যায়। তাই দেশের সকল সেক্টরে মানুষের এবং সিস্টেমের সচ্ছ ফিল্টারিং সংস্কার দরকার।
সেম আমার বাবার সময় এমন হয়েছিল। দুইদিন যাবত আমরা ওই হসপিটাল নিয়ে দেখি যে কোন রকম চিকিৎসা হচ্ছে না তখন আমরা অন্য হসপিটালে নিতে বাধ্য হই। কিন্তু তথ্য ক্ষণে খুব বেশি দেরি হয়ে গেছে আমার বাবার ইমারজেন্সি ট্রিটমেন্ট দরকার ছিল। যখন ডক্টর বলে আপনারা অনেক দেরি করে ফেলেছেন। রোগীকে তো প্রাই মেরে ফেলে এনেছেন। ডক্টর এক দুই ঘন্টা চেষ্টা করার পর আমার বাবা মৃত্যুবরণ করে। সরকারি হসপিটালের ডক্টররা বা কর্মকর্তাগণ জানোয়ারের থেকেও কম নয়, বিবেক তো তাদের নাই।হাতে কয়েকজন ডক্টর ছাড়া প্রায় সবগুলোই জানোয়ারের থেকেও অধ। তারা সরকারি থেকে বেতন পায় তো এজন্য কোন প্যারা নাই। আমার বাবা যে দুইদিন হসপিটালে ভর্তি ছিল ওই সময় যদি ইমারজেন্সি ট্রিটমেন্ট দেওয়া হতো আমার বাবা বেঁচে যেত। দুইটা দিন ভর্তি ছিল কম কথা নয়।
এইরকম দায়িত্বহীন ডাক্তার যতদিন বাংলাদেশের হাসপাতাল গুলোতে থাকবে।।ততদিন এই দেশের রোগীদেরকে অন্য দেশের চিকিৎসা ব্যাবস্থার উপরই নির্ভরশীল থাকতে হবে।।আর সেইসব দেশের কটাক্ষ মূলক কথা আমাদের সুনতে হবে।। হে আল্লাহ্ এইরকম দায়িত্বহীন ডাক্তার আর দায়িত্বহীন চিকিৎসা ব্যাবস্থা থেকে আপনি আমাদের হেফাজত করুন।।আমিন
যে ভাইটি লাইভ ভিডিও করেছে সে সত্যই ভালো মানুষ। Thank you vai
অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে
সত্য ঘটনা তুলে ধরার জন্য ❤❤
প্রত্যেকটা সরকারি হাসপাতালে এরকম দুর্নীতি চলে রোগীদের অবহেলা করে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখে।
❤❤❤ ধন্যবাদ এটিএন নিউজ সাংবাদিক ভাই কে❤
অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
অসংখ্য ধন্যবাদ সংবাদিক ভাইকে
সত্যি কথা তুলে ধরার জন্য
যারা অবহেলা করেছে তাদের কঠিন শাস্তির দাবি করছে
বাংলাদেশে ২/১ টা ছাড়া বাকি সবই এমন।
আমরা শুধু মুখেই মানুষ।
সব সরকারি হাসপাতালে একই অবস্থা। অনতিবিলম্বে হাসপাতালের সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হোক। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন এমনি এমনি দেওয়া হয়না
আমিও-আপনার সাথে সহমত প্রকাশ করছি ভাই।🙋♂️😡🔥
ডাক্তারদের ব্যবসা বন্ধ করতে হবে
সহমত
Doctorer babsa bondho korun
ঘোড়ার ডিম হবে ওইসব ডাক্তারদের, এইগুলা হচ্ছে সব মানুষ হয়ে জন্ম নেওয়া জানোয়ার।
ধন্যবাদ আমির হামজা ভাই,,,,আার সকল নার্স ডাক্তার সকলকে সঠিক শান্তির দাবি জানাচ্ছি
কর্মরত সকল ডাক্তার এবং নার্সদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি
সহমত পোষণ করলাম
সহমত
কুত্তার মতো পিঠার দরকার
সহমত
সকল হাসপাতালের এই রকমের চিত্রগুলো তুলে ধরা হোক। স্বাস্থ্য উপদেষ্টার নজরে এসব তথ্য দেওয়া হোক। 😢😢
পুরো হাসপাতালে কি একজন ও ভালো ডাক্তার ছিলোনা🥲🥲
কঠিন শাস্তি দাবি করছি আমি
ঠিক কথান
আমি ও চাই
ণাই, কঠিন শাস্তি দাবি করলে ঐ কুলাঙ্গারেরা আবার অনসনের ডাক দেবে।
Osud supply na thakle ki korbe doctor iktu bolen to?
আরে ডাক্তার নামের কসাই এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক 😢
আজকে এসব ছাএ উপদেষ্টার জন্য এই অবস্থা,দেশে,
এই ঘটনায় দায়িত্বশীল ডাক্তাররে প্রকাশ্যে সবার সামনে শাস্তি দেওয়া হোক।
এরকম চিকিৎসা হলে তো ইন্ডিয়ার দারস্থ হতে হবেই। 😊
Oi asa koiren na
কেন ওখানে আপনাকে ফ্রি চিকিৎসা দেয়? যাওয়া আসার টাকা, থাকার টাকা, খাওয়ার টাকা এগুলি কি মোদি চাওয়ালা আপনার ব্যাংকে দিয়ে দেয়? টাকা বেশি হইলে এভারকেয়ার, স্কয়ার, ল্যাব এইড এসব জায়গায় ট্রিটমেন্ট করেন! আরও বেশি থাকলে থাইল্যান্ড, মালয়েশিয়া যান। আসল কথা বলেন ভারতের দালালী না করলে ভালোলাগেনা তা তারা যতই উষ্ঠা লাত্থি মারুক।
Hoise khusi hoyen nh... Apnader kopale ki ase dekgen sudhu
কি আশা করবে সময় হলে বুঝতে পারবি ভিখারিদের হত টাকা নাই দূরে কোন দেশে গিয়া চিকিৎসা করবে@@Bayazid608
@@TestTest-y6wতোদের কপালে কি আছে কান্দুরা তাই দেখ আমাদের কপালে কি আছে তোদের মত ভিখারিদের তা ভাবতে হবে না😂😅
সালামালাইকুম যত সরকারি মেডিকেল হাসপাতাল আছে সব জায়গায় খুঁজলে এরকম দেখা মিলবে 😢😢
ওদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি
খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে -এই ঘটনা দেখে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের চিত্র বুঝা যায়,অতি বিলম্বে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হোক।😭😡🔥
দেশের সব মেডিকেলে ফ্রি ইমারজেন্সি সেবা দেওয়া দরকার, এবং কোন অবহেলা রোগী যাতে মারা না যায় তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।
এভাবে আর কত চলবে 😢😢😢?
আর মানা যায় না। ধ্বিক্কার জানাই এ রকম চিকিৎসা ব্যবস্থাকে। এ হাসপাতালের কতৃপক্ষ এবং ডিউটি রত সকল সদস্যকে আইনের আওতায় আনেন।
ছিঃ ছিঃ
সব সরকারি হাসপাতালের প্রায় একই অবস্থা 🥹🥹🥹
জড়িত চিকিৎসক দের জবাদাহিতা নিশ্চিত করুন
এই জয়নাল তো...ফেসবুক সেলিব্রিটি ডাক্তার , ফেসবুকে তো অনেক ভালো কথা বলেন...ওনার এই ব্যবহার মেনে নিতে পারলাম না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
সহমত😢
সঠিক, ওনি এখন টিকটক ডাক্তার
ওরা টিকটকেই ভালো ডাক্তার। সব ভন্ড,অভিনয় ভিউকামানের অভিনয় সব।
Right
ভালো মানুষ কখনো ফেসবুকে এসে নিজে নিজে সেলিব্রেটি হয় না।
বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে এরকম দৃশ্য আমরা সব সময় দেখতে পাই। এ অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারি ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্তৃপক্ষের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি।
প্রত্যেকটা সরকারি হাসপাতালে এরকম দুর্নীতি চলে রোগীদের অবহেলা করে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখে।
ধিক্কার জানাই সকল ডাক্তারকে। এরা মানুষ না।
সেই সময় দায়িত্বরত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় সবাইকে বহিস্কার ও মামলা করা হচ্ছে না কেন 😢
তীব্র নিন্দা জানাই
দয়া করে, রাজশাহী সরকারি মেডিকেলে একটা রিপোর্ট করুন
খুব প্রয়োজন।। রাজশাহী মেডিকেল এর অবস্থা আরো ভয়াবহ
এসব ডাক্তারের কাছে গুরুত্বপূর্ণ হলো চেম্বার।
একমত একমত পোষন করলাম ❤❤❤
এদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার 😡😡
যে ভাই টি লাইভ করেছে
সে অনেক ভালো মানুষ ধন্যবাদ
এই ভাই কে ❤❤😢😢
পরবর্তীতে এ ভুল যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং যারা এই অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আমাদের দেশের রোগীরা ভারতে কেন যাবে খুবই দুঃখ লাগে যে একজন ডাক্তার কসাইয়ের মত আচরণ করে
এদের বিচার ২-৩ দিনের মদ্ধে করতে হবে কে কে এক মত।
অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাই কে
এমন একটা সরকারী প্রতিষ্ঠান নেই যেখানে এমন ঘটনা ঘটেনা
বাংলাদেশে সরকারি হাসপাতালের ডাক্তারগণ সরকারি হাসপাতাল ছারা বাহিরে কোন চেম্বারে রুগী দেখতে পারবে না এমন একটা আইন ও আইনের প্রয়োগ হলে চিকিৎসা খাত আরো ভাল হইতো।
এ ধরনের ডাক্তারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা উচিত। সাধারণ মানুষের জীবনের কি কনো মূল্য নেই তাদের কাছে 😡?
একে বলে সুপার হিরো আল্লাহ জেনো আপনাকে দীর্ঘ নেক হায়াত দার করে আমিন🤲।
ধন্যবাদ এ টি এন নিউজ কে
যারা এমন করেছে তাদের ও যেন এমন পরিণতি হয়😢আল্লাহ কবুল করুন আমীন
সব জাইগায় একই সোমেসা আমি চট্টগ্রাম গেয়েছিলাম আমার থেকে ৩হাজার টাকা হাতিয়ে নিয়েছে পর একটা সিলিপ দিয়ে বলে বাইরের থেকে ওষুধ নিয়ে যান ভাবেন একটা সিলিপের দাম ৩০০০টাকা
😭
আল্লাহ অভিশপ্ত জীবন থেকে সকল কে হেফাজত কর আমীন।
এটাই হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, টাকা নাই তো কোন কিছুই নেই ।
ঐ হাসপাতালের সকল ডাক তারসহ কর্ম চারি দের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ।
এরকম চিকিৎসা হলে তো ইন্ডিয়ার দারস্থ হতে হবেই
সবচেয়ে অবহেলিত একটি বিষয়, সেটা সবচেয়ে গুরুত্বপুর্ন ছিল,, প্রত্যেকটা সরকারি হাসপাতালের সার্ভিস অত্যন্ত ভয়ঙ্কর আমি দায়িত্ব নিয়ে বললাম
আমার শরীর খাপতাছে এমন ঘটনা আমার সাথেও হয়ছে।আল্লাহ নিহত লোকটাকে মাফ করো, জান্নাত দান করো।
আহ্ কী সুন্দর সোনার বাংলাদেশ 😢
খুবই দুঃখজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি 😢😢😢
ঐ হাসপাতালের সবাইকে চাকরি হতে বরখাস্ত করা হোক । এ রকম অমানবিকতা পৃথিবীর আর কোন দেশে নাই।
আমি দোয়া করি এদের আল্লাহ পাক কঠিন বিচার করূক।
মর্মান্তিক।
ওদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি 😢😢
কিছু কিছু সাংবাদিক ভাইদের নিউজ দেখলে দিল জুড়িয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং পরকালের নাজাত দান করুন❤❤❤
জয়নাল এর লাইসেন্স বাতিল করা হোক।
এইসব ডাক্তার কে হাসপাতাল থেকে বের করে দেওয়া হোক।
সরকারি হাসপাতালে চিকিৎসা হলে তাহলে বেসরকারি ক্লিনিক গুলি কিভাবে চলবে। এটাই হলো মূল কারণ
এদের সঠিক বিচার চাই। কারণ তারা প্রাইভেট হাসপাতালে পয়সা কামানোর কাজে ব্যসত থাকে। সরকারি হাসপাতালে গেলে এরা সঠিকভাবে রোগি দেখে না।
আল্লাহ তাকে জান্নাত বাসী করুক।।।
প্রতিটা মানুষ এর ই সাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
অনেক কস্ট পাইলাম ডাক্তার দের কর্ম কান্ড দেখে😢😢😢
হায় হায়!! দেশ কোথায় গেল!! ছাত্র সমন্বয়করা কোথায়??
সব জায়গায় এক অবস্থা
দেখার কেউ নেই
এসব ডাক্তারকে আইনেরআওতায় এনে কঠিন শাস্তি দেওয়াহক
ভাই এই প্রথম কোন মিডিয়া এতো সাহশ দেখাইছে ধন্যবাদ ভাই যে ভিডিও টা করছেন
সরকারি হসপিটাল শেখ হাসিনার দাসত্ব আর কঠিন ভাবে পর্যবেক্ষণ করা দরকার
জানাই প্রশাসনকে 👍👍
সব সরকারি হাসপাতালে এই বাজে অবস্থা, প্রতিটা সরকারি হাসপাতালকে কঠিন নজরদারির আওতায় আনা উচিত
আমাদের লক্ষ্মীপুরের এমন ঘটনা খুবই দুঃখজনক হাসপাতাল পরিচালক প্রধান সহ সবাইকে এই ঘটনার জন্য প্রশ্নের মুখোমুখি করা হোক কেন তারা এমন অবহেলা করলো😢
সত্যি লক্ষ্মীপুর হসপিটালে রোগীদের ভোগান্তি আর অবহেলার কোন শেষ নাই
আল্লাহ মাফ করো। মানবতা কোন পর্যায়ে চলে যাচ্ছে।
স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাই
স্বাস্থ্য উপদেষ্টা অকরমা।স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাই।
স্বৈরশাসনের আমলে এমন দৃশ্য প্রতিনিয়তই দেখেছি এখনো কি দেখব মোটেও চাই না অবিলম্বে ওদের শাস্তি চাই
কঠিন বিচার হওয়া দরকার ✊✊
ধন্যবাদ ATN কে
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
বিনিময় ছাড়া সরকারী হসপিটালে চিকিৎসা হয় না। 😢
যার অভিভাবক নেই বা সাথে নেই তার চিকিৎসা হবেনা?👏
অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাই,, এই নিয়ে নিউজ করার জন্য
আমাদের লক্ষ্মীপুরের প্রায় উপজেলা সরকারি হাসপাতাল গুলোর ও এই অবস্থা😢😢
লক্ষ্মীপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও কর্তব্যরত ব্যাক্তিদের শাস্তির আওতায় আনা হোক।
সব হাসপাতালে, রিপোট করা হোক,, এদের, ভিতরে, কুনো মানবতা, নেই,, সবাই,, কে, আইনের, আওতায় আনা হোক😢😢
😢😢এটাই বাস্তবতা বাংলাদেশের ডাক্তার দের।
বিচার চাই
এই হাসপাতালের বিরুদ্ধে অতি দ্রুত ব্যাবস্থা নেওয়া হোক
সরকারি হাসপাতালে জরুরি রোগী ভর্তি করা থেকে চিকিৎসা নেওয়া পর্যন্ত কমপক্ষে ৬ ঘন্টা সময় লাগে। এই সময়ে রোগী দুনিয়া থেকে চলে যায়। তাই দেশের সকল সেক্টরে মানুষের এবং সিস্টেমের সচ্ছ ফিল্টারিং সংস্কার দরকার।
বেশিরভাগ হসপিটালে এরকম অবহেলার শিকার হতে হয় 😭😭 সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি ✊
এই অবহেলার কঠিন শাস্তি চাই
কঠিন শ্বাস্তি দাবি জানাচ্ছি, ধন্যবাদ এটিএন নিউজকে।😢😢😢
আপনার কাছে একটা অনুরোধ এই হাসপাতালের সব গুলো অপকর্ম তুলে ধরবেন এবং এটার একটা ব্যাবস্হা করবেন
সেম আমার বাবার সময় এমন হয়েছিল। দুইদিন যাবত আমরা ওই হসপিটাল নিয়ে দেখি যে কোন রকম চিকিৎসা হচ্ছে না তখন আমরা অন্য হসপিটালে নিতে বাধ্য হই। কিন্তু তথ্য ক্ষণে খুব বেশি দেরি হয়ে গেছে আমার বাবার ইমারজেন্সি ট্রিটমেন্ট দরকার ছিল। যখন ডক্টর বলে আপনারা অনেক দেরি করে ফেলেছেন। রোগীকে তো প্রাই মেরে ফেলে এনেছেন। ডক্টর এক দুই ঘন্টা চেষ্টা করার পর আমার বাবা মৃত্যুবরণ করে। সরকারি হসপিটালের ডক্টররা বা কর্মকর্তাগণ জানোয়ারের থেকেও কম নয়, বিবেক তো তাদের নাই।হাতে কয়েকজন ডক্টর ছাড়া প্রায় সবগুলোই জানোয়ারের থেকেও অধ। তারা সরকারি থেকে বেতন পায় তো এজন্য কোন প্যারা নাই। আমার বাবা যে দুইদিন হসপিটালে ভর্তি ছিল ওই সময় যদি ইমারজেন্সি ট্রিটমেন্ট দেওয়া হতো আমার বাবা বেঁচে যেত। দুইটা দিন ভর্তি ছিল কম কথা নয়।
চিকিৎসকের ভিডিও দেখি উনি সরকারি ডাক্তার তাহলে উনি ঢাকায় চেম্বার কিভাবে করে?? ভিডিওতে অনেক ভালে ভালো কথা বলেন।
ইননানিল্লাহ😢
সকল সাংবাদিককে চিকিৎসা হাসপাতাল বিষয়ে রিপোর্ট করা উচিত কারণ আমাদের চিকিৎসার মান উন্নত করতে হবে এখন
কিছু বলার নাই 😢😢
এটা খুবই দুঃখজনক বিষয় অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ
খুবই দুঃখজনক ব্যাপার, সকলের কাছে অনুরোধ প্রতিটি জীবনের মূল্য আছে এটা ভেবেই একেঅপরের পাশে দাঁড়াবেন, বিশেষ অনুরোধ
যে যে হাসপাতালে অনিয়ম হবে প্রতিবাদ করতে হবে চিকিৎসা ক্ষেত্রে উন্নতির দাবি করতে হবে
এদের আইনের আওতায় আনা হোক,
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আমার সোনার বাংলা। আমি টাকা ভালো বাশি 😅
এইরকম দায়িত্বহীন ডাক্তার যতদিন বাংলাদেশের হাসপাতাল গুলোতে থাকবে।।ততদিন এই দেশের রোগীদেরকে অন্য দেশের চিকিৎসা ব্যাবস্থার উপরই নির্ভরশীল থাকতে হবে।।আর সেইসব দেশের কটাক্ষ মূলক কথা আমাদের সুনতে হবে।। হে আল্লাহ্ এইরকম দায়িত্বহীন ডাক্তার আর দায়িত্বহীন চিকিৎসা ব্যাবস্থা থেকে আপনি আমাদের হেফাজত করুন।।আমিন
জনগণের টাকায় সরকারি হাসপাতাল চলে আর জনগণের চিকিৎসা পায় না খুবই দুঃখজনক😢😢😢😢
তাদের আইনের আওতায় আনা হোক
আমার বাবার সাথে এমন হয়েছিলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক্সিডেন্ট হওয়া রোগীদের কোন ইমার্জেন্সি চিকিৎসা দেয়না সরকারি মেডিকেলে।