শয়তান কিভাবে পিছন থেকে আক্রমণ করে || Ustad Nouman Ali Khan || Bangla dubbing||

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 12

  • @bulbulahmed4198
    @bulbulahmed4198 Рік тому +2

    মাসাআল্লাহ অনেক সুন্দর কথা ভাই
    খুবি ভালো লাগলো।

  • @mysheetwenty9
    @mysheetwenty9 Рік тому +1

    alhamdulillah 😊💜 shbkichu mile giyeche shukran oneek dhonnobad

  • @farzanahussain975
    @farzanahussain975 Рік тому +1

    Excellent ❤
    اللَّهُ أَكْبَرُ
    Allaahu 'Akbar.

  • @farzanahussain975
    @farzanahussain975 Рік тому +2

    MashaAllah ❤

  • @MdNazrulIslam-rz1gi
    @MdNazrulIslam-rz1gi 6 днів тому

    Very Authentic Topic

  • @ShusMita-w1m
    @ShusMita-w1m Рік тому

    অনেক মুল্যবান তথ্য

  • @MdNazrulIslam-rz1gi
    @MdNazrulIslam-rz1gi 6 днів тому

    Ma Sha Allah…

  • @mahmudarima818
    @mahmudarima818 Рік тому

    মাসাআল্লাহ।

  • @SaniyaKhatun0204
    @SaniyaKhatun0204 Рік тому

    mashaallah❤

  • @afrozaakter7750
    @afrozaakter7750 Рік тому

    আমাকে এমন দোয়া বলেন যা আল্লাহর বিরুদ্ধে না হয় এমনকি কোরআনের আয়াত নিয়ে আমার মনের মধ্যে সন্দেহ শয়তান দিচ্ছে

    • @TheMuslims_Corner
      @TheMuslims_Corner  Рік тому

      এইসব শয়তানের ওয়াসসওয়াসা৷ আপনি আল্লাহর কাছে ঈমানের শক্তি চাইবেন।
      ঈমান রক্ষার জন্য দু’আ
      رَبَّـنَـا لاَ تُـزِغْ قُـلُـوْبَـنَـا بَـعْـدَ اِذْ هَـدَيْـتَـنَـا وَهَـبْ لَـنَـا مِـنْ لَّـدُنْـكَ رَحْـمَـةً اِنَّـكَ اَنْـتَ الـوَهَّـابُ
      রাব্বানা লা তুযিগ্ ক্বুলুবানা বা’দা ইয্ হাদায়তানা ওয়া হাব্‌লানা মিল্লা দুনকা রাহমাহ্ ইন্নাকা আংতাল ওয়াহ্‌হাব।
      হে আমাদের প্রতিপালক! সরল পথ-প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয়ই তুমি মহা দাতা।
      (সূরা আল ইমরান, আয়াত : ৮)
      জামে’ আত-তিরমিজি,হাদিস নাম্বারঃ ৩৫২২
      হাদিসটি বিশুদ্ধ।
      حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ أَبِي كَعْبٍ، صَاحِبِ الْحَرِيرِ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لأُمِّ سَلَمَةَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا كَانَ أَكْثَرُ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ عِنْدَكِ قَالَتْ كَانَ أَكْثَرُ دُعَائِهِ ‏"‏ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لأَكْثَرِ دُعَائِكَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ قَالَ ‏"‏ يَا أُمَّ سَلَمَةَ إِنَّهُ لَيْسَ آدَمِيٌّ إِلاَّ وَقَلْبُهُ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ فَمَنْ شَاءَ أَقَامَ وَمَنْ شَاءَ أَزَاغَ ‏"‏ ‏.‏ فَتَلاَ مُعَاذٌ ‏:‏ ‏(‏ ربَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا ‏)‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالنَّوَّاسِ بْنِ سَمْعَانَ وَأَنَسٍ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَنُعَيْمِ بْنِ هَمَّارٍ ‏.‏ قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏
      শাহর ইবনু হাওশাব (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মু সালামাহ (রাযিঃ)-কে আমি বললাম, হে উম্মুল মু’মিনীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দু’আটি পাঠ করতেন? তিনি বললেন, তিনি অধিকাংশ সময় এ দু’আ পাঠ করতেনঃ
      يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
      “হে মনের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখ"।
      উম্মু সালামাহ (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অধিকাংশ সময় “হে মনের পরিবর্তনকারী! আমার মনকে তোমার দ্বীনের উপর স্থির রাখ” দু’আটি কেন পাঠ করেন? তিনি বললেনঃ হে উম্মু সালামাহ! এরূপ কোন মানুষ নেই যার মন আল্লাহ তা’আলার দুই আঙ্গুলের মধ্যবর্তীতে অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি (দ্বীনের উপর) স্থির রাখেন এবং যাকে ইচ্ছা (দ্বীন হতে) বিপথগামী করে দেন।
      তারপর অধঃস্তন বর্ণনাকারী মুআয (রহঃ) কুরআনের এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) “হে আমাদের রব! আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাকা করে দিও না”। (তিরমিযী - ৩৫২২)
      এই দোয়াটা পড়তে পারেন বেশি বেশি।
      আল্লাহ আপনাকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ

    • @Md.Hadiuzzaman.
      @Md.Hadiuzzaman. Рік тому

      আসসালামু আলাইকুম। আমাদের যে বিষয় এ জ্ঞান নেই শয়তান আমাদের ওই বিষয় এ ধোকা দেয়। কুরআনের সম্পর্কে আমাদের পরযাপ্ত জ্ঞান না থাকায় শয়তান আমাদের বিভিন্ন উপায় এ প্ররোচিত করে। তাই কুরআন নিয়ে গভীর পড়াশুনা করা উচিত।