পারকি সমুদ্র সৈকত | যাওয়ার উপায়,হোটেল খরচ, এবং ভ্রমণ টিপস | Parki Sea Beach | Anowara | Chittagong

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @abumusa4308
    @abumusa4308 9 місяців тому +2

    এখানে বর্শী দিয়ে মাছ ধরার কোন সুযোগ থাকলে জানাবেন ধন্যবাদ।

  • @ayshasiddika420
    @ayshasiddika420 9 місяців тому +1

    ভাইয়া স্কুল টুর দিতে চাচ্ছি।সেখানে শিক্ষার্থীদের লান্সের জন্য আগে থেকে ওর্ডার করে রাখার মতো
    কোনো ভালো হোটেল আছে?

    • @bichitrobisso
      @bichitrobisso  9 місяців тому +1

      জ্বি আছে।তবে স্থানীয় রেস্টুরেন্টগুলোর খাবার তেমন একটা মানসম্মত না হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য দিক বিবেচনা করে বাসা থেকে রান্না করে আনাটাই উত্তম। সেইসাথে টুরিস্ট স্পট হওয়ায় খাবারের দাম টা তুলনামূলকভাবে অনেক বেশি।

  • @rohimabegum1755
    @rohimabegum1755 9 місяців тому +1

    Amra school thake 07/02/2024 a jabo inshallah.Doya korben

    • @ayshasiddika420
      @ayshasiddika420 9 місяців тому

      আচ্ছা আপনারা দুপুরের খাবারের জন্য কোনো হোটেলে বুকিং দিছেন?
      নাকি খাবার নিয়ে যাবেন?

  • @khs1971
    @khs1971 10 місяців тому +1

    শিক্ষার্থী নিয়ে গেলে রান্না করার উপায় আছে কিনা?

    • @bichitrobisso
      @bichitrobisso  10 місяців тому

      জ্বি, অবশ্যই পারবেন।পারকি বীচ হতে কিছুটা দূরে ঝাউ গাছের বাগান রয়েছে আপনারা চাইলে ওখানে রান্না করতে পারেন।তবে অবশ্যই লাকড়ি বা আগুন জ্বালানোর সরঞ্জামাদি সাথে নিয়ে আসবেন।

  • @HKJalal-tf1wl
    @HKJalal-tf1wl 7 місяців тому

    হালিশহর থেকে কিভাবে যাবে

  • @mdriday2227
    @mdriday2227 5 місяців тому +2

    ভাই ফেনী থেকে যাওয়ার লোকেশন কিভাবে

    • @bichitrobisso
      @bichitrobisso  5 місяців тому

      প্রথম আপনাকে ফেনী থেকে চট্টগ্রাম শহরে যেতে হবে। তারপর চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকেই বাস অথবা টেম্পুতে করে চট্টগ্রাম শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলি সেতুর কাছে যেতে পারেন। সেখানে গেলেই আপনি বটতলী মহসিন আউলিয়ার মাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস দাঁড়িয়ে থাকতে দেখবেন। তবে খেয়াল রাখবেন, ভুলে যেন বাস কন্ডাক্টরের বৈলতলী উচ্চারণের সাথে বটতলী কে গুলিয়ে না ফেলেন। দুটি কিন্তু দুই জায়গা। পারকি বীচে যেতে হলে আপনাকে বটতলী মহসিন আউলিয়া মাজারগামী বাসে উঠতে হবে। প্রাচীন এই মাজারটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত।
      বাসে উঠে কন্ডাকটরকে বলতে হবে যেন আপনাকে সেন্টার নামক স্থানে নামিয়ে দেয়। জায়গাটির প্রকৃত নাম মালখান বাজার, তবে এটি সেন্টার নামেই পরিচিত। এতটুকু পর্যন্ত আসতে বাসে জনপ্রতি ২৫-৩০ টাকা করে নিবে। সেন্টারে নেমে বীচে যাবার জন্য সি এন জি পাবেন। রিজার্ভ করলে ১০০-১৫০ টাকাতেই পৌঁছে দেবে পারকি সমুদ্র সৈকত। বিচে যাবার আগে খাবার-দাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সেন্টার বাজার কিংবা কিছুটা দূরেই চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার হাউজিং কলোনী সংলগ্ন বাজার থেকে নিয়ে নিতে পারেন। বীচেও কিছু দোকান-পাট রয়েছে, তবে তাতে সবকিছু নাও পেতে পারেন। আর চট্টগ্রাম শহর থেকে সি এন জি রিজার্ভ করতে চাইলে সরাসরি পারকি বীচ পর্যন্ত ৪০০-৫০০ টাকা করে নিবে।

    • @theglossylife2318
      @theglossylife2318 4 місяці тому

      Vai ki gecen?

  • @anissunny130
    @anissunny130 9 місяців тому

    Ship ta ki ace?

    • @bichitrobisso
      @bichitrobisso  9 місяців тому

      শিপ টা বেশ কিছুদিন আগে পারকি বীচ হতে সরিয়ে ফেলা হয়েছে।

    • @TaskinHasan-z5i
      @TaskinHasan-z5i 8 місяців тому

      ​@@bichitrobissoফটোগ্রাফার পাওয়া যায়নি.. ওখানে