মালচিং পদ্ধতিতে চাষ করার পূর্বে যেভাবে জমি তৈরি করে নিবেন | বেড তৈরি, PH লেভেল ঠিক করা,স্প্রে সিডিউল

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • আসসালামু আলাইকুম
    গোলশান এগ্রো আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ___
    এই ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন যাবত জমিতে ফসল উৎপাদন করছেন কিন্তু কাঙ্খিত পরিমাণ রেজাল্ট পাচ্ছেন না , কিংবা আপনি একজন তরুণ কৃষি উদ্যোক্তা কিন্তু কিভাবে কি দিয়ে শুরু করবেন কিভাবে জমি তৈরি করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য !
    অধিক ফলন পাওয়ার জন্য ফসল ভেদে আধুনিক মালচিং পদ্ধতিতে মাদা তৈরি করা এবং সঠিক নিয়মে মালচিং দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন !
    #মালচিং_পদ্ধতিতে_চাষাবাদ #কিভাবে_মাটি_শোধন_করব #জমির_PH_লেভেল_ঠিক_করা
    For Business Enquiries : nazrulbhuiyan4@gmail.com
    ৩৩ শতাংশ জমির সার সুপারিশ
    ++++++++++++++++++++++++++++++++
    প্রথম চাষ দেওয়ার পূর্বে
    এক বিঘা জমিতে ৩ কেজি ওয়ান্ডার্মা মিক্স করে ৩০০ কেজি ভার্মি কম্পোস্ট অথবা সমপরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে , জৈব সার হিসেবে আপনি চাইলে সর্বনিম্ন ৬ মাসের পুরাতন গোবর সার ব্যবহার করতে পারেন ! তবে রোদ এবং ছায়ার মধ্যে ভালো করে গোবর শুকিয়ে নিতে হবে ! এরপর জমিতে প্রথম চাষ দিয়ে দিবেন !
    ফসল ভালো পাবার জন্য দু তিন ভাগে জমি চাষ এবং সার প্রয়োগ করা উত্তম তবে যদি সমস্যা থেকে থাকে তাহলে অন্তত 3 দিনে ভাগ করে চাষ দিবেন এতে করে মাটিতে সারগুলো ভালোভাবে মিশ্র হবে এবং জমি হবে অনেক বেশি উর্বর !
    দ্বিতীয় চাষ দেওয়ার পূর্বে 👍
    নেটিভ হিউমেট - ২ কেজি
    গ্রীন প্লাস - ১০০ মিলি
    শিকড় প্লাস - ১ কেজি
    জিংকমনো - ২ কেজি
    ফুরাডান - ২ কেজি
    ম্যাগনেশিয়াম - ৪ কেজি
    দস্তা - ১ কেজি (আলাদা ভাবে প্রয়োগ করতে হবে )
    তৃতীয় এবং চতুর্থ শেষ চাষ দেওয়ার পূর্বে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে 👍
    টিএসপি - ৪০ কেজি
    ডিএপি - ২০ কেজি
    এমওপি - ৩০ কেজি
    জিপসাম - ১০ কেজি
    বোরন - ১ কেজি
    জমিতে চাষ দেওয়া শেষ হওয়ার পর আপনি কি ফসল করবেন ফসলবেদে মাদা তৈরি করতে হবে!
    যেমন ধরুন আমার এ জমিতে পেঁপের চাষ হচ্ছে পেঁপের সাথে সাথী ফসল হিসেবে আমি টমেটো ফুলকপি এবং ক্যাপসিকাম চাষ করতেছি !
    কারণ আমি যেহেতু নভেম্বর মাসে সবজি চাষ করতেছি এসব এই সবজিগুলো যখন বাজারে আসবে বাজার মূল্য খুব একটা বেশি থাকবে না , তাই অধিক মুনাফার জন্য আমি পেঁপে চাষের সাথে সাথী ফসল হিসেবে এই তিনটি ফসল করছি !
    আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন কারণ এই পদ্ধতি অনেক লাভজনক !
    কোন ফসল চাষ করার জন্য কত ফুট দূরত্বের মাদা তৈরি করবেন আমি আমার ইউটিউবের অন্যান্য ভিডিওতে আপনাদের জানিয়ে দিব !
    আমি আপাতত এই ভিডিওতে টমেটো চাষ করার জন্য কিভাবে আপনি মাদা তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি !
    টমেটো চাষ করার জন্য ৩ ফুট মাদা এবং দেড় ফুট ড্রেনের ব্যবস্থা রাখতে হবে !
    তবে মনে রাখতে হবে মাদার উচ্চতা যেন কমপক্ষে ৬ থেকে ৮ ইঞ্চি হয় কারণ যত উচ্চতা মাদা তৈরি করবেন গাছের শিকড় তত গভীরে যাবে এবং গাছ শক্তিশালী হবে এবং ফলন বেশি পাবেন !
    মাদা তৈরির সময় মাথায় রাখতে হবে আপনি যদি শীতকালীন সবজি চাষের জন্য মালচিং পদ্ধতি মাদা তৈরি করেন তাহলে মাদার চারপাশে ভালো করে ঢেকে দিতে হবে , যেন মাটিতে তাপমাত্রা ভালো থাকে আর আপনি যদি গ্রীষ্মকালীন চাষাবাদ করে থাকেন তাহলে খুব একটা ডেকে না দিলেও হবে !
    আজকের ভিডিওতে আমি আপনাদের ৩৩ শতাংশ জমি চাষ করার জন্য কিভাবে উপযোগী করবেন , কি কি সার প্রয়োগ করবেন এবং কিভাবে মাদা তৈরি করবেন সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি !
    আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের সমস্যা হওয়ার কথা না , আর যদি কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন !
    পরবর্তী ভিডিওতে কিভাবে চারা লাগাতে হবে ? একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব কতটুক হওয়া উচিত এবং চারা লাগানোর পরবর্তীতে কতদিন পরপর কিভাবে ছত্রাক নাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে সবগুলো খুঁটিনাটি বিষয় আপনাদের জানিয়ে দিব !
    আপাতত আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের ভালোবাসা আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা !
    ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষি নিয়ে বাঁচুন _____
    **************
    More inquiries 👍
    আগাম টমেটো চাষ
    আগাম সবজি চাষ
    মালচিং পদ্ধতিতে মরিচ চাষ
    মালচিং পদ্ধতিতে শসা চাষ
    মালচিং পদ্ধতিতে সার প্রয়োগ
    মালচিং পদ্ধতিতে টমেটো চাষ
    মালচিং পদ্ধতিতে করলা চাষ
    মালচিং পদ্ধতিতে লাউ চাষ
    মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ
    মালচিং পদ্ধতিতে বেগুন চাষ
    মালচিং পদ্ধতিতে আলু চাষ
    মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ
    মালচিং পদ্ধতিতে পটল চাষ
    মালচিং পদ্ধতিতে ফুলকপি চাষ
    মালচিং পদ্ধতিতে সবজি চাষ
    মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষ
    মাটি শোধন করার উপায়
    মাটি শোধন করার নিয়ম
    চাষের জমিতে চুন ও ব্লিচিং পাউডারের উপকারিতা
    আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ
    বেগুনের ফল ছিদ্রকারী পোকা দমন
    গাছের শিকড় পচা রোগ
    গাছ ঝিমিয়ে পড়ার কারণ কি
    গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর উপায়
    গাছের ফল ও ডগা ছিদ্রকারী পোকা থেকে কিভাবে মুক্তি পাবো
    করলা গাছে মাচা তৈরি করার পদ্ধতি
    টমেটো গাছে মাচা তৈরি করার পদ্ধতি
    AGRO1
    চাষ করার পূর্বে জমি তৈরি করার নিয়ম
    Agro1
    Agro one
    Golshan agro
    জমিতে কীটনাশক ব্যবহার করার নিয়ম
    Related hashtag 👍#কীটনাশক #ছত্রাকনাশক #রাসায়নিক_সার #জৈব_সার #বস্তায়_আদা_চাষ_পদ্ধতি #পেঁপে_চাষ_পদ্ধতি #আগাম_টমেটো_চাষ_পদ্ধতি #বেগুনের_ফল_ছিদ্রকারী_পোকা_দমনের_উপায় #ডলোচুন_করার_নিয়ম #বিলিসিং_পাউডার_দিয়ে_কিভাবে_জমি_শোধন করব

КОМЕНТАРІ • 1

  • @AbdullahAlMamun-hb9cd
    @AbdullahAlMamun-hb9cd Рік тому +1

    আপনার ফোন নামবার টা দিবেন? please.