প্রযুক্তিনির্ভর গবেষণামুখী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস | United International University | UIU

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • দেশে শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যায়। আবার অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে অনেক খরচ এ কথা চিন্তা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না। ২০০৩ সালে উচ্চশিক্ষায় বিদেশমুখিতা কমাতে এবং দেশের মানুষের আর্থিক সাশ্রয়ের কথা চিন্তা করে যাত্রা শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের লক্ষ্যে কিছু বিদ্যানুরাগী শিল্পপতি ও প্রথিতযশা শিক্ষাবিদের উদ্যোগে ২০০৩ সালের অক্টোবর মাসে মাত্র ৭৬ জন শিক্ষার্থী নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পথচলা শুরু। ২০ বছরের পথচলায় খুব বেশি নয়, তবে শিক্ষার্থীদের বিদেশমুখিতা কমানোর যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল স্বল্প সময়েই বাস্তবায়িত হয়েছে সে স্বপ্ন। শুধু তা-ই নয়, এখানে পড়াশোনা করছেন বিভিন্ন দেশের প্রায় শতাধিক শিক্ষার্থী। স্বল্প সময়ে আন্তর্জাতিক মানের শিক্ষায় যেমন এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি, তেমনি প্রযুক্তিনির্ভর গবেষণায় পথ দেখিয়েছে এ বিশ্ববিদ্যালয়ের ভিএলএসআই ল্যাব, এইমস ল্যাব ও এনার্জি রিসার্চ সেন্টার। এসব ল্যাব ও গবেষণাগারগুলো এনে দিয়েছে জাতিসংঘের মোমেন্টাম ফর চেইঞ্জ অ্যাওয়ার্ড, ইন্টার সোলার অ্যাওয়ার্ড এবং ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড সহ আরোও অনেক অর্জন। খ্যাতি এনে দিয়েছে দেশ-বিদেশে।
    বিস্তারিত পড়ুনঃ bonikbarta.net...
    ____________________________________________________
    To know more please visit:
    ★★ Website: bonikbarta.net
    ★★ Epaper: epaper.bonikbar...
    Like Bonik Barta on Facebook: / dailybonikbarta
    Follow us on Instagram: www.instagram....
    Follow us on twitter: / bonikbartadaily
    Follow us on linked in: / dailybonikbarta
    #BonikBarta #newspaper #news

КОМЕНТАРІ • 6