Classic Story | বিড়ম্বনা | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Sahitya Chirantan | Bengali Audio Story
Вставка
- Опубліковано 9 лют 2025
- Bengali Audio Story
Bengali Classic Story
Story : Birambana (বিড়ম্বনা)
Writer : Bibhutibhushan Bandopadhyay (বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)
Narrated by Kausik and Arunika
Background music : UA-cam Audio Library
Presented by Sahitya Chirantan
Please like, comment, share and SUBSCRIBE
বিভূতি ভূষণ আমার অন্যতম প্রিয় লেখক। সেই '৮০ এর দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে বিশাল লাইব্রেরিতে তাঁর উপন্যাস, গল্প পড়তাম। এতদিন পর তার অপঠিত গল্প শুনে ভালো লাগলো। আমি ষাটোর্ধ যুবক। সময় পেলেই গল্প শুনি। এই আয়োজনের জন্য ধন্যবাদ। ঢাকা, বাংলাদেশ।
অসংখ্য ধন্যবাদ 😊
অসাধারণ গল্প ।
অনন্যসাধারণ পাঠ ।
ধন্যবাদ
অপূর্ব! প্রত্যেকবার এই একটি কথাই বলতে হয় আমাকে, অসাধারণ পাঠ আপনাদের যা হৃদয় স্পর্শ করে খুব সহজেই। খুব ভাল থাকুন আপনারা সবসময়ই।
অসংখ্য ধন্যবাদ
কতবার মুগ্ধ হওয়া যায় জানিনা।
ধন্যবাদ আপনাকে 🎉
😊
খুব সুন্দর গল্প। গল্পের বিড়ম্বনা নামটি সার্থক। আপনাদের গল্প পরিবেশনাও খুব ভালো লেগেছে। তাইতো সাহিত্য চিরন্তন আমার প্রিয় চ্যানেল। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ 😊
Khub valo. Ei rokom galper opekhai thaki. Thank you Kaushik Babu.
Dhonyobad 😊
অত্যন্ত সুন্দর একটি গল্প শুনিলাম | দেহ, মন রোমাঞ্চিত হইয়া উঠিল | বিড়ম্বনা গল্পটির বিড়ম্বনা অন্তরে উপলব্ধি করিলাম | আশ্চর্য ! বিষ্ণুর প্রথম প্রেমের প্রথম প্রেমিকা নন্দিনীকে আজও বিষ্ণুর ভীরু মন গ্রহণ করিতে পারিল না , সাক্ষাৎ করিতে ও সে ভয় পাইল, অথচ বিষ্ণুর মনের ভিতর দ্বন্দ্ব দেখিয়া মনে হইল সে তাহার সহিত সাক্ষাৎ করিতে চাইলেও ভীরু মনের মানুষ বিষ্ণু তাহা পারিলনা | বিষ্ণুর এই বিড়ম্বনা দেখিয়া গল্পের নামের সার্থকতা পাওয়া গেল | কথক কৌশিকের অপূর্ব পাঠে তাহা সুন্দর ভাবে পরিস্ফুটিত হইল | মেয়েকন্ঠে মিঠু অত্যন্ত সুন্দর ও সাবলীল | অতি সুন্দর ভাবে নন্দিনীর মেয়ের চরিত্রটিকে রূপদান করিয়াছে |
মেয়েকণ্ঠটি অরুণিকার। ধন্যবাদ
Mon chue galo .apurbo anobaddo tomar galpopath..bhalo theko
Dhonyobad, apnio valo thakben 😊
The voice of Arunika is so sweet that story became very real and presentation became so unique.
Thank you 😊
কি যে ভালো লাগলো কি করে বলি l
এককথায় অসাধারণ l
ধন্যবাদ 😊
খুউব ভাল।সাহিত্য চিরন্তন অনেক ধন্যবাদ।
ধন্যবাদ 😊
খুব সুন্দর গল্প খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ 😊
❤❤❤❤❤❤
আমি অবাক হয়ে যাই, সাহিত্য সৃষ্টি কর্তার যোগ্য উত্তরসূরী আপনারা, অনেক ধন্যবাদ, সৃষ্টি কর্তার পদতলে শতকোটি প্রনাম।
অসংখ্য ধন্যবাদ 😊
😊pp
❤❤❤
❤ সুন্দর
ধন্যবাদ 😊
Kaushik babu, arunika just awesome
Thank you 😊
শুরুতে লাইক দিয়ে রাখলাম,
😊
আমার ব্যক্তিগত জীবনে এমনি বিড়ম্বনা ছিল কিন্তু সবকিছুকে অতিক্রান্ত করে নন্দি ও তার মেয়ে তুলসী উভয়েরই স্বয়ং দাঁড়িয়ে থেকে বিবাহ দিতে বাধ্য হয়েছি অশ্রুসজল চোখ ও গভীর বুকের বেদনা নিয়ে কেনোনা উভয় বিবাহের ক্ষেত্রে নন্দির আবদারকে উপেক্ষা করতে পারি নি। অবশ্যই সেটা শুল্কহীন।
খুব ভালো লাগলো গল্পটি আর অনেকটা পুরানো স্মৃতির ব্যথা জাগিয়ে তুলল।
😊
গল্পপাঠ খুব ভালো লাগলো।
ধন্যবাদ
Excellent
Thanks
গভীর গভীর শ্বাস নেওয়ার গল্প ❤❤❤🎉
😊
অসাধারণ ❤❤❤❤️❤️❤️❤️
ধন্যবাদ 😊
💐💐💐❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবং টিমের সবাইকে। কি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন প্রতিটি চরিত্র কে।
যতই প্রশংসা করি ভালো লেগেছে বলে, মনে হয় যথেষ্ট বলা হলো না।
সব সময় অপেক্ষায় থাকি এমনই কিছু কালজয়ী মন কাড়া গল্প/ উপন্যাস শুনবো বলে। ❤❤🎉🎉
অসংখ্য ধন্যবাদ 😊
খুব ভালো হয়েছে গো কত্তামশাই, তবে বড্ড মন খারাপ হয়ে যায় তোমাদের গপ্পো শুনে❤❤❤
😊
💕💐
❤❤❤❤