ধন্যবাদ স্যার। আপনার বুঝানোর ধরন অনেক সুন্দর লেগেছে। আমার মেডামের বুঝানোর ধরনের সাথে আপনার মিল আছে। তাই আমি সহজে আপনার বুঝানোর ধরন বুঝতে পারছি। কোন টিচার কেমন পড়ায়। এটা আমি ধরতে পারি। 😊😊😊। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো স্যার। আমার হয়তো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পরিক্ষা শুরু হবে। আমার জন্য দোয়া কইরেন।
❤❤❤ আলহামদুলিল্লাহ স্যার আপনার উপস্থাপনা খুবই ভালো লাগলো, বিশেষ করে এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক❤❤❤ এছাড়াও কবিতাটাও আমার কাছে ভালো লেগেছে, বাংলা সাহিত্যে এমন কবিতা বিরল,,, খুবই ভালো লেগেছে কবিতাটা,,, আল্লাহতালা কবির সকল ভুল ত্রুটি ক্ষমা করে, তার ভালো কাজের বিনিময়ে জান্নাতবাসী করুক।
আগের সময় কোন কবি! মাতাল হয়ে ও যদি কিছু লিখে যান সেটা আমরা এই যোগে এসে তার একটা ভাব গত ধারণা তৈরি করি। তাতেই আমরা নিজের মত করে অর্থবোধ খুজার চেষ্টা করি, যা আাসলেই বিনা প্রয়োজন।
sir রাজবন্দীর জবানবন্দী,,, বাংলার জাগরন,ai sob cls gula kothay kal theke amader xm ami tolaram clg er student apnr cls gula dekhe bujata onnk sohoj hye gece kintu baki gula pacchi na oi gula dile o onnk valo hoto
এগুলো খুব সহজ বিষয়। যেকোনো ব্যাকরণ বই দেখলেই পারা যাবে। তাই এগুলো নিয়ে ভিডিও করছি না। যেগুলো বুঝতে একটু কষ্ট হয় সেগুলো সহজভাবে বোঝানোর জন্যই মূলত ভিডিও করি।
স্যার আপনি আমাদেরকে শিখাতে শিখাতে অনেক হাঁপিয়ে যাচ্ছেন মানে আপনার গলা শুকিয়ে যাচ্ছে। প্লিজ স্যার আপনি মাঝেমধ্যে একটু পানি খেয়ে নিবেন। আরো অনেক ধন্যবাদ স্যার । আপনার এই ক্লাসগুলোর জন্য আমার এত সময় নষ্ট হচ্ছে না সহজেই সবটা বুঝতে পারছি
গুগোল থেকে ইসলামি রেনেসাঁস সম্পর্কে একটা নিবন্ধ পড়ুন, মূল কবিতা কয়েকবার পাঠ করুন এরপর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন।
ডাহুক
ফররুখ আহমদ
রাত্রিভ’র ডাহুকের ডাক....
এখানে ঘুমের পাড়া, স্তব্ধদীঘি অতল সুপ্তির!
দীর্ঘ রাত্রি একা জেগে আছি।
ছলনার পাশা খেলা আজ প’ড়ে থাক,
ঘুমাক বিশ্রান্ত শাখে দিনের মৌমাছি,
কান পেতে শোনো আজ ডাহুকের ডাক।
তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে
ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে,
অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে
স্বপ্নের প্রবাল।
অবিশ্রাম ঝ’রে ঝ’রে পড়ে
শিশির পাখার ঘুম,
গুলে বকৌলির নীল আকাশ মহল
হ’য়ে আসে নিসাড় নিঝুম,
নিভে যায় কামনা চেরাগ;
অবিশ্রান্ত ওঠে শুধু ডাহুকের ডাক।
কোন্ ডুবুরির
অশরীরী যেন কোন্ প্রচ্ছন্ন পাখীর
সামুদ্রিক অতলতা হ’য়ে মৃত্যু-সুগভীর ডাক উঠে আসে,
ঝিমায় তারার দীপ স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে।
তুমি কি এখনো জেগে আছো?
তুমি কি শুন্ছো পেতে কান?
তুমি কি শুন্ছো সেই নভঃগামী শব্দের উজান?
ঘুমের নিবিড় বনে সেই শুধু সজাগ প্রহরী!
চেতনার পথ ধরি চলিয়াছে তার স্বপ্ন-পরী,
মন্থর হাওয়ায়।
সাথী তন্দ্রাতুর।
রাত্রির পেয়ালা পুরে উপচিয়া প’ড়ে যায় ডাহুকের সুর।
শুধু সুর বাসে
বেতস বনের ফাঁকে চাঁদ ক্ষ’য়ে আসে
রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাঁতোয়া আকাশে।
মনে হয় তুমি শুধু অশরীরী সুর!
তবু জানি তুমি সুর নও,
তুমি শুধু সুরযন্ত্র। তুমি শুধু বও
আকাশ-জমানো ঘন অরণ্যের অন্তর্লীন ব্যথাতুর গভীর সিন্ধুর
অপরূপ সুর...
অফুরান সুরা...
ম্লান হ’য়ে আসে নীল জোছনা বিধুর
ডাহুকের ডাকে!
হে পাখী! হে সুরাপাত্র! আজো আমি
চিনিনি তোমাকে।
হয়তো তোমাকে চিনি, চিনি ঐ চিত্রিত তনুকা,
বিচিত্র তুলিতে আঁকা
বর্ণ সুকুমার।
কিন্তু যে অপূর্ব সুরা কাঁদাইছে রাত্রির কিনার
যার ব্যথা-তিক্ত রসে জ’মে ওঠে বনপ্রান্তে বেদনা দুঃসহ,
ঘনায় তমালে, তালে রাত্রির বিরহ
সেই সুর পারি না চিনিতে।
মনে হয় তুমি শুধু সেই সুরাবাহী
পাত্র ভরা সাকী।
উজাড় করিছ একা সুরে ভরা শারাব-সুরাহি
বনপ্রান্তে নিভৃত একাকী।
হে অচেনা শারাবের ‘জাম’!
যে সুরার পিপাসায় উন্মুখ, অধীর অবিশ্রাম
সূর্যের অজানা দেশে
তারার ইশারা নিয়ে চলিয়াছ এক মনে ভেসে
সুগভীর সুরের পাখাতে,
স্তব্ধ রাতে
বেতস প্রান্তর ঘিরে
তিমিরি সমুদ্র ছিঁড়ে
চাঁদের দুয়ারে;
যে সুরার তীব্র দাহে ভেসে চলো উত্তাল পাথারে,
প্রান্তরে তারার ঝড়ে
সেই সুরে ঝ’রে পড়ে
বিবর্ণ পালক,
নিমেষে রাঙায়ে যায় তোমার নিষ্প্রভ তনু বিদ্যুৎ ঝলক,
তীর তীব্র গতি নিয়ে ছুটে যায় পাশ দিয়ে উল্কার ইশারা,
মৃত অরণ্যের শিরে সমুদ্রের নীল ঝড় তুলে যায় সাড়া
উদ্দাম চঞ্চল;
তবু অচপল
গভীর সিন্ধুর
সুদুর্গম মূল হ’তে তোলো তুমি রাত্রি ভরা সুর।
ডাহুকের ডাক...
সকল বেদনা যেন সব অভিযোগ যেন
হ’য়ে আসে নীরব নির্বাক।
রাত্রির অরণ্যতটে হে অশ্রান্ত পাখী!
যাও ডাকি ডাকি
অবাধ মুক্তির মত।
ভারানত
আমরা শিকলে,
শুনি না তোমার সুর, নিজেদেরি বিষাক্ত ছোবলে
তনুমন করি যে আহত।
এই ম্লান কদর্যের দলে তুমি নও,
তুমি বও
তোমার শৃঙ্খলমুক্ত পূর্ণ চিত্তে জীবন মৃত্যুর
পরিপূর্ণ সুর।
তাই মুক্তি মুক্তপক্ষ নিভৃত ডাহুক,
পূর্ণ করি বুক
রিক্ত করি বুক
অমন ডাকিতে পারো। আমরা পারি না।
বেতস লতার তারে থেকে থেকে বাজে আজ বাতাসের বীণা:
ক্রমে তা’ও থেমে যায়;
প্রাচীন অরণ্যতীরে চাঁদ নেমে যায়;
গাঢ়তর হ’ল অন্ধকার।
মুখোমুখি ব’সে আছি সব বেদনার
ছায়াচ্ছন্ন গভীর প্রহরে।
রাত্রি ঝ’রে পড়ে
পাতায় শিশিরে...
জীবনের তীরে তীরে...
মরণের তীরে তীরে...
বেদনা নির্বাক।
সে নিবির আচ্ছন্ন তিমিরে
বুক চিরে, কোন্ ক্লান্ত কণ্ঠ ঘিরে দূর বনে ওঠে শুধু
তৃষাদীর্ণ ডাহুকের ডাক॥
অসংখ্য ধন্যবাদ
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
@@nivritbangla ধন্যবাদ।
welcome
❤️❤️
লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
অনেক কৃতজ্ঞ
অসংখ্য মোবারক বাদ জানালাম
ধন্যবাদ
ধন্যবাদ স্যার। আপনার বুঝানোর ধরন অনেক সুন্দর লেগেছে। আমার মেডামের বুঝানোর ধরনের সাথে আপনার মিল আছে। তাই আমি সহজে আপনার বুঝানোর ধরন বুঝতে পারছি। কোন টিচার কেমন পড়ায়। এটা আমি ধরতে পারি। 😊😊😊। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো স্যার। আমার হয়তো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পরিক্ষা শুরু হবে। আমার জন্য দোয়া কইরেন।
শুভকামনা
আসসালামু আলাইকুম স্যার অনেক সুন্দর করে আপনি বুঝিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইলো আপনার প্রতি।
ওয়ালাইকুম আস সালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Sir onek onek dhonnobad. Khub valovabe bujhte parci. Agamikal amder exam doya korben
পরীক্ষার জন্য শুভকামনা
স্যার আপনি একজন বিচক্ষণ ব্যাক্তি। স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করবেন আমরা যেন আপনার মত হতে পারি।
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য।
Ato sundor kore bujanor jonno thanks, brilliant 👍
welcome
থ্যাংকস স্যার। 🥰
আল্লাহ আপনার সহায় হোক। 🙂
আমিন
assalamualaikum sir apner pra onek onek sundor apner mto kew jdi amon kre physics camistry prato tahole onek valo hto
ধন্যবাদ
খুব সুন্দর হয়েছে স্যার। আমি দোয়া করি আপনি চিরজীবী হন। যেন আমার মত দুর্বল ছাত্র ছাত্রীকে আপনি সবল করে তুলতে পারেন।
আমিন🤲
আসসালামু আলাইকুম,স্যার।
খুব ভালোভাবে কবিতা টা বুঝতে পারলাম।
অনেক অনেক ধন্যবাদ,
আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
শুভকামনা
ধন্যবাদ স্যার❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে কবিকে আমি বলব একটা মাথামোটা এমন কবিতা লিখেছে যে বাংলা ভাষা পুরাই মেরে ফেলেছ
😄😄😄
❤❤❤ আলহামদুলিল্লাহ স্যার আপনার উপস্থাপনা খুবই ভালো লাগলো, বিশেষ করে এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক❤❤❤ এছাড়াও কবিতাটাও আমার কাছে ভালো লেগেছে, বাংলা সাহিত্যে এমন কবিতা বিরল,,, খুবই ভালো লেগেছে কবিতাটা,,, আল্লাহতালা কবির সকল ভুল ত্রুটি ক্ষমা করে, তার ভালো কাজের বিনিময়ে জান্নাতবাসী করুক।
আমিন। শুভকামনা রইল
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ।
আমিন
ধন্যবাদ স্যার আপনার ভিডিও গুলো সব দেখতেসি পরীক্ষার আগে, দোয়া করবেন ❤️। পরীক্ষা ভালো হলে কমেন্ট জানিয়ে যাবো☺️
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
😂😂😂😂😂😂😂😂😂😂😂
sir kal amr exm dowa krben amr jnno r apnke onk dhonnobad ato sundor kre bujhanor jnno❤❤
স্যার কাল পরীক্ষা আপনি ভিডিও টি করায় খুব উপকার হল
পরীক্ষার জন্য শুভকামনা
খুব সুন্দর করে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ। ❤❤কবির উপরে বিরক্ত ধরে গিয়েছিল। কিন্তু শেশ এর বক্তব্যের জন্য সেটা আর হইল না। 😊
ধন্যবাদ
অনেক ধন্যবাদ স্যার।কালকে পরীক্ষা দোয়া চাই।
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
খুবই চমৎকার বিশ্লেষণ..
ধন্যবাদ
Great post.
thank you
অনেক ধন্যবাদ,উপকৃত হলাম।❤
শুভকামনা
ধন্যবাদ স্যার,,,,আমি আপনার সকল ক্লাস শুনি।
শুভকামনা
@@nivritbangla sir apnar kache Bangla private poda jabhe???
বাসা কোথায়?
@@nivritbangla বাসায় কবির হাট কাছে
খুব সুন্দর ......sir
thanks
ভালো লাগলো স্যার।
কাল থেকে পরিক্ষা,
দোয়া করবেন স্যার
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
Sir amr senbag bari..feni clg a abr exam dibo kal theke apnr sob gula vedio dekteci Onk upokar hocce mon thke donnobad sir
পরীক্ষার জন্য শুভকামনা
ধন্যবাদ অনেক
Welcome
Go ahead Sir
thank you
অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার 🙏🤗📝
শুভকামনা
আসসালামআলাকুম স্যার। কেমন আছেন। আপনার ক্লাস গুলো অসাধারণ। ক্লাস করতে খুবই ভালো লাগে স্যার।
ধন্যবাদ
খুব ভাল লাগলো স্যার
অসংখ্য ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার 🥰 খুবেই সুন্দর করে কবিতাটি ব্যাখ্যাাসহ আবৃত্তি করলেন ❤️
শুভকামনা
কবিতাটা মনে গভীরতা দিয়ে উপলব্ধি করলে অনেক সুন্দর
হুম। ধন্যবাদ
স্যার দোয়া করবেন, কালকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
Many many thanks ❤️
welcome
Thanks
welcome
ধন্যবাদ স্যার ❤
ধন্যবাদ স্যার। অনেক ভালো লাগলো❤️
শুভকামনা
❤️❤️
ধন্যবাদ
Thank u sir
welcome
onek valo laglo
ধন্যবাদ
nice presentation
thanks a lot
Thanks 😊
welcome
আপনার মত প্রতিটি বই এইভাবে যদি কেউ পড়াতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো।
হুম। ধন্যবাদ
Thank you.
welcome
অনেক অনেক ধন্যবাদ❤
শুভকামনা
Onek thanks sir apner kotha khub clear bujte pari
welcome
Thanks you sir sundor kori busanur jonno
welcome
think you sir.
welcome
খুব সুন্দর হইছে
ধন্যবাদ স্যার
শুভকামনা
ধন্যবাদ স্যার
শুভকামনা
চমৎকার
ধন্যবাদ
❤
ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ
আগের সময় কোন কবি! মাতাল হয়ে ও যদি কিছু লিখে যান সেটা আমরা এই যোগে এসে তার একটা ভাব গত ধারণা তৈরি করি। তাতেই আমরা নিজের মত করে অর্থবোধ খুজার চেষ্টা করি, যা আাসলেই বিনা প্রয়োজন।
আসলেই এগুলো পড়ার কোন মানেই হই না।
🇧🇩❤️
tnq sir🙏
welcome
Very nice 💞💞
thank you
❤❤❤ ধন্যবাদ স্যার
শুভকামনা
Tnx Sir
welcome
স্যার, আপনার প্রতিটা ভিডিও খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেন।
আপনার ভিডিও দেখে আমরা অনেক উপকৃত হচ্ছি।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক..!🤲🤲
ধন্যবাদ
Tnx
welcome
সামাজিক জীবনে এইসব পরে লাভটা কী আমাদের জীবনে কী এইসব কাজে লাগবে
আগামী কালকে আমাদের পরীক্ষা স্যার দোয়া করবেন।
আপনি যদি পারেন...........??
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
ধন্যবাদ স্যার!❤
শুভকামনা
ডাহুক এর ডাক মাঝরাতে শুনা যায় আমাদের বাড়িতে
বাহ! খুবই সুন্দর
Sir, agamikl porikha duya korbn sir
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকল দর্শন এবং ইতিহাস ডিগ্রী 2nd বর্ষের সাজেশন এর বিষয়ে আমাদের একটু পড়াবেন
Nice 👍
Sir eigular kothain vashai likha pora gula amader porte hocche eita niye apni ki bolben?
আপনি অসাধারণ স্যার।
কাল আমাদের পরিক্ষা,দোয়া করবেন।
আপনার যোগাযোগ নাম্বার টা পেলে কৃতজ্ঞ থাকিব😍
দোয়া ও শুভকামনা রইলো সব সময়ের জন্য
apnar lecturer oupor aj exam dilam. va;o legeche sir....asa kori valo vobe porer gulo...
so ,,next subject ar lecture pabo kon link a?>>>
আমি তো বাংলা বিষয়ের শিক্ষক। বাংলা ছাড়া অন্য বিষয় তো পড়াই না। যাই হোক, পরীক্ষার জন্য শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ ❤😮
শুভকামনা
আমিও সেনবাগে চাকরি করি,,
কাল আমার পরিক্ষা
পরীক্ষার জন্য শুভকামনা
sir রাজবন্দীর জবানবন্দী,,, বাংলার জাগরন,ai sob cls gula kothay kal theke amader xm ami tolaram clg er student apnr cls gula dekhe bujata onnk sohoj hye gece kintu baki gula pacchi na oi gula dile o onnk valo hoto
কয়েকটি ক্লাস ভিডিও করা এখনও বাকি আছে। ওগুলোও আপলোড করবো আস্তে আস্তে। তবে সময়মতো আপলোড করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি।
Yr ডিপার্টমেন্ট
আপনার মত পতি টা বই যদি এমন ভাবে পড়াতো কত যে ভালো হতো।
ধন্যবাদ
5.35
বুঝতে আর সমস্যা হবে না আশা করি
শুভকামনা
Sir ami Chattogram theke sonsi
শুভেচ্ছা ও শুভকামনা রইলো
@@nivritbangla দোয়া করবেন, কালকে পরীক্ষা।
@@nivritbangla স্যার, মানপত্র নিয়ে ভিডিও তৈরি করেন, প্লিজ।
আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য সব সময়ই দোয়া থাকে।
এগুলো খুব সহজ বিষয়। যেকোনো ব্যাকরণ বই দেখলেই পারা যাবে। তাই এগুলো নিয়ে ভিডিও করছি না। যেগুলো বুঝতে একটু কষ্ট হয় সেগুলো সহজভাবে বোঝানোর জন্যই মূলত ভিডিও করি।
2016-17 borser degree 2nd year er BBS sakhar kew thakle please amake knock den, amar kisu information lagbe
কমেন্ট করার জন্য ধন্যবাদ
Assalamualaikum. Is the idea of this poem somehow similar to the idea of the poem Balaka of Rabi Tagore?
বলাকা এবং ডাহুক দুটি ভিন্ন ধারার কবিতা। বলাকা গতির প্রতীক। ডাহুক সুফি সাধনায় আত্মমুক্তির প্রেরণার প্রতীক।
স্যার আপনি আমাদেরকে শিখাতে শিখাতে অনেক হাঁপিয়ে যাচ্ছেন মানে আপনার গলা শুকিয়ে যাচ্ছে। প্লিজ স্যার আপনি মাঝেমধ্যে একটু পানি খেয়ে নিবেন। আরো অনেক ধন্যবাদ স্যার । আপনার এই ক্লাসগুলোর জন্য আমার এত সময় নষ্ট হচ্ছে না সহজেই সবটা বুঝতে পারছি
পরামর্শের জন্য ধন্যবাদ এবং শুভকামনা
😮
Sir last e skip kno korlen😢😢😢😢😢
ব্যাখ্যা ঘুরেফিরে একই রকম এজন্য স্কিপ করেছি।
বুঝতে পারছি না
গুগোল থেকে ইসলামি রেনেসাঁস সম্পর্কে একটা নিবন্ধ পড়ুন, মূল কবিতা কয়েকবার পাঠ করুন এরপর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন।
sorry to say
Thik moto bujhaite paren nai..
না বোঝার জন্য ধন্যবাদ। সবাই বুঝতে পারবে এমন কোনো কথা নেই। কেউ কেউ বুঝলেই আমার সার্থকতা।
@@nivritbangla last r kobita korlen skip
Skip korle ki bujbo🙄
চমৎকার
Sir thanks
welcome
Very nice 💞💞
thank you
❤️❤️❤️
ধন্যবাদ
Tnx sir
welcome
Thanks
Welcome
❤❤❤❤
ধন্যবাদ