খেজুর জাফরান বাদাম মিল্কসেক

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • ক্যানসার দূর করে , ,কোষ্ঠকাঠিন্য দূর করে , কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে , রক্তচাপ নিয়ন্ত্রণ করে ,হজমে সমস্যা এবং হজম সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা দূর করে। আমাদের খেজুর জাফরান বাদাম মিল্কসেক পাউডারটিতে ব্যবহার করা হয় প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেস কাঠবাদাম , কাজুবাদাম, পেস্তাবাদাম , থাই চিনাবাদাম, আখরোট,ইরানি সুপার নেকিন জাফরান, খেজুর।মস্তিষ্ককে রিলাক্স (Relax) করতে সহায়তা করে আর অগনিত সমস্যার হাত থেকে নিজেকে দূরে রাখতে খেতে হবে প্রতিদিন ২-৩ চামুচ এনারজেটিক সুপার বুস্টার খেজুর জাফরান বাদাম মিল্কসেক।
    ❤ খেজুর
    👉🏿 কোষ্ঠকাঠিন্য দূর করেঃ খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে।
    👉🏿মস্তিষ্ক সচল রাখেঃ খেজুরের সব চেয়ে বড় গুণ হলো এই ফলটি মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে। আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির জোগান দিতে সক্ষম এই পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু ফলটি।
    👉🏿ওজন নিয়ন্ত্রণঃ ওজন কমানোর জন্য খেজুর খুবই কার্যকরী। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায়। আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন ওজনও নিয়ন্ত্রণে থাকে।
    👉🏿গর্ভবতী নারীদের জন্য উপকারী
    👉🏿হিমোগ্লোবিন বাড়ায়
    👉🏿ত্বককে টানটান করে
    👉🏿হার্টের সমস্যা দূর করে
    👉🏿খুসখুসে কাশি দূর করে
    ❤ জাফরান
    👉🏽 জাফরানে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডের সমস্যাজনিত রোগ দূর করে।
    👉🏽হজমে সমস্যা এবং হজম সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে জাফরান।
    👉🏽 জাফরানের পটাশিয়াম আমাদের দেহে নতুন কোষ গঠন এবং ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তুলতে সহায়তা করে।
    👉🏽এর নানা উপাদান আমাদের মস্তিষ্ককে রিলাক্স (Relax) করতে সহায়তা করে, এতে করে মানসিক চাপ ও বিষন্নতা জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
    👉🏽জাফরানের ক্রোসিন (Crocin) নামক উপাদানটি অতিরিক্ত জ্বর কমাতে সহায়তা করে।
    ❤ বাদাম
    👉🏼 বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে।
    👉🏼 বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই প্রতিদিন বাদাম খাওয়া শুরু করলে হাড়ের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকবে।
    👉🏼 হজম প্রক্রিয়া মজবুত করে
    👉🏼 বাদামে এমন কিছু উপাদান রয়েছে, যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
    👉🏼 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
    👉🏼 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মৌল। তাই ম্যাগনেসিয়ামের পরিমাণ সঠিক থাকলে ইনসুলিনের সঠিক কার্যকলাপ বজায় থাকে।
    📞অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করুন-01749-590096, 01712-655165.
    #Manzile
    #Manzilebd
    #Milkshake
    #Khejurbadammilkshake
    #Badam
    #Nuts
    #Dates
    #Jafran
    #BestQuality
    #ArabianLifeStyle

КОМЕНТАРІ •