বৈঠা ছাড়া বৌলতলী নদী পার হওয়া বিখ্যাত শ্রীমৎ মনু গোঁসাইয়ের আশ্রমবাড়ি ঘুরে দেখুন || উজিরপুর || বরিশাল
Вставка
- Опубліковано 7 лют 2025
- বৌলতোল খেয়া ঘাঁটে মাঝি ও বৈঠা ছাড়া, মনু গোঁসাই মতুয়া দল নিয়ে নদী পার হয়েছিলেন। সেই অলৌকিক লীলা মাধুর্যের কথা সকলেই জানেন। জাগরণ গোষ্ঠীর মতুয়া তীর্থস্থান পরিক্রমায় ৩য় পর্বে দেখবেন শ্রী মনিন্দ্রনাথ গোস্বামীর পুণ্যভূমি, বরিশালে অবস্থিত আশ্রমবাড়ির আদ্যপান্ত এবং জানতে পারবেন শ্রীমৎ মনু গোঁসাইয়ের জীবনের নানা অজানা লীলা কাহিনী। মতুয়াদের নিত্য নতুন ভিডিও পেতে জাগো মতুয়া চ্যানেল টি SUBSCRIBE করে রাখুন।
-------------------------
শ্রীমৎ মনিন্দ্রনাথ গোস্বামী (মনু গোঁসাই) সেবাশ্রম।
সেবাশ্রমের ঠিকানা- গ্রামঃ পূর্বহারতা, উপজেলাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল।
অনুসন্ধানঃ জাগরণ গোষ্ঠী (জাগরণ পত্রিকা)।
মিডিয়া পার্টনারঃ জাগো মতুয়া
ভিডিও ধারণঃ ঋত্বিক বালা
সম্পদনাঃ আকাশ বালা
-------------------------
►►Follow Us
UA-cam:- / jagomatua
Website:- jagomatua.blog...
Group:- / 619525808244849
Page:- / jagomotua
-------------------------
#মতুয়া #তীর্থস্থান #পরিক্রমা #জাগরণ #গোষ্ঠী #পত্রিকা #অনুসন্ধানী # প্রতিবেদন #মনু #গোঁসাই #পূর্ব #হারতা #উজিরপুর #বরিশাল
#হরিসঙ্গীত #মতুয়া #মতুয়াধর্ম #কীর্তন #মহোৎসব #মতুয়ামেলা #জাগোমতুয়া #হরিচাঁদ #গুরুচাঁদ #ঠাকুর #মতুয়াদল #ওড়াকান্দি #ঠাকুরনগর
-------------------------
Please Likes, Comment & Share and Thanks
জয় হরিবোল জয় তারক
জয় হরি চাঁদ গুরু চাঁদ ঠাকুরের, জয় মতুয়া ধর্মের.
Joy baba Harichand, santimata ❤️🙏🙏🙏
জয় হরিবোল জয় গুরুচাঁদ জয় মতুয়া ধর্ম জয়
জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া 🙏🙏🚩🚩
জয় হরি বোল
হরিবোল🙏🙏🙏🙏🙏🌹
স্বরচিত মতুয়া সংগীত(২৪)
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
আমার মনিচাঁদের প্রেমবাজারে- কাম কামনার নাই বালাই।
তথা ভক্তি বিক্রি একমন দরে- আমার কেবল ভাগ্যে নাই।।ঐ
১)এ বাজারে এক ব্যাপারী,নারায়ণ পাগল নিক্তি ধরি,
দিতেছে প্রেম ওজন করি,যার যা দরকার নিচ্ছে তাই।।ঐ
২)সদানন্দে মহানন্দে,ক্রেতা ডাকে গীত ছন্দে,
ধন্য পূণ্য মোঁচা বান্ধে,তুলে দিচ্ছে প্রেম নিমাই।।ঐ
৩)মাখন মুকুন্দ গোপাল,হরেণ ধীরেণ আর প্রিয়লাল,
খরিদ করে সকাল বিকাল,সব দোকানে সকল ঠাঁই।।ঐ
৪)হরকুমার জগদীশ মতি,বাজারে ধায় শীঘ্র গতি,
সুকুমার সুখো সম্প্রতি,বাজারমুখি দেখতে পাই।।ঐ
৫)মনিচাঁদের প্রেম মোকামে,তিন প্রহরী ডানে বামে,
বুদ্ধি সদাই বিশাই নামে,পাহারা দেয় বসে ভাই।।ঐ
৬)নষ্ট অমিত কষ্টে আছে, গেলনা বাজারের কাছে,
তার বাঁচা মরা সমান মিছে,দিন থাকতে সে দীন কানাই।।ঐ
\\\\\\\\\\\\\\\\\\\\\\\
অমিতাভ মল্লিক অমি
আজিমপুর,ঢাকা।
Joy horebol 🙏🙏🙏
anik
জয় হরি বল 👏👏👏👏👏
জয় হরি বোল
anik
জয় হরিবোল।
❤হরিবোল