ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য ধাপে ধাপে সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো: ১.প্রথমে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যান (eticket.railway.gov.bd)- অথবা "Rail Sheba" অ্যাপ ডাউনলোড করতে পারেন (অ্যান্ড্রয়েড বা আইওএস স্টোর থেকে)। --- ২.একটি অ্যাকাউন্ট তৈরি করুন (যদি না থাকে) -"Sign Up" বা "নিবন্ধন" অপশনে ক্লিক করুন। - প্রয়োজনীয় তথ্য দিন: - নাম - মোবাইল নম্বর - ইমেইল - জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর - পাসওয়ার্ড সেট করুন। - সব তথ্য ঠিকঠাক দিলে আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে। সেটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। --- ৩.অ্যাকাউন্টে লগইন করুন: - ওয়েবসাইট বা অ্যাপে আপনার ইমেইল/মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। --- ৪.টিকিটের জন্য ট্রেন এবং তারিখ নির্বাচন করুন - "Purchase Ticket" বা "টিকিট ক্রয়"** অপশনে ক্লিক করুন। - স্টেশন নির্বাচন করুন: - From (যাত্রা শুরুর স্টেশন): ঢাকা (Biman Bandar বা Kamalapur) -To (গন্তব্য স্টেশন): কক্সবাজার - যাত্রার তারিখ এবং শ্রেণী (শোভন, এসি, কেবিন ইত্যাদি) নির্বাচন করুন। --- ৫.টিকিটের বিস্তারিত দেখুন এবং সিট বুক করুন - ট্রেনের তালিকা এবং সিটের অবস্থা দেখানো হবে। - আপনার পছন্দের ট্রেন এবং সিট নির্বাচন করুন। - সিট কনফার্ম করতে "Proceed to Payment" অপশনে ক্লিক করুন। --- ৬.পেমেন্ট সম্পন্ন করুন - পেমেন্ট অপশন থেকে যে কোনো একটি বেছে নিন: -বিকাশ/নগদ/রকেট -ডেবিট/ক্রেডিট কার্ড -ইন্টারনেট ব্যাংকিং - পেমেন্ট সম্পন্ন হলে একটি "Confirmation SMS/Email" পাবেন। --- ৭.টিকিট ডাউনলোড এবং সংরক্ষণ করুন - টিকিট নিশ্চিত হওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে E-Ticket ডাউনলোড করুন। - এটি মোবাইল ফোনে সংরক্ষণ করুন বা প্রিন্ট করে নিন। - যাত্রার দিন NID(জাতীয় পরিচয়পত্র) বা তার কপি সঙ্গে রাখুন। ------------------------------- গুরুত্বপূর্ণ টিপস: 1. টিকিট কাটার সময় সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ওয়েবসাইট সচল থাকে। 2. টিকিট কাটার সময় অনেক সময় সার্ভার ব্যস্ত থাকতে পারে, তাই আগেভাগে চেষ্টা করুন(এক দেড় সপ্তাহ আগে) 3. যাত্রার দিন মোবাইলে টিকিটের সফট কপি দেখালেও চলবে, আলাদা করে প্রিন্ট করার প্রয়োজন নেই। 4. জাতীয় পরিচয়পত্র (NID) না থাকলে জন্ম নিবন্ধন নম্বরও ব্যবহার করা যায়। এই পদ্ধতি অনুসরণ করলে সহজেই ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারবেন।
ছুটির দিনগুলোতে একটু ভিড় বেশি । তাই ছুটির দিনগুলো এড়িয়ে যাওয়াটাই ভালো হবে । এছাড়া আমি যে হোটেলে উঠেছিলাম সেটিতে যেতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন ।
ভাই stand trick বলতে কি বুঝিয়েছেন সঠিক বুঝতে পারলাম না । তবে আপনি যদি বোঝাতে চান ট্রেনে স্ট্যান্ড টিকেট দেওয়া হয় কিনা সে ক্ষেত্রে আমার উত্তর হলো : না স্ট্যান্ড টিকিট দেওয়া হয় না । তবে কেউ কেউ ভিন্ন কোন উপায়ে দাঁড়িয়ে ট্রেন ভ্রমণ করে থাকতে পারেন ।
ভিডিওর শেষের দিকে মোট খরচ (ট্রেন ভাড়া,হোটেল রুম ভাড়া, খাওয়া...) বিস্তারিত হিসেবে দেওয়া আছে । এবং ভালো করে খেয়াল করলে দেখবেন হোটেল ভাড়া নেওয়ার ব্যাপারে যোগাযোগ করার জন্য ডিসপ্লে তে ফোন নাম্বার দেওয়া আছে । এরপরও কোন প্রবলেম হলে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন 🥰
কলাতলি থাকতে চাইলে আমাদের দেওয়া হোটেলের ফোন নাম্বারে কল করে দেখতে পারেন । তাছাড়া সুগন্ধায় সোহাগ গেস্ট হাউজ,এলিট কক্স রিসোর্ট, সি ফ্রন্ট রিসোর্ট এ খোঁজ নিয়ে দেখতে পারেন ।
কলাতলি থাকতে চাইলে আমাদের দেওয়া হোটেলের ফোন নাম্বারে কল করে দেখতে পারেন । তাছাড়া সুগন্ধায় সোহাগ গেস্ট হাউজ,এলিট কক্স রিসোর্ট, সি ফ্রন্ট রিসোর্ট এ খোঁজ নিয়ে দেখতে পারেন ।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য ধাপে ধাপে সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
১.প্রথমে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যান (eticket.railway.gov.bd)- অথবা "Rail Sheba" অ্যাপ ডাউনলোড করতে পারেন (অ্যান্ড্রয়েড বা আইওএস স্টোর থেকে)।
---
২.একটি অ্যাকাউন্ট তৈরি করুন (যদি না থাকে)
-"Sign Up" বা "নিবন্ধন" অপশনে ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য দিন:
- নাম
- মোবাইল নম্বর
- ইমেইল
- জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
- পাসওয়ার্ড সেট করুন।
- সব তথ্য ঠিকঠাক দিলে আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে। সেটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন।
---
৩.অ্যাকাউন্টে লগইন করুন:
- ওয়েবসাইট বা অ্যাপে আপনার ইমেইল/মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
---
৪.টিকিটের জন্য ট্রেন এবং তারিখ নির্বাচন করুন
- "Purchase Ticket" বা "টিকিট ক্রয়"** অপশনে ক্লিক করুন।
- স্টেশন নির্বাচন করুন:
- From (যাত্রা শুরুর স্টেশন): ঢাকা (Biman Bandar বা Kamalapur)
-To (গন্তব্য স্টেশন): কক্সবাজার
- যাত্রার তারিখ এবং শ্রেণী (শোভন, এসি, কেবিন ইত্যাদি) নির্বাচন করুন।
---
৫.টিকিটের বিস্তারিত দেখুন এবং সিট বুক করুন
- ট্রেনের তালিকা এবং সিটের অবস্থা দেখানো হবে।
- আপনার পছন্দের ট্রেন এবং সিট নির্বাচন করুন।
- সিট কনফার্ম করতে "Proceed to Payment" অপশনে ক্লিক করুন।
---
৬.পেমেন্ট সম্পন্ন করুন
- পেমেন্ট অপশন থেকে যে কোনো একটি বেছে নিন:
-বিকাশ/নগদ/রকেট
-ডেবিট/ক্রেডিট কার্ড
-ইন্টারনেট ব্যাংকিং
- পেমেন্ট সম্পন্ন হলে একটি
"Confirmation SMS/Email" পাবেন।
---
৭.টিকিট ডাউনলোড এবং সংরক্ষণ করুন
- টিকিট নিশ্চিত হওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে E-Ticket ডাউনলোড করুন।
- এটি মোবাইল ফোনে সংরক্ষণ করুন বা প্রিন্ট করে নিন।
- যাত্রার দিন NID(জাতীয় পরিচয়পত্র) বা তার কপি সঙ্গে রাখুন।
-------------------------------
গুরুত্বপূর্ণ টিপস:
1. টিকিট কাটার সময় সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ওয়েবসাইট সচল থাকে।
2. টিকিট কাটার সময় অনেক সময় সার্ভার ব্যস্ত থাকতে পারে, তাই আগেভাগে চেষ্টা করুন(এক দেড় সপ্তাহ আগে)
3. যাত্রার দিন মোবাইলে টিকিটের সফট কপি দেখালেও চলবে, আলাদা করে প্রিন্ট করার প্রয়োজন নেই।
4. জাতীয় পরিচয়পত্র (NID) না থাকলে জন্ম নিবন্ধন নম্বরও ব্যবহার করা যায়।
এই পদ্ধতি অনুসরণ করলে সহজেই ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারবেন।
@@Lutforasif হ্যালো
@@Lutforasif ইউটিউবার দেখছি আপনার মত দেখি নাই, এত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন।সরাসরি কি কাটা যায়?
ধন্যবাদ ভাই ভিডিওটি দেওয়ার জন্য কিছু দিনের মধ্যেই যাবো আমরা ❤
অনেক ধন্যবাদ ওমর তোমাকে 😊
কি ভাবে অনলাইনে টিকেট কাটে
Love from Chattogram ❤🎉
Many many thanks from the core of heart 💗. Brother Stay tune all time ❣️
Wow so Nice Video 💝💝💝💝💝💝💝
So appreciating comment 😊
ASIF VAI IRELAND THEKE APNAR VIDEO DEKCI
জেনে ভীষন ভালো লাগলো,আপনি এত দূর থেকে আমার ভিডিও টি দেখছেন । সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আশা করি পরবর্তী সবগুলো ভিডিওতে আপনার কমেন্ট পাবো । ❤️❤️❤️
Ekhon vir kemon ?? Hotel room naki pawa jay na ekhon?
ছুটির দিনগুলোতে একটু ভিড় বেশি । তাই ছুটির দিনগুলো এড়িয়ে যাওয়াটাই ভালো হবে । এছাড়া আমি যে হোটেলে উঠেছিলাম সেটিতে যেতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন ।
good
Thank you.
ভাই কক্সবাজার কইটাই পৌছাইছেন ?????
বিকেলে ৪ টায় ভাই ।
@Lutforasif শুকরিয়া ভাই,, প্রয়োজনীয় তথ্য রিপ্লাই করার জন্য। ❤️❤️❤️❤️❤️
Very nice 🎉❤🎉
Many many thanks.Your comment is appricoation for me.
Stand trick dey ki vai
ভাই stand trick বলতে কি বুঝিয়েছেন সঠিক বুঝতে পারলাম না । তবে আপনি যদি বোঝাতে চান ট্রেনে স্ট্যান্ড টিকেট দেওয়া হয় কিনা সে ক্ষেত্রে আমার উত্তর হলো : না স্ট্যান্ড টিকিট দেওয়া হয় না । তবে কেউ কেউ ভিন্ন কোন উপায়ে দাঁড়িয়ে ট্রেন ভ্রমণ করে থাকতে পারেন ।
চিটাগং থেকে ট্রেন নাই?
আছে । এই একঐ ট্রেনে চিটাগাং থেকে কক্সবাজারও যেতে পারবেন ।
Hotel details ta dile khub upokar hoto vhaiya
ভিডিওর শেষের দিকে মোট খরচ (ট্রেন ভাড়া,হোটেল রুম ভাড়া, খাওয়া...) বিস্তারিত হিসেবে দেওয়া আছে । এবং ভালো করে খেয়াল করলে দেখবেন হোটেল ভাড়া নেওয়ার ব্যাপারে যোগাযোগ করার জন্য ডিসপ্লে তে ফোন নাম্বার দেওয়া আছে । এরপরও কোন প্রবলেম হলে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন 🥰
রেল পানি, যেহেতু ফি থাকার কথায়।
হুম, তেমনটা হলে বেশ ভালই হতো ।
জানুয়ারিতে জাবো ২ রাতের জন্য কোথায় ভালো হোটেল হবে ২ জন আমরা
কলাতলি থাকতে চাইলে আমাদের দেওয়া হোটেলের ফোন নাম্বারে কল করে দেখতে পারেন ।
তাছাড়া সুগন্ধায় সোহাগ গেস্ট হাউজ,এলিট কক্স রিসোর্ট, সি ফ্রন্ট রিসোর্ট এ খোঁজ নিয়ে দেখতে পারেন ।
কলাতলি থাকতে চাইলে আমাদের দেওয়া হোটেলের ফোন নাম্বারে কল করে দেখতে পারেন ।
তাছাড়া সুগন্ধায় সোহাগ গেস্ট হাউজ,এলিট কক্স রিসোর্ট, সি ফ্রন্ট রিসোর্ট এ খোঁজ নিয়ে দেখতে পারেন ।
@@tcratulrr681 amra o jabo bro sylhet theke🥰
@@tcratulrr681 kobe jaben vai
টিকেট কিভাবে কাটলেন ভাই।টিকেট ছাড়ার ১ মিনিটের মধ্যে তো সব বুকিং হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না।
১০-১২ দিন আগে থেকেই চেষ্টা করুন । প্রথমবার না পারলে দ্বিতীয় দিন আবার চেষ্টা করুন । আমরা এভাবেই করেছিলাম ।
ভাইজান বাচ্চা থাকলে কি আলাদা টিকেট কাটতে হয়
সম্ভবত ৫ বছরের উর্ধ্বে বাচ্চার জন্য শিশু ক্যাটাগরির টিকেট নিতে হবে ।
হোটেলের নাম কী
ভিডিওতে দেখোনো হোটেলের নাম "SH Dynamic Resort" এটি কলাতলী মোড়েই অবস্থিত । ভিডিও স্ক্রিনে লক্ষ্য করে দেখুন ফোন নাম্বার দেয়া আছে ।
আমরা গেলেই এই হোটেলে খাই।
হ্যাঁ, এই হোটেলের খাবার সুস্বাদু এবং কক্সবাজারের অন্য হোটেল গুলোর তুলনায় মোটামুটি সাশ্রয়ী ।
ভাইজান আপনি কি একা ভ্রমণ করেছেন!
না । একা ভ্রমণ করলে আর একটু খরচ বেশি পড়বে বিশেষ করে হোটেল করার জন্য । দলবদ্ধভাবে গেলে হোটেল খরচ কমে আসবে কারন এভাবে এক রুমে অনেকজন থাকতে পারবেন ।
Video ta ki recent kora?? Tahole hotel room r price kmn hobe.. Kal porso jamo ami
হ্যাঁ এটি ১০/১২/২৪ রেকর্ড করা হয়েছে। হোটেল রুম ভাড়া আপ-ডাউন করতে পারে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোয় যোগাযোগ করে দেখুন ।
@Lutforasif ওকে