🌱 পটাসিয়াম হিউমেটের ১০টি গুরুত্বপূর্ণ ভূমিকা 🌱10 Important Roles of Potassium Humate on Plants 🌱

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @syedabulayaz4423
    @syedabulayaz4423 18 годин тому

    Dada ai November december mas a malta mosambi gacher ki porichorja korbo akta video din na..

  • @গাছপাগল-ল২য
    @গাছপাগল-ল২য 3 дні тому +2

    ভিডিওটা খুব দরকার ছিল স্যার

  • @nazmulislam-nh9wc
    @nazmulislam-nh9wc 3 дні тому

    thanks dada

  • @AsharAloGardening1
    @AsharAloGardening1 3 дні тому

    খুবই সুন্দর ❤

  • @chiranjibmajumdar3721
    @chiranjibmajumdar3721 3 дні тому

    Good information! Thank you! 🙏 💖

  • @sonakhasnobis8987
    @sonakhasnobis8987 3 дні тому +1

    Khub valo laglo Dada

  • @geekaydutta
    @geekaydutta 3 дні тому

    Great information

  • @Marium2798
    @Marium2798 3 дні тому

    Thanks dada
    🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @greengarden5900
    @greengarden5900 3 дні тому

    Very informative video

  • @MasudReza-ci1xh
    @MasudReza-ci1xh 3 дні тому +2

    Dada kamon acho.Masud form Bangladesh

  • @sunilsinhababu3634
    @sunilsinhababu3634 3 дні тому +2

    আসলে হিউমিক এসিডের দাম এতো বেশি হ‌ওয়ার কারণে গাছের রুট ট্রিটমেন্টের সময় একান্তই প্রয়োগ করা ছাড়া সব সময় ব্যবহার করা সম্ভব হয়ে ওঠেনা।
    অনেকেই ঘরোয়া পদ্ধতিতে হিউমিক এসিড বানানোর ভিডিও করেছেন, কিন্তু সেগুলিতে সবাই এক এক রকম করে দেখিয়েছেন যে কোন পদ্ধতিতে করতে হবে এই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।
    অনেক আগে আপনি একটি ভিডিওতে এই পদ্ধতির উপর একটি ভিডিও করবেন বলেছিলেন।
    আপনার কাছে বিশেষ অনুরোধ রইল যদি এই বিষয়টির উপরে একটি ভিডিও করেন।

  • @dinbandhudas9765
    @dinbandhudas9765 3 дні тому +2

    Khub Bhalo Anek Kichu Sikhte Paarchi

  • @tMMTk15
    @tMMTk15 3 дні тому

    খুব ভালো উপযোগী ভিডিও
    ধন্যবাদ 🙏
    দাদা মাটি তে কিছু পাতিলেবুর গাছ আছে গাছে কিছু ফল আছে তিন চার সাইজের বর্তমানে গাছে মোটামুটি ফুল আসছে। যেহেতু ফল প্রত্যেক সপ্তাহ তুলতেই হয়। ঘরোয়া ভালো ইনটসাইট ও ফাঙ্গিসাইট কিভাবে তৈরি করা যায়। আমি নিম তেলাকুচা পাতা ও হলুদ রুসুন ও পিয়াজ পেষ্ট করে তার রস ১০০ এম এল করে প্রতি ডামে স্পে করি খুব ভালো উপকার পাই নি। তাই প্রফেস্ক সুপার দিতে হলো।
    জৈব্য বাড়িতে তৈরি জন্য একটি ভিডিও করুন। খুব ভালো হবে।
    ধন্যবাদ 🙏
    হর হর মহাদেব

  • @syedsahidulla7122
    @syedsahidulla7122 3 дні тому +1

    নতুন চারা গাছ রোপনের সময় প্রথমে গাছের গোড়ায় সাধারণত ফ্যাঙ্গিসাইট জল ও রুট হরমোন দিই। এর সাথে কি হিউমিক আসিড দেওয়া যাবে?

  • @sujitlovelovesujit5275
    @sujitlovelovesujit5275 3 дні тому

    স্যার, গাছের মাটিতে প্রয়োগ করতে গেলে বা গাছে স্প্রে করতে গেলে কোন সারের সাথে কোন সার বা কোন কীটনাশক এর সাথে কোন ছত্রাক নাশক একসাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে বা যাবে না এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও দিলে অনেকেরই সুবিধা হত। বিশেষ করে নতুন বাগানিদের জন্য বা যারা ধরুন ইচ্ছে থাকলেও গাছের পেছনে সময় দিতে পারে না, তাদের জানা থাকলে কয়েকটা জিনিস যেগুলো একসাথে দেওয়া যায় সেগুলো একবারে স্প্রে করে দিতে পারবে।

  • @subirbanerjee6787
    @subirbanerjee6787 2 дні тому

    আপনার কথা শুনে দাদা এঁটেল মাটিতে টবে আম গাছ বসিয়েছিলেম।ওতে কিছু ধানের কুড়া দিয়েছিলাম। vermicompost ও দিয়েছিলাম। কিন্ত পরে জল দেবার কয়েক দিন পর মাটি এত শক্ত দেখি যে মাটি যেন পাথর।আমি প্রতি 10 দিন অন্তর humic acid fertilizer দিচ্ছি।কিন্ত মাটি নরম ভুরভুরে তো হয় না।কি করবো?আর দু একটি গাছে নুতন শাখা আসছে।কিন্ত খুব সরু এবং শুকিয়ে যাচ্ছে।দয়া করে উপায় বলবেন

  • @dolapanja4074
    @dolapanja4074 3 дні тому

    দাদা, আমার কাছে lab গ্রেডের হিউমিক এসিড রয়েছে এটা কি পটাসিয়াম হিউ মেট এর মতন সমান কার্যকরী নাকি আমি utkarsh এর পটাসিয়াম হিউমেট কিনব?

  • @soumenmishra5852
    @soumenmishra5852 3 дні тому +6

    অমার জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে।গ্রোথ ও কম।কি করবো?😣

    • @bp9gamer
      @bp9gamer 3 дні тому

      ট্রাইকোডার্মা ভেরিটি জলে গুলে গাছের গোড়ায় দিয়ে একদিন পর ছত্রাক নাশক বা স্প্রিন্ট স্প্রে করবে গাছে তারপরে 15 দিন পর যেকোনো গ্রুপের একটা কীটনাশক নিয়ে স্প্রে করবে তারপরে যেকোনো দোকানে গিয়ে 14 35 14 নিয়েছে গাছের গোড়াতে প্রায় দু চামচ দিয়ে দেবে এতটুকুই করলে তোমার গাছ আবার সবুজ ও সতেজ হয়ে উঠবে গাছের বৃদ্ধি ও ঠিকঠাক হবে

    • @rimanaskar9353
      @rimanaskar9353 3 дні тому +1

      Ei eki question amar o..

    • @ARKGAMING03
      @ARKGAMING03 3 дні тому

      Reporting korun .....

  • @NasimaAmin-j8j
    @NasimaAmin-j8j 3 дні тому

    দাদা টবে ও হাফ ড্রামে কতটা পরিমাণ দিতে হবে প্লিজ জানাবেন ভাল থাকবেন।

    • @rajgardens
      @rajgardens  3 дні тому

      2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে দিতে হবে ভিডিওতেই আলোচনা করেছি। ড্রামের মাটি ভেজাতে যতটা পরিমাণ লাগবে সেভাবেই সলিউশন তৈরি করবেন।

  • @greengarden5900
    @greengarden5900 3 дні тому

    Khol pocha jol er songa Humic asid babohar kora jaba?

  • @souravbanerjee2425
    @souravbanerjee2425 18 годин тому

    6% বা 12% অথবা 18% হিউমিক এ্যাসিড ও পটাশিয়াম হিউমেট এর পার্থক্য কী ?
    এটা একটু বলুন। কোনটা বেশী কার্যকরী ?

  • @somiakter9485
    @somiakter9485 3 дні тому

    এই সময় ডালিম ছারা লাগানো যাবে?

  • @geneticgaming6757
    @geneticgaming6757 3 дні тому

    Accha potassium humate chemical naki organic sir ?

    • @rajgardens
      @rajgardens  3 дні тому

      কিছু কিছু কোম্পানির রয়েছে পুরোটাই অর্গানিক আর ভিডিওতে যেগুলির কথা বলা হয়েছে সেইগুলো সম্পূর্ণ জৈব নয়।

  • @tanushreemallick9336
    @tanushreemallick9336 3 дні тому

    Ami akta gacher dokan theke humic acid kinechilam, kalo chotto chotto dana, kintu jole gole na, ami seta janalam oder, bollo mati songe mise gele golbe, jole gulbe na

    • @rajgardens
      @rajgardens  3 дні тому +1

      দোকানদার ঠিকই বলেছেন। হিউমিক অ্যাসিড তিনটি ফর্মে পাওয়া যায়। লিকুইড, গ্রানুয়াল, ফ্লেক্স।

  • @RealmiyaBhai2.0
    @RealmiyaBhai2.0 2 дні тому

    দাদা আমি একটা বড় আমের ডালে গোবর দিয়ে বেঁধে দিয়েছিওখানে ওখানে অনেকগুলো শিফা এসেছে এখন ডালটা আমি পাতাগুলো ঝরে দিয়ে একটা চারটিতে রেখেছি ওখানে নতুন করে ডাল বার হয়ে এসেছে কিন্তু এখন দেখতেছি ডালটা শুকিয়ে যাচ্ছে আমি দেখেছিডালটা ওই জায়গাটাতে কেটে দিয়ে ছাপ লেগে দিয়েছি তারপরও ডালটা শুকাচ্ছে দ্বিতীয় কারণ আমরা যখন কাঁঠালের চারাগুলো অন্য দোকান থেকে নিয়ে আসতেছি 16/16 কভারে যখন রাখতেছে চারাটা কিছুদিন ভালো হয়ে উঠেছে নতুন ডাল আসতেছে কিছুদিন পর চারাটা ডাল পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এর কারণ কি একটু জানাবেন খুবই সমস্যার মধ্যে আছি আর আমার ফেসবুক নেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার

  • @subirbanerjee6787
    @subirbanerjee6787 2 дні тому

    কতদিন অন্তর দিতে পারা যায় বললেন না

  • @runuali8691
    @runuali8691 3 дні тому

    হাফড্রামের মাটি তৈরিতে কতটুকু হিউমিক এসিড দিব?

  • @dilip1958
    @dilip1958 3 дні тому

    ২ gm চা চামচ এর কত টুকু।