অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম / driving licence online apply bangladesh 2023
Вставка
- Опубліковано 5 лют 2025
- অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম / driving licence online apply 2023 / ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স
🎦পরীক্ষা দেওয়ার পর যেভাবে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে: • অনলাইনে ড্রাইভিং লাইসে...
➡ড্রাইভিং লাইসেন্স এর ভুল সংশোধন করবেন কিভাবে: • ড্রাইভিং লাইসেন্স এর ভ...
➡অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন: • অনলাইনে ড্রাইভিং লাইসে...
➡হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন: • হারানো ড্রাইভিং লাইসেন...
প্রশ্নপত্র এবং উত্তরপত্রের জন্য এই লিংকে যান: www.brta.gov.bd...
আমার ভিডিওতে যেই গ্যাজেট ব্যাবহার করি
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👍 আমার মাইক্রোফোনঃ cutt.ly/36dB2mz
👍ট্রাইপড লেম্প লাইট: cutt.ly/d6dNwX5
👍আমার কিবোর্ড: cutt.ly/T6dNyd1
👍আমার গ্রাফিক্স কার্ড: cutt.ly/36dNooi
👍আমার সাউন্ড কার্ডঃ cutt.ly/86dNfnq
👍আমার রাউটারঃ cutt.ly/Z6dNkYq
👍আমার স্মার্টওয়াচঃ cutt.ly/v6dNmYz
👍আমার স্পিকারঃ cutt.ly/O6dNRmm
👍আমার ওয়েবক্যাম: cutt.ly/S6dNKjG
👍আমার চেয়ার: cutt.ly/86dNCov
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📬 For Business Inquiry: techngadget2023@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সবার প্রতি রইলো অসংখ্য ভালোবাসা । চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔔🔔 Subscribe My Channel : / @techandgadgets2.0
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✔✔ LIKE FACEBOOK PAGE: / androidlecturebd
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
My Personal Facebook: / mdasad6452
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Me On Instagram : / mdasad2723
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Our Facebook Group: / androidlecturebd
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👉Join Our Teligram: t.me/androidle...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Thanks for watching my video and subscribing to my channel.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
• সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে দুইবার আবেদন করার পরিবর্তে লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন বেজড একটি কম্বাইনড ফরমে একবার আবেদন দাখিল করার ব্যবস্থা গত ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) চালু হয়েছে।
• উক্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চালুর ফলে আবেদনকারীকে অন্ততঃ ৪ (চার) বারের পরিবর্তে শুধুমাত্র ০১ (এক) বার বিআরটিএ'র পরীক্ষা কেন্দ্রে এসে বায়োএনরোলমেন্ট প্রদান ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
• এর ফলে আবেদনকারী প্রথমে অনলাইন ভেরিফিকেশন বেজড QR কোড সম্বলিত লাগার
ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন।
• পরবর্তীতে পরীক্ষায় পাশ করার পর অনলাইনেই ফি প্রদানসহ আবেদনকারী কর্তৃক সিষ্টেমে প্রবেশ করে যাবতীয় তথ্য ও সংযুক্তি যাচাইপূর্বক সাবমিট করতে হবে।
• এছাড়া আবেদনকারীগণ পরীক্ষার ফলাফল এবং আবেদনের প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্টেটাস অনলাইনে জানতে পারবেন এবং QR কোড বেজড সিষ্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা Acknowledgement Slip গ্রহণ করতে পারবেন।
• প্রিন্টিং কার্যক্রম সম্পাদন শেষে আবেদনকারীর প্রদত্ত ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য:
• সেবাসমূহ প্রাপ্তির লক্ষ্যে bsp.brta.gov.bd/ লিঙ্কে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মতারিখ এন্ট্রিপূর্বক ইউজার আইডি খুলতে হবে।
• এ বিষয়ে কোন অভিযোগ বা পরামর্শ থাকলে info@brta.gov.bd ইমেইলে প্রেরণ করতে হবে।
#brta #drivinglicence #onlineapply
নতুন নিয়মে ঘরে বসেই করুন ড্রাইভিং লাইসেন্স ॥ Driving License Online Apply 2023
Driving licence online apply,Online driving licence apply,Driving license,Driving licence,How to apply driving licence in Bangladesh,Driving licence apply online,Driving licence online apply 2023,How to apply driving license online in Bangladesh,Online driving license bd,Driving licence Bangladesh,Driving licence fingerprints Bangladesh,How to apply for driving licence online,Driving license Bangladesh,International driving license Bangladesh
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার সঠিক নিয়ম |Driving Licence Online Apply 2023
driving licence online apply, driving licence online apply 2022,online driving licence apply,driving licence, learner driving license bd, learner driving license bd, brta, driving, licence, online application, কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড, driving licence fingerprints bangladesh, brta driving test bangladesh, motorcycle driving licence, learner driving license bd, kivabe driving licence korbo, lanner license, driving licence smart card bd, লাইসেন্স
ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম / driving licence online apply
#AsadTech&Review
#ATR
🎦পরীক্ষা দেওয়ার পর যেভাবে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন : ua-cam.com/video/5U7dYh5y38U/v-deo.html
ভাই, আমার তো ইউটিলিটি বিল এর কাগজ নেই, যেটা আছে সেটা আমার বাবার নামে, সে ক্ষেত্রে কি করবো
৫ নম্বর স্টেপের জন্য কি BRTA অফিসে যাওয়া লাগবে?
oitai den kono problem nai
@@graphicsghor2796
ua-cam.com/video/NCEVS3KC1VU/v-deo.htmlsi=FrslLdWvH0GqUFcW
দালাল মুক্ত দেশ চাই।
alhumdulillah.. thank you too bhai.. apnar video dekhe shahosh kore nijei exam dilam... ajke exam diye ashlam akhon pass pailam
আমি শুদু পরিখা দিয়েছি তাও একদিনে সব ছবি ও ফিনগার সহ অল লাইনে এড্রেস দেয়ার পর ডাকের মাদমে দিয়েছে ধন্যবাদ বি আর টি কে😊😊
You welcome
Koto din a paicen
To dine pisen
ড্রাইভিং লাইসেন্সের সম্পূর্ণ প্রক্রিয়া এবং লাইসেন্স হাতে পেতে কতো দিন সময় লাগে.....?
আপনার তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও জন্য অনেক অনেক ধন্যবাদ। 😊
এতোদিন ডেলিভারি স্লিপ দিয়ে ড্রাইভ করতাম, নতুন করে ডেট বাড়াতে নিতে গিয়ে জানানো হলো এইটা আর হবেনা, আবার নতুন করে লাইসেন্স করতে হবে, ব্যাংকে জমাকৃত টাকা রি-ইউজ দেখাচ্ছে, 4 মাসের একটা ডেট দিলো, কি করা যায় , সমাধান প্লিজ। এ বিষয়ে একটা ভিডিও বানান।
Vai, amar license Rajshahi BRTA theke kora. akhon ami ki online e korte parbo? naki shudhu Dhaka BRTA er khetre Online application process projojoo? Please advise.
Light দিলে কি আবার প্রাইভেট কারের জন্য আলাদা Practical দিতে হবে
একদম সহজ সময় বেশি লাগেনা,
একদিন যেতে হবে পরীক্ষা দেওয়ার জন্য,
আর দুইদিন যেতে হয় ঢোপ টেস্ট করার জন্য
আসসালামু আলাইকুম। অনেক সুন্দর সাজানো গোছানো এবং তথ্যবহুল ভিডিও।
আমার একটি প্রশ্ন ছিল___ যে ফোন নাম্বার দেব সেটি নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত হতে হবে নাকি এনআইডি করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলাম সেটি আর নাকি যেকোনো এক নাম্বার দিলেই হবে?
আমি ২০২২ সালো ভুলে অপেশাদার লাইসেন্স করে ফেলি,এখন আমি পেশাদার লাইসেন্স করতে চাচ্ছি। এখন আমার করনীয় কি???
ভাই লার্নারে ভুল থেকে থাকলে সেটা পরিক্ষার পর মেইন লাইসেন্স এর টাকা দেয়ার আগে সংশোধন করা যাবে কি?
আমার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করা আছে কিন্তু আমি চাইতেসি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে সেক্ষেত্রে কি আবারও লারনার লাইসেন্স নিতে হবে?
আপনার ভিডিও দেখে নিজে নিজে সকল কাজ শেষ করে আজ পেমেন্ট দিলাম..
ধন্যবাদ ভাই
আবেদন হতে কার্ড পেতে কত দিন লেগেছিল ?
NID থেকে বর্তমান ঠিকানা ডাইরেক্ট নিয়ে নিচ্ছে..কিন্তু এখন আমার বাসা ভিন্ন জায়গায়।
এটা ঠিক করবো কিভাবে??
অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার স্থায়ী ঠিকানা মিল থাকতে হবে
কার+ বাইক এর লার্ণার করেছি। এখন পরীক্ষায় যদি শুধু বাইক এ পাস করি তাহলে কি পরবর্তী ধাপ এ যেতে পারবো নাকি এখানেই ফেল হিসেবে গণ্য হব?
Reply????
@@imransmath8619 shudhu bike e pass korcilam. License o paici
ভাইয়া আমার NID আছে। কিন্তু ১৮ বছর হয় নাই। আর ৩ মাস লাগবে ১৮ বছর হইতে। এক্ষেত্রে আমি কি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারব???
Nah...18 bocor boyos hoile then apply krte parben
NID এর ঠিকানা বর্তমান ঠিকানা সেম সেম হলে কি কারেন্ট বিলের কপি দিতে হবে?
আচ্ছা পরীক্ষার দিন আমি যদি ভোটার আইডি কার্ডের মানে জাতীয় পরিচয় পত্রের মূলকপি না নিয়ে যেটা আমার অনলাইনে আর কি আসছিল সেটা ডাউনলোড করা যেটা আর কি আছে সেটা আমি আর প্রিন্ট করে নিয়েছি সেটা কি নিয়ে গেলে কি হবে?? একটু জানাবেন।
ভাই৷ হয়তো আমার এই কমেন্ট টা আপনি দেখছেন৷ ভাইয়া আমার একটা বিষয় সিয়র হওয়া খুব দরকার৷ সেটা হচ্ছে জে৷ আমার বয়স ১৮ বছর৷ আমার মোটরসাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স করা খুব দরকার৷ আবার আমি টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে পরে প্রাইভেট কার চালানোর লাইসেন্স করতে চায়৷ কিন্তু টি টি সি তে আবেদন করার জন্য আমার ২১ বছর বয়স পুজে নাই৷ আবার টিটিসির একটি নিয়মের ম্যধে দেখলাম লাইট গারি লাইসেন্স করা লোক বা অন্য কোথা থেকে ট্রেনিং করা লোকের ওখানে আবেদন নেওয়া হবে না৷ এখন আমার জানার বিষয় এটা হলো জে আমি জদি শুধু মোটর সাইকেল এর লাইসেন্স করে রাখি৷ লাইট কারের জন্য লাইসেন্স না করি৷ তারপর আমার বয়স পুজলে কি আমি পরে টি টি সি থেকে ড্রাইভিং শিখে সরকারি ভাবে লাইসেন্স করতে পারবো
একটা প্রশ্ন আছে
# বর্তমান ঠিকানা আছে ঢাকা
আর স্থায়ী ঠিকানা আছে অন্য
প্রশ্ন হচ্ছে আমি স্থায়ী ঠিকানায় লাইসেন্সের আবেদন করতে চাচ্ছি কিন্তু কি করে সেটা করব
কমেন্টের উত্তর দিলে উপকৃত হবো।
টাকা জমা দেওয়ার পর কতদিন পর তারা অ্যাপ্রুভ করে। ওয়েবসাইটে তো লেখা থাকে অনুমোদনের জন্য অপেক্ষমান এটা কতদিন থাকে,?
এটা নির্ভর করবে আপনার সংশ্লিষ্ট বিআরটিএর উপর
ভাইয়া শিক্ষাগত যোগ্যতার সনদ,ইউটিলিটি বিল,এনআইডি কার্ড এগুলো কি সত্যয়িত করে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এর জন্য অনলাইনে সাবমিট করতে হবে।
vi amr professional DL acha Light, ami Motorcycle add korbo, file rady, bank joma hoyni, bank joma koto tk??????????????
ভাইয়া আমি সরকারিভাবে ট্রেনিং করছি কিন্তু আমাকে মটর সাইকেলসহ আবেদন করতে দেয় নাই। আমি এখন পরিক্ষায় ফেল করছি।
১. এখন পরবর্তী পরিক্ষা তারিখ নেওয়ার সময় মটর সাইকেল এড করতে পারব?
২.যদি এড করতে না পারি বাতিল করে নতুন করে আবার ২টাই আবেদন করতে পারবো?
Ha parben
Eka jinish janar chilo. Hopefully you'll respond. 1th to 7th process complete hote time kmn lagtese?
Vaiya hlp.pls
Ami to nid abong number verified korlam but loging hocce na.invalid email dekai..nutun kore email dile o hocce na.already used dekai.akon ki korte pari pls hlp me
আবেদন ফর্মে ড্রাইভিং লাইসেন্স কয় বছর এর জন্য করব তার কোনো অপশন দেখলাম না যে? এটা কোথায় সিলেক্ট করবো?
আমার পরীক্ষার ভেন্যু কি স্থায়ী ঠিকানা অনুযায়ীই আসবে? বর্তমান ঠিকানা অনুযায়ী মানে ঢাকায় করা যাবে না?
জানালে উপকৃত হতাম। ধন্যবাদ..
vai register korar somoy number chay jeita diye NID khola hoise..ami to jani na konta diye khola hoise..ekhn ki korbo ami?
Ami 1.5 years age Apply korsilam,,
Exam er date o disilo. But tokhn exam dite pari nai..akhn ami ki korbo? Oi apply diye abar exam dite parbo?? Naki abar taka joma dite hbe?
অনলাইনে পরীক্ষার ডেটের জন্য আবেদন করা যায় ওই আবেদন দিয়েই আপনি পরীক্ষা দিতে পারবেন
ভাই একাউন্ট কি যে কার নাম দিয়ে খুললেই হবে । নাকি যে আবেদন করবে তার নামে খুলতে হবে
আবেদন করবো সর্বমোট কত টাকা খরচ হবে ভাই,জানাবেন
ভাই আমি ফিংগার দিয়েছি (10/ 01/ 2013)ইং। কার্ড ডেলিভারি দেয়ার কথা ছিল ১৬মে। ডি এল চেকারে এখনো রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে। জানিনা আরো কতোদিন লাগতে পারে।আর ধৈর্য্য ধরতে পারছি না।।বি আর টি মানেই শুধু হয়রানি। দেখার মতো কেউ নেই।।।
Form fillup korar kotodin por exam r date dey?
ভাই বলছিলাম মোটরসাইকেল স্মাট কাড হারালে উঠানোর ভিডিও দিতে দেন নাই যদি ইনফরমেশন না থাকে আমার থেকে নিবে তা হলে অন্য লোকের বুঝতে শুবিধ্ হবে
Vai amar 1 mas theke printing in queue statas dekhasy,,are koto din lagte pare smart card pete
নির্দিষ্ট ভাবে বলা যায় না
আমি আপনার ভিডিও দেখে নিজে নিজেই আবেদন করি। পরবর্তীতে সেই তারিখ অনুযায়ী দাদাল ছাড়া টাঙ্গাইল বিআরটিএতে পরীক্ষা দিতে যাই। বায়োমেট্রিক, লিখিত, ভাইভা এবং প্র্যাক্টিকাল পরীক্ষায় সফলভাবে সব বিষয়ে পাশ করি। কিন্তু পরের দিন আমি দেখি আমাকে প্র্যাক্টিকালে ফেল দিছে, এই রেজাল্ট দেখে তো আমি রীতিমতো আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। পরবর্তীতে আবার রি-এক্সাম ডেট নিয়ে পুনরায় পরীক্ষা দেই তারপর আমাকে পাশ দেয়।
amar emon hoyse
Amar Dalal Charay hoye geche 3000 takar moddhe ager bar
@@sharifmiah8745fail koraile.pore abr kivabe ki korte hoy
হুম
Chalaite parle fail koray na. Bike er jonno 8 circle na paa falaiya complete korte hoi. Maximum paa falai de. Ami age practice korsilam dekhe parsilam
আমার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা ভিন্ন। আর আমার নামে কোন প্রকার বিদ্যুৎ বিল নাই । সেক্ষেত্রে কি করতে পারি ??
আপনার উপস্থাপন অনেক ভালো। দোয়া রইল আপনার জন্য..
আমার একটা প্রশ্ন ছিল। যদি জানাতেন উপকৃত হতাম?
আমার পরীক্ষার কেন্দ্র (বিয়আরটিএ সার্কেল) কি আমার বর্তমান ঠিকানা অনুযায়ী হবে?
মানে আমি ঢাকা থাকি এখন । আমার পরীক্ষার কেন্দ্র কি ঢাকায় পড়বে? প্লিজ জানাবেন? ধন্যবাদ।
Registration korar shomoe Jotobar e OTP ditesi...next page e "NO DATA Found..NID-N" ashtese....ki kora jae?
ভাই আমি আবু ধাবি থেকে বলচি আমার ড্রাইভিং লাইচেন্স হারায় গেচে এখন কি লাইচেন্স এর দেশে আসতে হবে। নাকি কোনো মাধ্যমে না এসে লাইসেন্স টা পাবো প্লিজ জানাবেন
Vai ami professional larner korci sudu light diye akhon ki korbo amar tw bike ache ?
Question /mc Q er j link disen otay click korle kisui ashe na, naki amar login kora nei dekhe ashe na?
আসার কথা
Vai Amar kono education Sertificate ney tahole ki amar license hobena😢? Aktu bolben please Sertificate chara ki license kora somvob kina?
আমি light আবেদন করছি।।আমি চাচ্ছি মোটরসাইকেল +লাইট একসাথে করতে।। এখন কি এটা সংসুদন করা যাবে।। ভাই প্লিস asn
না
নতুন করে আবার আবেদন করুন
Assalamoalaikom vaia.
Ami dubai thaki
Ami jodi doi mas er sotite jai jn jawar 2-3 din er modde xm golo pore tar jonno dese jawar koto din age
ai larner licences er jonno abedon kora lagbe dubai Thekei plz plz vaia jann plz..
নন প্রফেশনাল লাইসেন্স দিয়ে কি
নিজের বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারবো ..??
ভাই হচ্ছে না। একবার বলে unavle to get data from server. আরেকবার বলে nid টি দেওয়া ফোন নম্বর ভুল। অনেক চেষ্টা করেছি হচ্ছেনা। নম্বরও ঠিক দেওয়া। কী করব এখন ভাই?
Amio akhon tri korechi amer o hocche na vai😢
ধন্যবাদ ভাইয়া, উপক্রিত হয়েছি আপনার মাধ্যমে। ❤❤
ভাই বিল তো আসে না এখন কাড সিস্টেম সে ক্ষেত্রে কি করবো
Submit korar por payment korar ager otp option ta ashtece na... Jar karone payment korar somoy number er pasher box e check mark o krte prteci na
লার্নার আবেদন করার কয়দিন পর পরীক্ষার ডেট পরে? Kindly একটু জানাবেন প্লিজ।
2 mash 15 din por... Exam er date pore
ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে সময় যদি নিচের ছবির (লাল দাগ দিয়ে চিহ্ন দেওয়া) মোটরসাইকেল এবং লাইট এই দুটি সিলেক্ট করে আবেদন করি সেক্ষেত্রে পরীক্ষার দিন কি মোটরবাইক আর কারগাড়ি দুইটারই পরীক্ষা দিতে হবে?
নাকি মোটরবাইকের শুধু পরীক্ষা নিবে?
নাকি তারা জিজ্ঞেস করে দূইটা পরীক্ষা দিবেন নাকি শুধু বাইকের পরীক্ষা দিবেন?
আমি চাচ্ছিলাম দুইটার একসাথে আবেদন করে রাখতে প্রথমে বাইকের পরীক্ষা দিলাম, আর পরে কারগাড়ি ড্রাইভিং শিখবো যখন তখন পরীক্ষা দিলাম।
দুইটার আবেদন করে যখন পরে আবার কার ড্রাইভিং এর পরীক্ষা দিতে হবে তখন কি আবার অনলাইন ফর্ম এপ্লাই করতে হবে এবং আবার কি টাকা দিতে হবে, কারন আমি যেহেতু দুইটা একসাথে প্রথমেই আবেদন করবো। আমি আসলে জিনিসটা বুজতে পারছি না, অভিজ্ঞরা যদি আমাকে এই বিষয় এ বলতেন।
ভাইয়া পাশ করার পরে কি, ড্রাইভিং লাইসেন্স এর জন্য কি ফিজ্ঞার দিতে হবে কি? প্লিজ যদি একটু বলতেন।
Bhai AMR Kuwait ar driving licence ace Ami ki oi licence Bangladesh a drive Korte parbo 😊
BA oi licence show kore ki Bangladesh a driving licence Ber Korte parbo janaben ekto plz😊🤝
যদি লাইসেন্সটা ইন্টারন্যাশনাল থাকে তাহলে বাংলাদেশে ব্যবহার করতে পারবেন।
Utility bill nijer name ea thaka Lagbe naki
আমি যদি মটর সাইকেল আর লাইট ২টাই একসাথে লার্নারে এপ্লাই করি তাহলে কি ২টার ই কি ব্যবহারিক পরিক্ষা দিতে হবে
মটরসাইকেলের স্মার্ট কাড হারিয়ে গেছে,অনলাইনে ডুপ্লিকেট তোলার প্রসেস টা যদি বলতেন
Medical from a ki
Hate likhte hobe ..naki
Computer diya likhte hobe . please janaben
আমার আইডি কার্ড পাসপোর্ট নামে মিল নেই।
আমি কি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অনুযায়ী পাবো?
আজকে পরীক্ষা দিয়ে আসলাম।স্মার্ট কার্ড ১০--১৫ দিনের মধ্যে হাতে পাওয়ার কি কোন রাস্তা আছে। প্লিজ ভাই একটু বলেন
Vai aponar Smart card er abedon kore na thakle Amar Sathe contact korun plz , Smart card apply niye video banabo to tai
Apni ki bike sathe niye gasilen? Naki brta theke bike dey trail er jonno
মেইল ভেরিফাই এর জন্যে মেইল ই আসেনি, এক্ষেত্রে কি করতে পারি। প্লিজ জানাবেন।।
Failed in initiate-request for NID !
নিবন্ধন করার সময় এইটা আসতেসে কেনো?
ভাই আমার জেলা সিরাজগঞ্জ কিন্তু ডাইভিং লাইসেন্স পাঠিয়েছে পাবনা জেলায় । যদি আমার জেলার যেকোনা ডাকঘরে পাঠাতো তাহলে আমি সংগ্রহ করে নিতাম কিন্তু আমার লাইসেন্স পাঠিয়েছে অন্য জেলায় আর আমাকে ডাকঘর থেকে কোনো ফোন দেওয়া হয় নাই। আমি চেক করেছি BOP ট্যাকিং নম্বর দিয়ে দেখি অন্য জেলায় গেছে এখন আমার করনিয় কী বিআরটিএ যোগাযোগ করে কোন লাভ হবে কী জানাবেন ভাই
ভিডিওটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া, এই ভিডিওতে আপনি অডিও ক্যাপচারের জন্য কোন মাইক্রোফোন টি ব্যবহার করেছেন?
fee joma te click korle exam quota full dekhay... akhn ki korbo?
বিদেশে ২০ মিনিটে লাইসেন্স হয় কাকে আবেদন আবার করতে হবে কার অফিসে গেলে গাড়ি চালাতে দেবে সাকসেজ হোলে লাইসেন্স ২ মিনিটে হয় সাথে সাথে কার্ড হাতে আবার কিসের আবেদন কিসের ৬০ টাকা লাগবে আমরা বাংলাতে আছিতো আমগো এমনি হবে
আমার NID তে যে মোবাইল নাম্বার দেওয়া সেটা দেওয়ার পরও মোবাইল নাম্বার ভেরিফাইড হয়না। সেক্ষেত্রে কী করণীয়?
Amaro same prob pore ki thik hoisilo?
Vhai Bangladesh eh ki scooty licences asee 16 bosor ar jonno
BSP account open korar somoy 3ta otp miss hole, abar ki vabe account open kora jabe ?
গত নভেম্বর ২০২২ এ রিনিউ এর জন্য ফিঙ্গার দিয়ে আসলাম akhon চলে জুলাই স্মার্ট কার্ড আদো পেলামনা,জীবিত থাকা অবস্থায় আদো পাবো কিনা ,নাকী উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ গণ পাবে সেটা জানার অপেক্ষায়।
🥲🥲🥲
ভাই আমি শোরুম থেকে লার্নারের আবেদন করছি। আবেদন করতে 1500 টাকা নিছে এখন দেখছি অনলাইনে নিজে আবেদন করলে 518 টাকায় হয়ে যেত🤦♂️ তো যাইহোক bsp brta তে আমার আইডি লগইন করেছি পরীক্ষা ও তার পরের কাজগুলো নিজে করতে চাচ্ছি। শোরুম থেকে বলছে আরো 8000 টাকা দিতে হবে। এখন সমস্যা হচ্ছে ওরা আবেদনের সময় যে মেডিকেল সাটিফিকেট দিয়ে আবেদন করছিল সেইটা তো আমি জানি নাহ আর আমার কাছে থেকে নেয়নি। তাহলে পরীক্ষার দিন মেডিকেল সাটিফিকেট নিয়ে যাওয়ার কি করব 🤦♂️
Please Help Me
Failed in initiate-request for NID !
আমার এই লেখা টা বার বার আসছে । এখন কি করতে পারি।
Amr name e to kono utility bill nai,electricity bill abbar name e ache.Abbar name er bill paper ki amr driving licence e submit korte parbo?
100% parben
Vai amr driving licences e thika vul asse kintu ami to thik disi tara vul print korse ekhn eta ki kora jay ami ki step nite pari vai?
ইউটিলিটি বিল সবগুলো আমার বাবার নামে... ওটার কপি কি আমার নিজের বেলাতেও কাজ করবে?
আচ্ছা ভাই এনআইডি কার্ডের বয়সের সাথে সার্টিফিকেট এর বয়স মিল থাকতে হবে। এ বিষয়ে যদি কিছু বলতেন।
বিদেশ থেকে কি ভাবে লার্নার করবো বলেন???
ভাইয়া আমি ফিংগার দিয়েছি জানুয়ারির ২৪ তারিখে, আমার রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে, আমার লাইসেন্স এর স্মার্ট কার্ড এখোনো দেয়নি, দুবার ডেট বাড়িয়ে দিয়েছে,, আমার কার্ডটি কিভাবে পাবো
ভাই আমি তো অনলাইনে অনেকদিন আগে আবেদন করেছিলাম কিন্তু নির্ধারিত তারিখ মত যেতে পারি নাই এখন করনীয় কি
ফি প্রদান করার পরে লার্নার দেখাচ্ছে না কোটা ফিলাপ দেখাচ্ছে এখন করনীয় কী
ভাইয়া বিদ্যুৎ বিল প্রিপেইড মিটার ব্যবহার করি এখন বিকাশ থেকে আমি বিল পেমেন্ট করি এখন প্রশ্ন হচ্ছে বিকাশ পেমেন্ট রিসিট দিলে হবে কি
প্রিপেইড মিটার এর কার্ড এর ফটোকপি দিতে হবে
when i enter the phone number and NID number it cant registered .a message show up that "Sorry! this number can not be verified by the given NID number". How can i solve this? please tell me .
vaia amar kache school ar kono certificate nai akhon ami ki korte pari..? ar certificate nara ki abedon kora jabe..?
ans ta dile khub upkrito hobo.
learner card a baba r name vul hoise>
aita thik korbo kivabe??
otp number dewar por
""sorry,This mobile number can not be verified by the given NId number "" ei lekhata ashe..driving licence bananor jonno 3 din age new sim kine ei nid diye registration kora hoyeche...ekhn ki korbo,!,kew help koren...
same problem did you find any solution?
ভাই অনেক সুন্দর ভিডিও, খুব উপকার হয়েছে, আমি নিজে চেস্টা করবো লাইসেন্স এর জন্য, পারলে স্মাট ডাইবিং লাইসেন্স এর আবেদন এর একটা ভিডিও দিয়েন ধন্যবাদ।
দিবো ভাই ইনশাল্লাহ
nonprofessional license renew jnno online application korar por,,kotodin somoy lage license pete,,r sei somoy rastay dhorle ki show korbo
"No data found.. NID-N: (responseRecords) " OTP DEWAR POR ETA ASHTESE ? ki upai?
আবার ট্রাই করুন
ভাই আমার যে NID দিয়ে লাইসেন্স করা হয়েছে, সেই NID দিয়ে BSP id খোলা যায় না যায় তাহলে কি করবো
নতুম নিয়মে বাবার নাম সংশোধন এর ব্যাপারে একটি ভিডিও বানান,,,
এক্সাম দেওয়ার পর ফাইনাল টাকা জমা দেওয়ার আগে বাবার নাম পরিবর্তন এর সুযোগ আছে কিনা জানাবেন???
ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি পাঠিয়ে ফেলার পর নাম সংশোধনের সুযোগ খুব কমই পাওয়া যায়
@@asadtechandreview তাহলে কি কার্ড আসার পর চেঞ্জ করা যাবে???
vai professional driving korte ki gari thakte hobe
amar NID card number 10 sonkher, but sekhane bolche 13 sonkher NID card number dite, ekhon amar koronio ki?
ভাইয়া চিটাগাং থেকে আবেদন করলে। পরিক্ষার স্থান -চিটাগং পরবে নাকি অন্য দিস্টিকে পড়বে একটু জানাবেন প্লিজ
Ctg tei porbe
ভাই ইলেকট্রিক বিল তো আমার নাম এ নেই। তাহলে হবে।৷ pls reply
হ্যা হবে
Baia finger dewar koto din por delivery slip pabo
Oi din e
ভাইয়া আমি নতুন ভোটার আমার এখনো স্মার্ট কার্ড আসে নাই আমার যে ভোটার আইডি কার্ড আছে দশটা নাম্বার আইডি কার্ড দিয়ে যেই নাম্বার ক্রয় করে ছিলাম সে নাম্বার ওইখানে দিচ্ছি কিন্তু নাম্বার ভেরিফাইড হচ্ছে কি করবো যদি বলতেন
BSP একাউন্ট করা যাচ্ছে না, অনুগ্রহ করে আপডেট দিবেন।
Ki somossa
@@asadtechandreview verify kora jacche na. ei message ashe "Sorry! This Mobile number can not be verified by the given NID number" . amr sim number NID diye registered
আমার ফোন নাম্বার টা অফ ছিল এখন প্রায় ১.৫ মাস হলো ড্রাইভিং পেলাম না।। আমার সাথে জারা করছে তারা স্মার্ট কাড পেয়েছে।। আমি কি করতে পারি জানাবেন।।
আপনার একাউন্ট এ লগিন করে দেখুন
Dekhci vai... Dispatched dekhacce onk din theke bt smart card pai nai..
আমি কওমী মাদরাসা থেকে দাওরা পাশ করেছি। সার্টিফিকেট পাইনি তবে মার্কশীট আছে। এটা দিয়ে আবেদন করা যাবে?
আমি দালালের কাছে driving licences এর টাকা জমা দিছি লার্নারে ব্লাড গ্রুপ আর আমার মায়ের নাম ভুল করছে এটা কি ঠিক করা যাবে
ড্রাইভিং লাইসেন্স হওয়ার পর এটাকে সংশোধন করতে হবে।