কেনার আগে জেনে নিন | Hero Xtreme 125R detailed review | 2wheelerslife

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 163

  • @2WheelersLife
    @2WheelersLife  Місяць тому +13

    Hero Xtreme 125 (Is it a game changer?)
    💎১৫০সিসি মার্কেট কিল করবে ?
    💎দাম কি বেশি? নাকি পারফেক্ট? 🤔
    💎 অনলি Balancer shaft engine ইন ১২৫ সিসি সেগমেন্ট। সো জিরো ভাইব্রেশন ❣️
    💎 হাইয়েস্ট কম্প্রেশন রেশিও ইঞ্জিন ইন দ্যা মার্কেট।
    💎 থ্রিলার ১৬০ বাইকের সাস্পেন্সন সেটাপ।
    Softest in the BD market?? 🇧🇩
    ❌ ⛔কিছু নেগেটিভ দিক
    হিরো এক্সট্রিম ১২৫ বাইকটা লঞ্চ হয়ে গিয়েছে। এই বাইকটা যেদিন ইন্ডিয়াতেই লঞ্চ হয়েছিল,সেদিনই বাংলাদেশে হই চই পড়ে গিয়েছিল।
    এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে একটা গেইম চেঞ্জার।
    এইটা অনেক ১৫০ সিসি বাইকের মার্কেট নস্ট করবে।
    ধন্যবাদ Hero Bangladesh এবং হিরোর ম্যানেজিং ডিরেক্টর জনাব Abdul Ahmad ভাইকে।
    ইন্ডিয়ায় এই বাইকের যেই নাম ছিল,সেটাই দিয়েছেন,সাথে একটা ইফেক্টিভ প্রাইস দিয়েছেন। 💞
    অনুরোধ করবো সামনের প্রতিটি বাইকের নাম যেন ইন্ডিয়াতে যেমন থাকে,তেমনই রাখা হয়।
    এই কাজ হিরো বাংলাদেশ কেন করেন আমি জানি না (Xtreme 160 এর নাম দিয়েছে Thriller 160! কোন দরকার ছিল না, এইগুলা মানুষের মধ্যে কনফিউশন বাড়ায়)

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +2

      এক্সট্রিম ১২৫ ইঞ্জিনটি মুলত বাংলাদেশে এর আগেও এসেছে, যার নাম Hero Ignitor x-tec। তবে কিছু যায়গায় চেঞ্জ করেছে ঃ
      🔸 ব্যালেন্সার শ্যাফট যুক্ত করেছে (বিস্তারিত পরে বলছি)
      🔸 ক্লাচ সাইড কাভার ডিজাইন চেঞ্জ করেছে। অয়েল পরিমান মাপার জন্য ডিপ স্টিক বাদ করে,অয়েল উইন্ডো মানে জানালা দিয়ে দিয়েছে। একটা ছোট ক্লিয়ার গ্লাসের ছিদ্র রেখেছে।এতে জাস্ট তাকালেই অয়েল লেভেল বুজা যাবে।।
      ফ্যান্টাস্টিক চিন্তা ❤️‍🔥 Easy to check oil level 🔎
      আমার কাছে যেই ফিচারের কারণে একে গেইম চেঞ্জার মনে হয়েছে ঃ 💪💪
      🟪ব্যালেন্সার শ্যাফট যুক্ত করা।
      ১২৫ সিসি ইঞ্জিনে ব্যালেন্সার শ্যাফট যুক্ত করা একটা রেভোলিউশন 💞
      (শুধু বিডিতে kawasaki ninja 125 ইঞ্জিনে আছে ১২৫ সিসিতে,যেটা রেসিং সেগমেন্ট)
      এইজন্য ইগনাইটর এক্সটেক ইঞ্জিন থেকেও এই ইঞ্জিন হাইলি রিফাইন্ড এবং জিরো ভাইব্রেশন ইঞ্জিন হবে।
      ব্যালেন্সার শ্যাফট মোটামুটি ১৫০+ সিসি সব বাইকেই আছে।
      এটা এমন একটা রোটেটিং শ্যাফট সেটায় অতিরিক্ত একটা ওজন দিয়ে ভাইব্রেশন কমায়।
      একটা পিস্টন টাইপ ইঞ্জিনে ২টা যায়গায় ইমব্যালেন্স জনিত ভাইব্রেশন হয়।
      ১। প্রাইমারি ইমব্যালেন্স
      ২।সেকেন্ডারি ইমব্যালেন্স।
      ব্যালেন্সার শ্যাফট মুলত সেকেন্ডারি ইমব্যালেন্স দূর করে,সাথে প্রাইমারি ইম্ব্যালেন্সো দূর করে। এতে ইঞ্জিন জিরো ভাইব্রেশন হয়ে যায়।
      আমি ছবি দিয়ে দিচ্ছি এই ইঞ্জিনের ব্যালেন্সার শ্যাফটের।
      এতটুকই বললাম,বিস্তারিত বলতে গেলে খাতা কলম নিয়ে আর্ট করে ত্রিকোনমিতি দিয়ে বুজাতে হবে 🤪 অইদিকে না গেলাম।

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      🟪এক্সট্রিম ১২৫ বাইকে থ্রিলার ৪ভি/২ভি এর সাস্পেন্সন সেটাপ ইউজ করা
      এটা অসাধারন ❤️‍🔥 এই জিনিসটা এই বাইককে ১৫০ সিসি বাইকের লেভেলে নিয়ে গেছে ফিচারের দিকে। ১২৫ সিসি বাইকে ফ্রন্ট সাস্পেন্সন এত মোটা দিবে এটা ভাবাই যায় না।
      ৩৭মি.মি.!!
      সাথে পিছে Showa কোম্পানির সাস্পেন্সন দিয়েছে। ইতোমধ্যে বলে রাখি থ্রিলার ২ভি/৪ভি কিন্ত মার্কেটে সফট সাস্পেন্সন হিসাবে টপ-২ তে আছে।।
      🟪 হাই কম্প্রেশন রেশিও 9.9ঃ1। সাথে ফুয়েল ইঞ্জেকশন ( Fi) সিস্টেম :
      আমি জানি এই ইসুটা কেও খেয়াল করবে না। এটা হাইলি টেকনিকেল ইসু। টিপিকেলি মার্কেটের এয়ার কুল ইঞ্জিন গুলার কম্প্রেশন রেশিও 9.2 বা 9.5 বা 9.6 এর মত থাকে।
      বাট হিরো এখানে অসাধারন ইঞ্জিনিয়ারিং করেছে।
      9.9 দিয়েছে,এবং সেটার হিট ম্যানেজমেন্ট এত চমৎকার ভাবে করেছে যে অয়েল কুলার ইন্সটল করা লাগে নাই ❤️‍🔥
      মানে আপনি এই ইঞ্জিন থেকে অয়েল কুল ইঞ্জিনের মত পাওয়ার,মাইলেজ বের করছেন,বাট অয়েল কুলার দেন নাই।।(এই কাজটা হরনেট ১৬০ তে হোন্ডা অসাধারন ভাবে করেছিল)
      এই জিনিসের কারনে এবং সাথে এফ আই কারণে এর মাইলেজ অস্বাভাবিক বেশি দিবে 💚
      🟪সিংগেল চ্যানেল এবিএস 💚💚 ঃ
      This is the most precious item!! ❣️❣️
      একটা ১২৫ সিসি বাইকে এবিএস সহ দিবে এটা চিন্তাই করা যায় না জাস্ট ফ্যান্টাস্টিক। মানে সেফটি ইসুতে ফুল মার্ক্স পাবে
      🟪ওয়াইড টায়ার, সামনে ৯০/৯০
      পিছে ১২০/৮০ ঃ
      এই ফিচারের জন্যই প্রথম থেকে বলছি এইটা ১২৫ সিসি ইঞ্জিন হলেও বাইক চালিয়ে ফুল ১৫০ সিসির ফিল পাবেন।।অনেক ১৫০ সিসি বাইকেও এত মোটা টায়ার দেয় নাই,যেটা এক্সট্রিমে দিয়েছে।।সো ব্রেক ব্যালেন্স পাবেন টপ ক্লাস ❤️‍🔥
      💞💞তাই সংক্ষেপে এই বাইকের ভাল দিক গুলো হলোঃ
      ✅জিরো ভাইব্রেশন আল্ট্রা স্মুথ ইঞ্জিন ফর এডিং ব্যালেন্সার শ্যাফট
      ✅ এক্সেলেন্ট ব্রেক এন্ড ব্যালেন্স যুক্ত বাইক ফর
      ওয়ান অফ দ্যা বেস্ট সাস্পেন্সন সেটাপ
      ওয়াইড টায়ার
      হাই মাইলেজ বাইক ফর Fi সিস্টেম এবং হাই কম্প্রেশন রেশিও। আমার ধারনা সিটিতে ৫০-৫৫ এবং হাই ওয়ে ৫৮-৬৫ মাইলেজ দিবে। সাথে 11.4 bhp পাওয়া (যেটা বাজারের অনেক ১৫০ সিসি বাইকের সমান 😋 আরামসে কিছু ১৫০ সিসি বাইককে পাওয়ারে ধুয়ে দেয়া যাবে 🥴)
      ✅ সিংগেল চ্যানেল এবিএস ❤️‍🔥❤️‍🔥
      ✅ওজন ১৩৬ কেজি হওয়াতে হাই ওয়েতে চালাতে গেলে স্ট্যাবিলিটি ভাল থাকবে।
      ✅ মাইলেজ দিবে দুই হাত ভরে।❣️ হাই কম্প্রেশন রেশিও, আন্ডার স্কয়ার ইঞ্জিন সাথে এফ আই হবার কারনে সিটিতে ৫০-৫৫ আর হাই ওয়েতে ৬০+ দিবে এই বাইক।
      ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +2

      ❌❌এই বাইকের কিছু নেগেটিভ দিকঃ
      ⛔ পাওয়ার- ওয়েট রেশিওঃ
      ১২৫ সিসি বাইক,কিন্ত ওজন ১৩৬ কেজি। তাই পাওয়ার ওয়েট রেশিওতে কিছুটা পিছিয়ে থাকবে। এর ওজন ১২৫-১২৮ কেজি হলে ভাল হত। এতে আরো কুইক থ্রটল রেস্পন্স আসতো।
      ⛔ পুওর হেডলাইট।।
      হিরো এখনকার সব ইঞ্জিনে ফুল ওয়েভ ডিসি চার্জিং সিস্টেম দিয়েছে। সে ফ্যান্টাস্টিক ❤️‍🔥 কিন্ত হেডলাইট দিচ্ছে অনেক লো আলোর এলিডি। হ্যালজেন বালব হলেও মানুষ সেটা বদলিয়ে ভাল এলিডি লাগাতে পারতো। বাট দিয়েছে আবার বিল্ট ইন এলিডি।
      এইখানে হিরোরকে অবশ্যই কন্সার্ন হতে হবে।
      তাই এই বাইক কিনলে অতিরিক্ত ফগ লাইট লাগাতে হবে।
      ⛔পিলিওন সিটে অসুবিধা হতে পারে বউ বাচ্চা নিয়ে চালানোর সময়। কারন পিলিওন সিট অনেক উচু
      ⛔ থ্রটল বডিতে পিস্টন টাইপ সিস্টেম রেখেছে। এটা একদম উচিত হয় নাই। হিরো থ্রিলার ১৬০ বাইকে এই পিস্টনে স্ক্র‍্যাচ পড়লে অনেকেই সমস্যা ফেইস করেছেন
      অথচ বাটারফ্লাই সিস্টেম দিলে এমন কোন প্রবলেমই কখনো হয় না। এক্সট্রিম ১৬০ ৪ভিতে মানে থ্রিলার ৪ভিতে বাটারফ্লাই ভালভ সিস্টেম ।
      🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰
      💵💵💵এইবার আসি দাম নিয়ে।💸💸💸💰💰
      প্রাইস ১লক্ষ ৭১হাজার টাকা
      এই টাকা কি জাস্টিফাইড?
      সেটা জাজ করতে হলে বাজারে অন্যান্য ১২৫ সিসি বাইকের দিকে তাকাই
      ১। ডিস্কোভার ১২৫ (১ লক্ষ ৫৮ হাজার, নো এবিএস, নো এফ আই)
      ২। টিভিএস রাইডার (১লক্ষ ৬৫ হাজার, নো এবিএস, নো এফ আই)
      ৩। হোন্ডা এস্পি শাইন ১২৫ ( ১ লক্ষ ৬৩ হাজার , নো এবিএস,)
      তাই দেখা যায় বাজারে অন্যান্য বাইকের দিকে তাকালে দেখা যাচ্ছে এক্সট্রিম ১২৫ বাইকে এবিএস, ওয়াইড টায়ার, সামনের মোটা সাসপেন্সন, এফ আই সিস্টেম , ব্যালেন্সার শ্যাফট ওয়ালা স্মুথ ইঞ্জিন পাওয়া যাচ্ছে।
      এফ আই অনলি শাইন ১২৫ এ পাওয়া গেলেও বাকি কিছুই অন্য কোন বাইকে পাওয়া যাচ্ছে না
      তাই অন্যান্য ১২৫ সিসি বাইক থেকে মাত্র ৫-৭ হাজার বেশি রেখেছে, সাথে প্রায় ৩০-৪০ হাজার টাকা মুল্যের উপর্যুক্ত ভ্যালুয়েবল আইটেম এড করে
      তার উপর এর লুকিং অত্যন্ত গর্জিয়াস। হিরো বাইক পছন্দ করে না,এমন বাইকারও এই বাইককে গর্জিয়াস বলবে।
      তাই ১ লক্ষ ৭১ হাজার দামটা যথেস্ট যৌক্তিক বলে মনে হচ্ছে আমার কাছে। (১৭০ হলে একটা প্লেইন দাম হতো আরকি 😋 ১ হাজার আবার কেন বাড়তি নিতে গেল 🤣)
      লিখাঃ ইঞ্জিনিয়ার Sahed Ahsan Abir
      টেকনিকেল ডিরেক্টর অফ এ গভট রেজিস্টার্ড ক্লাব Freewheelers Club BD Ltd. (FCB)

    • @45bngali44
      @45bngali44 Місяць тому

      সহমত থ্রিলার এর মন্তব্য ❤

    • @mubashshiralfahad6088
      @mubashshiralfahad6088 7 днів тому

      কপি পোস্ট দিলেন আবার কোনো ক্রেডিট ও দিলেন না যে😂
      এই লেখা টা হুবহু সাহেদ আহসান আবির ভাই এর লেখা

  • @45bngali44
    @45bngali44 Місяць тому +16

    আমি হিরো এক্সট্রিম বাইক টি প্রিবুকিং করি হাতে পায় ২৫ নভেম্বর,
    আসলে আমি বাইক কেনার আগে বাংলাদেশীদের কোন রিভিউ দেখে বাইক কিনি নাই😂😂
    ইন্ডিয়া দের রিভিউ দেখে বাইক টা কিনি।
    অনেক ভালো গাড়ি টি❤🎉

    • @PrantikNath
      @PrantikNath 20 днів тому

      অর্ডার এর কয়দিন পর পেয়েছেন

  • @tarunbasu1170
    @tarunbasu1170 Місяць тому +43

    মাতারি গো মতন নেইলপালিশ দেছেন ক্যা 😐😂

    • @5-minutetipstrick
      @5-minutetipstrick Місяць тому +1

      😂😂😂

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +18

      ভাই গায়ে হলুদের দিন ভাবিরা মেহেদি দিয়ে দিছে, নেল পালিশ না 🤕 আমার কোন দোষ নাই 🤦‍♂️

    • @shoburkhan3704
      @shoburkhan3704 Місяць тому

      😂

    • @sudiptodas2703
      @sudiptodas2703 Місяць тому +1

      😂😂😂😅😅😅​@@2WheelersLife

    • @muktadirhasan345
      @muktadirhasan345 Місяць тому

      Then dislike video

  • @melonmusk420
    @melonmusk420 Місяць тому +3

    Bhai ato dam diye eda neya thik hobe naki budget aktu barae 150cc niya thik hobe?

  • @eusuf382
    @eusuf382 Місяць тому +4

    ভাই জায়গার অভাব পড়ছে নাকি?

  • @3DWorldwar-vs8ov
    @3DWorldwar-vs8ov Місяць тому +4

    ভাইয়া xtreme 160 r 4v 2024 edition drug trailer আপডেট মডেল যেটা ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে, ওইটা কি দেশে আসা সম্ভব না আছে?

  • @azmaeenamin
    @azmaeenamin Місяць тому +2

    Bhaiya ami new rider, amar jonno eta neya better hobe naki fz v2? Maintenance, parts shob kichu chinta korle

    • @MuhammadNoman-m5y
      @MuhammadNoman-m5y Місяць тому +2

      Vai after selling service osthir hero er chok bondho koira nite paren fz V2 er thika hajar guner valo

  • @MdAshrafulIslam-l4y
    @MdAshrafulIslam-l4y День тому

    bhai location ta kothay? khub valo lagse

  • @probaldebnath7140
    @probaldebnath7140 День тому

    ভাই কেউ ব্যবহার করেন তারা একটু বলেন মাইলেজ কেমন??

  • @shahiduzzamansumon180
    @shahiduzzamansumon180 Місяць тому +1

    Bike ta ki vai Long time use kora jabe engine ki vlo hbe

  • @林毅-s9z
    @林毅-s9z Місяць тому +1

    ভাই, ক্যামেরা কত দিয়ে কিনছেন?

  • @koushikur
    @koushikur Місяць тому +1

    vai kamon asen ? onakdin por apner video youtube recommnd korlo

  • @mdkabir4482
    @mdkabir4482 Місяць тому +1

    কেন আপনি ভার্সন থ্রি ভার্সন 2 ভার্শন 4 এর সাথে কম্পেয়ার করেন এই হিসবে এইটাই ভালো আছে

  • @sishahamed2009
    @sishahamed2009 Місяць тому

    এটার ব্রেকিং প্রবলেম কি সলব করার মত। আর লং টাইম চালানোর জন্য উপযোগী কি না?

  • @HxAshik
    @HxAshik 17 днів тому

    Vai ami ki aita nibo naki ektu dam baraya suzuki gixxer monotone nebo?

  • @shrabonbarai
    @shrabonbarai Місяць тому

    ভাই বাইক টা কি এই টাকায় ভেলু ফর মানি জানাবেন বাইকটার রিসেল ভ্যালু কেমন হতে পারে।❤

  • @WhoImI1
    @WhoImI1 Місяць тому +4

    abs safety baray,..non abs gari balute hard brake dhore deikhen taile bujhben,tobe ei garir switch quality faltu

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      Off road race a perticipate kore ovvosto ami 🙂

    • @WhoImI1
      @WhoImI1 Місяць тому +2

      @@2WheelersLife abs safe vai ata mante hobe

    • @eadunnabisajeeb2027
      @eadunnabisajeeb2027 4 дні тому

      @@2WheelersLife apni ovvosto..kintu shobai na..ar accident jokhon hobe tokhon ei shob ovvosto marka confident cholbe na vai.. ABS world wide accepted technology in teams of safety..so apnar valo lage na that mean u are not using good quality ABS bike or u are over confident about ur riding. so jokhon publicly advice korben.plz make sure to avoid that "amar eita valo lage na, oita valo lage na"..and sorry for harsh words.

  • @masudahmed9214
    @masudahmed9214 Місяць тому

    Honda sp125 nki hero extreme konta beshi long lasting hbe,
    Kontar maintenances cost beshi?

    • @anishmallick1144
      @anishmallick1144 Місяць тому +1

      Sp 125 long lasting hobe কারণ ওটা ক্লাসিক ডিজাইন এর বাইক, সাথে মেইনটেনেন্স কষ্ট কম,, bike avg আমার 65 দেয়,, high road এ 72 দিয়ে দেয়

    • @Rocky30112
      @Rocky30112 Місяць тому

      Sp hve vlo

  • @AminulIslam-s9n2r
    @AminulIslam-s9n2r 21 день тому +1

    বাইক টিতে ঝাঁকুনি নেই, সাসপেন্সমন ভালো।

  • @iamkafi
    @iamkafi Місяць тому +1

    IAM KAFI ❤

  • @AugustusoftheEast
    @AugustusoftheEast 22 дні тому

    Bhai 1st bike hishebe ki eta neya Thik?

    • @RahimThegoat
      @RahimThegoat 16 днів тому

      Same qnn bro . Amio eta nite chai as a first bike .

  • @MehediHassan342
    @MehediHassan342 Місяць тому +1

    My favorite bike

  • @gamespace9696
    @gamespace9696 Місяць тому +1

    ইংগিতে লবন কোম্পানি কে মেশশন করলে ভালো হলো

  • @GAZI_KAIYUM
    @GAZI_KAIYUM Місяць тому

    আগে এক গ্লাস পানি খেয়ে নিন
    নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার মনে হচ্ছে

  • @mohaiminulasif607
    @mohaiminulasif607 Місяць тому +2

    video short kore reviw dien. boring lagce tai shes porjonto dekhlm na

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      Short korle onek information miss hoye jeto vai,, r apnar boring lagar katon hoyto apni er age besh kisu review dekhe felesen,, prothom er dike eita dekhle boring lagto na I think.

  • @jowelrana1481
    @jowelrana1481 Місяць тому

    ভাই সিট টা কোনোভাবে আলদাভাবে বানানো যাবে নাকি,,একটার উপর এরেকটা সিট না থেকে রাইডারের মতো একটার পরে আরেকটা মিল করলেই তো ফ্যামিলি ভালোভাবে বসত্ব পারত

    • @adhoykumar3193
      @adhoykumar3193 Місяць тому

      যাবে,, সিংগল সিট লাগানো যায়

  • @taslimuddinsarkar9492
    @taslimuddinsarkar9492 21 день тому

    Thanks a lot, brother.

  • @MdShahin-ix3jq
    @MdShahin-ix3jq 25 днів тому

    ভাই আমার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি এই বাইকটা আমার জন্য পারফেট হবে

  • @aniksvlog2001
    @aniksvlog2001 Місяць тому +1

    Nice review ❤

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому

      R o better korar jnne ki ki kora jete pare?

  • @masudhossain552
    @masudhossain552 Місяць тому +2

    বাইকের কোনো ড্রব্যাক নেই 😂
    এটাই দালালি ভাইভ আসে।

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +3

      Gear problem,, switch quality kharap other parts eu finishing er komti lokkhonio,

  • @Yeasinabir07
    @Yeasinabir07 18 днів тому

    Bai niye nilam

  • @ShehabAhmed-me6qw
    @ShehabAhmed-me6qw 27 днів тому

    Vi apni nail polish 💅 diasen , besoy ta Amar Valo lagsa .. 😂

    • @2WheelersLife
      @2WheelersLife  27 днів тому

      @@ShehabAhmed-me6qw biyer mehedi 🤦‍♂️

  • @JitDolui-o2o
    @JitDolui-o2o 6 днів тому

    Vai india te asun ami o ai bike kine chi 95000 a

  • @MdemonMdemon-ov8du
    @MdemonMdemon-ov8du Місяць тому +2

    😘😘❤️❤️❤️

  • @TECHAK999
    @TECHAK999 Місяць тому +2

    Yoo 🤘

  • @mdfaruk-xe2sv
    @mdfaruk-xe2sv Місяць тому

    ভাই আপনার বাসা কথায়, নাটোরে নাকি..?

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      @@mdfaruk-xe2sv ji vai

    • @mdfaruk-xe2sv
      @mdfaruk-xe2sv Місяць тому

      @2WheelersLife কোন জায়গায়, কোন এলাকায় ভাই।
      আমার বাসা নাটোর বাগাতিপাড়া

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      @mdfaruk-xe2sv সদর এই

  • @BsOmarNbz
    @BsOmarNbz Місяць тому +2

    🥰

  • @mostakimalam917
    @mostakimalam917 9 днів тому +2

    Honta sp ..ba Bajaj discover er thake onk vlo❤❤

  • @freelancerashik3823
    @freelancerashik3823 Місяць тому +1

    150 CC bike a 80 te jey poriman presser lagbe ai tao ki same lagbe ? koto ta tofat hote pare

  • @AsadKhan-ho7dz
    @AsadKhan-ho7dz Місяць тому

    Manusher ki ruchi..kn ekta plain rastai niye giye video kora jai nai!!!
    Amn ekta jaigai bike raikha k review kore...khub e odd lagtese

  • @nayonvyaa9836
    @nayonvyaa9836 Місяць тому +1

    নেইলপালিশ😍😍

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому

      @@nayonvyaa9836 mehedi,, biye korsi 15 nov 🙂

  • @AbSiddique-e1z
    @AbSiddique-e1z Місяць тому

    ন্যাকামি করার কি আছে গ্লামার বাইকেউ ব্যালেন্সার ছিল

  • @pmashiqq4639
    @pmashiqq4639 Місяць тому

    বাংলাদেশ কোথাত পাবো এটা

  • @chanchalkubi9990
    @chanchalkubi9990 Місяць тому +1

    কন্টেন্ট ভাল ছিল ভাই।শুভকামনা রইল

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      ধন্যবাদ ভাই ❤️

  • @alamintusar3373
    @alamintusar3373 Місяць тому +1

    Kotu tk pailen advertising er jonno😅

    • @jasimuddin1833
      @jasimuddin1833 24 дні тому +1

      আর যাইহোক ইন্ডিয়ার ১ লাখ টাকার বাইক যারা বাংলাদেশে ২৫০ লাখে বিক্রি করে তাদের থেকে নিশ্চয়ই ভালো করেছে হিরো।।আপনার হোগায় অনেক কারেন্ট তাই এটা আপনার জন্য না। যারা ২থেকে ৩ গুন দাম বৃদ্ধি করে বিক্রি করে তাদের বাইক কিনেন

  • @Im_Z_4747
    @Im_Z_4747 Місяць тому

    ভাইয়া এটার দাম কত টাকা হলে ভারতের দামের সমান হতো ?

    • @short-circuit.69
      @short-circuit.69 Місяць тому +3

      আমাদের ভারতে এই গাড়িটার দাম 1লাখ22হাজার, মানে বাংলাদেশী টাকায় 1লাখ72হাজার। কিন্তু ভারতে এই গাড়িটার সঙ্গে ইঞ্জিন কাউল, ব্যাক ফুট রেস্ট, এই গুলা পাওয়া যায়না, এই গুলা আলাদা ভাবে কিনতে হয়।

    • @Im_Z_4747
      @Im_Z_4747 Місяць тому

      @short-circuit.69 flikart এ দেখলাম 95 হাজার ।

  • @johinahamed6777
    @johinahamed6777 Місяць тому +2

    vai, ai bike ta neya ki thik hobe?

  • @mostofakamal1761
    @mostofakamal1761 Місяць тому

    টাকা কত নিছেন কম্পানী থেকে 😅😅😅

  • @freelancerashik3823
    @freelancerashik3823 Місяць тому +1

    Dost FZ V2 vs Hero 125 ar ar akta review de plsssssssssssssssssssssssssss

  • @dragonmortal5595
    @dragonmortal5595 Місяць тому

    125 cc ar moddhe best bike

  • @Yeasinabir07
    @Yeasinabir07 18 днів тому

    Bai 160 diye nilam

  • @mondal182
    @mondal182 28 днів тому +1

    কোলকাতা ১লাখ ১৫হাজার 😊

  • @Yeasinabir07
    @Yeasinabir07 18 днів тому

    বাই 122 Done

  • @ashssos6637
    @ashssos6637 26 днів тому

    সব কিছু ঠিক থাকলেও সাউন্ড কন্ডিশন ভালোনা

  • @shamsulkhan3841
    @shamsulkhan3841 Місяць тому

    আপনার কথা গুলো আমার ভালো লাগছে না।😂😂

  • @rasidofficial9264
    @rasidofficial9264 Місяць тому +1

    Indian price 115000😂😂😂

  • @safiislam7357
    @safiislam7357 26 днів тому

    vai afnar basha kothai

  • @abjalilyoutubebangla9330
    @abjalilyoutubebangla9330 Місяць тому

    সবকিছু ঠিক আছে সেই সাথে টাকাটা কম নয়🤔১৭১০০০

  • @ArifulIslam-gt8wb
    @ArifulIslam-gt8wb Місяць тому +7

    ঘুষ খাইছে 😂😂

  • @ArifKhan-fc6bu
    @ArifKhan-fc6bu 29 днів тому

    🎉

  • @nslovestory...9445
    @nslovestory...9445 Місяць тому +1

    এটা দেখতেই সুন্দর, এটার অনেক সমস্যা

  • @knowledgeofislam7058
    @knowledgeofislam7058 Місяць тому

    বউ নিয়ে লং টুর দেয়া যাবে কিনা

    • @pmashiqq4639
      @pmashiqq4639 Місяць тому

      😂না ভাই গার্লফ্রেন্ড হলে যাওয়া যাবে

  • @YousufZihad-kc2bo
    @YousufZihad-kc2bo Місяць тому

    নাই

  • @pervezmd6279
    @pervezmd6279 Місяць тому +1

    দারুন রিভিউ

  • @Niloymb
    @Niloymb Місяць тому

    Sob kichur e vlo dik kharap dik ache vai

  • @mehedihasan58432
    @mehedihasan58432 11 днів тому

    price ak dom thik ase

  • @polashdey4379
    @polashdey4379 Місяць тому

    এক কথা বার বার, এতো কথা কেমনে কস রে ভাই

  • @Xbalde160c
    @Xbalde160c Місяць тому

    India product boycott koren bhi

  • @mehedipurkait4937
    @mehedipurkait4937 Місяць тому

    Vai neya chi

  • @tmtonmoy1856
    @tmtonmoy1856 Місяць тому +1

    Big Fan 🪭

  • @gaffarnahid4803
    @gaffarnahid4803 10 днів тому

    হাত এর দিকে চোখ গেলেই বমি আসতেসে

  • @tetocomilla3615
    @tetocomilla3615 День тому

    এ অসুস্থ ডাক্তার দেখাও

  • @arifhossain1426
    @arifhossain1426 Місяць тому

    না জেনে মানুষকে তথ্য দিয়েন না,

  • @Thematri-X
    @Thematri-X Місяць тому +1

    Korah

  • @rakibhasan9099
    @rakibhasan9099 Місяць тому

    Vaki glamour 125 e age thekei ase balanceer

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому

      Amar janamote just ninja 125 a ase vai.

  • @aniksvlog2001
    @aniksvlog2001 Місяць тому +2

    12 BHP Bhallagse bhai 🤣🤣🤣🤣🤣

  • @toufique7000
    @toufique7000 Місяць тому

    Chapri

  • @rajbogura2
    @rajbogura2 Місяць тому

    হাফ লেডিস নাকি আপনি?

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому

      @@rajbogura2 ভাই গায়ে হলুদের দিন ভাবিরা মেহেদি দিয়ে দিছে, নেল পালিশ না 🤕 আমার কোন দোষ নাই 🤦‍♂️

  • @ryanmoments4667ryan
    @ryanmoments4667ryan Місяць тому +1

    কোম্পানির টাকা খেয়ে রিভিও😅

    • @ariyan6430
      @ariyan6430 Місяць тому

      Bike er vlo kichu bujo

    • @2WheelersLife
      @2WheelersLife  Місяць тому +1

      Kto tk dise vai?

    • @SemulAhmmed
      @SemulAhmmed Місяць тому

      তোমাকে যদি টাকা দেয় তুমি করবা না?

    • @gamingofhb6337
      @gamingofhb6337 Місяць тому

      মাল খেয়ে কথা বলেন কেন

    • @SUNNY-fd3ig
      @SUNNY-fd3ig Місяць тому

      Khankir cele tui poru video dekhcis?

  • @mdgolamrabbi2281
    @mdgolamrabbi2281 Місяць тому

    ভাই দালালের জন্য কত টাকা দিছে কোম্পানি থেকে 🙄🙄🙄

  • @golamdhrubo8683
    @golamdhrubo8683 Місяць тому

    মোটামুটি কিরে লেওড়া সেরা বাইক এটা ১২৫ সিসি কিং

  • @MD.ABUHANIF-w8d
    @MD.ABUHANIF-w8d Місяць тому

    Xterm is Faltu

  • @Shantapakhi
    @Shantapakhi Місяць тому

    নখে কি মেয়েদের মতো কিছু লাগিয়েছেন? 😂