Instructor Nurul is teaching martial art and self-defense techniques.her students at Sylhet Stadium,

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Instructor md Nurul Islam
    instructor Nurul islam is teaching martial art and self-defense techniques.
    মহোদয়
    যে কোন ব্যক্তি দীর্ঘদিন সুস্থভাবে জীবন যাপন করার জন্য এবং ফিজিক্যালি ফিট হওয়ার জন্য ও ফিজিক্যালি ফিট থাকার জন্য স্বাভাবিক জীবন যাপনের পাশাপাশি নিয়মিত বিজ্ঞান সম্মত শরীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ,এবং অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করে নিজেকে এবং অপরকে বিপদ মুক্ত করার জন্য আত্নরক্ষার কলা কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ,দেখা গেছে প্রতিপক্ষ/অপহরণকারীরা/ছিনতাইকারীরা/সন্ত্রাসীরা এমন সময় আক্রমণ করে যখন কাউকে বলার অথবা আইনের আশ্রয় নেওয়ার কোন সুযোগ থাকেনা অথবা আইনের আশ্রয় নেওয়ার কারণে প্রতিপক্ষ আরো বেশি ক্ষেপে গিয়ে সুযোগ বুঝে হঠাৎ সন্ত্রাসী হামলা করে তখন নিজেকে বিপদমুক্ত করার জন্য এবং নিজের নিরাপত্তার জন্য আগে থেকে আত্নরক্ষার কলা কৌশল জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ,প্রশিক্ষণার্থীরা আমার কাছে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে হয়ে উঠে আরো আত্নবিশ্বাসী,আত্নরক্ষায় পারদর্শী,সুশৃঙ্খল ও সুস্বাস্থ্যের অধিকারী,দেশ ও জাতি গঠনে এর ভুমিকা অপরিসীম,
    প্রশিক্ষক হিসেবে আমার মূল লক্ষ্য...
    প্রশিক্ষণার্থীদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে আরো সাহসী ও আত্নবিশ্বাসী করে আরো সুস্বাস্থ্যের অধিকারী করা ও আত্মরক্ষার কলা কৌশল শিখানো,
    অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে সক্ষম করা,
    পর্যায়ক্রমে জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা,
    প্রশিক্ষনার্থীদের উন্নত প্রশিক্ষণ করানোর মাধ্যমে আমার তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদেরকে দিয়ে প্রশিক্ষণের বিভিন্ন একটিভিটিস ডিসপ্লে সো আপ করানোর মাধ্যমে প্রশিক্ষনার্থীদের আরো সুপরিচিত ও ফেমাস করা,
    অনেক সময় দেখা গেছে সামরিক বাহিনীতে অথবা অন্য যেকোনো বাহিনীতে চাকুরীর ক্ষেত্রে চাকুরী প্রার্থীদের সকল যোগ্যতা থাকার পরেও শুধু মাত্র ফিজিক্যালি ফিট না থাকার কারণে চাকুরী প্রার্থীরা চাকুরী প্রাপ্তি থেকে বাদ পড়ে যায়,এর জন্য সামরিক বাহিনীতে অথবা অন্য বাহিনীতে চাকুরী প্রত্যাশী প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে আগে থেকে ফিজিক্যাল টেস্ট নিয়ে প্রয়োজনীয় ফিজিক্যাল ট্রেনিং করানোর মাধ্যমে ফিজিক্যালি ফিট করা,যাতে ফিজিক্যালি আনফিট থাকার জন্য চাকুরী প্রাপ্তি হতে বাদ না পড়ে যায়,
    প্রশিক্ষণার্থীদেরকে সুস্থ সবল কর্মঠ সুন্দর আকর্ষণীয় স্মার্ট ও ফিজিক্যালি ফিট করার পাশাপাশি কিক ব্লক পাঞ্চ স্টেন্স স্ট্রাইক স্টেপ এগুলো শিখাইয়া ও এই শিক্ষার অর্জিত সনদের মাধ্যমে সামরিক বাহিনীতে অথবা যে কোন বাহিনীতে যে কোন পদমর্যাদায় চাকরির ক্ষেত্রে অগ্রাধীকার পাওয়ার সমূহ সম্ভাবনা সৃষ্টি করা,
    চাকুরী নিশ্চিতকরণ (সংস্থা কর্পোরেশন এবং বিভিন্ন বাহিনীতে প্রশিক্ষক ও খেলোয়ার কোটায়)
    প্রশিক্ষণার্থীদেরকে সুশৃংখল ও সফল জীবন যাপন করতে সহযোগিতা করা।
    প্রশিক্ষক
    মো:নুরুল ইসলাম
    মোবাইল নাম্বার ০১৭২১৯৬৩০৯৬
    প্রশিক্ষণের নিয়মাবলী...
    ৪ বছর থেকে ৮০ বছর বয়সের মধ্যের যে কোন পুরুষ ও মহিলা প্রশিক্ষণ নিতে পারবেন,
    প্রশিক্ষণের সময়,স্থান,ফি,আলোচনা সাপেক্ষে,
    #instructor
    #taekwondo
    #poomsae
    #martialarts
    #selfdefense
    #sports

КОМЕНТАРІ • 2