ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর:ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদের প্রশ্ন সমাধান ২০২৪,

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2024
  • ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর:ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদের প্রশ্ন সমাধান ২০২৪,
    Question PDF: drive.google.com/file/d/15uJP...
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: profile.php?...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: profile.php?...
    ১. সন্ধিবিচ্ছেদ করুন: (১×৫)
    ক) পবিত্র = পো+ইত্র
    খ) অন্বেষণ = অনু+এষণ
    গ) মতৈক্য = মত +ঐক্য
    ঘ) ততোধিক = ততঃ+অধিক
    ঙ) প্রত্যূষ = প্রতি+ঊষ
    ২. নিচের বানানগুলো শুদ্ধ করুন: (১×৫)
    ক) শিরোচ্ছেদ এর সঠিক বানান শিরশ্ছেদ
    খ) গিতাঞ্জলি এর সঠিক বানান গীতাঞ্জলি
    গ) বিভীষীকা সঠিক বানান বিভীষিকা
    ঘ) মুমুর্ষু এর সঠিক বানান মুমূর্ষু
    ঙ) বুদ্ধিজীবি এর সঠিক বানান বুদ্ধিজীবী
    ৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: (১×৫)
    ক) আমরণ খ) তেমাথা গ) মধুমাখা ঘ) দ্বীপ ঙ) চন্দ্রমুখ
    উত্তর: ক) আমরণ = মরণ পর্যন্ত = অব্যয়ীভাব সমাস
    খ) তেমাথা = তে (তিন) মাথার সমাহার = দ্বিগু সমাস
    গ) মধুমাখা = মধু দিয়ে মাখা = তৃতীয়া তৎপুরুষ সমাস
    ঘ) দ্বীপ = দুই দিকে অপ (জল) যার = সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
    ঙ) চন্দ্রমুখ = চন্দ্রের ন্যায় মুখ = উপমিত কর্মধারয় সমাস (ড. হায়াত মামুদ)
    চন্দ্র রূপ মুখ = রূপক কর্মধারয় সমাস
    চন্দ্রের ন্যায় মুখ যাহার = বহুব্রীহি সমাস (ড. মুহম্মদ শহীদুল্লাহ)
    ৪. নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করুন: (১×৫)
    ক) মেঘ থেকে বৃষ্টি পড়ে।
    উত্তর: অপাদান কারক
    খ) তিলে তৈল আছে।
    উত্তর: অধিকরণ কারক
    গ) ডাক্তার ডাক।
    উত্তর: কর্মকারক
    ঘ) ছেলেরা ফুটবল খেলছে।
    উত্তর: কর্তৃকারক
    ঙ) সৎপাত্রে কন্যা দান কর।
    উত্তর: সম্প্রদান কারক
    ৫. বাক্য সংকোচন করুন: (১×৫)
    ক) সকলের জন্য প্রযোজ্য।
    উত্তর: সর্বজনীন
    খ) যার জন্য উপায় নেই।
    উত্তর: নিরুপায়
    গ) আপনাকে যে পণ্ডিত মনে করে।
    উত্তর: পণ্ডিতম্মন্য
    ঘ) যা পূর্বে ছিল এখন নেই।
    উত্তর: ভূতপূর্ব
    ঙ) মৃতের মতো অবস্থা যার।
    উত্তর: মুমূর্ষু
    ৬. Fill in the blanks: (1×7)
    i) We should abide------- the law.
    Answer: by
    ii) Momotaz was married------- Shahjahan.
    Answer: to
    iii) He was absent----------the meeting.
    Answer: from
    iv) You------- better go now.
    Answer: had
    v) I am ashamed-----------his conduct.
    Answer: of
    vi) I am capable--------doing it.
    Answer: of
    vii) Are you confident -------your performance.
    Answer: in
    ৭. Correct the following sentences: (1×6)
    i) Rich is not always happy.
    Answer: The rich are not always happy.
    ii) Everybody have gone there.
    Answer: Everybody has gone there.
    iii) One of my friends are a lawyer.
    Answer: One of my friends is a lawyer.
    iv) Yesterday he has gone home.
    Answer: Yesterday he went home.
    v) This is an unique case.
    Answer: This is a unique case.
    vi) Would you mind to close the door?
    Answer: Would you mind closing the door?
    ৮. Translate the following sentences: (1×6)
    i) গতরাতে তার ঘুম ভাল হয়েছে।
    Answer: Last night, He slept a sound sleep.
    ii) প্রয়োজন আইন মানে না।
    Answer: Necessity knows no laws.
    iii) তিনি এলএলএম পাশ।
    Answer: He is an L.L.M.
    iv) আমি না হেসে পারলাম না।
    Answer: I cannot but laugh.
    v) আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি।
    Answer: I prefer reading to writing.
    vi) সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে।
    Answer: He has been living here for five years.
    ৯. Answer the following questions: (1x6)
    i) Reading is an excellent habit. Here, the word 'reading' is a
    Answer: Gerund
    ii) What kind of noun is knowledge?
    Answer: Abstract Noun
    iii) What is the adjective of word 'mouth"?
    Answer: Oral
    iv) What is the noun form of 'Foolish"?
    Answer: Fool
    v) What is the superlative degree of the word 'big"?
    Answer: Biggest
    vi) What is the adjective of the word "tax"?
    Answer: Taxable
    ১০. সংজ্ঞা লিখুন: ক) বাটা দাগ খ) মৌজমিলি গ) সিট
    খ) মৌজমিলি : ভূমি জরিপ সংক্রান্ত কাজের মাসিক অগ্রগতি প্রতিবেদন।
    গ) সিট
    ১১. ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত ৫টি যন্ত্রপাতির নাম লিখুন।
    ১২. নকশা অংকনের স্কেল কত প্রকার ও কী কী?
    ১৩. একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ১৫, ১৮, ২১ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।
    সমাধান: 15,18,21,24 এর ল.সা.গু = 2520
    নির্ণেয় সংখ্যা = 2520+2 = 2522
    উত্তর: 2522
    ১৪. একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৪২ সে.মি., ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
    উত্তর: 336 বর্গসেন্টিমিটার
    ১৫. একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
    উত্তর: 60 জন
    ক) বিশ্ব পরিবেশ দিবস কবে?
    উত্তর: ৫ জুন
    খ) কোথায় দিন-রাত্রি সমান?
    উত্তর: নিরক্ষরেখায়
    গ) বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
    উত্তর: ১৭ বার
    ঘ) পদ্মাসেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
    উত্তর: ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার
    ঙ) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
    উত্তর: ভুটান
    চ) 'পদ্মানদীর মাঝি'-এর রচয়িতা কে?
    উত্তর: মানিক বন্দোপাধ্যায়
    ছ) "আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি"- উক্তিটি কার?
    উত্তর: ফিদেল ক্যাস্ত্র
    জ) স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী?
    উত্তর: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি,
    ঝ) মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কী কী?
    উত্তর: বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক
    ঞ) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কী? এর দৈর্ঘ্য কত?
    উত্তর: কক্সবাজার, দৈর্ঘ্য: ১২০ কিলোমিটার

КОМЕНТАРІ • 22

  • @shilpyakter558
    @shilpyakter558 2 місяці тому +7

    বাংলা গনিত ইংরেজি বাদে ভূমি সম্পকিত পশ্ন পরের পরিক্ষা জন্য কি কি পড়ব এ সম্পর্কে একটা ভিডিও চাই

    • @Rashi89287
      @Rashi89287 2 місяці тому

      ভূমি সম্পর্কে খুটিনাটি সব পড়তে হবে,ঐ খান থেকে ১০ মার্কেরও বেশী আসতে পারে

    • @shilpyakter558
      @shilpyakter558 2 місяці тому

      @@Rashi89287 ভূমি সম্পকিত পশ্ন কই পাব

  • @shofiqtuhin5424
    @shofiqtuhin5424 2 місяці тому +3

    ভাইয়া, ভূমি রিলেডেট প্রশ্নসমূহ চাই

  • @bijoychandraroy5614
    @bijoychandraroy5614 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @Linamazumder899
    @Linamazumder899 Місяць тому

    কোন বিষয় এ কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়

  • @mdsaniurrahmanmdsaniurrahm7212
    @mdsaniurrahmanmdsaniurrahm7212 Місяць тому

    বাংলাদেশ ১৬ নাম্বার গ্রেডে চাকরি করার জন্য প্রতিদিন কয় ঘন্টা পড়তে হবে, সর্ব নিম্ন।
    এবং কোন কোন বিষয়ে পড়তে হবে, জানালে উপকৃত হব

  • @musliminarafat7479
    @musliminarafat7479 2 місяці тому

    আসসালামু আলাইকুম স্যার পুলিশ স্পেশাল ব্রাঞ্চ কম্পিউটার অপারেটর পরীক্ষা এর সমাধান দেন।

  • @aribaislam2224
    @aribaislam2224 Місяць тому

    b bariar exam kokhon hobe

  • @Mohammadrobiul0817
    @Mohammadrobiul0817 2 місяці тому

    Sir SB Police er ta

  • @samiulislam5598
    @samiulislam5598 2 місяці тому

    স্যার, দ্বীপ তো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।

  • @RabiulIslam-qc7sw
    @RabiulIslam-qc7sw 2 місяці тому

    Sir,I couldn't but laughingএমন কি হয়

  • @TalesofTitumir
    @TalesofTitumir 2 місяці тому

    যার অন্য উপায় নেই - অনন্যোপায়
    যার কোনো উপায় নেই - নিরুপায়

  • @rimaakter1
    @rimaakter1 2 місяці тому

    এটার নিয়োগ কি 2024 সালে ছিল

  • @sakilhossain5875
    @sakilhossain5875 2 місяці тому

    ৩ হাজার পদের যে আবেদনটা, সেটার পরীক্ষা?

  • @shebajesarkar2139
    @shebajesarkar2139 28 днів тому

    প্লিজ কেউ জানলে বলবেন, ভূমি জরিপের কপিষ্ট কাম বেঞ্চ সহকারীর পরীক্ষা কি লিখিত নাকি টিক প্রশ্নে হবে,,,,?

  • @farhaduzzamannoyon8574
    @farhaduzzamannoyon8574 Місяць тому

    যার কোন উপায় নেই-নিরুপায়
    যার অন্য কোন উপায় নেই- অনন্যপায়

  • @aongksyjaimarma2156
    @aongksyjaimarma2156 2 місяці тому

    ১৩ নাম্বারে লসাগু ২৫২০ না পেয়ে ৫০৪০ পাচ্ছি কেন?

  • @social6984
    @social6984 2 місяці тому

    এসব পরীক্ষায় কি সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যায়?

  • @dinaakter1545
    @dinaakter1545 2 місяці тому

    Sir পেসকার পদের জন্যও কি এমন লিখিত পরীক্ষা হবে?