শ্রী পরান বন্দ্যোপাধ্যায় এর ভয়েস অসাধারণ... কিছু কিছু মানুষ কে শুনতে এত ভাল লাগে যে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব.... ধন্যবাদ এই রকম অসাধারণ উপহার এর জন্য
হৃদয় জুড়ে মন কেমন করা অনুভূতি ছেয়ে আছে।কারণ আজ legend তারিণীখুড়োকে good bye জানাতে হচ্ছে। তাই সগর্বে বলতে ইচ্ছে করছে, "তারিণীখুড়ো,তুমি সেরা,তুমি মহান।"🙏❤️🙏❤️
@@chinmoykundu6172 Because there are finite number of stories written by Satyajit Ray and every book has an end. So calm your genius mind your IQ is suffering
পরাণ বাবুর কণ্ঠ টাই শুধু নয়, চেহারা তেও তিনি তারিণী খুড়ো। এমন একটা চরিত্রের সবকটা গল্পই হয়ে যাবে আজ। মিস্ করব অবশ্যই তবে মনে একটা শান্তি থাকবে এই ভেবে যে, সত্যজিৎ বাবুর অমর এক সৃষ্টির সবকটা গল্প পরাণ বাবুর কণ্ঠে শুনে ফেললাম।
এই গল্পের মাধ্যমে গল্পবলিয়ে তারিণী খুড়োকে আমরা বিদায় জানাবো। কিন্তু সানডে সাসপেন্সে সবসময়ই তারিণী খুড়ো রয়ে যাবেন শ্রোতাদের হৃদয়ে। আর পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার, অসংখ্য ধন্যবাদ আর হ্যাটস অফ!!
অসাধারণ পরিবেশনা ও আবহ নির্মাণ। এক মাসে রায় বাবুর দুটি সৃষ্টি শেষ হলো । আনন্দিত হচ্ছি এই ভেবে যখন খুশি শুনতে পাবো। আর দুঃখিত হচ্ছি এই ভেবে যে আর কোনোদিন এই প্রিয় চরিত্র আর আসবে না😢
সানডে সাসপেন্স এ শেষবার শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় এর কন্ঠে তারিণী খুড়ো শুনতে পাবো। এই গল্প গুলো একদিন স্মৃতি হয়ে থেকে যাবে। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই🥲
লোক এত স্টুপিড কেনো? শেষ বার কারণ আর গল্পঃ বাকি নেই!!!! এই সিম্পল কথা বুঝতে পারছেনা! Edit: আমার এই রিপ্লাই নিয়ে অনেকেই দেখছি খিল্লি করছে। তাদের বলতে চাই, একটু মূল কমেন্ট টা ভালো করে পড়ে দেখতে। "সানডে সাসপেন্সে শেষবার *শ্রী পরান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তারিণী খুড়ো* শুনতে পাব" এখানে শুধু ওনার মুখে তারিণী খুড়ো সোনার কথা বলা হয়েছে! অন্য গল্পের প্রসঙ্গ ওঠেনি!! এর থেকে আমার মূল রিপ্লায়টা যে কতটা ঠিক সেটা প্রমাণ হয়েছে।
যদিও এটাই তারিনী খুড়োর শেষ গল্প, তা হোক, যে স্বাদ আমরা এতদিন ধরে পেয়ে এসেছি এর কোনো তুলনা হয় না, কোনো ভাষা নেই বর্ণনা করার মতো, শুধু একটা কথা বলব যে যতদিন বা যত যুগ সানডে সাসপেন্স থাকবে ততদিন পর্যন্ত আমরা থাকব, হাজার ব্যস্ততা থাক না কেন ভালোবেসে যাব এই ভাবেই ❤❤❤❤❤❤
দাদু ঠাকুমাদের কাছ থেকে ভিন্ন স্বাদের গল্প শোনার মজাটা আজও বজায় আছে গল্পবলিয়ে তারিনী খুড়োর মাধ্যমে। গল্প বলাটাও যে একটা আর্ট সেটা তিনি বারেবারে প্রমাণ করেছেন। আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বর চরিত্রটিকে জীবন্ত করে তোলে। ❤️ অপেক্ষায় রইলাম।
সময়কে ধরে রাখতে পারি না, তাই কল্পনাকে আগলে রেখে বেঁচে আছি, হ্যাঁ একদিন এভাবেই এসেছিলেন "তারীনি খুড়ো" এভাবেই চলে যাবেন এবং খানিকটা মন খারাপও রেখে যাবেন। এর জন্য আমরা শ্রোতারা মিরচি টিমের কাছে চির চির কৃতজ্ঞ থাকব।🙏🏻🙏🏻
" কিরে ন্যাপলা! কি দেখছিস? " আহা অসাধারন অসাধারণ ❤❤ মুগ্ধভাবে গোটা 56 মিনিট শুনে গিয়েছি। গল্পবলিয়ে তারিণীখুড়ো দিয়ে এই সিরিজ শেষ হলো বটে তবে শ্রোতার মনে গেঁথে থাকবে একের পর এক চমৎকার গল্প। সত্যজিৎ রায় কে কুর্ণিশ জানাই আর সেই সাথে অনেক ভালোবাসা টিম সানডে সাসপেন্সকে 🔥❤
Darun..ek kathae Anabadya..Paran Bandhyapadhyae ke darun lage..ar enkhane radio te sunteo darun laglo achha uni ki young bayas thekoi avinoy korchen..eta janar khub ekta ichhe amar grow koreche..tai jante ichhuk..Namaskar..👍👍👌🏻👌🏻💕💕🙏🙏
আমার ভূতের গল্প বা প্যারানরমাল গল্প ছাড়া অন্য গল্প শুনতে তেমন ভালো লাগে না , তবে তারিনীখুড়োর বিশেষ করে পরাণবাবুর আওয়াজের প্রতি একটা অদ্ভুত নেশা তৈরী হয়ে গিয়েছিলো। সেই নেশার রসদ সরবরাহ এখানেই শেষ। অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করছে।
শ্রদ্ধেয় পরাণ বন্দোপাধ্যায় মশাই যখন গল্প বলেন, তা অতি উপভোগ্য শুনতে লাগে। ওনার কণ্ঠ থেকে খুশি ঝরে পরে। আর ছোট্ট মহাবীর এর চরিত্রে বিলাস দেও খুব ভালো perform করেছে! ❤❤
শ্রী পরান বন্দ্যোপাধ্যায় 🙏🙏এত গুণী শিল্পী। শেষ হয়েও অনেক কিছু শেষ হয়না। থাকবে গল্প গুলো শুনবো , যেমন শুনি। শ্রী বন্দ্যোপাধ্যায় নিশ্চই থাকবেন আমাদের সঙ্গে অন্য কোনো চরিত্র চিত্রণে। অল্প বিরাম ততদিন।
এখন Sunday Suspense-এ তিনটি সিরিজ আছে যেগুলো একটা গল্প করলেই শেষ হয় যাবে। বরদা - মরণ দল তারানাথ তান্ত্রিক - রঙাকাকিমা ও ডলপুতুল (+বৃষ্টি রাতের গল্প যোগ করতে পারতাম কিন্তু ওটা তারানাথের নয় শুধু আস্বিনির গল্প) C. Auguste Dupin (পৃথিবীর প্রথম ডিটেক্টিভ) - The Purloined Letter এগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করে ফেলুন।
সত্যজিৎ রায়ের তারিণীখুড়োর চরিত্রটি কখনোই পূর্ণতা পেতো না যদিনা শ্রী পরাণ বন্দোপাধ্যায়কে আমরা না পেতাম। বিদায় খুঁড়ো। অনেক অসামান্য সব ভাল মূহুর্তো দিয়েছো আমাদের।
Hey Radio Mirchi, are you primarily an FM station or a UA-cam channel? I believe it’s the former, as that's how we know you. So why do we have to go to UA-cam to listen to Sunday Suspense? I'm a regular listener and have noticed several times that it starts on UA-cam at the scheduled time but not on the radio. It's frustrating to switch to UA-cam for a show we started listening to on the radio years ago.
আগের রবিবারের মতোই এই রবিবারেও থাকছে একের পর এক ধামাকা 🔥 দুপুরে তাড়িনী খুড়োর দুটো গল্প আর রাতে থাকছে সত্যজিৎ রায়ের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা প্রথম গল্প - " আর্যশেখরের জন্ম ও মৃত্যু "।
মহাবীরের ভয়েস অ্যাক্টর বিলাশ দে দারুন কাজ করেছেন! ওকে আরো চাই! কোনোদিন যদি শিব্রাম চক্যট্টির "বাড়ি থেকে পালিয়ে" Sunday Nonsense-এ হয় তাহলে বিলাশ দে কে আনবেন।
পরান খুড়োর গল্প বলার speed যেনো slow হয়ে গেছে, এটাই একটু কেমন লাগলো তবে এতদিন পরে পরান খুড়োর গলা শুনতে পেয়ে খুব আনন্দ লাগছে, আমার জীবনের প্রথম Sunday suspense ই হলো মহারাজা তারিনীখুড়ো, অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️
There are Total 15 Tarini Khuro stories written by Satyajit Ray.
1. Doomnigar-er Manuskheko
2. Conway castle-er Pretatma
3. Khelowaar Tarini Khuro
4. Tarini Khuro O Betaal
5. Tollywood-e Tarini Khuro
6. Lucknow-er Duel
7. Dhumalgar-er Hunting Lodge
8. Juti
9. Seth Gongaram-er Dhanodoulot
10. Galpoboliye Tarini Khuro
11. Maharajah Tarini khuro
12. Tarini khuro o Oindrojalik
13. Norris Saheb-er Bungalow
14. Mohim Sannal-er Ghotona
15. Gonotkar Tarini khuro
Series গুলো পুরোপুরি শেষ হলে একটা আলাদাই তৃপ্তি হচ্ছে। এবার বরদা শেষ করুক জুনে।
Taranath o pray sesh. 1ta ba 2to baki
Seta thik janina. Bibhutibhushan er 2 to chilo ar hoy geche sob. Taradas er onek chilo ar 2to/1ta hoyto baki asche. Oboshyo Tathagata Bandhapadyay Taranath likhben bolechen
@@THE-ILLEST-VILLAIN-DOOM বা,,দারুণ খবর
ইয়েস ইউর রাইট।
শ্রী পরান বন্দ্যোপাধ্যায় এর ভয়েস অসাধারণ... কিছু কিছু মানুষ কে শুনতে এত ভাল লাগে যে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব.... ধন্যবাদ এই রকম অসাধারণ উপহার এর জন্য
Thank you for listening! ❤
Paran Bandyopadhyay is an outstanding talent. He proves it repeatedly. Thanks for bringing back Tarini Khuro stories.
হৃদয় জুড়ে মন কেমন করা অনুভূতি ছেয়ে আছে।কারণ আজ legend তারিণীখুড়োকে good bye জানাতে হচ্ছে। তাই সগর্বে বলতে ইচ্ছে করছে, "তারিণীখুড়ো,তুমি সেরা,তুমি মহান।"🙏❤️🙏❤️
"পরাণ বন্দোপাধ্যায়" 🙏 এর গল্প শুনতে শুনতে কোথায় কোন গ্রামে যেন চলে গেছি.. এত সাবলীল ওঁর পাতলা কন্ঠে গল্প বলার রসস্বাদ .. যেন সবুজ ধানের ঢেউ খেলে যায় ওনার আন্তরিক গল্প পাঠে.. 👍🎉👍🙏🙏 তারিণী খুড়ো অর্থাৎ পরাণ বন্দোপাধ্যায় এর কন্ঠে, আজকের Sundaysuspense কানায় কানায় পূর্ণ.. 🎉হোক না গল্প বলা ওনার এটাই শেষ আসর.. মন খারাপের দুপুরে অডিও শুনব ওঁর বারবার.. 🤗 mirchibangla, ভীষণ অন্তরে গেঁথে যাচ্ছে গল্প খানা.. ❤❤❤😢😢 তারিনী খুড়োর সাথী মহাবীর কে শুনতে দারুণ আনন্দ পেলাম.. ধন্যবাদ mirchi team.. 🙏🎉🙏😊😊🌹🌹🌻
Thank you for listening! ❤
@@MirchiBangla welcome 🙏🎉🙏🥰🥰
মাত্র দু'সপ্তাহ আগেই প্রোফেসর শঙ্কুকে বিদায় দেওয়ার পর এবার তারিণীখুড়োর পালা 😢। এক মাসে এমন দু'দুটো iconic চরিত্রকে বিদায় দেওয়ার পর, মন স্বভাবতই ভারাক্রান্ত থাকবে।
বিদায় খুড়ো ❤।
বিদায় খুড়ো
Kintu professor shanku 3 stories baki chilo....
eta sesh golpo mane tarini khuro ke niye r kono golpo nai sob golpo covered
Because Sunday suspense is going to call its day soon
@@chinmoykundu6172 Because there are finite number of stories written by Satyajit Ray and every book has an end. So calm your genius mind your IQ is suffering
পরাণ বাবুর কণ্ঠ টাই শুধু নয়, চেহারা তেও তিনি তারিণী খুড়ো। এমন একটা চরিত্রের সবকটা গল্পই হয়ে যাবে আজ। মিস্ করব অবশ্যই তবে মনে একটা শান্তি থাকবে এই ভেবে যে, সত্যজিৎ বাবুর অমর এক সৃষ্টির সবকটা গল্প পরাণ বাবুর কণ্ঠে শুনে ফেললাম।
Thank you for listening! ❤
এই গল্পের মাধ্যমে গল্পবলিয়ে তারিণী খুড়োকে আমরা বিদায় জানাবো। কিন্তু সানডে সাসপেন্সে সবসময়ই তারিণী খুড়ো রয়ে যাবেন শ্রোতাদের হৃদয়ে।
আর পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার, অসংখ্য ধন্যবাদ আর হ্যাটস অফ!!
বিদায় খুঁড়ো 😢
Keno biday janabo ki hoyeche?
Thank you for listening! ❤
ত ভেবে নিন এবার।।।। ✌
অসাধারণ পরিবেশনা ও আবহ নির্মাণ।
এক মাসে রায় বাবুর দুটি সৃষ্টি শেষ হলো । আনন্দিত হচ্ছি এই ভেবে যখন খুশি শুনতে পাবো। আর দুঃখিত হচ্ছি এই ভেবে যে আর কোনোদিন এই প্রিয় চরিত্র আর আসবে না😢
Deepak ray bhalo kaj korechen
Ki hoyeche?? Keno ashben na
Kicchu bujhe uthte parchi na
@@sagarikadeb3229 Mathay ki gobor na gu?
Ar golpo nei tai asben na
সানডে সাসপেন্স এ শেষবার শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় এর কন্ঠে তারিণী খুড়ো শুনতে পাবো। এই গল্প গুলো একদিন স্মৃতি হয়ে থেকে যাবে। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই🥲
Kano? Sheshbar kano?
@@rape_andrew_tateআর নেই গল্প সব হয়ে গেছে।
@@rape_andrew_tatebaki sob golpo hoye geche.ei duto last .
লোক এত স্টুপিড কেনো? শেষ বার কারণ আর গল্পঃ বাকি নেই!!!! এই সিম্পল কথা বুঝতে পারছেনা!
Edit: আমার এই রিপ্লাই নিয়ে অনেকেই দেখছি খিল্লি করছে। তাদের বলতে চাই, একটু মূল কমেন্ট টা ভালো করে পড়ে দেখতে।
"সানডে সাসপেন্সে শেষবার *শ্রী পরান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তারিণী খুড়ো* শুনতে পাব"
এখানে শুধু ওনার মুখে তারিণী খুড়ো সোনার কথা বলা হয়েছে! অন্য গল্পের প্রসঙ্গ ওঠেনি!! এর থেকে আমার মূল রিপ্লায়টা যে কতটা ঠিক সেটা প্রমাণ হয়েছে।
@@THE-ILLEST-VILLAIN-DOOM😂
যদিও এটাই তারিনী খুড়োর শেষ গল্প, তা হোক, যে স্বাদ আমরা এতদিন ধরে পেয়ে এসেছি এর কোনো তুলনা হয় না, কোনো ভাষা নেই বর্ণনা করার মতো, শুধু একটা কথা বলব যে যতদিন বা যত যুগ সানডে সাসপেন্স থাকবে ততদিন পর্যন্ত আমরা থাকব, হাজার ব্যস্ততা থাক না কেন ভালোবেসে যাব এই ভাবেই ❤❤❤❤❤❤
শিরায় শিরায় রক্ত
Ss এর ভক্ত
0😊 b😊5bujn 5.. Mm @@rajibmondal30817
Thank you for listening! ❤
Z
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂@@MirchiBangla
ভাবতেই অবাক লাগে কি করে এত সুন্দর এবং রোমাঞ্চকর প্লট কিভাবে মাথায় এসেছিলো লেখকের। গল্পঃ শুনে মুগ্ধ হয়ে গেছি ।ধন্যবাদ পরান বন্দ্যোপাধ্যায়।
Baire Remal cyclone😢 , power cut and Sunday suspense e dupure tarini khuro.. nostalgic ❤
Ekdom thik bolechen
দাদু ঠাকুমাদের কাছ থেকে ভিন্ন স্বাদের গল্প শোনার মজাটা আজও বজায় আছে গল্পবলিয়ে তারিনী খুড়োর মাধ্যমে। গল্প বলাটাও যে একটা আর্ট সেটা তিনি বারেবারে প্রমাণ করেছেন। আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বর চরিত্রটিকে জীবন্ত করে তোলে। ❤️
অপেক্ষায় রইলাম।
চরম অপেক্ষা 😊
@@rajibmondal30817 Ekdom
Thank you for listening! ❤
@@MirchiBangla ❤️❤️
সময়কে ধরে রাখতে পারি না, তাই কল্পনাকে আগলে রেখে বেঁচে আছি, হ্যাঁ একদিন এভাবেই এসেছিলেন "তারীনি খুড়ো" এভাবেই চলে যাবেন এবং খানিকটা মন খারাপও রেখে যাবেন। এর জন্য আমরা শ্রোতারা মিরচি টিমের কাছে চির চির কৃতজ্ঞ থাকব।🙏🏻🙏🏻
❤❤
Sesh keno ?
@@rituparnabasu7440 r golpo baki nei
Reboot karte pare aabar theke
শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় এর গলায় তারিণী খুড়ো গল্প শুনতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার।
অসংখ্য ধন্যবাদ টিম সানডে সাসপেন্স। 😊
দীর্ঘ ৪ বছর পর ফিরে এলো তারিণী খুড়ো 🤗 ❤
যদিও বা এটাই শেষ বার 🥺
Ki ar kora jabe😢
❤
Ses bar kano?
@@chandrimaroy1847 As Tarini Khuro series er 15 ta golpo complete tai 🙂
Thank you for listening! ❤
আহা..... কী আনন্দ! কী আনন্দ! পুরোনো Sunday suspense আবার ফিরে এসেছে 😂😂😂.... ফেলুদা, মল্লা নাসিরউদ্দীন, তাড়িনী খুড়ো.... আর কী চায বস🎉🎉
Darun darun....last ta to...uufff...তারিণী খুড়ো এবং পরান বন্দ্যোপাধ্যায় যুগ যুগ জিও ❤
খুব খুব খুব ভাল লাগল। তারিণীখুড়ো সবসময়ের প্রিয় চরিত্রগুলোর অন্যতম। বারবার করে শুনব। শেষ হওয়ার কোন প্রশ্নই নেই ♥
Apnake amar aro bhalo lage😅😊
@@RealKhan342 Dhonyobad bhai 😊🙏
@@Ananya_2625 it's ok didi❤
গল্পে বলা সেই গ্রাম্য পরিবেশে যাওয়া টার স্বপ্ন রয়েই গেল। জীবনে কখনো যদি খোঁজ পাই অবশ্যই যেতে চাই সেই সুন্দর ভূতুড়ে গ্রাম্য পরিবেশে।😊
❤
" কিরে ন্যাপলা! কি দেখছিস? " আহা অসাধারন অসাধারণ ❤❤ মুগ্ধভাবে গোটা 56 মিনিট শুনে গিয়েছি।
গল্পবলিয়ে তারিণীখুড়ো দিয়ে এই সিরিজ শেষ হলো বটে তবে শ্রোতার মনে গেঁথে থাকবে একের পর এক চমৎকার গল্প। সত্যজিৎ রায় কে কুর্ণিশ জানাই আর সেই সাথে অনেক ভালোবাসা টিম সানডে সাসপেন্সকে 🔥❤
শেষের সময়ে একটু যে কষ্ট হয়নি সেটা অস্বীকার করলে পাপ হবে 😢❤
@@mrinalkarmakar1684 কখনই অস্বীকার করা যায় না। শঙ্কুর পর আজ খুড়ো বিদায় নিলেন। 😥 তবে এইগল্পগুলি সদাই বিরাজিত শ্রোতার মনে। ❤
বিদায় খুড়ো
তারিণী খুড়োর চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ, কি অসাধারণ কন্ঠস্বর। অনেক শ্রদ্ধা, প্রণাম শ্রদ্ধেয় সত্যজিৎ রায় কে এবং প্রিয় পরাণ বন্দ্যোপাধ্যায় কে।অনেক ভালোবাসা প্রিয় সানডে সাসপেন্স টিম কে।❤❤
❤❤
সত্যিই এরকম চরিত্র সারাজীবন বাঙ্গালী শ্রোতার মনে চিরকাল গেঁথে থাকবে ❤❤❤
Akdom
Thank you for listening! ❤
Thank you Sattyajit Ray , Paran Bandhopoddhay and Team Sunday Suspence
অসাধারণ স্রস্টা সত্যজিৎ রায়! আর তারিণী খুড়োর চরিত্রে অসাধারণ গল্প উপস্থাপক শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়!
❤❤❤
Absolutely durdanto ❤ Love Tarini Khuro and Mr. Paran Bandyopadhyay is the ideal person to melt into this character... ❤️ ❤❤❤❤
খুব মিস করে গেছি ভাই। দারুণ রোমাঞ্চকর মুহূর্ত এই বৃষ্টির সন্ধ্যায় অনুভব করবো। গল্পের মেজাজ টাই আলাদা একটা মাত্রা যোগ করলো এই মরশুম ❤️❤️❤️
Pro sonku ses
Tarini khuro ses
Feludai vorsa😊❤
😊😊😊
না শঙ্কু বাকী আছে
@@Headphone.2024যে চারটে বাকি আছে, সেগুলোও হয়ে গেছে। শুধুমাত্র, UA-cam এ upload করা নেই।
Darun..ek kathae Anabadya..Paran Bandhyapadhyae ke darun lage..ar enkhane radio te sunteo darun laglo achha uni ki young bayas thekoi avinoy korchen..eta janar khub ekta ichhe amar grow koreche..tai jante ichhuk..Namaskar..👍👍👌🏻👌🏻💕💕🙏🙏
Ashadharon sri paran Bandopadhyay, anek pronam o sadhubaad🙏 aro shunbo onar kanthe anek goppo hok na shey paran khuror nijer goppo.. incredible
পরান দাদু ❤❤❤❤
খুব সুন্দর একটা গল্পের জন্য অসংখ্য ধন্যবাদ ❤
Outstanding poster Design ❤
সত্যিই খুব ভালো😊
আমার ভূতের গল্প বা প্যারানরমাল গল্প ছাড়া অন্য গল্প শুনতে তেমন ভালো লাগে না , তবে তারিনীখুড়োর বিশেষ করে পরাণবাবুর আওয়াজের প্রতি একটা অদ্ভুত নেশা তৈরী হয়ে গিয়েছিলো। সেই নেশার রসদ সরবরাহ এখানেই শেষ। অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করছে।
খুব ভালো লাগলো গল্পটা। ❤😌
পরান বন্দ্যোপাধ্যায়..💫💥❤
এতো সুন্দর গল্পের জন্য ধন্যবাদ আপনাকে, ❤❤
অসাধারণ দুটি গল্প শুনলাম দারুন।
পরান ব্যানার্জী অতুলনীয়।
❤❤❤❤❤❤❤❤❤osadaharon excellent. Tarini khuro Paran Sir just osum excellent. God bless❤❤❤❤❤❤ you Sir
খুব ভাল লাগলো। প্রথম গল্প টা মনে হয় আগেও হয়ে গেছে।❤❤❤❤❤❤❤❤
Dutoi notun
@@binoypatra1445 মনে হয় না, প্রথম গল্প টা আমি শুনেছি মনে হলো,আর সানডে সাসপেন্স এ শুনেছি।
@@sangitadasbaidya6963 na hoyni, yt e search kore dekhun.
Sunday suspense😊>>>>>>>all things
Kono kotha hobe na boss .Sai aawaj.mind blowing
কণ্ঠস্বরে এবং চেহারায় তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় অতুলনীয় এবং অদ্বিতীয় ❤
Bahh bahh khub valo onekdin por asche tarini khuro🥰🥰
❤
চরম অপেক্ষা
❤❤❤❤❤শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা আর অফুরন্ত ভাললাগার আবেশে মন ভরে গেল।❤❤❤❤❤
গঙ্গারাম শুনলেই "ঊনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে" মনে পড়ে যায়।
আলবৎ সত্যি কথা...
Ami kichu din age bolechilum tarini khuro hok,asa puron holo,Love you mirchi bangla❤❤
শ্রদ্ধেয় পরাণ বন্দোপাধ্যায় মশাই যখন গল্প বলেন, তা অতি উপভোগ্য শুনতে লাগে। ওনার কণ্ঠ থেকে খুশি ঝরে পরে।
আর ছোট্ট মহাবীর এর চরিত্রে বিলাস দেও খুব ভালো perform করেছে! ❤❤
শ্রী পরান বন্দ্যোপাধ্যায় 🙏🙏এত গুণী শিল্পী।
শেষ হয়েও অনেক কিছু শেষ হয়না। থাকবে গল্প গুলো শুনবো , যেমন শুনি।
শ্রী বন্দ্যোপাধ্যায় নিশ্চই থাকবেন আমাদের সঙ্গে অন্য কোনো চরিত্র চিত্রণে।
অল্প বিরাম ততদিন।
তারিণী খুড়োর বেশিরভাগ গল্পে একটা গিটারের সুর থাকে যেটা আমার খুব পছন্দ।
দীপক রায় খুব ভালো কাজ করেছেন
এখন Sunday Suspense-এ তিনটি সিরিজ আছে যেগুলো একটা গল্প করলেই শেষ হয় যাবে।
বরদা - মরণ দল
তারানাথ তান্ত্রিক - রঙাকাকিমা ও ডলপুতুল (+বৃষ্টি রাতের গল্প যোগ করতে পারতাম কিন্তু ওটা তারানাথের নয় শুধু আস্বিনির গল্প)
C. Auguste Dupin (পৃথিবীর প্রথম ডিটেক্টিভ) - The Purloined Letter
এগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করে ফেলুন।
Niren bhaduri 1st samagra r nikosh chaya
Duto nokher daag jokhon koreche etao korte para uchit
তারিনী খুড়োর দুটো গল্প একসাথে দারুণ ❤❤
😊
❤
Great job by Team Sunday Suspense!
বাঃ অনেক দিন তারিনী খুড়ো
খুব ভালো লাগছে আবার যেন শুনতে পাই
আর নেই,,,এই ২ টো শেষ গল্পঃ😢
0ppp0ppp😊0p😊 pp ppppp😊pp😊@@rajibmondal30817
The Iconic voice of Sir Poran Bandyopadhyay as Tarinikhuro 🙏🏻
In one word, Tarini Khuro's stories are amazing❤
54:44 'sobai toh arr dutiya noy' was hilarious....😂😂 Bas D er jaygay C bosiye dile ee.....😂😂😂😂
New gen 😂😂😂
@@beastedits...1667old gen...✨.
That's why I love Sunday suspense..
Team mirchi Amader emotion bojhe ❤❤
আবার সেই পুরোনো ছন্দে tarini khuro,
পরাণ বন্দ্যোপাধ্যায় এর গলায়😊😊😊
❤
😊
❤
সত্যজিৎ রায়ের তারিণীখুড়োর চরিত্রটি কখনোই পূর্ণতা পেতো না যদিনা শ্রী পরাণ বন্দোপাধ্যায়কে আমরা না পেতাম। বিদায় খুঁড়ো। অনেক অসামান্য সব ভাল মূহুর্তো দিয়েছো আমাদের।
এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় আর মীরের ঠেকে রজতাভ দত্ত। শ্রীলেখা মিত্রকে পাওয়া গেলেই মীরাক্কেলের trio কমপ্লিট হত😂
😂
Sune nin
Scandal in bohemia
Complete hoye jabe
Scandal In Bohemia তে শ্রীলেখা মিত্র আছেন।
রজতাভ দত্ত কোথায় আসছে জানার দরকার নেই,,,ss এ পরাণ বন্দ্যোপাধ্যায় আসছে এটাই বড়ো কথা😊
@@Shikkhito-Chhotolok সে শোনা আছে, আমি recently কোন গল্পের কথা বলছি
1. Fantastic
2. Awesome
Khubbbb khubbbbbb khubbbbbbb sundor❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍
দারুন। দারুন। ভেবে দুঃখ হচ্ছে যে আর শুনতে পাবনা।
Kno..sesh bar kno
তারিণী খুঁড়ো উফফফফফফফফ❤❤😊
অনেকদিন পর 😊
এই জেনারেশনে ও এই তারিণী খুঁড়োর ভক্ত সবাই 🎉❤
অনেক ধন্যবাদ
এটাই সানডে সাসপেন্সে তারিণীখুড়োর শেষ গল্প। এরপর, 'নরিস সাহেবের বাংলো' আর 'তারিণীখুড়ো ও বেতাল' গল্পটা classics এ upload করে, officially শেষ করুন 🙏❤️।
Betaal ache
বেতালটা প্লে লিস্ট এ এড করা নাই
Sir please দেবারতি মুখোপাধ্যায় রচিত " ডাকাত রাজা গল্পটি উপস্থাপনার জন্য অনেক অনেক অনুরোধ রইল
Onekdin por tarini khuro sunlam..❤❤
Hey Radio Mirchi, are you primarily an FM station or a UA-cam channel? I believe it’s the former, as that's how we know you. So why do we have to go to UA-cam to listen to Sunday Suspense? I'm a regular listener and have noticed several times that it starts on UA-cam at the scheduled time but not on the radio. It's frustrating to switch to UA-cam for a show we started listening to on the radio years ago.
রেডিওতে বাংলা show চালাতে খুব অসুবিধা হয় এখন
অন্য সময়ে দেখবেন কোনো বাংলা গান ও চলে না
সারাদিন শুধু hindi আর hindi
Ashadharon golpo ta hobe asha kori sabai bhalo achen to Subho dupur ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আগের রবিবারের মতোই এই রবিবারেও থাকছে একের পর এক ধামাকা 🔥
দুপুরে তাড়িনী খুড়োর দুটো গল্প আর রাতে থাকছে সত্যজিৎ রায়ের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা প্রথম গল্প - " আর্যশেখরের জন্ম ও মৃত্যু "।
Praptoboyosko der jonno.. Tarmane Adult scenes thakbe??
@@abidhossain2023Pore dekho
Adult manei adult scene
Ei dharona ase keno
Sobsomoy saririk noi manoshik dik diye adult hote hoy
Ss শ্রোতা দের এখন চরম আনন্দের মুহূর্ত
R aj Sunday Suspense classics e thakche Anathbabu r bhoy😊
তারিণীখুড়োর গল্পগুলো
যেমন মজার তেমন ফুলো
ফুলো বলাটা কি ঠিক হবে
খুড়ো চটলে পস্তাবে।
সবকিছুতেই ভীষণ ভাল
শিকার কিম্বা হাতসাফাই
মনটা রাখ সতেজ করে
ঝিলিক হানে মানিক রায়।
ধন্যবাদ।
দারুণ লাগলো দুটোই ❤
Radio te premiere hocche na keno?? Ajke ki sudhu UA-cam channel e premiere hobe??
Darun... paran da rocks... ❤
"যেখানে ভূতের ভয় " সিনেমা টি দেখেছি এবার তারিণী খুড়োর গল্প শুনবো ❤
Paran Bandopadhyay is awesome ❤
Darun Golpo gulo, ❤❤❤❤
Plz Taranath Tantrik-er golpo 😊😊😊😊😊😊plz
আসবেন আসবেন,,,,তিনি ঠিক আসবেন
Hats Off to Team Sunday Suspense ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
❤❤
❤
❤️
কতদিন পর ❤❤
মহাবীরের ভয়েস অ্যাক্টর বিলাশ দে দারুন কাজ করেছেন! ওকে আরো চাই! কোনোদিন যদি শিব্রাম চক্যট্টির "বাড়ি থেকে পালিয়ে" Sunday Nonsense-এ হয় তাহলে বিলাশ দে কে আনবেন।
আমি কিন্তু প্রথম ভেবেছিলাম কোন প্রাপ্তবয়স্ক লোক
এত বাচ্চা ছেলে😅
কিন্তু ভালো কাজ করেছে
আমার মনে হয়েছিল যে ওই মহাবীর করবে আর কোনো বাচ্চাই হবে। কারণ মহাবীর করার মতন কাস্টে কেউ ছিলনা।
Paran babu abaro firchen sunday suspense e❤❤❤
Sesh barer moto
@@indrajitkarmakar2005তারিণীখুড়োতে শেষবারের মতো। কিন্তু, এর পরে অন্য গল্পেও তো আসতে পারেন।
চরম উত্তেজনা 😊
অতুলনীয় 👌👌❤❤💐💖🌹
DARUN🎉 OLD IS GOLD ❤
পরান খুড়োর গল্প বলার speed যেনো slow হয়ে গেছে, এটাই একটু কেমন লাগলো
তবে এতদিন পরে পরান খুড়োর গলা শুনতে পেয়ে খুব আনন্দ লাগছে, আমার জীবনের প্রথম Sunday suspense ই হলো মহারাজা তারিনীখুড়ো, অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️
ওনার বয়স 83
এটা একটু মাথায় রাখলে ভালো হয়
Thanks for the concern but কদিন আগের ওই চিকিৎসা সংকট গল্পের narration এ তো মনে হয়নি এই slowness🤔
@@R5hiva apnader sob kichu tei jhamela. Jotto sob
অসাধারণ ❤❤❤❤
তারিণী খুড়োর গল্পে ন্যাপলা,সুনন্দ ইত্যাদি ছেলের বয়স অনেক অল্প। অডিওতে সেই বয়সটা একদম ম্যাচ করছে না। বাচ্চা ছেলেদের দিয়েই ওগুলো করা উচিৎ। পরান বন্দ্যোপাধ্যায় যথারীতি অনবদ্য 👌🙏👍
Hoye geche
Sesh series
শেষ গল্পটা খুব সুন্দর 😂😂😂😂😂
Khub sundor 👌
Khub enjoy korlam❤
উফ্ দ্বিতীয় গল্পটা পুরো সুকুমার রায় মার্কা হয়েছে! শেষে খুড়ো মোক্ষম চাল চেলেছেন!!🔥🔥
রেডিও তে হল?
কে জানে। আমি এখানে শুনলাম।
@@Shikkhito-Chhotolokএমনি শোনেন কোথায়?
রেডিও
@@Shikkhito-Chhotolokছেড়ে দিন
আমিও ছাড়ব
হাজার কাজ থাকলেও তা মিটিয়ে 1tay রেডিও চালিয়ে বসে যেতাম ss শুনব বলে
সেই অভ্যাস এর পুরো ----- মেরে দিলো
Ami obak hoye gelam❤
"গল্পবলিয়ে তারিনিখুড়ো" গল্পটার ক্লাইম্যাক্সটা একদম সঠিক অনুমান করেছিলাম। 😂
Khub sundar. Ebar ektu Hemendra kumar roy et horror story hole bhalo hoi
আর কটা বাকি আছে?
@@Shikkhito-Chhotolokএখনও বেশ কয়েকটা বাকি আছে। 'মোহনপুরের শ্মশান' গল্পটা করা দরকার।
@@SukhenduSikder Thank you for your support
Darun💕
বাঁশি আর bass viola তে যোগ এর আবহ সঙ্গীত ❤️❤️
এই তাড়িনি খুঁড়োর মতো জীবন আমার খুব পচ্ছন্দ ও এরকম যদি জীবনটা হতো
সেই সুন্দর ❤️😍
পুরোনো back ground music টা মিস করলাম ।
পোস্টার টি অসাধারন ❤️❤️❤️❤️❤️❤️