Tumi Sutoy Bedhecho | তুমি সুতোয় বেঁধেছো | Subir Nandi | Anupama Mukti | New Lyrical Video 2019

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @md.rakibuddin9951
    @md.rakibuddin9951 Рік тому +28

    অসাধারণ শৈল্পিক নৈপুণ্য ভরা এই গান যেন বাংলা মায়ের রুপ লাবণ্যের এক আদি নিদর্শন। এ সমস্ত গানগুলো শুনলে গায়ের লোম দাডিয়ে যায়,,,মনের অজান্তে ছোট বেলার শাপলা তোলার স্মৃতি মনে করিয়ে দেয়।

  • @mamunshek8623
    @mamunshek8623 3 роки тому +238

    "হাজার বছর ধরে" এমন একটি উপন্যাস যা হাজার বছরেও পুরনো হবে না। প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে জীবনে অন্তত একবার হলেও এটি সবার দেখা উচিৎ।

    • @arsadulislam2675
      @arsadulislam2675 Рік тому +1

      স্ত

    • @AlAmin-os8sb
      @AlAmin-os8sb Рік тому

      আমি হাজার বার দেখেও মন ভরে না❤️🥰

    • @mdibrahim6964
      @mdibrahim6964 11 місяців тому

      ​@@arsadulislam2675uiuiii😮ooo 0:30 😅😅😊😅😢😮😢 0:39 0:40 😮😮ol😮oooo😮😮😮 1:02 1:02 1:02 1:02 1:02 1:02 1:02 o I l😮😮😮😮😮😮😅😮l😮😮😮😮😅😮lol😮😅😅😅😮😮😅😮😮😅😅😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😮😮😅😮😅😅😅😮😅😅😅😮😮😮😅😅😮😅😅😮😅😅😅)😮😮😮😮😮😮😮😅😅😅😮😅😅😮😮😮😅😮😅😮😮😮😅😅😅😅😮😮😮😮😅😮😮😅😅😅😅😅😅😮😮😅😮😮😅😅😅😅😮😅😅😅😮😮😅😮😅😅😮😮😮😅😅😅😅😮oo lolololol o piolo o piolo ll oooopooooooo lllooooo😅😅lolololol ll l ll😅😅l😮)l 😅😮😮ll 2:51 lol I lolololol o ll be l lol

    • @nazmulhuda3019
      @nazmulhuda3019 8 місяців тому

      🎉🎉🎉🎉

    • @mahmedmilon7466
      @mahmedmilon7466 7 місяців тому +1

      আমি অনেক বার পরেছি ভালো লাগার কারণে
      সিনেমা দেখেছি অনেক পরে

  • @sujoypaulsujoypaul1008
    @sujoypaulsujoypaul1008 2 роки тому +106

    কতো আবেগ আর ভালোবাসা এই গানের মাঝে তা বলে বোঝানো সম্ভব নয় ♥️♥️।

  • @shafiqnohor
    @shafiqnohor 3 роки тому +19

    তুমি কেন এত ভয় ভয় পাও ?
    তুমি আর আমি কাহিনি হব
    বাংলার ঘরে ঘরে;
    মিলনে, বিরহে পাশাপাশি রবো
    হাজার বছর ধরে । আহা চমৎকার গান ।

  • @rahulhalder3851
    @rahulhalder3851 5 років тому +61

    Nice song
    India thakey sunce
    Song ta amar khub valo lage
    Tomader vlo lagle like dao

  • @mdqsohel5127
    @mdqsohel5127 12 днів тому +3

    ২০২৫ সালে কে কে শুনছেন এই গানটি আমার ভিষন পসন্দের একটা গান🥰🥰

  • @Md_Arif_Hossan
    @Md_Arif_Hossan 4 роки тому +172

    এই ধরনের গানের নেশা কখনই শেষ হবেনা!
    আহা কি আবেগ!

  • @sheikhadnan100
    @sheikhadnan100 3 роки тому +15

    যারা এই গান লিখেছেন, সূর করেছেন, গেয়েছেন তারা যাদুকর। সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা।

  • @quadeer
    @quadeer 3 роки тому +257

    তুমি আর আমি কাহিনী হব
    বাংলার ঘরে ঘরে;
    মিলনে, বিরহে পাশাপাশি রবো
    হাজার বছর ধরে💞

    • @gazisaiful9933
      @gazisaiful9933 3 роки тому +6

      সত্যি ওরা কাহিনী হয়ে আছে

    • @mdshohelrana9053
      @mdshohelrana9053 Рік тому +1

      তুমি আর আমি কাহিনী হব,
      বাংলার ঘরে ঘরে,,
      মিলনে বিরহে পাশা পাশি রব হাজার বছর ধরে,

    • @KhusiMehedi-e4u
      @KhusiMehedi-e4u Рік тому

      Yes

    • @sabbircamera2496
      @sabbircamera2496 Рік тому +2

      তুমি আর কাহিনী হবো
      বাংলার ঘরে ঘরে,
      মিলনে বিরহে পাশপাশি রবো
      হাজার বছর ধরে 💞

    • @pavelrozario3743
      @pavelrozario3743 Рік тому

      তুমি আর আমি কাহিনী হব,
      বাংলার ঘরে,ঘরে,
      মিলনে বিরহে পাশাপাশি রবো,
      হাজার বছর ধরে.......❤
      @❤
      রেখে গেলাম তোমার জন্য।যদি কখনো এই গান শুনতে আসো,
      আমাকে মনে পরে যাবে তোমার।

  • @Dipanabiswas-n1v
    @Dipanabiswas-n1v Рік тому +16

    জীবন এর অনেক কথাই অর্ন্তহিত এই গানের মধ্যে। ❤❤❤❤❤
    হাজার বছর ধরে বেচে থাকবে এই গান কখনোই হারানোর নয় 🙏🙏🙏🙏

  • @nilabegum7560
    @nilabegum7560 5 років тому +68

    গানটা শুনলে যেনো কোথায় হারিয়ে যাই
    সত্যি অসাধারন😍😍😍😍😍

  • @jamalhossainjoy8963
    @jamalhossainjoy8963 11 місяців тому +34

    মুক্তি একটি আবেগের নাম, একটি হাহাকারের নাম, একটি ভালোবাসার নাম, একটি স্মৃতির নাম! যা এই জীবনে ভুলার নয়। মুক্তি'রা কখনোই হারিয়ে যায় না ওরা বেঁচে থাকে কারো স্মৃতির পাতায় ✌️।

  • @nayonmoni8425
    @nayonmoni8425 3 роки тому +50

    এতো মনোমুগ্ধকর যে,হাজার বার শুনলেও তৃপ্তিই যেনো মিটে না।
    2009 থেকে শুনে আসতেছি ।
    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
    মনমানসিকতা একটু খারাপ হলেই চলে আসি এখানে,এই মনভোলানো সংগীতটি শুনতে।

  • @MasudRana-to2qc
    @MasudRana-to2qc 2 роки тому +51

    তুমি কেন এত ভয় ভয় কর
    আসোনা আমার কাছে
    তুমিতো জানো না কত কথা
    এই অন্তরে জমা আছে।

  • @msteshitaeshu7237
    @msteshitaeshu7237 9 місяців тому +102

    ২৪ সালে কে কে শুনতেছো এই গান লাইক দিয়ে যেও❤আমার ভীষণ পছন্দের গান এটা💕

    • @MdMamun-wl5um
      @MdMamun-wl5um 7 місяців тому +1

      আামর অনেক পছন্দের গান এটা

    • @ranassatisfaction7207
      @ranassatisfaction7207 6 місяців тому

      আমার খুব পছন্দের এই গান

    • @ArifulislamRaju-wf6dm
      @ArifulislamRaju-wf6dm 5 місяців тому

      গানটা যতবার সুনি তত বার ভালো লাগে ❤

    • @ARIFHOSSAIN-le3jt
      @ARIFHOSSAIN-le3jt 4 місяці тому

      Qqq

    • @tahminadewan700
      @tahminadewan700 Місяць тому

      শুনছি এখন

  • @princeunlockpoint6983
    @princeunlockpoint6983 3 роки тому +394

    এই কমেন্টটা রেখে গেলাম আমি যখন এই পৃথিবীতে থাকবো না ,মুখ ফিরিয়ে নেব এই পৃথিবী থেকে ,তখন হয়তো কেউ আমার এই কমেন্ট পড়বে, আর ভাববে এই গানটা আমার কত পছন্দের ছিল,,

    • @suhelahmed5497
      @suhelahmed5497 2 роки тому +11

      দো আ রহিলো আপনার জন্যে, আপনার মনের আবেগ অনমান কিছুটা হলেও করতে পেরেছি 💚

    • @oashimmiha5496
      @oashimmiha5496 2 роки тому +5

      ভাই আমি দোয়া করি আপনি বেঁচে থাকুন।

    • @mdtufajjol4667
      @mdtufajjol4667 Рік тому +7

      ভাই তুমি কি বেঁচে আছো, বেঁচে থাকলে লাইক দাও 🙏!

    • @saddamhossainuhs2812
      @saddamhossainuhs2812 Рік тому +2

      sing song

    • @MdRiyad-lf2pk
      @MdRiyad-lf2pk Рік тому +2

      Acho naki bhai

  • @raselahmed5969
    @raselahmed5969 3 роки тому +5

    এই গানগুলির আবেদন আজীবন থাকবে।
    এমন লিজেন্ড উপন্যাসিক, এমন সুরকার, গীতিকার, শিল্পী আর কখনোই সৃষ্টি হবার নয়!
    আহ কি স্মৃতি! 💔
    এমন গান হাজার বছর ধরে শুনলেও পুরোনো হবার নয়! 💗

  • @ImranHossain-cj9qo
    @ImranHossain-cj9qo 10 місяців тому +2

    গানটা শুনতে যেয়ে কোন এক কারণে কমেন্টের ভেতরে গেলাম।😢 যেমন গানটা ঠিক তেমনি আবেগঘন ময় কমেন্ট প্রাণটা একদম জুড়িয়ে গেল। বেঁচে থাকুক এরকম ভালোবাসা হাজার বছর ধরে

  • @nityanandabarman1368
    @nityanandabarman1368 4 роки тому +44

    🇧🇩 বাংলা সিনেমার স্বর্ণ যুগের গান।
    যত শুনি ততই শুনতে মন চায়।
    চির অমলিন গান, মনে হয় এখনও বর্তমান.....❤❤❤

  • @Payel-qm3gm
    @Payel-qm3gm Рік тому +1

    এত স্নিগ্ধ, হৃদয় সুখকর মনকে তাড়িতকরা বাংলা গান আমি কখনো শুনি নি।
    কতবার যে মুভিটা দেখেছি, বলা মুশকিল এখনও দেখি, গানটা অসাধারণ ❤️❤️
    হাজার বছর ধরে,জহির রায়হানের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত মুভি। শর্মিলি তুমি হাজার বছর ধরে রয়ে যাবে আমার নিভৃত - অন্তরালে।

  • @mdanisurrahmanshamimshamim1602
    @mdanisurrahmanshamimshamim1602 3 роки тому +43

    গানের প্রতিটি কথা যেন একেকটি বিষমাখানো তীর।সুবীরদা'র গলাটা আল্লাহর অসাধারণ দান।

  • @ajitpaul5989
    @ajitpaul5989 3 роки тому +63

    যেনো স্বর্গীয় সঙ্গীত!! যা শ্রবন করে নিজেকে ধন্য মনে হয়। গর্বিত মনে হয় বাঙালি হিসেবে। ওপারে ভালো থাকবেন সুবীর দা❣️

    • @bikashapu1133
      @bikashapu1133 2 роки тому +1

      আহমেদ ইমতিয়াজ বুলবুল

    • @perveskhan341
      @perveskhan341 Рік тому

      সুবির দা নয় ইমতিয়াজ আহমেদ বুলবুল।

  • @md.saalimuddinjaflongsylhet
    @md.saalimuddinjaflongsylhet 2 роки тому +16

    "হাজার বছর ধরে " নয় কোটি হাজার বছর বেঁচে থাকবে এসব গান❤️❤️
    আমাদের পাঠ্যবইয়ের উপন্যাস ছিলো " জহির রায়হান এর কালজয়ী উপন্যাস "হাজার বছর ধরে " 😧😧
    ফিরে যাই সেই হারানো ছোটবেলার প্রিয় সময় টার দিকে। 😪😪

  • @imranbiswas7190
    @imranbiswas7190 4 роки тому +39

    মনে পড়ে যাই পুরোনো দিনের কথা,আবার ফিরে যেতে সেই দিনে ৷

  • @Muslim-w4z
    @Muslim-w4z 2 роки тому +56

    হঠাৎ নিজের অজান্তে মুখ এসে পরল
    সাথে সাথে ইউটিউব এ শুনতে আসলাম!
    অনেক অনেক পছন্দের একটা গান!
    🥰🥰🥰

  • @ornobsdaily
    @ornobsdaily 3 роки тому +59

    নারী কন্ঠটা সাবিনা ইয়াসমিন ভেবেছিলাম।
    কিন্তু এই শিল্পীর গলাটা এতো মিষ্টি যে সুন্দর কথাগুলো অপূর্ব হয়ে উঠেছে ❤️ সারাজীবন প্রিয় এমন গান। সেই ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি। এখনো সেই রেশ একি আছে💟

    • @sayeedtutul1614
      @sayeedtutul1614 Рік тому

      নারী শিল্পী অনুপমা মুক্তি

    • @mdratul5385
      @mdratul5385 Рік тому

      আমি কনক চাঁপা ভেবেছিলাম

    • @SyedArifulAhmed
      @SyedArifulAhmed 11 місяців тому

      Amio

    • @notunphone1461
      @notunphone1461 3 місяці тому

      Ami o sabina yasmin vebechilam

  • @nanditaranisarkar9709
    @nanditaranisarkar9709 Рік тому +2

    এমন সুন্দর কথা, এমন সুমধুর সুর,,এ গান কি কখনো পুরনো হয়!?
    না,,,, কেননা এরকম গান, তার কথা আর সুরের মূর্ছনার জাদুতে, ভক্ত হৃদয়ে জায়গা করে নেয়,,আবেগ-অনুভূতির মধুরতায় এ যে সর্বদাই জীবন্ত,, ☺️☺️❣️❣️

  • @rcbrajsimantoraj2388
    @rcbrajsimantoraj2388 4 роки тому +18

    গানটা যত শুনি আর শুনতেই মনে চাই
    love u dada

  • @bdamvlog5336
    @bdamvlog5336 5 місяців тому +7

    ২০২৪ সালে এসেও জাদের প্রিয় তারা লাইক দিও❤

  • @zubairhasanroni1533
    @zubairhasanroni1533 3 роки тому +47

    মন জুরানো একটা গান। যতবার শুনি ততবারি ভালো লাগে। ভালোলাগা এখনো এক মূহুর্তের জন্যেও কম মনে হয় নি। মন ভালো হওয়ার এক মহা ঔষধ।
    ২০২১ সালে আর কেও আছে???

  • @sayeedtutul1614
    @sayeedtutul1614 Рік тому +1

    বাংলা সুরের তিন জাদুকরের সৃষ্ঠি এই কালজয়ী গান। এমন আবেগী কথা, মায়াবী সুর ও মোহনীয় কণ্ঠ এই গানটাকে বাঁচিয়ে রাখবে হাজার বছর ধরে।
    অবিরাম ভালোবাসা - গাজী মাজহারুল আনোয়ার স্যার, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার ও সুবীর নন্দী স্যারকে। আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিক। অশেষ ধন্যবাদ অনুপমা মুক্তি কে এমন মিষ্টি কণ্ঠটির জন্য যা গানটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।

  • @jrmmahbub630
    @jrmmahbub630 3 роки тому +75

    মুক্তি ম্যাডামের মতো একজন ক্লিন ভয়েজের শিল্পি আড়ালেই থেকে গেলো। সুবির স্যার মিস ইউ

    • @sharminsultana252
      @sharminsultana252 2 роки тому

      Hummmm🙂🙂

    • @nasrinaktar319
      @nasrinaktar319 2 роки тому +2

      Sotti Aj sune monta vore gelo...subirdar to tulona nai e...but mukti apur gan prothom sune ki je jadumakha laglo..apur ki r kono gan ase?jodi upload korten..

    • @suhelahmed5497
      @suhelahmed5497 2 роки тому +1

      মুক্তি ম্যাডামকে আগে চিনতাম না,গুণী শিল্পীরা কেনো জানি সবসময় আউালেই থেক যায়।💚

    • @frendramily1036
      @frendramily1036 2 роки тому

      Hu bhai right

  • @tanveerhasan3388
    @tanveerhasan3388 Рік тому

    প্রথমে ধন্যবাদ দিতে চাই Subir Nandi স্যার ও Anupama Mukti ম্যাডামকে
    এরপর ধন্যবাদ দিবো Gazi Mazharul Anwar ও Ahmed Imtiaz Bulbul স্যার কে এত সুন্দর কম্পোজিশন উপহার দেওয়ার জন্য স্পেশাল ভাবে ধন্যবাদ Kohinur Akter Suchanda ম্যাডাম কে গল্পটিকে বাস্তবে রুপ দেওয়ার জন্য। আর Zahir Raihan স্যার আপনাকে শুধু ধন্যবাদ দিলেও কম হয়ে যায়, দোয়া করি যারা গত হয়েছেন আপনারা ভালো থাকুন।

  • @MDATIK-qy3sr
    @MDATIK-qy3sr Рік тому +11

    যে এই গানটা লেখছে তাকে হাজার হাজার ধন্যবাদ কারণ এই গানের কথাগুলি হৃদয় ছুঁয়ে যায় যত শুনি ততই ভালো লাগে 🥰🥰🥰

  • @Md.MahfujurRahman-x3j
    @Md.MahfujurRahman-x3j 26 днів тому

    অসম্ভব সুন্দর কালজয়ী গান। গীতিকারের কথা এবং সুরকারের মায়াবী সুর ক্ষণিকের মনের খোরাক। যুগের পর যুগ চলে গেলেও এই গান কখনও পুরোনো হবেনা।

  • @MdSharif-lx6to
    @MdSharif-lx6to 3 роки тому +38

    হাজার বার গানটা শুনেছি তারপরও কেন মন ভরছে না। বুকে কাপন লাগিয়ে দেয়, অন্তরে আগুন জ্বলে যায় এই গান শুনলে। এমন গান যেন আর কেউ না লেখে।

  • @nuruddinhelal5066
    @nuruddinhelal5066 2 роки тому +10

    সে ২০০৭ সালে নবম শ্রেনী থাকার সময় উপন্যাসটি পড়া। তার পর এ ছবি দেখে গান গুলোর প্রমে পড়ে গেলাম। আসলে যত বার শুনি ততবার ভালো লাগে❤️❤️❤️

  • @sumonmolla2488
    @sumonmolla2488 3 роки тому +14

    আমার শোনা সেরা গান গুলে মধ্যে এটি অন্যতম।এমন গান হয়ত আর তৈরী হবে না।

  • @mdsahajulislam278
    @mdsahajulislam278 2 роки тому +3

    হাজার বছর ধরে সেই উপন্যাস যে উপন্যাস পড়ে আমার জীবনের প্রথম ভালো লাগা ও ভালোবাসার শিহরণ জেগে উঠেছিলো আমার হৃদয়ে। আমি আমার ক্লাসে এই উপন্যাস পড়তে গিয়ে স্যারের ও ক্লাসের সবার সামনেই কেঁদে ফেলেছিলাম, একজন আর এক জনের প্রতি মনের টান কি তা আমি এই উপন্যাস থেকে বুঝতে পেরেছিলাম। এর শেষটা মনে করলে আমি এখনো কান্না ধরে রাখতে পারি না !! ""!""

  • @tamadas4216
    @tamadas4216 5 років тому +78

    সুবীর নন্দী দাদার জন্য আমাদের সবার অফুরন্ত ভালোবাসা

  • @nurislamsumon3619
    @nurislamsumon3619 5 місяців тому +1

    এই গানটা আমার প্রথম সোনা হচ্ছে 2014সালে।।। আর উপন্যাস টা দেখেছি 2019সে।আহ কি উপন্যাস সর্বকালের সেরা উপন্যাস। ধন্যবাদ জহির রায়হান স্যার এত সুন্দর একটা উপন্যাস উপহার দেওয়ার জন্য❤❤❤

  • @BablaMirza-r3f
    @BablaMirza-r3f Рік тому +6

    " হাজার বছর ধরে ,,
    উপন্যাসটি শত বছরেও পুরানো হবে না,
    জহির রায়হানের ব্যাক্তিগত জীবনের অনেক কাহিনি জড়িতো এই উপন্যাসটির সাথে,,,,,,,,,,,,,,,,,,,,।

    • @hridoykapali872
      @hridoykapali872 Рік тому

      আমার এক চাকরির পরিক্ষায় এসেছিলেন,হাজার বছর ধরে,উপন্যাস এর সম্পর্কে প্রশ্ন।

    • @kuhinorAkter-kf9yr
      @kuhinorAkter-kf9yr 3 місяці тому

      তাই তো এই উপন্যাস এতো জীবনত

  • @mdimran-lm6di
    @mdimran-lm6di 3 місяці тому +1

    আসলেই সোনালী যুগের গান গুলোর গীতিকার সুরকার ও কন্ঠশিল্পদের গুণের কথা বলে শেষ করা যাবে না,,এক কথাই অসাধারণ

  • @naturald.d.m2302
    @naturald.d.m2302 5 років тому +88

    আমি জীবন বেদেছি মরন বেদেছি ভালবেসে সারাক্ষন। জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাস কে কে পরেছু & দেখেছু।

  • @sharminmasud6425
    @sharminmasud6425 3 роки тому +6

    প্রয়াত সুবীর স্যারের কণ্ঠে র অসাধারণ গান শুনে তার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধায় মন ভরে যায়, বাংলাদেশের গানের গৌরব, আর অনুপমা মুক্তি ম্যাডাম আপনার এত সুমিষ্ট কন্ঠের গান শুনে ভাষা হারায়। এটা মন ছুয়ে যাওয়া গান হাজার বছর শুনলেও ভালো লাগা শেষ হবে না

  • @smjuweelran7483
    @smjuweelran7483 Рік тому +9

    এই গানটা শুনলেই মন ফিরে চলে যায় 2011 তে আমি তখন ক্লাস এইটে পড়ি আর আমার ভাইয়া পড়তো ক্লাস টেনে গল্পটা ওর থেকে শুনে বইটা পড়া শুরু করি, শুরুতেই অজগরের মতো আকাবাকা রাস্তা যত পড়তে পড়তে ভিতরে যায় ততই পড়ার স্বাদ জাগে আমার নিজের পড়া রেখে আমি এই উপন্যাস টা পড়তাম শেষ পৃষ্ঠার শেষ লাইনে আমার গা শিউরে উঠে ।
    সেই থেকে এই গানের সাথে পরিচিত এমন গান বাংলার জমীনে আর হবে না।
    এ গুলো এখন শুধুই সৃতি হয়ে থাকবে।

  • @emon_official96
    @emon_official96 Місяць тому +2

    গানটা শুনলাম এবং প্রিয় মানুষের কথা মনে পড়লো তো আজকে একটা কমেন্ট করে গেলাম যেন সবাই দেখিতে পায় এবং লাইক করবে যখন একটা কেউ তখন আবার গানটির কথা মনে পড়বে 😊

  • @mdaminul4692
    @mdaminul4692 2 роки тому +8

    জহির রায়হান রচিত হাজার বছর ধরে সিনেমার গান💔
    যেমন গান,তেমন সিনেমা।
    একেবারে অসাধারণ ❤️

    • @barmansujan2360
      @barmansujan2360 Рік тому

      গানটা গাজী মাজহারুল আ‌নোয়া‌রের অনবদ‌্য সৃ‌ষ্টি। আর সি‌নেমাটাও জ‌হির রায়হা‌নের নয়। সি‌নেমার গল্পটা জ‌হির রায়হা‌নের।‌ সাধারনত কোন সি‌নেমা তার প‌রিচাল‌কের না‌মেই প‌রি‌চিত হয়।

  • @shawonnur6093
    @shawonnur6093 10 місяців тому +1

    সে কি গান,, এ কি গান, নয় তো কি,,,কি সুন্দর গানের ভাষা,,,,এর সাদ ফুরাবার নয়❤

  • @kabbonil1121
    @kabbonil1121 3 роки тому +3

    আহা কি অসাধারণ গান।
    প্রতিটি বাক্য যেন একেকটা জীবন।
    হাজার বছর বাজবে এই গান।

  • @polashray3246
    @polashray3246 3 місяці тому

    আহা কি অবেগ। ❤️ এই গানগুলো যারা এখানে শুনতে আসে তাদের রুচির প্রতি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। ❤❤🌼🌼

  • @ছায়াসঙ্গী76
    @ছায়াসঙ্গী76 3 роки тому +3

    এমন গান আর হবে না এই বাংলায়,
    আহা কি গান কি আবেগ কি মধুর সুর সব মিলিয়ে একটা অন্যরকম ভালোলাগ কাজ করে। মনে এমন গান বেঁচে থাকুক হাজার বছর ধরে। ❤️

  • @tanjirahmed8289
    @tanjirahmed8289 Місяць тому

    পছন্দের তালিকায় স্থান পাওয়া প্রথম গান।
    প্রজন্ম থেকে প্রজন্ম বছরের পর বছর এভাবেই বাঙালির কাছে চির পছন্দের হয়ে থাকবে গানটি।

  • @masudhasanpakistanisstupie8474
    @masudhasanpakistanisstupie8474 2 роки тому +3

    এ এমনই একটি গান, জেটি জখন শুনি, তখন আমি আমার শৈশব কৈশোর জীবনের সব মুহূর্ত থেকে ঘুরে আসি, গানটা শুনলে আমি কুথায় যে হারিয়ে যাই নিজেই জানি না, সব স্মৃতি যেন চোখ দুটো কে জাপটে ধরে,,,,

  • @sadiakhandokar1378
    @sadiakhandokar1378 3 роки тому +19

    গানের প্রতিটা লাইন বুকের ভেতর অসম্ভব ভালো লাগার ফিলিংস তৈরী করে💞💞 যতোই শুনি ততই বেশি আসক্তি হয়।।

    • @fil-k5366
      @fil-k5366 3 роки тому

      আমি তো প্রায়ই শুনি। অসম্ভব এক অনুভূতি জাগে মনে। মনে হয় শৈশব জীবনে ফিরে যাই।

    • @ridoykhan9156
      @ridoykhan9156 3 роки тому

      হুম

  • @shumiaktar5428
    @shumiaktar5428 Рік тому +2

    কতবার যে শুনেছি, তবু ও মন ভরে না। অনেক আবেগ ও ভালোবাসা লুকিয়ে আছে এই গানের মাঝে। হাজার বছর ধরে বেঁচে থাকবে বাংলার মানুষের হৃদয়ে, কখনো পুরানো হবে না এই গান।

  • @starcomputer8027
    @starcomputer8027 4 роки тому +8

    গানটা শুনলে যেনো কোথায় হারিয়ে যাই
    সত্যি অসাধারন অসাধারন

  • @mdshoyeb6547
    @mdshoyeb6547 2 роки тому +11

    2050 সন এর জন্য কমেন্টে রেখে গেলাম যাঁরা তখন এই গান টা শুনবে তাদের জন্য এই গান টা হবে সব থেকে প্রিয়। জানি না তখন আমি এই পৃিবীতে থাকবো কি না। ভালো থাকবেন সবাই।

  • @mdratonislam6365
    @mdratonislam6365 2 роки тому +3

    আমার ছাত্র জীবনের ফার্স্ট উপন্যাস ছিলো এটা।।কিন্তু জানতাম না এই উপন্যাসের মধ্যে এত সুন্দর একটা গান ছিলো 🥰 সত্যি অনেক সুন্দর লাগছে আমার কাছে এই গান ❤️❤️

  • @skyview5286
    @skyview5286 Рік тому +2

    সত্যি হৃদয় টা দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট এই গানটা😢😢😢

  • @nurealamhasan8764
    @nurealamhasan8764 Рік тому +56

    কার কার সিলেবাসে এই হাজার বছর ধরে উপন্যাস ছিলো🥰 আমি ২০০৯/১০ এ পেয়েছি

  • @jesmineti5671
    @jesmineti5671 Рік тому +2

    হাজার বছর ধরে স্যার জহির রায়হান এর অসাধারণ উপন্যাস।এই গানটা শুনলে হাজার বছর ধরে হারিয়ে যাই।প্রতিটা চরিত্র সংলাপ চোখের সামনে ভেসে উঠে, হারিয়ে ফেলি নিজেকে টুনি আর মন্তুর মাঝে❤️❤️

  • @biplabblocks6424
    @biplabblocks6424 5 місяців тому +4

    ২০২৪ সালে কে কে শুনছেন আমার প্রিয় একটি গান ❤️

  • @AbuTayebTayeb
    @AbuTayebTayeb 5 місяців тому +4

    ফারজানা ইয়াসমিন রিফাতের,,,,, জন্য কমেন্ট করে রাখলাম সে যদি কখনো এই গান শোনে তাহলে কমেন্ট দেখে আমাকে স্বরণ করবে

  • @LrLaden
    @LrLaden 4 місяці тому +2

    আমার মতোন ২৪ এর শেষে কেকে শুনেছো লাইক দিয়ে যেও

  • @তানিশাচৌধুরী
    @তানিশাচৌধুরী 4 роки тому +16

    টুনি বিবির সুতয় গাঁথা শাপলার ফুল রেখে চলে যাওয়া যখন রিয়াজ দেখতে পায় আর এটাই গানের আবেগময় মুল বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে।

  • @amirulislamakash5674
    @amirulislamakash5674 9 місяців тому

    আহা কি অপরুপ মন মুগ্ধকর গান কি অসাধারণ কন্ঠস্বরের যুগলবন্দী দুজনের❤
    এসব গান হাজার কোটি বার শুনলেও কিঞ্চিৎ পরিমাণ বিরক্তি আসবেনা❤️

  • @antorkumar3434
    @antorkumar3434 Рік тому +3

    এই কমেন্টটা রেখে দিলাম যারা ২০২৩ সালে এসেও এই গান শুনবে তাদের জন্য❤❤❤

  • @mdbabusikdar982
    @mdbabusikdar982 Місяць тому

    ইসস!!কি গান!!কি গান!!ভিতরটা জুড়িয়ে যায় ❤❤❤

  • @jubairhasan2104
    @jubairhasan2104 3 роки тому +14

    হাজার বছর ধরে যেন বাঙালির শাশ্বত প্রেম কাহিনি।

  • @arif_eeedu
    @arif_eeedu 2 місяці тому

    গানটির প্রতিটি শব্দে প্রেমের গভীরতা এবং আবেগের স্পর্শ রয়েছে। প্রেমের অনুভূতির সাথে সামাজিক প্রতিবন্ধকতা এবং ত্যাগের মানসিকতা অসাধারণভাবে ফুটে উঠেছে। এটি শুধু একটি প্রেমের গান নয়, বরং চিরন্তন প্রেমের প্রতীক। এমন সংবেদনশীল গান হৃদয়ে ছুঁয়ে যায়, কারণ এতে প্রেমের বিশুদ্ধতা এবং আত্মত্যাগের মনোভাব প্রকাশ পেয়েছে। গানের কথাগুলি মনে করিয়ে দেয়, সত্যিকারের প্রেম সব বাধা অতিক্রম করে যুগ যুগ ধরে বেঁচে থাকে।

  • @nishantv3838
    @nishantv3838 4 роки тому +4

    ভীষণ সুন্দর একটি গান || বাংলা ভাষার সঙ্গীত অনবদ্য সৃষ্টি || আমি যেন কোথায় হারিয়ে গেলাম শুনতে শুনতে || পুরো শিল্পী জীবনের পূর্ণতা পাওয়ার জন্য এমন একটি গানই যথেষ্ট || আমি জানিনা কতটা আবেগ কতটা ভালোবাসা থাকলে তবে এরকম একটা গান তৈরি হতে পারে ||

  • @ziaulhaque6495
    @ziaulhaque6495 Рік тому +3

    শিল্পী সুবীর নন্দী ও অনুপমার অসাধারণ গান হাজার বছর ধরে থাকবে

  • @kseducation2023
    @kseducation2023 Рік тому +1

    রাত বাড়ছে, হাজার বছরের সেই পুরনো রাত❤❤❤

  • @md.shamimhossain17
    @md.shamimhossain17 3 роки тому +17

    সুবির নন্দী আজ নেই,
    আছে তার কালজয়ী গান।

  • @vobanikumar
    @vobanikumar Рік тому +2

    আমি ভাপতে পারছি না জে এতো সুন্দর একটা গান আজ সুনলাম তাও টিকটক থেকে ❤❤❤❤❤❤

  • @masud.rana.hredoy
    @masud.rana.hredoy Рік тому +3

    হাজারবার শুনলেও হয়তোবা শোনার তৃপ্তি মিটবে না ❤❤

  • @abdullahalmahin3679
    @abdullahalmahin3679 5 місяців тому

    একটা মানুষের বুকে কি পরিমান ভালোবাসা জমা থাকলে সে এমন গান লিখতে পারে..🥰
    গাজী মাজহারুল আনোয়ার স্যার...💚

  • @seshchiti5587
    @seshchiti5587 3 роки тому +3

    এই গানটার সাথে বাংলার অতীত ঐতিহ্য ..
    গ্রাম বাংলার শৈশব মিশে রয়েছে ...

  • @janifajani4278
    @janifajani4278 Місяць тому +1

    এই অমরত্ব গান হাজার বছর ধরে বেঁচে থাকবে...

  • @sujonofficialbd2197
    @sujonofficialbd2197 3 роки тому +5

    আমার দেখা বাংলাদেশের নাম্বার ওয়ান মুভি এটা।
    যেখানে গ্রাম বাংলার ঐতিহ্য ৭০/৮০ দশকের গ্রামীন চিত্র তুলে ধরা হইছে।
    আর গানটা বুকে গিয়ে লাগে সোজা
    অসম্বব ভালো লাগে আমার কাছে মুভিটা হায় গ্রামীন চিত্র👌👌
    হারিয়ে যাই সেই ৭০/৮০ সোনালী দিনে মনে হয় যদি আবার ফিরে ফেতাম সেই ছোট্ট জীবনটা ভাবতে চলে যাই দিনগুলোতে🙂
    এভাবেই হয়তো বয়স হবে বৃদ্ধ হবো একদিন মারা যাবো গল্প শেষ হবে হাজার বছর ধরে মুভিটার মতো
    ০৬/১১/২০২১

  • @rubakhan7544
    @rubakhan7544 Місяць тому

    হাজার বছরেও এই গান পুরনো হবে না
    ❤️💚🇧🇩❤️💚🇧🇩❤️💚🇧🇩❤️💚🇧🇩

  • @MuhuriRiver
    @MuhuriRiver 2 роки тому +5

    গানের প্রতিটি সুর ও কথা একেবারে মন চুয়ে যায়, ভালোবাসা অবিরাম সকল কিংবদন্তির জন্য

  • @sumonmiah5622
    @sumonmiah5622 8 місяців тому

    আমার জীবনের সেরা একটি গান। জহির রায়হান স্যার এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যে এমন কালজয়ী উপন্যাস উপহার দেওয়ায়।পাশাপাশি নায়ক রিয়াজ ও নায়িকা শশীকে তাদের নিখুঁত অভিনয় এর মাধ্যমে উপন্যাস এর বিষয়বস্তু ফুটিয়ে তুলতেছেন ❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @jahangirjapanigaming1902
    @jahangirjapanigaming1902 4 роки тому +11

    এই গানটি শুনলে আগের দিনের কথা মনে পড়ে যায় আমার সবচেয়ে প্রিয় গান

  • @vlogbyhridoy
    @vlogbyhridoy 19 днів тому

    আগের গান মানুষের হৃদয় স্পর্শ করতো, আর এখনকার গান মানুষের শরীরে স্পর্শ করে।

  • @sohel6219h
    @sohel6219h Рік тому +2

    এমন কালজয়ী লিরিক্সের জন্য ধন্যবাদ জানাই গাজী মাজহারুল ইসলাম স্যার কে❤

  • @mdrajuahmed9384
    @mdrajuahmed9384 2 місяці тому

    গানটির মধ্যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে,, যেখানে প্রিয় মানুষ টার কথা মনে করে চোখ বেয়ে পানি পরে,,, কেন এত ভালো লাগা কাজ করে

  • @charulota8502
    @charulota8502 2 роки тому +9

    মন্তুকে পাইনি আমি কিন্তু এই সুন্দর গান টা পেয়েছি। হয়তো এক জীবনে মানুষ সব পায়না। তার স্মৃতি নিয়ে কাটিয়ে দেবো বাকী জীবন। ♥♥

    • @rubelmia4542
      @rubelmia4542 2 роки тому

      আমিও পাইনি, কিন্তু গানটা মনে দাগ কেটে গেছে, সেই ছোট বেলা থেকে 😢

    • @alifbhuiyan9625
      @alifbhuiyan9625 Рік тому

      আমিও পাইনি।তবে গানটার সাথে তাকে খুব মিস করি❤

  • @mriduljoarder7682
    @mriduljoarder7682 8 місяців тому +1

    আমার যে দিন মৃত্যু হয় সে দিন যেন এই গানটাই বার বার বাজায় আমার ছেলে মেয়ে রা তাতে আমার আত্মা আমার জীবনে আসা প্রথম ভালোবাসার মেয়েটিকে সরণ করিয়ে দিয়ে আমার হৃদয়ে কতো ভালোবাস ছিলো তার প্রকাশ পাবে❤❤❤।।

  • @mdsagor3052
    @mdsagor3052 3 роки тому +5

    আসম্ভ রকমের ভালো লাগল আহারে কি কথা ও সুর ❤️❤️❤️

  • @mahibmugdho1602
    @mahibmugdho1602 9 днів тому

    গানটা সত্যিই খুবই সুন্দর শুনলে মনটা কোথায় যেন হারিয়ে যায়। ❤

  • @rubelahmed3937
    @rubelahmed3937 4 роки тому +4

    খুব ভালো একটা গান,যার ভিতর আবেগ দিয়ে এটা গাওয়া খুব ভালো লাগলো।।।

  • @mdhasibulhasanshanto3674
    @mdhasibulhasanshanto3674 Рік тому +2

    বার বার শুনতে ইচ্ছে করে,,,,,,,,,তবুও যেনো তৃপ্তি মিটে না,,,,,,,, শতবার শুনলাম

  • @RuhulAmin-fn6yj
    @RuhulAmin-fn6yj 3 роки тому +5

    জহির রায়হানের অনবদ্য সৃষ্টি, যেমন কথা তেমন সুর!

  • @jeetbabu2936
    @jeetbabu2936 Місяць тому

    আহা কি কথা ও সুর প্রানটা জুড়িয়ে গেল🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @mdlablu4784
    @mdlablu4784 2 роки тому +4

    শত শত বছর, যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে থাববে এসব গান।।

  • @tusharimran-x8p
    @tusharimran-x8p Рік тому +1

    ❤❤❤ সৃষ্টিকর্তা তাঁর আত্মার চিরশান্তি দান করুন। ❤❤❤

  • @mdshohel22
    @mdshohel22 Рік тому +3

    আহ কি মধুময় কন্ঠ ❤️❤️ হৃদয় ছুঁয়ে যায় , অসাধারণ গানের কথা গুলো ❤️❤️❤️2023 সালে কারা কারা শুনছেন আমার মতো 👌

  • @mdrabiulislamrupom-g4v
    @mdrabiulislamrupom-g4v Місяць тому

    পুরনো কিছু হারিয়ে যাওয়া কথা মনে করে দেয় এই গান,,যে মানুষটি সারাক্ষণ বক বক করতো, সে আজ অন্যর ঘরে 😔😔😔😒😒😒