আমি অনোক চেস্টা করেও পারি নাই,যে টাকা ঘুষ চায় তা আমার পক্ষে দেওয়া অসম্ভব,এই সমস্যায় দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ ভুগছে,যদি পারেন একটু হেল্প করলে, চির কৃতজ্ঞ থাকব
স্যালুইট আমাদের ডঃ ইুনুস স্যার ও ওনার সকল সহযোধ্যাদেরকে ❤️ স্যারের কাছে গরীবদের পক্ষ থেকে একটা আবেদন জানাই " প্লিজ স্যার আমাদের দেশের গরীব দের জীবন চলার সহজ উপায় করে দিন
এখন যান হয়ে যাবে, আমার আক্ষরিক ভুল ছিলো ইংরেজি, বাংলা ২টাই, বাবার নামের আক্ষরিক ভুল, বাড়ির নাম্বার যোগ করেছি নিজেই। আপনি নিজেই গিয়ে জিগ্যেস করবেন কোন ক্যাটাগরিতে দিয়েছেন, আর কয় দিন লাগবে। ওরা করে দিতে বাধ্য।
ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি যারা স্টুডেন্ট, তাদের সার্টিফিকেটে নামের ওখানে সবারই কম বেশি ভুল হয়। যা সংশোধন করতে হলে, অনেক কাঠ পোড়াইতে হয়। যা একজন স্টুডেন্ট এর জন্য খুবই ভোগান্তি। এই বিষয় নিয়ে নতুন সরকারের কাজ করা খুবই জরুরী বলে মনে করছি। একমত হলে লাইক দিবেন 💘
সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি ইউনিয়ন পরিষদের কাছে গেলে যেন জন্ম নিবন্ধনের ভুল গুলো খুব তারাতারি ঠিক করে দেয় এবং সেই জন্ম নিবন্ধন টি উপজেলায় নিয়ে যাওয়ার পর তারাতারি ঠিক করে দেয় কোন ভোগান্তি যেন না হতে হয় অতিরিক্ত টাকা যেন না লাগে শুধু জন্ম নিবন্ধন কাগজ হলেই হবে অন্য আর কোন কাগজ যেন না লাগে
আমার টোটালি বডিচেন্জ হইয়া গেছে,পড়ে আমি স্হানীয় উপজেলায় গেলে তারা জানায় এটা হবে না রিয়েল ভাবে তোমাদের যদি ঢাকাতে কেউ থাকে তাদের দিয়ে কম টাকাতে করাতে পারবে।পড়ে আমি আবেদন করে জেলা নির্বাচন অফিসে গেলে তারা আমার কথা শুনে আবেদনটি খারিজ করেন,এবং আরো বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলেন, এবং দেখা যায় আমার এক পরিচিত লোক আমার উপজেলায় নির্বাচন কমিশন ভবনে গেলে তাকে জানায় এক লক্ষ টাকা দিলে তারা কাজটি কমপ্লিট করে দিবে, 😢সম্পূর্ণ স্কুল সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন দলিলাদি থাকা সত্ত্বেও তারা আবেদনটি খারিজ করে,এস এস সি,ও জন্মদিন থাকার পরেও তারা আবেদন খারিজ করেন😢😢😢।জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
NID সংশোধন বা পরিবর্তন করার জন্য যাতে নির্বাচন কমিশন অফিসে ঘুরতে না হয়,অসাধু অফিস কর্মকর্তার খপ্পরে পড়তে না হয়, তার জন্য অন-লাইনে রেজিঃস্ট্রেশান ও নাগরিক সেবা চালু করার আহবান করছি । ঘরে বসে যেন প্রত্যেক নাগরিক NIDসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করতে পারে ।
আজ পর্যন্ত ৬০০০ টাকা ঘুষ দিছি পাসপোর্টের ভুল ঠিক করার জন্য। আজকে ভেরিভিকেশনের জন্য এসে বলে আরও ১০০০ লাগবে। তাও দিলাম। এখন শুনি অফিসে আরও ১০০০ লাগবে। এই দেশে যাই হোক ঘুষখোর না কমালে কোন কিছুর সুবিধাই আমরা পাবো না।
আমি জন্মনিবন্ধন নাম সংশোধন করার জন্য পৌরসভা অফিসে গিয়েছিলাম, একজন বলে উপরে যান, উপরে গেলে বলে নিচে যান, আমাকে এই ভাবে ৩০ মিনিট ঘুরাইছে। আমার অনেক খারাপ লাগছিলো, পরে তাদের অনেক কথা বলছি।
আমরা অনেক ভোগান্তিতে পরে আছি কোন ভাবেই সমাধান করতে পারছি দ্বারে দ্বারে ঘুরতেছি মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিকই না, বিষয়টি কোন অফিসাররাই পাত্তা দিচ্ছেন না।
এই সেবা সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কেন করা যাবেনা ? আপনিতো জনগনের টাকায় বেতন নেন সম্পুর্ন দিনের কিন্তু জনগনকে সেবা দিবেন অর্ধ দিন পর্যন্ত কেন ? পুরোদিন এই সেবা কার্যক্রম চালু রাখার জন্য আহ্বান করছি ॥
এনআইডি-তে শিক্ষা সনদ আবশ্যক? কেন? যারা নিরক্ষর তারা কি এনআইডি পাবে না? একজন রিকশাওয়ালা নৌকার মাঝি। আমি শিক্ষিত কিন্তু আমার কাছে শংসাপত্রের কোন মান নেই এটা আমার জন্য কখনই কাজ করবে না। তাই, যাইহোক আমি আমার সমস্ত সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আমি কি NID পাব না? এই ধারাটি NID ফর্ম থেকে বাদ দিতে হবে।
বৈবাহিক কারণে মেয়েদের প্রয়োজনে বর্তমান ঠিকানা চেঞ্জ এর দরকার হয়,,সেক্ষেত্রে অনেক হয়রানি।।এগুলো সবকিছু সহজ করা হোক।।অনলাইনে অনেক কিছু এভেইলএবেল করা উচিত
নামের ভুল নিয়ে গত ১ বছর দুই বার আবেদন করছি। উপজেলা ঢাকা নিবাচন অফিস সব খানে গেছি কাজের কাজ কিছু এ হ নাই।আমরা টাকা সময় দুই টা গেছে।এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চাই
আমি ২ বছর ধরে ভুগছি বাবার নামের সংশোধন নিয়ে। একটা একটা করে অজুহাত তুলে। যেটা চায়, সেটা দেই, আবার আরেকটা বের করে। একবারে কিছু বলে না। অহেতুক হয়রানি। বেশি সমসসা করে উপজিলা পর্যায়ের অফিসার রা। এর সমাধান কি হবে। সরকার যতই আদেশ দিক, জনগণের ভোগান্তি কমছে না।
ধন্যবাদ দেশের অগণিত নিরীহ মানুষ এই এন আই ডি ভুল সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়ে আছে এর সমাধানের সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য ইসিকে ধন্যবাদ। বিষয়টি সহজ পদ্ধতি করার জন্য অনুরোধ রইল.
পাসপুট অফিসার বলে ছিল 16 হাজার টাকা দিলে বলেছে ঠিক হবে কিন্তু চার মাস হয়ে গেছে খুজ নিয়ে দেখি পুলিশ কেয়ারিংয়ের দেয় নাই কিন্তু কথা ছিল সে পুলিশের টাকা দেবে এখন আর দুকানে গেলে পাইনা
Certificates ar problem thik kora ta o easy kora dorkar. Karon basir vagg students der e ai same problem . atar jonno onk tk plus hassle sojjo korte hoy
সত্যি কথা বলতে আমার এন আইডিতে শিক্ষা গত যোগ্যতা দিয়েছে এস এসি আমি তো ইস্কুলের বারান্দায় জাইনাই কোন দিন আমি মাদ্রাসার ছাত্র কত যে হয়রানির শিকার হয়েছি বলার মত না। যদি সম্ভব হই তাহলে অনুরোধ করব আমাদের এন আইডি গুলো ঠিক করে দিবার মত ব্যাবস্তা করে দিবেন।
যাদের কাছে সার্টিফিকেট নাই তারা কিভাবে এনআইডি কার্ড পরিবর্তন করবে নাম বানান ঠিক করবে আমাদের কাছে আন্তর্জাতিক পাসপোর্ট আছে তারপরও আমরা এটা পরিবর্তন করতে পারতেছিনা সার্টিফিকেট না থাকার কারণে
আমি অনোক চেস্টা করেও পারি নাই,যে টাকা ঘুষ চায় তা আমার পক্ষে দেওয়া অসম্ভব,এই সমস্যায় দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ ভুগছে,যদি পারেন একটু হেল্প করলে, চির কৃতজ্ঞ থাকব
100 % true.
Amar o same problem Allah e valo jane ami admission nite parbo ki na?😢😢😢
ওদের ভূলে আমাদের জীবন নস্ট,এটি নির্বাচন কমিশনের সংসদন করা উচিৎ
Same problem
আমার বয়স ২০দিয়ে রাখছে ২৮😢 কত চেষ্টা করছি , বলে টাকা লাকবে😢 আবার আমার আম্মুর বয়স বেশি , বাবার বয়স কম, কত ভুল করছে তারা,,
জন্ম নিবন্ধন অনুযায়ী সব কিছু সংশোধন করে দেওয়া হোক সহজেই
সহজ মত
একমত হবে অনেকেই
সহমত
আমি একমত
সহমত
বার্থ সাটিফিকেট অনুযায়ী এনআইডি সংশোধন করার সুযোগ দেওয়া হোক প্লিজ।।
আমার passport/Driving licence/ Birth certificate সব ঠিক তবু্ও ঘুষখোর ঘুষ দিতে হবে। দিলে ১ ঘন্টার মধ্যে কাজ করে দিবে।
@@TaposhPaal-l9t না কাউকে করতে দিবেন না, নিজে করবেন। আমি করেছি নিজেই ৭দিনের মদ্ধে হয়ে গেছে
Kotha theke korechen aktu bolben? @@shakilmridha1415
Amr birth certificate r nid er birthplace samena eita thik korte hobe.
Kivabe korbo nije nije kindly janaben??
@@shakilmridha1415
Apni ki bolte paren Birth Certificate er Name change er bishoy ta kivabe solve kora jay???
2:31 @@shakilmridha1415কি বাবে ভাই
টাকা ছাড়া নির্বাচন অফিসে কোন কাজ হয়না আমি সাক্ষি আছি
Thik bolechen 😢😢😢😢
টাকা দিয়ে সঠিক কাজ করে এমন একটা লোকের সন্ধান দেন আমি টাকা দিয়ে হলেও করাবো কাজ
নতুন করে এন আই ডি তৈরী করা জরুরি। পুর্বের পরিচয়পত্র সিকিউরিটি হারিয়েছে। তা ছাড়া অসংখ্য ভুল আছে।
রাইট
সকল ভুল সংশোধন করার সুযোগ দেওয়া দরকার,হোক জন্ম নিবন্ধন বা এনআইডি।
স্যালুইট আমাদের ডঃ ইুনুস স্যার ও ওনার সকল সহযোধ্যাদেরকে ❤️ স্যারের কাছে গরীবদের পক্ষ থেকে একটা আবেদন জানাই " প্লিজ স্যার আমাদের দেশের গরীব দের জীবন চলার সহজ উপায় করে দিন
আগে এনআইডি স্মার্ট কার্ড দিয়া শুরু করেন ২০১৭ সালে করসিলাম এখনও হাতে পাইলাম না স্মার্ট কার্ড!!!!!!!!!!
একটা কার্ড বানাইতে কত সময় লাগে 😑
নামের ভুলের কারনে ১ বছর ঘুরে। এখন আর যাই না। বাস্তবে ভিন্ন
এখন যান হয়ে যাবে, আমার আক্ষরিক ভুল ছিলো ইংরেজি, বাংলা ২টাই, বাবার নামের আক্ষরিক ভুল, বাড়ির নাম্বার যোগ করেছি নিজেই। আপনি নিজেই গিয়ে জিগ্যেস করবেন কোন ক্যাটাগরিতে দিয়েছেন, আর কয় দিন লাগবে। ওরা করে দিতে বাধ্য।
@@shakilmridha1415 koi jabe?
চাইলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি।
@@shakilmridha1415 কোথায় অনলাইনে নাকি কোন অফিসে?
@@MRJoy-sz9cmvai help korben
সঠিক হলে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ 👍👍👍
ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি যারা স্টুডেন্ট, তাদের সার্টিফিকেটে নামের ওখানে সবারই কম বেশি ভুল হয়। যা সংশোধন করতে হলে, অনেক কাঠ পোড়াইতে হয়। যা একজন স্টুডেন্ট এর জন্য খুবই ভোগান্তি। এই বিষয় নিয়ে নতুন সরকারের কাজ করা খুবই জরুরী বলে মনে করছি। একমত হলে লাইক দিবেন 💘
,
আলহামদুলিল্লাহ, একটা স্বস্তির খবর পেয়েছি।
সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি ইউনিয়ন পরিষদের কাছে গেলে যেন জন্ম নিবন্ধনের ভুল গুলো খুব তারাতারি ঠিক করে দেয় এবং সেই জন্ম নিবন্ধন টি উপজেলায় নিয়ে যাওয়ার পর তারাতারি ঠিক করে দেয় কোন ভোগান্তি যেন না হতে হয় অতিরিক্ত টাকা যেন না লাগে শুধু জন্ম নিবন্ধন কাগজ হলেই হবে অন্য আর কোন কাগজ যেন না লাগে
আমি অনলাইন এ দু দুবার অ্যাপ্লিকেশন করেও অবশেষে একটাই বার্তা পেয়েছি "আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করা হয়েছে" | কেন বাতিল করা হয়েছে এর কোন কথা নাই |
আমার টোটালি বডিচেন্জ হইয়া গেছে,পড়ে আমি স্হানীয় উপজেলায় গেলে তারা জানায় এটা হবে না রিয়েল ভাবে তোমাদের যদি ঢাকাতে কেউ থাকে তাদের দিয়ে কম টাকাতে করাতে পারবে।পড়ে আমি আবেদন করে জেলা নির্বাচন অফিসে গেলে তারা আমার কথা শুনে আবেদনটি খারিজ করেন,এবং আরো বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলেন, এবং দেখা যায় আমার এক পরিচিত লোক আমার উপজেলায় নির্বাচন কমিশন ভবনে গেলে তাকে জানায় এক লক্ষ টাকা দিলে তারা কাজটি কমপ্লিট করে দিবে, 😢সম্পূর্ণ স্কুল সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন দলিলাদি থাকা সত্ত্বেও তারা আবেদনটি খারিজ করে,এস এস সি,ও জন্মদিন থাকার পরেও তারা আবেদন খারিজ করেন😢😢😢।জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এইসব অপরাধ করেছে জারা কম্পিউটার ট্রাইপ করেছে /তাদের জরিমানা করা উচিৎ /
আমি ৭ হাজার টাকা ঘুষ দিয়ে আমার ১ বছরের জন্ম তারিখ সংশোধন করাইছি।৯ মাস নির্বাচন অফিসে ঘোরাঘুরি করার পর শেষে টাকা দিয়ে সংশোধিত করা হলো।
Alhamdulillah
আমার বয়স সমসা
কিভাবে করবো
বার্থ সাটিফিকেট অনুযায়ী এনআইডি সংশোধন করার সুযোগ দেওয়া হোক প্লিজ। আমি তাই বলছি
অনেক ভালো উদ্যোগ সরকারের এই উদ্যোগে স্বাগত জানাই 👍
NID সংশোধন বা পরিবর্তন করার জন্য যাতে নির্বাচন কমিশন অফিসে ঘুরতে না হয়,অসাধু অফিস কর্মকর্তার খপ্পরে পড়তে না হয়, তার জন্য অন-লাইনে রেজিঃস্ট্রেশান ও নাগরিক সেবা চালু করার আহবান করছি । ঘরে বসে যেন প্রত্যেক নাগরিক NIDসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করতে পারে ।
আজ পর্যন্ত ৬০০০ টাকা ঘুষ দিছি পাসপোর্টের ভুল ঠিক করার জন্য। আজকে ভেরিভিকেশনের জন্য এসে বলে আরও ১০০০ লাগবে। তাও দিলাম। এখন শুনি অফিসে আরও ১০০০ লাগবে। এই দেশে যাই হোক ঘুষখোর না কমালে কোন কিছুর সুবিধাই আমরা পাবো না।
দোয়া করি এন আইডি কার্ড সমস্যা সমাধান করবেন
আমি জন্মনিবন্ধন নাম সংশোধন করার জন্য পৌরসভা অফিসে গিয়েছিলাম, একজন বলে উপরে যান, উপরে গেলে বলে নিচে যান, আমাকে এই ভাবে ৩০ মিনিট ঘুরাইছে। আমার অনেক খারাপ লাগছিলো, পরে তাদের অনেক কথা বলছি।
আলহামদুলিল্লাহ সুনে খুব খুসি হোলাম ইচ্ছে কোরে বুল করে
৬ মাস ধরে নির্বাচন অফিস ঘুরতাছি... এ-ই গুলা দেখার মতো লোক নেই.. শরিয়াত পুর থেকে বলছি....আপনি কোন জেলা থেকে বলছেন..........?
এক আবেদন 6 মাস হয়ে গেছো এখনো কোন খবর নাই
অসংখ্য ধন্যবাদ ❤❤
অন্য জেলার নাগরিক হলেও কি আমি ঢাকা থেকে নিজ জাতীয় পরিচয় পত্র সংরহ করতে পারবো? নিজ জেলায় বিতরণের সময় জেতে পারিনি।
আমরা অনেক ভোগান্তিতে পরে আছি কোন ভাবেই সমাধান করতে পারছি দ্বারে দ্বারে ঘুরতেছি মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিকই না, বিষয়টি কোন অফিসাররাই পাত্তা দিচ্ছেন না।
সার্টিফিকেট সংশোধন এ ভোগান্তি দূর করা হোক
বাস্তবে এইসব কিছু নেই আছে কাগজে কলমে
এই সেবা সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কেন করা যাবেনা ? আপনিতো জনগনের টাকায় বেতন নেন সম্পুর্ন দিনের কিন্তু জনগনকে সেবা দিবেন অর্ধ দিন পর্যন্ত কেন ? পুরোদিন এই সেবা কার্যক্রম চালু রাখার জন্য আহ্বান করছি ॥
Psc jsc ssc hsc certificate a name correction ar bisoi o dekha uchit
দ্রুত সমাধান করা হোক
আমার মায়ের নাম Nid তে একটা আর আমাদের ভাই বোনের স্কুলের কাগজে আরেকটি, অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে এক বছর ঘুরার পরে বাদ দিয়া দিছি।
পাসপোর্ট সংশোধন সময় দিলে ভালো হতো
এটা খুবই ভালো উদ্যোগ। এই হেল্প ডেস্ক গঠিত হলে নাগরিক সমাজ দ্রুত উপকৃত হবে আশা করি। সরকারকে দ্রুত এটি কার্যকরে এগিয়ে যেতে হবে
আমি নতুন ভোটার হইবো,চার বছর যাবত ঘুরতে আছি।
সার্টিফিকেট এর ভুল সংশোধনের দ্রুত জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা দয়া করে জানাবেন?
খবর দেওয়ার জন্য ধন্যবাদ
এনআইডি-তে শিক্ষা সনদ আবশ্যক? কেন? যারা নিরক্ষর তারা কি এনআইডি পাবে না? একজন রিকশাওয়ালা নৌকার মাঝি। আমি শিক্ষিত কিন্তু আমার কাছে শংসাপত্রের কোন মান নেই এটা আমার জন্য কখনই কাজ করবে না। তাই, যাইহোক আমি আমার সমস্ত সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। আমি কি NID পাব না? এই ধারাটি NID ফর্ম থেকে বাদ দিতে হবে।
বৈবাহিক কারণে মেয়েদের প্রয়োজনে বর্তমান ঠিকানা চেঞ্জ এর দরকার হয়,,সেক্ষেত্রে অনেক হয়রানি।।এগুলো সবকিছু সহজ করা হোক।।অনলাইনে অনেক কিছু এভেইলএবেল করা উচিত
যেহেতু তথ্য পাচার হয়েছে তাই অনুরোধ রইল একটু একটু করে দেশের সকল নাগরিকের NID তথ্য নতুন করে ডাটা তৈরী কার্যক্রম শুরু করার।
আমার নামের বানান ও জন্মতারিখ সার্টিফিকেটের সাথে মিল নেই! এখন ঢাকার নির্বাচন অফিস থেকে সংশোধন করতে পারবো নাকি নিজ এলাকায় গিয়ে করতে হবে?
আমি তিন বছর ঘুরে এড্রেস চ্যাঞ্জ করতে না পেরে হাল ছেড়ে দিয়েছি,এখন আর যাইনা।লাগবেনা আমার আইডি কাড
যাদের সার্টিফিকেট নেই তাদের কি এনআইডি কার্ড ঠিক হবে না ভুল সংশোধন করা যাবে না
দুই মাস হয়েছে আবেদন করেছি।
কিন্তু কোন সমাধান এখনো পাচ্ছিনা।
শুধু নাম সংশোধনের জন্য দিয়েছি দুই বছর আগে এস এস সি সার্টিফিকেট ও বিকাশে টাকা পে করেছি এখনো হয়নি
আমার ভোটার আইডি কাডেও ভুল পাসপোর্টে ভুল আমি আছি প্রবাসে এখন কি করবো?
According birth certificate please correct nid card.
নামের ভুল নিয়ে গত ১ বছর দুই বার আবেদন করছি। উপজেলা ঢাকা নিবাচন অফিস সব খানে গেছি কাজের কাজ কিছু এ হ নাই।আমরা টাকা সময় দুই টা গেছে।এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চাই
অনলাইনে এন আইডি ভূল সংশোধন করার সুযোগ দেয়া উচিত।
Immediately gov take necessary step
Right
আমি ২ বছর ধরে ভুগছি বাবার নামের সংশোধন নিয়ে। একটা একটা করে অজুহাত তুলে। যেটা চায়, সেটা দেই, আবার আরেকটা বের করে। একবারে কিছু বলে না। অহেতুক হয়রানি। বেশি সমসসা করে উপজিলা পর্যায়ের অফিসার রা। এর সমাধান কি হবে। সরকার যতই আদেশ দিক, জনগণের ভোগান্তি কমছে না।
আমারও এক অবস্থা। সবচেয়ে বেশি খারাপ লোকাল অফিস গুলো। ক্ষমতার অপব্যবহারের বস্তা এই উপজেলা নির্বাহী অফিসার রা।
সুন্দর উদ্যোগ❤, এখন শুধু কার্যকর কতটুকু সত্যি হয় সেটা দেখার পালা😢
❤right 1000 %
উপরের চেয়ারে বসে সবই সহজ মনে হয় এই উপদেশটাই আবার খোঁজ নিবে না যখন ঘুষ দুর্নীতিতে আবার শুরু হবে
ঠিক
জন্মনিবন্ধন সংশোধন কাজ সহজ করা হোক!
ধন্যবাদ দেশের অগণিত নিরীহ মানুষ এই এন আই ডি ভুল সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়ে আছে এর সমাধানের সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য ইসিকে ধন্যবাদ। বিষয়টি সহজ পদ্ধতি করার জন্য অনুরোধ রইল.
রাইট ❤,
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নির্বাচন কমিশন ঠিক করা হোক। তিন বছর হলো তদন্ত জমা দিছি কিন্তু এখনো তারা তদন্ত জমা দেয় নাই।
দেশের সকল ইউনিয়ন পরিষদ অফিসে NID / জাতীয় পরিচয়পত্র সংশোধন করার সুযোগ দেয়া হোক
আলহামদুলিল্লাহ
এটা কি চট্টগ্রামে পাবো।
Valo hoise❤❤❤❤
একটা আইডি কার্ড তৈরি করতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে আমার এত ভোগান্তি ভোগাইছে
অনেক চেষ্টা করছি হয় নাই তাই সমস্ত এনআইডি কার্ড বাতিল করে নতুন করে আইডি
পাসপুট অফিসার বলে ছিল 16 হাজার টাকা দিলে বলেছে ঠিক হবে কিন্তু চার মাস হয়ে গেছে খুজ নিয়ে দেখি পুলিশ কেয়ারিংয়ের দেয় নাই কিন্তু কথা ছিল সে পুলিশের টাকা দেবে এখন আর দুকানে গেলে পাইনা
খুব উপকার হবে তাহলে
প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য কি সুবিধা রয়েছে
সঠিক
Certificates ar problem thik kora ta o easy kora dorkar. Karon basir vagg students der e ai same problem . atar jonno onk tk plus hassle sojjo korte hoy
এখন কি এন আইডি কার্ড করা হয়
সত্যি কথা বলতে আমার এন আইডিতে শিক্ষা গত যোগ্যতা দিয়েছে এস এসি আমি তো ইস্কুলের বারান্দায় জাইনাই কোন দিন আমি মাদ্রাসার ছাত্র কত যে হয়রানির শিকার হয়েছি বলার মত না।
যদি সম্ভব হই তাহলে অনুরোধ করব আমাদের এন আইডি গুলো ঠিক করে দিবার মত ব্যাবস্তা করে দিবেন।
আমার বয়স ২৬ বছর
আমি এখনো ভোটার হইনি শুধুমাত্র ওদের অনিয়মের কারণে
হট লাইন থেকে বলল যে মহাপরিচালক নেই, আমার স্থায়ী ঠিকানা আর ঠিক হচ্ছে না সব কাগজ পত্র জমা দিও
ঠিক কথা 😢😢😢
একটা ভুল সংশোধন করতে আমার একজন পরিচিতের এক লক্ষ টাকা নিয়েছিল।
সমাধান চাই দ্রুত
আমার এন আই ডি স্মার্ট কার্ড হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছিনা বহুদিন যাবত। এখন আমার করণীয় কি? কেউ কি বলতে পারবেন?
যাদের কাছে সার্টিফিকেট নাই তারা কিভাবে এনআইডি কার্ড পরিবর্তন করবে নাম বানান ঠিক করবে আমাদের কাছে আন্তর্জাতিক পাসপোর্ট আছে তারপরও আমরা এটা পরিবর্তন করতে পারতেছিনা সার্টিফিকেট না থাকার কারণে
জন্মনিবন্ধন সনদ সংশোধন সহজ করা হোক
আমার তো জন্মনিবন্ধন এর মধ্যে জন্মস্থান ভুল কিভাবে ঠিক করবো
. আমাদের তো এনআইডিতে অনেক সমস্যা
Thanks
খুবই ভালো কাজ
আমি তিন বার এন আই ডির জন্য ফিঙ্গার দিয়েছি এখন ডিলেট দেখাচছে কি করব
এত বছর হয়ে গেছে এখনো স্মার্ট NID কার্ড পেলাম না।
জন্মনিবন্ধন ও সহজ করা দরকার।
আমি নেত্রকোনা থেকে বলছি আমাদের ইউনিয়ন কালিয়াপাড়া গাবরাগাতি দেবাশীষ নামে এক ব্যক্তি দুইটা জন্ম নিবন্ধন করিয়ে দিয়েছে দুই বছর ঘুরাইয়া
যেকোনো সরকারি কাগজ দ্বারা সব ঠিক করার সুযোগ দেওয়া হোক
আমার জন্ম তারিখ বার্থ সাটিফিকেটে এবং পাচপোর্টে 1979 সাল, এনআইডিতে নির্বাচন কমিশন সাবমিট করছে 1989 সাল ,হায়রে আমার সোনার বাংলাদেশ,
৩ মাসেও আমার এন আইডি কার্ড পাইনি,আমি প্রবাসী 😢😢😢😢😢😢😢😢
this iz right decision
😢😢😢আমার মা'র বাবার নাম ভুল আসছে। ঠিক করতে পারি নাই এখনো।
আমি এই সমস্যা তে আছি বয়স অনেক বেশি দেয়া আমি কি করব
আমার এন আইডি কার্ড ভুল আছে কোন সংশোধন করতে পারতে ছি না😢
নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরে কতগুলো গর্দভ বসে আছে, এ গর্দভগুলোকে সরিয়ে দিতে হবে। গাধা দিয়ে তো আর ঘোড়ার কাজ হয় না।।
এন আইডি কার্ড চুরি হয়ে গেছে এখন কি আবার তুলা যাবে।😊
স্কুল, কলেজের সার্টিফিকেট সংশোধনীও সহজ করা হোক ।