আইন বিষয়ক অনুষ্ঠান- প্রমাণিত অপ্রমাণিত | এবারের বিষয় : চেক ডিজঅনার | Promanito Opromanito

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • আইন বিষয়ক অনুষ্ঠান- প্রমাণিত অপ্রমাণিত
    এবারের বিষয় : চেক ডিজঅনার
    অভিনয়শিল্পী : খায়রুল আলম সবুজ, ফরিদুর রহমান, ওয়াহিদা মল্লিক জলি, শফিক খান দিলু, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, আল আমিন সবুজ, জাহাঙ্গীর আলম ও পরম
    আলোচক : বিচারপতি বোরহান উদ্দিন
    রচনা, পরিকল্পনা, গবেষণা ও মূল আলোচক : বিচারপতি কৃষ্ণা দেবনাথ
    প্রযোজনা : মনিরুল হাসান
    মো. তানভীর আহমেদ খান
    তারিখ : ২৮ জুন, ২০২৪
  • Розваги

КОМЕНТАРІ • 5

  • @MehediHasan-ul8pf
    @MehediHasan-ul8pf 7 днів тому +1

    বিটিভি অসাধারণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
    নাগরিকদের দেশের আইন - কানুন সম্পর্কে জানা উচিত।
    বিটিভি অন্তত সে সুযোগ দিচ্ছে নাগরিকদের।
    ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে।

  • @eshadewan
    @eshadewan 9 днів тому +4

    আপনাদের এই অনুষ্ঠান দেখে আমি অনেক কিছু শিখছি, কারন আমিও একজন আইনের ছাত্র। উকিল সাহেবদের জেরা করাটা যদি আর একটু রিয়েলস্টিক হতো তাইলে আরো বেশি কিছু শিখতে পারতাম। ধন্যবাদ।❤❤❤

  • @sashortm.r
    @sashortm.r День тому

    একটা চেকের যদি কোন তারিখ উল্লেখ করা না থাকে তাহলে কি মামলা করা যাবে ?

  • @RUBEALYoutuber
    @RUBEALYoutuber 2 дні тому

    আচচা আপনারা কি পাগল না চাগল । এই সব আইন পাশ করান । আরব দেশে এসে আইন শিখে নিবেন ।দশ বছর পর ও যদি এই টাকা চাওয়া হতো ওই লোক টাকা দিতে বাদ্য কারন তার সাক্ষি ছিলো ওপর বন্দু ।