КОМЕНТАРІ •

  • @mirserfulalam2801
    @mirserfulalam2801 11 місяців тому +12

    আল্লাহ । তুমি সেখকে উত্তম প্রতিদান দান করো। সমাজে সহিহ হাদিস প্রচার করার জন্য 🌹 🌹 🌹
    জাজাক আল্লাহ খাইরান ভাই ❤️ ♥️ 💕

  • @njamal747
    @njamal747 10 місяців тому +10

    যতোই শুনছি ততোই অবাক হয়ে তাকিয়ে রইলাম

  • @nayemsview
    @nayemsview 4 місяці тому

    Zajakallah khairan

  • @SalamotMatbor
    @SalamotMatbor 4 місяці тому +1

    মাশা আল্লাহ এগুলোই সঠিক দিনের দাওয়াত ,যে আমল করবে গোমরাহ হবেনা, অবশ্যই হেদায়েত পাবে।

  • @samirulsk4968
    @samirulsk4968 7 місяців тому +1

    Mashaallah sir

  • @hosnearaparvin146
    @hosnearaparvin146 8 місяців тому +4

    আপনার কথা বলার বাচ্চ ভঞ্জু,
    আব্বু র রাজ্জাক বিন ইউসুফ এর মত। জাজাকাল্লাহ খাইরান!

  • @homayounmollick3893
    @homayounmollick3893 Рік тому

    জাজাকাল্লাহু খইরান।

  • @nesunesu9841
    @nesunesu9841 9 місяців тому +2

    আলহমদুলিল্লাহ

  • @user-xs6mc6so4k
    @user-xs6mc6so4k Місяць тому

    যুগেযুগে নবীগন সবাই একত্ব বাদ প্রচার করেছেন আর এই একত্ববাদই ঈমান।

  • @professionallyelectricaltr8420

    আল্লাহ আমাকে তৌফিক বা শক্তি দিয়েছেন যে সমস্ত কাজি আমি করতে পারি সেই কাজ আমি সেইভাবে না করে আল্লাহর কাছে ছেড়ে দিয়ে কর্মহীন হয়ে বসে থাকবো বা তার থেকে শুধু সাহায্যই চাইবো? যেই কাজ আমি করতে অক্ষম সেটা যেখানে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করার নাই তাহলে অবশ্যই তার সাহায্য কামনা করব ও তার কাছে দোয়া চাইবো। আল্লাহ আমাকে আমার মুখে খাদ্য দিয়ে দিবেনা। ভালো পোশাক পরিধান করিয়ে দেবেনা। ভালোভাবে ও সুখে আরাম-আয়েশে থাকবো তাও তিনি করে দেন না। কারণ এগুলা আমার হাতেই আল্লাহ দিয়ে দিয়েছেন। এই পোস্টটি করার উদ্দেশ্য হল আমরা অধিকাংশ মুসলমান কিছুই না করে খালি আল্লাহর কাছে দোয়া চায় যে হে আল্লাহ তুমি আমার প্রভু দয়াবান তুমি এই কাজটা করে দাও।

    • @hapijulsk8711
      @hapijulsk8711 7 місяців тому

      অ,আ,ই,ঈ।না শিখে পিরেরকাছেবোসে থাকো্্

  • @mdazizulhaque8143
    @mdazizulhaque8143 Рік тому +1

    Masa Allah

  • @najirulislam7185
    @najirulislam7185 Рік тому

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 Рік тому +1

    আল্লাৰ আবাদত কৰতে হবে। পিৰ আল্লা নয়। পীৰ মিডিয়া । নবীৰ উসিলা সাৰা তমৰ অৱদত কবুল hobena।

  • @kayki8421
    @kayki8421 Рік тому +8

    আব্দুর রাজ্জাকের হুবাহু স্টাইল অনুকরন করেন উনি।

    • @salafi_media1
      @salafi_media1 9 місяців тому +1

      তো!

    • @sahidhossain218
      @sahidhossain218 8 місяців тому

      তাতে কি হয়েছে ইসলাম পচর করছে আলহামদুলিল্লাহ

    • @kayki8421
      @kayki8421 8 місяців тому

      @@sahidhossain218
      অনুকরন খারাপ নয়। তবে নিজের মতো করতে পারলে ভাল।

    • @nayemsview
      @nayemsview 4 місяці тому

      ভাই যে কেউ চাইলেই পারবেনা অনুকরণ করতে তার সাথে তার আংশিক মিল আছে এটা বলতে পারেন কিছুটা মিল আছে এজন্য তিনি পারতেছে কিন্তু আমি পারবো না আপনি ট্রাই করে দেখেন আপনি পারবেন কিনা জানিনা❤❤

    • @MohakalJatara
      @MohakalJatara 18 днів тому

      ভাই, চাঁপাইনবাবগঞ্জের ভাষাটাই এমনই। মনে হয়, সবাই যেন একইভাবে কথা বলেন।

  • @masudulhasan7535
    @masudulhasan7535 9 місяців тому

    সব ভালো লাগলো শুধু এক জায়গায় সমস্যা রাসুলুল্লাহ সাঃএর বাবা মা মুশরিক কি ভাবে বুঝলেন

    • @numbrasel4979
      @numbrasel4979 9 місяців тому

      حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِي قَالَ ‏"‏ فِي النَّارِ ‏"‏ ‏.‏ فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ ‏"‏ إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ ‏"‏ ‏.‏
      আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
      জনৈক ব্যক্তি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল। আমার পিতা কোথায় আছেন ( জান্নাতে না জাহান্নামে)? রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগল, তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। (ই.ফা. ৩৯৪; ই.সে. ৪০৭)
      সহিহ মুসলিম, হাদিস নং ৩৮৮
      হাদিসের মান: সহিহ হাদিস
      সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
      ভাই আমার আপনার ভালো লাগায় কিছু আসে যায় না। কথাটা "মুহাম্মাদ" (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর এইটাই বড় কথা।

    • @user-sb1wi4mk4f
      @user-sb1wi4mk4f 23 дні тому

      সহীহ মুসলিম ২০৩ নাম্বার হাদিসটি দেখুন।

  • @SamiulIslam-ix6lc
    @SamiulIslam-ix6lc 10 місяців тому

    ভাই জান নবী রসুলের মা বাবা নিয়ে এত সিরিয়াছ না হইয়ে পারা যায় না কোরানে রাব্বির হাম হুমা অায়াতটি মামাদের নবি সঃ পড়ে নাই

  • @AbuSayed-ks7pl
    @AbuSayed-ks7pl 10 місяців тому

    .😅

  • @mdsamcu6927
    @mdsamcu6927 10 місяців тому

    পির।মানা।জাবেনা।এইকথা।বলতেই এত।ঘটনা

    • @user-ch2ew1hg6i
      @user-ch2ew1hg6i 9 місяців тому

      E

    • @omanbu1414
      @omanbu1414 7 місяців тому

      শিরিকের মাফ নাই সুরা নিসা আয়াত নং ৪৮ /১১৬ আল কোরআন। পীরও মাজার শিরিকের আখড়া

  • @AmirHossin-zc3vn
    @AmirHossin-zc3vn 10 місяців тому

    উনিকি আব্দুরাজ্জাকের চাচাত ভাই নাকি?

  • @kayki8421
    @kayki8421 4 місяці тому

    আব্দুর রাজ্জাক সাহেবের কর্কশ লাইন অনুসরন করতে যাবো কোন দুঃখে। গল্প বলি না বলে যেই লোক নিজের পরিবারের কাহিনী বলে বেডায়।
    পারলেঃ শুনুন
    ১. ড. মঞ্জুরে ইলাইহি।
    ২. শায়েখ মতিউর রহমান মাদানি।
    ৩.শায়েখ আহমাদুল্লাহ।
    ৪.শায়েখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া।
    সঠিক জিনিষ জানতে পারবেন।