ক্রোয়েশিয়া থেকে ইতালি কত কিলোমিটার? | How Many Kilometers From Croatia To Italy?

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • ক্রোয়েশিয়া থেকে ইতালি কত কিলোমিটার? | How Many Kilometers From Croatia To Italy?
    ইতালিতে রয়েছে বিভিন্ন ধরণের কাজের বিশাল সম্ভাবনা। এজন্য ইতালিতে প্রতিনিয়ত হাজারো শ্রমিক যেতে চায় এবং ক্রোয়েশিয়া থেকে ইতালি দূরত্ব জানতে চায়। ক্রোয়েশিয়া থেকে ইতালির দূরত্ব হচ্ছে ৮৯৪.৯ কিলোমিটার। ক্রোয়েশিয়া থেকে ইতালিতে যেতে সময় লাগবে ৯ ঘন্টা ৩৮ মিনিট।
    ২. ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে
    ক্রোয়েশিয়া ইতোমধ্যে সেনজেন দেশ হওয়ার কারণে এদেশে শ্রমিক যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা টাকার পরিমাণ নির্ভর করে ভিসা ও এজেন্সির ধরণের উপর। আপনি যদি ভালো কোন এজেন্সির মাধ্যমে ক্রোয়েশিয়া যান তাহলে আপনার মোটামুটি ১০ থেকে ১২ লাখ টাকার মতো খরচ পরবে।
    ৩. ক্রোয়েশিয়া যাওয়ার উপায়
    বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে আপনি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে পারবেন। যেমন
    -
    ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ভ্রমণ ভিসা। আপনি বাংলাদেশ থেকে
    ওয়ার্ক পারমিট ভিসা বা টুরিস্ট ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসায় তখনই ক্রোয়েশিয়া যাওয়া যাবে যখন ক্রোয়েশিয়ার সরকার দেশের বাইরে থেকে শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিবে।
    আবার আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে ক্রোয়েশিয়া যেতে চান সেক্ষেত্রে টুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে। ক্রোয়েশিয়া ভিসা অনলাইন অথবা এম্বাসির মাধ্যমে আবেদন করতে
    পারবেন।বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো এম্বাসি না থাকায় ভারতের দিল্লির এম্বাসি থেকে আবেদন করতে হবে। আপনার সকল ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে কম সময়ের মধ্যেই ভিসা পেয়ে যাবেন।
    ৪. ক্রোয়েশিয়া স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস
    আর্টিকেলর এই অংশে আলোচনা করব ক্রোয়েশিয়া স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। আসুন তবে জেনে নেই
    1. ছবি (পাসপোর্ট সাইজের)
    2. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
    3. স্কুল কলেজের সার্টিফিকেটের মুলকপি ও ফটোকপি। তবে অবশ্যই এগুলো এম্বাসি
    ও শিক্ষাবোর্ড কর্তৃক সত্যায়িত হতে হবে।
    4. সিভি
    5. রিকমেন্ডেড লেটার
    6. কোভিড- ১৯ ভ্যাকসিনের টিকা কার্ড
    7. বৈধ পাসপোর্ট
    ৪. ক্রোয়েশিয়াতে আপনার পছন্দমতো যে কোনো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার
    9. IELTS এর সার্টিফিকেট
    10. বিশ্ববিদ্যালয়ের এপ্লিকেশন ফর্ম
    11. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস
    12. ভিসা আবেদন ফর্ম
    13. শিক্ষার্থীর সকল প্রয়োজনীয় ডকুমেন্টস। তবে ডকুমেন্টস গুলো অবশ্যই
    ইন্টান্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশান কর্তৃক ভেরিফাইড হতে হবে।
    14. রিকমেন্ডেশন লেটার
    ৫. ক্রোয়েশিয়া ভিসা খরচ
    ক্রোয়েশিয়া ভিসা খরচ কত পরবে তা নির্ভর করে থাকে ভিসার ধরণের উপর। ফ্যামিলি ভিজিট ভিসায় ক্রোয়েশিয়া যেতে খরচ পরবে ৩৫,৫০০ টাকা। আবার স্টুডেন্ট ভিসায় স্কলারশিপের মাধ্যমে ফ্রি যেতে পারবেন। ওয়ার্কিং ভিসায় খরচ হবে ৮৭০ Kuna. বিজনেস ভিসায় ক্রোয়েশিয়া যেতে আপনার ভিসা খরচ পরবে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
    আবার টুরিস্ট ভিসায় ক্রোয়েশিয়া যেতে আপনার ভিসা খরচ পরবে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। বলে রাখা ভালো যে, ভিসা খরচ পরিবর্তনশীল। কোম্পানিভেদে এর পরিমাণ বাড়তে বা কমতে পারে। সুতরাং ভিসা করার আগে অবশ্যই খরচ সম্পর্কে জেনে নিবেন।
    ৬. ক্রোয়েশিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়
    পার্মানেন্ট রেসিডেন্ট হচ্ছে ক্রোয়েশিয়া নাগরিকত্ব পাওয়ার প্রধান উপায়। একমাএ তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে যাদের ক্রোয়েশিয়াতে রেসিডেন্ট আছে। তিন বছর ক্রোয়েশিয়াতে পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে থাকার পর নাগরিকত্বের জন্য সুযোগ দেওয়া হবে।নাগরিকত্বের আবেদন করার জন্য প্রথমে আপনাকে ক্রোয়েশিয়া দেশ সম্পর্কে একটি পরীক্ষা দিতে হবে।
    নাগরিকত্বের আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। পাশাপাশি আপনাকে ক্রোয়েশিয়া ভাষাতে দক্ষ হতে হবে। আপনাকে প্রমাণস্বরূপ দেখাতে হবে যে আপনি ক্রোয়েশিয়া আইন কানুনের সাথে একমত এবং ক্রোয়েশিয়া সংস্কৃতি আপনার মধ্যে রয়েছে। তাছাড়াও যদি আপনি খেলাধুলা, শিল্প,বিজ্ঞান ও অর্থনীতিতে ভালো অভিজ্ঞ হন তাহলে আপনার নাগরিকত্ব পেতে অনেকটা সহজ হবে।
    croatia to Italy
    রোমানিয়া থেকে ইতালি
    ক্রোয়েশিয়া থেকে বসনিয়া
    রোমানিয়া থেকে ইতালি গেম
    সার্বিয়া থেকে ইতালি
    সার্বিয়া থেকে ইতালি গেম
    লিবিয়া থেকে ইতালি বাইরোড
    ক্রোয়েশিয়া থেকে ইতালিতে
    বসনিয়া থেকে সহজে ইতালি কিভাবে যাবো
    লিবিয়া থেকে ইতালি
    বসনিয়া থেকে ইতালি যাবার উপায়
    বুলগেরিয়া থেকে ইতালি
    বসনিয়া দেশ থেকে বৈধ ভাবে ইতালি কিভাবে যাবো
    বসনিয়া থেকে কিভাবে ইতালি যাওয়া যায়
    সার্বিয়া থেকে ইতালি
    কিভাবে সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায়
    বাংলাদেশ থেকে ইতালি
    ক্রোয়েশিয়া থেকে ইতালি কত কিলোমিটার? | How Many Kilometers From Croatia To Italy?

КОМЕНТАРІ • 14

  • @user-hl1mt4jw4q

    ইতালিতে যেতে চাই, কোরোসিয়া থেকে ইতালি যাওয়া যায়, বধূ ভাবে ইতালি যেতে চাই, কোরোসিয়া থেকে ইতালি যেতে চাই

  • @abutaher7410

    যারা যেতে ইচ্ছুক ভারতের দিল্লি থেকে ক্রোয়েশিয়ার এমব্যাসি সাথে যোগাযোগ করুন। অথবা সরাসরি এসে আলাপ করুন ধন্যবাদ বাংলাদেশ

  • @shovokhan2102

    Helpful information brother

  • @MdRafiq-ci9ff

    ক্রোয়েশিয়াতে যেতে চাই, ক্রোয়েশিয়া থেকে আবার ইতালি যাবো সেজন্য ক্রোয়েশিয়াতে যেতে চাই

  • @user-wt3pj5vf2h

    ক্রোয়োশিয়া তে যেতে চাই, বয়স কত লাগবে, কি কি কাজ রয়েছে, ভিসা কি তিন মাসের ভিতরে পাওয়া যায়

  • @dhfb7678

    ❤❤❤

  • @user-nw8yx3zf7r

    Italy te jete chai, ❤