✅✅কনসিল ছাদ ও বীম ছাদের খরচের তফাত কত?✅✅কনসিল ছাদ নাকি বীম ছাদ ভাল।দেখুন বিস্তারিত

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 49

  • @RazuAhmed400
    @RazuAhmed400 Рік тому +1

    আসসালামু আলাইকুম গ্রামে কনসিল ভিম দিয়ে দুতালা বিল্ডিং করা যাবে দয়া করে উত্তর দিলে উপকৃত হবো

    • @DesignWorld01
      @DesignWorld01  Рік тому

      কনসিল বীম ছিলে দেয়ার মত দিতে হবে। শহর বা গ্রাম নিয়ম একই। তাছাড়া কনসিল না করাই উত্তম।
      ধন্যবাদ

  • @mdkhorshed7555
    @mdkhorshed7555 11 місяців тому

    ধন্যবাদ স্যার

  • @bayzidsheikh193
    @bayzidsheikh193 Рік тому

    ভাই, ব্রিক ফাউন্ডেশনের বাড়ির ছাদে কি কনসিল ভিম দিতে হয়,না দিলে ক্ষতি কি? একটু জানাবেন।

  • @bravoworld5557
    @bravoworld5557 2 роки тому +1

    Sir,আমার ৪.২ শতকে ৫ তলা ফাউন্ডেশনের বাড়ি তৈরি হচ্ছে। নিচ তলা ছাদে আমাদের রাজ মিস্ত্রি যাকে কাজের কন্টাক্ট দিয়েছি তিনি কয়েক সাইটে কননসাল ভিম করতে চেয়েছিল। কিন্তু আমরা সবগুলোই ঝুল ভিম দদিয় করিয়েছি, এখন ২ তলার ছাদে সম্পূর্ণ কনসাল ভিম দিতে চাচ্ছে। এটা কি দেয়া ঠিক হবে? না সবগুলোই ঝুল ভিম দিয়ে করাবো?

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      করা যায়। তবে ঝুল বীম দিলেই ভালো।
      ধন্যবাদ

  • @touhidulali2668
    @touhidulali2668 2 роки тому +1

    thanks for honest advise.

  • @mehedihassanshawon3146
    @mehedihassanshawon3146 2 роки тому +1

    অসাধারণ ভিডিও।

  • @gazikamruzzaman2543
    @gazikamruzzaman2543 2 роки тому +1

    ভাই ফ্লোর থেকে ছাদ পযর্ন্ত কত ফিট উঁচু করলে ভালো হয়?

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      ১০ ফুট রাখেন ক্লিয়ার।
      ধন্যবাদ

    • @gazikamruzzaman2543
      @gazikamruzzaman2543 2 роки тому +1

      @@DesignWorld01 ধন্যবাদ ভাই

  • @mamunhaider1505
    @mamunhaider1505 2 роки тому +1

    ২য় তালায় কন্সিল বিম করলে কি কোন সমস্যা হবে স্যার, আমি পরে ছাদে বাগান করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      না সমস্যা হবে না। যদি কনসিল ঠিকঠাক করতে পারেন।
      ধন্যবাদ

    • @mamunhaider1505
      @mamunhaider1505 2 роки тому +1

      @@DesignWorld01 ধন্যবাদ স্যার, আমি কাজ টা ইঞ্জিনিয়ার সাহেব পরমশ অনুযায়ী করতেছি,প্রথম তালা ছাদ বিম, ২ য় তালায় কন্সেল বিম হবে ইনশাআল্লাহ

    • @mamunhaider1505
      @mamunhaider1505 2 роки тому +1

      @@DesignWorld01 স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ চালিয়ে যান আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ

  • @mamunhaider1505
    @mamunhaider1505 2 роки тому +1

    ধন্যবাদ ভাই

  • @bravoworld5557
    @bravoworld5557 2 роки тому +1

    Sir, ছাদ ঢালাইয়ের আগে রডের মাঝ দিয়ে লাইট, ফ্যানের যে পাইপ লাইন টানা হয়। এ ক্ষেত্রে প্রতি ঘরে ৪ কোনায় ৪ টা করে যদি লাইটের পকেট বসাতে চাই তবেতো বেশি পাইপ লাইন টানতে হবে। আমাদের কন্টাকটার বা রাজ মিস্ত্রকেই কারেন্টের লাইন বসানোর কনটাক্ট দেয়া আছে,তিনি বলেছে পাইপ বেশি টানলে ওখানে ঢালাই পড়বেনা। ৩০-৪০ বছর পর ছাদ দূর্বল হতে পারে। পরপ ওয়াল কেটে বা ইন্টেরিয়র ডিজাইন করে ৪ কেনায় ৪ টা লাইট বসায়ে নিতে বলেছে। এটা কি সত্য? নাকি মিস্ত্রি কাজে ফাকি দিতে এ কথা বলল বুঝলামনা। যাতে তার কষ্ট কম হয়।📌আপনি দয়া করে বলবেন প্লিজ। কি করব? কালকে ঢালাই দেবে তাই আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাকে।

  • @shaonislam5834
    @shaonislam5834 2 роки тому +1

    আসসালামু আলাইকুম ভাই, আমাদের ডিজাইনে বিমে ৪ টি ১৬ মিলি মেইন ও দুটি ১৬ মিলি এক্সট্রা টপ দেয়া আছে, চাইলেকি বিমের নিচে ৩ টা ১৬ মিলি, উপরে দুইটা ১৬ মেইন ও ১ টা ১৬ মিলি এক্সট্রা টপ দেয়া যাবে?

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      ডিজাইনার যে ভাবে দিছে সে ভাবেই করেন

    • @shaonislam5834
      @shaonislam5834 2 роки тому

      আপনার ভিডিওতে দেখলাম ১০/১2 বিমে এমন তাই বললাম আর কি

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому

      আপনার বীমের সাইজ কত দিছে?

    • @shaonislam5834
      @shaonislam5834 2 роки тому +1

      @@DesignWorld01 ১০*১২

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      কি আর বলব। উনার ডিজাইনে যেটা আসছে ঐটাই দেন। উনিই ভাল বলতে পারবেন।
      ধন্যবাদ

  • @monowarabegume1302
    @monowarabegume1302 2 роки тому

    ধন্যবাদ আপনাকে

  • @mamunhosen2911
    @mamunhosen2911 2 роки тому +1

    Very nice your advice......

  • @lalin3236
    @lalin3236 Рік тому

    ভাই ১৩০০ ফিট ছাদ সব ছাদ কনসেল দেওয়া,,,, ১৩ টা কলম সব মিলে,, আমি কি ৫ তালা করতে পারবো? ৫ তলা ভিদ দেওয়া আছে,,, কিন্তু ভয় লাগে তাই জানতে চাই দয়া করে জানাবেন

  • @dohadata8100
    @dohadata8100 2 роки тому +1

    Assalamualiku sir 750 sqft vem sad 1 folor plan totally cost please subu sad ar cost janaban please sir insha Allah valo takban sob somy md Dulal pirojpur

  • @ajairapabna
    @ajairapabna 2 роки тому +1

    vai free design ki deya shomvob,amr plan kora ace,khub upokar hoi.2 storyed. khub upokar hobe dile.pls

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +3

      পরিশ্রমের মূল্য দিতে হয়। আপনি অতটাও আর্থিক ভাবে অসচ্ছল না যে ডিজাইন ফি দিতে পারবেন না। যদি অবস্থা আপনার অতই খারাপ হত তবে বাড়ি করতে চাইতেন না। কারন বাড়ি করা সবার সামর্থ্যে না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন শুকরিয়া আদায় করুন।
      ধন্যবাদ

  • @samsulalam6851
    @samsulalam6851 2 роки тому +1

    Thank you very much.

  • @sohelamin5111
    @sohelamin5111 2 роки тому +1

    ভাই,
    আমার বাড়ি ১৫০০ স্কয়ারফুট।
    আমি ৬" ঢালাই কন্সোল ছাদ করেছি। কলাম ১৬+ বারান্দার জন্য আলাদা ৪ টা কলাম আছে।
    এখন উপরে কয়তলা করা সম্ভব,দয়াকরে জানালে উপকৃত হতাম।

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      ফাউন্ডেশন ও কলামের সাইজ জানান ও কত তলা হবে মোট?

    • @sohelamin5111
      @sohelamin5111 2 роки тому +1

      @@DesignWorld01
      ১৬টা কলাম ১২x১২
      আমার আশা ছিলো সম্ভব হলে ৩ তলা করা
      বেইচ ৬ ফুট নিচ থেকে করা ৪.৫×৪.৫

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому +1

      সব বেজ ৪.৫ ফিট?

    • @sohelamin5111
      @sohelamin5111 2 роки тому

      @@DesignWorld01 জি ভাই

    • @sohelamin5111
      @sohelamin5111 2 роки тому

      আমি দোতলা কমপ্লিট করতে চাই,সেটা করতে পারলেই আমি হ্যাপি

  • @akrity625
    @akrity625 Рік тому

    Nice

  • @redowanfarhan7788
    @redowanfarhan7788 Рік тому

    ভাই আমার দুতলা ফাউন্ডেশন কনসিল ছাদ ১৪০০ স্কয়ার ফুট। ড্রইং এবং ডাইনিং এর দূরত্ব সাইডে কলাম টু কলাম ১৮ ফিট এবং লম্বায় প্রায় ২৫ ফিট।বিল্ডিং এর মাঝখানের মেইন ৪ টা কলামের সাইজ ১০*১২ (৬ টা ১৬ মিলি এবং ২ টা ১২ মিলি মোট রড ৮ টা) এবং গ্রেড ভিমও ১০*১২(১৬ মিলি রড ৫ টা)ছাদের উপরে কনসিল ভীমে ১৬ মিলি ৭ টা রড দেয়া হয়েছে।কোন রিস্ক আছে?আগে জানলে কনসিল ছাদ করতাম না।প্লিজ ভাই দয়া করে উত্তর টা দিয়েন।😓🙏

    • @DesignWorld01
      @DesignWorld01  Рік тому

      দূরত্ব অনেক। সমস্যা তো আছেই

    • @redowanfarhan7788
      @redowanfarhan7788 Рік тому

      @@DesignWorld01....তাহলে কি দু'তলা করা যাবে না?সবকিছু ঠিক আছে শুধুমাত্র ড্রইং এবং ডাইনিং রুমের দূরত্ব টাই একটু বেশি।অন্যান্য কলামের দূরত্ব ঠিক আছে।

  • @mdmuktarhossain4401
    @mdmuktarhossain4401 2 роки тому +1

    আসসালামু আলাইকুম, ভাই আপনার এরকম ভিডিও কেন এক ভিডিওতে আপনে বলেন, ২ তলা বাড়ির জন্য গ্রেড বিমে ১২ মিলিমিটার ৫ টা এবং আরেক ভিডিওতে বলেন ১৬ মিলিমিটার ৫ টা তাহলে মানুষ কোনটা করবে বলেন?

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому

      আপনার কোথাও ভুল হচ্ছে।
      আপনি মনে হয় গ্রেড বীম ও ফ্লোর বীম মিক্স করে ফেলছেন
      ধন্যবাদ

  • @mdmusharrof8156
    @mdmusharrof8156 2 роки тому +1

    ভাই একটি দুই তলা বাড়ীর ডিজাইন করাতে চাচ্ছি আপনার মোবাইল নাম্বারটা দেন

    • @DesignWorld01
      @DesignWorld01  2 роки тому

      মেসেঞ্জারে নক দেন
      ধন্যবাদ

    • @mdmusharrof8156
      @mdmusharrof8156 2 роки тому

      Not matching in Messenger i would mailing you see the mail box pls

  • @jituahmedofficial1473
    @jituahmedofficial1473 2 роки тому

    ভাইয়া আমাকে ৩০ ফিট বাই ৩৫ ফিট একটা জায়গা,৪ রুম,২ টয়লেট,১ কিছেন একটা নকশা করে দিবেন।ব্রিক ফাউন্ডেশন