আসসালামু আলাইকুম স্যার আমি যেতে চাই স্যার আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, তাহলে আমার জন্য ভালো হতো , কিভাবে আবেদন করতে হবে যদি আমাকে একটু যদি বলে দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো স্যার প্লিজ প্লিজ স্যার
ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় কালকে আমার ফ্লাইট অস্ট্রেলিয়ার 😢। পরে যখন এক বছর পরও ভায়ের ভিডিও দেখতে দেখতে নিজেকে যখন আবিষ্কার করি নিজের দেশে নিজের সেই পুরানো বিছানায় এখনো আছি, তখন মনে হয় ভাই বোধায় ভিউর জন্যই ভিডিও বানায় কাউকে অস্ট্রেলিয়া নেওয়ার জন্য নয় 😅। জীবনে কেউ কোথাও নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল না শুধু ইউটিউব দেখেই গেলাম 😢
Bhai videor agei boila dey video ti na tene dekben egulo view kamanor dhanda. akjon o ki achen jini apply korsen and paisen??? unar moto aro hajar manush ase era eishob video make kore ar manush jon k behuda hope dekhay. etoi easy hoile 10 to 15 lakh diye permit sale ar hoito na shobai apply korei chole jaito.
এই সম্মানিত ভাইয়ের জন্য আমি এক প্রতারকের হাত থেকে বেঁচে গিয়েছি ভাইকে আমি ইনফর্ম করছিলাম facebook পেইজে ২০২২ সালে উনি আমাকে সর্তক করেছে উনি খুব ভালো মনের মানুষ , আর উনি যখন কোনো এক ভিডিও তে বলেছিলো ইংলিশ মিডিয়াম থেকে টেন পাস হতে হবে তখন থেকে আর আশা ছেড়ে দিয়েছি।আর উনি যেই যোগ্যতার কথাগুলো বলে আমি হিসাব করে দেখলাম এই গুলা সব যোগ্যতা আমার মাঝে নাই,কিন্তু খুব খুব স্বপ্ন ছিলো অস্ট্রেলিয়াতে যাওয়ার, রাতে প্রায়ই ঘুমাতে পারতাম না।
আমার ইউটিউব চ্যানেলের কিছু আগের ভিসা প্রতারণা নিয়ে করা ভিডিওতে এজেন্ট এর লিস্ট লিংক সহ দেখিয়েছি। কিছু আগের ভিডিও, কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুজে দেখে নিবেন m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
আসসালামুয়ালাইকুম ভাই আমি সৌদি আরবে আছি আমার ড্রাইভিং লাইসেন্স আছে এবং আমি আপনার ভিডিও সব সময় দেখি আমি সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যেতে চাই আপনার মাধ্যমে যদি হওয়া সম্ভব তাহলে আমাকে জানান স্যার
ভিডিওতে যেভাবে দেখালাম, সেভাবে অস্ট্রেলিয়ার কাজের লিস্ট বা স্কিল অকুপেশন লিস্টে দেখুন আপনার যেটা স্কিল সেটা আছে কিনা। আর ভিসার পেজে যেভাবে দেখালাম, দেখুন আপনার প্রয়োজনীয় যোগ্যতাগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন
@@Bangladeshi.in.Australiaআমার সৌদি আরবের সিভি আছে ওই সিবি অনুযায়ী আমার সিভির ভিতরে আমার যোগ্যতা সম্পন্ন লেখা আছে এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই যোগ্যতার ভিতরে লিস্ট আছে তো আপনার মাধ্যমে আমি প্রসেসিং টা করতে চাচ্ছি
আমার husband subclass- 482 short-term ভিসাতে Australia যাওয়ার জন্যে একটা এজেন্সির কাছে ফাইল জমা দিছে এবং সেই এজেন্সি বেশ কিছু ভিসাও পাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে... 🔹 ভিসা পেয়ে যাওয়ার পর কাজ থাকবে কিনা, যদি কাজ না থাকে তাহলে অন্য কাজ খুঁজে সেটা করতে পারবে কিনা। 🔹 এমন কোন সিস্টেম কি দালালরা করতে পারে যে ফেইক কোম্পানি ভিসা করিয়ে Australia নিয়ে ছেড়ে দিবে কোন কাজ থাকবে না
অস্ট্রেলিয়ায় কোন C D ক্যাটাগরির ব্যাপার নাই। এখানে সব স্কিল ভিসা এবং এর জন্য যে স্কিল অকুপেশন লিস্ট আছে, সেই অনুযায়ী আপনার স্কিল এবং ভিসার সব যোগ্যতা লাগবে, তা আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন আর অস্ট্রেলিয়ায় টুরিস্ট ভিসায় এসে করেন।
বিগত কয়েক বছরে সরাসরি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে কতজন জব ভিসা পেয়েছে? যদি আপনার জানা থাকে অবশ্যই জানাবেন। যেতে তো পারব না এত ফরমালিটিজ মেইনটেইন করে, অন্তত বাংলাদেশ থেকে কতজন গিয়েছে সেটা জানতে চাই।
Bhai re jara jy tara dhol pitai na,, apnr idea e nai koto manush ashtese. Amio age apnr motoi mone kortam.but aisha dekhi eikhne bd theke pr niye onk skilled person ashtese
২১ দিনে ওয়ার্ক পারমিট তিন মাসের মধ্যে ভিসা দিবে এর জন্য ১৪ লক্ষ টাকা নিবে প্রথম অবস্থায় ৫০ হাজার টাকা নিবে পরবর্তীতে ভিসা আসার পর যাচাই-বাছাই করে সাড়ে সাত লাখ নিবে আর বাকি ৬ লাখ অস্ট্রেলিয়ার গিয়ে কাজ করে পরিশোধ করার কথা বলছে স্যার কাইন্ডলি একটু বলবেন কি করব আসলে কিভাবে যাওয়া যায় আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি স্যার প্লিজ একটু ভেবে বলবেন
আমি সহজ কঠিন এরকম কিছুই বলি নাই, নিয়ম সম্পর্কে সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি। এখনে যাদের প্রয়োজনীয় যোগ্যতা গুলো আছে তাদের জন্য এটা সহজ, যাদের নাই তাদের জন্য কঠিন।
assalamu alaikum University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa thik hobe nki vul hobe... Please ekta vedio diben
Hi , I live in Melbourne as a student . I guess you forgot that Australia has a permitted list of counties from where people can apply for skilled visa from offshore(outside the country) so in that list Bangladesh has no place . Means Bangladeshi people who are offshore cannot apply for this .
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, যদিও আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করেছেন। ভিডিওটা দেখুন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর যে লিংক গুলো দিয়েছি রেফারেন্স হিসেবে, সেগুলো ভিজিট করুন। তাহলে আপনার ভ্রান্তি দূর হবে। আমি নিজে এই ভিসায় (সাবক্লাস 190) বাংলাদেশ থেকে আবেদন করে এসেছি। আমি যেখানে থাকি, এডিলেড এ অনেক বাংলাদেশি অফশোর অর্থাৎ বাংলাদেশ থেকে আবেদন করে এসেছে। আপনি মেলবোর্নেও অনেক বাংলাদেশিদের পাবেন, যারা এই ভিসায় বাংলাদেশ থেকে আবেদন করে এসেছে।
assalamu alaikum University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa
Nurse der jonno kichu bolen specially.4 years+ job experience.and BSN complete hobe 6 months er vetor.diploma kora ase.sudhu ielts dewa hoi nai.info chai boss.ar valo agent authority ke ase jana thakle janaben.
ভিডিওতে যেভাবে দেখালাম, দেখুন অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টে নার্স আছে কিনা। থাকলে, সেখানে স্কিলের এসেসমেন্ট করাতে কি কি লাগবে আর তার এসেসমেন্ট অথরিটি কারা। আর সেই সাথে ভিসার জন্য অন্যান্য কি যোগ্যতা লাগবে সেটা দেখুন। এগুলো সবই দেখিয়েছি ভিডিওতে। যদি সেই অনুযায়ী আপনার সব যোগ্যতা থাকে তাহলে যে আবেদন প্রক্রিয়া দেখিয়েছি, সেভাবে আবেদন করতে পারবেন
@Bangladeshi.in.Australia dhonnobad.khub sighroi dekha hobe family soho insha'Allah.ar Australia r real agency authority keu ase ki bangladesh er.jar maddhom diye details jene clear hoite parbo.
assalamu alaikum University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa😢
assalamu alaikum University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa😅
আপনি যেটা মনে করেন, আসলে সব সময় সবকিছু সঠিক হয় না, আল্লাহতালা আমাদের রিজিক যেখানে লিখে রেখেছেন, ঠিক সেখান থেকে আমাদের রিজিক আসবে, অধৈর্য হয়ে কোন লাভ নেই, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই সুফল পাবেন।😊
@@Bangladeshi.in.Australia আলহামদুলিল্লাহ, আপনি তো এখন ভালো পর্যায়ে আছেন, আপনি যদি ইচ্ছে করেন, প্রতিবছর বাংলাদেশের 10 জনকে আপনি সাপোর্ট করবেন, মানে আর্থিকভাবে নয়, যেমন কাগজপত্র ঠিক করে দেওয়া, এক কথায় সার্বিক সাহায্য, যেমন ধরুন আপনার সাবস্ক্রাইবার মধ্যে, লটারির মাধ্যমে 10 জনকে আপনি বেছে নিতে পারেন, আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখি, আমার যতটুকু মনে হয় আপনার মধ্যে কোন প্রতারণার প্রস্থান নেই, আপনি একজন বাংলাদেশী হয়ে অন্য বাংলাদেশের কাউকে যদি সাহায্য করেন , আশা করি আপনিও মনের দিক থেকে প্রফুল্ল থাকবেন এবং, যাহারা আপনার থেকে উপকৃত হবেন তাহারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।
Thanks, for your informative video. You told, after application at least one year i have to wait. My question is when i submit my application that time my certificate age will be 39year. Then should i apply?
Thank you very much for your depth analytical efforts . You had work hard and spent time to prepare such point to point information based video . Thanks once again . Unfortunately I am 52 , ve MBA from Australian uni and ve good job experience . What could the way to migrate Australia ? Can you plz advice ? Regards
ধন্যবাদ। অস্ট্রেলিয়ার যে কোন ওয়ার্ক ভিসার জন্য সর্বোচ্চ বয়স ৪৪। শুধু 482 ভিসায় কিছু ক্ষেত্রে এর বিকল্প আছে। বিস্তারিত জানতে আমার চ্যানেলের 482 ভিসা নিয়ে করা ভিডিও গুলো দেখুন। কিছু আগের ভিডিও, কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুঁজে দেখে নিবেন প্লিজ m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
স্যার আপনার ভিডিওগুলো সত্যিই ইনফরমেটিভ এবং হেলফুল নতুনদের জন্য কিন্তু আপনার থামেলগুলো আরো কিভাবে ডিজাইন করলে আপনার viow বাড়বে এক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি
bhi jotogulo kotha apni bolacen . bhi please aktu step by step bole ba akte pDF likha den .jate Amra aktu valo vabe apply ta korte pari . nahoy sir aprar kotha akjon o bojte barbe na . please bhi aktu step akte pdf kore din
কোন স্কিলে আবেদন করতে চাচ্ছেন? অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার জন্য নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা এবং ভিসার জন্য অন্যান্য কিছু যোগ্যতা লাগবে। এবিষয়ে আমার ইউটিউব চ্যানেলের ওয়ার্ক ভিসা নিয়ে করা ভিডিওগুলোতে দরকারি লিংক সহ দেখিয়েছি। সেই অনুযায়ী আপনার প্রয়োজনীয় যোগ্যতাগুলো আছে কিনা মিলিয়ে দেখুন। যদি থাকে তাহলে আবেদনের ব্যাবস্থা করা যাবে। m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
আসসালামু আলাইকুম স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আপনার কথাগুলো শুনি প্লিজ স্যার আপনার জানামতে কোন এজেন্সির নাম বলবেন কি তাহলে আমরা উপকৃত হব স্যার আপনার সাথে কথা বলা যাবে কিভাবে প্লিজ বলবেন
এজেন্ট সমস্যা না। ভিসার জন্য প্রয়োজনীয় যে যোগ্যতাগুলো লাগবে, তার প্রতিটা কি রেডি আছে আপনার? সেগুলো না থাকলে এজেন্ট কিছু করতে পারবে না। কি কি যোগ্যতা লাগবে সেটা আমার ভিডিওগুলাতে দেখিয়ে ছি।
অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা লাগবে, যা আমার ভিডিওতে দেখিয়েছি। দেখুন সেই অনুযায়ী আপনার সব আছে কিনা। যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন
আস-সালামু আলাইকুম। ভাই, বাংলাদেশ থেকে কিভাবে জব নিয়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে? এই রিলেটেড ভিডিও প্লিজ। আমি পেশায় একজন বিএস সি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বাংলাদেশের এক কোম্পানিতে, ১০ বছর যাবৎ জব করছি। রোপ ডায়িং সেক্টরে। ডেনিম রোপ ডায়িং সেক্টর কি অস্ট্রেলিয়াতে আছে ভাই? ওখানে কিভাবে এই সেক্টরে জবটা খুজে পেতে পারি। জানাবেন প্লিজ।/ টেক্সটাইল সেক্টরে জব নিয়ে ভিডিও দিয়েন প্লিজ,,, অপেক্ষায় থাকবো,,
I have already check the visa everything ok .. but bangladesh passport holder don't have permission to enter in Australia. But agency said that they can do it.. they already Talk to them them @@Bangladeshi.in.Australia
ক্লায়েন্ট মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া থেকে বায়োমেট্রিক এখন আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এটা 462 ভিসা এটা দেশের ভিতরে বাংলাদেশের নাম নেই অলরেডি এক লাখ 50 হাজার টাকা পেমেন্ট করা হয়েছে উনারা বলছে যে পৌঁছানোর পরে বাকি টাকা দেবেন ওনাদের নাকি ইমিগ্রেশন পার হতে পারবে কোন সমস্যা নেই ইমিগ্রেশনের ওনাদের লোক আছে এমনটাই বলছে
আসসালামু আলাইকুম ভাই দয়া করেে কমেন্ট দেখলে রিপ্লাই দিবেন। অস্ট্রেলিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই ওইখানে থাকে। উনার সাথে কথা হয়েছিল। উনি বলছে কোম্পানির মাধ্যমে জব এর জন্য অ্যাপ্লিকেশন করাই দিব। তারপর হাই কমিশন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বায়োমেট্রিক লেটার আসার পরে। বাংলাদেশে অস্ট্রেলিয়া এম্বাসি ফেস করতে হবে।অস্ট্রেলিয়ান এমব্যাসিতে যাওয়ার পরে ৬০০০ টাকা খরচে ফিঙ্গারিং করতে হবে। ফিঙ্গারিং করার পরে ওনাদেরকে পাসপোর্ট সহ এক লক্ষ টাকা দিতে হবে। তারপর পাসপোর্টে ভিসা লাগলে বিমানের টিকেট হাতে পাওয়ার পরে দেড় লক্ষ টাকা দিতে হবে। ওইখানে কাজ করার পরে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন থেকে কেটে রাখবে।অস্ট্রেলিয়া ঢোকার পরে বেতন থেকে ৮ মাসে ৪ লক্ষ টাকা নিবে। ভাই ওনার সাথে কি কাজ করা যায় একটু জানাইয়েন।
প্রয়োজনীয় যোগ্যতাগুলো থাকলে ওয়ার্ক ভিসায় আবেদন করতে পারবেন। আমার চ্যানেলের টুরিস্ট ভিসায় এসে থেকে যাওয়া নিয়ে করা ভিডিওটা দেখুন, বিস্তারিত জানতে পারবেন। কিছু আগের ভিডিও, তাই কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুজে নিবেন ভিডিওটা m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
Hello Vaia,hope you r well,pls replye 🎉i want to Master’s degree in early child education in Australia, please give some University details for international students.
আমার চ্যানেলের "কম খরচের ভালো ইউনিভার্সিটি " নিয়ে করা ভিডিও টা দেখুন। ওখানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি, তাদের কোর্সের দরকারি তথ্য পাবেন। কিছু আগের ভিডিও, কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুজে দেখে নিবেন m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা বা স্কিলের ভিত্তিতে ওয়ার্ক ভিসা দেয়। কোন কোন কাজের দক্ষতা বা স্কিলে ভিসার আবেদন করা যাবে, সেটা অস্ট্রেলিয়া সরকার লিস্ট করে দিয়েছে। সেই লিস্ট কে স্কিল অকুপেশন লিস্ট বলে। আমার চ্যানেলের অনেকগুলা ভিডিওতে সেই লিস্ট লিংক সহ দেখিয়েছি এবং কিভাবে সেখানে কোন কাজের দক্ষতা বা স্কিল খুঁজে দেখতে হয় সেটা সহজ বাংলায় বলেছি। কাইন্ডলি ভিডিওতে দেখে সেভাবে আপনার স্কিল আছে কিনা সেটা খুজে দেখুন। এছাড়া অন্যান্য আরো কয়েকটা যোগ্যতা লাগবে, যা আমার ইউটিউব ভিডিওগুলোতে বলেছি। যদি সেই অনুযায়ী স্কিল এবং ভিসার অন্যান্য যোগ্যতাগুলো থাকে, তাহলে আবেদন করতে পারবেন। ভিডিও লিস্ট; m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
ফেক ফেসবুক পেজ থেকে সাবধান। আমার আসল ফেসবুক পেজের লিংক facebook.com/share/XoJnf6bLHyoWWXqV/
আপনার নাম্বারটা দেওয়া যাবে ভাইয়া
্
আসসালামু আলাইকুম স্যার আমি যেতে চাই স্যার আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, তাহলে আমার জন্য ভালো হতো , কিভাবে আবেদন করতে হবে যদি আমাকে একটু যদি বলে দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো স্যার প্লিজ প্লিজ স্যার
আমি পয়েন্ট কিভাবে বেশি পাবো এল লিংক এখনো পাইনি
❤
Link doesn’t open
ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় কালকে আমার ফ্লাইট অস্ট্রেলিয়ার 😢। পরে যখন এক বছর পরও ভায়ের ভিডিও দেখতে দেখতে নিজেকে যখন আবিষ্কার করি নিজের দেশে নিজের সেই পুরানো বিছানায় এখনো আছি, তখন মনে হয় ভাই বোধায় ভিউর জন্যই ভিডিও বানায় কাউকে অস্ট্রেলিয়া নেওয়ার জন্য নয় 😅। জীবনে কেউ কোথাও নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল না শুধু ইউটিউব দেখেই গেলাম 😢
ভাই তো শুধু ইনফরমেশন দেয়। কাউকে নিয়ে যাওয়ার কথা বলতে শুনি নি। অথচ এই ইনফরমেশন নেয়ার জন্যেই আমরা কনসালটেন্সি ফারমগুলো তে টাকা খরচ করি।
Right 👍👍
Right 😢
কোরিয়া যাবেন?
Bhai videor agei boila dey video ti na tene dekben egulo view kamanor dhanda. akjon o ki achen jini apply korsen and paisen??? unar moto aro hajar manush ase era eishob video make kore ar manush jon k behuda hope dekhay. etoi easy hoile 10 to 15 lakh diye permit sale ar hoito na shobai apply korei chole jaito.
এই সম্মানিত ভাইয়ের জন্য আমি এক প্রতারকের হাত থেকে বেঁচে গিয়েছি ভাইকে আমি ইনফর্ম করছিলাম facebook পেইজে ২০২২ সালে উনি আমাকে সর্তক করেছে উনি খুব ভালো মনের মানুষ , আর উনি যখন কোনো এক ভিডিও তে বলেছিলো ইংলিশ মিডিয়াম থেকে টেন পাস হতে হবে তখন থেকে আর আশা ছেড়ে দিয়েছি।আর উনি যেই যোগ্যতার কথাগুলো বলে আমি হিসাব করে দেখলাম এই গুলা সব যোগ্যতা আমার মাঝে নাই,কিন্তু খুব খুব স্বপ্ন ছিলো অস্ট্রেলিয়াতে যাওয়ার, রাতে প্রায়ই ঘুমাতে পারতাম না।
ধন্যবাদ। ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য না।
ভাই আপনার সাথে কথা বলতে চাই জানি পাবনা
@@Bangladeshi.in.Australia ভাইয়া আসসালামু আলাইকুম, আমাকে এক এজেন্সি ৪২০ সাবক্লাস ভিসায় অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চাচ্ছে। এটা কি পারবেন ওনি
জনাব আমি আপনার সাথে কথা বলতে চাই
পারলে নিজে নেন অথবা এজেন্ট ধরিয়ে দিন,অন্যথায় এসব ভিডিও বানিয়ে আমাদেরএমবি খরচ করিয়ে কনটেন্ট ক্রিয়েট করে আপনি পয়সা ইনকাম করেন। আমাদের কি লাভ
অশেষ মেহেরবানি এবং ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাআল্লাহ
আপনার ভিডিওটা অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, সুন্দর এবং সহজ l
ভাই অষ্টলিয়ার সরকার অনুমোদিত যে এজেন্ট আছে যারা আবেদন করতে সহায়তা করে তাদের একটা লিষ্ট নিয়ে ভিডিও দিবেন তাতে আমাদের একটু সুবিধা হতো ধন্যবাদ।
আমার ইউটিউব চ্যানেলের কিছু আগের ভিসা প্রতারণা নিয়ে করা ভিডিওতে এজেন্ট এর লিস্ট লিংক সহ দেখিয়েছি।
কিছু আগের ভিডিও, কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুজে দেখে নিবেন
m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার সাথে কথা বলতে পারি
আসসালামু আলাইকুম ভাই আপনার মাধ্যমে কি অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করে দিতে পারবেন
@@Bangladeshi.in.Australia আপনার সাথে কি ভাবে কথা বলবো
কথা বলতে চাই
❤❤Apurboooo apner ae bujhiye boler anuvuti.lots of thanks for your kind supporting.❤❤
স্যার আমার ভাই কার পেইন্ট জব করে।সে আগে মালায়সিয়া এবং ব্রুনাই তে গাড়ি রং এর কাজ করত।তার জন্য কোন অপুরচুনিটি আছে কি?
Such a wonderful and honest person. I love you brother. May Allah bless you and your family
মুখ বলা অনেক সহজ কিন্তু বাস্তব সম্মত কাজটা কতটা মুখে সাথে মিলে। কিভাবে আবেদন করা যায়? সেটাই দেখেন? বুঝছেন।
হ রে ভাই।
@@mamin7680 মন্তব্য বল রে ভাই?
আবেদন করার প্রক্রিয়া লিংক সহ দেখিয়েছি। কাইন্ডলি পুরো ভিডিও দেখুন
It's too difficult i already tried this process but you told everything like a piece of cake.
এরা খালি you troub বলে
ভাই আপনার দেওয়া তথ্য গুলো সঠিক।
আসসালামুয়ালাইকুম ভাই আমি সৌদি আরবে আছি আমার ড্রাইভিং লাইসেন্স আছে এবং আমি আপনার ভিডিও সব সময় দেখি আমি সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যেতে চাই আপনার মাধ্যমে যদি হওয়া সম্ভব তাহলে আমাকে জানান স্যার
ভিডিওতে যেভাবে দেখালাম, সেভাবে অস্ট্রেলিয়ার কাজের লিস্ট বা স্কিল অকুপেশন লিস্টে দেখুন আপনার যেটা স্কিল সেটা আছে কিনা।
আর ভিসার পেজে যেভাবে দেখালাম, দেখুন আপনার প্রয়োজনীয় যোগ্যতাগুলো আছে কিনা।
যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন
@@Bangladeshi.in.Australiaআমার সৌদি আরবের সিভি আছে ওই সিবি অনুযায়ী আমার সিভির ভিতরে আমার যোগ্যতা সম্পন্ন লেখা আছে এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই যোগ্যতার ভিতরে লিস্ট আছে তো আপনার মাধ্যমে আমি প্রসেসিং টা করতে চাচ্ছি
Vai ami BBA complete korsi ekno job hoyni. Ami apply korbo. Ki vabe korbo. Plz help me
vai age ki skill assessment korate hobe na ki EOI korte hobe,doya kore janaben 🙏
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, অসাধারণ?
Visa application submit hoyeche Alhamdulillah ❤ doya korben❤
অনেক দোয়া থাকলো
Application korte chai vaiya, but kivabe korbo?
apnar ki skil assment kora aca Austrilia thaka janaban please.
Sub class koto vaiya?
Sub class koto vaiya
ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য❤
Watching from Saudi Arabia thanks
আমার husband subclass- 482 short-term ভিসাতে Australia যাওয়ার জন্যে একটা এজেন্সির কাছে ফাইল জমা দিছে এবং সেই এজেন্সি বেশ কিছু ভিসাও পাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে...
🔹 ভিসা পেয়ে যাওয়ার পর কাজ থাকবে কিনা, যদি কাজ না থাকে তাহলে অন্য কাজ খুঁজে সেটা করতে পারবে কিনা।
🔹 এমন কোন সিস্টেম কি দালালরা করতে পারে যে ফেইক কোম্পানি ভিসা করিয়ে Australia নিয়ে ছেড়ে দিবে কোন কাজ থাকবে না
কোন এজেন্সি আপু?
কোন এজেন্সি?
অসাধারণ। ধন্যবাদ ভাই।
টুরিস্ট ভিসায় এসে C or D ক্যাটাগরির জব পেলে কি কনভার্ট করা যায়, এবং থেকে যাওয়া যাবে ভাইয়া,
অস্ট্রেলিয়ায় কোন C D ক্যাটাগরির ব্যাপার নাই। এখানে সব স্কিল ভিসা এবং এর জন্য যে স্কিল অকুপেশন লিস্ট আছে, সেই অনুযায়ী আপনার স্কিল এবং ভিসার সব যোগ্যতা লাগবে, তা আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন আর অস্ট্রেলিয়ায় টুরিস্ট ভিসায় এসে করেন।
ভাই সালাম নিবেন
বাংলাদেশ থেকে স্কিল ভিসাই যেতে কোন সর্ট কোর্সের প্রয়োজন হয়?
❤ Always thank you Dr brother.
বিগত কয়েক বছরে সরাসরি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে কতজন জব ভিসা পেয়েছে? যদি আপনার জানা থাকে অবশ্যই জানাবেন। যেতে তো পারব না এত ফরমালিটিজ মেইনটেইন করে, অন্তত বাংলাদেশ থেকে কতজন গিয়েছে সেটা জানতে চাই।
Bhai re jara jy tara dhol pitai na,, apnr idea e nai koto manush ashtese. Amio age apnr motoi mone kortam.but aisha dekhi eikhne bd theke pr niye onk skilled person ashtese
ভাই কি এডিলেইড এ? এডিলেইড এ থাকলে আওয়াজ দিয়েন, একসাথে কফি খাবো (বিল আমার)।
@@Bangladeshi.in.Australia Thank you bhai. Ami Melbourne e achi. InshaAllah dawat tule rakhlam kono ekdin dekha hoye gele mone koriye dibo
২১ দিনে ওয়ার্ক পারমিট তিন মাসের মধ্যে ভিসা দিবে এর জন্য ১৪ লক্ষ টাকা নিবে প্রথম অবস্থায় ৫০ হাজার টাকা নিবে পরবর্তীতে ভিসা আসার পর যাচাই-বাছাই করে সাড়ে সাত লাখ নিবে আর বাকি ৬ লাখ অস্ট্রেলিয়ার গিয়ে কাজ করে পরিশোধ করার কথা বলছে স্যার কাইন্ডলি একটু বলবেন কি করব আসলে কিভাবে যাওয়া যায় আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি স্যার প্লিজ একটু ভেবে বলবেন
ভুয়া
Batpar 100 %@@TamannaFaruk123
Purai vondami, please Vai taka joma diben na
ভূওয়া এই গুলো
আপনার Whatsapp নাম্বারটা যদি দেন কথা বলতাম
Very very helpful video, Thank you boos.
Excellent job! Nice presentation tnx
Very very fruitful video, Selute you brother.
আপনার সব ভিডিও আামার খুব ভালো লাগে
ভাই আপনার কথাগুলো অনেক সুন্দর
আমি ও যেতে চাই ইনশাআল্লাহ
জনাব বর্তমান এর কেয়ার গিভিং ভিসা নিয়ে একটা ভিডিও দিবেন , নিয়ম নীতির কোন পরিবর্তন হয়েছে কিনা
ভালোবাসা রইলো ভাইয়া
vai, very informative
Excellent informative video
Thanks 🙏🏿❤
বলা সহজ বাস্তবতা কঠিন।
আমি সহজ কঠিন এরকম কিছুই বলি নাই, নিয়ম সম্পর্কে সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি। এখনে যাদের প্রয়োজনীয় যোগ্যতা গুলো আছে তাদের জন্য এটা সহজ, যাদের নাই তাদের জন্য কঠিন।
অসাধারণ ভাবে বুঝিয়েছেন সালাম আপনার প্রতি
asa kori vai sob somoy update news diven.
ধন্যবাদ ভাই
NSW এ টিচার হিসেবে ওয়ার্ক ভিসার জন্য কি কি requirements রয়েছে, জানালে উপকৃত হতাম।
🤗❤ ভাল video
Good ❤❤❤❤❤❤
assalamu alaikum
University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa thik hobe nki vul hobe...
Please ekta vedio diben
Hi , I live in Melbourne as a student . I guess you forgot that Australia has a permitted list of counties from where people can apply for skilled visa from offshore(outside the country) so in that list Bangladesh has no place . Means Bangladeshi people who are offshore cannot apply for this .
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, যদিও আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করেছেন। ভিডিওটা দেখুন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর যে লিংক গুলো দিয়েছি রেফারেন্স হিসেবে, সেগুলো ভিজিট করুন। তাহলে আপনার ভ্রান্তি দূর হবে।
আমি নিজে এই ভিসায় (সাবক্লাস 190) বাংলাদেশ থেকে আবেদন করে এসেছি। আমি যেখানে থাকি, এডিলেড এ অনেক বাংলাদেশি অফশোর অর্থাৎ বাংলাদেশ থেকে আবেদন করে এসেছে। আপনি মেলবোর্নেও অনেক বাংলাদেশিদের পাবেন, যারা এই ভিসায় বাংলাদেশ থেকে আবেদন করে এসেছে।
Excellent Video
assalamu alaikum
University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa
Nurse der jonno kichu bolen specially.4 years+ job experience.and BSN complete hobe 6 months er vetor.diploma kora ase.sudhu ielts dewa hoi nai.info chai boss.ar valo agent authority ke ase jana thakle janaben.
ভিডিওতে যেভাবে দেখালাম, দেখুন অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টে নার্স আছে কিনা। থাকলে, সেখানে স্কিলের এসেসমেন্ট করাতে কি কি লাগবে আর তার এসেসমেন্ট অথরিটি কারা।
আর সেই সাথে ভিসার জন্য অন্যান্য কি যোগ্যতা লাগবে সেটা দেখুন। এগুলো সবই দেখিয়েছি ভিডিওতে।
যদি সেই অনুযায়ী আপনার সব যোগ্যতা থাকে তাহলে যে আবেদন প্রক্রিয়া দেখিয়েছি, সেভাবে আবেদন করতে পারবেন
@Bangladeshi.in.Australia dhonnobad.khub sighroi dekha hobe family soho insha'Allah.ar Australia r real agency authority keu ase ki bangladesh er.jar maddhom diye details jene clear hoite parbo.
ধন্যবাদ ভাইয়া
❤❤❤ Thank vaya
assalamu alaikum
University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa😢
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, ভাই আমি কিন্তু যামু ইনশাআল্লাহ খেয়াল রাইখেন।
Thanks for your information
আসসালামু আলাইকুম বড় ভাই এমন ভাবে ভিডিও দেখাবেন এইট পাস লোক আপনার ভিডিও দেখে দেখে এপ্লাই করতে পারে প্লিজ ❤❤
এইট পাস হলে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার আবেদন করা যায় না
ভালো আছেন ভাই আমি কারেন্ট কাজ জানি ডুবাই ছিলাম ৯ বছর এখন মালয়শিয়ায় আছি ৬বছর আমি জেতে আগ্রহী
assalamu alaikum
University of South Australia and RMIT UNIVERSITY er pilot course nie jodi ekta vedio diten onk onk help hotu, ei mohorte ami onk confusion er moddhe aci amr ki er jkno ektai jawa😅
আপনি যেটা মনে করেন, আসলে সব সময় সবকিছু সঠিক হয় না, আল্লাহতালা আমাদের রিজিক যেখানে লিখে রেখেছেন, ঠিক সেখান থেকে আমাদের রিজিক আসবে, অধৈর্য হয়ে কোন লাভ নেই, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই সুফল পাবেন।😊
জ্বি ১০০% সঠিক বলেছেন। তবে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে সঠিকভাবে আবেদন করতে হবে। নাহলে প্রতারকের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হতে হবে
@@Bangladeshi.in.Australia আলহামদুলিল্লাহ, আপনি তো এখন ভালো পর্যায়ে আছেন, আপনি যদি ইচ্ছে করেন, প্রতিবছর বাংলাদেশের 10 জনকে আপনি সাপোর্ট করবেন, মানে আর্থিকভাবে নয়, যেমন কাগজপত্র ঠিক করে দেওয়া, এক কথায় সার্বিক সাহায্য, যেমন ধরুন আপনার সাবস্ক্রাইবার মধ্যে,
লটারির মাধ্যমে 10 জনকে আপনি বেছে নিতে পারেন, আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখি, আমার যতটুকু মনে হয় আপনার মধ্যে কোন প্রতারণার প্রস্থান নেই,
আপনি একজন বাংলাদেশী হয়ে অন্য বাংলাদেশের কাউকে যদি সাহায্য করেন ,
আশা করি আপনিও মনের দিক থেকে প্রফুল্ল থাকবেন এবং, যাহারা আপনার থেকে উপকৃত হবেন তাহারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।
403 catagory work parmit unsikill visa ki austrila jowa jay sir......
Thanks, for your informative video.
You told, after application at least one year i have to wait.
My question is when i submit my application that time my certificate age will be 39year.
Then should i apply?
৩৯ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন
Thank you very much for your depth analytical efforts . You had work hard and spent time to prepare such point to point information based video .
Thanks once again .
Unfortunately I am 52 , ve MBA from Australian uni and ve good job experience . What could the way to migrate Australia ?
Can you plz advice ?
Regards
ধন্যবাদ। অস্ট্রেলিয়ার যে কোন ওয়ার্ক ভিসার জন্য সর্বোচ্চ বয়স ৪৪। শুধু 482 ভিসায় কিছু ক্ষেত্রে এর বিকল্প আছে। বিস্তারিত জানতে আমার চ্যানেলের 482 ভিসা নিয়ে করা ভিডিও গুলো দেখুন। কিছু আগের ভিডিও, কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুঁজে দেখে নিবেন প্লিজ m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
Vai work assignments er expire date koto din thake? Please reply
স্যার আপনার ভিডিওগুলো সত্যিই ইনফরমেটিভ এবং হেলফুল নতুনদের জন্য কিন্তু আপনার থামেলগুলো আরো কিভাবে ডিজাইন করলে আপনার viow বাড়বে এক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি
ভাইয়া ওয়েল্ডিং জব নিয়ে একটি ভিডিও তৈরি করেন, ওয়েল্ডিং জব এ কিরকম সুবিধা কত বেতন এসব বিষয়ে একটি ভিডিও তৈরি করেন.
hm. vai ami jaitey chai weilding a
bhi jotogulo kotha apni bolacen . bhi please aktu step by step bole ba akte pDF likha den .jate Amra aktu valo vabe apply ta korte pari . nahoy sir aprar kotha akjon o bojte barbe na . please bhi aktu step akte pdf kore din
আলহামদুলিল্লাহ ❤
আসসালামুয়ালাইকুম ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগলো এবং আমার কথা হচ্ছে ইংলিশে কথা না বলতে পারলে কি অস্ট্রেলিয়া যাওয়ার যেতে পারে?
কি কি যোগ্যতা লাগবে সেটা ভিডিওতে দেখিয়েছি, কাইন্ড লি দেখে নিবেন
Assalamualikum vaiya... ai visa gulo approve hote minimum kato somoy lagte pare aktu janaben plz.....
মেয়েদের জন্য কি ধরনের জব আছে তা নিয়ে ভিডিও দিবেন ভাই
SIR, AMI SUBCLASS-482 VISAR JONNU APPLY KORTE CHAI- SEI JONNU APNAR SUPPORT CHAI
কোন স্কিলে আবেদন করতে চাচ্ছেন? অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার জন্য নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা এবং ভিসার জন্য অন্যান্য কিছু যোগ্যতা লাগবে। এবিষয়ে আমার ইউটিউব চ্যানেলের ওয়ার্ক ভিসা নিয়ে করা ভিডিওগুলোতে দরকারি লিংক সহ দেখিয়েছি।
সেই অনুযায়ী আপনার প্রয়োজনীয় যোগ্যতাগুলো আছে কিনা মিলিয়ে দেখুন। যদি থাকে তাহলে আবেদনের ব্যাবস্থা করা যাবে।
m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
Bahi jete chai.
Hi hello brother thank you
আসসালামু আলাইকুম স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আপনার কথাগুলো শুনি প্লিজ স্যার আপনার জানামতে কোন এজেন্সির নাম বলবেন কি তাহলে আমরা উপকৃত হব স্যার আপনার সাথে কথা বলা যাবে কিভাবে প্লিজ বলবেন
এজেন্ট সমস্যা না। ভিসার জন্য প্রয়োজনীয় যে যোগ্যতাগুলো লাগবে, তার প্রতিটা কি রেডি আছে আপনার? সেগুলো না থাকলে এজেন্ট কিছু করতে পারবে না।
কি কি যোগ্যতা লাগবে সেটা আমার ভিডিওগুলাতে দেখিয়ে ছি।
সাবক্লাস ৪৮৯ সম্পর্কে একটা ভিডিও দেন
Vi ami gov. Job kortam job ful fil na hote ritayed koresi .ami ki kajer visay Australia jabo subida Kemon janaben .
অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা লাগবে, যা আমার ভিডিওতে দেখিয়েছি। দেখুন সেই অনুযায়ী আপনার সব আছে কিনা। যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন
Diploma niya akta video
আসসালামু আলাইকুম Payroll Officrer post list আছে কি না একটু জানাবেন কি।
thanks, brother
আস-সালামু আলাইকুম। ভাই, বাংলাদেশ থেকে কিভাবে জব নিয়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে? এই রিলেটেড ভিডিও প্লিজ। আমি পেশায় একজন বিএস সি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বাংলাদেশের এক কোম্পানিতে, ১০ বছর যাবৎ জব করছি। রোপ ডায়িং সেক্টরে। ডেনিম রোপ ডায়িং সেক্টর কি অস্ট্রেলিয়াতে আছে ভাই? ওখানে কিভাবে এই সেক্টরে জবটা খুজে পেতে পারি। জানাবেন প্লিজ।/ টেক্সটাইল সেক্টরে জব নিয়ে ভিডিও দিয়েন প্লিজ,,, অপেক্ষায় থাকবো,,
অনেক চেষ্টা করছি এপ্লাই করতে পারছি না
আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
আগে Assessment লাগবে,তার জন্য 1lakh +,
Assalamualaikum warahmatullahi barakat❤
ওয়ালাইকুম সালাম
আগে চাই জব অফার তারপরে তো ভিসার গল্প 🎉এই জব অফার কি করে পাওয়া যায় সেটাই আগে সকলকে জানালে ভালো হয় 🎉
Ba sekhane Bangladeshu kew portese kina emn kawke interview niben please
ভাই HBH পজেটিব হলে আসা যাবে কি
Assalamualikum .. Vaiea kmn achen apni ?
ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি
Bro would you please tell us about subclass 462.. my friend already get the visa.. we would be grateful if you could give us feedback..
যাচাই করে নিবেন। এই ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে
I have already check the visa everything ok .. but bangladesh passport holder don't have permission to enter in Australia. But agency said that they can do it.. they already Talk to them them @@Bangladeshi.in.Australia
ক্লায়েন্ট মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া থেকে বায়োমেট্রিক এখন আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এটা 462 ভিসা এটা দেশের ভিতরে বাংলাদেশের নাম নেই অলরেডি এক লাখ 50 হাজার টাকা পেমেন্ট করা হয়েছে উনারা বলছে যে পৌঁছানোর পরে বাকি টাকা দেবেন ওনাদের নাকি ইমিগ্রেশন পার হতে পারবে কোন সমস্যা নেই ইমিগ্রেশনের ওনাদের লোক আছে এমনটাই বলছে
Schooling visa related Video দেখতে চাই।
আসসালামু আলাইকুম ভাই দয়া করেে কমেন্ট দেখলে রিপ্লাই দিবেন। অস্ট্রেলিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই ওইখানে থাকে। উনার সাথে কথা হয়েছিল। উনি বলছে কোম্পানির মাধ্যমে জব এর জন্য অ্যাপ্লিকেশন করাই দিব। তারপর হাই কমিশন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বায়োমেট্রিক লেটার আসার পরে। বাংলাদেশে অস্ট্রেলিয়া এম্বাসি ফেস করতে হবে।অস্ট্রেলিয়ান এমব্যাসিতে যাওয়ার পরে ৬০০০ টাকা খরচে ফিঙ্গারিং করতে হবে। ফিঙ্গারিং করার পরে ওনাদেরকে পাসপোর্ট সহ এক লক্ষ টাকা দিতে হবে। তারপর পাসপোর্টে ভিসা লাগলে বিমানের টিকেট হাতে পাওয়ার পরে দেড় লক্ষ টাকা দিতে হবে। ওইখানে কাজ করার পরে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন থেকে কেটে রাখবে।অস্ট্রেলিয়া ঢোকার পরে বেতন থেকে ৮ মাসে ৪ লক্ষ টাকা নিবে। ভাই ওনার সাথে কি কাজ করা যায় একটু জানাইয়েন।
Hello vhaiya
টুরিস্ট ভিসায় গিয়ে কি কোনো ভাবে অন্য ভিসায় কনভার্ট করা যাবে এখন প্লিজ একটু বলবেন ভাইয়া
প্রয়োজনীয় যোগ্যতাগুলো থাকলে ওয়ার্ক ভিসায় আবেদন করতে পারবেন। আমার চ্যানেলের টুরিস্ট ভিসায় এসে থেকে যাওয়া নিয়ে করা ভিডিওটা দেখুন, বিস্তারিত জানতে পারবেন। কিছু আগের ভিডিও, তাই কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুজে নিবেন ভিডিওটা
m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
ওয়ালাইকুম সালাম
Please inform about cut of score marketing
আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই
Hello Vaia,hope you r well,pls replye 🎉i want to Master’s degree in early child education in Australia, please give some University details for international students.
আমার চ্যানেলের "কম খরচের ভালো ইউনিভার্সিটি " নিয়ে করা ভিডিও টা দেখুন। ওখানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি, তাদের কোর্সের দরকারি তথ্য পাবেন। কিছু আগের ভিডিও, কষ্ট করে এই ভিডিও লিস্ট থেকে স্ক্রল করে খুজে দেখে নিবেন
m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
Ay visa ta ki e visa hobe?
bd doctor ra ki apply korte pare?
বড়ভাই,
ফুডপ্যাকেজিং / ক্লিনার ভিসা পাওয়া যাবে কি?
অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা বা স্কিলের ভিত্তিতে ওয়ার্ক ভিসা দেয়। কোন কোন কাজের দক্ষতা বা স্কিলে ভিসার আবেদন করা যাবে, সেটা অস্ট্রেলিয়া সরকার লিস্ট করে দিয়েছে। সেই লিস্ট কে স্কিল অকুপেশন লিস্ট বলে। আমার চ্যানেলের অনেকগুলা ভিডিওতে সেই লিস্ট লিংক সহ দেখিয়েছি এবং কিভাবে সেখানে কোন কাজের দক্ষতা বা স্কিল খুঁজে দেখতে হয় সেটা সহজ বাংলায় বলেছি। কাইন্ডলি ভিডিওতে দেখে সেভাবে আপনার স্কিল আছে কিনা সেটা খুজে দেখুন।
এছাড়া অন্যান্য আরো কয়েকটা যোগ্যতা লাগবে, যা আমার ইউটিউব ভিডিওগুলোতে বলেছি।
যদি সেই অনুযায়ী স্কিল এবং ভিসার অন্যান্য যোগ্যতাগুলো থাকে, তাহলে আবেদন করতে পারবেন।
ভিডিও লিস্ট; m.youtube.com/@Bangladeshi.in.Australia/videos
ILS sara option ki ase ??
Vi valo acen
জ্বি, আলহামদুলিল্লাহ ভালো আছি
1st cousin sponsor hole ki benefit ache kindly janaben.
ভাই আগে কি স্কিল জাচাই করাতে হবে না কি EOI করতে হবে,দয়া করে জানাবেন🙏
ভিডিও টা খেয়াল করে দেখুন
Australian Government visa o ki fake?kew information dite parben.. Pls
Skill assesment কি আগে করতে হবে? নাকি visa sponsor পাওয়ার পর করতে হবে?
Assalamuwalaikum bhaia... Bhaia caregiver visa ki all the time thake naki time limited?
এখনো আছে