Chandril Bhattacharya || অশিক্ষার অহঙ্কার || Chandril Vlog || DaakBangla.com

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @kushalroyrevision
    @kushalroyrevision 6 місяців тому +51

    জ্ঞানী লোকের ভুল ধরলে সে ধন্যবাদ দেয় আর অজ্ঞান লোক রেগে যায়।

  • @arindamchaudhuri4232
    @arindamchaudhuri4232 5 місяців тому +4

    আমার মন্তব্য সম্বন্ধে আপনাদের কাছ থেকে গতকাল একটা ম্যাসেজ এসেছিল। সেটা ঠিক করে পড়ে ওঠার আগেই হারিয়ে গেল। আবার যদি পাঠানো যায় তবে ভাল হয়। চন্দ্রিল ভট্টাচার্যের আলোচনা শুনতে আমার বেশ লাগে। অনেক পড়াশুনা করা একজন রসিক মানুষ। আমার থেকে বয়সে অনেক ছোট। পুঁথিগত/ডিগ্রীগত দিক থেকে আমি হয়তো কিছুটা এগিয়ে আছি। কিন্তু ওনার বক্তব্যের content এবং বলার ধারা আমার খুব impressive লাগে।

  • @sg04f
    @sg04f Місяць тому +1

    দারুণ দারুণ 🎉🎉🎉

  • @prositbiswas1229
    @prositbiswas1229 6 місяців тому +80

    ভানু বন্দোপাধ্যায় একবার এক কৌতুক নকশায় বললেন "থাইসিস"। তাকে যখন শুধরে দেওয়া হল যে এটা থিসিস হবে, ভানু বাবু বলল "কায়দা করে বললাম আর কি"। 😆😆

    • @Tout-Le-Monde02
      @Tout-Le-Monde02 6 місяців тому +4

      hehe eta darun ......

    • @mahadebthakur61
      @mahadebthakur61 6 місяців тому +3

      আমি একবার একটি জাপানি দলের সঙ্গে হিমালয়ে ছিলাম ওদের দলের ডাক্তার ছাড়া বাকিরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ওরা কেউ English লিখতে বা বলতে পারতো না, ওদের থার্মোমিটার পর্যন্ত জাপানি ভাষায় লেখা। আমাকে ওদের চিঠির নিচে জাপান ( Japan) লিখে দিতে হতো। অনেক বছর আগের কথা এখনও কি ওরা ওদের ভাষায় লেখাপড়া কাজকর্ম করে নাকি আমাদের মতো বিদেশী ভাষায় রপ্ত করেছে। আমি তো আর ওদের দেশে যাইনি।

    • @abhraghosal2000
      @abhraghosal2000 6 місяців тому +2

      That's why he was Lord Bhanu❤❤❤

    • @tanukabanerjee1731
      @tanukabanerjee1731 4 місяці тому

      Pthisis maney pyat pyat e . Uni kayeda korey bolleni uni ekdom thik ucharon korechhilen

  • @sutapabanerjee8636
    @sutapabanerjee8636 6 місяців тому +4

    অসাধারণ বলেছেন । অশিক্ষার অহংকার নিয়ে খুব সুন্দর বলেন । অনেক ধন্যবাদ।

  • @mitaliroy184
    @mitaliroy184 6 місяців тому +44

    এরকম নাজানা লোকের ঔদ্ধত্য বড্ডো বেড়েছে , সুন্দর ব্যাখ্যা করেছেন চন্দ্রিল বাবু।

    • @sucharitbanerjee
      @sucharitbanerjee 5 місяців тому +1

      British ra ek guchchho surname uchharon Korte partoh na bole change kore dilo, amra sei changed gulo hoye berachchhi, r nam uchchharon niye ei jukti chendo kintu khub sundor vabe uposthapito kora

  • @jagadishkarmakar1108
    @jagadishkarmakar1108 6 місяців тому +22

    দারুন একটা বক্তব্য সাম্প্রতিক কালের বিষয় নিয়ে বলতে শুনলাম।
    মনে পড়ছে গ্রিক দার্শনিকের কথা..... " আমি জানি আমি কিছু জানিনা। কিন্তু যারা বলছেন তারা জানেন, সেই তারাই যে কিছু জানেন না এটাই তারা জানেন না। " 🌹🌹🙏

  • @maniksarkar3616
    @maniksarkar3616 6 місяців тому +17

    বিড়ম্বনার শেষ নাই। ছোটোখাটো বিষয় কখন যে এতো গুরুত্বপূর্ণ হয়ে যায়।

  • @ChandralekhaDasgupta-xj1be
    @ChandralekhaDasgupta-xj1be 6 місяців тому +23

    দারুণ, ঠিক এর প্রতি শ্রদ্ধা অন্যরকম এক তাগিদ।

  • @AnindoRay-p2s
    @AnindoRay-p2s 6 місяців тому +14

    দারুন balanced analysis! যথারীতি চন্দ্রিল। :-)

  • @md.alamgirkabir8381
    @md.alamgirkabir8381 6 місяців тому +4

    একদিকে অজ্ঞতার অহংকার, অন্যদিকে জ্ঞান তথা পাণ্ডিত্যের দম্ভ, কেউ কাউকে এক রত্তিও ছাড় দিতে রাজি নয়। দাদার অসাধারণ ব্যাখ্যাশৈলীর তারিফ না করে পারছিনা। সাথে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও এরকম কনটেন্ট দেখতে পাবার প্রত্যাশায় রইলাম।

  • @shantanuchirodeepmukherjee5243
    @shantanuchirodeepmukherjee5243 6 місяців тому +9

    ⭐💥ভুল যা, তা দলিত অ-দলিত উভয়ের ই ভুল...ঠিক যা-তা ,দলিত অ-দলিত উভয়ের জন্য ই ঠিক...

    • @awsm_gaming
      @awsm_gaming 5 місяців тому

      আরে মশাই! Quote unquote দলিৎ

  • @nilu050276
    @nilu050276 6 місяців тому +6

    অবশ্যই অশিক্ষার অহঙ্কার, তবে পান্ডিত্যর দম্ভও বটে।

  • @ibusinessoutlook
    @ibusinessoutlook 6 місяців тому +3

    পৃথিবীতে একটু লক্ষ্য করলে দেখবেন দু ধরনের মানুষ আছেন, এক যারা জ্ঞানী, কিন্ত সুযোগ পেলেই তাঁর জ্ঞানের পরিধি কত বিস্তৃত তার বহিঃপ্রকাশ করেন এবং সামনে অন্য কেউ থাকেন তো তাঁকে নিজের নিরিখে খুব ছোট ভাবেন, আর একধরনের মানুষ আছেন যারা জ্ঞানী হয়েও কখনোই নিজের প্রচার করেন না, আমার এত বছরের অভিজ্ঞতা তাই বলে

  • @suvo2089
    @suvo2089 6 місяців тому +6

    আমাদের নেতাদের ইদানিং শব্দচয়ন নিয়েও একটা সুন্দর ব্যাখ্যা সোনার অপেক্ষায় থাকলাম।

  • @arnabdasphysics
    @arnabdasphysics 6 місяців тому +8

    এটার টাইটেল "শিক্ষা এবং অশিক্ষার অহংকার" হাওয়া উচিৎ ছিল।

  • @manasibhattacharya4821
    @manasibhattacharya4821 6 місяців тому +7

    যুক্তিপূর্ণ ব্যাখ্যা।

  • @amiyakumarbose8577
    @amiyakumarbose8577 6 місяців тому +9

    Superb logical clarifications dear Chandril bhai......
    Just like Osho's reasoning.

  • @aconlymath
    @aconlymath 6 місяців тому +21

    সঠিক উচ্চারণ করা অবশ্যই দরকার... তাই বলে ভাষা এবং উচ্চারণে আঞ্চলিক প্রভাব থাকাটাও অস্বাভাবিক নয়... ভুলটা ভুল...না আঞ্চলিক প্রভাবে প্রভাবিত তাও ভেবে দেখা উচিত....

  • @sanjoygorai.1384
    @sanjoygorai.1384 6 місяців тому +4

    শ্রদ্ধা করি ও করতে আহ্বান জানাই 🙏

  • @saptorshibiswas2802
    @saptorshibiswas2802 6 місяців тому +1

    জীবনে যখন আর করার কিছু থাকেনা,তখন মানুষ এইসব তুচ্ছ কাজে মেতে থাকে। মানুষের নিয়তি এটাই। Ending up life with nothing.

  • @parth5441
    @parth5441 6 місяців тому +1

    💯. No doubt. First the one who questions must have his cards played right. He cannot have a right to continue in wrong and still insist in questioning.

  • @ABO-Destiny
    @ABO-Destiny 6 місяців тому

    Oshikkhya oshikkhya choray, bishash bishasher jonmo dai, bhalo shongskriti bhalo shongskritir jonmo dai, shundor poribesh shundor poribesh toiri te agrohi kore, ebong ulto jinish guloo shottyi.

  • @barnalidas7824
    @barnalidas7824 6 місяців тому

    Ekdom thik bolechen🎉

  • @debojyotiaun8588
    @debojyotiaun8588 6 місяців тому

    Thik bolechen Chandril da.

  • @ndy6
    @ndy6 6 місяців тому +26

    সামান্য নাম উচ্চারণ নিয়ে এতো কিছু হতে পারে ? আমার পৃথিবীর অন্য ভাষাভাষীদের মতো উচ্চারণ করার দায় নেই। বিদেশিরা যখন 'সত্যজিৎ রায়' উচ্চারণ করেন তখন সেটা বাঙালিদের উচ্চারণের মতো শোনায় কি ? আমার দায় শুধুমাত্র আমার মাতৃভাষার প্রতি। বিভিন্ন ভাষাভাষী বিদ্বজ্জন দের ভাষা ও উচ্চারণ তাদের মতো করে করার কোনো দায় কোনো ব্যক্তি মানুষের থাকতে পারেনা। অনুষ্ঠানগুলো যদি এতই স্পর্শকাতর হয় তাহলে আয়োজকরা দোভাষী দের সাহায্য নিন।

    • @thefrugalmarketer
      @thefrugalmarketer 6 місяців тому

      Thik bolechen. Uchharon niye eto besi concern thaka thik na. Amar naam desher baire sudhu noy, emon ki desher modhye onno raajyer manushera Bhool uchharon Kore thake. Tai niye ami Kono matha betha Dekhai ni karon Ami Jani sobai er pokhye sob uchharon thik kora jaay na.
      Hothat ekta kotha Mone porlo. Tahole jara "Uber" ke kuber er bhai bhebe "oober" bole, tader ki tahole "Uber" thudi "oober" chorar odhikar ache ki?

    • @rounaksen191
      @rounaksen191 6 місяців тому

      Jokhn sonsodhon kore deoya hochhe tokhn mone hoy sudhre neoyai uchit, ontoto sudhre nebar chesta Kora uchit; jekhane samogrik alochona sei manushtike niye.

    • @kd622009
      @kd622009 6 місяців тому

      ঠিক বলেছেন হুজুর। এইটাই চন্দ্রিল বলছে। আপনার অশিক্ষা ই আপনার গর্ব। 😂😂😂😂

  • @debadityaphotographer3378
    @debadityaphotographer3378 6 місяців тому

    Not just a discussion on a specific incident, essentially underpinned a crucial argument applicable to numerous aspects of real life incidents.

  • @rajarshidebray8754
    @rajarshidebray8754 6 місяців тому +3

    রবীন্দ্রনাথ কাঠুরে এটা গুরু আল্টিমেট ছিল 👌👌😃

  • @saratsarkar6096
    @saratsarkar6096 6 місяців тому

    Chandril babau'ke thik ei karonei eto taa bhalo laage. Onar bekkhaa sotti onek sikkhonio 🙂🙂

  • @krishnachaudhury8161
    @krishnachaudhury8161 6 місяців тому

    আপনি সব বিষয়গুলো এতো সুন্দর বিশ্লেষণ করেন🙏

  • @koelabagchi9677
    @koelabagchi9677 6 місяців тому

    onek dhonyobad...

  • @ranjumukherjee2136
    @ranjumukherjee2136 6 місяців тому

    Asadharon analysis

  • @moloydas3880
    @moloydas3880 6 місяців тому +4

    শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু বলুন, আপনারা চুপ আছেন বলে ভেঙে পড়ছি

    • @M_O_N_T_A_N_A
      @M_O_N_T_A_N_A 6 місяців тому +4

      সেটা পারবেনা , ফালতু বিষয়ে গ্যাঁজাতে বললে ঘণ্টার পর ঘণ্টা অক্লান্ত ভাবে বলতে পারবে ।

  • @dr.amitabhamukherjee3601
    @dr.amitabhamukherjee3601 6 місяців тому +13

    এই বিশেষ ক্ষেত্রে মূল প্রশ্নটা হল -- GCS সেই একটি-নাম-ভুল-উচ্চারণ-করা (the seemingly egregious sin of improperly pronouncing a proper noun) হতভাগ্য প্রশ্নকর্তার প্রশ্নের আদৌ কোন উত্তর দিয়েছিলেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে হ্যাঁ, she wilfully let herself get bogged down in the trivial (which, btw, is the hallmark of all Postmodernist 'thinkers'). GCS-কে এখানে অনায়াসে Word Nazi বিশেষণে ভূষিত করা যায় 😂

    • @avsg2427
      @avsg2427 6 місяців тому

      Na adeo ta noy. Prothom bhul uccharon ke “sin” keu boleo ni. Ei bishesh khetre mul proshnota holo, prothombar shudhrey dewar uttor e “are charun charun osob bad din” boley seta upekkha kora ta nyajjo ki na.

  • @amin9974
    @amin9974 6 місяців тому

    অসাধারণ!

  • @pronabmisra3175
    @pronabmisra3175 6 місяців тому +5

    কোনোও জ্ঞানী (?) লোকের কী অজ্ঞান লোকের উচ্চারণে বিদ্রুপ করা উচিৎ? তাহলে কিসের জ্ঞানী! যদি বিদেশী কেউ রবীন্দ্রনাথ টেগোর বলে বা সত্যজিৎ রে বলে , তাঁকে কী বিদ্রুপ করবো?

    • @avsg2427
      @avsg2427 6 місяців тому +1

      Satyajit ray jodi apna ke bolen “dada asholey ota ray noy roy hobe..” are uttor e apni bollen “dhur osob ray roy charun to ek i byapar”. Tale ke kake bidrup korlo? Apni satyajit ray ke, na satyajit ray apnake?

    • @pronabmisra3175
      @pronabmisra3175 6 місяців тому

      @@avsg2427 প্রশ্নটাই বুঝলেন না, মাঝে লাফ দিয়ে পড়লেন l শব্দ স্থান ভেদে, শিক্ষা ভেদে বিভিন্ন ভাবে উচ্চারিত হয় l বাংলা ভাষা পুরুলিয়া, চট্টগ্রাম, সিলেট বা কোচবিহারে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হয় l তো আপনি শিক্ষিত বলে ওই এলাকার লোকেদের বিদ্রুপ করবেন নাকি?
      আর সত্যজিৎ রায় এই ব্যাপারে আপনার চেয়ে অনেক বেশী অভিজ্ঞ l

  • @krishnakolibasu8113
    @krishnakolibasu8113 6 місяців тому

    আমি ☺️ বুঝেছি । আপনি কি বলতে চেয়েছেন। কদিন আগের একটি প্রশ্নোত্তর পর্ব। কারুর নাম না করে, কি সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন। অসাধারণ আপনার প্রতিভা।

  • @udayshome1793
    @udayshome1793 6 місяців тому +14

    Du Bois নামটার দুটো উচ্চারণই হয়, ছেলেটি হয়তো French উচ্চারণটায় অভ্যস্ত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরও হয় আবার টেগোরও হয় ... in fact ফরাসিটাই বুৎপত্তিগত আসল উচ্চারণ |
    তাছাড়া চন্দ্রিল যেভাবে বলছে কথোপকোথনটা একদমই ওইভাবে হয়নি। পুরোটা শুনলেই বোঝা যাবে মহিলা founder of center for bhramin studies শুনেই কথার ঢং বদলে হেয় করতে শুরু করলেন, ছেলেটাও তাল দিয়ে গেলো ... অহংকার শিক্ষা ও অশিক্ষা দুটোরই হয় !

  • @parthasarathinath5892
    @parthasarathinath5892 6 місяців тому +1

    নামে কি যায় আসে! স্থান ভেদে একই ভাষায় উচ্চারণ ভিন্ন হয়েই থাকে। এমনকি এক স্থানের সাধারণ কথা স্থানভেদে গালও হয়ে যায়। সর্বোপরি 'ঠাকুর' কাদের সুবিধার জন্য বিনা আপত্তিতে 'Tagore' হয়ে যেতে পারেন!

  • @SachinDas-yj2wi
    @SachinDas-yj2wi 6 місяців тому +1

    Right❤

  • @burhansdream2348
    @burhansdream2348 6 місяців тому +10

    ভুল উচ্চারণ মানে কম জানা?? ভুল উচ্চারণ এর জন্য প্রশ্নটাই বাতিল। আমাদের ত্রিপুরা দাদারা ত উচ্চারণ করতেই পারে না ট করে, তাই বলে প্রশ্ন বাতিল। উচ্চারণ প্রশ্নের তুলনায় ছোটখাট ব্যপার ছিল।

    • @quixata
      @quixata 6 місяців тому

      ভুল উচ্চারণ এখানে বিষয় না। বিষয় হচ্ছে ভুল উচ্চারণ করা লোকটির গর্ব। লোকটি যদি উত্তর দিত যে তার উচ্চারণে ভুল আছে এবং সে চেষ্টা করবে এরপর থেকে ঠিকটা বলা, তাহলেই মিটে যেত।

    • @gchaudhury
      @gchaudhury 6 місяців тому +1

      ভুল উচ্চারণ মানে একটু কম জানা তো বটেই, সঠিকটা কেউ বলে দিলে সেটা মেনে নিলে বা শিখে নিলেই হয়।

  • @tukai1960
    @tukai1960 6 місяців тому

    খুব ভালো বক্তব্য!

  • @shampabanerjee3094
    @shampabanerjee3094 6 місяців тому +1

    Perfect example of making a mountain out of a molehill

  • @akhilbag2844
    @akhilbag2844 6 місяців тому +1

    এই মতটারই সন্ধানে ছিলাম , স্কুলগুলোতে যে ভাষায় কথা বলা হয় ভাবলে অবাক হতে হয়।ঠিক কথা ঠিক উচ্চারণ এর প্রতি আকর্ষণ তো নেইই , উল্টে নিজেদের ভুলগুলোকে ক্রেডিট হিসাবে দেখার এক অদ্ভুত মানসিকতা চোখে পড়ে।আমি কোন অঞ্চল বা কোন কমিউনিটি থেকে উঠে এসেছি সেটার থেকেও বড় কথা ঠিকটা শেখার প্রতি আমার আকর্ষণ আছে। শিক্ষার জায়গায় বিদ্যার জায়গায় এটাই তো কাম্য।টিচাররা যদি ভুল উচ্চারণ ( হতে পারে সেটা কোনো এক বিশেষ অঞ্চলের ভাষা বা dialect ) স্টুডেন্টরাও সেটা কপি করে। একদিকে আমাদের কাছ থেকে স্টুডেন্ট ভুল শিখছে , অপরদিকে আমরা যে কলেজ ইউনিভার্সিটির প্রোডাক্ট তার 'স্ট্যান্ডার্ডটাও' প্রকট করে তুলছি।

  • @manabbandhubera453
    @manabbandhubera453 5 місяців тому +1

    If you talk about any foreign language like English, French, or Spanish, most of the Indians would pronunciate wrongfully. Then, how would you react to the wrong accent or pronunciation ?

  • @babitabasuharmonica
    @babitabasuharmonica 6 місяців тому +3

    এখন সময় এসেছে পরের ছেলে পরমানন্দ/ যতো গোল্লায় যায় তত আনন্দ - এই প্রবচনে বিশ্বাস করা ।

    • @sarthak.roy013
      @sarthak.roy013 6 місяців тому

      Ei bisshash e bose thakle apnar nijer cheleo akdin gollay jabe.

  • @rudraarup
    @rudraarup 6 місяців тому +1

    খুব ভালো লাগলো

  • @JuiSaha-h3e
    @JuiSaha-h3e 16 днів тому

    আপনার ফ্যান আমি, আপনার বক্তব্যর

  • @ashimkumarsinha9193
    @ashimkumarsinha9193 6 місяців тому +2

    এধরণের ছোটখাট ভুল ধরিয়ে দিতে যাওয়াটাই অশোভন হয়েছে। এটা মোটেও একজন ভদ্রজনোচিত আচরণ হয়নি।
    স্বামীজির জীবনেও এধরনের একটি ঘটনা ঘটেছিল। কয়েকজন শাস্ত্রজ্ঞ পন্ডিত, ব্যাকরণের আলোচনায় স্বামীজির একটি সামান্য উচ্চারণ নিয়ে ব্যঙ্গ করেছিলেন।

    • @অন্যফেলুদা
      @অন্যফেলুদা 6 місяців тому

      Tar mane Trump er "Swaamyy Vive Ka Moon Doon" ta apnar kache kono boro byapar noy?

    • @subhashishalder7712
      @subhashishalder7712 6 місяців тому

      প্রশ্নটা হচ্ছে, গায়ত্রীর সমমানের অন্য যে কেউ হলেই কি এই কাণ্ড ঘটাতেন? বোধহয় না‌‌। তাহলে বিষয়টা নিতান্তই ব্যক্তিগত হয়ে গেল‌। মূল বিষয় থেকে কেউ সরে যেতে চাইলে, প্রশ্নকর্তার ইগোতে লাগতে পারে কি না চন্দ্রিল এদিকটাও ভাববেন। ক্লাসরুম আর সভাকক্ষ অনেক মাস্টারমশাইরাই এক করে ফেলেন।

  • @GoodSamaritan-ru9up
    @GoodSamaritan-ru9up 6 місяців тому +1

    এখন প্রশ্ন করলেই তো মাওবাদী বলে দেগে দেওয়া হয়। তাহলে প্রশ্ন করবো কি করে?🤔🤔🤔

  • @dipanjanbiswas6580
    @dipanjanbiswas6580 6 місяців тому

    Outstanding 🙏

  • @withsushobhan6295
    @withsushobhan6295 6 місяців тому

    দারুন বিশ্লেষণ ❤

  • @abmvlog9524
    @abmvlog9524 6 місяців тому +1

    Khub sundor explanation 😊

  • @UjjwalBanerjee1507
    @UjjwalBanerjee1507 6 місяців тому +2

    I watched the video and I felt Gayatri ma'am was surprised in a negative way when the guy told about his association with Brahminic study center, that was her point of rupture. I guess she made the pronunciation a point to show this guy his place because she perceived him to be a upper cast mentality person. Now irony is that this guy is actually a so called Dalit, so in my understanding it's a case of mistaken identiry and he was caught in friendly fire. I was personally bit on the side of questioner and I supported the position that pronunciation of a proper name is trivial but Chandril babu has beautifully raised other side of the equation and now my opinion about the situation is not so unequivocal.

  • @paulsperiphery772
    @paulsperiphery772 6 місяців тому

    ঘটনাটা জানার পরেই আপনার কথা মনে পড়েছিল। ভাবছিলাম, এটা নিয়ে আপনি কিছু বলবেন কি না। খুব স্পষ্ট ভাবেই বললেন।

  • @joybasu3791
    @joybasu3791 6 місяців тому

    একটা গল্প লিখব।
    "বাগনানে বার্গম্যান"...

  • @tintin-rk7yf
    @tintin-rk7yf 6 місяців тому

    I agree with you.

  • @SachinDas-yj2wi
    @SachinDas-yj2wi 6 місяців тому

    Bhul thakei nije kk amon bhabe prepared korte hobe abar jate aki vul 2 bar na hoy. Etai Actually Sikkhha. ❤

  • @mintusaren895
    @mintusaren895 4 місяці тому

    Amantran achhe ,aa laximi

  • @mzncjdkslakpd
    @mzncjdkslakpd Місяць тому

    The issue was whether to pronounce Dubois as Dubwa (Fr) or Duboys (as Dubois pronounced it). Gayatri corrected the pronunciation but she did so in a calculatedly offensive way

  • @saikatsengupta1849
    @saikatsengupta1849 6 місяців тому

    আপনার কথা শুনে পুরো ব্যাপারে জানতে ত পারলাম না, তাই এটা কুচুটে পনা ছাড়া আর কিছু নয়।

  • @ranzan001
    @ranzan001 6 місяців тому

    পরিস্থিতি অনুযায়ী একটা প্রবাদও বদলে যেতে পারে। যে ভাগ্নের মামা নেই, সে বলে নাই মামার চেয়ে কানা মামাই ভালো। আর যে ভাগ্নির মামা বদমাশ, সে বলে কানা মামার চেয়ে নাই মামাই ভালো।
    যেমন, "রাজনীতি" শব্দের অর্থ পরিস্থিতি অনুযায়ী বদলে গেল, আগে ছিল ' নীতির রাজা' এখন হয়েছে ' রাজার নীতি '
    #নরেন্দ্র_রকে_রকবাজ_নরেন্দ্র

  • @Bookisque
    @Bookisque 6 місяців тому

    ওনাদের মধ্যেকার কথপোকথন দেখে, মনে হয়েছিল স্পিভাক হেয় করেছিলেন প্রশ্নকর্তাকে। অন্য প্রসঙ্গে বলি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ওনার ভয়ানক শক্ত এবং প্রায় unaccessible ভাষায় লেখা প্রবন্ধে জিজ্ঞেস করেন, "ক্যান দ সাবঅল্টার্ন স্পিক?" - এর উত্তর হওয়া উচিত, "আনলেস দে নো হোয়াট দে আর বিং আস্কড, নো।"

  • @sommukhopadhyay4966
    @sommukhopadhyay4966 6 місяців тому

    উচ্চারণের অন্য তফাৎ থাকতেই পারে, কিন্তু বিষয় সম্বন্ধে তার গভীরতা কতটা আছে এটাই আগে মাপা দরকার, উচ্চারণ নয়।

  • @rajatxz
    @rajatxz 6 місяців тому +3

    এত সুন্দর ব্যাখ্যা

  • @M_O_N_T_A_N_A
    @M_O_N_T_A_N_A 6 місяців тому

    সঠিকের প্রতি আগ্রহ রাখা শিক্ষক ও শিক্ষার্থীর প্রথম ও প্রধানতম কর্তব্য তবে জ্ঞান বা গরিমার অহমিকায় অন্ধ হয়ে কোনো অপেক্ষাকৃত কম জ্ঞানী ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করাটাও কখনোই গ্রহণযোগ্য, প্রশংসনীয় বা সমর্থনযোগ্য হতে পারে না ।

  • @ashimasengupta311
    @ashimasengupta311 6 місяців тому +2

    একদম ঠিক বলেছেন

  • @samirkumarroy9854
    @samirkumarroy9854 6 місяців тому

    Sundar .

  • @Therhythmsnap
    @Therhythmsnap 6 місяців тому

    Please ekta global warming niye ekta video korun . Shunchi naki manusher beche thakte ar 2 bochor .

  • @asatrader.2387
    @asatrader.2387 6 місяців тому +1

    এনি মূল বক্তব্য থেকে বেরিয়ে যায়, সোজা কথা বেশি পেঁচিয়ে ফেলে।

  • @ekamsat429
    @ekamsat429 6 місяців тому

    A complex issue that involves the complicated idea of authority, in this case over pronunciation.
    A university in Calcutta used to unsolicitedly edit the spellings of people's family names on their awarded certificates.

  • @JayantaKumarAikat
    @JayantaKumarAikat 6 місяців тому

    You have in the discourse crystallized the essence of present day democracy in India.....it may be explained as the tyranny of mediocrity.....or the deification of the inane and the mundane

  • @tridibmaity1729
    @tridibmaity1729 6 місяців тому +3

    Todays reality......rich, poor, lower upper class, genders, minority.....theses are all are victim cards...🤣🤣🤣

  • @Saptsindhu-h2u
    @Saptsindhu-h2u 6 місяців тому +1

    Name is proper noun and can be pronounced in different ways so Gayatri can be pronounced Goyotri Gatri ghatri or ghater mora

  • @nitaijana3657
    @nitaijana3657 6 місяців тому +7

    আপনি "দলিৎ" উচ্চারণ করছেন কেন? বিদ্যাসাগর বর্ণপরিচয়ে ত এবং ৎ এর পার্থক্য নির্ণয় করেছেন। সেই সূত্রে হবে, দলিত(অ)।

    • @tanushreesingh7463
      @tanushreesingh7463 6 місяців тому +3

      Accha sir Amar ekta prashno ache, banglay joto ' ত ' er word ache, sobetei ki ' অ ' ujhyo thake?

  • @monojdas-gupta5918
    @monojdas-gupta5918 6 місяців тому +4

    Both sides are exhibiting our national characteristic ie intolerance.As a nation we are perennially on short fuse.Beyond that any minutae is simply besides point. Hubris is the common factor between two protagonists.

  • @abhipsachatterjee9825
    @abhipsachatterjee9825 6 місяців тому

    শুধু সাবঅল্টারণ দলিত নয় অন্যদেরও সাহায্য করা উচিত। কারণ তথাকথিত উচ্চ বর্ণের মধ্যেই অনেকেই বঞ্চিত আছেন

  • @tanusripatra8300
    @tanusripatra8300 6 місяців тому +2

    Akebare thik bolechen

  • @commonman4964
    @commonman4964 6 місяців тому +2

    হাতের কাছেই উদাহরণ: ঠাকুর=Tagore.
    কোনও ইংরেজিতে আলোচনা সভায় একজন বাঙালি কোনটা বলবেন?

  • @anupamkayal1576
    @anupamkayal1576 6 місяців тому

    Satti onekhhon beparta seriously sunchilam.. Kintu Rabindranath Kathure sonar por theke hesei cholechi..

  • @mbanerjee436
    @mbanerjee436 6 місяців тому +1

    দুঃখ প্রকাশ করলেই তো ঝামেলা মিটে যেত। তাই ঔদ্ধত্যটা কার?

  • @lutfurrahaman4315
    @lutfurrahaman4315 6 місяців тому

    চট জলদি একটা পক্ষ নিয়ে নেবার মধ্যে কোনো মহত্ব নেই। সদিচ্ছা থাকলে একটা বিষয়কে যে একাধিক পরিপ্রেক্ষিত ও দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা যায় তার এত সুন্দর দৃষ্টান্ত বোধহয় সচরাচর দেখা যায় না। চন্দ্রিল বাবুর এই শিক্ষায় আরো একটু ঋদ্ধ হলাম সন্দেহ নেই।

  • @Brutus-j7n
    @Brutus-j7n 6 місяців тому +1

    In case of a proper noun, it is extremely difficult to determine what is exactly the "correct" pronunciation. An Englishman may pronounce a name in the English way, a Frenchman will pronounce it in the French way. Similarly, a Bengali guy may pronounce it in a different way. Bois is not a typical English name. Incidentally, changing "Thakur" to "Kathure" is changing the name itself, not the pronunciation.

  • @tapomoy1
    @tapomoy1 6 місяців тому +3

    Does the western academic stalwarts pay such careful attention towards the pronunciation of difficult subcontinental and/or African proper-nowns ? Can they really pronounce our names correctly? Where did distortions like Banerjee.. Chatterjee ..Tagore .. appear ? Mispronouncing names of people from other cultures seems to be a free license given to the west ..Why should a post-colonial subject be apologetic about mispronouncing a "foreign" name?

  • @haranathdolai3561
    @haranathdolai3561 6 місяців тому +1

    শব্দ = ব্রহ্ম

  • @shaiksahinakhtar7783
    @shaiksahinakhtar7783 6 місяців тому

    ছোটবেলায় এক সহপাঠী যখন অঙ্ক মুখস্ত করছিল, তখন সে পড়ছিল “দ্য জাইভেন চোর্ড অফ এ কির্কল l” অর্থাৎ “The given chord of a circle” l উচ্চারণ টা ঠিক করে দেওয়াতে সে বলেছিল ওটা আমার দোষ নয় l ইংরেজি তে উচ্চারণ এর ব্যবস্থা টা ঠিক বাংলার মতন স্পষ্ট নয় l কথাটা হয়তো একদিক দিয়ে ঠিক কিন্তু সমস্যা টা অন্য l এটা ঠিক অহংকার এর থেকে বেশি human psycholpgy বলা যেতে পারে l lack of acceptance, grandeocity ও আঁতলামি মিলিয়ে এক ধরনের charecteristic mixture l যেটা বাঙালি দের মধ্যে ভীষন প্রচলিত l এটা থেকে বিরত থাকতে গেলে অত্যন্ত নম্র, শিক্ষিত ও cultured হওয়ার প্রয়োজন l

  • @whoamI_328
    @whoamI_328 6 місяців тому

    Angrez ra ki amader name gulo thik pronounce kore?
    Also the speaker should have accepted his fault

  • @mintusaren895
    @mintusaren895 6 місяців тому

    Amar sim 8 ,9bachar dhare hacked hochhe janina keno.
    Never been in polititics.

  • @eesitagos1761
    @eesitagos1761 6 місяців тому

    জায়গাটা JNU বলেই.....কফি শপ বা এয়ারপোর্ট হলে নিশ্চয়ই প্রশ্নটাই শোনা হত।স্থান মাহাত্ম্যের ব্যাপার রয়েছে। বিদেশীরা ভারতীয় নামের উচ্চারণ তাঁদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় কিভাবে করেন? এখানে অশিক্ষার অহংকার যেমন রয়েছে, তেমনি রয়েছে আমিত্বের অহংকার.... বিরাটভাবে।

  • @globalinfocom6351
    @globalinfocom6351 6 місяців тому +1

    আসল উদ্দেশ্য কি প্রশ্ন টা কেই অবজ্ঞা করা কারণ তিনি উত্তর টাই জানেন না

  • @dilly-2-philly841
    @dilly-2-philly841 6 місяців тому

    It would not be a stretch to imagine that Dr. Spivak has had countless westerners (mis) pronounce her own name (including her esteemed colleagues at Columbia U). Arguably, she has had to correct them as well.....

  • @roypratap4554
    @roypratap4554 4 місяці тому

    প্রবাসীরা ওখানে রানুর মা চামেলির মা কৃষ্ণার মাকে পরিচারিকা পায়না এই দুঃখে আপনার সঙ্গে আমিও দুঃখিত এর থেকে আরো মর্মাহত এবং দুঃখিত আপনি বাংলার জনসাধারণের পাশে আপনাকে দেখা যাচ্ছে না বলে

  • @arjyaloganpaul5632
    @arjyaloganpaul5632 4 місяці тому

    Ekshow bar.
    Ktha - batra jey bole, tar shongey ami 'ktha - batra' te jorrayina.

  • @SachinDas-yj2wi
    @SachinDas-yj2wi 6 місяців тому

    Asikkhar ahankar. 😮

  • @amartyaguha3686
    @amartyaguha3686 6 місяців тому

    "Aanpar loker gorbo"... eta ki thik holo?
    Amio benglish a likhchi

  • @mmzaahid
    @mmzaahid 6 місяців тому

    উভয়পক্ষের দোষ আছে। অবশ্যই বেশি দোষ প্রশ্নকর্তার। কিন্তু আমি প্রশ্নকর্তার প্রতি আশাবাদি নই। আমি আশাবাদি উত্তরদাতার প্রতি। কারণ তিনি সেই যোগ্যতা অর্জন করেছেন। করেছেন বলেই তাকে উত্তরদাতার আসনে বসানো হয়েছে। ফলে তার থেকে বেশি পাওয়া কিংবা ভালো ব্যবহার পাওয়ার আশা আমার বেশি থাকবে। (edited)

    • @bidrumkanapall7594
      @bidrumkanapall7594 6 місяців тому +1

      প্রশ্নদাতা বলে কিছুই নেই। ওটা উত্তরদাতা হবে।

  • @ranjitghosh8252
    @ranjitghosh8252 6 місяців тому

    বিষয় বস্তু থেকে ইংরেজির দক্ষতা বেশি হলে যা হয় তাই হয়েছে।

  • @samirendracharanghosh9820
    @samirendracharanghosh9820 6 місяців тому

    তুমিও ভালো আমিও ভালো পাউরুটি আর ঝোলা গুড় !

  • @ashischandra8977
    @ashischandra8977 6 місяців тому

    ❤❤❤

  • @krishnendusengupta6114
    @krishnendusengupta6114 6 місяців тому

    Burbak hona koi saram ki baat nahi hain; Burbak hone par garv karna, i saram ki baat hain. - Laapataa Ladies