সফল মুমিনের ৭টি বৈশিষ্ট্য মিলিয়ে দেখুন আপনার মধ্যে আছে কিনা || Allama Mozammel Haque New Tafsir

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • সূরা মু’মিনুন-এর ধারাবাহিক তাফসীর, পর্ব-১, আয়াত : ১-২২ || Sura Muminun Tafsir || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক বরিশাল || Tahjib Center
    سورة المؤمنون
    সুরা মু’মিনুন
    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
    মুমিনগণ সফলকাম হয়ে গেছে, [সুরা মু’মিনুন - ২৩:১]
    الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
    যারা নিজেদের নামাযে বিনয়-নম্র; [সুরা মু’মিনুন - ২৩:২]
    وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
    যারা অনর্থক কথা-বার্তায ় নির্লিপ্ত, [সুরা মু’মিনুন - ২৩:৩]
    وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
    যারা যাকাত দান করে থাকে [সুরা মু’মিনুন - ২৩:৪]
    وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
    এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। [সুরা মু’মিনুন - ২৩:৫]
    إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
    তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। [সুরা মু’মিনুন - ২৩:৬]
    فَمَنِ ابْتَغَى وَرَاء ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْعَادُونَ
    অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। [সুরা মু’মিনুন - ২৩:৭]
    وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
    এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে। [সুরা মু’মিনুন - ২৩:৮]
    وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
    এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে। [সুরা মু’মিনুন - ২৩:৯]
    أُوْلَئِكَ هُمُ الْوَارِثُونَ
    তারাই উত্তরাধিকার লাভ করবে। [সুরা মু’মিনুন - ২৩:১০]
    الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
    তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে। [সুরা মু’মিনুন - ২৩:১১]
    وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
    আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। [সুরা মু’মিনুন - ২৩:১২]
    ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ
    অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। [সুরা মু’মিনুন - ২৩:১৩]
    ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
    এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। [সুরা মু’মিনুন - ২৩:১৪]
    ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ
    এরপর তোমরা মৃত্যুবরণ করবে [সুরা মু’মিনুন - ২৩:১৫]
    ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ
    অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। [সুরা মু’মিনুন - ২৩:১৬]
    وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ
    আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই। [সুরা মু’মিনুন - ২৩:১৭]
    وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ
    আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম। [সুরা মু’মিনুন - ২৩:১৮]
    فَأَنشَأْنَا لَكُم بِهِ جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ لَّكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ
    অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাক। [সুরা মু’মিনুন - ২৩:১৯]
    وَشَجَرَةً تَخْرُجُ مِن طُورِ سَيْنَاء تَنبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْآكِلِينَ
    এবং ঐ বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্যে তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে। [সুরা মু’মিনুন - ২৩:২০]
    وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُّسقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ
    এবং তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্যে তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে ভক্ষণ কর। [সুরা মু’মিনুন - ২৩:২১]
    وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ
    তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক। [সুরা মু’মিনুন - ২৩:২২]
    #TahjibCenterMozammelHaque
    Stay tuned by subscribing to our channel to hear more new waz mahfil, tafsir mahfil, hamd-naat / islamic music and recitation of Holy Quran.
    🔊 Tahjib Center is an Islamic mass media. Here the publications of the best Islamic scholars of the country are regularly produced and disseminated. Subscribe to our channel to listen to new waz mahfil / tafsir mahfil, hamd-naat / islamic music, Quran recitation and encourage everyone to spread the religion by liking, commenting and sharing.
    ✔ Speaker : Allama Mozammel Haque
    © Production & Label : Tahjib Center

КОМЕНТАРІ • 418