অর্থ পাচারকারী রাষ্ট্রীয় সম্পদ চোরদের জন্য রয়েছে আল্লাহর ভয়াবহ শাস্তি | Sheikh Dr. Abu Bakar Zakaria

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 12

  • @mokaddasali7442
    @mokaddasali7442 21 день тому +1

    Most important lecture delivered by shyekh D. Abu Bakar Muhammad Zakaria with Quran & Shahi Sunnah.❤

  • @MdHasan-ix5jk
    @MdHasan-ix5jk 22 дні тому +1

    ❤ jajakallahu Khairan

  • @KRKSHOHAG999
    @KRKSHOHAG999 20 днів тому

    দারুন লাগলো,,,অস্ত্র কেটে ফেলছে,,,,,৷

  • @yusufthebest2
    @yusufthebest2 21 день тому

    Bhai business kor but take all the money and send it to overseas is haram. Ora desh ke Bhalo bashe na jara taka pachar kore.. AL and BNP both convicted for this crime.

  • @MDSaif-tx6pi
    @MDSaif-tx6pi 22 дні тому +1

    দুইদিন আগেও তাদের পক্ষে চামচামি করছো আর এখন চইলা গেছে সেজন্য তাদের বিরুদ্ধে ফতোয়া দাও

    • @bayezidtalukdar
      @bayezidtalukdar 21 день тому


      আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
      তিনি বলেন, একবার ‘আলী (রাঃ) ইয়ামান থেকে কিছু অপরিশোধিত স্বর্ণ অরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে পাঠালেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা চার ব্যক্তি যথা- (১) আক্বরা’ ইবনু হাসিব আল হানযালী, (২) ‘উয়াইনাহ্ ইবনু বাদ্র আল ফাযারী, (৩) ‘আলক্বামাহ্ ইবনু ‘উলাসাহ্ আল ‘আমিরী ও (৪) বানী কিলার গোত্রীয় এক ব্যক্তির মধ্যে বন্টন করলেন এবং এরপর তায়ী গোত্রীয় যায়দ আল খায়র ও বানী নাব্হান গোত্রের এক ব্যক্তিতে এ থেকে দান করলেন। এতে কুরায়শ গোত্রের লোকেরা ক্ষেপে গিয়ে বললেন, “আপনি কেবল নাজ্দের নেতৃস্থানীয় লোকদের দান করেছেন আর আমাদের বাদ দিচ্ছেন, এটা কেমন ব্যাপার?” এ কথা শুনে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি তাদের শুধু চিত্তাকর্ষণ অর্থাৎ তাদের অন্তরে ইসলামের প্রতি ভালবাসা ও অনুরাগ সৃষ্টির জন্য দিচ্ছি। এমন সময় ঘন দাড়ি, স্ফীত গাল, গর্তে ঢোকা চোখ, উঁচু ললাট ও নেড়া মাথা বিশিষ্ট এক ব্যক্তি এসে বললঃ হে মুহাম্মাদ! আল্লাহকে ভয় কর। তখন রসূউল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমিই যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে কে তাঁর অনুগত হবে? আল্লাহ আমাকে দুনিয়াবাসীদের জন্য আমানাতদার হিসেবে পাঠিয়েছেন আর তুমি আমাকে আমানাতদার মনে করছো না। এরপর লোকটি ফিরে চলে গেল। উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি তাকে হত্যা করার অনুমতি চাইল। লোকদের ধারণা, হত্যার অনুমতি প্রার্থী ছিলেন খালিদ ইবনু ওয়ালীদ। অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এর মূলে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা কুরআন পাঠ করে অথচ তাদের এ পাঠ কন্ঠনালী অতিক্রম করে না (অর্থাৎ হৃদয়ে আবেদন সৃষ্টি করে না)। এরা ইসলামের অনুসারীদের হত্যা করে এবং মূর্তিপূজারীদের ছেড়ে দেয়। তীর যেভাবে শিকার ভেদ করে বেরিয়ে যায় তারাও অনুরূপভাবে ইসলাম থেকে বেরিয়ে যায়। যদি আমি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে এমনভাবে হত্যা করতাম যেভাবে ‘আদ সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে (অর্থাৎ সমূলে নিপাত করতাম)। (ই.ফা. ২৩১৯, ই.সে. ২৩২০)
      সহিহ মুসলিম, হাদিস নং ২৩৪১
      হাদিসের মান: সহিহ হাদিস
      সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

    • @nazmulhasan8780
      @nazmulhasan8780 21 день тому +3

      ভাই কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন?

    • @mddulal8942
      @mddulal8942 21 день тому

      ভাই এই লোক মোসাদের এজেন্ট

    • @MASUMBINZAFAR000
      @MASUMBINZAFAR000 21 день тому

      আর তোমার মা ছিল মোসাদের রক্ষিতা​@@mddulal8942

    • @mokaddasali7442
      @mokaddasali7442 21 день тому +2

      কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে অযথা পাপ কামাই থেকে বিরত থাকা উচিত। কারণ এই মিথ্যা অপবাদ একদিন নিজের জন্যই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।