এই বোটের ক্যাপাসিটি ২১ জন। রুম প্রতি ৩ জন হলে ৮৫০০ এর কাছাকাছি পরে জনপ্রতি, আবার কর্মদিবসে হলে ৭৭০০ এর মতো পরে জনপ্রতি। পুরো ভিডিও দেখে তাই বুঝলাম। ফুড, ইন্টেরিয়র, ফিচার এগুলো মিলিয়ে হাওরের প্রেক্ষাপটে প্রাইস যুক্তিযুক্ত মনে হয়েছে আমার কাছে।
বাংলাদেশে এটাই সমস্যা। সবকিছুইতে দাম বেশী করে বেশী প্রফিট করবে। কিন্তু কেরালায় ঠিকই কম খরচে হাউজবোটে ভ্রমন করা যায়। আর ইনি এমনভাবে বলছেন, ২১০০০ টাকা খুবই কম নিচ্ছেন তার সার্ভিসের তুলনায়। ভালই বাটপারী ব্যবসা
বিলাসবহুল কিছু সব ট্যুরিস্ট স্পটেই থাকা লাগে মনেকরি। হাওরে নরমাল বা বাজেট ফ্রেন্ডলি হাইজবোট অলরেডি আছে ৭০ টারও বেশি। এই বোট টা যারা এক্সট্রিম লাক্সারি চায়, তাদের জন্য।
আপনার ভিডিওটা কিছুদিন আগে দেখলে অবশ্যই জলের গানে ট্যুর করতাম। ITA Express এ ট্যুর করলাম, কিন্তু এরকম খাওয়া দাওয়া মিস করেছি। ওরা এই যায়গায় সার্ভিস খারাপ দিয়ে দিয়ে প্রফিট বেশি করেছে, যেটা লং রানে ব্যবসায়ের জন্য ভালো না। আশা করব জলের গান কতৃর্পক্ষ তাদের এই সার্ভিস সবার জন্য নিচ্শিত করবে। কনটেন্ট ক্রিয়েটর আর আম পাবলিক সবাই যেন সমান সার্ভিস পায় ।
সম্পূর্ন একমত আপনার সাথে । তারা ভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের রিভিও দেখে মানুষ পাগল হয়ে তাদের ফাঁদে পা দিবে ! কিছুদিন দেয়ও কিন্তু আস্তে আস্তে পরিসেবা গুলো যখন খারাপ হতে থাকে তখন আম পাবলিকের মন্তব্য গুলো মানুষ দেখে এবং বিবেচনা করে । তখন তাদের সর্বপরি সকল কূল হারায় । আসলে মানুষ কে যা দেখানো হচ্ছে তা দিতে হবে তা কিছুটা মুনাফা কম হলেও । কিন্তু বেশী মুনাফার লোভ দেশের পর্যটনকে হুমকির মধ্যে ফেলছে ।
Amar Mote Thik E ase Normal Boat A avarage a 3500tk cost ashe but ora Shob jaigai boat a nia jai na ar boat a thakao Onak Kosto Khabar er man Kharap Kono Comfort nai Atai Best amar mote
৩৫০০ সম্ভবত ট্রেডিশনাল বোট গুলোতে। হাউজবোটে মিনিমাম সম্ভবত ৬ এর মত পরে যায়। (ওপেন লবি)। আলাদা কেবিনে আরও বেশি, এটাচ বাথরুম সহ আরও বেশি। লাক্সারি রুম হলে আরও বেশি। এভাবে বাড়তে থাকে খরচ টা...
ONK Beshe....eta knew vabe tourisom er jonno suvokor na nij deysehe jodi eto khoroh hoi taholy er theke bedesh gura arw valo....Amra eto taka khoroch kora deykhi jar karony knw bedeshe tourist sohojy asty chi na.....
আসসালামু আলাইকুম, লাবিব ভাই কেমন আছেন ? ভাই একটা পরামর্শ চাচ্ছিলাম, আগামী জুন মাসের ১৯,২০ তারিখ জলের গানে বুকিং দিতে চাচ্ছিলাম, সে সময় গরম কেমন থাকে, রাতের বেলা গরম কি বেশী লাগে যদি মেহেরবানি করে জানাতেন তাহলে উপকৃত হতাম
ওয়ালাইকুম আস সালাম, ভাই আমাদের দেশে রোদ গরম বৃষ্টির তো কোন গ্যারান্টি নাই। তবে কোরবানি ঈদের আগেই হাওর সিজন চালু হয়ে যাবে, ঈদের সময় থেকে পুরা দমে চলবে বলে মনে করি।
Labib bhai amar life er prothom you tube vlog dekha suru ba video vlog somporke jana apnar video die ba video dekhar maddome bhai apni eto kom video den keno majkhane koek bochor to vlog e den nai bhai r o vlog chai
২১ হাজার টাকা হিসাবে এদের খাবার,,কেবিনের মান, সাভিস খুবই,, ভালো সন্দেহ নেই,, অনেক গুলো মানুষ দিয়ে, ভাল সেফ দিয়ে,জেনেরেটর দিয়ে,,উনাদের ও লাভ করতে হবে,,সেই হিসাবে,,২১ হাজার টাকা বলা চলে very good deal 👌
ভাই , বোটটা দেখে ভালো লাগছে ।
বোট টা ভালো লাগার মতই। সবকিছুই এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে।
অনেকটাই ব্যতিক্রমী অ বিলাসবহুল হাউসবোট, অসাধারন হাওড় ভ্রমন অভিজ্ঞতা! শুভকামনা জানাই জলের গানের টিম কে
ধন্যবাদ ❤️
সেবার তুলনায় খচর তেমন বেশি হয় নাই । সবকিছুর মাই নই মোটামুটি ভালো । হাউজবোটের পরিবেশটা অনেক সুন্দর ।
সেবা আসলে যতই দিক, বাজেট ট্যুরিস্ট হিসেবে আমরা আরও কমের মধ্যেই চাই!
মাত্র ৫৫ সেকেন্ড দেখলাম। ইন্ট্রোটা অসাধারণ হয়েছে লাবিব ভাই।
যদিও পুরো ভিডিও দেখিনি, তবে ২১ হাজার টাকা কিন্তু ম্যালা...!
এই বোটের ক্যাপাসিটি ২১ জন। রুম প্রতি ৩ জন হলে ৮৫০০ এর কাছাকাছি পরে জনপ্রতি, আবার কর্মদিবসে হলে ৭৭০০ এর মতো পরে জনপ্রতি। পুরো ভিডিও দেখে তাই বুঝলাম। ফুড, ইন্টেরিয়র, ফিচার এগুলো মিলিয়ে হাওরের প্রেক্ষাপটে প্রাইস যুক্তিযুক্ত মনে হয়েছে আমার কাছে।
থেঙ্কিউ সায়েম ভাই। এবার কিন্তু ডাবল স্ক্রিন এড করিনি। আর ম্যালাদিন পর ভ্লগ করার ট্রাই করছিলাম।
খাবার কি ২১০০০/-মধ্যেই?
বাংলাদেশে এটাই সমস্যা। সবকিছুইতে দাম বেশী করে বেশী প্রফিট করবে। কিন্তু কেরালায় ঠিকই কম খরচে হাউজবোটে ভ্রমন করা যায়। আর ইনি এমনভাবে বলছেন, ২১০০০ টাকা খুবই কম নিচ্ছেন তার সার্ভিসের তুলনায়। ভালই বাটপারী ব্যবসা
মাত্র ৩ মাসের সিজন। ডিমান্ড বেশি তাই দাম ও বেশি। সামনে বোট বাড়লে হয়তো দাম কমবে। কিন্তু হাইপ থাকাকালীন কিছুই করার নাই আসলে
বাংলাদেশ এর সব টুরিজম এই কারনে ধংসের মুখে ।যেই জায়গায় যাবেন সেই জায়গায় সমস্যা
এক রাত্রি ২০ হাজার টাকা ?মানুষ কেনো কেরালায় হাউসবোটের স্বপ্ন দেখে থাকেন বলুন ,সত্যি লংরানে বেবসার স্ট্রেটেজি শিখতে আমাদের আরো সময় লাগবে
হাইসবোট ট্রেডিশন টা বাংলাদেশে একদমই নতুন। অনেকটা এক্সপেরিমেন্টাল ও বলা যায়। একটা মার্জিনে আসতে আরও বেশ কয়েক বছর সময় লাগবে মনেকরি।
আমার মতে এত বিলাসবহুল না হলেও চলে। কারণ আমরা তো যাবো হাওরের সৌন্দর্য উপভোগ করতে।
বিলাসবহুল কিছু সব ট্যুরিস্ট স্পটেই থাকা লাগে মনেকরি। হাওরে নরমাল বা বাজেট ফ্রেন্ডলি হাইজবোট অলরেডি আছে ৭০ টারও বেশি। এই বোট টা যারা এক্সট্রিম লাক্সারি চায়, তাদের জন্য।
আপনার ভিডিওটা কিছুদিন আগে দেখলে অবশ্যই জলের গানে ট্যুর করতাম। ITA Express এ ট্যুর করলাম, কিন্তু এরকম খাওয়া দাওয়া মিস করেছি। ওরা এই যায়গায় সার্ভিস খারাপ দিয়ে দিয়ে প্রফিট বেশি করেছে, যেটা লং রানে ব্যবসায়ের জন্য ভালো না।
আশা করব জলের গান কতৃর্পক্ষ তাদের এই সার্ভিস সবার জন্য নিচ্শিত করবে। কনটেন্ট ক্রিয়েটর আর আম পাবলিক সবাই যেন সমান সার্ভিস পায় ।
সম্পূর্ন একমত আপনার সাথে । তারা ভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের রিভিও দেখে মানুষ পাগল হয়ে তাদের ফাঁদে পা দিবে ! কিছুদিন দেয়ও কিন্তু আস্তে আস্তে পরিসেবা গুলো যখন খারাপ হতে থাকে তখন আম পাবলিকের মন্তব্য গুলো মানুষ দেখে এবং বিবেচনা করে । তখন তাদের সর্বপরি সকল কূল হারায় ।
আসলে মানুষ কে যা দেখানো হচ্ছে তা দিতে হবে তা কিছুটা মুনাফা কম হলেও । কিন্তু বেশী মুনাফার লোভ দেশের পর্যটনকে হুমকির মধ্যে ফেলছে ।
খাবার, থাকার প্লেস
লম্বা সময়ের পানিবন্দী ট্যুরে, ১টায় সমস্যা হলেই ট্যুর মাটি
বোটের সিলিং ডিজাইন ও লাইটিং দারুন।
মনে হয় ট্রাভেল কম,বোট প্রমোশন ভ্লগ বেশী।
কথা সত্য।
@@LabibIttihadul Ha ha ha
আপনার বেস্ট ফ্রেন্ড আমি।।
অনেক সুন্দর একটি ভিডিও দেখলাম। আপনার জন্য শুভকামনা রইল
শুকরিয়া
বোটটা খুবই সুন্দর
খরচ টা আর একটু কম হলে ভালো হয়। ২ জনের জন্য ১৪০০০
১৪ হাজারেও অনেক বোট আছে ও পাওয়া যায়। তবে জলের গান এটা এবারের হাওরের ফাইভ স্টার বলতে পারেন।
Amar Mote Thik E ase Normal Boat A avarage a 3500tk cost ashe but ora Shob jaigai boat a nia jai na ar boat a thakao Onak Kosto Khabar er man Kharap Kono Comfort nai Atai Best amar mote
৩৫০০ সম্ভবত ট্রেডিশনাল বোট গুলোতে। হাউজবোটে মিনিমাম সম্ভবত ৬ এর মত পরে যায়। (ওপেন লবি)। আলাদা কেবিনে আরও বেশি, এটাচ বাথরুম সহ আরও বেশি। লাক্সারি রুম হলে আরও বেশি। এভাবে বাড়তে থাকে খরচ টা...
Vlo experience silo apnar sathe and joler gaan er sathe❤❤
ধন্যবাদ ভাইয়া
গানের গলা অসম ছিলো খুব ভালো হয়েছে
হ্যা, বন্ধু আসিফ ভালো গান গায়
ভিডিও টা অনেক দারুন ছিলো
ধন্যবাদ
Vai ...Alhamdulillah new vlog dekhe valo lagse
ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন
Excellent presentation and so enjoyable video.... facilities are desireable....
Glad you enjoyed it!
লাবিব ভাই, আসসালামু আলাইকুম। মিড অফ অগাস্ট হাওর ট্যুরের জন্যে কি উপযুক্ত?
যথাসম্ভব সেপ্টেম্বরের ১ম সপ্তাহ বা মাঝামাঝি পর্যন্ত চলবে হাওর ট্যুরিজম। ১০০% তো শিওর বলা যায় না, আইডি করা হচ্ছে এমন।
ভাইরে আমি কবে বড়লোক্স হইয়াম, আমার খুব ইচ্ছে করতেছে ঘুরতে, টাকা থাকলে ঠিকই যাইতাম
বোটটি দেখতে খুবই সুন্দর, থাকা খাওয়া ও সার্ভিস হিসেবে ৩ জনের জন্যে খারাপ হয় না। খাবার এর মান কি রকম ?
অতিরিক্ত খাওয়ায়। মাত্রাতিরিক্ত
ONK Beshe....eta knew vabe tourisom er jonno suvokor na nij deysehe jodi eto khoroh hoi taholy er theke bedesh gura arw valo....Amra eto taka khoroch kora deykhi jar karony knw bedeshe tourist sohojy asty chi na.....
আরও অনেক কম বাজেটের হাউজবোট ও আছে হাওরে। আজকে আশাকরি একটা ভিডিও আসলে হাওর গাইডলাইন নিয়ে
Apnr subscriber dekhe ami kosto paisi. apnr half doshok pore eseo. oneke million er ghore chole gese. ami apnr vdo dekhtam. Amr dekha prothom Travel vloger silen apni.
প্রাইম টাইমে ছেড়ে দেয়াড় ফলাফল। কিছু করার নাই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন
অপেক্ষায় রইলাম ভাই ❤
চমৎকার নৌকা ভ্রমন
ধন্যবাদ
আসসালামু আলাইকুম, লাবিব ভাই কেমন আছেন ? ভাই একটা পরামর্শ চাচ্ছিলাম, আগামী জুন মাসের ১৯,২০ তারিখ জলের গানে বুকিং দিতে চাচ্ছিলাম, সে সময় গরম কেমন থাকে, রাতের বেলা গরম কি বেশী লাগে যদি মেহেরবানি করে জানাতেন তাহলে উপকৃত হতাম
ওয়ালাইকুম আস সালাম, ভাই আমাদের দেশে রোদ গরম বৃষ্টির তো কোন গ্যারান্টি নাই। তবে কোরবানি ঈদের আগেই হাওর সিজন চালু হয়ে যাবে, ঈদের সময় থেকে পুরা দমে চলবে বলে মনে করি।
Vaiya eta te mot koto jon neya jay ?? Er thekeo boro housboat ki ache haor a ??
হ্যাঁ, এই বছর আসছে আরও বড় বোট। জলের গান গেস্ট একোমোডেশন ক্যাপাসিটি ২১ জন।
2 day 1 joner koto lagte pare
NICE WELL DECO BOAT ...FROM USA
Thank you very much!
what is the best season to visit tanguar haor? If we want to tour by making a group ...max how people can occupy this type of boat?
this boat can occupy 14 to 21 guests at a time. Best time to visit tanguar haor is now. Normally, June to mid September.
ভাই ভিডিও দেখে যাওয়ার জন্য মনস্থির করে ফেলছিলাম কিন্তু প্রাইস বেশি বলতেছে একটু ডিসকাউন্ট দিতে বলেন।
ছুটির দিন বাদ দিয়ে গেলে ১০/২০% এমনিতেই কমে যায় ভাইয়া
২১ হাজার টাকা দিয়া বউ নিয়া গ্যাংটক ঘুইড়া আসা যাবে
Okhne august e gele ki valo weather pabo?
সেপ্টেম্বর এর ১ম সপ্তাহ পর্যন্ত হাওর ট্যুরিজম চলবে আশা করি
Assalamualaikum
Ekhono ki ache unader service?
হ্যা আছে
Welcome to our Sunamgang
Thanks
আপনারা বাদে। নৌকার লোকজন কত জন ছিল সাথে?
৬ জনের মত ছিল
Osthir
এক বোটে আমরা ৫জন গেলাম বাকী রুমে ওরা কি অন্য লোক নিবে,, পরিবার নিয়ে গেলে কতটুকু সোইফ
বাকি গুলোতে অন্য লোক থাকবে। সেইফটি হাউজবোট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।
Khabar taste kmn Vaia?
খাবার ভালো ছিল মা শা আল্লাহ
How much will cost to rent the whole boat for 2days?
You have to call them. Number in description
বাচ্চাদের কি বোর্ড ভাড়া লাগে
একেবারে ছোট্ট বাচ্চাদের লাগে না। তবুও ডিস্কাস করে নিতে হয় বুকিং এর সময়।
সুনামগঞ্জ টু সুনামগঞ্জ দুই জন কত পরবে জন পতি.?
শুক্র শনিবারের ছুটির মধ্যে ২১ হাজার (বলা আছে ভিডীওতে)।
4/5 হাজার টাকার মধ্যে হাউস বোট আছে কিনা
আছে। আমার ফেসবুক পেইজে ভিডিও আছে। ইউটিউবে আসতে আরও টাইম লাগবে
ভাই এটা কোন মৌসুম ছিলো। কোন মাস।
বর্ষা
👉💕
❤️
Views eto kom hoi keno
Eto valo video
এক্টিভ ছিলাম না ২০১৮ থেকে। ইউটিউব রিচ অফ করে রাখছে। রিসেন্টলি আবার শুরু করছি।
♥️♥️
❤️
Labib bhai amar life er prothom you tube vlog dekha suru ba video vlog somporke jana apnar video die ba video dekhar maddome bhai apni eto kom video den keno majkhane koek bochor to vlog e den nai bhai r o vlog chai
কমেন্ট টা পড়ে অনেক পুরাতন কথা মনে পরে গেল। চেষ্টা করচ্ছি কিছুটা নিয়মিত হওয়ার। দোয়া রাখবেন ভাই
Darun
ধন্যবাদ ভাই
Gaan Gailay na ba? It’s really expensive, but interior nice.
গান আছে তো।
ভিডিও দেখেই শান্তি। ২১ হাজার টাকা 😂।
🤭🤭
বাংলাদেশ এর সব টুরিজম এই কারনে ধংসের মুখে ।যেই জায়গায় যাবেন সেই জায়গায় সমস্যা
ভাই বোটের পেজের লিংক টা দেন
জলের গান Houseboat লিখে সার্চ করলেই পাবেন। আমি সাজেকে, নাহলে লিঙ্ক দিয়েই দিতাম। ডেসক্রিপশন এ দেখতে পারেন।
❤❤❤❤❤
ভাইয়া এদের সাথে যোগাযোগ করব কিভাবে
ডেসক্রিপশন এ নাম্বার দেয়া তো
Vi Ac chara room price is so high
হাওরে এসি লাগানো শুরু হয়ে গেছে। কয়েক বছর পর হয়তো সব হাউজবোটেই এসি দেখতে পাবো
২১ টাকায় দার্জিলিং ঘুরে আসা যায়।
❤❤❤
❤️
পেইজ লিংক টা দিন
ডেসক্রিপশন এ দিয়ে দিছি
বোটের পায়খানা পানিতে যাইতেছে। তো পরিবেশ নস্ট হইতেছে।
❤❤❤❤❤
ভাইয়া নাম্বার যেটা দিছেন এটা বাদে আর কোনো নাম্বার আছে? এটাতে কল যাচ্ছে না কয়েকবার ট্রাই করলাম।
01888001280
01894442424
খরচ টা অনেক বেশি
হ্যা, এটাই হাওরের সর্বোচ্চ
lokjon aka aka e ghure beray....
যারা আগে গেছে, অনেকেই প্রথম বার যায়
হে অনেক বালো খরজ তেমন বেসি না ঠিক ই আছে
২১ হাজার টাকা হিসাবে এদের খাবার,,কেবিনের মান, সাভিস খুবই,, ভালো সন্দেহ নেই,, অনেক গুলো মানুষ দিয়ে, ভাল সেফ দিয়ে,জেনেরেটর দিয়ে,,উনাদের ও লাভ করতে হবে,,সেই হিসাবে,,২১ হাজার টাকা বলা চলে very good deal 👌
২০২৩ এর সিজনের বেস্ট বোট ছিল এই জলের গান। ২০২৪ এ অন্যতম সেরা হাউজবোট এটা