আপনার দুই দেশের প্রতি সমান শ্রদ্ধা আমাকে মুগ্ধ করল। আপনি উভয়কে ছোট না করে, নদীর গতিপথে বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিকে প্রভাবিত করে আমরা (মানুষেরা) প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছি। এটাই বোঝাতে চেয়েছেন। 🙏🏻
প্রব্লেম তো এখানেই। আপনি চাইছেন আপনার দেশ ভারতকে যেন ছোট না করা হয়, অথচ এই সংকটের মূল ভিলেনটি হচ্ছে ভারত সরকার। একবার ভাবুন তো এই অন্তঃসারশূন্য অহমবোধ এই সময়ে এসে আমাদের কি দিতে পারে!
মাশা আল্লাহ, কথা বলার এতো সুন্দর গুণ সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন , অবাক না হয়ে পারি না। আপনি সৃষ্টিকর্তার এক বড় নিদর্শন । ধন্যবাদ আপনাকে এই ভাল গুণ ভাল কাজে ব্যবহারের জন্য। অনেক অনেক শুভ কামনা।
@@somnathganguly9709 আপনাদের মত কিছু বাংলাদেশের মানুষ থেকে গেছে যারা ভারতের দালাল বলে থাকি আমরা , আর হ্যাঁ ভারত বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে তারপর ভারতের থেকে সংখ্যালঘুদের জন্য মন জ্বলতেছে ব্যথা চলতেছে কেন বন্যা যখন ছেড়ে দিলা পানি যখন ছেড়ে দিলা কথা কি মনে নেই যখন সংখ্যালঘুদের কথা কি মনে নাই তারা যে জ্বলে ডুবতেছে কই এটা নিয়ে তো কোনো প্রতি কিছু দেখলাম না😭😁😁
বর্ণনা প্রদানকারির কন্ঠস্বর, উচ্চারণ, বর্ণনাভঙ্গী ভাষাশৈলী সত্যিই আজকাল অনেকের মাঝেই পাওয়া যায় না। আল্লাহ্ তাঁর এ গুণ আরও বাড়িয়ে দিন এবং আরও অনেকের মাঝে এ গুণের বিকাশ ঘটুক এ কামনা রইল।
@@subhankarbasubiswas9086 আমরা আমাদের দেশের নদী কি মেইনটেইন করবো যেখানে ভারত অবৈধ ভাবে পানি আটকে রেখেছে নিজেরাও তো একটু সত্যি কথা বলেন দাদা শুধু ঘৃণা দিয়ে মিথ্যা বললে হবে না জাতিসংঘ আইন অনুযায়ী যতোটুকু পানি প্রতি বছর ছাড়ার কথা সেটা তো ছাড়ে না কিন্তু অবস্থা খারাপ হলে হটাৎ পানি ছেড়ে হাজারো মানুষের প্রান যায় ঘড় বাড়ি যায় ফসল নষ্ট হয় আবার পানি না থাকার কারণে শুকনা মৌসুমে ফসল নষ্ট হয় মনুষ্যত্ব থাকলে সেটা তো করতো কিন্তু আপনারাতো স্বীকার ও করেন না সেটা
Being an European I've never heard such standard Bengali language from the Bengali UA-camrs. " Man must harmonize with the nature otherwise it'll hit back "--- Confucius the Chinese philosopher. Thanks for your wonderful analysis!🥰👍👏
You know there are 23 more dams in India on the river Ganges . Which are the major source of hydro electric power. But the Bangladeshi government only talk about farakka , because it is the most popular . You know there is something fishy i suspect . Because if you are against building Dams so , protest against all 24 of the dams / barrages.
পদ্মা সেতু নিয়ে অনেক ভিডিও দেখেছি! কিন্তু এখন আশায় আছি, পদ্মা সেতু নিয়ে আপনার তৈরি ভিডিও দেখার জন্য। তাই পদ্মা সেতু উদ্বোধন করার আগে একটি চমৎকার ভিডিও বানাবেন।
বাংলাদেশের ক্ষতি হচ্ছে এই আত্মতুষ্টিতেই হয়তো তারা তখনো এবং এখনও চুপ করে আছে। কিন্তু নিজের ক্ষতি যে আর বেশি দূরে নয় এটা শুধু সময়ের অপেক্ষা। কর্কটক্রান্তি রেখায় অবস্থান সত্বেও এই অঞ্চল যে মরুভূমি না তার একমাত্র কারণ এই নদীগুলো। প্রকৃতির দান এই নদী তার পানি ভাগাভাগি আবার মানুষ করে, কি অদ্ভুত!
@@dipendutanti6841 এখন মুসলমানদের ওপর যে অত্যাচার হচ্ছে,,, ভারত ভাগ না হলে আমরা আরও বিপদে পড়তাম। সামনে কাশ্মীর, পাঞ্জাব,ত্রিপুরা,কেরেলা, পশ্চিমবঙ্গ, আসাম এ কয়টি ভাগ হবে।শুধু সময়ের অপেক্ষা
কোনোদিন ভাঙা হবে না? তোমাদের থেকেও ভালো পরিবেশবিদ এখানে আছে, তারা বাধ ভাঙার কোনো কথা এখনো বলেন নি, আগে নিজের দেশ তারপর অন্যদেশ, তোমাদের দেশে থাকলে তোমরাও বাধ দিয়ে নিজের দেশের সার্থ রক্ষা করতে বুঝলে, বাধ টা দিলে পশ্চিম বঙ্গের চরম ক্ষতি হতো
@@kanaidas7549 ফারাক্কা বাধ ভাঙা হবে কি না, সময় বলে দিবে। এই বাধের করণে শুধু বাংলাদেশেরই ক্ষতি হয় নি ভারতেরও অনেক ক্ষতি হয়েছে। ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন।
ভাই,আপনার কন্ঠ সম্পূর্ণ আলাদা👌(মাসাআল্লাহ) আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং নিরাপদ রাখুন। আমি আশা করি আপনি আপনার ভবিষ্যৎ সফল করবেন কারণ আপনি সম্পূর্ণ দুর্দান্ত,বুদ্ধিমান এবং মন ফুঁকানোর মানুষ...... যখন আমি আপনার ভয়েস শুনেছি,সে সময় আমি আমার কল্পনার মসৃণ যাত্রায় চলে গেছি💕
দাদা সব দোষ ব্রিটিশদের। এখন উচিত এই বাঁধ উঠিয়ে দেয়া। অবশ্য এই বাঁধ এক সময় দুর্বল হয়ে যাবে। তখন এই বাঁধ আবার ভারত পূণসংস্করণ করবে মনে হয় না। যদি করেও তাতে কি হবে? ঘুরে ফিরে এই বাঁধ কোন এক সময় উঠাতেই হবে। ঐ প্রজন্মের মানুষ গুলো ব্রিটিশদের কবলে পড়ে ভুল করেছে। আর এখনো সেই একগেওমি মনোভাব দূর করতে পারেনি। দিন শেষে উভয়ের ক্ষতির হিসেব এখনি মাপা শুরু গেছে। এখন ভাববার বিষয় এ প্রজন্মের মানুষ গুলো ঐ প্রজন্মের দেখানো পথে হাটে কি না। আশা করি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়ার জন্য❤❤❤❤❤ আশা করি ইন্ডিয়া যতটা ভান দিয়ে বাংলাদেশের নিজ অধিকার পানি আটকে দিয়েছে এইগুলি নিয়ে একটা ভিডিও করবেন
অত্যন্ত চিন্তাজনক ব্যাপার । বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ ও বিহার ও পশ্চিম বঙ্গের উচচ পযায়ের আলোচনা দরকার আছে । সেই সঙ্গে দেখতে হবে বাধের অবরতমানে পশ্চিমবঙের চাসবাসের কতটা খতি হবে।
Allah er kase Dua kori oni jeno dhongsho koren tader Jara ai barrage toiri kore million million manosh k okolponio kosto dicce....Allah jeno tader jahannam er shobcheye nicher level e tader k thakar Jayga kore den....obosshoi Allah mojlom DER Dua kobol koren
আমরা ঘাস খাই তাই নয়তো ৫০ বছরে এই ধরনের ১৭টি প্রকল্পের বিপরীতে যথাযথ পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে যার তীর তার দিকে ছুড়ে মারা এবং মূল সুবিধা আমরা ভোগ করা তেমন জটিল বিষয় ছিলোনা।
🇧🇩🇧🇩Brother Slamalaikum, I really wanted you to make a video about Bangladesh. But thank you so much from the bottom of my heart for making it so much later. 🇧🇩😀😀🥰🥰
আপনার দুই দেশের প্রতি সমান শ্রদ্ধা আমাকে মুগ্ধ করল। আপনি উভয়কে ছোট না করে, নদীর গতিপথে বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিকে প্রভাবিত করে আমরা (মানুষেরা) প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছি।
এটাই বোঝাতে চেয়েছেন। 🙏🏻
@Sports Editor 😂😂😂chodas na
প্রব্লেম তো এখানেই। আপনি চাইছেন আপনার দেশ ভারতকে যেন ছোট না করা হয়, অথচ এই সংকটের মূল ভিলেনটি হচ্ছে ভারত সরকার। একবার ভাবুন তো এই অন্তঃসারশূন্য অহমবোধ এই সময়ে এসে আমাদের কি দিতে পারে!
@Sports Editor হ্যাঁ।
Respect.
Prakitik niome e hugli o gonga nodi ak hoye jak abong frakka badh ak hoye jak ai asha kori.
মাশা আল্লাহ, কথা বলার এতো সুন্দর গুণ সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন , অবাক না হয়ে পারি না। আপনি সৃষ্টিকর্তার এক বড় নিদর্শন । ধন্যবাদ আপনাকে এই ভাল গুণ ভাল কাজে ব্যবহারের জন্য। অনেক অনেক শুভ কামনা।
সহমত।
মম
Aapni ki pagole naki ? Allah, shristikorta r sathe Banglar ki somporko? Bangla Debnagori vasha, jar janmo Sanskrit theke... Sobdo kichu arabic, Turkish, Persian ache thik kintu lipi to bangali mohan dharma Hinduism🕉️ theke bangal r utpotti... Ektu porashona korun. Sob bishoi religion tene anar kono proyojon nei. Manush k valobashun.
Dhon
Ei vabei India, onekdin dhorei Bangladesher pond marche.
Bangladeshi der pond marai India r ekmatro uddesho
ফারাক্কা বাঁধ সম্পর্কে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরির জন্য আদ্যপান্তকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Right
কিন্তু শুধু ফারাক্কায় নয় সেখানে আরও 23 টি বাঁধ বা ব্যারেজ রয়েছে। তবুও আলোচনা শুধু ফারাক্কা কে নিয়েই হয়।
ভাই আপনার দুই বছর আগেকার ভিডিও বর্তমান পরিস্থিতিতে এটি হারে হারে মানুষ বুঝতে পারছে চমৎকার একটি ভিডিও করেছেন ভারত নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝেনা 😢
Torao to nijer swartho dekhis, lojja kore ei kotha bolte.
@@somnathganguly9709 আপনাদের মত কিছু বাংলাদেশের মানুষ থেকে গেছে যারা ভারতের দালাল বলে থাকি আমরা , আর হ্যাঁ ভারত বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে তারপর ভারতের থেকে সংখ্যালঘুদের জন্য মন জ্বলতেছে ব্যথা চলতেছে কেন বন্যা যখন ছেড়ে দিলা পানি যখন ছেড়ে দিলা কথা কি মনে নেই যখন সংখ্যালঘুদের কথা কি মনে নাই তারা যে জ্বলে ডুবতেছে কই এটা নিয়ে তো কোনো প্রতি কিছু দেখলাম না😭😁😁
Bangladesh er kurum gulo jodi dam venge jay Bangladesh bole kichu chilo sobai vule jabe😂
চরম সত্য কথা। পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয়।
বর্ণনা প্রদানকারির কন্ঠস্বর, উচ্চারণ, বর্ণনাভঙ্গী ভাষাশৈলী সত্যিই আজকাল অনেকের মাঝেই পাওয়া যায় না। আল্লাহ্ তাঁর এ গুণ আরও বাড়িয়ে দিন এবং আরও অনেকের মাঝে এ গুণের বিকাশ ঘটুক এ কামনা রইল।
আল্লাহ বাড়িযেছেন না ভগবান বা গড্ বাড়িযেছেন কিনা জানা নেই। তবে ভদ্র ভাষণে ভদ্রলোক অসাধারণ স্বীকারে বাধা নেই।
Allah kichhu korte parbe na....nijer character ta nijeke dhore rakhte Hobe.
আপনি চাইলেও সব কিছু জানতে পারবেন না। জ্ঞান কম। @@ratangangopadhyaygangopadh9826
কন্ঠস্বর শুনে মনে হচ্ছে আরো কিছুক্ষন শুনি
প্রকৃতি কে তার নিয়মে চলতে দেওয়া উচিত মানুষ যখন প্রকৃতি তে তার হাত দেয় প্রকৃতি তার জবাব হিসেবে খুব কঠিন জবাব দেয় 😊
তোরা তোদের দেশে নদী ঠিকঠাক মেইনটেইন করতে পারছিস না
@@subhankarbasubiswas9086 আমরা আমাদের দেশের নদী কি মেইনটেইন করবো যেখানে ভারত অবৈধ ভাবে পানি আটকে রেখেছে নিজেরাও তো একটু সত্যি কথা বলেন দাদা শুধু ঘৃণা দিয়ে মিথ্যা বললে হবে না জাতিসংঘ আইন অনুযায়ী যতোটুকু পানি প্রতি বছর ছাড়ার কথা সেটা তো ছাড়ে না কিন্তু অবস্থা খারাপ হলে হটাৎ পানি ছেড়ে হাজারো মানুষের প্রান যায় ঘড় বাড়ি যায় ফসল নষ্ট হয় আবার পানি না থাকার কারণে শুকনা মৌসুমে ফসল নষ্ট হয় মনুষ্যত্ব থাকলে সেটা তো করতো কিন্তু আপনারাতো স্বীকার ও করেন না সেটা
Being an European I've never heard such standard Bengali language from the Bengali UA-camrs. " Man must harmonize with the nature otherwise it'll hit back "--- Confucius the Chinese philosopher. Thanks for your wonderful analysis!🥰👍👏
হালা বলদ তুদা বাঙালী হইয়া ভাব লও যে তুমি ইউরোপিয়ান? 😅
You know there are 23 more dams in India on the river Ganges . Which are the major source of hydro electric power. But the Bangladeshi government only talk about farakka , because it is the most popular . You know there is something fishy i suspect . Because if you are against building Dams so , protest against all 24 of the dams / barrages.
ফারাক্কা বাধ সম্পর্কে এরকম বিস্তারিত ভিডিও খুব কমই আছে।অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম আপনার ভিডিওর মাধ্যমে ♥️♥️
😂😂😂😂
Dur gulam 😢😢😢😂
21Km উজানে আমার বাড়ি মালদার মানিকচক এর গোপালপুর গ্রামে। গঙ্গা ভাঙ্গনের করণে 3 km নদীর কবলে। আমার জন্মের পর 3 বার বাড়ি সরাতে হয়েছে
w app number plz
তোমরা কেন আন্দোলন করও না?
ভেঙে দাও এক হয়ে
আহা গো কাঙ্গলুদের কত সখ।
এই বাধ সরাতে ভারত সরকার কে বাধ্য করেন। প্রাকৃতিক নিয়মে নদী প্রবাহিত হোক এটা সবার প্রত্যাশা।
এই বাঁধ দুই দেশের জন্যই ক্ষতিকর সুতরাং এটা এখন অপসারণ সময়ের দাবি।
পদ্মা সেতু নিয়ে অনেক ভিডিও দেখেছি!
কিন্তু এখন আশায় আছি, পদ্মা সেতু নিয়ে আপনার তৈরি ভিডিও দেখার জন্য।
তাই পদ্মা সেতু উদ্বোধন করার আগে
একটি চমৎকার ভিডিও বানাবেন।
আপনার তথ্যগুলো খুবই বস্তুনিষ্ঠ। ধন্যবাদ আপনাকে এত চমৎকারভাবে আমাদের সামনে এসব তুলে ধরার জন্য।
বাংলাদেশের ক্ষতি হচ্ছে এই আত্মতুষ্টিতেই হয়তো তারা তখনো এবং এখনও চুপ করে আছে। কিন্তু নিজের ক্ষতি যে আর বেশি দূরে নয় এটা শুধু সময়ের অপেক্ষা। কর্কটক্রান্তি রেখায় অবস্থান সত্বেও এই অঞ্চল যে মরুভূমি না তার একমাত্র কারণ এই নদীগুলো। প্রকৃতির দান এই নদী তার পানি ভাগাভাগি আবার মানুষ করে, কি অদ্ভুত!
AMI MONEY KORI BANGLADESH KEO ER THIKEY ARO BORO AKTA BANDH BANANO DORKAR 🤔
বাংলাদেশের ক্ষতি হয় এই আত্মতুষ্টিতে না, এই বাঁধের কারনে ক্ষতির চেয়ে লাভই বেশি হয় ভারতের। এ কারনেই ফারাক্কা বাঁধ এখনও রেখেছে।
সঠিক বৈজ্ঞানিক ব্যখা দিয়েছেন
যেমন তোমরা ভারত ভাগ করে ছো
@@dipendutanti6841 এখন মুসলমানদের ওপর যে অত্যাচার হচ্ছে,,, ভারত ভাগ না হলে আমরা আরও বিপদে পড়তাম। সামনে কাশ্মীর, পাঞ্জাব,ত্রিপুরা,কেরেলা, পশ্চিমবঙ্গ, আসাম এ কয়টি ভাগ হবে।শুধু সময়ের অপেক্ষা
এত সুন্দর একটা চ্যানেল আছে জানতামই না।খোঁজ পাওয়ার পর কতগুলো ভিডিও দেখলাম একদিনে হিসেব নেই।সারাদিন দেখলাম তবুও মন ভরে না🖤🌼
Ok, I love u
খুবই সুন্দর। এমন তথ্যবহুল এবং সত্য ভিডিও আরও চাই
পরিবেশ রক্ষায় ফারাক্কা বাধ অবিলম্বে ধ্বংস করা হোক।
কোনোদিন ভাঙা হবে না? তোমাদের থেকেও ভালো পরিবেশবিদ এখানে আছে, তারা বাধ ভাঙার কোনো কথা এখনো বলেন নি, আগে নিজের দেশ তারপর অন্যদেশ, তোমাদের দেশে থাকলে তোমরাও বাধ দিয়ে নিজের দেশের সার্থ রক্ষা করতে বুঝলে, বাধ টা দিলে পশ্চিম বঙ্গের চরম ক্ষতি হতো
@@kanaidas7549 ফারাক্কা বাধ ভাঙা হবে কি না, সময় বলে দিবে। এই বাধের করণে শুধু বাংলাদেশেরই ক্ষতি হয় নি ভারতেরও অনেক ক্ষতি হয়েছে। ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন।
😂😂😂😂
সত্যিই অসাধারণ ও অবর্ণনীয় বস্তুনিষ্ঠ তথ্য, ধন্যবাদ এই অভিশপ্ত ফারাক্কার কথা তুলে ধরা ধরার জন্য
ভাই,আপনার কন্ঠ সম্পূর্ণ আলাদা👌(মাসাআল্লাহ)
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং নিরাপদ রাখুন।
আমি আশা করি আপনি আপনার ভবিষ্যৎ সফল করবেন কারণ আপনি সম্পূর্ণ দুর্দান্ত,বুদ্ধিমান এবং মন ফুঁকানোর মানুষ......
যখন আমি আপনার ভয়েস শুনেছি,সে সময় আমি আমার কল্পনার মসৃণ যাত্রায় চলে গেছি💕
This is very unbiased review so far, Bangladesh & West Bengal both became victim of foreign policy dictated by illiterate politicians
This is Faruque from Malda, India. Your information is cent percent correct.
অসাধারণ তথ্যমুলক ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের দুই দেশেরই মঙ্গলের জন্য সমস্ত বাঁধ গুলো অপসারণ করা উচিৎ।ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য।
শেষের কথাগুলো মনকে নিয়েগেছে অশেষ ভাবনার মোহনায়। 💖💖
এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আদ্যোপান্ত চ্যানেল কে অসংখ্য ধন্যবাদ।😊😊🥰🥰💖💖💘
p
p
p
আমকে তোমরা সাপোর্ট কোরো আমার ভিডিও গুলো দেখো ভাল লাগলে Subscribe কোরো 🙏 ধন্যবাদ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️......,,🙄,,,,,, 🙄,,,,🙏
Bah ki sundor byakkha korechen.. khub bhalo laglo.. WB (India) theke bhalobasa ❤
সত্যি বলার সাহস আমরা রাখিনা!! আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনা কারি!!
মনোমুগ্ধকর একটি নতুন ভিডিও দেখলাম।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঁধ, নদী ভাঙন ও বন্যা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ 🙂🙂🙂
এক কথায় আপনার উপস্থাপনা অনেক ভাল হয়। আপনার ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারি ও সহজে বুঝতে পারি।
অনেক দিন পর আপনার ভিডিও দেখছি। আপনার চ্যানেলের ভিডিও বাহির হলেই দেখি। ধন্যবাদ আদ্যপান্ত চ্যানেল।
সত্যিই আপনারা ও আমরা খুব অসুবিধা তে আছি😔😔
দাদা সব দোষ ব্রিটিশদের। এখন উচিত এই বাঁধ উঠিয়ে দেয়া। অবশ্য এই বাঁধ এক সময় দুর্বল হয়ে যাবে। তখন এই বাঁধ আবার ভারত পূণসংস্করণ করবে মনে হয় না। যদি করেও তাতে কি হবে? ঘুরে ফিরে এই বাঁধ কোন এক সময় উঠাতেই হবে। ঐ প্রজন্মের মানুষ গুলো ব্রিটিশদের কবলে পড়ে ভুল করেছে। আর এখনো সেই একগেওমি মনোভাব দূর করতে পারেনি। দিন শেষে উভয়ের ক্ষতির হিসেব এখনি মাপা শুরু গেছে। এখন ভাববার বিষয় এ প্রজন্মের মানুষ গুলো ঐ প্রজন্মের দেখানো পথে হাটে কি না। আশা করি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
আমাদের দেশের তেমন কিছুই হয়না,,বাংলাদেশ
Tai abaro bolte hoy " badh bhenge dao..."
@@sadikhossain4594 আমরা নিজেরা তো ভাঙতে পারি না, ওসব রাষ্ট্র নেতা-নেত্রীদের ব্যাপার।
ঠিক বলছেন ভাই
মাশা-আল্লাহ সত্য তুলে ধরায়। ধন্যবাদ ভাই
বাংলাদেশের ক্ষতি হচ্ছে এই আত্মতুষ্টিতেই হয়তো তারা তখনো এবং এখনও চুপ করে আছে। কিন্তু নিজের ক্ষতি যে আর বেশি দূরে নয় এটা শুধু সময়ের অপেক্ষা
ভারত ভিক্ষা না দিলে বাংলাদেশ না খেয়ে মরে যাবে....
Ei vabei India, onekdin dhorei Bangladesher pond marche.
Bangladeshi der pond marai India r ekmatro uddesho
খুব সুন্দর উপস্থাপনা করেন আপনি । ভিডিও এর অপেক্ষায় থাকি
মাশাল্লাহ! অসাধারণ উপস্থাপন, ভাই💓❤️
২৪এর বন্যার পর কে কে দেখছেন
আপনার ভিডিও দেখা মাত্রই মন থেকে একটা স্পেশাল ধন্যবাদ চলে আসে😍
ভাইয়া😍😍
00:10 বন্যা হওয়ার পর কে কে দেখছে,
ami
😢
আপনার উপস্থাপনা সত্যিই অসাধারণ।
সবকিছু আবার আগের অবস্থায় ফিরে আসবে খুব তারাতাড়ি 😊
নিশ্চয়ই, আগে যেমন ছিল অখন্ড ভারত আর সনাতন নেই কোন ইসলাম, মুসলিম
Excellent, mind blowing.
Hats off to you.
খুব সুন্দর উপস্থাপনা❤
Khub sundar uposthapona ...
সিন্ধু সভ্যতার কথা মনে পরে যায়.....
আমরাও একদিন হারিয়ে যাবো...
আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়ার জন্য❤❤❤❤❤ আশা করি ইন্ডিয়া যতটা ভান দিয়ে বাংলাদেশের নিজ অধিকার পানি আটকে দিয়েছে এইগুলি নিয়ে একটা ভিডিও করবেন
যথেষ্ট তথ্য উপাত্ত সহ অনেক সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ এই চ্যানেলকে। এগিয়ে চলুন, শুভকামনা রইল।
আমকে তোমরা সাপোর্ট কোরো আমার ভিডিও গুলো দেখো ভাল লাগলে Subscribe কোরো 🙏 ধন্যবাদ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️......,,🙄,,,,,, 🙄,,,,🙏
কথাগুলো শুনে অনেক ভালো লাগলো ভাই অনেক অনেক ধন্যবাদ
অসাধারন তথ্যপূর্ন প্রতিবেদন।
আপনার কথা গুলো সত্যি ভাই 👍👍👍
"ভাষ্যকার"........ বর্ণনা অতি সুন্দর।
ফারাক্কা সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম।
অদ্ভুত সুন্দর আপনার উচ্চারণ।
অনেক শুভ কামনা।
আপনার দুই বছর আগের কথাটা এখন কাজে লাগলো কিন্তু আমাদের যেরকম ক্ষতি হয়েছে ওদেরও তেমন ক্ষতি হয়েছে
Watching from Farakka, Malda, West Bengal ❤️
অসাধারণ উপস্থাপনা
অত্যন্ত চিন্তাজনক ব্যাপার । বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ ও বিহার ও পশ্চিম বঙ্গের উচচ পযায়ের আলোচনা দরকার আছে । সেই সঙ্গে দেখতে হবে বাধের অবরতমানে পশ্চিমবঙের চাসবাসের কতটা খতি হবে।
আপনার উপস্হাপনা অসাধারণ।
Khub sundor protibedon....love from malda.
কন্ঠস্বর শুনে মনে হচ্ছে আরো কিছুক্ষন শুনি
Khub valo upostapona💞💞💞
আপনার ভিডিও গুলো থেকে অনেক কিছু জানা যায়
২০২৪ সালের ২২ আগস্ট, বন্যার কবলে ভিডিওটি দেখছি।
অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইজান🤩💝🤩
ভাই ভিডিও যাই হক না কেনো, আপনার কথাগুলো যতই শুনি, ততই ভালো লাগে
ভাইয়া আপনার কন্ঠস্বর খুব সুন্দর।
আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি।
অসাধারণ ভিডিও। সত্যি আমাদের এখনি সচেতন হওয়া উচিত।
অসাধারণ প্রতিবেদন। তথ্যবহুল
তথ্য সমৃদ্ধ প্রতিবেদন, ধন্যবাদ।
Khub sundar uposthapona
আরব বসন্ত নিয়ে ভিডিও চাই❤️❤️
প্রকৃতিকে প্রকৃতির নিয়মেই চলতে দেয়া উচিৎ
অনেক তথ্য জানলাম ধন্যবাদ
চমৎকার উপস্থাপনা।
একটামাত্র ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। ❤️
আলাস্কা যেখানে দিন এবং রাত একসাথে দেখা যায়,
আলাস্কা নিয়ে একটা ভিডিও বানান।
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ
সুন্দর উপস্থাপন 👌
ফারাক্কা যদি কোন ভেঙেও ফেলে যা ক্ষতি বাংলাদেশীদের হয়েছে তা অপূরণীয়। প্রায় তিন লক্ষ কোটি টাকার অর্থনীতি ক্ষতি হয়েছে। পরিবেশের অনেক বিপর্যয় হয়েছে ।
Ei vabei India, onekdin dhorei Bangladesher pond marche.
Bangladeshi der pond marai India r ekmatro uddesho
অনেক কিছু জানতে পারলাম thanks 🌹❤🙏
janar joyno school jete hoow 😂
Allah sob janen Manus na
Oi loker hathan dhajer Kotha shirk ase Vai apnar Kotha bolsi
Bai Apnar Kay Anak Donaybad Bai Apnar Video Jony Opakar Taki Bai ❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩
ভিডিও টি অনেক কষ্টের একটি উপাখ্যান।
Osadharon.. information 👍
ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে ভিডিও চাই....
Thanks Nice News
আমাদের ধুলিয়ান শহরের লালপুর গ্রাম এখন গঙ্গা নদীর করাল গ্রাসে ধ্বংস হওয়ার অপেক্ষা😭😭😭
Khub sundor apner aei sotto kahini ti
very important post thanks.from in India.
Very nice explanation 👍🙏🙏
Masallah good information
আদ্যপান্তকে অসংখ্য ধন্যবাদ
অনেক দিন ধরে আপনার ভিডিও অপেক্ষা য় ছিলাম ভাই♥️♥️♥️
দারুণ ভাই, ২ কমেন্ট
Allah er kase Dua kori oni jeno dhongsho koren tader Jara ai barrage toiri kore million million manosh k okolponio kosto dicce....Allah jeno tader jahannam er shobcheye nicher level e tader k thakar Jayga kore den....obosshoi Allah mojlom DER Dua kobol koren
Vhai apnar video ar opekkhai chilam😍
Smart presentation... keep up the good work
অনেক সুন্দর বিশ্লেষণ ❤️❤️
আমরা ঘাস খাই তাই
নয়তো ৫০ বছরে এই ধরনের ১৭টি
প্রকল্পের বিপরীতে যথাযথ পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে
যার তীর তার দিকে ছুড়ে মারা
এবং মূল সুবিধা আমরা ভোগ করা তেমন জটিল বিষয় ছিলোনা।
Ei vabei India, onekdin dhorei Bangladesher pond marche.
Bangladeshi der pond marai India r ekmatro uddesho
Thanks for your information👌
🇧🇩🇧🇩Brother Slamalaikum, I really wanted you to make a video about Bangladesh. But thank you so much from the bottom of my heart for making it so much later. 🇧🇩😀😀🥰🥰