১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো 'নোকিয়া ৩৩১০' | Nokia | Nokia Models | Somoy Entertainment

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 859

  • @akmmehedihasan6502
    @akmmehedihasan6502 Рік тому +92

    Nokia আমাদের মত তখনকার (২০০০-২০১২) সময়ের কিশোর কিশোরীর জন্য একটা আবেগ।❤️
    এখনও মন চায় Nokia য় ফিরে যাই। কিন্তু ফিচার-পার্ফরমেন্স-সব মিলে সময় যা চায় তা Nokia তে না থাকায় ব্যবহার করা হচ্ছে না😢

    • @iqbalcivil1931
      @iqbalcivil1931 Рік тому +1

      এখন সবই পাওয়া যায় ,,, কিন্তু আমরা আর Nokia তে ফিরতে পারছি না,,,কারণ price একটু বেশি 🧐🧐

  • @eftimirja5011
    @eftimirja5011 Рік тому +471

    মনে পরে গেল সেই সোনালী অতীত ! এন্টেনা +নকিয়া + ৭ টাকা মিনিট ...... আহারে জীবন 😮

    • @arishanurvlog7712
      @arishanurvlog7712 Рік тому +34

      সেই দিন গুলিতে বিদ্যমান থাকলে নেট দুনিয়ার কিছুই বুঝতো না মানুষ। ফলে সবাই সুখী জীবন কাটাতে পারতো। আজ সহজ সরল মানুষ গুলোও সংসার বাদ দিয়ে নেট নিয়ে পরে থাকে।

    • @arefinahmed2427
      @arefinahmed2427 Рік тому +4

      12 tk minit e kotha bolsi

    • @SimonsUniverse
      @SimonsUniverse Рік тому +3

      @@arishanurvlog7712 As like you😄

    • @sohelsunny7537
      @sohelsunny7537 Рік тому +2

      @@arefinahmed2427 same vaia tkn abbu bidesh theke call dito taw minit a 12 tk nito

    • @sumonroy-zf8ze
      @sumonroy-zf8ze Рік тому +3

      Hahahaha hmm hmm vai khub mojaa lagee sagulo vable..7tk min r antena..!!

  • @tariqmahmud72
    @tariqmahmud72 Рік тому +77

    সেই সময়টার মর্ম এখনকার কিশোর-কিশোরীরা বুঝবে না এই ছোটখাটো ফোনগুলো যে কত কার্যকরী ভূমিকা পালন করেছে আমাদের দৈনন্দিন জীবনে। ভাবতেই স্মৃতিকাতর হয়ে যায়।

  • @RajibSohagi
    @RajibSohagi Рік тому +40

    তখন নরমাল মোবাইলে যে আনন্দ ছিল এখন এই সময়ে এন্ড্রোয়েড মোবাইলেও এত আনন্দ নেই। মিস করি সেই সময় গুলা

  • @rikonbarua
    @rikonbarua Рік тому +219

    সেই আনন্দ আজ আর নেই,,,

  • @sptv2198
    @sptv2198 Рік тому +66

    আমার বাবা ১১১০ মোবাইল টা কিনে আনার পর কতটা খুশি হয়েছিলাম যে আজ এক লাখ টাকার ফোনেও এত খুশি হতামনা।

  • @abu-sohrab7045
    @abu-sohrab7045 Рік тому +120

    Nokia 1110 এই মোবাইলটি আমার কাছে এখনও আছে, এবং এই মোবাইলটির সাপ খেলা আমি কোনদিনও ভুলতে পারবো না। এক কথায় বলা যায় এটি হলো আমার জীবনের সবথেকে প্রথম গেম!!

  • @naiemislam4292
    @naiemislam4292 Рік тому +23

    যেদিন বাবা নোকিয়া ১১১০ কিনে দিছিলো আহা কি আনন্দ।স্কুলে নিয়ে সকলকে দেখাতাম।। মনে পরে গেলো ফেলে আসা দিন গুলো

  • @Sigmaman33318
    @Sigmaman33318 Рік тому +157

    খুব মিস করি, এখন এত দামি ফোনেও ওই আনন্দ টা পাইনা 😒

    • @tazwar3601
      @tazwar3601 Рік тому +6

      তাহলে ইউটিউব দেখিস কী দিয়ে? সেল ফোন দিয়েই দেখ

    • @alckakarot23
      @alckakarot23 Рік тому

      Hmm

    • @user-te8ps1pd1rggghb
      @user-te8ps1pd1rggghb Рік тому

      রাইট

    • @user-sd9id4hd6m
      @user-sd9id4hd6m Рік тому

      @@tazwar3601 sabdhane kotha bol

    • @tazwar3601
      @tazwar3601 Рік тому

      @@user-sd9id4hd6m তুই আবার কোন ফকিন্নি????

  • @hhf8824
    @hhf8824 Рік тому +42

    নোকিয়া বেষ্ট মনে রাখার মত সত্যি নোকিয়া অনেক মজবুত এবং সার্ভিস অনেক ভালো 🥰🥰

  • @sanyartmidea1324
    @sanyartmidea1324 Рік тому +35

    আগের দিনই ভালো ছিলো।প্রযুক্কি যতই উন্নত হচ্ছে ততই অধঃপতন ঘটেছে আর ঘটতেই থাকবে।

  • @SSSBanglaNews
    @SSSBanglaNews Рік тому +24

    নোকিয়া ফোন এর কথা শুনে 17-18 বছর পিছনে ফিরে গেলাম।

  • @NizamUddin-oh4ig
    @NizamUddin-oh4ig Рік тому +32

    সেই দিনগুলো এখনো মনে পড়ে 😥😥😥😥😥

  • @siamsdiary
    @siamsdiary Рік тому +37

    ধন্যবাদ সময় সংবাদকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য 🥰🥰🥰

  • @SimonsUniverse
    @SimonsUniverse Рік тому +67

    Fan of Nokia since 2007 to 2022❤ waiting for your strong comeback

  • @razbd2778
    @razbd2778 Рік тому +5

    বাবার নোকিয়া ১১১০মোবাইলে সাপের
    গেম খেলার অতীত টা আজো আমার কাছে দামী একটা সৃতী। যেখাইনেই থাকো বাবা, দোয়া করি ভাল থেকো সুখে থেকো। 😢😢😢

  • @starboyjsofficial7294
    @starboyjsofficial7294 Рік тому +3

    নোকিয়া ১১০০ জীবনের প্রথম কোন ফোন ধরেছিলাম🌸💞🌸💞 সেই স্মৃতি আর ফিলিংস এখন এন্ড্রয়েড চালিয়ে পাইনা😢

  • @adnanshafy5332
    @adnanshafy5332 10 місяців тому +2

    খুব মিস করি নকিয়ার ফোনগুলোকে 😢😢...ছোট বেলার কথাও মনে পরে গেলো 😢😢

  • @BishwajitRoy476
    @BishwajitRoy476 Рік тому +2

    সত্যি সেই সোনালী দিনগুলি খুবই ভালো ছিল,, রাত ,আটটার মধ্যে খাওয়া-দাওয়া শেষ করতাম, আর, রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতাম, আর ঘুম না আসলে একটু সাপ খেলা গেমস খেলতাম ,, আর এখন এই স্মার্টফোনগুলি মানুষের ঘুম কেড়ে নিচ্ছে,, আর দিন দিন মানুষকে টেনশনে ফেলে দিচ্ছে,, নানা রকম অপরাধের মানুষকে ফেলে দিচ্ছে এই স্মার্টফোনগুলি, খুব মিস করি সেই দিনগুলি,,

  • @sojibahmed2435
    @sojibahmed2435 Рік тому +9

    Nokia 2690
    Nokia 1200 আহা ফোন গুলো ছিলো আজও মনে পড়ে 🙂

  • @burhantutul1749
    @burhantutul1749 Рік тому +14

    সেই সময়ের দিনগুলো মনে পড়ে গেল

  • @MdAbir-bm9vy
    @MdAbir-bm9vy Рік тому +3

    প্রাইভেট পরিয়ে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ২০০৫ সালে নকিয়া ১৬০০ মডেল কালার মনিটর ফোনটা কিনেছিলাম।সোনালী অতিতের দিনগুলো মনে পড়ে গেল।🥰🥰

  • @HMTawhidulIslam
    @HMTawhidulIslam Рік тому +42

    আহ! সেই সোনালী দিন গুলো আর ফিরে আসবে নাহ!! খুব মিস করি😒😒

    • @yeamenbin
      @yeamenbin Рік тому

      তুমি কাফের ফতোয়া দেয়া কম্পানির মালিক
      কবরেও তুমি মোবাইল পাইবা।

  • @dinajpur24
    @dinajpur24 Рік тому +10

    খুব মিস করি সেই দিনগুলো

  • @mdbijyrahaman7404
    @mdbijyrahaman7404 Рік тому +5

    নোকিয়া ফোন দিয়েই কমেন্ট করলাম 🥰
    Waiting for a great comeback 😘

    • @mdbijyrahaman7404
      @mdbijyrahaman7404 Рік тому

      @@saadia7372 একটা সময় সব মোবাইল ফোন মিলে যতটা ফিচার না দিত পারতো
      নোকিয়া একাই তারচেয়ে বেশি আর কার্যকরী ফিচার সরবরাহ করতো তাদের ফোনে। তবে কালক্রমে এখন তারা পিছিয়ে গেছে ঠিকই তবে সম্ভবনাময় কারো হাতে পড়লে আবার ও আগের যায়গায় ফিরতে পারবে।

  • @Allahistheonlysupremelord
    @Allahistheonlysupremelord Рік тому

    Nokia 6600 এই মোবাইল টা আর N series এর N73 দুর্দান্ত ফোন ছিলো।আমার কাছে Nokia 6600 এই ফোনটা ছিলো।বহুদিন ব্যবহার করার পর একদিন যত্নের অভাবে খারাপ হয়ে গেছিলো।তারপর আবার একদিন হঠাৎ হাত ফসকে পরে গেছিলো আর ঠিক করিনি । অনেক কান্না করেছিলাম তখন অনেক ছোটো আমি।এখন ও Nokia 6600 ,N73পাওয়া গেলে নিয়ে নিবো। পুরনোকে ছুঁয়ে দেখার আনন্দ আলাদা সবগুলো সুন্দর স্মৃতি।
    Fan of old Nokia : ) 20/11/2022

  • @saifulislamjihadi6276
    @saifulislamjihadi6276 Рік тому +6

    সত্যি খুব অসাধারণ ছিলো

  • @mr.sharma-g8056
    @mr.sharma-g8056 Рік тому +6

    পুরাতন দিনগুলাই ভালো ছিলো।যত প্রযুক্তির উন্নয়ন হোচ্ছে ততই মানসিক শান্তি কমে যাচ্ছে।

  • @miadrahman8897
    @miadrahman8897 Рік тому +4

    N 70 missed , one of the legendary phone

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone Рік тому +6

    সেই ২০০২ সাল নোকিয়া ৩৩১০ এই মডেলের মোবাইলটি ব্যবহার করেছিলাম আর বর্তমান সময়ে ২০২২সাল iphone 13 pro max ব্যবহার করছি হয়তো আধুনিকতা পেয়েছি কিন্তু সেই সময়ের আনন্দটা আর নেই ❤❤
    ১৭/১১/২০২২🌹🌹

  • @ashrafulislamrahat4682
    @ashrafulislamrahat4682 Рік тому +1

    খুব মিস করি ৮০-৯০ দশকের সোনালী দিন গুলা সে সময় Smartphone ছিলো না বাটন মোবাইল ছিলো। নোকিয়া মানে আবেগ। ❤️
    Nokia মোবাইল Use করার আনন্দ এখন ৩০-৫০ হাজার টাকা দামি মোবাইল চালিয়ে সে মজা নাই।

  • @nayankc85
    @nayankc85 Рік тому +12

    আমাদের সোনালি সময়।

  • @SarowarShukkur
    @SarowarShukkur Рік тому +7

    এই মডেল গুলো এখনো যদী মার্কেটে আসে, তাহলে বর্তমান মোবাইলের চেয়ে বেশি সাপ্লাই হবে ইনশাআল্লাহ 🤲🏼

  • @suj0n1994
    @suj0n1994 9 місяців тому

    সেই নোকিয়া ১১১০ মডেলের মোবাইল গুলোর কথা -ভোলার মতো নয়-
    অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মোবাইল ফোনের মধ্যে।
    -এখন এন্ডোয়েড মোবাইল ব্যবহার করি কিন্তু নোকিয়া ১১১০ মডেলের মোবাইল ফোন ব্যবহারের আনন্দ এখন আর নেই- 😢😭

  • @MOHAMMEDYOUSUFOFFICIAL
    @MOHAMMEDYOUSUFOFFICIAL Рік тому

    আমার ছেলেবেলার মোবাইল ছিল। এখনো মনে দাগ কাটে। I miss u Nokia. please come back again.

  • @shorifsarker2059
    @shorifsarker2059 Рік тому +2

    ধন্যবাদ সময় সংবাদকে এতো সুন্দর একটা সংবাদ প্রচারের জন্য।

  • @munniislam1613
    @munniislam1613 Рік тому +7

    যায় দিন ভালোই যায়♥♥
    চোখের কোনে জ্বল চলে আসে.....

  • @foysalahmed6202
    @foysalahmed6202 Рік тому +1

    রিংটোন টার কথা মনে পরে গেল,,, খুব ভালো লাগে

  • @sumona4655
    @sumona4655 Рік тому +1

    Dhonnobad tajrin Rika o somoy tv ke 🇧🇩💕

  • @limonsingha5540
    @limonsingha5540 Рік тому +5

    আমি এখনো ১১০০ ব্যাবহার করি। ভালইতো সার্ভিস দিচ্ছে❤️

  • @zahidhossain7676
    @zahidhossain7676 Рік тому

    আমি এখনও নোকিয়ার সেই পুরোনো মোবাইল গুলোকে খুব মিস করি স্পেশালি সিম্বিয়ান ফোনে গুলো

  • @ধুমকেতু-স৩ঝ

    নকিয়া ১১১০ মডেলের ফোনটি আমাদের বাসায় প্রথম ফোন ছিল। বয়সে ছোট হলেও ফোন টেপার ওস্তাদ ছিলাম। কত সাপ গেম খেলছি তার কোন হদিস নেই। ফোনটা দেখে সব স্মৃতি মনে পড়ে গেল।

  • @omarfaruque3971
    @omarfaruque3971 Рік тому +1

    বেশীরভাগ গুলোই ব্যবহার করেছি।
    রিংটোন শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম।
    আহ!!! দিনগুলো যদি আবার ফিরে পেতাম😥

  • @user-om3cs1eo5l
    @user-om3cs1eo5l Рік тому +13

    সোনালী অতীত নোকিয়া ৩৩১০ মডেলের যে গুরুত্ব ছিলো, ব্যবহারে যে স্বাচ্ছন্দ্য ছিলো বর্তমান রবোটিক যুগে আইফোন ব্যবহারে সেই মজা পাওয়া যায় না 😥😭

  • @merajulmumen
    @merajulmumen Рік тому +2

    আমার ২০০৬ সালের সুন্দর অতীত মনে পড়ে গেল, আমার বাড়ি ময়মনসিংহে, বড়ই গাছের উপরে নকিয়া ফোনটি ঝুলিয়ে রাখতাম নেটওয়ার্ক পাওয়ার জন্য। তখন আমার বাবা চট্টগ্রাম চাকরি করতেন, তিনি যখন কল দিতেন আমার মা একটা টুল নিয়ে বরই গাছের নিচে চলে যেতেন এবং থুতনি আর কান যতটা সম্ভব উপরে দিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করতেন এবং কথা বলতেন, আর অবশ্যই কথার ভলিউমটা এমন থাকতো যেন চট্টগ্রাম পর্যন্ত পৌঁছায়। আমাদের অবস্থা কি ছিল না ই বললাম।

  • @pixelstudio1904
    @pixelstudio1904 Рік тому

    নকিয়া মোবাইল প্রতিটা মানুষের জীবনের একটা স্মৃতি হিসেবে কালজয়ী হয়ে থাকবে। করণ নকিয়া মানুষের আবেগ হাজারো মানুষের যোগাযোগের ম্যাধম ও হাজারো স্বপ্নের পথ সৃষ্টিকারী।

  • @sumona4655
    @sumona4655 Рік тому +1

    Amar 1110-3310-2600 model phone chilo,I miss you 🇧🇩💕

  • @Thebirdhouse07
    @Thebirdhouse07 Рік тому

    নকিয়া ৩৩১০ মডেল মোবাইল টি দেখে আমার বাবার কথা মনে পরে গেলো সেট টি আজ আছে শুধু বাবা নেই
    আল্লাহ আব্বা কে জান্নাতুল ফেরদৌস দান করেন

  • @selimahmmed381
    @selimahmmed381 Рік тому +1

    Nokia 6600
    Nokia 1200
    Nokia N97
    Nokia 6300
    Nokia 2700
    Nokia 2730c
    Nokia 5110c
    Nokia E6300 3G সিম্বিয়ান
    Nokia 3110
    Nokia E5 ব্যবহার করেছি।
    আমি নকিয়া ছাড়া তখনকার সময় অন্য কোন ব্যান্ডের ফোন ব্যবহার করতাম না।
    এখন নকিয়া থেকে অনেক স্মার্ট ফোন ব্যবহার করি কিন্তু নকিয়ার মত সেই আনন্দ আসে না।মিস করছি সেই দিন গুলো।

  • @BMGaming-vs4bj463
    @BMGaming-vs4bj463 8 місяців тому

    এগুলো শুধু অতীত বর্তমান ডিজিটাল ও স্মার্ট জগতের সময়ের ছেলে মেয়েরা এ সময়গুলো পাই নাই আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি
    ❤❤❤❤❤❤

  • @simple.24-25
    @simple.24-25 Рік тому +3

    ঐসময় জীবন অনেক সুন্দর ছিলো !! ছেলেরা মাঠে ক্রিকেট ফুটবল খেলতো,,, এখন আধুনিক স্মার্টফোন বের হয়ে তাদেরকে গেমার হিসেবে তৈরি করেছে !!

  • @mdjabedkhan1756
    @mdjabedkhan1756 Рік тому

    নোকিয়া 7610 ফোন টা
    দেখে পুরানো স্মৃতি মনে পড়ে গেল,
    অনেক ভালো ছিল
    ফোন টা,

  • @mdoliullah7246
    @mdoliullah7246 Рік тому +4

    আবারো ফিরে যেতে চাই সেই ফোনের যুগে,,,,,,,,,,

    • @Footballlover00814
      @Footballlover00814 Рік тому

      সেটা হয়তো আর কোন দিন ও সম্ভব নয়

  • @khadijaakter8816
    @khadijaakter8816 Рік тому +5

    আমাদের দুটি ছিল,,২০১৬ সাল পর্যন্ত ঘরে,,সাপের গেম খেলার কথা মনে পড়ে গেল 🤗🤗

  • @TISumon
    @TISumon Рік тому

    প্রতিবেদনটি দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেলো
    প্রতিবেদককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @sktechnicalbd
    @sktechnicalbd Рік тому

    মনে পড়ে গেলো সেই পুরনো দিনের কথা ,, কতযে নোকিয়া মোবাইল ইউজ করেছি,, খুব মিস করি

  • @travelwithmahedul1363
    @travelwithmahedul1363 Рік тому +1

    Thank you somoy news for recapturing our golden days memories back in 2004

  • @PantherPatient
    @PantherPatient Рік тому +12

    NOKIA: Connecting People 🤝

    • @tazwar3601
      @tazwar3601 Рік тому +2

      একটা বুড়া হাত আরেক একটা বাচ্চার হাত 😂

  • @Tangled63
    @Tangled63 Рік тому +14

    জীবন তখন ছিলো ৭টাকা ময়🤗

  • @sadiaskitchenwithbarisal7283
    @sadiaskitchenwithbarisal7283 Рік тому +1

    কম বেশী সবাই বড় মোবাইলের পাশাপাশি ছোট একটা মোবাইল হাতে থাকে বাট সেগুলো ভালোনয়।
    তাই বর্তমান বাজারে এগুলো আবার ফিরিয়ে আনলে আশাকরি বাজার ভালো হবে। ❤

  • @viraltopicbangla6898
    @viraltopicbangla6898 Рік тому

    তখনকার সাপের গেমে যে মজা ছিল
    সেই মজা এখন আর কোন গেমেই পাওয়া যায় না

  • @mdmillionmi5363
    @mdmillionmi5363 Рік тому

    ইস জীবনের প্রথম জ্যাঠীর মোবাইল নোকিয়া ফোন দিতে সাপ গেম আরো গেম খেললে যে কত ভালো লাগতো আজ কোনো গেমই এত ভালো লাগে না, সেদিন মিস করি 😪😪😪😪

  • @kajolkajol4690
    @kajolkajol4690 Рік тому +3

    ২০০৪ থেকে ২০২২ এখনো নকিয়ার সাথে আছি।

  • @dr.salmanabdullah
    @dr.salmanabdullah Рік тому +1

    Nokia 1110 was my 1st phone...
    2nd was nokia 1600
    3d nokia 7210 supernova..💞

  • @IslamKhan-yf9fm
    @IslamKhan-yf9fm Рік тому +1

    হায়রে স্মৃতি মনে পড়ে গেল 😥😥

  • @gamingsajjad7866
    @gamingsajjad7866 Рік тому +3

    Mone pore gelo

  • @md.adilhossainaccounts4091
    @md.adilhossainaccounts4091 Рік тому

    তখন ছাত্র ছিলাম খুব ইচ্ছে ছিল ফোন গুলো কেনার কিন্তু পারিনি আর এখন সামর্থ্য আছে কিন্তু সেই ভালো লাগা ফোন গুলো আর নেই। সত্যিই আবেগে আপ্লুতো হয়ে গেলাম। 🥺

  • @naimulhasannahin8632
    @naimulhasannahin8632 Рік тому

    Nokia 1100 model ta amader familyr first phone chilo. 😍
    Abaro akta nibo.

  • @sattyacharan4799
    @sattyacharan4799 Рік тому +7

    এটাকে আমরা আম পাড়া মোবাইল বলতাম যার একটি স্মৃতি হিসেবে এখনো আছে

  • @alihossain4518
    @alihossain4518 Рік тому +10

    ১১০০ মডেলের nokia সেট এখন আসলে এখনো ব্যবহার করতাম

  • @arifrahman9493
    @arifrahman9493 Рік тому +6

    প্রথম ফোন কেনা হয় আমার নকিয়া ১১০০ ফোনটি। এবং ২০০৩ সালে ফোনের দোকানে চাকুরি করার সুবাধে তখন অনেক মডেলের ফোন ব্যবহার করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ।

    • @sarmin2760
      @sarmin2760 Рік тому

      আমার ও ছিল

    • @sunset2412
      @sunset2412 Рік тому +1

      আর কী কী মডেল চালিয়েছেন?প্লীজ কমেন্টে বলে যান(শুধু নকিয়া)

    • @arifrahman9493
      @arifrahman9493 Рік тому

      এরিকসন, এ্যালকেটেল, সিমেন্স, জেড টি ই ও মটোরলা।

    • @sunset2412
      @sunset2412 Рік тому

      আমি শুধু নকিয়ার মডেল নম্বরের কথা জানতে চাচ্ছি😒

    • @sarmin2760
      @sarmin2760 Рік тому

      অনেক আগে কথা মনে নেই

  • @user-fl3ej6bb2g
    @user-fl3ej6bb2g Рік тому +7

    পুরনো আনন্দটা মনে করিয়ে দিলেন ধন্যবাদ আপনাকে।

  • @ruhelahmed050
    @ruhelahmed050 8 місяців тому

    নোকিয়া মোবাইলের ইতিহাস কখনো ভুলা যাবে না,

  • @maishaitaly4363
    @maishaitaly4363 Рік тому +8

    তখন কার সময় অনেক ভালো ছিল

  • @mdmominulislam2923
    @mdmominulislam2923 Рік тому +3

    যদি নকিয়া ১১০০ এই মডেলের ফোন গুলো আবার আনা হয় আমার বিশ্বাস সর্বোচ্চ বিক্রি হবে সারা বিশ্বে

  • @I.H.Prince
    @I.H.Prince Рік тому +2

    2004 এ Nokia 6600 কিনেছিলাম ২৫০০০ টাকা।শুধু Mp3 গান আর Video Songs এর জন্যে কিনেছিলাম।এখন ভাবতেই অবাক লাগে।

  • @MdSabbir-24
    @MdSabbir-24 10 місяців тому

    নকিয়া ব্রেন্ডের ফোনগুলো আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে এখনও 😢😢।

  • @gaminggpz
    @gaminggpz Рік тому +1

    News এর starting music টা দারুন ছিল

  • @saraalamgir8072
    @saraalamgir8072 Рік тому +1

    নোকিয়া ৩৩১০ ব্যবহারের মাঝে যে আনন্দ আবেগ ভালোবাসা ছিল,
    সেটা এখন আইফোন ১৪ প্রো ম্যাক্স নেই। 😢

  • @mramman5254
    @mramman5254 Рік тому

    নোকিয়া ফোন দিয়ে আমার প্রথম প্রেম আজ সেই কন্ঠটাও শুনিনা আর নোকিয়াও নাই

  • @simplestraight5758
    @simplestraight5758 Рік тому

    আমিও তিনটা নকিয়া ফোনসেট ব্যাবহার করেছিলাম।সত্যি সেই সময় নকিয়া ফোনসেট ছিল,সবার পছন্দের তালিকায়।

  • @landscape2168
    @landscape2168 Рік тому +1

    আমার জীবনের প্রথম ফোন নকিয়া ৩৩১০
    (২০০২)

  • @topcommenter5083
    @topcommenter5083 Рік тому +2

    আমার শৈশবের ভালবাসা.... নোকিয়া ❤

  • @monjurhasan5339
    @monjurhasan5339 Рік тому

    সেই মোবাইল গুলা এখনো থাকলেই ভাল হতো। বর্তামানে আধুনিক মোবাইল এসে শেষ করে দিলো সব

  • @mdnurmohammadkhan9720
    @mdnurmohammadkhan9720 Рік тому

    এখনো মনে পড়ে সেই দিনগুলি নরমাল ফোন ব্যবহার করতাম তখন কি রিংটোন দিতাম তা সারাক্ষণ ভাবতাম এখন হাজার টাকার ফোন সাইলেন্ট করে রাখে মানুষ

  • @sherabonmoni7717
    @sherabonmoni7717 Рік тому +3

    খুব আশা করি এটা ফিরে আসুক আবার ও

  • @tuhinali7767
    @tuhinali7767 Рік тому

    আমি এখনো নকিয়া ফোন ব্যবহার করি।
    শখের বশে এবং শৈশবের আবেগ থেকে নকিয়া মোবাইল ভালোবাসি
    এখনো প্রায় ১০০+ নোকিয়া ফোন কালেকশন করে রেখেছি।
    যখন যেটা ব্যবহার করতে ইচ্ছে করে
    তখন সেটা ব্যবহার করি।

  • @selimlovelove7258
    @selimlovelove7258 Рік тому

    মনে পড়ে গেলো সেই পুরান দিনের মোবাইলের কথা।

  • @musictv9123
    @musictv9123 Рік тому +1

    *ছোট থেকেই নোকিয়া ফোন ইউস করে আইছি এখনো করি Nokia 7.2❤️❤️❤️*

  • @ahmedia3978
    @ahmedia3978 Рік тому +1

    কত আবিষ্কার আসবে পরে আরেক আবিষ্কারের কাছে তুচ্ছ হয়ে যাবে,কিন্তুু আমাদের প্রিয়নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন তা কিয়ামত পরযন্ত উচ্চ আবিষ্কার হয়ে থাকবেই,❤️❤️❤️

  • @MONERJANALA786
    @MONERJANALA786 Рік тому

    মিসকল বাত্তি নিয়া একটা প্রতিবেদন করিয়েন,সেই পুরাতন দিন গুলো মনে পরে

  • @esratjahaneti2622
    @esratjahaneti2622 Рік тому

    আহ্া আগের সেই নকিয়া ফোন
    আমার আম্মার ছিল
    সেই ফোন টা দিয়ে কতোই না আনন্দ উপভোগ করতাম
    সাপ গেইম খেলতাম
    একেকটা রিংটোন কতো বার যে শুনতাম
    সেই দিন আর ফিরে আসবে না😥

  • @bappondas1299
    @bappondas1299 Рік тому +1

    নকিয়া ৩৩১০ নকিয়, এন ৯৭ মিনি ও নকিয়া ই ৮ তিনটি মডেল আমার কাছে আছে। স্মৃতি ধরে রাখার জন্য সেই সোনালী অতীত এখনো মনে করে দেয়।
    তবে নকিয়া ৩৩১০ ভালোভাবে কাজ করে, ই ৮ ডেড ও এন ৯৭ ডিসপ্লেতে কিছুটা দাগ।
    ধন্যবাদ সময় টিভিকে একটি সুন্দর বিজ্ঞাপন তুলে ধরার জন্য।

  • @shahsujashawrav
    @shahsujashawrav Рік тому +3

    অনেক কিছুই মনে হয়ে গেলো
    আহারে জীবন
    কতোই না মধুর ছিলো

  • @muktamuktamunsi9588
    @muktamuktamunsi9588 10 місяців тому +1

    নাম্বার ওয়ান এই ফোন ❤❤❤

  • @al-helal235
    @al-helal235 Рік тому +4

    তখন নোকিয়ার 5 মেগাপিক্সেল,8মেগাপিক্সেল Carl Zeiss ক্যামেরা - এখনকার হ্যান্ডসেটগুলার 48 , ৩২ মেগাপিক্সেল ক্যামেরার খেকে হাজার হাজার গুনে ভালো ছিল 👌👌👌

    • @md.hasiburrahmanhasib8288
      @md.hasiburrahmanhasib8288 Рік тому

      রাইট ভাই আমার কাছে নোকিয়া পি৬৩ একটা জার্মানি ফোন ছিল। ৬ মেগা পিকচার ক্যামেরা ছিল রাতে স্পষ্ট ছবি তোলা যায়। ভাই এখন এন্ড্রয়েড ফোনে চাঁদের ছবি তুললেও ভালোভাবে দেখা যায় না। স্পষ্ট ১০০% ক্লিয়ার ভাবে ছবি উঠতো এখনকার সময় বাটন ফোনের দাম ছিল ১১২০০ টাকা

  • @tareqislam9966
    @tareqislam9966 Рік тому +3

    সেই দিনগুলি আবার ফিরে আসুক

  • @piyasharfin9465
    @piyasharfin9465 Рік тому

    ৩৩১০ মোবাইলটা আমার মুখাস্ত ছিল। আমার প্রথম হেন্ডসেট ছিল নকিয়া ৩৩১০। পুরাতন মোবাইল হাতে পেয়ে এত খুশি হয়েছিলাম। ডিসপ্লে ছাড়া প্রায় ১ মাস চালিয়েছি😁😁😁

  • @mariamalam2715
    @mariamalam2715 Рік тому

    অনেক ছোট ছিলাম ঠিক মনেও নাই স্কুলেই ভর্তি হয়নি তখন ভাইয়া কিনেছিল কি যে খুশি হয়ছিলাম এটা দেখে

  • @sunjidaniger5267
    @sunjidaniger5267 Рік тому

    Nokia 3 use korci,
    MASHA ALLAH! Acar deower por o vangeni
    Nokia agge besh lagto.