এই ছবির একটা বিরাট অংশের স্যুটিং হয়েছিল দশঘরার জমিদার রায় বাড়িতে। দশঘরা হুগলি জেলায়। তারকেশ্বর থেকে বারো কিলোমিটার দূরে। এখানে আরও অনেক ছবির স্যুটিং হয়েছিল। এই গ্রামের মধ্যেই বিশ্বাস জমিদার বাড়ি। এই বাড়িতেও অনেক ছবির স্যুটিং হয়েছে। এখনও এই বাড়িগুলো আছে। দুই বাড়িতে দুর্গা পুজো এখনো হয়।বাহিরে থেকে প্রচুর লোক এখানে পুজো দেখতে আসে। এখানে ১৮৫৮ সালের, যে বছর কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, একটা স্কুল স্বমহিমায় এখনো শিক্ষা দান করে চলেছে। এই গ্রামের একটু দূরে চকদীঘি গ্রাম। সেই গ্রামের জমিদার বাড়িতে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে স্যুটিং হয়েছিল। সেই বাড়ির পাশেই বিদ্যাসাগরের হাতে প্রতিষ্ঠিত একটি স্কুল এখনো শিক্ষা দান করে চলেছে। এই দশঘরা থেকে একটু গেলেই ধনিয়া খালি ব্লক। সেই ব্লকেই ভান্ডার হাটি গ্রাম। সেই গ্রামের চৌধুরী জমিদার বাড়িতে এখনো অনেক স্যুটিং হয়। প্রায় আটশো বছরের দুর্গা পুজো এখনো হয়। শহর থেকে শয়ে শয়ে লোক এই পুজো দেখতে আসে। একটা গোবিন্দ মন্দির আছে সেটা মহাপ্রভু চৈতন্য দেবের আগে। এখনো নিত্য পুজো হয়। লেঠেল শম্ভু তৈল মর্দন করে কসরত করতো এই রায় বাড়ির নাট্যশালা নাচ বাড়ির পাশে ঝিল বাড়ির ঘাটে। এখনো আছে। ছবির দৃশ্যের সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে।
দেখো সোশ্যাল মিডিয়াতে এসেছো , এখন আর ব্যক্তিগত বলে কিছু নেই, তাই আমিও একটু আমার মতামত জানাচ্ছি ..... ছেলেটার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি । ছেলেটা নো ডাউট ভালো ছেলে । সে নিজেকে স্মার্ট সুসজ্জিত বোঝানোর জন্য, তার যে প্রেজেন্টেশন বিশেষ করে ভাষায় সে এমন এমন শব্দ ব্যবহার করেছে , যেমন " অসাধারণ "এই শব্দটা আমার একদম ভালো লাগেনা এর বদলে আরো অনেক শব্দ আছে যেমন ' খুব সুন্দর ' আরো অনেক আছে
বারুইপুরের পরের স্টেশন শাসন রোড। শাসন থেকে রিকশাতে মিনিট পনেরোর দূরত্ব।
শেখর বালি 1নং পঞ্চায়েত চক্রবর্তী বাড়ি
আমার মনে হয় উনি হয় খুব ছোট ছিলেন না জন্মাননি এই বাগানটা বারুইপুর এর এক্সাক্ট কোথায় একটা অসাধারণ বই অসাধারণ অভিনয় যাইহোক উনার বিশ্লেষণ ভালই লাগলো
বাগান টা কেথায় জানার দরকার নেই কারণ মানুষের নজর পড়লে ধ্বংস হয়ে যাবে। তাই টি ভি তে দেখাই ভালো।
অবশ্যই ❤❤❤
Ekdom thik kotha.
অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই কাজের জন্য। আজ কাল সত্যিই এই ধরনের ব্যবস্থা পনায় কারো ইচ্ছে থাকেনা। খুব ভালো কাজ।
খুব সুন্দর। একটা ঐতিহ্যবাহী হয়ে রইল।
স্মৃতি বড় মধুর! বড় বেদনার!
অসাধারণ একটি সিনেমা
খুব ভালো লাগছে ।আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম ।অনেক ধন্যবাদ।🙏🏻🙏🏻🙏🏻
এই ছবির একটা বিরাট অংশের স্যুটিং হয়েছিল দশঘরার জমিদার রায় বাড়িতে। দশঘরা হুগলি জেলায়। তারকেশ্বর থেকে বারো কিলোমিটার দূরে। এখানে আরও অনেক ছবির স্যুটিং হয়েছিল। এই গ্রামের মধ্যেই বিশ্বাস জমিদার বাড়ি। এই বাড়িতেও অনেক ছবির স্যুটিং হয়েছে। এখনও এই বাড়িগুলো আছে। দুই বাড়িতে দুর্গা পুজো এখনো হয়।বাহিরে থেকে প্রচুর লোক এখানে পুজো দেখতে আসে। এখানে ১৮৫৮ সালের, যে বছর কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, একটা স্কুল স্বমহিমায় এখনো শিক্ষা দান করে চলেছে। এই গ্রামের একটু দূরে চকদীঘি গ্রাম। সেই গ্রামের জমিদার বাড়িতে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে স্যুটিং হয়েছিল। সেই বাড়ির পাশেই বিদ্যাসাগরের হাতে প্রতিষ্ঠিত একটি স্কুল এখনো শিক্ষা দান করে চলেছে। এই দশঘরা থেকে একটু গেলেই ধনিয়া খালি ব্লক। সেই ব্লকেই ভান্ডার হাটি গ্রাম। সেই গ্রামের চৌধুরী জমিদার বাড়িতে এখনো অনেক স্যুটিং হয়। প্রায় আটশো বছরের দুর্গা পুজো এখনো হয়। শহর থেকে শয়ে শয়ে লোক এই পুজো দেখতে আসে। একটা গোবিন্দ মন্দির আছে সেটা মহাপ্রভু চৈতন্য দেবের আগে। এখনো নিত্য পুজো হয়। লেঠেল শম্ভু তৈল মর্দন করে কসরত করতো এই রায় বাড়ির নাট্যশালা নাচ বাড়ির পাশে ঝিল বাড়ির ঘাটে। এখনো আছে। ছবির দৃশ্যের সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে।
Nice ভালো লাগলো ধন্যবাদ
খুব ভালো🙏🏾🙏🏾🙏🏾🎏🎏
খুব ভালো লাগলো । 👌🙏🥰
এটা কী কয়ালের বাগান?
বাগান টা বাঞ্চা রই থাকবে।
জমি মাফিয়া থেকে সাবধান😮😮😮
ঠিক বলেছেন। ⚘❤⚘❤
Ei bagan ta Baruipur er porer station Shasan road er kache.
লোকেশন তা জানালে ভালো hoto
Paakhi to holo, pashu kothay!
Eto din mone pore ni , bagan ta kmn chilo 🤣
Daruun
Ami Tollygaunge UA-cam official ke request korcchi, Heritage spot, Shooting spot hisabe rakhte. Chance pele Ami, amar family jaabo. T&c thakbe. Maintenance team Viswa bangla official samet jaaben. Rajdeep bhattacharjee Barrackpore
বাগানটা কোথায় জানতে চাই
Baba eta sei bikhyato bagan!
দেখো সোশ্যাল মিডিয়াতে এসেছো , এখন আর ব্যক্তিগত বলে কিছু নেই, তাই আমিও একটু আমার মতামত জানাচ্ছি .....
ছেলেটার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি । ছেলেটা নো ডাউট ভালো ছেলে । সে নিজেকে স্মার্ট সুসজ্জিত বোঝানোর জন্য, তার যে প্রেজেন্টেশন বিশেষ করে ভাষায় সে এমন এমন শব্দ ব্যবহার করেছে , যেমন " অসাধারণ "এই শব্দটা আমার একদম ভালো লাগেনা এর বদলে আরো অনেক শব্দ আছে যেমন ' খুব সুন্দর ' আরো অনেক আছে
গাছ গুলো দেখে বোঝা যাচ্ছে মোটেই যত্ন পায় না।সব গাছ গুলোতে পরগাছা ভর্তি।
বাঞ্চারাম কি সত্যই কখনও ছিলেন?
প্রতিবেদন করতে প্রথমে জায়গাটি বিবরণ দিতে হয় !
বাগানটার লোকেশন কি?
বারুইপুর, শাসন ষ্টেশনে নেমে অটো যোগে শিখরবালী।
Explanation not good at all.
❤️❤️❤️❤️❤️