আমের ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই দমনে করণীয় | সবুজ বাংলা | Sobuj Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • আমের ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই দমনে করণীয় | সবুজ বাংলা | Sobuj Bangla
    বাংলাদেশে উৎপাদিত ফলসমুহের মধ্যে আম অন্যতম। স্বাদে, গন্ধে ও তৃপ্তি প্রদানে আম অতুলনীয় তাই আমকে ‘ফলের রাজা’ বলা হয়। আম পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের সব এলাকাতে আম গাছ দেখা গেলেও চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় বাণিজ্যিকভিত্তিতে আম চাষ হয়ে থাকে।
    আমাদের দেশে আমের ফলন বেশ কম, হেক্টর প্রতি মাত্র ৪ টন। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রায় ১০ টন। আমের ফলন কম হওয়ার যে সকল কারণ দায়ী, পোকা-মাকড়ের আক্রমণ তাদের মধ্যে অন্যতম। পোকা-মাকড়ের আক্রমণে শুধু মাত্র ফলন কমে যায় তাই নয়, অনেক সময় আমের ফলন শূন্যের কোঠায়ও পৌঁছতে পারে। সুতরাং আমের উৎপাদন বৃদ্ধির জন্য সঠিক সময়ে পোকা দমন অপরিহার্য।
    উপস্থাপনায়ঃ আজমেরী মুমু।
    যোগাযোগ ঠিকানাঃ সবুজ বাংলা, জিটিভি, ২৫, সেগুন বাগিচা, ঢাকা-১০০০
    ফোনঃ ৮৩৯১০২১-৫, মোবাইলঃ ০১৯৩৮৮৩৫৮০৯
    email: shabujbangla@gazitv.com

КОМЕНТАРІ • 20