SHANTINIKETAN TOUR. কম খরচে শান্তিনিকেতন ভ্রমণ।। SANTINIKETAN. SHANTINIKETAN TOUR GUIDE.

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 370

  • @joydeepkar3176
    @joydeepkar3176 Рік тому +4

    Subscribe না করে থাকতে পারলাম না, এতো সুন্দর উপস্থাপনা আর এত informative, সত্যি ভাবা যায় না

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️❤️

  • @runasil9262
    @runasil9262 Місяць тому +2

    Very informative, detailed and nice video on Shantiniketan.

    • @tripandtourguide
      @tripandtourguide  Місяць тому

      অনেক অনেক ধন্যবাদ 🙏💚

  • @linamajumder3458
    @linamajumder3458 Рік тому +5

    খুব ভাল লাগল ।আপনার ভিডিও থেকে প্রচুর দরকারি তথ্য পেলাম ।খুবই নিখুঁত আর অসাধারণ ।

  • @kalpanatarafdar4879
    @kalpanatarafdar4879 Рік тому +3

    আপনার চোখ দিয়ে শান্তিনিকেতন দর্শন হয়ে গেল। নিজে গেলেও হয়তো এত ভালো ভাবে দেখা হত না। অনবদ্য।

  • @arunchattarjee9099
    @arunchattarjee9099 Рік тому +4

    এক কথায় অনস্বীকার্য , অনবদ্য , অভিনব ঐতিহ্য মন্ডিত স্থাপত্য কবিগুরুর মহিমা মন্ডিত ঐশ্বরিক স্থান যা চিরকালই বেঁচে থাকবে এই বাংলার মাটিতে । খুব ভালো লেগেছে এবং ভিডিওগ্রাফির ধারা ভাষ্য আরও মনোজ্ঞ করে তুলেছে । ধন্যবাদ রইলো ।

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে এত ভালো কমেন্ট করার জন্য। ❤️❤️❤️

  • @somendas966
    @somendas966 Рік тому +3

    ভিডিও টি খুব সুন্দর লাগলো এবং অনেক কিছু অজানা ছিল কিন্তু জানতে পারলাম সুন্দর হয়েছে ভিডিওটি ধন্যবাদ

  • @anjande2814
    @anjande2814 Рік тому +2

    Khub valo laglo.Informative.
    Presentation atanto simple kintu bhisan pranabanto.
    Dhannabad apnake.
    Valo thakun.
    Prof.(Dr.) Anjan De

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +1

      স্যার আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন।

  • @tapashdey4004
    @tapashdey4004 9 місяців тому +2

    খুব ভালো লাগলো অনেক কিছু জানা গেল, ধন্যবাদ আপনাকে

  • @diptanshubiswas1115
    @diptanshubiswas1115 Рік тому +5

    অনেক vlog দেখার পর আপনার ভিডিওটা দেখলাম এবং সবচেয়ে helpful লাগলো। খুব informative আর সহজ ভাবে বোঝানো সব কিছু।

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +2

      অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন

  • @srabanibasak2641
    @srabanibasak2641 Рік тому +3

    তোমার video খুব ভাল লাগল। অনেক টা cover করার চেষ্টা করেছো। খুব ভালো লাগল।👍

  • @simplediybybhumikaandriya58
    @simplediybybhumikaandriya58 Рік тому +2

    Vlog ta vison informative...thank you eto sundor kore explain korar jnno dekhanor jnno...keep it up...

  • @shresthasadhukhan3859
    @shresthasadhukhan3859 Рік тому +3

    অনেক information পেলাম। অসাধারণ লাগল thanku you

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ ভালো থাকবেন

  • @soumitadas9322
    @soumitadas9322 Рік тому +2

    Khub sundor kore describe korechen ..khub help holo....

  • @maheswarthandar3094
    @maheswarthandar3094 Рік тому +3

    থাকি শান্তিনিকেতন এ কিন্তু প্রথম প্রকৃতি ভবন দেখলাম আপনার ভিডিও তে। আপনার পুরি ভ্রমণ এর একটা ভিডিও দেখে ছিলাম খুব ভালো লেগেছিলো। আজ আমার শান্তিনিকেতন এর ভিডিও দেখলাম খুবই ভালো লাগলো। আবার আসবেন আমার তরফ থেকে আমন্ত্রণ রইলো।

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন।

  • @arpitadas3597
    @arpitadas3597 Рік тому +2

    খুব সুন্দর লাগলো শান্তিনিকেতন ভিডিও।2021এর25শে December last ঘুরে এসেছি। এতো সুন্দর জায়গা প্রতি বছরই যেতে ইচ্ছে করে। অসাধারণ তোমার presentation , back ground music টি দারুন লেগেছে।সব মিলিয়ে দারুন লাগলো ভিডিও টি।মন ভালো করা ভিডিও।

  • @rinamustafi8568
    @rinamustafi8568 Рік тому +3

    Vari sundor background music, narration o informative video..sob sight gulo sundor vabe dekhiyechen..

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন ❤️❤️❤️

  • @swarupdas6999
    @swarupdas6999 Рік тому +3

    আমি মনে করি এর চেয়ে ভালো ভিডিও হতেই পারেনা।
    দারুন দাদা

  • @laxmideysarkar5736
    @laxmideysarkar5736 Рік тому +3

    একটা সম্পূর্ণ পরিপূর্ণ ভিডিও পেলাম
    দারুণ লাগলো

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ ভালো থাকবেন

  • @pritamsinha3423
    @pritamsinha3423 Рік тому +5

    খুব সুন্দর আমরা শান্তিনিকেতন ঘুরলাম👍🏻অনেক ধন্যবাদ🙏 খুব সুন্দর informative video 📸 হয়েছে ❤️

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +1

      অনেক ধন্যবাদ ভালো থাকবেন ❤️❤️

  • @তুমি-গ৯র
    @তুমি-গ৯র Рік тому +2

    Darun laglo dada

  • @ayannandi2543
    @ayannandi2543 11 місяців тому +2

    Darun korecho bhai video...kichui r jiggasho roilona

  • @ashisbanerjee891
    @ashisbanerjee891 Рік тому +3

    খুউউউব সুন্দর। চালিয়ে যাও ভাই।

  • @rajchakraborty8115
    @rajchakraborty8115 Рік тому +2

    খুব ভালো ভিডিও হয়েছে।

  • @upamadasgupta2061
    @upamadasgupta2061 Рік тому +3

    শান্তি নিকেতনের অনেক ভিডিও দেখেছি এবং দেখি । নিঃসেন্দহে আমার দেখা সেরা তথা বহুল ভিডিও। পরিমিতিবোধের পরিচয় পেয়ে ভাল লাগল । অভিনন্দন ❤🎉

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন ❤️

  • @dilipdas2722
    @dilipdas2722 Рік тому +2

    খুব সুন্দর উপস্থাপন আপনার

  • @Sampriti-92
    @Sampriti-92 10 місяців тому +1

    Valo laglo ei Frist apnar video dekhlam amra ei march e jbo tai video ta anek kaje lagbe.

  • @enakshidas1465
    @enakshidas1465 Рік тому +3

    Onek video dekhechi shantiniketan vromon er. Kintu eta sera chilo dada. Already subscribed your channel ❤️

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ ভাল থেকো

  • @papiyabhaumik1673
    @papiyabhaumik1673 Рік тому +2

    খুব ভালো উপস্থাপনা l দেখে মন ভরে গেলো l এর পরের দেখার আশায় থাকলাম l ভালো থেকো l

    • @papiyabhaumik1673
      @papiyabhaumik1673 Рік тому +1

      আমি বারবার যাই l আমার প্রিয় জায়গা l

  • @saikathait
    @saikathait Рік тому +10

    শান্তিনিকেতনের এত সুন্দর ভিডিও আমি আগে দেখিনি !! অসাধারণ হয়েছে দাদা 💝

  • @skriponRipon-j7m
    @skriponRipon-j7m Рік тому +2

    খুব ভালোহয়েছে দাদা ।আমার বাড়ি শান্তিনিকেতন ।

  • @triptirworld
    @triptirworld Рік тому +3

    Darun Laglo Video ❤❤

  • @PsychologyAcademy7439
    @PsychologyAcademy7439 Рік тому +3

    এতো ভালো লাগলো দাদা। যেমন প্রতিটি তথ্য গুছিয়ে দিলেন, তেমন মার্জিত কথা। খুবই ভালো লাগলো।

  • @abhijit123kgp
    @abhijit123kgp Рік тому +3

    Very comprehensive video....must watch

  • @fashionfamehaul1032
    @fashionfamehaul1032 Рік тому +3

    Tomar video asadharon dada. Tumi r o explore Koro r erokomi video dao. Khub valo lage dekhe ❤️

  • @debasishbhowmick5630
    @debasishbhowmick5630 Рік тому +4

    Just fantastic and awesome blog

  • @abhinaboduttaroy2384
    @abhinaboduttaroy2384 Рік тому +31

    Just অসাধারণ, আমি জানি না কেন এইরকম informative video গুলো বেশি মাত্রায় share হয় না, বেশ অবাক ই লাগে, যাই হোক দাদা আমি আপনার এটা 2nd video দেখলাম, খুবই উপকৃত হলাম, আমি always এইরকম detailing video ই expect করি, খুব শীঘ্রই আমরাও যাচ্ছি শান্তিনিকেতন, আপনি এইভাবেই এগিয়ে যান

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +4

      অনেক ধন্যবাদ আপনাকে এই রকম কমেন্টগুলো আসলে তখনই মনে হয় যে ভিডিওটা সত্যি হয়তো ভালো করতে পেরেছি। খুব ভালো থাকবেন।

    • @abhinaboduttaroy2384
      @abhinaboduttaroy2384 Рік тому +2

      @@tripandtourguide ধন্যবাদ আপনার প্রাপ্য আমার তরফ থেকে। শান্তিনিকেতন যাওয়ার পথে এই video টা আমার কাছে as a guide role play করবে। শুধু একটাই request, upcoming সমস্ত video যেন এইরকমই তথ্যে ঠাসা থাকে। কারণ আমার ধারণা অনুযায়ী, আপনার video র main usp কিন্তু এটাই - full of information. ভালো থাকবেন 🙏

    • @subhasdey4899
      @subhasdey4899 Рік тому +1

      Dada Ami agai bolechi apnar monta khubi honest thik jeta apnar vloge protifolito hoeche. Amake akta chart kore din jetate ami sokale Bolpure giye sightseen kore ratre Tarapith jete parbo with transportation details abong ar ektate sokale giye night stay Santinikatane kore porer din Tarapith jabo. Duto trip cheapest kibhabe kora Jay amra 6joner team achi.

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +3

      প্ল্যান ১ -
      হাওড়া থেকে সকাল ছ'টা পাঁচের গণদেবতা অথবা শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটের শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস ধরে বোলপুর শান্তিনিকেতন। স্টেশনে নেমে একটা টোটো রিজার্ভ করে প্রথমে কঙ্কালী তলা তারপর শান্তিনিকেতনের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখুন। একদিনে ঘুরে দেখলে ক্যাম্পাসের চারপাশের জায়গা গুলি র প্রায় অনেকগুলোই দেখতে পাবেন।
      তারপর সন্ধ্যেবেলার ৫:১৭ মিনিটের বর্ধমান রামপুরহাট, ০৬:১৯ মিনিটের মালদা টাউন ইন্টারসিটি অথবা সাতটা আটচল্লিশ মিনিটের বিশ্বভারতী first passenger ধরে রামপুরহাট চলে যান।
      প্ল্যান 2 -
      প্রথম প্লানের মতোই সব কিছু একই থাকবে কেবলমাত্র রাত্রি বেলায় শান্তিনিকেতনের হোটেলে থেকে যেতে হবে আর পরের দিন সকাল বেলায় সাতটা ৪৬ মিনিটের বর্তমান তিন পাহাড় প্যাসেঞ্জার অথবা সকাল ৮ টা ৪৪ মিনিটের গণদেবতা ধরে চলে যেতে হবে রামপুরহাট।
      যদি আপনি শনিবার অথবা রবিবারে যান তাহলে শান্তিনিকেতনে থেকে গেলেই ভালো হয়। এক্ষেত্রে আপনি শনিবারের আর রবিবারের হাট এ বেশ কিছুটা সময় কাটাতে পারবেন।

    • @jalpanasarkar5216
      @jalpanasarkar5216 Рік тому

      Ñ6

  • @skmoinulhuda300
    @skmoinulhuda300 Рік тому +2

    Ami apnar bes kichu video daklam.anek kichu siklam. subscribe krlam .khub bhalo laglo apnar video

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে ❤️

  • @tamalroy6971
    @tamalroy6971 Рік тому +2

    Khub Sundar.. Video.. 😊

  • @soumitadas9322
    @soumitadas9322 Рік тому +5

    আমি এত vlog দেখেছি এরকম honest clear বর্ননা কোথাও পাইনি 😊 আরো ভালো কাজ করুন 😊

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ ভালো থাকবেন ❤️

  • @bipulkumardey8445
    @bipulkumardey8445 Рік тому +2

    খুব ভালো লাগেছে।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Рік тому +3

    Asadharon lal matir path o sabujer somaroho, apurbo kopai nodi o Ajoy nad, darun chitol horiner dal, prokriti bhabaner sangrohoshala, khub sundar konkalitalar mondir, sonajhurir hat, adibasi nrityo, biswabharoti chattorer darshoniyo sthanguli, adibasider ghorer gaye apurbo chitrokolar somahar

  • @pdlifetools1042
    @pdlifetools1042 Рік тому +3

    দাদা খুবই সুন্দর লাগলো ভিডিও টা.... খুব বিস্তারিত ভাবে সবটা বলেছেন... অসাধারন আপনার কথা বলার ধরন ❤

  • @dipachakraborty7128
    @dipachakraborty7128 Рік тому +2

    খুব ভালো ব্লগ

  • @sibshankargangopadhyay7957
    @sibshankargangopadhyay7957 9 місяців тому +2

    Very imformativ

    • @tripandtourguide
      @tripandtourguide  9 місяців тому

      অনেক ধন্যবাদ 🙏❤️

  • @kakaliaich7208
    @kakaliaich7208 Рік тому +2

    Sotti asadharon,etto janar katha,khub samriddho holam....great bhai👌❤️

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️

  • @srijanikabasiroll_9sec_bcl436
    @srijanikabasiroll_9sec_bcl436 Рік тому +3

    অসাধারণ উপস্থাপনা ♥️♥️

  • @debasisbasu8309
    @debasisbasu8309 Рік тому +4

    Very well made blog. Thanks a lot for such an amazing and informative video. Keep it up.

  • @godhuli17
    @godhuli17 Рік тому +2

    Kub sundor videography. And tomer explanation and voice darun

  • @explorerumjhum8582
    @explorerumjhum8582 Рік тому +2

    Tomar tatanagar tour er video follow kore amra tatanagar ghure elam.khub valo ghurechi. Thank u bhai.

  • @sumiroy4243
    @sumiroy4243 Рік тому +3

    Very2 informative video. I like ur guidelines to travel d different parts of Shantiniketan.👍🙏

  • @kalyanroy5789
    @kalyanroy5789 Рік тому +2

    খুব সুন্দর হয়েছে
    ভাল লাগল আমি সব vedio টা দেখলাম, মনে হচ্ছিল আপনার সাথে শান্তিনিকেতন ঘুরছি।
    শুনলাম ভারত সেবাশ্রম একটা unit খুলেছে, সেটা cover করলে ভাল হত

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Рік тому +3

    One of the best vlog ever made on. Shanti Niketan. Thanks.

  • @suchismitasaha5236
    @suchismitasaha5236 Рік тому +4

    খুব সুন্দর ভাই তোমার ভিডিও এই ভাবে এগিয়ে যাওয়ার👌👌

    • @shefalidas2280
      @shefalidas2280 Рік тому +1

      আপনার ফোন নম্বর টা দিলে খুব ভালো হয়

    • @shefalidas2280
      @shefalidas2280 Рік тому +1

      আপনার সাথে কথা বলতে চাই

  • @gouribanerji8922
    @gouribanerji8922 Рік тому +5

    This is definitely the best video on Shantiniketan. Thank you so much.🙏

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +1

      অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন ❤️

    • @mitapaul5033
      @mitapaul5033 Рік тому

      H
      Ab

  • @susmitasarkar2023
    @susmitasarkar2023 Рік тому +2

    AMI SHANTINIKETAN E THAKI APNAR CHOKH DIYE ABAR EKBAR DEKHLAM..KHUB VALO LAGLO

  • @তুমি-গ৯র
    @তুমি-গ৯র Рік тому +2

    Dada ami apnar fan hoya gachi

  • @rajannyatysonvlogs
    @rajannyatysonvlogs 8 місяців тому +2

    Apnar video gulo ato sundor hoy j alada kore kichu janar jonno comments korte hoyna 😊

    • @tripandtourguide
      @tripandtourguide  8 місяців тому

      অনেক অনেক ধন্যবাদ। ❤️🙏

  • @pradiprajbanshi8570
    @pradiprajbanshi8570 Рік тому +2

    Khub sundor describe korechen,

  • @sayanidasgupta2455
    @sayanidasgupta2455 Рік тому +2

    Good job....crisp information shared.

  • @saikathait
    @saikathait Рік тому +7

    Keep posting. Learning so much from your channel. Thanks. 👍👍😍

  • @sutapamitra3258
    @sutapamitra3258 Рік тому +1

    2019 se basonto utsabe giechilm takhon sab Jayga ghure dekhechi man valo hoe geche

  • @explorershibaji
    @explorershibaji Рік тому +4

    অপূর্ব!! ❤️❤️❤️

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      দাদা আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা এই কমেন্টটা দেখে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছে।
      খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

  • @poojadas6401
    @poojadas6401 Рік тому +2

    Khub sundor video

  • @bristidey3893
    @bristidey3893 Рік тому +2

    Apnar explanation darun. & apni sadharon bolei besi akorshoniyo laglo vedio ta.

  • @mayanaskar7319
    @mayanaskar7319 Рік тому +2

    Excellent

  • @pranabdebnath419
    @pranabdebnath419 Рік тому +2

    Very nice presentation

  • @ayushmanroy618
    @ayushmanroy618 Рік тому +3

    Abhishek........your video is really informative and very nicely made. 👌

  • @redbricks7198
    @redbricks7198 Рік тому +1

    খুব ভালো লাগলো
    (Debashish Roy Chowdhury)

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому +1

      অনেক ধন্যবাদ ভালো থাকবেন।

  • @suparnapandit6449
    @suparnapandit6449 Рік тому +2

    Darun lagloo Dada well done.

  • @anupsamanta6971
    @anupsamanta6971 Рік тому +3

    Musical , very nice presentation.

  • @itsraka28007
    @itsraka28007 Рік тому +5

    দাদা তুমি হলে আমার প্রিয় tour vloger,, এইভাবেই video দিতে থাকবেন,,, thank u❤

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ তোমাকে ভালো থেকো ❤️❤️❤️

    • @tapatisengupta3287
      @tapatisengupta3287 Рік тому +1

      Apurbo kobA jabo vabche

  • @upayansarkar735
    @upayansarkar735 Рік тому +2

    Khub bhalo laglo video ta dekhte ami just ei month er ester Saturday Shantiniketan ghure elam apnar ei video ta aage dekhte pele khub upokar hoto cause amra eto kichhu dekhini tobe ekta information debo apni video r first ei je Raipur jaygar naam korlen sekhane last lord Shinhar Raj bari aachhe ota dekhle apnar bhalo lagto otar kotha sobai jane na tobe okhane onek bhuter cinemar shooting hoyechhe next time Shantiniketan gele ota cover korben

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন

  • @sumitasarkar5996
    @sumitasarkar5996 Рік тому +4

    Excellent presentation... voice... view explanation.... All are outstanding 👍

  • @madhurimakarmakar1103
    @madhurimakarmakar1103 Рік тому +1

    13th Jan Tarapith gechilam. 3 te satipeeth (Kankali Tala, Saithia and Fullora) dekhe esechi. Osadharon jaiga.. mon shanti te bhore othe.

  • @krishnasdevotee2335
    @krishnasdevotee2335 Рік тому +1

    Tomar video dekhei jacchi .Khub help holo

  • @dinubagdi4087
    @dinubagdi4087 Рік тому +1

    খুব সুন্দর

  • @mahaswetamondal4047
    @mahaswetamondal4047 Рік тому +2

    Khuuuub bhalo laglo

  • @niladrisaha6786
    @niladrisaha6786 Рік тому +1

    Khub sundor.. Kintu " train ta sokal sokal dia day ni, train ta sokal a ase as Cold field or Agnibina

  • @aamargalpo2564
    @aamargalpo2564 Рік тому +2

    Khuuub informative video

  • @linachowdhury8909
    @linachowdhury8909 Рік тому +2

    Darun laglo

  • @shreyabag8106
    @shreyabag8106 Рік тому +2

    Khub sundor hoyeche ♥️

  • @sudakshinanandy1535
    @sudakshinanandy1535 Рік тому +1

    Darun!!

  • @hdatta1
    @hdatta1 Рік тому +4

    আমি ওখানকার লোকাল। এই বর্ননা টা খুব সুন্দর করে বানানো হয়েছে। পর্যটকদের বেশ উপকার হবে।

    • @sanjupatra5848
      @sanjupatra5848 Рік тому

      শান্তিনিকেতন এ কোন জায়গায় হোটেল নিলে সব থেকে ভালো হয় একটু বলবেন

    • @istoamritersandhane694
      @istoamritersandhane694 Рік тому

      Loj more neben

    • @jsriver6282
      @jsriver6282 Рік тому

      বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস কি বন্ধ দর্শনার্থীদের জন্য? সঠিক তথ্য জানাবেন। ধন্যবাদ

  • @shreyasarkar9659
    @shreyasarkar9659 Рік тому +2

    Kopai nodi ta dekhte pelm nah vid te.. Bt baki besh informative darun chilo

  • @Ghetulal-iy1gq
    @Ghetulal-iy1gq Рік тому +3

    Thanks dada for covering our hometown 😊

    • @Ghetulal-iy1gq
      @Ghetulal-iy1gq Рік тому

      Kintu dada tumi railway museum ta dekhacho

    • @jmexclusive3120
      @jmexclusive3120 Рік тому

      Dada uttrayan kachakachi kono picnic spot ache jakhane Pic Kora jabe​@@Ghetulal-iy1gq

  • @mousuminandi8204
    @mousuminandi8204 Рік тому +2

    আমি পরের মাসে যাচ্ছি মা কে নিয়ে, অনেক আগে গিয়েছিলাম তাই এখন কতটা কি পাল্টেছে সেটা জানার জন্য ইউটিউবের শরণাপন্ন হলাম। তবে আপনার এই ভিডিওটিই আমার সবথেকে বেশি তথ্যবহুল এবং শান্ত সুন্দর মনে হল। আপনার বর্ণনা করার ভঙ্গিও খুব সাবলীল। সাবস্ক্রাইব করে নিলাম।😊
    সোনাঝুরির শনিবারের হাট টি কি রবিবারও বসে? মায়ের ঐ হাট দেখার ভীষণ ইচ্ছে। এটা জানালে উপকৃত হই 🙏

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      শনি ও রবিবার দুদিনই বসে।

  • @bbbd4629
    @bbbd4629 Рік тому +2

    Excellent 👍👍👍

  • @Rajdipmondal9892
    @Rajdipmondal9892 9 місяців тому +2

    দাদাভাই খুব ভাল লাগলো আপনার ভিডিও টা। অসাধারণ,অসাধারন। বলছি আগে থেকে হোটেল বুক করতে হবে, না ওখানে গিয়ে দেখে হোটেল বুক করতে হবে? দয়া করে জানালে ভাল হয। ধন্যবাদ।

    • @tripandtourguide
      @tripandtourguide  9 місяців тому

      হাতে যদি সময় থাকে তাহলে ওখানে গিয়ে দেখে শুনে হোটেল বুক করতে পারেন।।

  • @pgvlog4557
    @pgvlog4557 Рік тому +1

    Video ta khub vlo laglo. ...👍

  • @pulaksen2420
    @pulaksen2420 Рік тому +1

    Darun bornona

  • @sricotindia7415
    @sricotindia7415 Рік тому +2

    BHAI APURBO TOMAR PRESENTATIONS ,
    🎉 MY REGARDS

  • @RahulRoy-y8y
    @RahulRoy-y8y 5 днів тому +2

    ভিডিওটি উপস্থাপন করা খুবই সুন্দর। Subscribe না করে থাকা গেলো না।

  • @sandipbanerjee3331
    @sandipbanerjee3331 Рік тому +1

    খুব ভালো লাগলো। হোটেলের রিভিউ চাই সাথে

  • @visualvibes1997
    @visualvibes1997 Рік тому +2

    First Time Apnar video dekhlam... normally ami trevel vvlog lover... But apnarta khub e informative laglo amar tai subscribe na kore parlamna 😊😊

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      অনেক ধন্যবাদ আপনাকে ❤️

  • @BristiGuin
    @BristiGuin Рік тому +1

    Darun .. ❤ davai amara Tuesday jacchi , thahole ki sonajhuri hat dekhte pabo ? Please bolben.. ami sunechilam roj e bose tobe soni robi 2 din boro kore bose ..

    • @tripandtourguide
      @tripandtourguide  Рік тому

      Main je hat Bose seta Soni ar robibar.... Ekhon Regular Bose kina thik bolte parchi na.. tobe station er kache melar mathe sunechi regular hat Bose..

  • @helpstudy123
    @helpstudy123 Рік тому +2

    খুব ভালো লাগলো 👍❤️❤️এই পলাশবনি গ্ৰামে বাংলা সিরিয়াল 'ইষ্টিকুটুম 'শুটিং হয়েছিল ।এই সিরিয়াল টা খুব জনপ্রিয় হয়েছিল।সিরিয়ালে নায়িকা বাহা র গ্ৰাম ছিল।

  • @petuk3680
    @petuk3680 Рік тому +4

    Thank you so much for sharing the video...I get many things to know...
    😍😍😍😍
    Does vande Bharat exp goes in this line????

  • @debasreesamajdwar4862
    @debasreesamajdwar4862 Рік тому +2

    দাদা আমরা August মাসে যাচ্ছি, ওখানে গিয়ে কোথায় থাকবো ফ্যামিলি নিয়ে যদি গাইড করে দেন খুব উপকার হয়।

  • @subhasishdas2098
    @subhasishdas2098 Рік тому +3

    Kub valo ❤️

  • @AMJANAVLOG
    @AMJANAVLOG Рік тому +2

    Nice