CS, SA, RS, BRS খতিয়ান চেনার উপায় | খতিয়ান বা পর্চা চেনার উপায়

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • CS, SA, RS, BRS খতিয়ান চেনার উপায় | খতিয়ান বা পর্চা চেনার উপায়
    ============================================================
    আমার সাথে যোগাযোগের নাম্বার :
    imo/WhatApp
    ============
    01621453780
    ============================================================
    আমাদের দেশে পরিচালিত ভূমি জরিপ বা রেকর্ড গুলো হচ্ছেঃ
    1. CS-Cadastral Survey (1888)
    2. SA- (1956)
    3. PS Pakistan Survey
    4. RS -Revitionel Survey
    5. BS- Bangladesh Survey (1990)
    6. সিটি জরিপ
    7. দিয়ারা জরিপ
    ১) সি.এস. জরিপ/রেকর্ড (Cadastral Survey)
    "সিএস" হলো Cadastral Survey (CS) এর সংক্ষিপ্ত রূপ। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় যা ১৮৮৮ সাল হতে ১৯৪০ সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপ ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের ১০ম পরিচ্ছেদে অনুসারে সিলেট ও পার্বত্য জেলা ব্যতীত সারা দেশে পরিচালিত হয়। উক্ত জরিপের মাধ্যমে জমির বিস্তারিত মৌজা নকশা (ম্যাপ) প্রস্তুত করা হয় এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর উল্লেখপুর্বক ভূমির বাস্তব অবস্থা, আয়তন, শ্রেণী, পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয়।। এ জরিপ পি-৭০ সীটে কিস্তোয়ারের মাধ্যমে সম্পন্ন হয়।
    সিএস জরিপ ১৮৮৮ সালে কক্সবাজারের রামু থানা হতে আরম্ভ হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়। সে সময়ে সিলেট জেলা আসাম প্রদেশের অধীন থাকায় সিলেট জেলায় সিএস জরিপ হয়নি। তবে জরুরী বিবেচনায় ১৯৩৬ সালের সিলেট প্রজাস্বত্ব আইনের (Sylhet tenancy Act) আওতায় সিলেট জেলার ক্যাডাস্ট্রাল সার্ভে ১৯৫০ সালে আরম্ভ করা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর অধীনে ঐ জরিপ ১৯৬৩ সালে শেষ হয়।
    সি.এস. জরিপে সময় প্রস্তুতকৃত খতিয়ানে জমিদারগণের নাম খতিয়ানের উপরিভাগে এবং দখলকার রায়তের নাম খতিয়ানের নিচে লেখা হত। সে সময় জমিদারগণ সরকার পক্ষে জমির মালিক ছিলেন এবং রায়তগণ প্রজা হিসেবে শুধুমাত্র ভোগ দখলকার ছিলেন। প্রথম জরিপ এই জরিপ এবং প্রস্তুতকৃত নকশা ও খতিয়ান খুবই নিখুঁত ও নির্ভরযোগ্য হিসেবে এখনো গ্রহণীয়। মামলার বা ভূমির জটিলতা নিরসনের ক্ষেত্রে এই জরিপকে বেস হিসেবে অনেক সময় গণ্য করা হয়।
    ২) এস.এ. জরিপ (State Acquisition Survey)
    ১৯৫০ সালে জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার ১৯৫৬ সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারী অধিগ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২/৪/১৯৫৬ তারিখে এই আইনের ৩ ধারার আওতাধীন বিজ্ঞপ্তির মূলে সরকার কর্তৃক সকল জমিদারি দখল নেয়ার পর উক্ত এ্যাক্টের ১৭ ধারা মোতাবেক যে খতিয়ান প্রস্তুত করা হয় তা এস এ খতিয়ান বলে পরিচিত।
    মূলত, জমিদারী ও মধ্যস্বত্ব বিলোপ করে জমিদারগণকে প্রদেয় ক্ষতিপূরণ তালিকা প্রণয়ন এবং ভূমি মালিকগণকে/ রায়তকে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনয়ন করার লক্ষ্যে সে সময় একটি সংক্ষিপ্ত জরিপ ও রেকর্ড সংশোধনী কার্যক্রম পরিচালিত হয় যা পরবর্তীতে এসএ খতিয়ান বলে পরিচিত পায়।
    ১৯৫৬ হতে ১৯৬২ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। জরিপে ভূমি মালিকের নাম ও জমির বিবরণাদি সম্বলিত হাতেলেখা রেকর্ড/খতিয়ান প্রস্তুত করা হয়। সে সময় এই রেকর্ড মোট তিন কপি প্রস্তুত করা হয় যার মধ্যে একটি জেলা রেকর্ড রুমে, এক কপি তহশলি (ইউনিয়ন ভূমি অফিস) অফিসে এবং অন্যটি সার্কেল পরিদর্শক (উপজেলা রাজস্ব) অফিসে প্রদান করা হয়। জরুরী তাগিদে জমিদারগন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ বা খাতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল।
    ৩) পি.এস. জরিপ (Pakistan Survey)
    এস.এ. জরিপকেই পি.এস. জরিপ বলে। ১৯৫৬ হতে ১৯৬২ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।
    ৪) আর.এস. জরিপ (Revisional Survey)
    সি.এস. জরিপ সম্পন্ন হওয়ার সুদীর্ঘ ৫০ বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমির অবস্থা, প্রকৃতি, মালিক, দখলদার ইত্যাদি হালনাগাদ করার লক্ষ্যে এ জরিপ সম্পন্ন করা হয়। এস.এ. জরিপের সময় সরেজমিনে তদন্ত বা জরিপ কার্যক্রম পরিচালনা হয়নি। জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস.এ জরিপ বা খাতিয়ান প্রস্তুত করা হয়েছিল যার কারণে অনেক ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। এই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি জরিপ করার সিদ্ধান্ত নেয় যা আর.এস বা Revisional Survey জরিপ হিসেবে পরিচিত। এই জরিপে প্রস্তুতকৃত নকশা (ম্যাপ) এবং খতিয়ান নির্ভুল হিসেবে গ্রহণীয়।
    #CSখতিয়ান #১/১খতিয়ান #rsখতিয়ান #bsখতিয়ান #bdsখতিয়ান
    Video Tag
    =======================
    সি এস খতিয়ান
    cs sa rs bs খতিয়ান চেনার উপায়
    cs খতিয়ান বের করার নিয়ম
    sa খতিয়ান চেনার উপায়
    rs খতিয়ান চেনার উপায়
    bs খতিয়ান চেনার উপায়
    bds খতিয়ান চেনার উপায়
    খতিয়ান চেনার নিয়ম
    খতিয়ান চেনার উপায় কি
    নামজারি খতিয়ান চেনার উপায়
    cs খতিয়ান চেনার উপায়
    দিয়ারা খতিয়ান চেনার উপায়
    জাল খতিয়ান চেনার উপায়
    খারিজ খতিয়ান চেনার উপায়
    খাস খতিয়ান চেনার উপায়
    brs খতিয়ান চেনার উপায়।
    আর এস খতিয়ান চেনার উপায়
    বি এস খতিয়ান চেনার উপায়
    Land Information System,Land Title Verification,Land Title Check,Land Survey Bangladesh,Land Ownership Verification,Legal Land Documents,Land Registration Process,Real Estate Bangladesh,Bangladesh Land Records,How to Verify Land Papers,
    এস এ খতিয়ান,rs ও সিটি জরিপ চেনার উপায়,পর্চা,খতিয়ান চেনার উপায়,সিটি জরিপ,2024,ডিজিটাল ভারত,কৃষি উন্নয়ন,ভূমি ব্যবস্থাপনা,ডাটা অ্যানালিসিস,কৃষি তথ্য,CS,ভূমি,ভূমি আইন,কৃষি,ভূমি রেকর্ড,জমির রেকর্ড,BRS,SA,RS,মাত্র ৫ মিনিটে,চেনা,বাংলা ভিডিও,খতিয়ান
    ধন্যবাদ

КОМЕНТАРІ •