সত্যি পৃথিবীর বেহেস্ত সুইজারল্যান্ড? Jungfraujoch, Top of Europe, Switzerland. Europe Tour Vlog #9

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @FamilyLifeInSwitzerland1
    @FamilyLifeInSwitzerland1 2 роки тому +35

    ভাইয়া & আপু Top of Europe - এ আপনাদের দেখে খুব খুউব ভাললাগছে … 🇨🇭পুরোনো এবং পরিচিত জায়গাকে নতুন করে দেখছি 🍀
    Tough tickets 🎫 একটু expensive but Awesome বলার ধরন থেকে বুঝে নিতে পারি Worth it … !! আর মাঝে মাঝে একটু বেসূর গলায় গান গাইলে কি হয় আপু !! ♥️
    ভাইয়া আপনারা Maximum way টা Eiger express দিয়ে এসেছেন আর last part টা ট্রেনে এসছেন বলে সময় কম লেগেছে , Lauterbrunnen থেকে আসলে পুরোটা ট্রেনে র জার্নি তখন সময় ও অনেক বেশী লাগে । Eiger Express ২ বছর আগে ওপেন হয়েছে টাইম ও বাচে অনেক… Switzerland এ সব কিছু এত expensive ! Normal ride গুলোর ও অনেক price আর এটা
    তো Top of Europe!!

    • @ZahangirAlam-ym2zx
      @ZahangirAlam-ym2zx 2 роки тому +1

      I love you sister from Bangladesh

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +5

      সময় কম লেগেছে বলেই এত কিছু কভার করতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করার জন্য। না হলে এত সহজ হতো না। ভাল থাকুন দোয়া করি। 🥰❤️

    • @sikhadas8300
      @sikhadas8300 2 роки тому +1

      হীরা এবার পাঁচ জন মিলে যাবে 🤗😄

    • @FamilyLifeInSwitzerland1
      @FamilyLifeInSwitzerland1 2 роки тому +1

      @@AdventureTube21 Always our pleasure 🍀

    • @FamilyLifeInSwitzerland1
      @FamilyLifeInSwitzerland1 2 роки тому +4

      @@sikhadas8300 নারে আপু , ৩-৪
      বার Already Top of Europe এ গিয়েছি এখন
      Next ২-৩ বছর আর যাবোনা ! তাছাড়া Top of Europe এর Vlog তো last summer এ আপনাদের জন্য শেয়ার করেছি & ভাইয়া ও এবছর সবসময়ের মত অনেক সুন্দর করে Vlog শেয়ার করেছে So … একটুতো break নেয়া ই যায় …❤️

  • @rumaghosh3828
    @rumaghosh3828 2 роки тому +10

    অসাধারন সৌন্দর্য প্রকৃতির যা ভিডিও তে দেখে ও মন ভোরে গেল৷ধন্যবাদ আপনাকে

  • @nasiruddinmachum39
    @nasiruddinmachum39 2 роки тому +1

    আল্লাহর দুনিয়া এত সুন্দর, তাহলে পরকালে জান্নাত যে কত সুন্দর...এমন সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @mahfuzarahman3654
    @mahfuzarahman3654 2 роки тому +10

    খুব সুন্দর । সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

  • @md.golammostafa5651
    @md.golammostafa5651 2 роки тому +1

    কী বলবো? সত্যিই অসাধারণ! আলহাদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছেন তা আপনার মাধ্যমে দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ।

  • @shahidurrahman2181
    @shahidurrahman2181 2 роки тому +3

    দাদা আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে... 🌺সুইজারল্যান্ড সত্যি অসাধারণ পৃথিবীর অন্যতম স্বর্গ রাজ্য বলতে পারেন! সুইচ ঘড়ি সারা বিশ্বেরসেরা মনজুড়ে গেলো... মালা,, ভাবির জন্য অশেষ শুভেচ্ছা থাকবে সবসময়ই.. দুজনেই ভালো থাকবেন... খোদা হাফেজ 🇧🇩

  • @sakhawatulmaula5244
    @sakhawatulmaula5244 2 роки тому +2

    দুচোখ ভরে শুধু ই দেখলাম ,,,,, মন প্রাণ ভরে গেল ,,,,, স্বপ্নের দেশ সুইজারল্যান্ড দেখার ইচ্ছা আরও বহুগুন বেড়ে গেল ।

  • @travelwithme4694
    @travelwithme4694 2 роки тому +3

    এই সৌন্দর্যের কোন তুলনাই নাই,
    এক কথায় অসাধারণ এবং অভূতপূর্ব, মনে হচ্ছে ঈশ্বর তাঁর নিজ হাতে যত্ন সহকারে বানিয়েছেন সুইজারল্যান্ডবাসী দের জন্য।

  • @fatemasikder8259
    @fatemasikder8259 2 роки тому +1

    মামা এক কথাই অনেক অনেক সুন্দর।অনেক ভালো লাগলো।

  • @farzanahasnat7749
    @farzanahasnat7749 2 роки тому +12

    this is the real heaven. what we believe that imagines heaven. অনেক লম্বা ভিডিও হলেও ভাইয়া একটুকুনও বোর ফিল করিনি কেননা এত সুন্দর করে সুইজারল্যান্ডকে কেউ বোধ করি দেখায়নি। অনেক ট্রাভেল vlogger আছেন যাদের চোখ দিয়ে এতটা বিস্তর করে সুইজারল্যান্ডকে তুলে ধরেনি। ধন্যবাদ ভাইয়া এমন করে দেখাবার জন্য।

  • @fourcolorawardaward1861
    @fourcolorawardaward1861 2 роки тому

    আপনাদের কল্যাণে ইউরোপ দেখার সুযোগ হল, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আপনার সকল ডকুমেন্টারি আমি দেখি।অনেক তথ্যবহুল, বেস্ট উইশেস টু ইউ অল।

  • @md.mehedihasan9557
    @md.mehedihasan9557 2 роки тому +10

    Wow! This is why, Switzerland is called as the heaven of the earth. How do I show my gratitude to you for this vlog? Your skill for capturing view is incomparable. To me 52 minutes and 49 seconds is just a few moment dear.

  • @harunmollah6415
    @harunmollah6415 2 роки тому +1

    মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আপনাদের কে অনেক ধন্যবাদ, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পারলাম।

  • @enasmagic7300
    @enasmagic7300 2 роки тому +3

    Truely heaven on earth..vdo টি আরো দুই ঘণ্টা হলেও মুগ্ধ হয়ে দেখা যায়। Amazing 🤩.. আবারও ধন্যবাদ। দুইজনে খুব enjoy করুন।

  • @sairabegum2366
    @sairabegum2366 2 роки тому +2

    দুচোখ ভরে সুইজারল্যান্ডের রুপ সূধা পান করলাম,কি অপূর্ব দেশটি,ভুলব না কিছুতেই,সেই সঙ্গে আপনাদের দুজনকে অন্তরের কৃতজ্ঞতা জানালাম।সুস্হ থাকবেন, ভালো থাকবেন।

  • @formidablechallenger5295
    @formidablechallenger5295 2 роки тому +3

    Amazing. Really It's the heaven on earth. Swiss people are so lucky

  • @soumitrakhasnobis5518
    @soumitrakhasnobis5518 2 роки тому +1

    সত্যি ভাই, পৃথিবীর কোনো ক্যামেরায় এই অপরূপ সৌন্দর্যের প্রতিরূপ ধরে রাখতে পারবে না। এই রূপের কোনো বিশেষণ লিখে ব‍্যক্ত করা যায় না। তবুও আপনার দৌলতে যা দেখিলাম তাহা জন্মান্তরেও ভূলিব না। অনেক অনেক ধন্যবাদ।

  • @mohsinaislam7357
    @mohsinaislam7357 2 роки тому +3

    মুগ্ধতার সীমা ছাড়িয়ে গেছে। আল্লাহর অপার সৌন্দর্য উপোভোগ করার জন্য আমাদেরকেও আপনাদের সঙ্গী করেছেন। এ জন্য আপনার প্রতি কৃতজ্ঞ।
    ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। সুস্থ আর সুন্দর থাকুন এটুকুই প্রার্থনা।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 2 роки тому +2

    আলহামদুলিল্লাহ. সত্যিই পৃথিবীর বেহেস্ত . এত সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ

  • @mohammadsahidulislam746
    @mohammadsahidulislam746 2 роки тому +5

    মহান আল্লাহ সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য বোধয় সুইজারল্যান্ডকে দিয়ে দিয়েছেন,,,,,😍😍😍
    আঙ্কেল, আপনার মাধ্যমে অনেকটা অবলোকন করতে পারলাম,,,🥰🥰
    আল্লাহ আপনাকে উত্তম হায়াত দান করুক,,,আমিন,,🤲🤲🤲

  • @remarkableexplore
    @remarkableexplore 2 роки тому +1

    পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ যিনি এতসুন্দর পৃথিবীটা দুচোখ ভরে দেখার সুযোগ করে দিয়েছেন। সত্যিই পৃথিবীটা অনেক সুন্দর।এত দীর্ঘ ভিডিও দেখেও একটুও বিরক্তবোধ আসেনি।কি অপরুপ সৌন্দর্য,ভিডিওতে দেখেই মুগ্ধ হয়ে গেলাম।সরাসরি দেখে বোধহয় প্রকৃতির রূপের ছটায় পাগল হয়ে যাবো.... 🙂‼️👌

  • @shahadathossaintuhin1600
    @shahadathossaintuhin1600 2 роки тому +6

    বহুল প্রতীক্ষিত ভিডিও পেলাম।ধন্যবাদ আঙ্কেল।

  • @humayunkabir5069
    @humayunkabir5069 2 роки тому +1

    আপনার যতগুলো ভিডিও দেখেছি তার ভিতরে এটা অন্যতম। সুইজারল্যান্ড এর প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে ক্যামেরায় ধারণ করেছেন। ভিডিওটা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mohammadibnulhasan7568
    @mohammadibnulhasan7568 2 роки тому +2

    লম্বা ভিডিও পাইছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

  • @mohsinaislam7357
    @mohsinaislam7357 2 роки тому +1

    সুইজারল্যান্ডের ভিডিও আরো দেখেছি, কিন্তু আপনার ভিডিওর মতো এতো সুন্দর উপস্থাপন কারো ব্লগেই দেখিনি। আপনি বারবারই বলছিলেন সৌন্দর্যের কথা। আর আমি মুগ্ধ হয়ে ভাবছিলাম, একেই বোধহয় বলে "অসহ্য সুন্দর "।ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। আপনাদের দুজনের নেক হায়াত কামনা করছি।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      অনেক ধন্যবাদ। Appreciate your kind words & continuing support. 🥰

  • @sazzadhossaintuhin6284
    @sazzadhossaintuhin6284 2 роки тому +3

    মাশা আল্লাহ কি সুন্দর....😱😱

  • @yi8972
    @yi8972 2 роки тому +1

    কমেন্ট না করে পারলাম না ভাইয়া, আল্লার সৃষ্টি কত সুন্দর সুবহানাল্লাহ, আপনার চোখে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা, ধন্যবাদ ❤️❤️

  • @anupamgoswami6854
    @anupamgoswami6854 2 роки тому +3

    Probably I shall not be able to go to Switzerland and Alps mountain in my entire life time. Just because of you, I enjoyed a Virtual tour. I can only tell you, "Thanks a lot".

  • @rajsikder7171
    @rajsikder7171 2 роки тому +2

    ভাইয়া এত সুন্দর সুইজারল্যান্ড দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি স্বপ্নের সুইজারল্যান্ড অনেক হিন্দি মুভিতে দেখেছি আজ আপনি দেখালেন সত্যি এত সুন্দর মনমুগ্ধকর মন ছেয়ে গেছে খুব ভালো লাগছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করে দেখালেন লাভ ইউ ভাইয়া

  • @moonmoonchatterjee5649
    @moonmoonchatterjee5649 2 роки тому +3

    Thank you ❗ দাদাভাই,আপনি আমাদের স্বপ্নের পৃথিবী কে এতো সুন্দর ভাবে দেখাচ্ছেন,cast করে tv তে দেখছি,অপুর্ব লাগছে! ঈশ্বরের কাছে প্রার্থনা করি,আপনার আগামী জীবন টাও এই ভাবে সুন্দর কাটুক!!!💌🌹

  • @chandnawab8000
    @chandnawab8000 2 роки тому +2

    Yes uncle, I like watching your video, but I dream when I can go to such a beautiful country.

  • @mdnayem2197
    @mdnayem2197 2 роки тому +1

    সত্যি অসাধারণ এতো সুন্দর আমাদের এই পৃথিবী না জানি আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কতো সুন্দর সুবহানআল্লাহ এবং ধন্যবাদ ভাই কে আমাদের এতো সুন্দর দৃশ্য দেখানোর জন্য

  • @muhammadmonirulislam3979
    @muhammadmonirulislam3979 2 роки тому +4

    Vaia Assalamualikum. A hearty thanks for your pleasant presentation. Swiss natural views are way better than camera view. I know that because I had an opportunity to spend about 5 months as an resident in Switzerland in Summer, 2010. This vlog reminded me those nostalgic days. Now a days I live in West Palm Beach, Florida. Thanks once again for your cordial effort. By the way I was raised in North Kafrul, Dhaka near your father in law's house. Still my parents live there permanently. Wish you and vabi all the best and safe return at home. Allah Hafiz.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      Walaikum assalam. Many thanks dear. Jajakallah Khairan.

  • @Chotoporda
    @Chotoporda 2 роки тому +1

    অসাধারণ ............ মনোরম পরিবেশ

  • @tahminabilkis1714
    @tahminabilkis1714 2 роки тому +1

    মনে হলো আপনার সাথেই সুইজারল্যান্ড ঘুরে বেড়ালাম। সত্যিই নয়নাভিরাম দৃশ্য সেই সাথে আপনার কণ্ঠের মাদকতা, মিষ্টি হাসি সবকিছু একাকার হয়ে সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে! ভালো থাকবেন আপনারা।

  • @rafiuddinahmed405
    @rafiuddinahmed405 2 роки тому +3

    Dear Farooq Saheb,
    Assalamualaikum .
    Switzerland is a country with exquisite natural beauties pleasing to the eyes and pacifying to the mind.Most of the people around the world have a dream to have a visit to the country, though fund and ability do not make it possible to them.
    Your video recordings and wireless transmission of the same have made it possible to them to have a birds' eye view of a few beautiful places in Switzerland, a country full of mountains, valleys, meadows, pastures, cornfields, fountains , attended with golden sunrays, under the blue sky, and surrounded by green trees , resounded with Carol's of birds.
    Thank you for your performances and achievements.
    From-------Kolkata , West Bengal, India..

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +1

      Walaikum assalam. It is my pleasure dear. I am glad that you have enjoyed it. Thank you. 🥰💕

  • @diptobarua5112
    @diptobarua5112 2 роки тому

    অসাধারণ সুন্দর। আপনার জন্য সুইজারল্যান্ড দেখা হয়ে গেলো। আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ।

  • @fatemaasma2163
    @fatemaasma2163 2 роки тому +3

    সত্যিই আপনার মাধ্যমে এতো সুন্দর সুইজারল্যান্ড দেখা হয়ে গেল।

  • @sabbirhossain4213
    @sabbirhossain4213 2 роки тому

    মহান সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছি।

  • @চলোমিডিলিস্টথেকেইউরোপেযাই

    ইনশাআল্লাহ আগামীতে ঘুরতে যাব সুইজারল্যান্ড 💞

  • @mdmotlup697
    @mdmotlup697 2 роки тому +1

    অনেক সুন্দর একটি দেশ।আপনার ভিডিও গুলো দেখতে আমি অনেক আনন্দ পাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেয়ার কারণে।

  • @abdulmunap5378
    @abdulmunap5378 2 роки тому +2

    আপনি কেমন আছেন

  • @ehsanulhuq6632
    @ehsanulhuq6632 2 роки тому +1

    অসাধারণ সুন্দর্য অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য

  • @arbd50605
    @arbd50605 2 роки тому +4

    এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকা উচিত l বেহেস্ত এতো বেশি সুন্দর ও আরামদায়ক হইবে যে কল্পনা করাও একজন মানুষের পক্ষে সম্ভব না

    • @miltonbiswas9629
      @miltonbiswas9629 2 роки тому +1

      আপনি ঠিক।
      বেহেশতে তো ৭২ টা রে লাগাইতে থাকব। পাহাড় দেখার সময় কই।

    • @arbd50605
      @arbd50605 2 роки тому

      @@miltonbiswas9629 ভাই কথাবার্তায় নিজের পরিচয় বহন করে l আর কোন ব্যাপারে মন্তব্য করার আগে সে বিষয়ে বিস্তারিত না জেনে মন্তব্য করা মূর্খতা ছাড়া কিছুইনা

    • @dungavhai3319
      @dungavhai3319 2 роки тому

      @Ashiqur - Shob kichu te fazlami na korleai ki na? Beheste amra keo dekhi nai, kintu dunia te ekta shundor jaigai gele amra kothar kotha boli je mone hoye beheste ashlam. Islam palon koro thik ase. Kintu fazil ar jongi mentality er manush der jonno Allahar lanat ar gojob wait korte se. Eta mone rakhba Tumi faruk vhai er cheleder cheye oo boyoshe choto hoba, so beadopi korba na. He is far more educated to know how to post his video title, and compliment a beautiful place at best. Tomra 2 din upore upore Islam shikha 3 diner mathai beadop hoya pandit pandit vhab dekhao. Eta theke parle biroto thako ar naile abar school ee gia vhorti hoye jao.

    • @arbd50605
      @arbd50605 2 роки тому

      @@dungavhai3319 jar bujh joddur se temon e bujhbe.listen jongibad k amr chaite apni beshi hate koren na eta ami buke hat diye bolte parij.amra obossoi tulona dite pari kintu murkher moto ja mon chay ta bole fela uchit noy...

    • @arbd50605
      @arbd50605 2 роки тому

      @@dungavhai3319 r ekhane k beyadobi korce seta comment dekhei bujha jacche . islam niye apnar chulkank thakte pare karon apni islam mene cholen na.

  • @chowdhuryneazhossain2690
    @chowdhuryneazhossain2690 2 роки тому +2

    সুবহানাল্লাহ
    মহান রাব্বুল আলামীন, আমাদের জন্য কত সুন্দর করে এই দুনিয়ায় বানিয়েছেন।
    আল্লাহ আকবর।

  • @subratachowdhurymilton.6479
    @subratachowdhurymilton.6479 2 роки тому +1

    শাহরুখ খান আর কাজলের মুভি দিলওয়ালে দুলহানিয়া লেজায়েনগে দেখে সুইজারল্যান্ডের সৌন্দর্যের প্রেমে পড়েছিলাম।আজ আপনার ভিডিও দেখে আবার নতুন করে সেইখানে যাওয়ার ইচ্ছে প্রবল হচ্ছে। যদি ইশ্বর সহায় হোন অবস্যই একদিন দেখব নিজ চোখে এই অপার সৌন্দর্যকে।ধন্যবাদ আপনাদের। আপনারা আসলেই অনেক ভাগ্যবান।ভালো থাকবেন সবসময়ই।

  • @jesminbegum475
    @jesminbegum475 2 роки тому +1

    কি বলব ভাষা হারিয়ে ফেলেছি। এমন জায়গা দেখালেন স্বপনে ও ভাবতে পারিনি। আপনাকে হাজার হাজার সালাম

  • @r.a.pbotany568
    @r.a.pbotany568 2 роки тому +1

    এক বারে অসাধারণ!
    আমি আসলে না বলে পারছি না ভাইয়া এতো সুন্দর গুণগত শিক্ষা সম্পন্ন একজন ডেডিকেইটেড মানুষ যাকে আমরা সোনার মানুষ বলি সাথে সাথে ভাবিও একজন আদর্শ মানুষ। তবে একটি রোমান্স মূহুর্তে বেসুরা কন্ঠে গান ধরেছিলেন এটি আপনার (ভাবীর) শুনার উচিত ছিলো এবং সুর মিলানোর উচিত ছিলো। অনাধিকার চর্চার জন্য সরি।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +1

      Many thanks dear. Appreciate your kind words & continuing support. 💕🥰

  • @mmhaque6114
    @mmhaque6114 Рік тому

    আল্লাহু আকবার সুবহানআল্লাহ সুইজারল্যান্ড যে এত সুন্দর কল্পনাও করতে পারি নাই, ফারুক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম, প্রথম দেখেই সাবক্রাইভ করে নিলাম।

  • @AnisurRahman-uq8fo
    @AnisurRahman-uq8fo 2 роки тому +1

    Excellent view on ropeway of hill of Switzerland

  • @albatrossmelody1741
    @albatrossmelody1741 2 роки тому +1

    চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না... অভিভূত হওয়ার মতো বা বিস্ময়কর বলে যদি কিছু থাকে পৃথিবীতে তা হয়তো দেখলাম আপনার নিরলস চেষ্টা অক্লান্ত পরিশ্রম সেই সঙ্গে ভালোবাসা এসব কিছুর জন্য সম্ভব হলো.. অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে... শুভকামনা নিরন্তর..! 🇧🇩🇧🇩❤️❤️

  • @mahmudahoque2932
    @mahmudahoque2932 2 роки тому +1

    এতো সুন্দর!! সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভ্রমণে বরকত দান করুন। ইনশাআল্লাহ নেক্সট সামার ট্রাই করবো নিউ ইয়র্ক এর ঝামেলা ময় জীবনকে পিছনে ফেলে সুন্দর্যের এই লীলাভূমিতে চলে যেতে। দুআ করবেন ভাইজান। আপনার জন্যে ও অনেক অনেক দুআ

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      Ameen. Thank you dear. May Allah bless us all.

  • @AishemrongAishemrong
    @AishemrongAishemrong 2 роки тому

    আমিও আপনার সাথে একমত,সত্যিই অসাধারন । জায়গা গুলো দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ,সুন্দর ভিডিও দেওয়ার জন্য।

  • @maudrana5719
    @maudrana5719 2 роки тому +1

    Very nice hill and mountain scenery and natural. Switzerland

  • @brooklynbangladeshivlogs7522
    @brooklynbangladeshivlogs7522 2 роки тому

    অপরুপ সুন্দর। সুইসরা কি সুন্দর ফ্যাসিলিটিজ তৈরী করেছে, এডভেঞ্চার কিন্তু সুবিধার মাঝে একটা এক্সপেরিয়েন্স। 🌎🌎🌎

  • @rubyislam1730
    @rubyislam1730 2 роки тому +1

    খুব ই ভালো লাগছে দেখে।ঘুরে ঘুরে পৃথিবী দেখার সৌভাগ্যে অভিনন্দন।সোবহান আল্লাহ এতো সুন্দর

  • @foyazvlog
    @foyazvlog 2 роки тому +2

    বড় ভাই, মক্কা মাদিনার পর, সুইজারল্যান্ড আমার স্বপ্নের দেশ। ইন শা আল্লাহ, একদিন আসবো দেখবো আল্লাহর সৃষ্টি কতই সুন্দর ❤️❤️💯🌹

  • @mm.mainuddin4971
    @mm.mainuddin4971 2 роки тому +1

    Assalamu Alikum, Outstanding video. Waiting for more.

  • @SoyfulAlomWithTravelVlog
    @SoyfulAlomWithTravelVlog 2 роки тому +1

    Mashallah amar onak posindar akta des. Ami agameta. Jabo ar apnar madoma onak kesu daklam apnaka ar babe ka onak donobad. Enjoy. Bhai. Balo takan. Duwa. Roylo.

  • @mizanoorrahman1328
    @mizanoorrahman1328 2 роки тому +1

    জীবনে বেচে থাকতে হয়তো সুইজারল্যান্ডে যেতে পারবনা,আপনার চোখে সুইজারল্যান্ড দেখলাম, সত্যিই পৃথিবীর স্বর্গ আল্লাহর অপরুপ সৌন্দর্য সুইজারল্যান্ডেই নিহিত আছে, ধন্যবাদ আপনাকে।

  • @khorshedalam28
    @khorshedalam28 2 роки тому +2

    আপনাকে ধন্যবাদ এত ভাল ভিডিও বানিয়ে সবাইকে উপহার দেওয়ার জন্য

  • @novastorm7841
    @novastorm7841 2 роки тому +1

    Khub Sundar video Sir, eto sundar Swiss video dekhi nai, describe korte bhasha khuje pacchina, asesh dhanyabad limba video

  • @shallyrahman3789
    @shallyrahman3789 2 роки тому

    চোখ দুটো জুরিয়ে গেলো, আপনার জন্য ভাইয়া সুইজারল্যান্ড দেখা হলো
    অনেক পরে ভিডিও দেখলাম, অসুস্থ কারনে। মনে হচ্ছে অন্য এক পৃথিবী দেখছি।আমাদের জন্য কত কস্ট করে ভিউ দেখান,অসংখ্য ধন্যবাদ
    ।অসাধারণ অসাধারণ অসাধারণ। অনেক ধন্যবাদ ভাইয়া

  • @pagla0306
    @pagla0306 2 роки тому +1

    Grindelwald এর উপর অনেকে ভিডিও করেছে, কিন্তু আপনার ভিডিও সবচেয়ে ভালো লেগেছে। পথের দৃশ্য আপনার মত কেউ দেখায় না। এর পিছনে আপনার পরিশ্রম সার্থক। অনেক কুদস। আগামী ভিডিও গুলির জন্য অধীর আগ্রহে আছি।

  • @bokul3371
    @bokul3371 2 роки тому

    Alomost 1 hour ar video but kmn jani ak poloke sesh hoye galo bujhtei parlam na ashole switzerland heaven on earth . Thank you uncle ato kosto kore amader ato shundor akta video upohar debar jonno .

  • @Slayy_itsRaifa
    @Slayy_itsRaifa 2 роки тому +2

    ফারুক ভাই এক কথায় অসাধারণ। আপনার এমন একটি ভিডিও নাই,যেটা আমি দেখিনি।সব গুলো আমার দেখা হয়েছে। আপনার সেরা ফ্যানদের মধ্যে আমি ও একজন। মালা ভাবির কথা বলতে ভুলবো না। অসাধারণ একজন মানুষ।

  • @user-abdullotif72p
    @user-abdullotif72p 2 роки тому +1

    আপনার ভিডিও গুলো সব সময়ই দেখা হয়, কারণ আপনার ভিডিও মাধ্যমে পুরো ইউরোপ দেখা যায়।

  • @Truth-1474
    @Truth-1474 2 роки тому +1

    কপাল ভালো এখানে যাওয়ার সৌভাগ্য হয়নি। এতো সুন্দর জায়গায় গেলে হয়তো পাগল হয়ে যেতাম। হেভেন যে এই পৃথিবীতে তা আপনার এই ব্লগটা দেখলেই বোঝা যায়।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই। আমাদের সাথে শেয়ার করবার জন্য।

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 2 роки тому +2

    Opurbo shundor ! Mashallah ! Full screen e dekhchi ! Mone hoyeche Kono ekti movie dekhchi !
    Can't thank you enough ! For sharing this awesome experience with us !

  • @mamonsoor8849
    @mamonsoor8849 2 роки тому +2

    Thanks for showing us worlds most beautiful natural sights and your very expensive ture.

  • @farhanahamedarman4320
    @farhanahamedarman4320 2 роки тому

    পুরো ভিডিওটা দেখেছি মাশাআল্লাহ্ খুব সুন্দর লেগেছে।

  • @harunurrashid3400
    @harunurrashid3400 2 роки тому +1

    আমি সত্যি বিমুগ্ধ নয়নে এত লম্বা ভিডিও টা দেখেছি। অ সা ধা র ন লেগেছ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এই ভিডিও টা বানিয়েছেন। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, জানিনা আমাদের আল্লাহ কত সুন্দর!!

  • @thepatriot4326
    @thepatriot4326 2 роки тому +1

    আল্পস পর্বতমালার আশেপাশের সৌন্দর্য অসাধারণ। শুধু সুইজারল্যান্ডই নয় অস্ট্রিয়ার সৌন্দর্যও নজরকাড়া।

  • @Mdjashimuddinnova
    @Mdjashimuddinnova 2 роки тому +1

    অসাধারন ভিউ।পুরো ভিডিওটি দেকলাম।সংযোক্ত আরব আমিরাত থেকে।আশা করি অচিরে আসব বেড়াতে।
    আপনাকে ধন্যবাদ

  • @North_American_Elija
    @North_American_Elija Рік тому +2

    @23:35 😂
    Marvellous video ❤
    Ami onek video dekhechi about Switzerland but ai video ta dekhe mone hoccilo je amio apnader shathe chilam Oi trip ta te just WoW 🤩 amar onek valo laglo ai video ta.❤

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Thank you. Appreciate your kind words & continuing support. 🥰

  • @crackjaw1573
    @crackjaw1573 2 роки тому +1

    কি বলে ধন্যবাদ দিবো ভাষায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর

  • @goutamdey1912
    @goutamdey1912 2 роки тому

    অপূর্ব! অসাধারণ! স্তব্ধ হয়ে দেখেছি শুধু। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে জার্মানি থাকে। সামনের বছর যাব যদি বেঁচে থাকি। সত্যি স্বর্গ বটে! ভালো থাকবেন আপনারা।

    • @thepatriot4326
      @thepatriot4326 2 роки тому

      আমি জার্মানি আছি, আপনার মেয়ে কোন শহরে থাকে?

  • @romenarumu801
    @romenarumu801 2 роки тому

    সত্যি সুইজারল্যান্ডের সৌন্দর্য অসাধারণ। আপনার ভিডিওতে সেই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

  • @fahmidashantasworld
    @fahmidashantasworld 2 роки тому +1

    এক কথায় অসাধারণ,চোখ জুরানো সব দৃশ্য যা নাকি লিখে বুঝানো যাবেনা..এই অপূর্ব সুন্দর জায়গা দেখবার সুযোগ আল্লাহ সুবহানাতাল্লাহ আমাকে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ..অনেক ধন্যবাদ ভাই জান এই অপূর্ব সুন্দর জায়গা সবার সাথে শেয়ার করার জন্য..❤️

  • @mmhaque6114
    @mmhaque6114 Рік тому

    সত্যি পৃথিবীর বেহেস্ত সুইজারল্যান্ড, আপনার শিরোনামের সাথে 100% মিল।

  • @TKDas-ch7mo
    @TKDas-ch7mo 2 роки тому +1

    Your all episodes and videos are excellent and attractive voice. dialogue and expression also v good. TK DAS from Kolkata India.

  • @SohelSami
    @SohelSami 2 роки тому +1

    অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর দৃশ্য দেখানোর জন্য

  • @mdatiqulislam5385
    @mdatiqulislam5385 2 роки тому +1

    ধন্যবাদ এত সুন্দর scenery দেখানোর জন্য

  • @mominulhaque1347
    @mominulhaque1347 2 роки тому +1

    অনেক সুন্দর সুইজারল্যান্ড! ধন্যবাদ আপনাদের দুজনকে!

  • @fahimablogger.757
    @fahimablogger.757 2 роки тому +1

    অসাধারণ। আমি মুগ্ধ হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেছি। আপনার প্রায় সব ভিডিওই আমি সম্পূর্ণ দেখি।

  • @parvezrana8757
    @parvezrana8757 2 роки тому +2

    সুবাহান আল্লাহ " আলহামদুলিল্লাহ। সত্যিই পৃথিবীটা অনেক সুন্দর।

  • @rebachowdhury7250
    @rebachowdhury7250 2 роки тому +1

    ভাইয়া সালাম নিবেন। আপনার সুইজারল্যান্ড দেখে আমি মুগ্ধ অভিহিত। অসম। আরো অনেক কিছু বলার ছিল। ভাষা হারিয়ে ফেলেছি।বিশেষ ভাবে বরফ রাজ্য।

  • @masumsarkar706
    @masumsarkar706 2 роки тому +1

    অনেক সুন্দর বিডিও আপনার জত বিডিও আছে সবছেয়ে সুন্দর হয়ে এই বিডিও টা আল্লাহ কত সুন্দর করে রাকছেন

  • @moumitadas5877
    @moumitadas5877 2 роки тому +2

    Breathtaking view.So bright and peaceful place. It’s beautiful.

  • @poojatrivedi6437
    @poojatrivedi6437 2 роки тому +1

    অপূর্ব লাগলো ।এই দৃশ্য ভাষায় প্রকাশ করতে পারবো না ।যা ভালো লাগলো কি বলবো আর।

  • @withrajarshi.1130
    @withrajarshi.1130 2 роки тому +1

    অনবদ্য, অনবদ্য, অনবদ্য আমি মুগ্ধ হয়ে গেলাম গো। কি দেখালেন, আমাদের ভারতেও প্রাকৃতিক সৌন্দর্যের শেষ নেই কিন্তু এ সৌন্দর্য ভাষায় প্রকাশিত হবে না।

  • @sabbirhasanporag9433
    @sabbirhasanporag9433 2 роки тому +1

    খরস্রোতা পাহাড়ি নদী হবে কথাটা। স্রোতস্বিনী নিজেই নদীর সমার্থক। মজা করলাম আঙ্কেল। তবে সবচেয়ে মজা পেলাম "আমরা বাঙালি রা তো এটাকে স্বাধীনতা হিসাবে গন্য করবো না" শুনে😄
    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই ঘরে শুয়ে সুইজারল্যান্ড দেখা হয়ে গেলো। নিরাপদে ভ্রমণ করুন। আল্লাহ্ সহায় হোন।

  • @elinaullah6348
    @elinaullah6348 2 роки тому +1

    Thanks for sharing such a beautiful place

  • @kamalahmed8793
    @kamalahmed8793 Рік тому

    আল্লাহ আপনার সৃষ্টির তুলনা হয় না।ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য।

  • @mits5429
    @mits5429 2 роки тому +1

    Aponer ei Vlog ta Darun ! Ami 2019 e Switzerland gieychi . Sotti khub sunder . Tobe aponer dekhano Switzerland aro aro sunder laglo . Khub bhalo . Aro onek kichu dekhar wait korchi . Bhalo thakben

  • @mdparisislam3662
    @mdparisislam3662 2 роки тому +2

    Wow অসাধারণ এভাবে এত সুন্দর ভাবে কেউ সুইজারল্যান্ড দেখাতে পারেননি। Thank you so much 💝

  • @mdshohidrahman7648
    @mdshohidrahman7648 2 роки тому +1

    সত্যি অসাধারণ ভাই পুরো পৃথিবী ঘুরে দেখার খুব ইচ্ছে যদি কখনো আল্লাহ পূর্ণ করেন ইচ্ছে

  • @sipramajumder622
    @sipramajumder622 2 роки тому +1

    Opurbo opurbo opurbo sundor akta desh dekhalen . Very very very beautiful country is Switzerland.

  • @nazliislam2197
    @nazliislam2197 2 роки тому

    এই ভিডিওটা অনেক বড় হলেও অনেক সুন্দর কেটে ছোট করার মতো কোন কিছু ছিল না। অপূর্ব। সুইজারল্যান্ড না গেলেও চলবে ভাই

  • @marufmujtahid7889
    @marufmujtahid7889 2 роки тому +2

    Sensational, just sensational view all-around!