Sunday Suspense | Khuni Magic | Saikat Mukhopadhyay | Mirchi Bangla
Вставка
- Опубліковано 9 лют 2025
- Sunday Suspense Presents Saikat Mukhopadhyay's "Khuni" Magic!
Date of Broadcast : 9th February, 2025
Cast & Credits :
Narration & Rubik - Rwitobroto Mukhopadhyay.
Budhoda - Shekhar.
Pratap Ranjan Rakkhit - Utpal Sarkar.
Monikakima & Introduction - Indrani.
Saptadeepa - Mohor.
Sudipkaku - Sabyasachi Mukherjee.
Tarapada Mustafi - Sayan.
Budhoda's mom - Ivana.
Prince Rajan, Subinoy Mustafi & OC Sujan Sarkar - Agni.
Chorus - Mirchi team.
Sound design - Deepak Ray.
Special assistance - Richard.
Poster design - Join The Dots.
Social media publicity - Agni.
Publicity assistance - Arnab, Arijit, Richard, Ayantika, Atri & Anushka.
Executive Producer - Arunima Dey.
Assistance - Arnab.
Story supervision, Recording & Direction - Agni.
Creative Director - Indrani.
Special thanks to Pastel Entertainment, Shanoli Majumdar, Sabyasachi Mukherjee, Moubani Sorcar, Mirchi Ayantika & P.C. Sorcar Jr.
UA-cam team - Himanshu Pradhan, Vasundhara Bisht
Marketing - Nishanth Thomas
Radio Promotions- Pushpal Ganguly
Technical Support- Deepak Ray
National Digital Content Head - Indira Rangarajan
Disclaimer: This story is for mature audiences. Listener's discretion is advised. Smoking is injurious to health. This audio series is a work of fiction and contains graphic and disturbing scenes. All names, characters, places and incidents are either products of the creator’s imagination or used fictitiously for entertainment purposes only. The series includes elements of horror, suspense, and violence. The series may explore supernatural or paranormal themes, including but not limited to ghosts, demons, and otherworldly entities. The audio content may contain mature themes, language, and situations that are intended to be frightening or disturbing. The stories may be psychologically intense and emotionally unsettling. It may not be suitable for all listeners. Please listen at your own risk. If you are sensitive to these types of themes or have any concerns about your mental well-being, please do not listen to this series. This series is intended for listeners aged 18 and above. However, we strongly recommend that listeners under the age of 18 may listen with parental guidance due to the mature themes and content. Any resemblance to actual events or persons, living or dead, is coincidental. This series does not intend to defame any nation, state, individual, cast, or religion. This series does not promote any form of violence, suicidal behavior, superstition, or witchcraft and does not support smoking or drinking. All original content created for this series is copyright-protected. Reproducing or distributing any part of this content without permission is strictly prohibited.
Enjoy and stay connected with us!!
Subscribe to us :
bit.ly/Subscrib...
Like us on Facebook
/ mirchibangla
Follow us on Instagram
/ mirchibangla
#sundaysuspense #mirchibangla #gaanapodcasts #audiostory
প্রণাম। অপূর্ব হয়েছে সবার অভিনয়।
"দায় একটা আছে বৈকি......" চোখের কোণ চিকচিক করে উঠলো।
Ki shundor golpota... and presentation tao eto shundor bhabe kora hoyechhe ... just WOW! We want more Saikat Mukhipadhyay likhito golpo ❤❤❤❤❤
আজ sunday suspence এর গল্প সৈকত মুখোপাধ্যায় এর লেখা.. 🙏💐🙏 সব লেখক সম্পর্কে যে বিশেষ কিছু জানি, এমন ধৃষ্টতা রাখি না.. তবে আজকের sunday suspence এর গল্প খানি, চমৎকার ধীর স্থির গতিতে রহস্যের গন্ধ মাখা.. কোনো তাড়াহুড়ো নেই বলেই দারুণ আকর্ষনীয় গল্পটা.. আর প্রতাপ বাবু ওরফে উৎপল সরকার এর ম্যাজিক কাহিনী analysis টা মনমুগ্ধকর.. 👏🥰👏👍👍🙏💐🙏🌿🌿
সানডে সাসপেন্স যুগ যুগ জিও। সেই ২০০৯ সাল থেকে পাশে আছি এবং থাকবো। বইমেলায় ইন্দ্রানীদির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ❤
বই একটাও কিনেছেন?
@abhijit-sarkar হ্যাঁ নিশ্চই। ওই কারণেই তো যাওয়া 🤗
আর কত দালালি করবি
@@pujamondal9843 একজনের খুব কষ্ট হচ্ছে দেখছি। ভালো না লাগলে অন্য জায়গায় গিয়ে জ্ঞান দাও কেউ বারন করবে না। 😂😆
Bangali der modhey ekhon dhemna bsi
Agni as Rubik & Deep Basu as Budhoda were too good yaar😢
Ekdom ei tai. Kintu bar bar casting a change. Er pore r sunte mon korbena. Er cheye Friday classic ba golpo goldmine valo hochee
Are sunte keno asis tora oi purono dinei thak na
@@the__game786ei to apnader ekta kharap dik. Valo ke oboosoi valo bolbo kharap k to kharap bolboi. Amar casting pochondo hoini. Setai comments korechi
Baar baar casting alter korar moto blunder kano mirchi korche ke Jane.. familiarity ta Noshto hoye jachhe
Keno mirchi ki tor baper naki keu nijoswo motamot dite parbe na abal
নিজের সময় মত নিবিষ্ট হয়ে গল্প পাঠ উপভোগ করা গেল।শিল্পীদের পঠন নৈপুণ্য ও পারস্পরিক বোঝাপড়া দুর্দান্ত ভাল লেগেছে। সংশ্লিষ্ট সব শিল্পী ও কলাকুশলীদের জানাই অভিনন্দন ও ভবিষ্যতের প্রেরণা এরকমই সুন্দর গল্প পরিবেশনার আশা রেখে। দৃঢ়ভাবে জানি মির্চি বাংলা আগ্রহী শ্রোতাদের নিরাশ করবেন না।
Shekhar as budhoda! perfect!
Yes it is
Fully agree ❤
ঠিক বললেন
Akdom
💯
Saikat Mukhopadhyay + PC Sarkar + Sunday Suspense = absolute magic
অদ্বিতীয় equation set করলেন 🎉
@@suneladey Hi
রবিবার মানেই রোমাঞ্চ, রবিবার মানেই শিহরণ। টিম মির্চির সঙ্গে জুড়ে থাকব আমরণ, আজীবন। তাই তো এমন শিহরণপূর্ণ, রোমাঞ্চকর রবিবার; আমাদের জীবনে ফিরে আসুক প্রতি পদে, বারবার। 😊❤😊
আবার একটা দালাল 😂😂
রবিবার জমজমাট, সৈকত মুখোপাধ্যায় এর লেখনী আমাকে সর্বদাই মুগ্ধ করে অপেক্ষায় আছি গল্পটি শোনার জন্য তার ওপর আবার বুধদা সিরিজ ☺️☺️❤️❤️
ঠিক বললেন
Shekhar da dip babur sunno stan puron korrar khomota rakhe ,Shekhar da ke main Rakhun❤❤❤
ঋতব্রত রুবিক হিসেবে বেশ মানানসই হয়েছে। ❤ গল্পও দারুণ লাগলো। দারুণ উপস্থাপনা। ক্লাসিক সানডে সাসপেন্স ফ্লেভার পাওয়া গেলো। 😊
Consistency is one of the key of success, Rwitobroto proves that
Al fal Haters(paid) দের কথায় কান দেবেন না Sekhar Darun koreche ... ঋতব্রত 👏🏻 Sunday suspense is constant bakira 2diner guest
একদম ঠিক
2:13:11🎉🎉
Thanks..
Thanks
ভেবেছিলাম ১.৩০ মিনিট মতন হবে বড়জোর। এতো দু ঘণ্টা।
@@অশিক্ষিত-বড়োলোক seta amio vabchi
@@অশিক্ষিত-বড়োলোক hya eta anek boro golpo
অসাধারণ । প্রত্যেক রবিবার জমজমাট গল্পের অপেক্ষায় বসে থাকি , সেই অপেক্ষা সার্থক হয় প্রত্যেক বারই । ধন্যবাদ সানডে সাসপেন্স ❤❤
Rwitrobroto r narration e improve koreche... Next week e hopefully darun korbe
Duration: 2:13:11
অসাধারণ কাহিনির চমৎকার পরিবেশন। প্রত্যেকে ভীষণ ভালো অভিনয় করেছেন। আবহ ও পোস্টারটি নিখুঁত !!
খুনী ম্যাজিক
-- দুর্দান্ত গল্পটা, সাথে খুব সুন্দর উপস্থাপনা। আজ বুধোদা এবং রুবিকের নতুন জুটিকে দেখলাম। ঋতব্রত রুবিক হওয়াতে তেমন অবাক হয়নি, কারন আগেও তার গল্পপাঠ শুনেছি। আজও তিনি আশাহত করেননি, সাসপেন্স বজায় রাখতে সক্ষম ছিলেন। চমক দিয়েছেন বুধোদার ভূমিকায় শেখরদা। এর আগে বুধোদার চরিত্রে ছিলেন দীপবসু। বুধোদা নামটা শুনলেই তার কন্ঠ কানে বাজত। তাই শেখরদা কেমন করেন তা নিয়ে উত্তেজনা এবং সংশয় দুটোই ছিল। তবে এতটুকু বলতে পারি, শেখরদা আজ অন্য ভঙ্গিমায় চরিত্রটিকে ফুটিয়ে তুললেন, যেটা সমানভাবে উপভোগ্য।❤️
এবার আসি যিনি অপূর্ব কাজ করেছেন - উৎপল সরকার 🔥প্রতাপবাবুর চরিত্রটা জীবন্ত করে তুললেন। একটা মন ভালো করা কন্ঠ হল ইন্দ্রানীদির কন্ঠ। আরও বেশি পরিমানে থাকুক তার কন্ঠ। বৈচিত্র্য দেখালেন অগ্নিদা তিনটে চরিত্রেই, বিশেষ করে সুবিনয়ের ভূমিকায়, দারুন voice modulation...বাকিরাও যথাযথ ছিলেন। দীপকদার আবহও বেশ ভালো ছিল।
পরিশেষে, ম্যাজিকের ব্যপ্তি কতটা, এর বৈচিত্র্য কতটা, যাদু নিয়ে অসামান্য কিছু তথ্যের সংযোজন ঘটিয়েছেন এই গল্পে সৈকত মুখোপাধ্যায়। এইসব জানতে মিস করলে হবে না এই গল্প। ❤
অপেক্ষায় 😊😊
Khub sundor poster design ❤❤
কাস্টিং চেঞ্জ হওয়ায় সবাই অমূলক সমালোচনা করতে এতই ব্যস্ত যে এই গল্পে উৎপল সরকারের অনবদ্য অভিনয়ের কথা কেউ-ই বলছে না। প্রতাপ রঞ্জন রক্ষিত চরিত্রটি কি অসাধারণ করেছেন!
ওই একটা খারাপ বলার কিছু পেলে সেটাকেই কচলাবে। ভালো যেটা আছে সেটাকে appreciate করবেনা। তারপর Sunday Suspense শোনা ছাড়তে হবে বলে ঢং করবে।
@@অশিক্ষিত-বড়োলোকমিরচি বাংলা চ্যানেলে না এলেই তো ল্যাটা চুকে যায়, কিন্তু ওরা তা-ও করবে না। ওদের গুরুর চ্যানেলে অখাদ্য পরিবেশনা শুনে ওখানে কিছু বলতে না পেরে এখানে এসে frustration ঝাড়ে।
@@saadikhan3489 😂😂
@@saadikhan3489 সবাই খুব DEEPly ভাবছে 😜
@@saadikhan3489এটাই হলো সত্যি কথা
Darun❤
খুব ভালো লাগলো। অসাধারণ পাঠ এবং অভিনয়।
খুব ভালো লাগলো। এই দুজন ও ভালও।
অসাধারণ story
Pret namanor montro ta akdom epic 😂😂😂
Kapurush,Mohapurush cinema ter kotha mone pore gelo
Khub bhalo laglo...thanks Sunday suspence
অসাধারণ গল্প......👌👌👌অসাধারণ উপস্থাপনা....❤❤❤
গল্পটা দারুন ❤ এমনকি " খুনী ম্যাজিক " বইয়ের অন্য একটা গল্প - 'অ্যান্টিক আতঙ্ক ' এটাও দুর্দান্ত গল্প। এই গল্পটারও অনুরোধ করে রাখলাম।
নতুন জুটিকে আজ পাচ্ছি : শেখর দা এবং ঋতব্রত ( বুধোদা এবং রুবিক)। দেখা যাক
দারুন গল্প আর পোস্টার🎉🎉
পোস্টারে ডিটেইলস দারুন ❤❤
শেখর বুধোদা হিসেবে ভালো করবেন আশা রাখছি।
গল্পটাও দারুন!
আর, ঋতব্রতকে আজকে শুনলেই বোঝা যাবে, যে আগামী সপ্তাহে কেমন হবে
Darun golpo👌👌👍👍
শেখর ভালো করেছে ...ভালো লাগছে
বুধোদার voiceএ শেখর, বেশ বয়স্ক শোনাচ্ছে বুধোদাকে...
@@RohitRoyzamar vlo legeche
অগ্নির narration এর থেকেও অভিনয় শুনতে বেশি ভাল লাগে। বুধো দা হিসেবে দীপ বসুকে কেন পাল্টালেন বুঝলাম না। আর ঋতব্রতকে শুনতেও খারাপ লাগেনা। ঠিকই আছে। সময়ের সাথে সাথে আরও উন্নতি করুন উনি।
Golpo prostuti besh sundor hoyeche.. ❤ comments section e erome icche kore baaje comments likhe k ki pelo seta janina
Just MIND Blowing...
এই ধরনের গল্প শুনলে মন ভরে যায়❤
সানডে সাসপেন্স একের পর পর মাস্টারস্ট্রোক আনছে ❤️😍
Asadharon!!!!! Shunte shunte Harry Houdini r jump with hand cuff er footage dekhlam!!!! Sotti kato aschorjo jinis amra janina--- darun darun
I love sunday suspense ❤❤❤
পোস্টার অনবদ্য
গল্প superb
জমজমাট রবিবারের অপেক্ষা
সানডে সাসপেন্স ছাড়া রবিবার ম্যাড়ম্যাড়ে
100k in 17 hours
Thanks for budho da ❤
Budho-Da aar Rubik-er notun juti k khub bhalo laglo. Golpo ta durdanto. SS 👍
অসাধারণ ❤
Mirchi no1
Sunday suspense is always heart touch story❤❤
Darun sei ager moto.
Crime never pays. Really such a salutation winning story.thank you Mirchi
প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু সিরিজ শুরু হোক আর মামাবাবুর চরিত্রে শেখর কে রাখুন। বেশ মানাবে।
বুধোদা হিসেবে কেমন লাগছে?
@@SukhenduSikder খারাপ না। শেখর যে চরিত্রে অভিনয় করবে সেটাই সেরা করবে কিন্তু বয়সের দিক থেকে বেশি লাগছে। দীপ বসুই পারফেক্ট ছিল। উনি না করলেও শেখর কে এটা দেওয়া বোকা ডিসিশন। এখন বুধোদাটা না করলেও চলত, দীপ বসুর সময় খালি থাকলে করতো।
@@অশিক্ষিত-বড়োলোক বয়সটা সত্যিই ফ্যাক্টর। শেখর ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো অপশন ছিল না দীপ বসুর পরিবর্তে।
হ্যাঁ শুরু হোক😊
Ato sundor golpo kothai pabo ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Guys please! Team mirchi is doing their best! As much as we are attached to the characters in their regular voice over artists....it's okay if someone else takes over as well! Everyone deserves a chance!
You should be happy that team mirchi does a fantastic job of Bengali pronunciation! Channels like wonder in bookself...horrorscope...etc screws up pronunciation. They are terrible.... just terrible! Biva cafe's quality is also very bad these days! Kahon, Sahitya Samahar r tyanshgoru....eie channel gulor golpo standard maintain kore! But the rest are just terrible!
Khub valo ❤
লোভের পর আবার একটা সানডে ম্যাজিক
দুর্দান্ত গল্প। খুব সুন্দর উপস্থাপনা।
Thank you magician shobhon...more on magician
Golpo ta amar khub valo laglo arokom golpo aro chai
দারুন লাগলো । অগ্নি লা জবাব পাঠ করলেন 🎉 অভিনন্দন Mirchi
অগ্নিদা গল্প পাঠ করেননি,ঋতব্রতদা গল্পটি পাঠ করেছেন।
The poster 🔥🔥🔥
একটা অসাধারণ গল্প শুনলাম!❤
41:52...Aj Notice korlam Sunday dekhchi Interstellar er o theme aktua alata kore background e play korlo...
আমার খুব ভালো লাগলো
Goda banglai bolchi,golpo pathe Shekhar da is perfect ❤❤,.....😊
Saikat mukhopadhyay er golpo maney darun hobe. ❤
Thik bolechen excellent work
Rwitobroto as Rubik darun korche
Darun 👍👍
Excelent👍👍👍👍👍
Ebar golpota jomeche
বুধোদা সিরিজের গল্প আমি প্রথম এই চ্যানেলেই শুনি। আর সত্যি বলতে এটা আমার বেশ পছন্দের একটি চরিত্র। কারণ এখনো পর্যন্ত এই সিরিজের যে কটা গল্প শুনেছি, সব কটাই আমার দারুন ইন্টারেস্টিং লেগেছে। আজকে ন্যারেশন শেখর বাবুর করা সম্ভব ছিল না যথাযথ কারনে। তবে রুবিক হিসেবে ঋতব্রতকে আমার খুব ভালো লেগেছে।
Amar to besh bhaloi laglo .
দারুন গল্প 👍👍👍👍👍
Daruuun hoyeche ❤❤❤❤❤❤❤agyer budhoda r golper theke eita amar beshi bhalo legeyche
Osadharon akta Golpo r jonyo opekkhai achi❤❤❤❤
Sometimes background music becomes so loud that it disturbs to listen artists voice.
Agni 3 te alada character khub sundor koreche
Shekhar is good as Budhoda
নীলদাকে খুব মিস করছি😢
Sekharda দারুণ
Agni Outstanding
Sunday suspense 🎉❤🎉❤
Rwitobroto da very good work
রুবিক বেশ ভালো লেগেছে, কিন্তু বুধোদার ভয়েস বড্ড aged, এর আগে বুধাদা সিরিজ না শুনলে এত odd লাগতো না, শ্রোতাদের লেবেল কিন্তু আপনারাই সেট করেছেন, এখন এত হেলাফেলা করা কি উচিত হচ্ছে?
Sundar ati sundar.
নতুন জুটি বুধোদা (শেখরদা) এবং রুবিক (ঋতব্রত) , দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে ❤️❤️
এবং গল্পটাও বেশ interesting 😮..so let's see 😊
তোমার টা খোলো😊
Darun golpo
Nice ❤❤❤❤❤
আমার তো খুবই ভালো লাগলো।
Darun laglo
Sera hoiiiche ..
Superb story
Amr kacche story ta matter kore r production quality matter kore....karon kom beshi sob artist e valo....story valo naah hole artist jotoi valo hok naah kno sune moja nei....Sunday Suspense akn j rokom er golpo anche por por sobe sera....onek story ei new jaa r kothao hoini age....kintu golpo mir er thek a akn temon akta golpo asche naah....beshir vaag golpo ja asche ta age kothao nah kothao hoye gecche....taa charao radio milon o valo kaj korche.....Bt Sunday suspense best ❤
একটা True review dekhte pelm
Story matters first
And Sunday suspense team is still best in terms of choosing story
There is a balance of every genre as well as old-new age writers
Ekdom agree with you...story is more important than casting...everything else comes next to it...be it casting, bgm, acting, presentation etc.
Tobe jehetu eta sruti natok...tai overall presentation bhalo hole shunte aro bhalo lage.
Anyway golpo ta kemon laglo?
@@arnabdas3600ভালো হয়েছে
গল্পটা খুব ভালো
শুনতে পারেন স্বচ্ছন্দে
এটুকু বলতে পারি ঠকবেন না
আবারো বলব লোকের কথায় বিশ্বাস না করে নিজে উপভোগ করুন
Sei karonei ei channel top@@arnabdas3600kono hatred na spread koreo Actions are always louder than words e beleive kore proti golpe darun darun and best presentation diye jacche 15 yrs dhore
অগ্নিদা অসাধারণ🎉
Excellent
Darun darun
❤ রাত বারোটার পর নিঃশব্দ পরিবেশে একান্তে শুনছি এই রহস্য উন্মোচন গল্প.......
Darun
গল্পটা খুব শুনতে ভালো লাগছে
সানডে সাসপেন্সের প্রতিটি বাচিক শিল্পীর গলার স্বরের এমন মাদকতা যে , শ্রোতাদের নিবিষ্ট মনে শুনতে বাধ্য করে ।
এখনও পর্যন্ত যা বুঝলাম, শেখর নতুন ভাবে চরিত্রটাকে করেছে। দীপ আর দীপ বসুকে মনে নিয়ে যারা শুনবেন, তাদের এটা শুনে সাধারণত upset হওয়ার কথা, কিন্তু শেখর চরিত্রটাকে এমনভাবেই করেছে, যে আমার অন্তত ওকেও বাকি দু'জনের সমানই মনে হচ্ছে। শেখর পুরো চরিত্রটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, যেটা একজন ভয়েস আর্টিস্টের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ! যার ফলে, পুরো চরিত্রটাই আগের চারটে গল্পের থেকে 360⁰ ঘুরে গেছে।
জানি না, এরপরের গল্পে কী হবে, তবে শেখরকে কন্টিনিউ করলেও সেটা গ্রহণযোগ্য হবে।
@@SukhenduSikder sry to disagree. Budho da ekjn young character. Sekher ekjon khb vlo artist nd narrator. Kintu character er age sathe connect korte na prle hyna. Bar bar cast chnge hole jara regular sonen tader connect korte prblm hoy. Khub disappointed holam aj.
@@Tiisane বয়স একটা ফ্যাক্টর হতেই পারে, কিন্তু আমি আমার কথা বললাম। আর, এটাও ঠিক যে বুধোদার এই ধরনের অভিনয়ই যদি শুরু থেকে হতো, তাহলে এটাই বুধোদা হিসেবে পারফেক্ট হতো। মেন ব্যাপার হলো, আগের দু'জন মাথায় গেঁথে গেছেন। কেউ সেই জায়গায় নতুনত্ব আনতে গেলেই, লোকে খাপ্পা হয়ে যায়।
বয়স একটা ফ্যাক্টর অবশ্যই
@@Tiisaneকারণ বুঝলাম না সত্যিই।
@@Tiisaneতা তিরিশ বছর বয়েসী ফেলুদার চরিত্রে ষাটোর্ধ সব্যসাচী চক্রবর্তীর হাড় ঝিরঝিরে কন্ঠস্বর শুনতে খুব মানায়, তাই না
@@Tiisanemain bapar kan set hoe jawa...tokhon hotat change hole kharap lage...kintu etai jodi continue kora hoi...tokhon abar kan set hoe jabe...barbar artist change kora thik noi.