দোয়া কবুলের পাঁচটি সোনালি সময়

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 48

  • @yousufkhan3772
    @yousufkhan3772 Рік тому +21

    দোয়া কবুলের ৫টি সময়:
    ১. যোহরের ওয়াক্ত যখন শুরু হয়।
    ২. আযানের পরবর্তী সময়।
    ৩. এক ওয়াক্ত নামাজের পর আরেক নামাজের সময় পর্যন্ত।
    ৪. الله أكبر كبيرًا ، والحمد لله كثيرًا ، وسبحان
    الله بكرة وأصيلاً
    এই দোয়া পাঠের পর।
    ৫. তাহাজ্জুদের সময়।

  • @jalalahmed3300
    @jalalahmed3300 Рік тому +5

    আল্লাহু আকবার কাবীরা, ওয়াল হামদুলিল্লাহি কাসিরা,ওয়া সুবাহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।

  • @maakram4469
    @maakram4469 Рік тому +17

    আল্লাহ আমাদের কে সকল প্রকার ভালো কাজ কে কবুল করুন, মন্দ কাজ গুলো থেকে হেফাজত করুন।

  • @jahangirsiddique9522
    @jahangirsiddique9522 Рік тому +4

    অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা! জাযাকাল্লাহ খাইর!

  • @Minimalistic_31
    @Minimalistic_31 Рік тому +10

    আল্লাহু আকবার কাবিরা ওয়াল আলহামদুলিল্লাহি কাসিরা,ওয়া সুবহানআল্লাহি বুকতারান ওয়া আসিলা।

    • @samiyaislam4940
      @samiyaislam4940 Рік тому

      এখানে বুকরাতাও হবে

  • @samimreza8507
    @samimreza8507 Рік тому

    সময় স্থান সব আল্লাহর মুখাপেক্ষি তাই তিনি যা পারবে তা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ মহান

  • @akibul_islam
    @akibul_islam Рік тому +9

    اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً

  • @PRIOBONAMAR
    @PRIOBONAMAR Рік тому +5

    আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে।
    -ইমাম শাফিঈ (রাহিঃ)

  • @IamSunvi_01
    @IamSunvi_01 Рік тому +38

    গতকাল দিনটা আমার কী সৌভাগ্য!
    আমি এক্সাম দিতে কক্সবাজার মহিলা কলেজে যাওয়ার পথে শায়েখ আহমাদুল্লাহ হুজুরকে অটোর মধ্যে দেখতে পাই। এবং আমি রিকশায় ছিলাম। শায়েখ-কে সালাম দিলে, শায়েখ সাথে সাথে জবাব দেন।
    আমার খুব ইচ্ছা ছিলো দৌড়ে নেমে শায়েখের সাথে মোসাফা করবো। কিন্তু শায়েখের অটোটা দ্রুত টেনে চলে গেলো।
    গতকাল থেকে সেই মুহুর্ত্বটা আমি যেনো ভুলতে পারছিনা।
    গতকাল দিনটাই আমার জন্য কী এক সৌভাগ্যবান!

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      আপনার প্রিয় শায়খসহ অন্যান্য বক্তারা কি দেখে না যে এই দেওবন্দের কওমীর সব পীর ও ইলিয়াসী তাবলীগের বুজুর্গদের বিদাতিরা আমাদের নবীর এই সঠিক (সত্য) আক্বীদাকে বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিচ্ছে। নাঊজুবিল্লাহ্ ।
      কারন ঐ তাবলীগের পীর-বুজূর্গরা এই হাদীসের বিরোধী আক্বীদার অধিকারী ও প্রচারকারী। যেখানে আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬! অথচ ঐ হেফাজতে কওমী ইলিয়াসী তাবলীগের বিদাতিরা আমাদের নবীর আক্বীদাকে বিদাত বলে অপবাদ দেয়। নাঊজুবিল্লাহ্।
      কিন্তু যাদের হৃদয় অন্ধ তিনারা (এবং
      মিজানুররহমান আজহারী,কাজী ইব্রাহীম, আহমাদুল্লাহ,আবরারুল হক আসিফরা, আবু ত্বহারা) এই জঘন্য অপবাদ কারী দেওবন্দের হেফাজতে কওমী,সরছিনা, ফুরফুরা,চরমনাই,এনায়েতুল্লাহ আব্বাসী, ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে ! এর কারণ হচ্ছে দাজ্জালকে নিয়ে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয় হওয়া বক্তাদের সাপোর্টকারী ঐ রাজনৈতিক দলের অধিকাংশই আবার ছারসীনা ফুরফুরা পীরের মুরিদ ব্রাম্মণবাড়িয়ার পীরদেরকেও সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দ, ছরসিনা, ফুরফু্রা, চরমোনাই,আব্বাসী, তাবলীগ জামাতের পীর-বুজূর্গ নামক অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      নবী (স:) একদা জনৈক দাসীকে বললেনঃ আল্লাহ্ কোথায়? দাসী বললঃ আল্লাহ্ আসমানে। নবী (স:) বললেনঃ আমি কে? সে বললঃ আপনি আল্লাহর রসূল (স:)। নবী (স:) তখন দাসীর মালিককে বললেনঃ তুমি তাকে মুক্ত করে দাও। কারণ সে একজন মুমিনাহ্ (ঈমানদার)। [সহীহ মুসলিম, অনুচ্ছেদ: মসজিদ ও সালাতের স্থান সমূহ, হাদিস: ১০৮৬]
      হিন্দুমুশরিকরা বলে-“ঈশ্বর নিরাকার সবজাগায়=শিয়াদের আকিদা-সবকিছু খোদা=বেরেলভী মাজার,দেওবন্দ পীরদের শির্কি আকিদা: "কিছুই নাই আল্লাহ ছাড়া"!নাউযুবিল্লাহ।
      ইমাম বুখারী (রহ:) বলেনঃ (আল্লাহ'র সত্তা সর্বত্রে বিশ্বাসী) জাহমিয়া, (শিয়া) রাফেযীদের পিছে নামাজ পড়া আর ইহুদী-খৃস্টানের পিছে পড়া (নামাজ পড়া) সমান। [খলকু আফআলিল ইবাদ, পৃষ্ঠা:২২]
      অন্যদিকে এই হেফাজতে দেওবন্দ, বেরেলভীদের (রিজভীদের) সকল পীরদের কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ নাকি তাদের কলব্ (অন্তরে) নাঊজুবিল্লাহ্।
      এর কারণ হচ্ছে তাঁদের শয়তানী যিকির।
      হেফাজতে দেওবন্দের ফুরফুরা,চরমনাই আব্বাসী,ইলিয়াসী তাবলীগের পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক!
      সৌদি আরবের ইসলাম ইরাক হয়ে ইরানে গিয়ে বিকৃত হয়ে পাক-ভারতে এসেছে। পাকিস্তান হতে যারা এদেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিলেন শিয়া সম্প্রদায়ের। মিঃ জিন্নাহ শিয়া, মিঃ লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব খান শিয়া। তাঁদের বিকৃত ইসলাম অর্থাৎ ইরানের শিয়া-খারেজীদের হতে উদ্ভুত খারজীপনা ও পারস্যের অগ্নিপূজকদের পীর-বুজূর্গের সূফীবাদই মানুষের কাছে ইসলাম বলে পরিচিত লাভ করেছে। নাঊজুবিল্লাহ।
      তুরস্ক,ইরান হচ্ছে বিদআতি ও ইসলামী সহীহ্ আক্বীদা ও আমলের বিরোধী ও ইসলাম বিকৃতকারী। আর আফগানিস্তানের তালেবানরা শিয়া খারেজীদের মতো মাজারপুজারী।
      ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো। ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা!নাঊযুবিল্লাহ
      যে নামধারী মুসলিমরা আল্লাহ'র ঘর মসজিদ ভাঙ্গতে সাপোর্ট করে অথচ মাজার ভাঙ্গতে সাপোর্ট করে না-তারাই ভন্ড গোমরাহ পীর = পুরোহিত=পোপ
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী?
      যারা ঈসা (আঃ),নবী (সঃ),আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে ( যেমন বিএনপি আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের অনুসারী জনগনরা, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান,ইহুদী, সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকাকে সাপোর্ট করে; তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না?

  • @usafitnesstips7580
    @usafitnesstips7580 Рік тому +2

    Love from Gazipur kapasia

  • @tamimanam8089
    @tamimanam8089 Рік тому +1

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুলাহ ওয়াআলাই কুমুসসালাম ওয়ারাহমাতুলাল

  • @jesmin2615
    @jesmin2615 Рік тому +5

    হুজুর আমার ছেলের বয়স ১৩✝কোন সময় কারো সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু কিছু দিন ধরে আমার কোন কথাই তার ভালো লাগে না আমি যা কিছু বলি সব কিছু খারাপ লাগে ।হুজুর বাসায় আমার শাশুড়ি।হুজুর আমি বড়ই কষ্টে আছি ।আমার ছেলেটার জন্যে একটু দোয়া করবেন।আল্লাহ্ যেন আমার বাবাটাকে সঠিক জ্ঞান দান করেন আমার বাবাটাকে ভালো রাখেন।আমিন।

  • @mdshoponislam318
    @mdshoponislam318 Рік тому

    মাসাআল্ল। আল্লাহ।আমাদেরকএইআমল।করারতোফিকদানকরুন।আমিন।

  • @sheikhsagorbd77
    @sheikhsagorbd77 Рік тому +3

    আমার রব
    হয়তো আমার বাক্য গুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝানোর মত যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলো বিচ্ছিন্ন।।
    কিন্তু মালিক আপনি তো অন্তরে ভাষা বোঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে ব্যর্থ হয়-এসবের কোনো কিছুই আপনার অজানা নেই।
    আমি শব্দের অভাবে,বাক্য-বিন্যাসের সমস্যায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতিমধ্যে জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে আমার অন্তরের চাওয়াটুকু
    পূরণ করে দিন।।
    ইয়া রাব্বুল আলামিন।।🤲

  • @meazeesumon9652
    @meazeesumon9652 Рік тому +1

    Inshaallah

  • @mdmehedihasan109
    @mdmehedihasan109 Рік тому +1

    amaizing ❤❤❤

  • @mahmudsiddiqui83
    @mahmudsiddiqui83 Рік тому +3

    এই সোনালী সময় 24ঘন্টাই পৃথিবীতে বিদ্যমান থাকে

  • @ratulvi492
    @ratulvi492 11 місяців тому

    8:29

  • @shakibtahsansis3477
    @shakibtahsansis3477 Рік тому +1

    Love from Jamalpur

  • @labonikitchen
    @labonikitchen Рік тому

    মাশাআল্লাহ

  • @mimmim1108
    @mimmim1108 Рік тому +6

    আল্লাহু আকবর কাবিরো, ওয়ালহামদুলিল্লাহি কাচিরো, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াছিলা - এই দোয়া ভিডিও তে বলা হইছে।
    বানান ভুল হলে প্লিজ শুদ্ধ রুপে পড়বেন। যেহেতু আরবী দোয়া বাংলায় লিখা ঠিক না। তাও লিখলাম, যদি কারো উপকার হয়। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক। আমিন

  • @mahdihasan6183
    @mahdihasan6183 Рік тому +2

    কোথাও আগুন লেগেছে এমত অবস্থায় সেখানে হিন্দু মুসলিম সবাই আছে তখন কে বলা যাবে আল্লাহ সবাইকে হেফাজত করুক।

    • @afsanasupti3625
      @afsanasupti3625 Рік тому

      দোয়া করা যাবে।
      জীবিত অমুসলিমদের জন্য দোয়া করা যাবে তাদের হেদায়েতের জন্য। কিন্তু মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা নিষেধ কারণ তারা ঈমান না এনে মারা গেছে।

    • @kishwerislam4646
      @kishwerislam4646 Рік тому

      Bipode apotito je kono manusher jonno doa korata ekjon mu'min er porichoy, she muslim hok ba omuslim!

    • @xyxxyz243
      @xyxxyz243 Рік тому

      Na jabe na

  • @usafitnesstips7580
    @usafitnesstips7580 Рік тому +1

    ❣️❣️❣️❣️

  • @samsungsam8710
    @samsungsam8710 Рік тому +1

    😭😭😭😭😭ওকে

  • @RIJIAKhatun-o3i
    @RIJIAKhatun-o3i 10 місяців тому

    হুজুর আমি যখনই নামাজ পড়ি তখন একই দুআ বার বার করতে ইচ্ছে করে কেনো?

  • @MEHEDIHASAN-js5xw
    @MEHEDIHASAN-js5xw Рік тому

    Subhanallah

  • @mohammedshaker5963
    @mohammedshaker5963 Рік тому +1

    হূজুর আমার সালাম নিবেন আপনার সাথে একটু কথা ছিল খুব দরকার আমি আমিরাতে থাকি এটা আমার নং বার দয়াকরে একটা মিসকল দিয়েন

  • @ismotaralaskar6672
    @ismotaralaskar6672 Рік тому

    Ami India theke ak bon ami aktu apnar sathe kotha bolte chai

  • @mstsharmin3080
    @mstsharmin3080 Рік тому +2

    দোয়া গুলো লিখে দিলে ভালো হতো

  • @runniahmed6195
    @runniahmed6195 Рік тому

    😢😢😢😢

  • @madeinbd7613
    @madeinbd7613 Рік тому

    দোয়া গুলো দয়াকরে লিখে দিন

  • @marjearana1072
    @marjearana1072 Рік тому +2

    আসসালামুয়ালাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকা তুহ ।। আমি আমার আলেমা মেয়ের জন্য হক্কানী আলেম ছেলে খুঁজতে খুঁজতে এখন খেন্ত হয়ে বসে আছি। অনেক আশা হক্কানী আলেম ও মসজিদের ইমাম খতীব এর নিকট মেয়ে কে বিয়ে দিবো , কারন আমার ছেলে নাই ৩ টা মেয়ে , ২ মেয়ে আলেমা হয়েছে আলহামদুলিল্লাহ ১ মেয়ে বিয়ে দিছি দুঃক্ষের বিষয় আলেম জামাই আমার ঘরে আসেনি আসছে তাবলীগি ঐ নিয়ে অনেক ফেতনার মধ্যে আছি ।তৃতীয় মেয়ে ছোট ৮ বছরের মাদ্রাসায় পরতেছে তাই আমার আশা ও খায়েশ আমার ছেলের মতো মেয়ে জামাই আমার জানাযা পরাবে। জানিনা আল্লাহ আমার এই আশা পুরন করবেন কিনা হুজুরের নিকট দুয়ার দরখাস্ত।

  • @sumiyaabdullah5470
    @sumiyaabdullah5470 Рік тому +1

    আপনার বাসা কোন জায়গায় অবস্থিত।আপনি কোন মাদ্রাসার শায়েখ

  • @rakibul7394
    @rakibul7394 Рік тому +1

    আমার একজন ভাই বলেন যে মাদ্রাসা পড়া মেয়ে রা মাসায়েল জানে বলে সংসারে অশান্তি হয়!তাই ইস্কুলে পড়ে এমন মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন!কারণ তারা মাসায়েল জানে না তাই স্বামী যাই বলে তা মানে....

  • @johoraakter
    @johoraakter Рік тому +2

    Shaikh ahmadullah apnar number ta dile khub valo hoto plz