সত্যজিৎ রায়ের "অস্কার" প্রাপ্তি (৩০শে মার্চ, ১৯৯২) । Academy Honorary Award | TIJ2328

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • আজ এশীয় তথা ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে এক বিশেষ গর্বের দিন। ১৯৯২ সালের ৩০শে মার্চ (ভারতীয় সময় ৩১শে মার্চ সকাল ৬টা) বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় চলচ্চিত্রে সারাজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ "Academy Honorary Award" পেয়েছিলেন। সত্যজিৎ রায়-ই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় যিনি নিজের আঞ্চলিক ভাষায় ছবি বানিয়ে এই সন্মানের অধিকারী হন। সত্যজিৎ রায় তখন খুব অসুস্থ, কলকাতার বেল ভিউ নারসিং হোমে ভর্তি। তাই "Academy Award" কর্তৃপক্ষ কোলকাতায় এসে তাঁর হাতে সেই সন্মান তুলে দেন এবং তাঁর প্রতিক্রিয়ার ভিডিওটি রেকর্ড করা হয় যেটি আজকের দিনে অর্থাৎ ১৯৯২ সালের ৩০ শে মার্চ লস অ্যাঞ্জেলসে ৬৪ তম অস্কার অ্যাওয়ার্ডের সন্ধ্যায় প্রদর্শিত হয়। "অ্যাকাডেমি অফ মোশন পিকচারস"-এর তরফে কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্ন গোটা বিশ্বের সাথে নতুন করে সত্যজিৎ রায়ের সাথে পরিচয় করিয়ে দেন। সারা বিশ্ব টিভি পর্দায় সত্যজিৎ রায়-কে অস্কার গ্রহন করতে দেখে...

КОМЕНТАРІ •