SHOHAGE ADORE | BELASHURU | OFFICIAL VIDEO SONG | SOUMITRA SWATILEKHA | NANDITA SHIBOPROSAD |WINDOWS
Вставка
- Опубліковано 9 лют 2025
- #Belashuru #AnupamRoy #ShohageAdore
The song 'Shohage Adore' has been written and composed by Anupam Roy. This song reflects different shades of love and relationships in different stages of life and inspire us to hold on to love in the toughest situations.
#SoumitraChatterjee #SwatilekhaSengupta
#Belashuru #Windowsproduction #NanditaRoy #ShiboprosadMukherjee
Soumitra Chatterjee and Swatilekha Sengupta starrer Belashuru, the sequel of Belaseshe is all set to be released on 20th May 2022.
Credits:
Produced by: Windows
Directed by: Nandita Roy & Shiboprosad Mukherjee
Story & Screenplay: Nandita Roy
Dialogues: Shiboprosad Mukherjee
Cast:
Soumitra Chatterjee
Swatilekha Sengupta
Rituparna Sengupta
Sujoy Prasad Chatterjee
Aparajita Auddy
Kharaj Mukherjee
Monami Ghosh
Anindya Chatterjee
Shankar Chakraborty
Indrani Dutta
Music: Anindya Chattopadhyay & Anupam Roy
Editor & Trailer Moloy Laha
Cinematographer: Shubhankar Bhar ISC
Song Details:
Singer: Anupam Roy
Lyrics & Composition: Anupam Roy
Arrangement & Programming: Shamik Chakravarty
Guitar: Raja Chowdhury
Drums: Sandipan Parial
Bass: Kaustav Biswas
Recording: Shubhraneel Basu
Mixed & Mastered By: Srirup Chatterjee
ভালোবাসা বাকি আছে বন্ধুরা। 🙏🏼
It's beautiful.
অসাধারণ
Dada khub shundor hyeche
Ami apnar bishal boro fan sir... Please sir amake reply korben 🥺
lt's beautiful 😍🥰
অদ্ভুত না! এই পৃথিবীতে সৌমিত্র চট্টোপাধ্যায় নেই। নেই স্বাতিলেখা সেনগুপ্তও। কিন্তু তাঁদের নতুন কাজ নিয়ে এখনও আমরা উত্তেজিত হয়ে উঠি। মানুষ থাকে না। কিন্তু তাঁর সোনালী পদচিহ্ণ ঠিকই থেকে যায়। গাঙ্গেয় পলিমাটি আপনাকে মিস করে অপু।
Thik tai amio bhabchilam. I miss him so much
অসাধারণ বলেছেন মশাই 👌 ❤ ❤ ❤
Ai apu ki vai? Ata kon vasa 🙄
@@nebula5169 আমার তো বাংলাই মনে হচ্ছে। অপু কি, জানতে হলে পড়তে হবে, দেখতে হবে।
@@prithil007 Apu mane ki?
একটা সময় পর শরীর থাকে না, আকর্ষন থাকে না.. থেকে যায় বন্ধুত্ব ❤️❤️.. সৌমিত্র স্যার এবং স্বাতীলেখা ম্যামকে শেষবারের মত দেখতে পাব🙏🙏.. বেলাশুরু অনেক সাফল্য পাক।
shatilekha mam ki beche nei??? 💔💔
@@abhiknath5672 না কিছু মাস আগে চলে গেছেন।
@@rc9398 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Full movie review ua-cam.com/video/IMvkwrn3-WY/v-deo.html
এটা ভাবতেই খুব কষ্ট লাগে যে সৌমিত্র স্যার আর আমাদের মাঝে নেই....
মনে হলো আবার সেই 2015 এ ফিরে গেছি.. অনুপমদার গলা হৃদয় ছুঁয়ে গেলো আরও একবার। বিশ্বনাথবাবু আর আরতিদেবী সারাজীবন বাঙালিদের মনে থেকে যাবেন, সে তারা যেখানেই থাকুন না কেনো। 😊
ওই 2013 ,14 , 15 , 16 এই সময় টাই বেস্ট ছিলো
@@rahulmukherjee9798 বাস্তবে সব অতীত বেস্ট ই হয়🥰
@Alpana Manna Belasheshe r golpo ta Evergreen, agami projonmo keo soman bhabe mugdho korbe bole amar bissas.
@@rahulmukherjee9798 sotyi e tai 👍
Absolutely correct.
সিনেমাটার জন্য যে কতটা মুখিয়ে আছি সেটা বলাই বাহুল্য। তবে একটা জিনিস ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। সেটা হলো যে এই ভীষণ প্রিয় মানুষ দুজন কে আর নতুন কোনো কাজের মাধ্যমে দেখার সুযোগ পাবনা।। ভীষন সুন্দর একটা গান।।
একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষন থাকে না, যেটা থেকে যায় সেটা হলো বন্ধুত্ব 💛❤️
মন ছুঁয়ে গেল গান টা 🎶💕
কেউ থেকে যায় তোমার অপেক্ষায়
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই ❤️
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই ❤️
"একটা সময় পর শরীর থাকে না, আকর্ষণ থাকে না..থেকে যায় শুধু বন্ধুত্ব"😌❤️
Full movie online review ua-cam.com/video/IMvkwrn3-WY/v-deo.html
Right 👍👍👍👍👍👍
So trud❤❤
সত্যিই,,কিছু কিছু স্মৃতি মনের মধ্যে সোনার ফ্রেমে বাঁধানো থাকে!!
পুরো মন ছুঁয়ে গেল!! কখনো সৌমিত্র চট্টোপাধ্যায়,কখনোবা অনুপম স্যারের গলায়,,,আহা পুরো বাঙালি আনার হৃদয়স্পর্শী সেই স্বাদ ,,,,♥
"Ekta somoyer pore shorir thakena akorshon thakena...jeta theke jaye: bondhutto" _____ hits deep💘💘
☺👍
যেখানে বেলাশেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ভোরের আলোতে বেলাশুরু। পুরানো চরিত্রের সাথে ও নতুন চরিত্র, অনুপম রায়ের অনবদ্য কন্ঠ, সুর, লেখা.... mesmerizing song অনুপমদা কে শুভ জন্মদিনের শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার ও স্বাতীলেখা সেনগুপ্ত ম্যাম আমাদের মাঝে নেই কিন্তু ওনারা ওনাদের অসামান্য সব কাজের মাধ্যমে আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন, যেমন এই বেলাশুরু সিনেমার মাধ্যমে আবার আমরা ওনাদেরকে দেখতে পাব। সব মিলিয়ে খুব ভালো লাগছে।
🙏🎶🎶❤
আমার জীবনেও এরকম একজন আছে নাম তার দেবযানী।যাকে কখনই আমি কোনো মূল্যেই হারাতে চাই না। তাঁকে পাওয়া যেন আমার কাছে "ঈশ্বর প্রাপ্তি"। এ সময়ে এমন কাউকে পাওয়া খুবই কঠিন, যে সময় বিচ্ছেদের ঘটনা দৈনন্দিন ব্যাপার।আমার শূন্য হাতে সে আমায় ভালোবাসে এর থেকে বেশি কিছু চাই না জীবনে। দিনে শেষে আকাশ সমান ভালবাসি তাঁকে ❤। যাঁদের জীবনে এরকম কেউ আছে তাঁকে কোনো মূল্যেই হারাতে দিও না , তর্কে হেরে যেও তবু ভালোবেসে যেও, হারিয়ে যেতে দিও না । আগলে রেখো তাঁকে "সোহাগে আদরে"।
😊😊😊😊😊
😊
Valolaglo ❤ sokale msg ta pore❤ valo takben apnara
আমি সবে উনিশ, কথায় বলে জীবনের উপলব্ধি নাকি সবই এখনও বাকি। সতেরো যখন ছিলাম তখন ‘বেলাশেষে’ দেখে এক অদ্ভুত উপলব্ধি হয়েছিল। আর এখন ‘বেলাশুরু’-এর সোহাগে আদরে বাঁধা কী এক স্নিগ্ধ অনুভূতি যেন অন্তরের গহীনে প্রশান্তির অনুরণন ঘটাচ্ছে।
মুক্তির অপেক্ষায় বসে আছি... সম্পূর্ণ বোলপুরটা চোখের সামনে ভেসে উঠলো আহা💗💗
Same
Kobe release korbe movie ta ??
@@Suparnamondal4648 contact
@@itz_akash1744 can you give movie?
যে সম্পর্কগুলোকে বাইরে থেকে দেখে ভালোবাসার আঁচ পাওয়া যায় না, সেই ভালোবাসাগুলোর গভীরতা প্রথম বুঝতে পেরেছিলাম "বেলাশেষে" দেখে। "বেলাশুরু" -র সঙ্গে ভালোবাসার নতুন সফরের যাত্রী হওয়ার অপেক্ষায় থাকলাম। ❤️
এক অদ্ভুত সময় দিয়ে যাচ্ছি আমরা , যাদের জন্য এই বেলা শুরু সিনেমা তারাই আর নেই এটাই যা আপশোষ ।।
সৌমিত্র চট্টোপাধ্যায়❤️
চোখের জল ধরে রাখা অসম্ভব।
এক বেলা থেকে শুরু আবার এক বেলাতে শেষ 😌
সত্যি,
অনেক কিচ্ছু শিখিয়ে গেলেন তারা ❤️🥺
Wow! Oshadharon!
৭ বছরের অপেক্ষা অবশেষে শেষের পথে ... নিজের ভালোবাসা ফিরে পাবো ভেবেও এত দিন অপেক্ষা করি নি ...
All the best wishes to Belashuru whole team, i know it will be a remarkable one like the Belaseshe
Just osadharon composition......Anupam Roy just fatiye gaan ta geyeche, mon chuye gelo onk din por.
Suvecha roilo
😌❤️😌
Thnk u vru much windows production.. eto sundor ekta upohar amder debar jonno..... 2022 sal ta sotti khub vlo upohar ei flim tar jonno paylam.... osadharon flim.... ami ek theator grup er actor.. acting ta olpo ektu bujhi .. kintu flim ta dekhar por sotti ami kadte baddho hoye6i ses portion e .... khub vlo.. amr life e best achievement.. ei flim ta..✌✌✌✌
হ্যাঁ , সৌমিত্র বাবু এবং স্বাতিলেখা দেবী
আমাদের সোহাগে আঁদরে আপনারা আজও বাধাঁ পড়ে আছেন, থাকবেন ও আজীবন !🤍🌼
“ভ্রমণের শেষে তুমি ফিরে এসো আগের মতো...
কেও বসে আছে তোমার অপেক্ষায়” :)
ua-cam.com/video/HYut6p8XkW0/v-deo.html
নমস্কার, আমি একটু নিউজ পোর্টালে নিউজ কভার করি,,গানটি নিয়ে লিখতে গিয়ে আপনার কমেন্টটি যোগ করেছি, আপনি পড়তে ইচ্ছুক হলে জানাবেন
এই দুটো মানুষের জন্য সিনেমা টা দেখার খিদেটা কোটি গুণ বেড়ে গিয়েছে। শুধু একটাই অনুরোধ বেলাশেষের মতো বেলাশুরু র শেষ টাও যেন খুব ভালো হয়। যেন হল থেকে হাসি মুখে বেড় হতে পারি 😌🌼💖
I can't remember how many times I have watched the movie (Belasheshe). I still watch it whenever I get time. It's really funny that people only watch this for fun rather than accepting the truth of life and finding their purpose. I used to think that I am the only person who thinks the way that old man thought.
By the way, my heartiest thanks to the team and the actors and actresses who played their roles very well.
Thank you so much.
কেউ বসে আছে তোমার অপেক্ষায়.... দারুণ
আধখানা ভোরে আলোরেখা হয়ে, ভালোবেসে যাই 🌼
প্রিয় জুটি + শান্তিনিকেতন সোনাঝুরি + অনুপম রায় = আহা ❤️
এই দুজন মহীরূহ ব্যক্তিত্ব যাদের আর কোনো দিনও দেখতে পাবো না। কিন্তু ইনাদের কর্ম সারাজীবন থেকে যাবে। সিনেমাটি কি অসম্ভব সুন্দর হবে তার প্রথম গানেই নমুনা পাওয়া গেল।
সৌমিত্র বাবু,
যেখানেই থাকুন... ভালো থাকুন... ❤️❤️
শুধুমাত্র আপনার জন্যেই বেলাশুরু-র প্রতিক্ষায় আছি...
Dhonnobad abr soumitra chottopadhyay k firiye anar jonno...
Jekhanei thakun uni thakben chirokal amader moner sinhasone❤️
আর এদের দুজনের জুটি কে দেখতে পাবো না সিনেমার পর্দায় 😢,
সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বতিলেখা সেনগুপ্তর এর এই শেষ দেখা।।
চিরজীবন মনে থাকবে এদের জুটি , সিনেমার পর্দায় বেলশুরু এর শেষের দিকে চোখে জল এনে দিয়েছিল। সত্যি ভালোবাসা এক অদ্ভুত অনুভব।
ভবিষ্যত প্রজন্ম বুঝবে কিনা জানি না এদের মূল্য।
Smritir sagore ami dubey giye
Bhalobeshe jai....
Aha!! Onobodyo!! Anupam Da tumi genius!! Kothar khela hridoy sporsho kore!!
Jonmodin e shrota der jonyo ekti opurbo upohar!! Bhalo theko kobi!! 🤍
আমি তখন 18 ,বাংলা movie সব থেকে ভালো লাগা একটি ছবি ,,,,কতো বার দেখেছি হয়তো নিজের মনে নেই,,,,প্রথমে বার দেখার পরে চোখের জল এসে গিয়ে ছিল আর হেসে ছিলাম ,,,,। আমি অনেক কে বলেছি বাংলা ছবি দেখতে হলে একটি বার বেলা শেষ টা দেখো ,,,সত্যি সত্যি বলছি খুব খুব ভালো লেগেছে ছিল বেলার শেষ টা ,,,,,,,, দুঃখ হয় সেই মানুষ টা আজ নেই বলে ,,,,,,, কিন্তু সবার প্রথমে প্রথম দিনে ছবি টা দেখতে যাব,,,,,, অনেক অপেক্ষা করে ছিলাম আরো আছি,,,,,,,,,,,❤️❤️❤️
বাংলাদেশ থেকে বলছি ,ছোটবেলা থেকে সৌমিত্র বাবুর ভক্ত আমি। উনার ভক্ত হয়েছিলাম উনার কণ্ঠ শুনে। রবীন্দ্রনাথ এর শেষের কবিতায় কণ্ঠ দিয়েছিলেন অমিত রায় এর। এর পর থেকে উনাকে খুঁজেছি । সত্যজিৎ রায় এর ফেলুদা চরিত্র টাকে দারুন ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এর পর থেকে কেন জানি টিভি পর্দায় উনি এসে গেলে আমার চোখ আর সরেনা। সত্যি অসাধারণ এক গুণীজন। জীবনের শেষ পর্যন্ত উনি দিয়ে গেছেন ভালো লাগার অনেক কিছু। প্রার্থনা করি যেখানে থাকুক যেন অনেক ভাল থাকেন।
"কেউ বসে আছে তোমার অপেক্ষায়"
অনুপমদা তোমার কণ্ঠে সত্যিই কেমনজানি জাদু জানে, মুহূর্তেই মনেহয় আরে এটা তো কেবল আমার জন্যই লেখা! ভালো থেকো খুব। ❤
Gaan ta sune e toh chokhe jol ese gelo.. movie ki kore dekhbo janina.. miss you both a big time সৌমিত্র স্যার আর স্বাতীলেখা দেবী
কে বলেছে আবেগ নেই? স্মৃতি উগরে বাকি ভালোবাসাটুকু আজও লেগে থাকুক হৃদয়ের ঈশান কোণে!❤️
সুন্দর ভাষা ও গায়কী❤️❤️❤️
Ekta osadharon concept.. Normally bela shuru hoye bela sesh hoy... Kintu bela sesher poreo kothao ekta bela surur jayga thake.. Ar seta ke eto bhalo bhabe amader kachhe tule deoar jonyo onek onek dhonyobad🙏🏻💓.. Anupam da er byapare kichhu bolar nei... Obhabe keno theke sohage adore.. Uff💓💓💓 Alipurduar theke❤❤💓💓
Mesmerizing...gave me goosebumps...we will miss you, your voice, your words, your humility, your acting, your presence, your laughter SOUMITRA SIR❤
The music and voice and lyrics gives peace to my ears 💗
ua-cam.com/video/HYut6p8XkW0/v-deo.html
উইন্ডোজ কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যাতে করে এই সিনেমাটি বাংলাদেশের যেকোনো ভাবে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এই মুভিটির সাথে অনেক ভালোবাসা এবং আবেগ জড়িয়ে আছে।
: অনুপম মানেই আমার ছোটবেলা,
অনুপম মানে মন খারাপের
রাতে "আমাকে আমার মত থাকতে দাও",
অনুপম মানেইতাকে দেখে মনে মনে বলি "একবার বল তোর কেও নেই"
: শুভ জন্মদিন ♥️ আমার প্রিয় গায়ক অনুপম রায় ♥️
@Gamingblog
খুব মনে পড়ছে এই মানুষ দুটির কথা। একটা অসাধারণ গানের মদ্দে দিয়ে মিষ্টি প্রেমের গল্প। সব শেষে বলবো শুভজন্মদিন অনুপম sir। একটা খুব সুন্দর রিটার্ন গিফট পেলাম এই গানটার মদ্দে দিয়ে।
This line:- "..ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো,কেউ বসে আছে তোমার অপেক্ষায়.." ❤️😌🌼
অপেক্ষা
অনেক মুভি দেখেছি,,
কিন্তু বাস্তবতার কাছে এ মুভিটাতেই হারিয়ে গেছি বারংবার,,,হাজারবার
কোথাও যেনো একটা মায়া মুগ্ধতা কাজ করেছে পুরোটা সময় জুড়ে
এককথায় অসাধারণ লাগলো❤️🥰
‘সিনেমার ট্রেলার’ -এর অপেক্ষায় থাকলাম...
উফফ! সেই একই কাস্ট। জাস্ট পুরনো দিনে ফিরে গেলাম। সৌমিত্র বাবুকে আর স্বাথীলেখা দেবীকে আবার দেখব একসাথে। এটাও মাস্টারপিস হবে।
না জানি কেন, হয়তো আজ মনটা খারাপ
এর জন্যে হয়তো। গান টা শুনতে শুনতে
ভিতর থেকে এক অজানা দীর্ঘশ্বাস এসে
চোখ দিয়ে পানি পড়লো। 🙂💔
সত্যি এটি একটি অসাধারণ অভিনয়❤❣️
❤💗
সবকিছুর শেষে সবসময় শেষ হয়না , শেষ থেকেও নতুন শুরু করা যায়।
অনুপম স্যারের কণ্ঠ সেই শেষকেই শুরু করেছেন ।
সবাই আজ তারা গুনছে আপনাদের অপেক্ষায়।
❤️
ভালোবাসার অপূর্ব এক বাঁধন বেলাশেষে, ভালোবাসতে শেখাবে বেলাশুরু।
স্বরনে সৌমিত্র স্যার।
অনেক অনেক সাফল্য কামনা করি বেলাশুরু জন্যে। বাংলা cinema আবার ফিরে আসুক। ফিরে আসুক মানুষ আবার হলে।
"কেউ বসে আছে তোমার অপেক্ষায়...."
Audio-visual সব নিয়ে শুধুই মুগ্ধতা,,,আর কিছু বলব না
💞💞💞
আর ঠিক কতবার শুনবো গানটা ? গানটা পুরোনো হয়ে যাচ্ছেনা কেনো ? লিরিক্স এর প্রতিটা শব্দের প্রতি ভালবাসাটা কমছে না কেনো ? এত্ত ভালো সুর তৈরি আর লিরিক্স লেখেই বা কেনো ?
লিরিক্স এর প্রতিটা শব্দের সাথেই নিজের কতকিছুই মিল পেয়ে গেলাম ।।
ভ্রমণের শেষে ....🍁
ফিরে এসো তুমি আগের মতো,,,,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়,,,,,,🙃💙✨
ওহ!!! বেলাশেষের কথা মনে পড়ে গেলো।
তবে বেলাশুরুর অপেক্ষায় ছিলাম বহুদিন ধরে৷
আশা করছি এবারও মন ছুঁয়ে যাবে!
সৌমিত্র কে আমরা আবারও খুঁজে পাবো।
"ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মত ,
কেউ বসে আছে তোমার অপেক্ষায় ;"
😌😌😌...
এভাবেও মন কেমন হয়। এই গানটা অনেক গভীরে ছুঁয়ে গেলো। সৌমিত্র বাবু, স্বতিলেখা দেবী আরও একবার ফিরে আসুন। আমরা রয়েছি, অপেক্ষায়।
Happy Birthday Anupam Roy 🎂🎂🎁🎉
Many many happy returns of the day..
ভালবাসাই মানুষকেই বাচিয়ে রাখে।।।❤❤❤
প্রিয় মানুষগুলো সব একসাথে🥰🥰🥰বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো🥰🥰
Anupam Roy hoyto sobaike aaj nijer jonmodine nimontron korte paare ni kintu aaj nijer jonmodin er party ta "sohage adore" gaan tar roope sobar mon joy kore feleche. Excellent composition sir.
ভীষণ ভালো লাগলো ❤️
Sumitra Chatterjee and his expressions. Uhhhh...etota pure manus r unar acting...moner ek kone kmn kepe uthlo...❤️❤️❤️🙁🙁
অনেক দিনের অপেক্ষার অবসান।
বেলাশুরু মুক্তির অপেক্ষায় রইলাম 💖💖
সিনেমার নাম বেলাশুরু কিন্তু এটা মুক্তি পাওয়ার আগেই সৌমিত্র বাবুর জীবনের বেলা শেষ হয়ে গেল, গানটা দেখে বারবার ওনার কথা খুব মনে পড়ছিল
Again a masterpiece...
Again a transition of soulmates...
Legends we will miss you forever ❤❤
Happy birthday 🎂 🎉 Anupam da. Legendary actor Sir Soumitra Chatterjee er jonno akta red heart chai sobar theke Jara Jara ai comment ta porchen. ❤️❤️❤️
💞ভালোবাসার বাংলা সিনেমা💕💕
এই ভালোবাসা "অস্কার" ওলারা কখনো বুঝবে না। ওরা ব্যাস্ত থাকুক থাপ্পড় নিয়ে।
Aharee.. Tara 2 jon beche chilen.... Ki maya lage....
This song makes us laugh and cry, both at the same time. To think of that both of these legends are not with us anymore, makes this song and the movie much much more valuable and timeless. Love you all so much and eagerly waiting to see these loved people once again. Thanks a lot!
অসাধারণ একটি গান। মন ছুঁয়ে গেলো। খুব সুন্দর।
True legends are on the screen. They r watching us from eternal and we r watching them here. This is life.
ভালোবাসা অসাধারণ ❤
This song is just a masterpiece ❤️
Finally বেলাশুরু is coming 😌😌😌😌❤️❤️❤️
মানতেই পারছি না যে সৌমিত্রবাবু আর নেই। এই তো হেঁটে চলে বেড়াচ্ছেন, অভিনয় এ আবার মন ছুঁয়ে যাচ্ছেন সবার। একইভাবে মিস করবো স্বাতীলেখা দেবীকেও। ওনারা যেখানেই থাকুক ভালো থাকুক, আমরা চিরকাল আপনাদের শিল্পীসত্তার কাছে ঋণী হয়ে রইলাম।
"কানে লেগে থাকে তোমার গলার স্বর"
...... সত্যিই কানে লেগে থাকে তোমার গলার স্বর অনুপম দা ❤️.. অসম্ভব সুন্দর একটা গান ,একটা সুন্দর দিনে (তোমার জন্মদিনে) আমাদের দিলে , অপেক্ষার অবসান হলো যথারীতি এই গান টা পেয়ে । অনেক অনেক শুভেচ্ছা , ভালোবাসা থাকলো তোমার শুভ জন্মদিনে ... ভালো থেকো , সব সময় তোমার ওই মিষ্টি হাসি টা যেন তোমার মুখে লেগে থাকে , নিজের যত্ন নিও
প্রিয় অনুপম দা❤️
আরো অনেক ভালো ভালো গানের আশায় থাকলাম ...
Apurbo sur o kotha….mon chuye gelo. Anupam da sotti “Anupam”.
শান্তিপূর্ণ গান 😌 ভীষণ ভালো লাগলো ❤️
প্রিয় জুটি + সোনাঝুরি + অনুপম রায় = আলাদাই কম্বিনেশন ❤️
"স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।
ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।"
আমরাও থেকে গেলাম সৌমিত্র স্বাতিলেখার অপেক্ষায় .... 🍂
আজ দেখে এলাম বেলাশুরু... 😌❤️
You should've written their honorable full names. Onara amader bondhu non, they are legends so at least that respect is very much due, tai noy ki??
প্রতিটি মুহূর্ত তোমায় ফিরে ফিরে দেখছি সৌমিত্রবাবু...স্মৃতির আড়ালে তুমি চাঁদ হয়ে দেখছো আমাদের হয়ে।। সত্যিই কি ভালোবাসা টা শুধু শরীর কেন্দ্রিক না কি মনের এক গভীর সমবেদনায় নিজেকে বিলীন করা।। আমার কাছে ভালোবাসা মানে বন্ধুত্ব অথবা ক্ষণস্থায়ী এই পৃথিবীর চেয়ে শান্তির কোল যেখানে মানে আর অভিমানে ভরা কথায় থাকবে বিশ্বাসের নীড়...ভালো লাগলো তোমায় ফিরে পেয়ে বেলাশুরু তে।।
একটা সময়ের পরে থেকে যায় শুধুই বন্ধুত্ব ❤️
অনুপমদা অসাধারন,! কোনো কথা হবে;সুরে,কথায়,অনুপম দার কন্ঠস্বরে এক অসাধারন গান।
Happy birthday Anupam da🤗❤️
কিছু জিনিস নিজের অজান্তেই অস্তিত্ত্বের অংশ হয়ে যায়। বেলাশেষে তেমনই একটা কিছু। বেলাশুরুও যেন তেমনি হয় এই আশা রইল
Happy birthday Anupam Roy... Thanks for the return gift 😍😍😍
Anupam Roy r Bangla gaan ...akta advut connection.....gan r proti ta line just uff....mon juriye gelo...
বেলাশেষে ছবিতে স্বাতীলেখা দেবী বলেছিলেন- 'ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার আগে যেন তুমি(সৌমিত্র স্যার) চলে যাও।'বাস্তব জীবনে তাই হল।🙏
একদম
@@tithisinghamahapatra7080 হ্যাঁ❤🙏
Ami baar baar phire ashi.... asbo
কমেন্ট টা রেখে গেলাম মাস্টারপিস গানটার জন্য, কেউ যখন লাইক কিংবা রিপ্লাই কমেন্ট করবে তখন নোটিফিকেশন পাবো এবং আর একবার শুনতে পারবো এই প্রিয় গানটা।
Ai cinema je cinema Hall giye dekhbe Na.... Se konodin cenemai dekheni.... Ashadharon... Hobe. ❤❤❤
Soumitra chatterjee and Sritilekha madam are looking just amazing together.. Those every little scenes and moments are priceless for every bengali audience.. Respect to sir and madam..another masterpiece is coming our way from WINDOWS PICTURE.. ❤❤❤❤
আমার জীবনে মনে হয় না এই সিনেমাটার মত কোন সিনেমার জন্য এত বেশি অপেক্ষা করছিলাম।।
Cant believe we are back in belashuru phase :)❤
খুব ভালো লাগলো ❤️
I am missing Soumitra Chatterjee 😭 . But he is alive in our heart and this song.as good art and artist are immortal
এটা কিভাবে না ভালোবেসে , না সোহাগে, না আদর করে চলে যায় । 👌👌👌
ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো.... ❤️
মন ছুঁয়ে গেল 😊😘
দুপুর বেলা গুরুদেবকে birthday wish করছিলাম সন্ধ্যার মধ্যে treat টা দিয়ে দিলেন।
অনুপম রায় ❤ কানে লেগে থাকে তোমার গলার স্বর।
এখনো বিশ্বাস হয় না আমাদের সৌমিত্র স্যার আর আমাদের মাঝে নেই।এজন্যই বোধ হয় বলে মানুষ তার কর্মে বেচে থাকে।উনি ওনার কাজ দিয়ে অমর হয়ে থাকবেন🙂🙂🙂🙂🙂।
আহা
ভালোবাসা কত মধুর যেন বেদনাটাও এক রাশ না পাওয়া ভালোবাসা💘
আধখানা রোদে আলোরেখা হয়ে ভালোবেসে যাই !🖤🌼
অনুপমদা আবারও..ভালোবাসা নিও ❤।।
Finally "বেলাশুরু" is coming.. 😌