ধর্মসাগরে মৎস্য শিকার উৎসব || comilla dhormo sagor fishing

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • কখনো কড়া রোদ, কখনো সাদাকালো মেঘের ওড়াউড়ি। কখনো গুড়িগুড়ি বৃষ্টি, কখনো বা মুষলধারে । শরৎ ঋতুর শুরুতে প্রকৃতির এমন পরিবেশে শৌখিন মত্স্য শিকারিরা জড়ো হয়েছেন কুমিল্লা মহানগরীর ধর্মসাগর দিঘির পাড়ে।
    ইজারাদারের কাছ থেকে টিকিট কিনে বড়শি ফেলেছেন তাঁরা। বড়শিতে একেকটা বড় মাছ উঠলেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই মাছ ধরার উৎসবকে ঘিরে দিঘির পাড়ে জড়ো হয়েছেন শত শত উৎসুক মানুষ।
    ধর্মসাগর দিঘির বর্তমান ইজারাদার ধনঞ্জয় মত্স্যজীবী সমবায় সমিতির উদ্যোগে, করোনাকালে মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই মৎস্য শিকার প্রতিযোগিতা পালিত হচ্ছে।
    সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধর্মসাগর দিঘির ৪ পাড়ে ৬৫টি মাচায় বসে আছেন কয়েক শত মত্স্য শিকারি। প্রতি মাচায় ৫ করে জন বসে বড়শি ফেলেছেন। ১৭ হাজার ৫০০ টাকা সৌজন্য মূল্য দিয়ে টিকিট কেটে কুমিল্লা জেলা ও তার আশপাশের এলাকা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট থেকেও মৎস্য শিকারিরা এসেছেন ঐতিহ্যবাহী ধর্মসাগরে।
    এর বাইরে আরও ১০টি ভিআইপি মাচা আছে। এসব মাচার ব্যক্তিদের বিনা মূল্যে টিকিট দেওয়া হয়। এ বছর দিঘির দক্ষিণ পাড়ের বাইরেও জিলা স্কুল ও কুমিল্লা স্টেডিয়ামের পাশে মাচা পাতা হয়েছে।
    ধর্মসাগর দিঘিতে সর্বোচ্চ ৫ কেজি থেকে সর্বনিম্ন ৫০০ গ্রাম পর্যন্ত রুই, কাতলা, মৃগেল, ব্ল্যাককার্প, কালবাউশ, গ্রাসকার্প, তেলাপিয়া ও বিগ্রেড মাছ আছে। এ বছর বিশাল আকৃতির কোন মাছ ধরা না পড়লেও, গত বছর উৎসবের দিনে ধরা পড়েছিল ২০ কেজি ওজনের একটি ব্ল্যাককার্প। উদ্যোক্তারা মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহ্বান জানিয়েছেন ।

КОМЕНТАРІ • 3

  • @himelsarker7500
    @himelsarker7500 4 роки тому

    অসাধারণ খুব ভালো লাগলো।

  • @tahaminaakter9028
    @tahaminaakter9028 4 роки тому

    অনেক বড় মাছ পাওয়া যায়।

  • @akramahammed3212
    @akramahammed3212 4 роки тому

    এবার বেশী বড় মাছ পাওয়া যায় না ।