Narir Niti . নারীর নীতি - শ্রী শ্রীঠাকুর অনুকূলচন্দ্র। (Bengali) 'নারীর নীতি' পড়ার প্রয়োজনীয়তা।

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমাজ সংসারে নারীর গুরুত্বপূর্ন ভূমিকার কথা বলেছেন। তাঁর মতে নারী নারীর বৈশিষ্টে বড়। পুরুষ পুরুষের বৈশিষ্টে বড়। সংসারকে শান্তিময় আনন্দময় করে রাখে নারী। নারী পারে সমাজের মূল সম্পদ মানব উপহার দিতে। একটা সুসন্তানের জন্ম দিয়ে সমাজের উন্নয়নে পথ সুগম করতে। নারী তার প্রাণঢালা সেবায়। অবসন্ন, ক্লান্ত পুরুষের দেহমন জুড়িয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন মঙ্গলময়ী নারীর অসীম অবদানকে কখনো পরিমাপ করা যায় না।এত বড় দায়িত্ব তার উপর প্রকৃতি অর্পণ করেছে। বর্তমানে নারী তার নিজের বৈশিষ্ট্যকে যেন হারিয়ে ফেলছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত নারী নিজেদের বৈশিষ্ট্যকে বজায় রাখা অপমানকর মনে করে। নারীকে প্রকৃতির দেওয়া দায়িত্বের গুরুত্ব বুজতে হবে। তাদের মঙ্গলময়ী, সেবাপরায়ন রূপ বজায়রাখা সমাজের উন্নয়নের পক্ষে খুব দরকার
    তাই নারীকে এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নিজেকে প্রস্তুত করা দরকার । আমরা গতানুগতিক শিক্ষায় এবিষয়ে তেমন কোন শিক্ষা পাই না। আর সেজন্য সংসার সমুদ্রে আমরা হিমসিম খেতে থাকি। শ্রী শ্রী ঠাকুর জীবনের প্রতি পদক্ষেপে কিভাবে চলতে হবে তার তুক, কলাকৌশল বলেছেন। নারীর নীতি বইতে। আর সেজন্য শ্রীশ্রীঠাকুরের নারীর নীতি বইটি পড়া দরকার।
    #narirniti
    #Nariri Niti
    #sarmisthajodder
    #shreeshreethakuronukulchandra
    #ShreeShreethakur
    #নারীরনীতি
    #নারীর নীতি
    Like ..... Comment....share....Subscribe...
    www.google.com...

КОМЕНТАРІ • 59