coffee houser sei addatar Moidul was alive in Dhaka (???)

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024
  • Coffee houser sei addatar Moidul WAs alive in Dhaka
    Interview is taken By RTV journalist.
    নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে...
    কফি হাউজের সেই কি গানটি আপনাদের মনে আছে ... বন্ধুরা কালজয়ী গানের সেই মঈদুলকে আমরা খুজে পেয়েছি।
    UPDATE 1: He was died in 2014 at Dhaka
    Update 2: গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ বলেছেন এটা মিথ্যা কথা। আড্ডা নিয়ে গান লেখার আইডিয়াটি তার ছিলো এবং গানটিতে কোন বাস্তব চরিত্র ছিলো না।
    তিনি বলেন, ‘অসভ্য, বর্বর, অসত্‍, মিথ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। চরিত্রগুলি গৌরী কাকার কল্পনাপ্রসূত এবং গানের আইডিয়াটি আমার। একবার প্যারিসের কাছে মঁমার্তে গিয়েছিলাম। সেখানে অশ্বক্ষুরের মতো একটা ঢিপি রয়েছে। তার চারপাশে রয়েছে অনেক কফিশপ এবং সুভেনিয়ের শপ রয়েছে। যে গাইড আমাকে নিয়ে গিয়েছিলেন, তিনি বলেন এই সব কফিশপে ত্রুফোঁ, এল সালভাদোর দালি, পাবলো নেরুদা-র মতো ব্যক্তিরা বসে আড্ডা দিতেন। সেখান থেকেই আড্ডাটা মাথায় ঢুকে গিয়েছিল। যে সব জিনিস প্রচার করা হচ্ছে তার কোনও সারবত্তা নেই। এগুলো অত্যন্ত বিরক্তিকর।’
    My Personal Opinion:
    গৌরীপ্রসন্ন মজুমদার বেঁচে থাকলে আসল সত্যটি জানা যেত। এই মঈদুল সাহেবের বক্তব্য অনুযায়ি সুজাতা এবং অন্য বন্ধুরাও তার সাথে আড্ডা দিতে আসতো, কেন যেনো তার কথা আমার কাছে সত্য মনে হয়। তবে আমরা জানিনা আসল সত্য কি? হয়তো এই মঈদুল মিথ্যা কথা বলেছেন অথবা সুপর্ণকান্তি আসল সত্যটি জানেন না।
    ঘটনা যাই হোক এই গান বেঁচে থাকুক আজীবন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।

КОМЕНТАРІ •